নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টিকে থাকার জন্য মানব জাতিকে কিছুটা সোস্যালিষ্ট হতে হবে

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৮



চীনের উহান শহরকে বন্ধ (লকড-ডাউন) করতে চীনের লেগেছে এক মিনিটের একটা অর্ডার; এরপর, উহানের ৮০/৯০ হাজার করোনা-পজেটিভকে চিকিৎসা করার জন্য ৪৪ হাজার ডাক্তার নার্স জড়ো করেছিলো চীনারা; এখন ২ মাস পরে, উহানে স্বাভাবিক জীবন ফিরে আসছে।

গত পরশু, নিউইয়র্ক শহরের মেয়র নিউইয়র্ক শহরকে লকড-ডাউন ঘোষণা করতে চাচ্ছিল, গভর্নর তা করতে দেয়নি; আজকে নিউইয়র্ক, ইলিনয়, কানেকটিকাট ও কালিফোরনিয়ার গভর্ণরেরা নিজ নিজ রাজ্যগুলোতে লকড-ডাউন ঘোষণা করেছে; একটু আগে, ট্রাম্প বললো, ইহা করার ক্ষমতা গভর্ণরদের নেই; কারণ, গভর্ণরেরা ডেমোক্রেটস, ট্টাম্প রিপাবলিকান; কিন্তু এরা সবাই ক্যাপিটেলিজমের দেবতা।

ইতালীর উদাহরণ দিতে আমার কষ্ট লাগছে; সিম্পলি এটুকু জানেন যে, ইতালী আরো ৩ দিন আগে চীনের মৃতের সংখ্যাকে অতিক্রম করেছে; ইতালীর ৩৫ হাজার ডাক্তার নার্স এখন করোনা-পজেটিভ। ইতালি দরকারী পরিমাণ মেডিক্যাল সরন্জাম পাচ্ছে না; ইতালির সিষ্টেমে সরকার এসব সরন্জাম রাখে না, রাখে "প্রাইভেট কর্পোরেশনগুলো"; কিন্তু কোন প্রাইভেট কোম্পানী কি নাগরিকের জীবন বাঁচানো জন্য ব্যবসা শুরু করে?

উহানের লোকসংখ্যা ১১ মিলিয়ন; আজকে আমেরিকার যেই ৪ রাজ্যকে লকড-ডাউন করেছে করেছে, সেখানে ৭০ মিলিয়ন মানুষ বসবাস করে। ৭০ মিলিয়নের মাঝে, ৭ মিলিয়নের চাকুরী চলে যাবে ২ মাসের ভেতর। উহানের ১ জনেরও চাকুরী যায়নি, তারা এখন কাজে ফিরছে। আমেরিকার ৪ রাজ্য যখন লকড-ডাউনের মাঝে, এবং সেখানকার ৭ মিলিয়ন যদি চাকুরী হারায়, জীবন যখন স্বাভাবিক হবে, ওরা কে কোথায় যাবে চাকুরীর জন্য? ৭ মিলিয়ন চাকুরী ফেরত পেতে কত সময় লাগবে?

এই সপ্তাহে ২.৫ মিলিয়ন চাকুরী হারায়েছে, এরা রেষ্টুরেন্ট, বার, কাফে, হোটেল ও ট্যুরিজমের লোকজন; এখনও করোনা পুরোপুরি শুরু হয়নি; মানুষের মনে করোনার আতংক, এইদিকে চাকুরী নেই!

আজকের চীন কিন্তু সোস্যালিষ্ট দেশ নয়, ওদের সরকার ও দলের লোকেরা "গলাকাটা ক্যাপিটেলিজমের শয়তান"; কিন্তু মানুষের মাঝে ৫২ বছরের সোস্যালিজমের মনন রয়ে গেছে; সরকারও এই সময় মানুষকে কোনভাবে হতাশ করেনি, চাকুরীর হারানোর কথা তো উঠতেই পারে না; সোস্যালিজমের কারণে করোনার সময় ওদেরকে চাকুরী হারাতে হয়নি, অকারণ হয়রাণী থেকে বেঁচে গেছে পুরোজাতি।

