নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনার জন্য আমেরিকার প্রস্তুতি সবচেয়ে কম

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬



চীনে করোনা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশী ইনফরমেশন বিনিময় হয়েছে আমেরিকায়; আমেরিকায় সবচেয়ে বেশী হাসপাতাল ও সরকারী স্বাস্হ্য সংস্হা রয়েছে; কিন্তু এই সপ্তাহে বুঝা যাচ্ছে যে, গত ২ মাস বকবক করার পর, আমেরিকা ঘর গুছায়নি; আমেরিকা আসলে বকবক করে যাচ্ছিলো, কিন্তু প্র‌য়োজনীয় পদক্ষেপ নেয়নি।

গতকাল প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে; ভাষনে উহা যা যা বলেছে, আজকে সকালে সরকারের স্বাস্হ্য সংস্হাগুলো বলছে, আসলে তাদের সেই ধরণের কোন প্রস্তুতি নেই। এই পুরো সপ্তাহে সংক্রমণ সম্পর্কে সরকারের সংস্হাগুলো যা বলেছে, আসল সংক্রমণ কিন্তু অনেক অনেক বেশী। প্রেসিডেন্ট বলেছে, সরকারের কাছে প্রয়োজনের বেশী "টেষ্ট কিট" আছে; আসলে, আজকে হাসপাতালগুলো বলছে, গত ২ সপ্তাহ চেষ্টা করেও তারা কোট "টেষ্ট কিট" পায়নি; হাসপাতালগুলোকে নিজের কর্মচারীদেরকে প্রথমে পরীক্ষা করে দেখতে হবে, ওরা সুস্হ আছে কিনা, কাজে থাকা উচিত কিনা।

আজকে সকালে ষ্টক-মার্কেট ধুলায় মিশে আছে; সকাল থেকে "ফিউচার মার্কেটে সার্কিট ব্রেকার কাজ করছে"। এদিকে প্লেইন চলাচল বন্ধ হওয়ার পথে; ইউরোপ থেকে আমেরিকান ব্যতিত কাউকে আসতে দেয়া হবে না।

একটা সমস্যা হতে পারে, চীন থেকে আমেরিকা আসল ইনফরমেশন পায়নি; চীন সংক্রমণ ও মৃত্যুর হার সঠিকভাবে জানায়নি; ফলে, আমেরিকা মনে করেছিলো যে, চীনাদের স্বাস্হ্য মাস্হ্য ভালো নয়, আমেরিকানরা এ্ত বেশী আক্রান্ত হবে না। এই সপ্তাহে করোনা পাওয়া যাচ্ছে সব যায়গায়; আজকে সকালে অনেক কিছু বন্ধ করা হয়েছে; এখন সবেমাত্র খবর হওয়ার শুরু হয়েছে।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন: সেইম হিয়ার । আজ সন্ধ্যায় Scomo ন্যাশনাল টিভিতে লাইভ ভাষণ দিলো ।
মানুষকে সান্ত্বনা দিতে যেয়ে এতো বেশীই ভালো ভালো কথা বলে ফেলেছে যে কোন কথায়ই সিরিয়াস মনে হচ্ছিলো না । এতো এতো ব্যাকআপ প্ল্যান । কিন্তু বাস্তবতা অন্য কথা বলে ।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের বিপদের সময় বুঝা যায় যে, আমেরিকা গলাকাটা ক্যাপিটেলিজমের দেশ; ক্ষমতা বিলিওনিয়ারদের হাতে

২| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: চায়নিজরা মৃতের সংখ্যা সরকারিভাবে ৩১০০+ বলেছে, সঠিক কত মানুষ চীনে মারা গেছে তা কেউ বলতে পারবে না।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



ওদের মিথ্যার কারণে ইউরোপ ও আমেরিকার মানুষ ঠিকভাবে ব্যাপারটা বুঝেনি; চীনারা অসৎ, এই গ্রহের জন্য হুমকি

