নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনার ভেতরেই আবার জেনারেল হয়ে গেলাম?

২৭ শে মার্চ, ২০২০ রাত ৩:২২



আমাদের ব্লগার নুরু সাহেব সামুতে প্রসিদ্ধ মানুষদের (বেশীরভাগ সময় পরলোকগত ) নিয়ে পোষ্ট দেন; ব্লগারেরা উহ আহা করেন, চিনেন, কিংবা চিনেন না, তারপরও অভিনন্দন জানান, শ্রদ্ধা জানান; কেহ কেহ উনাদের জন্য বেহেশত চেয়ে অনুরোধ, উপরোধ, ইত্যাদি করেন; আলোচনা সেখানেই শেষ; কোন হিংসা বিদ্বেষ নেই, আছে সন্তষ্টি; পুরো ব্লগিংটা এই রকম হলে ভালো হতো, হয়তো!

সমস্যা হচ্ছে, ব্লগারেরা আমাদের চারিপাশের জীবন্ত মানব সমাজ নিয়ে কথা বলতে চান , ইহা ঠিক মিলাদে দোয়া, খায়ের করার মতো ব্যাপার না; ব্লগারের বলতে চান, শুনতে চান। যেসব ব্লগারেরা সমসাময়িক বিষয়ে আলাপ টালাপ করতে চান, নিজের মতামত জানাতে চান, তাঁরা আমার পোষ্ট আসেন; বিষয় ইত্যাদির উপর কথা বলেন, নিজের মতামত থাকলে জানান, আমার নিজের মতামত থাকলে জানাই; আলাপ হয়, তর্ক হয়, লজিকের অবতারণা হয়; এখানে অভিন্দনের ঝামেলা নেই, ভাই ডাকার মত কঠিন কাজ নেই, শুভকামনা করে হৃদয়ের ভালোবাসা ঢেলে দেয়ার দরকার নেই।

আমি গোলাপের ছবি দেখার জন্য ব্লগে আসি না, কারা হিমালয়ের চুড়ায় উঠে কোন দেশের পতাকা লাগাচ্ছে সেটা নিয়ে আমি খুব একটা উৎফুল্ল হইনা, কোন ব্লগার ছড়া লিখে শেখ হাসিনার চাকুরী খেয়ে ফেলছে, উহা নিয়ে আমার মাথা ব্যথা নেই।

যারা সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক টেকনোলোজিক্যাল বিষয়ে লিখেন তাঁদের লেখা পড়ি, কমেন্ট করি; কমেন্ট করার সময়, লেখার মান, বক্তব্য, লজিক, ধারণা, তথ্য ও তত্ব চোখে পড়ে, এবং এগুলো আমাকে যেভাবে প্রভাবিত করে, আমি সেইভাবেই কমেন্ট করি; আমার কমেন্টের ফলে কেহ আহত হয়ে হাসপাতালে যাননি এখনো।

এখন করোনার কারণে বাসায় অবস্হান করছি; ব্লগে আসি বারবার; এসে দেখি আমি 'জেনারেল' হয়ে বসে আছি; ইহা পছন্দ হচ্ছে না; ব্লগে একটু বড় করে নিশ্বাস ফেললে কারো করোনা হওয়ার কথা নয়।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ ভোর ৪:৪০

অনল চৌধুরী বলেছেন: আপনাকে যে শাস্তি দিয়াছে উহা কে?
করোনায় বিশ্বে এ্যামেরিকার সন্ত্রাসের অবসান আর চৈনিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা হইবে,তাহা কি জানেন???

২৭ শে মার্চ, ২০২০ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে; যেসব জাতি বিজ্ঞান, টেকনোলোজী, অর্থনীতি, ফাইন্যান্স জানবেন, তারা ভালো থাকবেন।

ব্লগিং করে শান্তি পেলাম না।

২| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৭

মিরোরডডল বলেছেন: ‘জেনারেল’ বলতে কি বোঝাচ্ছে ব্লক করেছে ? সরি আমি এখনও এখানে সেভাবে ফ্যামিলিয়ার না ।
যদি একটু বলতেন কি হয়েছে ।

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:২৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের "ষ্টাটাস" যদি 'জেনারেল' করা হয়, সেই ব্লগারের পোষ্ট সামনের পাতায় প্রকাশিত হয় না।

৩| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৮

মিরোরডডল বলেছেন: বাই দা ওয়ে , ইউএসএর অবস্থা এখন সবচেয়ে খারাপ । আপনি ঠিক আছেনতো ?