আগামী ২ মাসে আমেরিকার ২০ মিলিয়ন মানুষের চাকুরী চলে যাবে, হয়তো; এরপর মানুষ চাইলে ৬ মাস আনএমপ্লয় ইনস্যুরেন্চে (বেকার ভাতা)থাকতে পারবে, সরকার তেমন জোর করতে পারবে না; মিলিয়ন মিলিয়ন মানুষের চাকুরী নেই, মানুষ কাজ করছে না, কিন্তু বাঁচার মতো টাকা পাবে; সবকিছু মিলে কি ধরণের সমস্যা দেখা দিবে? বিশ্বের কি পরিমাণ দেশ এই ধরণের সমস্যার মাঝে গিয়ে, আবার বেরিয়ে আসতে পারবে? কোনটা সহজ, চীনের মতো, নাকি ইটালীর মতো ব্যবস্হা?

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকার জন্য ঘোর দুর্দিন অপেক্ষা করছে।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা আগামী ১০ বছরে যদি আবার ঠিক হতে পারে; সরকার ও মানুষ উভয়্ব সম্পদ হারাবে, হতাশা ও বিশৃংখলার মাঝ দিয়ে যাবে।

তবে, ইউরোপও ইহার মাঝ দিয়ে যাবে।

২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

নূর আলম হিরণ বলেছেন: চীন দারুন সাফল্য দেখিয়েছে। আমার এখনো মনে হচ্ছে ভাইরাসটি মনুষ্য সৃষ্টি!

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ এখন ভয়ংকর সুক্ষমভাবে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা রাখে; কাহার সৃষ্টি উহা পরিস্কার হবে।

চীনে সামজতন্ত্র ছিলো এককালে

৩| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে কার্ফু জারি করেছে শ্রীলঙ্কা সরকার। ইতিমধ্যেই কার্ফু চালু হয়েছে শ্রীলঙ্কায়। ভারতেও আগামী রবিবার কার্ফু।
আর আমাদের নির্বাচন!

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


সব জাতির প্রোফাইল আছে, চরিত্র আছে; উহা বদলাতে বুদ্ধিমত্তার দরকার হবে।

নির্বাচন করে, একটা নতুন গর্দভ পালে যোগ করা হবে।

৪| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন:

বেকুব সারা দু‌নিয়ায় আ‌ছে। এটা অ‌স্ট্রে‌লিয়ার চিত্র। গণ জমা‌য়ে‌তে নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌বে শু‌নে আ‌গে ভা‌গে চিল ক‌রে নি‌চ্ছে।
ছবিটা গতকালকের।

২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ফ্লোরিডায়ও একই অবস্হা, সব জাতিতে গড়ে ৫ ভাগ ইডিয়ট; আফগানিস্তান ও ইয়েমেনে একটু বেশী

৫| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চীনের দীর্ঘ ইতিহাসই হচ্ছে কালেকটিভ সমাজব্যবস্থা, তাই তারা সিরিয়াসলি অনেকটা মেশিনের মতো যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে | বাংলাদেশ চীনের মতো রেজিমেন্টাল সমাজ নয় - সম্পূর্ণ ক্যাওটিক |

২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সামন্তবাদে আছে এখনো, ওরা নিজের সমস্যাই ভাষায় বলতে পারে না।

ইউরোপ ও আমেরিকার মানুষকে অনেক কষ্টের মাঝ দিয়ে যেতে হবে আগামী ১০ বছর।।

৬| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪২

মিরোরডডল বলেছেন: সমস্যা যখন ব্যাক্তিগত না হয়ে জাতিগত হয়ে দাঁড়ায় , তখন দলমত না ভেবে সমগ্র জাতির জন্য যেটা মঙ্গল সবাইকে একসাথে হয়ে সেটার জন্যই কাজ করা উচিৎ ।

