| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
শেখ সাহেব জানতেন যে, উনার মেয়ে বুদ্ধিমতি নন, সেজন্য মেয়েকে রাজনীতিতে আসতে দেননি; কিন্তু রাইফেল জিয়া শেখ হাসিনার জন্য পথ রচনা করে গেছে। কমবুদ্ধিমানরা অনেক সময় খুবই নিবেদিত হয়ে থাকে, সেটাই ঘটেছে শেখ হাসিনার বেলায়। পিতা ও পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেয়ার ব্যাপারে উনি যে নিবেদিত, সেটা ইন্দিরা গান্ধী বুঝতে পেরে উনাকে ঘাতক-নির্মুলকারীর ট্রেনিং দিয়েছিলেন, উহা কাজ করেছে; কিন্তু টেবলেট বাংগালী জাতির পেটের ভেতর বসে আছে, উহা বের হবে না। 
দেশে উনার ব্যুরোক্রেটরা, আদম বেপরীরা, উনার দলের লোকেরা হার্ড কারেন্সী আয় করে না; ইহা আয় করে তারা যাদেরকে উনার বাবা পড়াননি, উনি পড়াননি, রাইফেল জিয়া পড়ায়নি, শিয়াল এরশাদ পড়ায়নি,  কেক  জিয়া পড়ায়নি। ভারতের এই রকম মেয়েরা আজকে আমেরিকায় ব্যাংক অব আমেরিকা থেকে শুরু করে সবগুলো ইনভেষ্টমেন্টের কম্প্যুটিং করছে। আমাদের মেয়েরা, মুক্তিযোদ্ধার মেয়েরা,  ১ রুমে ১০ জন থেকে আমেরিকার মেয়েদের জন্য কাপড় বানাচ্ছে। 
এদের ছুটিটা তো তথকথিত প্রাইমি মিনিষ্টার নিজ হাতে রাখতে পারতো; টেলিভিশনে তাদেরকে জানাতে পারতো, কখন ঢাকায় আসতে হবে, কখন কাজ শুরু হবে।
গত ২ দিন পরিবারের সব টাকা খরচ করে, ঋণ করে ঢাকা এসেছে এসব মেয়েরা; কিন্তু প্রাইম মিনিষ্টার যে ছুটি বাড়াবে  তাদের জানানো হয়নি। এখন ঢাকার বাসার মালিকেরা বাসায় প্রবেশ করতে দিচ্ছে না; আবার বাড়ী যেতে হবে, টাকা নেই; গার্মেন্টস মালিকেরা বেতন দেয়নি। এখন মিলিটারী পাঠায়ে, বাসার মালিকদের বুটের নীচে ফেলে, শ্রমিকদেরকে বাসায় প্রবেশের ব্যবস্হা করার দরকার, সেটাও উনি করছেন না।    
এই মেয়েগুলোর যত্ন নেয়ার দরকার ছিলো, এরা জীবন দিয়ে জাতির জন্য হার্ড কারেন্সী আনছে; এদেরকে কসাইদের অধীনে রেখে, বাসায় মোরগ-পোলাও রান্না করা ঠিক নয়।
এই মহিলা কোন গড় কাজও ঠিক মতো করতে পারে না, সেটাই শেখ সাহেব অগ্রিম বুঝেছিলেন; অবশ্য, শেখ সাহেব নিজেও তেমন বুদ্ধিমান  ছিলেন না।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন: 
শেখ সাহেবদের পরিবারে কোনদিন দক্ষ লোক ছিলো না; এরা ছাত্রলীগ, আওয়ামী লীগ করে অনেক উপরে চলে গেছে, জাতি মনে করেছিলো যে, এরা কিছু করবে, গুড়ে বালি
২| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৯
মনে নাই বলেছেন: সবকিছুর জন্য উনাকে ধন্যবাদ জানাতে ভুল করবেননা।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন: 
ভেবেচিন্তে কমেন্ট করবেন, ইহা ফেইসবুক নয়।
৩| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:২৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখন যথেষ্ঠ পরিমান ভালো কাজ করছেন সরকার । সেই হিসেবে সরকারকে আমাদের ধন্যবাদ দেয়া উচিত ।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন: 
অবশ্যই, গরু নিয়ে গেছে; কিন্তু জুতা পাবার সম্ভাবনা বাড়ছে; প্রশাসনে চাকুরী পেয়েছেন?
৪| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দীর্ঘশ্বাস ছাড়া কিচ্ছু করার নেই। যাদের জন্য কিছু করতে চাইবে তার জন্য কবর খোঁড়ে বলবে লাশ নিয়ে আসুন দেরি হচ্ছে এতে লাশের কষ্ট হবে।
হায় বাঙালি, হায় বাঙালি জপে আমার মাথা সেই কবে হ্যাং করেছে। এবার হয়তো লাশে গন্ধ বাতাস দুষিত হবে।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন: 
দেশের প্রাণ হচ্ছে গার্মেন্টস'এর মেয়েগুলো, এদের ছুটিটা উনি নিজের হাতে নিতে পারেননি;  উনি একটি কাজও সঠিকমতো করতে  সক্ষম নন।
৫| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত ভেজাল হয়েছে ছুটি শব্দ টা নিয়ে। শ্রমিক রাও বেকুবের মত ঢাকা ছাড়ল কেন? ১০ টা দিন ঢাকা থাকলে কি ক্ষতি হত?
