নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে বাসায় আসতে দেয়া, ভালো সিদ্ধান্ত

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭



বয়সের কারণে বেগম জিয়াকে বাসায় আসতে দেয়ার সিদ্ধান্তটি সঠিক হয়েছে; তবে, সাজা কোন অবস্হায় "স্হগিত" করা ঠিক হবে না; উনাকে "হোম প্রিজন"এ আছেন ধরে, উনাকে কয়েদী হিসেবে গণ্য করতে হবে। উনার সাজা স্হগিত করলে, বিএনপি-জামাত মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে, জাতির সামরিক-গনতান্ত্রিকরা ঘুরেফিরে ১৯৭৫ সালের সামরিক-গণতন্ত্রের মনোভাবে যাবে, কেন্টনমেন্ট আবার ড্রাকুলার মত জেগে উঠবে।

বেগম জিয়া আমাদের একমাত্র "জাতীয় সিম্বল" যেখানে একজন রাজনীতিবিদের বিচার হয়েছে; বাংলাদেশে হাজার রাজনীতিবিদ হাজারো অন্যায় করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতি করেছে, দায়িত্ব পালন করেনি, চুরি-ডাকা্তী করেছে; এদের বিচার হয়নি, হয়েছে শুধুমাত্র বেগম জিয়ার, ইহাই জাতির বিচার ক্ষমতার একমাত্র গৌরবের প্রতীক; উনি জেলে থাকলে, জাতি অন্তরে একটা আশা আছে, অন্য দুষ্টদের বিচারের আশা আছে, অন্য ডাকাতদের সামনে ভয়ের সামান্য একটা প্রতীক আছে, ইহাকে বিলুপ্ত করা অন্যায় হবে।

অনেক শিক্ষিত বাংগালী বেগম জিয়ার "হোম প্রিজন"এর পক্ষে ছিলেন গত ২ বছর; কিন্তু শেখ হাসিনা দৃঢ়তা দেখায়ে এসেছিলেন; শেখ হাসিনার দৃঢ়তায় মমতার অভাব থাকলেও, সেটাও গ্রহনযোগ্য ছিলো। এখন বেগম জিয়াকে বাসায় আসতে দেয়ার পর, কোন অবস্হায় সাজা মওকুফ করলে ভুল হয়ে যাবে; এতে শেখ হাসিনার দুর্লতা প্রকাশ পাবে, অপশক্তি বেরিয়ে আসার চেষ্টা করবে।

বেগম জিয়াকে কোন অবস্হায় দলের কারো সাথে যোগাযোগ করতে দেয়া, দেখা করতে দেয়া ভুল হবে; উনি বাসায় থাকাকালীন সময়ে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা, পাকিস্তান সেনা বাহিনীর ইন্টেলিজেন্স, মৌলবাদীরা দেশে সক্রিয় হবে; শেখ হাসিনাকে এই বিষয়গুলো দেখতে হবে, না হয়, ১৯৭৫ সালের ড্রাকুলারা অফিস খুলে বসবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: বিএনপি আবার আনন্দমিছিল না করলে হয়...

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


সেটা নিশ্চয় শেখ হাসিনা ভেবে দেখছেন; অবশ্য, উনি সঠিভাবে কোন কিছু করতে পারেন না; ফলে, এখন কিছু বলা মুশকিল হবে।

২| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: করোনা কেহর জন্য সুখবর ও নিয়ে আসে! ধন্যবাদ সরকারকে।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


করোনা সমালোচনা কমানোর বাজে প্রচেষ্টা করছেন শেখ হাসিনা

৩| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি মারাত্মক দূরদর্শী এবং বিচক্ষণ। আপনার মনশ্চক্ষে ভবিষ্যদ্দৃষ্টি আছে।
অভিজ্ঞতা থেকে লিখছি... "পরিণামদর্শীদের উপদেশ অগ্রাহ্য করলে দুর্দশাগ্রস্ত হতে হয়।" স্বত্ব. মো.আ.হা

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আসলে আমি কিছুই জানি না, আমি অন্যদের বুঝার চেষ্টা করছি।

৪| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫১

নজসু বলেছেন:




যাক অন্ততঃ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাসটুকু নিতে পারবেন।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনার শেষ নিশ্বাসের আগে, উনার অনেক চাকরানী শেষ নিশ্বাস ফেলবে।

৫| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪

নজসু বলেছেন:



একটা মজার কমেন্ট পড়লাম। সেটা হলো- সরকারের বুদ্ধির তারিফ করতে হয়! খালেদা কোনো কারণে (করোনা ঝুকি তো আছেই) মারা গেলে তা আর সরকারের ঘাড়ে বর্তাবে না।

২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


জেলে থাকাকালীন যেকোন কয়েদী মারা যেতে পারে, এটার জন্য চিন্তিত হওয়ার মতো কিছু থাকার কথা নয়।

৬| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি'র বড্ড ক্ষতি হয়ে গেল! এই অসময়ে উনার মুক্তি নিয়ে বিএনপি কী করিবে...

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সেটা নিয়েও এক্সপেরিমেন্ট করছেন, মনে হয়; আবার করোনার অপ্রস্তুতির সমালোচনাও একটু কমবে।

৭| ২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মানবিক_মানব বলেছেন: হে মানব মণ্ডলী (পড়ুন বাংলাদেশি) ,
আমি করোনাকে মহামারি করে পাঠিয়েছি; অতঃপর খালেদাকে (পড়ুন মোমেনাকে) দিয়েছি মুক্তি। আমি এই বাংলাদেশকে গুজব দ্বারা পরিবেষ্টিত করেছি এবং অসংখ্য নিদর্শন রেখেছি।
অতএব,
আওয়ামীলীগরা (পড়ুন মোনাফেকরা) আমার কোন নিদর্শনকে অগ্রাহ্য করবে!
বস্তুত,
আমি তাদের কানকে করেছি বধির মুখকে করেছি লাগামহীন, বস্তুত তারা বুঝেও বুঝবেনে।
এরাই ধর্মত্যাগী,
বস্তুত আমি এভাবেই বিবেককে আবেগ দ্বারা পরাজিত করি। এবং এভাবেই আমি তার (মোমেনার) দ্বারা ইসলাম কে বাংলার জমিনে কায়েম করবো এবং অতঃপর জয় করবো পশ্চিমবঙ্গ।

২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং আপনার জন্য নয়, ইহা গুহামনবের মিলনকেন্দ্র নয়।

৮| ২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৩১

মানবিক_মানব বলেছেন: ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


আধুনিক বিশ্বকে বুঝুন, সঠিকভাবে ভাবতে শিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.