সেদিক থেকে চীন সাকসেসফুল ।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



"উচিত" কথাটা সবাই সারাক্ষণ বলছেন; কিন্তু উহা যদি সিষ্টেমের অংশ না হয়, উহার মুল্য নেই; চীনে উচিতকে কাজে লাগায়ে গেছেন মাও সে তুং

৭| ২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৭

আকন বিডি বলেছেন: গত প্রায় ১২ বছর যাবত যা শেখানো হয়েছে, তার বহিঃপ্রকাশ মাত্র।
মিথ্যা বিবৃতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ।
সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যা চলছে, ইহা এই কলোনিয়েল জীবনের সুত্র।

৮| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫০

রোকসানা লেইস বলেছেন: চীনের সিস্টেম এবং তাদের কাজের সক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না আমেরিকা বা অন্য দেশ।
প্রতিটি লোককে পরীক্ষা করেছে তাদের সরঞ্জামের ঘটতি হয়নি। আর অন্যদেশগুলো রেশন করে চেক করছে।
আলীবাবা মিলিয়ন মাস্ক এবং টেস্টিং কিট আমেরিকাকে ডোনেট করেছে।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


মানব সমাজের সামনে আরো বড় বড় সমস্যা আসবে, সেগুলো থেকে টিকে থাকার জন্য সোস্যালিজমকে সমাধান হিসেবে নিতে হবে।

৯| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৩

আসোয়াদ লোদি বলেছেন: চীনারা আমাদের দেশে এসে বলে গেল পণ্য আমদানি রপ্তানিতে করোনার কোনো প্রভাব নেই, আর আমেরিকানরা তাদের অর্ডারগুলো বাতিল করে দিল। চীনাদের মন থেকে সোস্যালিষ্ট মনষ্কতা এখনও উবে যায়নি।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


চীনের কম্যুনিষ্ট পার্টি ভয়ংকর গলাকাটা ক্যাপিটেলিজমে প্রবেশ করেছে; কিন্তু মানুষের মাঝে ৫২ বছরের কিছু নিয়মকানুন এখনো রয়ে গেছে

১০| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

খাঁজা বাবা বলেছেন: আমাদের কি হবে?
আমাদের ইন্সুরেন্স নেই

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষকে নিজের চেষ্টায়, বিনা সাহায্য টিকতে হচ্ছে; মানুষ যদি এই অবস্হা থেকে বের হতে চান, সোস্যালিজমই বাঁচার পথ।

১১| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: দেশে করোনা রোগের ডাক্তার নাই । ডাক্তারদের সেফটি সরঞ্জাম নাই। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই l

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ সরন্জাম বানাচ্ছেন, জিব্রাইল এসে দিয়ে যাবেন।

১২| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশে ইডিয়ট এর হারটা কেমন?

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


ইউরোপের তুলনায় শতকরা ৫০ ভাগের বেশী হবে।

১৩| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

আকন বিডি বলেছেন:

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


ইমেইজে কি লেখা আছে?

১৪| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঁচতে শিখতে হবে, সম্পদে বাঁচিয়ে রাখতে পারে না।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত করতে হবে প্রতিটি মানুষকে, এটাই সব রক্ষার মুলমন্ত্র

১৫| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: সোস্যালিষ্টে কাজ হবেনা। সাময়ীক ভালো লাগবে কিছু মানুষের।

নতুন কোন আইডিয়া লাগবে, ।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার পেশা কি ধরণের? অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন?

১৬| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, শিক্ষায় মোক্ষ লাভ হবে।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিতরা একসময় শিক্ষার অভাব বুঝেন, কিন্তু শিক্ষা দাবী করেন না, এটা আমাদের সমাজে সমস্যা হয়ে আছে, পৃথিবীর জন্য সমস্যা হয়ে আছে।

১৭| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২১

একাল-সেকাল বলেছেন:
বাংলাদেশে লক ডাউন শুরু হয়ে গেছে। অর্থাৎ বে রোজগারি জনসংখা বৃদ্ধি পাবে। নিত্য পণের মূল্য বৃদ্ধি চলছে।
সামনে ভয়ংকর আগামি অপেক্ষমান।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



এভাবে ৩য় বিশ্বের সবার ভোগান্তি হবে; ৩য় বিশ্বের সরকারগুলোকে বদলাতে পারছেন না মানুষ, এখানেই ব্যর্থতা

১৮| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনি সত্য বলেছেন।

২১ শে মার্চ, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখার ব্যাপারে, বাংগালী প্রতি পরিবার চায়, অন্য পরিবার থেকে ভালো করতে; এটা অস্বাস্হ্যকর ভাবনা

১৯| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার পেশা কি ধরণের? অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন?