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিবিদদের সমান দক্ষতার পরিচয় দিয়েছে; এরা পৃথিবীকে হতাশ করেছে।
ধন্যবাদ, আমি আজো ভালো আছি; সবাই ভালো থাকুন।

৪| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জেনারেল না করে একবারে লেফটেন্যান্ট জেনারেল কিংবা ফিল্ড মার্শাল বানালেই হত।

মতামত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি আসলেই কষ্টের।

আশা করি দ্রুতই আপনি নিরাপদ হয়ে যাবেন।

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩১

চাঁদগাজী বলেছেন:



আমাকে এসবের ভেতর দিয়ে যেতে হয়েছে অনেকবার; এবার, এই পরিস্হিতিতে একটু বেশী হয়ে গেছে

৫| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৯

কূকরা বলেছেন: B-) B-) B-)

গুড ডিসিশন বাই মডু।
হোম কোয়ারাইন্টাইনের সাথে সাথে এখন ব্লগ কোয়ারান্টাইনে থাক, বুড়া হাবড়া!

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী নেমেছে রাস্তায়, ওরা মুরগী দেখলে ধরে কসাইকে দিয়ে দেবে।

৬| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কর্তৃপক্ষের কাছে বিশেষভাব অনুরোধ আপনাকে যেন সত্ব সেফ করা হয়।

ঝাক্কাস মাক্কাস মন্তব্যে আমার মত লেখকের ক্ষতি হয়, বিরক্ত লাগে। আপনার মত পাঠকের কড়া কটকট মন্তব্যে আমি সত্যি উপকৃত হই। আপনার মন্তব্যে উৎসাহিত হয়ে আমি আমার মহোপন্যাস রিরাইট করেছি। কবিতা গল্প গদ্য সম্পাদনা করেছি। এই ব্লগের জন্য আপনি রত্নশিল্পী।

যাক আপনােদর খবর কী? গতকাল মৃতের সংখ্যা এক লাফে ১০০ টপকিয়েছে।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা আগের মত বুদ্ধিমানদের দেশ নয়; এই সরকার ও রাজনীতিবিদরা (গভর্ণর, সিনেটর, কংগ্রেসম্যান) গর্দভের কাছাকাছি সিদ্ধান্ত নিয়েছে, অনেক দেরীতে আধা দেশ লকডাউন করেছে; এতে অনেক বেশী প্রাণহানী ঘটছে ও সম্পদ বাস্পীভুত হয়েছে।

৭| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাদের এখানেও একি অবস্থা, মৃতের হার বাড়তেই আছে। আমি প্রায় দুই মাসের শপিং করেছিলাম। বাইরে বেরোতে এখন সত্যি ভয় হচ্ছে।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


কোন অবস্হায় বাইরে যাবেন না; সময় নেন, ঘরে থাকেন।

৮| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমি আসলে বেলকনিতে যাচ্ছি ভয়ে। এখনতো ভয়ের মাত্রা ছাড়িছে "Coronavirus: Boris Johnson tests positive for COVID-19"

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



সংবাদে দেখলাম, প্রাইম মিনিষ্টার করোনা-পজিটিভ

৯| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: prince charles and Prime Minister Boris Johnson tests positive


এখন ভয়ের মাত্রা বাড়তেই আছে। আমিতো ঘরে থেকে বেরোচ্ছি না। নাতনিরা অসুস্থ, আমার বাসায় আসার জন্য কান্নাকাটি করছে, হুমকি ধামকি দিচ্ছে।

আপনাদের সবজান্তা দেশের বারোটা বাজিয়ে নিজে মরার পথে হাঁটতে শুরু করেছেন।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


"আপনাদের সবজান্তা দেশের বারোটা বাজিয়ে নিজে মরার পথে হাঁটতে শুরু করেছেন। "

-কার ব্যাপারে বলেছেন?