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা গার্মেন্টস'এর  মেয়েদের পকেটের খবর জানার কথা; উনি ওদের অবস্হা, সামনে কি ঘটতে পারে, কি করা সম্ভব, এগুলো না ভেবে ১ম ছুটি(?) ঘোষনা করে বসে আছেন। আসলে দরকার ছিলো, ওদেরকে নিজেদের বাসায়  লক-ডাউন করে, সাধরণ চাকুরীজীবি, যাদের ছেলেমেয়ে  গ্রামে রেখে আসতে পারবে, শুধু তাদেরকে গ্রামে যেতে দেয়া। উনার মগজ নেই।
৬| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: মার্চের ২৫ তারিখ পর্যন্ত কাজ করেছেন আমাদের পোশাক শ্রমিকেরা, কাজেই সেই মাসের বেতন নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু রুবানা হক বার বারই সেই মার্চের টাকার কথা বলছেন। মনে হচ্ছে যেন নিজের পকেট থেকে টাকাটা দিচ্ছেন উনি। 
এখন আসি এপ্রিল, মে এবং জুনের বেতনের প্রসঙ্গে।
প্রধানমন্ত্রীর কাছে কান্নাকাটি করে যে ৫০০০ কোটি টাকা নিয়েছে মালিক পক্ষ, ওটা নিয়েইছে বেতন দিতে পারবে না, এইসব কথা বলে। সেখান থেকে আগামী তিন মাসের বেতন কড়ায়-গণ্ডায় দিয়ে দিতে হবে শ্রমিকদের। 
এটাই দাবি।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন: 
উনি মালিকদের  যে প্যাকেজ দেবেন, সেই প্যাকেজ থেকে  কর্মীদের ১ মাসের বেতন রাখে দিয়ে, গড়ে সবাইকে একটা পরিমাণ টাকা দিয়ে দিলে চলতো।
৭| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: এইখানেইতো সমস্যা, সরকার ঋণ হিসেবে সেই টাকা দিতে চেয়েছে। আর ঋণ তো ফেরতযোগ্য তাই মালিকদের শরীরে চুল্কানি ধরেছে.... ইচ্ছাকৃত ভাবেই শ্রমিকদের এইভাবে আনাইছে,কারন তাদের কাছে শ্রমিকের জীবনের মূল্য নাই,আছে শুধু লোভ।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন: 
কোনকালে, এই ধরণের প্যাকেজের  টাকা সরকার ফেরত ফেয়েছে? শেখ হাসিনা কোনদিনও বুদ্ধিমান ছিলেন না।
৮| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ২:৩৮
কানিজ রিনা বলেছেন: আজ সারাদিন এই একই খবর বার বার
দেখেছি, শত মাইল হেটে মেয়েরা ঢাকায়
এসেছে একই রাস্তায় আবার ফিরিয়ে দেওয়া
কতটা কষ্টের। ওরা গত মাসের বেতনও পায়
নাই অনেকেই বলেছে। রুবানা কেন আগে
থেকে সিদ্ধান্ত নিলনা। এরা রাস্তায় খাবে কি।
কিভাবে আবার শত মাইল পথ পাড়ি দিবে।
গার্মেন্স শ্রমিক নেতারা এত বড় একটা ভুল
কিভাবে করল। সব দায় প্রধানমন্ত্রীর নেতাদের
মাথায় কি গবরে ভরা। ধন্যবাদ পোষ্টের জন্য।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনার মাথায় মগজ নেই; ইহা উনার দায়িত্বে রাখার দরকার ছিলো।
৯| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ২:৫৬
অনল চৌধুরী বলেছেন: ফকিরের বাচ্চা আর রাস্তার টোকাইরা চুরি-জোচ্চুরি করে গার্মেন্টসের মালিক হয়েছে।
তাই মানুষের প্রতি এদর কোনো সহানুভূতি নাই আর এরা টাকা ছাড়া কিছু বোঝেনা।
এই আনিসুল হকটা কি বিরাট কিছু ছিলো? যদি কিছূ মনে না করেন-অনুষ্ঠানের একজন সহ-উপস্থাপক ছিলো।
কোনো পারিবারিক ঐতিহ্য-ধন-সম্পদ কিছুই ছিলো না।
তাদের লোকজন আর কেমন হবে?
