![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আজকে শেখ হাসিনা "করোনা ফান্ড" করুক, কাল সকালে ওখানে ২ বিলিয়ন ডলার জমা হবে; শেখ হাসিনা যদি বলেন, বসুন্ধরার ভুমি দস্যুরা আজ রাতেই ওখানে ১ বিলিয়ন দেবে; তারপর, সব ঋণ খেলাফীরা সরকারী ব্যাংক লুট করে নেওয়া ডলার থেকে আধা বিলিয়ন দেবে; এরপর দেবে মন্ত্রী শাহজাহানের যোগাযোগ মাফিয়ারা ও আওয়ামী লীগের টেন্ডাররাজরা ও চাঁদাবাজরা; এরপর দেবে সব প্রাইভেট হাসপাতালের ডাকাতরা ও প্রাইভেট ইউনিভার্সিটির ডাকাতরা; এমনকি ব্লগার রাজিবও টাকা দেবেন, যদিও উনি বেকার। ব্যুরোক্রেট সেক্রেটারীরা দিতে পারবে ক্যাশ আধা বিলিয়ন; পুলিশের কর্মকর্তারা ফান্ডকে ভাসিয়ে দিতে পারবে।
সুতরাং সম্পদ কোন সমস্যা নয়; পিজি হাসপাতালের ডাক্তারদের এক নেতা বলেছে যে, সম্পদের অভাবে ওরা প্রটেকটিভ গিয়ার কিনতে পারছে না; এই সব ভালছাল নেতাগুলো হাসপাতালের ঐষধ ইত্যাদি বিক্রয় করে গাড়ী কিনে; সম্পদ নাই সে কি করে জানে? শেখ হাসিনার একার মুল্যও ২০ বিলিয়ন ডলার। সেই ছাগল মিডিয়াতে গিয়ে বলছে, মানুষকে ভয় লাগিয়ে দিচ্ছে! এরা সবাই প্রাইভেট ক্লিনিকের মালিক, শেয়ার হোল্ডার, কিংবা ওখানে কাজ করে, সরকারী হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নেয়।
শেখ হাসিনার উচিত হাতে ক্যাশ না থাকলে, করোনা ফান্ড করে, একদিনে ১ কার্গো প্লেইন ভরে চীন, জার্মানী থেকে গিয়ার বিয়ার নিয়ে আসা; ৪০ হাজার ডাক্তার, দেড় লাখ নার্সের জন্য গিয়ার কেনার পয়সা বাংলার চোর-ডাকাতেরাই দেবে; সর্বোপরি ভালো মানুষেরাও এই ধরণের ফান্ডে টাকা দিবেন।
ডাক্তারেরা এটা ওটার দোষ দিচ্ছে পালিয়ে যাবার জন্য; এরা অসৎ ব্যবসায়ী, এরা সাধারণ মানুষের জন্য নিজ জীবনকে কখনো বিপন্ন করবে না; করোনা শুরু হলে, এরা নিজকে "করোনা-পজেটিভ" বলে কেটে পড়বে; সেটা হবে সমস্যা। বেশীরভাগ ডাক্তার শেখ হাসিনাকে পছন্দ করে না; চট্রগ্রাম মেডিক্যাল থেকে সবগুলো শিবির বেরিয়ে এসেছে, এগুলো ডাক্তার নয়, এরা ব্যবসায়ী জল্লাদ, ইডিয়ট। শেখ হাসিনাকে ভালো ডাক্তারদের নিয়ে, ভালো নার্সদের নিয়ে এখুনি মহামারী টিম গঠন করতে হবে; না'হলে, যেসব ভালছাল এখন থেকে গিয়ার নেই, বিয়ার নেই বলছে, এরা রোগী দেখবে না। যাক, গরম এলে ভাইরাসের বিবর্তন ঘটবে, সংক্রমণ ক্ষমতা কমবে মনে হয়।
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমি লিখছি, আপনি পড়ছেন, ভয় কিসের?
২| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬
খাঁজা বাবা বলেছেন: ঠিক বলেছেন,
টাকা তোলায় এদের জুড়ি নেই।
২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
ডাক্তারদের নেতা বলেছে যে, সম্পদ নেই; এইসব বালছালদের মগজ নেই, শেখ হাসিনার বুদ্ধি নেই, এটাই সমস্যা
৩| ২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: ডাক্তারেরা এটা ওটার দোষ দিচ্ছে পালিয়ে যাবার জন্য; ওরা ব্যবসায়ী, এরা সাধারণ মানুষের জন্য নিজের জীবনকে কখনো বিপন্ন করবে না; করোনা শুরু হলে, এরা নিজকে "করোনা-পজেটিভ" বলে কেটে পড়বে; সেটা হবে সমস্যা।
এটা হচ্ছে আসল কথা।
২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি তাবিজ মাবিজ বের করেছেন, নাকি ব্লগিং করছেন?
৪| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলেই ভয় কিসের।
(আমার কবিতা পড়ে একবার একজন বলেছিল, দেশে হলে গুম করে ফেলত। গুমটুম আমি সত্যি ভয় পাই।)
Nobel prize পেতে হলে Noble work করতে হয়। আউল-ফাউল কাজ আর আলটু ফালটু বকাবাকি করলে পিতলের টুকরাই মিলবে।
আপনার লেখা পড়ে আমি উৎসাহিত হই, হই অনুপ্রাণিত।
২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
টাকার জন্য গুম করেছে পুলিশ ও ঐ ধরণের লোকেরা; দুষ্টরা গুম হয়েছে।
৫| ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডাক্তারদের ক্ষোভ মন্ত্রণালয় তথা সরকারের উপরই। এত আগাম খবরের পরও এ নিয়ে সরকার কেন ব্যবস্থা নেয়নি - তা নিয়েই মূলত ডাক্তাররা নাখোশ...
২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো যদি ডাক্তার হয়, মানুষ কেন ইন্ডিয়া যায়? এই বুলশিটারদের অর্ধেক তাবলীগ, ২০ ভাগ শিবির, বাকীগুলো ক্লিনিক ব্যবসায়ী।
ওরা গিয়াে প্রাইম মিনিষ্টারের সাথে কথা বলুক, গিয়ার মিয়ারের অভাব হবে না, চীনারা প্রোডাকশান চালু রেখেছে; স্বাস্হ্যমন্ত্রী নিশ্চয় ইডিয়ট
৬| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:০৩
রাবেয়া রাহীম বলেছেন: ডাক্তারেরা এটা ওটার দোষ দিচ্ছে পালিয়ে যাবার জন্য; ওরা ব্যবসায়ী, এরা সাধারণ মানুষের জন্য নিজের জীবনকে কখনো বিপন্ন করবে না; করোনা শুরু হলে, এরা নিজকে "করোনা-পজেটিভ" বলে কেটে পড়বে; সেটা হবে সমস্যা।
কানাডা ফেরত মেয়েটির সাথে যা হয়েছে উনেক মন খারাপ হয়েছিল।
বাংলাদেশের ডাক্তার নার্স কেবল আন্তরিক হয় শুধু মাত্র নিজেদের আত্মীয় পরিচিত জন্দের বেলায় আর পলিটিক্যাল পরিচয় থাকলে।
২২ শে মার্চ, ২০২০ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
এখন মেডিক্যালে টাকা দিয়ে পড়ছে ৯০ ভাগই দুষ্ট ডাক্তার ও রাজনৈতিক জানোয়ারদের ছেলেমেয়ে; এরা লেখাপড়া করার মতো নয়; এরা সার্টিফৈকেট পাচ্ছে; এরা নিজের মা'বাবাকে সিংগাপুর/ভারত পাঠায়, নিজেরা ক্লিনিক ও হাসপাতাল ব্যবসা করে।
২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
নিউইয়র্কের বাংগালী ডাক্তার ও টাদের অফিসের এসিসট্যান্টগুলো ( বাংলাদেশ থেকে আসা নতুন ডাক্তার) দেখেন; মনে হয়, গৃহপালিত বানর।
৭| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৮
আকন বিডি বলেছেন: কি আবোল তাবোল লিখছেন? ডাউন ভোট থাকলে দিতাম এই ফালতু লেখার জন্য। আছেন আমেরিকায় সেখানের কথা লেখেন।