১০| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাদের প্রেসিডেণ্ট। নিউজফিড দেখলে আমার মাথা ঘুরে। যথেচ্ছা কথা বলেন।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



আগামী ভোটে পরাজিত হলে, করোনার জন্য বিচার হবে।

১১| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: আপনার চিন্তাগুলো ভাবতে শেখায়। এটাই বড় প্রাপ্তি। চিন্তা করার পথগুলো যেন বন্ধ না হয়।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



আমি বাংলাদেশের ব্লগারদের ধারণাশক্তি বুঝার চেষ্টা করছি

১২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:০৮

খাঁজা বাবা বলেছেন: ব্লগে একটু বড় করে নিঃশ্বাস ফেললে কারো করোনা হওয়ার কথা নয়
:#)

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


২/৪টা শক্ত কমেন্টের দরকার; না'হয়, "ভাইজান, ভালো লেখেছেন", চলতে থাকবে।

১৩| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- এই ব্লগে আপনার মতো লোক তো আর একজনও দেখি না।
আপনি যেরকম মন্তব্য করেন, এরকম মন্তব্য করতে বহু ব্লগারের আরেকবার জন্ম নিতে হবে।

নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। খুব বেশি সাবধানে থাকুন।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, চেষ্টা করছি, খারাপ সময়ে বিদেশ আছি।

১৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:২০

লাবনী আক্তার বলেছেন: দুঃখজনক! দ্রুত নিরাপদ হোন এই কামনাই করছি।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, করোনার সময় যদি জেনারেল হই, পরে কি হবো? এবার জেনারেল হওয়াটা ভালো লাগছে না।

১৫| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৩

শের শায়রী বলেছেন: এইডা কি কন মুরুব্বী? কি কাম করছেন যে, এক লগে জেনারেল? কারে খোচা দিয়ে এই প্রমোশান পাইলেন?

২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



এক জায়গায় একটা কিছু ঘটেছে; ব্যাপারটা ভয়ংকর কিছু বলে মনে হয়নি; করোনার সময়, জেনারেল করাটা আমার পছন্দ হয়নি

১৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: জানতে পারলাম নিয়ইয়র্কের অবস্থা খুবই খারাপ। আক্রান্তে সংখ্যা পৃথিবীর সব দেশকে ছাড়িয়েছে। ক্যালেফোর্নিয়া ও আক্রান্তের পথে। আপনি কোন জায়গায় ? বাসায় থাকুন। সাবধানে থাকুন।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, বাসায় থাকছি।

আমি নিউইয়র্কে।

১৭| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার পোস্টটি যেহেতু আলোচিত ব্লগে এসেছে কাজেই আপনার স্ট্যাটাস পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে বলে আমার বিশ্বাস।

আর তা যদি না হয়েও থাকে তাহলে কাভাভায়ের কাছে আপনার স্ট্যাটাস পরিবর্তনের অনুরোধ রইলো।

২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমার কিছু হলে, আমি সব সময় ব্লগার কাল্পনিক-ভালোবাসাকে জানাই, উনি আমাকে সাহায্য করেন, আমি কৃতজ্ঞ; এবার আমি একটুখানি রেগে গেছি।

১৮| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি সিভিলিয়ান থেকে জেনারেল হয়েছেন এটা মন্দ কি ? আমারো মনে প্রশ্ন কারে খোঁচা দিয়ে প্রমোশন হলো আপনার ? বাংলাদেশের ছাগল রাজনৈতিক নেতাকর্মীদের চাইতে জেনারেল ও তাদের বাহিনীর সদস্যরা অনেক দায়িত্বশীল, এফিসিয়েন্ট এবং দুর্যোগে দেশের জনগণ তাদের কথা বেশি শুনে |

১৯| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:২৫

আকন বিডি বলেছেন: ঢেকিঁ স্বর্গে গেলেও ধান ভাঙ্গে, জেনারেল হলেন না সেইফ অথবা ১ম পেইজ ডাজেন্ট ম্যাটার, আপনি আপনার লেখা চালিয়ে যান।সো মাস্ট গো ওন। আমরা আপনার লেখা খুজে নিবো।

২০| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি জেনারেল পদমর্যাদায় আসীন হইলে
সাধারণের মতো এই পোস্ট কি করে ভূমিষ্ট হইলো
তাহা বোধগম্য হইতেছেঁনা!! তবেকি সামু কর্তৃপক্ষ
আমাদের আবদার রক্ষা করিয়াছে নাকি আপনার
শিষ্যের হুমকিতে ডরাইয়াছেঁ !! জানিতে
বড়ই সাধ জাগে। আপনার আগমনে আমরা
তাবৎ সামুবাসী যারপরনাই আনন্দে বগল বাজাইতেছি।
আপনার জয় হোক।

২১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১

ডঃ এম এ আলী বলেছেন:
ধারণা করছি খুব শীঘ্রই জেনারেল হতে সাধারণ হয়ে যাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.