পেশা কামলা ধরনের। :) বিজ্ঞান আর সাহিত্যের ছাত্র ছিলাম তো তাই ঐগুলি বেশি ভালো বুঝি।

চায়না, রাশিয়া বা কিউবার মতন সোসালিজমে হবেনা সেটা বুঝি।

তাই ডেনমাক`,ফিনল্যান্ডের অনেক কিছু জনগেন জন্য ভালো কাজে লাগছে সেটা জানি...

তাই নতুন আইডিয়া দরকার, সেটা বলেছি।

২১ শে মার্চ, ২০২০ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



নতুন আইডিয়া গড়ে উঠে বর্তমান আইডিয়ার উপর নির্ভর করে; নতুন আইডিয়া প্রতিদিন যোগ হচ্ছে চলমান আইডিয়ার সাথে; বিবর্তনে নতুন আইডিয়া একদিনে, ১০০ বছরে, হঠাৎ করে জন্ম নেয় না।

স্কেনডেনেবিয়া, কানাডা, রাশিয়া ও চীনের থেকে নতুন কিছু শিখেছে।

২০| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বেশি ভালো হতে চেয়ে মন্দকে নষ্ট করে ভেস্তে যায়।

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার কিছু কথা বুঝা যায় না

২১| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: মোল্লা‌দের নিয়ন্ত্রণ না কর‌লে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ হ‌বে। ওয়াজগু‌লো কেবল দেখুন। ইউ‌টিউ‌বেই পাবেন।

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ এদেরকে থামাবে নিশ্চয়ই; সমস্যা হলো, দেশে ইডিয়টের সংখ্যা অনেক।

২২| ২২ শে মার্চ, ২০২০ রাত ২:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নুর বলেছেন: মোল্লা‌দের নিয়ন্ত্রণ না কর‌লে ক‌রোনা প‌রি‌স্থি‌তি ভয়াবহ হ‌বে।

শুধু মোল্লাদের নয় , বাংলাদেশের রাজনৈতিক ইডিয়ট নেতাদের নিয়ন্ত্রণ করা ফরজ হয়ে পড়েছে | এই ছাগলগুলো নেত্রীকে খুশি করার জন্য যে সকল তৈল ব্যবহার করা শুরু করেছেন তা জনগণের বিরক্তির পাশাপাশি নিরাপত্তার জন্য হুমিক হয়ে দাঁড়িয়েছে | এইসকল ইমবেসাইল গুলোকে হেমায়েতপুরে কোয়ারেন্টাইনে পাঠানো দরকার |

২২ শে মার্চ, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, সরকারে, আওয়ামী লীগে কেহই শেখ হাসিনা থেকে বেশী বুদ্ধিমান নন; শেখ হাসিনা নিজে আমেরিকার ৮ম শ্রেণীর বাচ্চা থেকে কম বুদ্ধিমান।

২৩| ২২ শে মার্চ, ২০২০ রাত ২:২৯

অনল চৌধুরী বলেছেন: অবশেষে স্বীকার করলেন যে সমাজতন্ত্রই উইরোপ-এ্যামেরিকার তথাকথিত পূজিবাদী লুটপাটের গণতেন্ত্রে চেয়ে সর্বোৎকৃষ্ট পন্তা !!!!