৩| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মিরোরডডল বলেছেন: হোল ইউরোপ ট্র্যাভেল ব্যান করলো কেনো ?
সব কান্ট্রিতো আর ইতালির অবস্থা হয়নি এখনও ।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


কেহ বুঝতে পারছে না, আজ সকালে হঠাৎ করে আমেরিকানরা হতবুদ্ধি হয়ে গেছে; ইউরোপের মুল ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে; ওদের সবকিছু থেমে যাবে।

৪| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

ঢাবিয়ান বলেছেন: সবখানেই অবস্থা খারাপ। সিঙ্গাপুরে সব চার্চ, মসজিদ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে আগে একটা চার্চ থেকে করোনা ছড়িয়েছে । এদিকে গতকাল মালয়েশিয়ায় এক তব্লিগ জামাতে ১০ হাজার মানুষের জমায়েত হয়েছে। সেখান থেকে ফেরত আসা সিঙ্গাপুরিয়ানদের দেহে করোনা সনাক্ত হবার পর এখন মসজিদও বন্ধ করে দেয়া হয়েছে। চারিদিকে একটা আতংক বিরাজ করছে।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



সিংগাপুর আগের থেকেই হুশিয়ার হওয়ার দরকার ছিলো, উহা ছোট দেশ, কন্ট্রোল সহজ। আমেরিকা চীনের তথ্য পাবার পরও প্রস্তুতি নেয়নি।

৫| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন: শুধু কি আমেরিকা ? মুখে যে যাই বলুক, ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই ক্যাপিটেলিজম চলছে ।
বাংলাদেশ আর ভারতে ক্যাপিটেলিজমের সাথে আরও আছে অটোক্রাস্যি ।

১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে, পাকিস্তান ও ভারতে যা চলছে এগুলো আসলে কলোনিয়ালিজম থেকে নীচু ব্যবস্হা

৬| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সোহানী বলেছেন: গতকালই আমেরিকায় থাকা আত্বীয় বন্ধু বান্ধবদের সাথে কথা হচ্ছিল। সেখানেতো দেখি হুলুস্থুল অবস্থা শুনলাম। যে যা পারছে গণ স্টক করছে, বাজারের টয়লেট পেপার উধাও, স্কুল কলেজ বন্ধ ঘোষনা করার সিদ্ধান্ত নিবে নিবে করছে, রাস্তায় মানুষ চলাচল প্রায় বন্ধ, পার্টি ফাংশান বলতে গেলে অঘোষিত ব্যান, এয়ার/ট্যাক্সি/বাস/ট্রেন ব্যবসার প্রায় হলুদ বাতি দেখা যাচ্ছে।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



গতকাল দিনে বলেছে যে, রাতে ট্রাম্প বক্তব্য রাখবে, তখন গন্ডগোল শুরু হয়েছে।

৭| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইতিহাস বলে, জনগনের ভোগান্তি হয়েছে অযোগ্য শাসকদের কারণে।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


বর্তমানে জার্মানী, কানাডা, সুইডেন ও অন্যন্য স্কেনডেনেভিয়ান দেশগুলোতে ভালো সরকার আছে; বাকীগুলো ক্রিমিনাল; বিশ্ব খারাপ সময়ের মাঝ দিয়ে যাচ্ছে।

৮| ১২ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকা মনে করছে করোনা তাদের কিছু করতে পারবেন না
তাই তারা করোনা ঠেকানোর প্রস্তুতি না নিয়ে কিভাবে্ এর
প্রতিষোধক তৈরী করে লাভবান হবে সেই চিন্তায় বিভোর।
করোনা কিন্তু মোড়ল চিনেনা।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ৮৫% মানুষ খেটে খায়, ওদের অবস্হা বিশ্বের অনেক দেশের মানুষ থেকে খুব একটা ভালো নয়।

৯| ১২ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ বিপদের মুখে মানুষ জাতি।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



বিশ্বকে এলোমেলো করে দিচ্ছে।

১০| ১২ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৯

করুণাধারা বলেছেন: করোনারি জন্য আমেরিকার প্রস্তুতি সবচেয়ে কম

একেবারে ঠিক। শুনেছি ট্রাম্প প্রশাসন চিকিৎসা খাতে ব্যয় কমিয়ে দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে বলেছেন এটা কিছু না, শীতকালে এমন ফ্লু হয়েই থাকে। এমন অবস্থা হলে প্রস্তুতি হবে কোথা থেকে?