২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
পড়েন, দেখেন কিছু শিখতে পারেন কিনা
৮| ২২ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৩
আকন বিডি বলেছেন: কিছুক্ষণ পূর্বে ডাক্তার ব্ন্ধুর সাথে কথা হল, এমএস করার জন্য একটি মেডিকেল কলেজে অধ্যায়নরত। শুধু মাত্র চিকিৎসা সেবা দেওয়ার জন্য পরিবার ছেড়ে হাসপাতালে থাকা শুরু করেছে। কিছু নাই করোনার জন্য। বিস্তারিত আর না বললাম। সব কিছু জামাত শিবির বিএনপি এগুলা বাদ দেন। ২-৩ মাস যাবৎ করোনা নিয়া এত কিছু হইছে। তখন মিথ্যা তথ্য দিছে বাআলী। সব প্রস্তুত। মিথ্যা কথা আওয়ামী লীগের সম্বল। এই করে খাইবে তারা আর তার সাপোটাররা।
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
জামাত-শিবির '৭১ সালে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; ১৯৭৫ সাল থেকে আমাদের ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজ, বুয়েটকে মক্তবে পরিণত করেছে।
আওয়ামী লীগ কাজ করে, কাজের থেকে চুরি করে; জামাতের ইডিয়টগুলো সাপের মতো, সুযোগ পেলে ছোবল মারে, আর ফাঁসীতে ঝুলে।
৯| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:১৩
আকন বিডি বলেছেন: মিথ্যা কথা বলা একটি কাজ। তা তারা ভালো ভাবেই করে। মিথ্যা সব অপকর্মের মূল। কিছু পারুক আর না পারুক মিথ্যা বলা এদের জিনে বিদ্যামান।
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
শতকরা ৬০ ভাগ বাংগালী মিথা বলে; ফলে, ইহা বাংগালীদের জন্য নতুন কোন সমস্যা নয়; সমস্যা হলো, দেশের মানুষ, ব্যুরোক্রেসী ও প্রশাসন গলাকাটা ক্যাপিটেলিজমে বিশ্বাসী; আমাদের মতো দেশে গলাকাটা ক্যাপিটেলিজম এর থেকে বেশী কিছু প্রসব করতে পারবে না।
১০| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮
আকন বিডি বলেছেন: check this
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
লিংক ভুল পেয়েছে, ওখানে কি আছে?
১১| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৬
আকন বিডি বলেছেন: ডয়েচে ভেলের রিপোর্ট।
ঝুঁকির মুখে বাংলাদেশের চিকিৎসকেরা।
প্রথম পাতার ডয়েচে ভেলের নিউজ দেখেন।
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
ওরা আপনার থেকে, আমার থেকে বেশী জানে?
১২| ২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আমরা ভয়হীন।
কারণ আমরা থাকি বাংলাদেশে। যেখানে আমাদের আছে আল্লাহওয়ালা মানুষ শেখ হাসিনা। সুতরাং আমাদের কোন ভয় নেই। এরপর আমরা আবার ওবায়দুল কাদের স্যারের লোক, আর স্যারের লোক মানেই আমরা করোনা থেকে শক্তিশালী।
জয় বাংলা।
২২ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৫
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হচ্ছে, করোনা ফরোনা ইত্যাদি ঘটছে আধুনিক সময়ে; কিন্তু শেখ হাসিনা জমিদারী আমলের জ্ঞানী, যিনি গর্দভের ফার্ম খুলেছেন সরকারে; এটাই বড় সমসয়া
১৩| ২২ শে মার্চ, ২০২০ রাত ১০:১৫
আকন বিডি বলেছেন: ওরা আমার আপনার থেকে বেশি জানে, সরকারী রোষানলের কারণে অনেক তথ্য প্রচার করতে পারে না।
২২ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
আমার সন্দেহ হয়; ওদের অনেক লেখা পড়েছি, বেশীরভাগ সময় ইডিওটিক টাইপের এনালাইসিস করে।
১৪| ২২ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৩
