![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকাের আধা-সোস্যালিষ্ট, বার্ণি সেন্ডার্স, মনে হয়, উনার পথের শেষ প্রান্তে পৌঁছে গেছেন, উনার ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা আর নেই; গতকালের ৬ রাজ্যের ভোটে উনি পুরোপুরি পেছনে পড়ে গেছেন, সামনে আর কোন পথ খোলা নেই; এখন উনার সরে যাওয়া উচিত; কিন্তু সেটা তিনি আজও ঘোষণা করেননি। উনি যদি সরে না যান, নভেম্বরেের জেনারেল ভোটে জো বাইডেনের ভোট কমবে।
গতকাল ভোটের পরে, ডেলিগেইট কাউন্ট হচ্ছে: জো বাইডেন: ৮২৩ , বার্ণি সেন্ডার্স: ৬৬৩; প্রার্থী হতে ১৯৯১ জন ডেলিগেইটের ভোট পেতে হবে। আগামী কয়েকদিনের মাঝে আরো ৪ রাজ্যে ভট হবে, সেসব রাজ্যে বার্ণির জয়ের সম্ভাবনা নেই।
এই মাসের ১৫ তারিখে (মার্চ ১৫) জো বাইডেন ও বার্ণি সেন্ডার্সের মাঝে বিতর্ক হবে; এই বিতর্কের আগেই বার্ণি যদি সরে না যায়, বিতর্কে বার্ণি, মনে হয়, জো বাইডেনকে ভালভাবে আক্রমণ করবে; এতে বাইডেন বেশ আহত হওয়ার সম্ভাবনা আছে; অর্থাৎ বাইডেন সম্পর্কে কিছু মানুষের ধারণা খারাপ হবে; সুতরাং, এখনই বার্ণির সরে যাওয়া দরকার।
আমি নিজে ও ব্লগার নুরু সাহেব হলেম গিয়ে সোস্যালিষ্ট অর্থনীতির সাপোর্টার; কিন্তু আমি কিছু কারণে বার্ণিকে এখন সাপোর্ট করছি না; বড় কারণ, বার্ণি প্রেসিডেন্টসিয়াল ডিবেইটে ট্রাম্পের সাথে খড়কুটার মতো বাতাসে উড়তে থাকবে! জো বাইডেন যে টিকবে সেটার আশাও কম, তবে বাইডেনে আক্রমণের মুখে মানুষের সহানুভুতি পাবে; বার্ণি সহানিভুতি পাবার চেষ্টা করবে না, সে ট্রাম্পকে আক্রমণ করবে, দেয়ালে মাথা ঠুকবে।
ডিবেইট নিয়ে আমেরিকানদের দুর্বলতা আছে; কমপক্ষে, ডিবেইটে শতকরা ১০/১৫ ভাগ মানুষ ডিবেইটের সময় ভোটের সিদ্ধান্ত নেন; এই ১০/১৫ ভাগ ভোটার বেশীর ভাগ সময় ভোটের রেজাল্টে বিশাল প্রভাব রাখে।
ট্রাম্প ডিবেইটের নিয়ম কানুন মানে না, সে ব্যক্তিগত আক্রমণ করে; ব্যক্টিগত আক্রমণ ডিবেইটে নিষিদ্ধ; এমন কি সামুতেও নিষিদ্ধ; ব্লগার নুরু সাহেব আমাকে সব সময় উপদেশ দেন এই ব্যাপারে। গত ভোট থেকে আমেরিকায় ব্যক্তিগত আক্রমণ বেশ পপুলার হয়ে গেছে; আমেরিকনরা রাজনীতিবিদদের মাপামাপা, সুন্দর সুন্দর মিথ্যা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, তারা জানতে চায়, আসলে, হিলারী কি করে বেড়াচ্ছে, সিনেটর ক্রুজ কংগ্রেসে এত বছর থেকে কি কি কাজ করেছে, সিনেটর মার্কো রুবিও কত ডলার আয় করে, হিলারীর মেয়ের বেতন কত, বাইডেনের ছেলে কি করে মিলিয়ন মিলিয়ন আয় করছে।
ডেমোক্রেটরা ট্রাম্পকে সরানোর জন্য আদাজল খেয়ে লেগেছে, বার্ণি উহা পারবে না; এমন কি বাইডেনও হয়তো পারবে না; তারপরও, তারা ট্রাম্পের সাথে বাইডেনকে দিয়ে চেষ্টা করার পক্ষে।
১১ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
সে গতবার আসলে এবারের চেয়ে ভালো করেছিলো; কিন্তু গতবার মানুষ পলিটিশিয়ানদের ভোট দিতে চাহেনি, সেই কারণে ট্রাম্পের উদ্চভব।
২| ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: আপনি ব্লগার নুরু (মুরুব্বীকে) অমর করে রাখবেন।
১১ ই মার্চ, ২০২০ রাত ১১:১৩
চাঁদগাজী বলেছেন:
উনি আধুনিক যুগের বাংগালী।
৩| ১২ ই মার্চ, ২০২০ ভোর ৬:৩৯
ইমরান আশফাক বলেছেন: আমি কিন্তু ট্রাম্পকে সমর্থন করি, বিনোদন হিসাবে অনন্য।
১২ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প আপনার জন্য বিনোদন, আপনার থেকে সবদিক থেকে সিরিয়াস আমেরিকানদের জন্য ট্রাম্প প্রেসিডেন্ট
৪| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭
খাঁজা বাবা বলেছেন: আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক, আমেরিকান বাংলাদেশী কিংবা বাংলাদেশের জনগনের কোন লাভ ক্ষতি আছে কি?
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
অনেক লাভ ক্ষতি আছে; যেমন, এখন ট্রাম্প একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়েছে, বাংলাদেশ থেকে যাদের মা-বাবাকে আনছে, মা-বাবা যদি আমেরিকার জন্য "বোঝা" হওয়ার সম্ভাবনা হয়, ভিসা না দিতে।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিগত প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্স প্রার্থী হলে আমার মনে হয় এখনকার চেয়ে ভালো ফল করতে পারতেন। অন্তত ডোনাল্ড ট্রাম্পের সাথে ফাটাফাটি লড়াই হতে পারত মনে হয়।