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প অনেক কিছুকে পাত্তা দেয় না, এবার সেটা করেছে; আমেরিকানরা ভালো বিপদের মাঝে আছে।

১১| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। বাংলাদেশে করোনা চলে আসলে দেশে একদল পালাবে গ্রামে পাহাড়ে আরেক দল চুরি চামারি লুট তরাজে নেমে যাবে। - এটি পূর্ব পরিক্ষিত।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বেশীর ভাগ মানুষের জীবন বীমা আছে, সেজন্য অনেকেই চিন্তিত

১২| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:২৯

মাহমুদুর রহমান বলেছেন: যেখানেই থাকুন একটু সতর্ক হয়ে চলুন।

১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

১৩| ১২ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে ঢাকার বড় বড় অফিস গুলো।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



ইহা গরমের সাথে কমবে কিনা, এখনো বুঝা যাচ্ছে না; ফলে, ঢাকার সামনে কি আছে বলা মুশকিল।

১৪| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমেরিকা করোনা ভাইরাসের উপর ইরান হামলার বোমাটি মেরে দেখতে পারে।
বাংলাদেশের জনগণ চীনে করোনা আক্রমণে খুবই আনন্দিত। তাছাড়া জনৈক পীর দুঃস্বপ্নে করোনার সাথে কথা বলে জেনেছেন করোনা বাংলাদেশ আক্রমণ করবে না। দেশে এখন সে বিষয়ে ওয়াজ নসিহত হচ্ছে বিপুল সমারোহে। অনলাইন ও ওয়াজে প্রচার হচ্ছে করোনা শুধু কাফেরদের আক্রমণ করবে ইসলাম ধর্মের লোকদের আক্রমণ করবে না - এর সত্যতা সময় বলে দিবে। দেখা যাক কি হয়।

পৃথিবীর সকল মানুষ সহ সকল প্রাণী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকুক।

১৩ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ত্রাম্পের লোকেরা ভেবেছিলো যে, ইহা সাধারণ ফ্লু'র মতো; আসলে, ইহার সংক্রমণ ক্ষমতা ফ্লু থেকে অনেক বেশি।

বাংলাদেশের মানুষের একাংশ বানরে পরিণত হয়েছে; সরকার জানে না দেশের লোকজন কি করে।

১৫| ১৩ ই মার্চ, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইহা গরমের সাথে কমবে কিনা, এখনো বুঝা যাচ্ছে না; ফলে, ঢাকার সামনে কি আছে বলা মুশকিল।

আমি আমেরিকা থাকলে এখন একটা ব্যবসা করতাম।
সুরা টা প্রিন্ট করে দুই ডলার করে বিক্রি করতাম। আমেরিকানরা আগ্রন নিয়ে দুই ডলার দিয়েই সুরা কিনবে জানি। নতুন কিছুর প্রতি ওডের আগ্রহ প্রবল।

১৩ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ইহার জন্য ভালো বাজার নয়।

১৬| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব কিছু নিয়ে যাদের তুচ্ছ তাচ্ছিল্য করা সভাব
বিপদে ঘাড়ে এসে পড়লে এরাই সবার আগে
ধার্মিকের মুখোশ পড়ে সাধু সাজে !! বক ধার্মিক !!