২২ শে মার্চ, ২০২০ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি কিছুটা বুঝতেছেন।

২৪| ২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:৩৫

অনল চৌধুরী বলেছেন: ১৯৯২ সালে লেখালেখির শুরু থেকেই বুঝেছি আর এটা নিয়ে ১৯৯৯ সালে জীবনের প্রথম বই লিখেছি।
সরকার ও দলের লোকেরা "গলাকাটা ক্যাপিটেলিজমের শয়তান"; কিন্তু মানুষের মাঝে ৫২ বছরের সোস্যালিজমের মনন-এইসব আজব তত্ব কোথায় পান
চীনা নেতারা দুর্নীতি করলে ওদের দেশ এতো উননত হলেরা কিভাবে?
তাহলে তো বাংলাদেশের মদতা হওয়ার কথা।!!
চীন রাজতৈকভাবে একটা সম্পূর্ণ সমাজতান্ত্রিক দেশ,অর্থনীতিে কিছুটা পূজিবাদ আছে।

২২ শে মার্চ, ২০২০ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:




স্যরি, আপনি নিশ্চয় আধুনিক অর্থনীতির ফাইন্যানসিয়াল টুলস ও ইহারা কি করে মিলিওনিয়ার, ট্রিলিওনিয়ার তৈরি করে, তাহা সম্পর্কে পরিচিত নন; আধুনিক অর্থনীতিতে অসৎ হওয়ার দরকার নেই, অসৎ অর্থনীতি প্রয়োগ করলেই সব বদলে যায়।

২৫| ২২ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার ১৭ তারিখ পালন করার জন্য দেশে বারোটা বাজিয়েছে।

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ওখানে টাকা নষ্ট হয়নি, ওখানে মানুষের আস্হা হারায়েছেন আমাদের ছাগলা প্রিমিয়ার।

২৬| ২২ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫১

আহা রুবন বলেছেন: মীরপুরে আরেক ভদ্রলোক মারা গিয়েছেন। তাকে যে ড্রাইভার হসপিটালে নিয়ে গিয়েছিলেন, অন্য ভাড়াটিয়ারা আর তাকে বাসায় উঠতে দেয়নি। রাজবাড়ীতে করোনা নিয়ে তর্কাতর্কি পরে মারামারি, নিহত একজন! আমরা কোথায় যাচ্ছি!!!!!!!

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



এগুলো থামানোর জন্য এখন মানুষকে হুশিয়ার করার দরকার, শেখ হাসিনা টেলিভিশনে এগুলো নিয়ে কথা বলার দরকার; উনি শেখের গর্দভ মেয়ে; নাকি বাবার মতো?

২৭| ২৩ শে মার্চ, ২০২০ রাত ২:৩৭

অনল চৌধুরী বলেছেন: স্যরি, আপনি নিশ্চয় আধুনিক অর্থনীতির ফাইন্যানসিয়াল টুলস ও ইহারা কি করে মিলিওনিয়ার, ট্রিলিওনিয়ার তৈরি করে, তাহা সম্পর্কে পরিচিত নন; আধুনিক অর্থনীতিতে অসৎ হওয়ার দরকার নেই, অসৎ অর্থনীতি প্রয়োগ করলেই সব বদলে যায়। [/sb আপনার শুধু নিজেকে সবজান্তা মনে করা আর সবাইকে মূর্খ ভাবার স্বভাবটা খুবই মানহানিকর।
আপনার জানা উচিত যে পূজিপতি হতে গেলে অন্যায়ভাবে মানুষের পকেট কাটতেই হবে।
আরো করতে হবে ইরাক,লিবিয়া দকল,দেশে দেশে গৃহযুদ্ধ লাগাতে হবে,যেসব করছে আপনার দেশ এ্যামেরিকা।
এছাড়া আর কোনো পথ নাই।
পৃথিবীর সব বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানের ইতিহাস আর কর্মকান্ড গবেষণা করে দেখেন।
এদের স্বার্থেই গণতন্ত্রে নাম বিক্রি করে হিলারি-ওবাবা-ট্রাম্প চক্রের সব ধান্ধাবাজি ওইসব প্রতিষ্ঠান আর অস্ত্র ব্যবসায়ীদেরই স্বার্থে।

২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বর্তমান ভাবনা থেকে পএছনে পড়ে গেছেন, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.