আকন বিডি বলেছেন: এনালাইসিস এক আর তথ্য আরেক।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন:
তথ্যের ভিত্তিতে এনালািসিস করতে হয়।
১৫| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:২৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি এই পোস্টটিতে বাংলাদেশের সুবিধাভোগী গোষ্ঠী সম্পর্কে যে এনালাইসিস করেছেন সেটা অপ্রিয় হলেও চরম সত্য | সমস্যা হলো এই গোষ্ঠীর অপকর্মের প্রতিবাদ করার মতো হেডম বাংলাদেশে এখন আর কারো মধ্যে নেই । বাংলাদেশ পরিণত হয়েছে (আপনার ভাষায়) গর্ধবের খামারে আর বিশ্ব পরিণত হয়েছে সৌদি/রাশিয়ার মতো শয়তানদের প্রতিযোগিতার মাঠে |
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল হোসেন যদি সরকারের গর্দভদের বিপক্ষে কথা বললে শেখ হাসিনা উনাকে কিছু বলবে না; উনার উচিত কথা বলা।
সৌদীরা ধুর্ত বেদুইন, মাথায় সঠিক জ্ঞান নেই, কিন্তু শিয়ালের মত বুদ্ধিমান; পুটিন মরার আগে বিশ্ব বিপদে থাকবে।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১২:৪১
চাঁদগাজী বলেছেন:
লুটেরারা শেখ হাসিনার ফান্ডে ঠিকই টাকা দান করবে; অন্যেরা গেলে ঘুষ দেবে।
১৬| ২৩ শে মার্চ, ২০২০ রাত ১:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানবিকতা ও
সৃষ্টিকর্তার প্রতি
আনুগত্যের অভা্ব।
২৩ শে মার্চ, ২০২০ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
সৃষ্টিকর্তা মানুষের জীবনের এসব ছোটখাট ব্যাপারে যুক্ত আছেন বলে মনে হয় না; যদি উনি যুক্ত থাকতেন, উনি এসব ঘটনার সময় নির্দেশ দিতেন।
১৭| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: বিশ্বাস আছে,
মানুষের হাত ধরেই নিশ্চিত আসবে বিজয়।
২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
বিজয় আসে রক্তের উপর দিয়ে; আজকে এটা হচ্ছে মানুষের ভুলের জন্য; ক্যাপিটেলিজম নিজেই কিছু বড় বড় সমস্যার সৃষ্টি করছে।
১৮| ২৩ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৮
কূকরা বলেছেন: পাঁদগাজিদের দরবেশবাবারা এহন সব টাকার মালিক। পাঁদগাজিরা ফকিন্নি হৈয়া গ্যাছে।
২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনার প্রোপিক বদলান, ইহাতে আপনাকে ৎোমেটিক্যালী কম বুদ্ধিমান মনে হয়।
১৯| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: রাষ্ট্রকে বহু আগেই চিনেছি ! রাষ্ট্রের হাতে পূর্বপুরুষ যুগের পর যুগ নিগৃহীত হয়েছেন, হচ্ছি হবো যতদিন চতুর রাষ্ট্রের আস্ফালন চলবে।
২৩ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কম বুদ্ধিমান ছিলেন বলেই শেখ সাাহেব উনাকে রাজনীতিতে আনেননি, উনি ইন্দিরা নন; উনি জাতিকে যাযাবরে পরিণত করছেন।
২০| ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১:১১
কূকরা বলেছেন: আম্রিকায় নাকি করোনা ভাইরাসের সুনামি আরম্ভ হইতেছে? সাবধানে থাইকো পাঁদগাজি, তুমি মইরা গেলে ব্লগে আইসা পঁচানি দেওয়ার কেউ থাকবে না।
২৫ শে মার্চ, ২০২০ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
নিউইর্কে সবচেয়ে বেশী, এখানে সবকিছুই বেশী
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি সত্যি বলছি, এই তিক্ত সত্য পড়লে অনেকের আঁত ঘা লাগবে।

আমি সত্যি ত্রস্ত হয়েছি। এসব লিখতে আপনার ভয় হয় না?