১৩ ই মার্চ, ২০২০ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা সমস্যা বুঝেছিলো, কিন্তু ট্রাম্প দেরীতে বুঝেছে

১৭| ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইংলেণ্ডের অবস্থাও এক, কী বলে কী করে কেউ কিচ্ছু জানে না। এখন বলছে ঘরে বসে থাকবে খবরদার হাসপতালে অথবা বাইরে যাবে।

কী করব কেউ জানি না।

১৩ ই মার্চ, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনার হাতে যদি পয়সা থাকে, ঘরে থাকার চেষ্টা করেন।

১৮| ১৩ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে এবার বিপাকে পড়েছি, আপনার সকল উপদেশ আমি মেনেছি, উণ্ডজ খুলা রাখার জন্য বলেছিলেন আমি সব সময় খুলে রাখি, উপন্যাসে কাজ করেছি। কিন্তু এবার ঘরে বসে থাকতে পারব না কারণ গাড়ির ভাড়া দিতে হবে, এসব গাড়ি সহজে ভাড়া মিলে না এবং কিনলে ক্ষতি হয়। আমি জান বাঁচিয়ে কাজ করেছি মানে যা রুজি হয় তা দিয়ে সংসার চলে।

সরকার আসলে ইচ্ছা করেই সকলকে বিপদগ্রস্ত করেছে। ভাইরাসে বেশি মরবে না তবে পেনিক করে মরবে বেশি। সুপরামার্কেটের অবস্থা তো আপনরা জানা?

আপনিও সাবধানে থাকবেন, সকলের মঙ্গল হোক।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি মাস্ক ব্যবহার করেন; গাড়ীতে স্পিরিটের বোতল রাখবেন; ষ্টিয়ারিং, ডেসবোর্ড মুছে ফেলবেন স্পরিট দিয়ে; গরম পানির সাথে ১ চিমটি লবন দিয়ে গরগলা করবেন, কুমকুম গরম পানি খাবেন, বাহিরের খাবার খাবেন না।

১৯| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
মাস্ক কোথায় পাব? সব কিনে ফেলেছে! রাশিয়ান ভটকা কিনতে হবে, অন্যগুলাতো আগুনের মত দাম।
আমি সত্যি আপনাকে সম্মান করি। আপনার উপদেশে আমি সত্যি উপকৃত হই। আবারো ধন্যবাদ।

আপনি নিশ্চয় ইউটিউভ ভিডিও দেখেছেন, আমাদের লোকজন টলেটপেপারে জন্য মারামারি শুরু করেছে। :((

১৪ ই মার্চ, ২০২০ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


মহিলাদের ওড়না থেকে ১ টুকরা কাপড় কেটে নিয়ে হাতে সেলাই করে ভালো মাস্ক তৈরি করা যায়; ৪ স্তর করার দরকার; এরপর রাতে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে।

১৪ ই মার্চ, ২০২০ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


গাড়ী পরিস্কারের জন্য আপনাকে ফার্মাসিউটিক্যাল স্পিরিট কিনতে হবে, ভদকা নয়।

২০| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ মাস্কের আইডিয়ার জন্য।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো থাকুন।

২১| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২২

খাঁজা বাবা বলেছেন: এই সব খবরে ছড়ালে শেয়ার বাজার আরো পরে যাবে।
এক দিনেই হয়তো ট্রাম্পের বিলিয়ন ডলার পানিতে যাবে।
খবর চাপা থাকাই ভাল ট্রাম্পের জন্য।

১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের মুল ব্যবসা রিয়েলষ্টেইটে; কিন্তু ষ্টকমার্কেটের সমস্যা ট্রাম্পের জনপ্রিয়তা কমাবে।

২২| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

আমি সাজিদ বলেছেন: গনচীন আমেরিকা এবং বাকি বিশ্বকে আক্রান্তের সঠিক তথ্য দেয়নি আমারও মনে হয়েছে।

১৪ ই মার্চ, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



চীনাদের স্বভাব, জীবনযাত্রা, ভাবনা ও আচরণ সারা মানব জাতির জন্য ভয়ের ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.