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন: 
আনিসুল হক খুবই এলিট, ভদ্র ডাকাত ছিলো।
জেনারেল জিয়া ও এরশাদ ক্যান্টনমেন্ট অর্থনীতি চালু করে ছিলো; জিয়া গোঁয়ার ছিলো, এরশাদ চোর ছিলো; কিন্তু এই ২ জনই বর্ণচোরাদের কাছে হেরে গেছে; বেগম জিয়া পারিবারিক দিকে থেকে চোর ছিলেন, ব্যুরিক্রেটরাই উনার সহকারী  ছিলো; সহকারীরা উনাকে  মিলিয়ন ডলার ধরায়ে দিয়ে নীজেরা বিলিয়ন  নিয়ে গেছে।
১০| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৩:৪২
মোহাম্মদ বাসার বলেছেন: অনল নামের মানে কি? নলহীন মানে দন্ড ছাড়া? আবার চৌধুরী লাগিয়েছেন কেন নামের শেষে?  যতদূর জানি বৃটিশ আমলে যারা দেশীয় মানুষের অনিষ্ট করে বৃটিশদের চামচামি ও তাবেদারী করতো তারাই খুশি হয়ে পুরস্কার স্বরূপ চোধুরী উপাধি পেয়েছিল। আর মানুষের জন্ম ইতিহাস বলে দেয় ঐতিহ্য বা বংশীয় গৌরব বলে কিছু নেই। মানুষ তার নিজের কর্মের জন্য নিজেই দায়ী। কাজেই সন্মানিত আনিসুর রহমানকে নিয়ে আপনার ভাষাটা আরও শালীন হওয়া উচিৎ ছিল। তবে এটা ঠিক কেউ কেউ হয়ত অনৈতিক উপায়ে টাকাওয়ালা হয়েছেন। কিন্ত যতদূর জানি জনাব আনিসুর রহমানকে নিয়ে এরকম কোন বদনাম নেই।
যাইহোক সময়োপযোগী পোস্টের জন্য চানমিয়া ভাইকে ধন্যবাদ যদিও ইহা তাহার জন্য নতুন কিছু নয়। 
করোনার এইদিনে ঈশ্বরের করুণা বর্ষিত হোক সবার প্রতি এটাই প্রার্থনা।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন: 
কোন মেয়র যদি কাজ করতো, ঢাকায় ডেংগুর এই অবস্হা হতো না।
মেয়ের আনিস সাহবের মৃত্যুর পর, উনার অনেক বড় বড় লোন মওকুফ করে দেয়া হয়েছে, যেসব লোন উনার নেয়াই উচিত হয়নি।
১১| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ৯:১৪
শামছুল ইসলাম বলেছেন: এই রাষ্ট্র ব্যবস্থা গরীবদের জন্য নয়, বড়লোকদের জন্য।
সুতরাং যা ঘটছে তা দুঃখজনক হলেও অনাকাঙ্খিত নয়।
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০১
চাঁদগাজী বলেছেন: 
বাংলাডেশে, ইতালী, স্পেন, আমেরিকা সেটাই প্রমাণ করছে।
১২| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ৯:৩৬
খাঁজা বাবা বলেছেন: ক্ষুধা সব চেয়ে বড় ভাইরাস।
তাদের বলা হয়েছে, চাকরিতে যোগ না দিলে ছাটাই করা হবে।
সাধারন ছুটি তো আরো ৩ দিন আগেই বাড়ানো হয়েছিল। কিন্তু এটা কাদের জন্য প্রযোয্য হবে তা ক্লিয়ার করে বলা হয় নি।
বিভিন্ন প্রাইভেট কম্পানি সীমিত আকারে খোলা আছে।
সরকার থেকে বিভিন্ন সার্কুলার আসছে।
একটি সার্কুলার আছে, খাদ্য উৎপাদন ও বিপনন কম্পানী ও এক্সপোর্ট খাত খোলা রাখা যাবে।
এরা এই সুযোগটি ই কাজে লাগিয়েছিল।
সরকার আসলে নিজেই অন্ধাকারে আছে, কি করতে হবে বুঝতে পারছে না।
এদের সরকারে বুদ্ধিমান কোন প্রানী আছে বলে মনে হয় না।
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০২
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা নিজেই মাসেলম্যান ওমেন হয়ে গেছেন, মগজ হারায়ে ফেলেছেন।
১৩| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:২৫
বিভ্রান্ত পাঠক বলেছেন: আশায় গুড়েবালি
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০২
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনার সরে যাওয়া উচিত।
১৪| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১০:৩৫
আলাপচারী প্রহর বলেছেন: কৃতজ্ঞতা।  সব মনে রাখা হবে। সব।
ভালো লিখেছেন।
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৩
চাঁদগাজী বলেছেন: 
এগুলো সামান্য দক্ষতা, সেটাও উনার নেই।
১৫| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সব কিছু যুদি তাকে্কেই নজরদারী করতে হবে 
কা হলে মাসে মাসে কোটি কোটি টাকা ব্যায় করে
মোসাহেব পালার দরকর কি?
দেশের চৌকষ সেনাবাহিনীর হাতে ছেড়ে দিন সব
দেখবেন সব ঠিক হয়ে গেছে। একমাত্র তারাই এখন
দেশের ভরসার স্থল। ডান্ডার বাড়ির উপর কোন ওষুধ নাই।
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
চাঁদগাজী বলেছেন: 
মনে হয়, অবস্হা সেইদিকে যাচ্ছে।
১৬| 
০৬ ই এপ্রিল, ২০২০  সকাল ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মোহাম্মদ বাসার বলেছেন: তদূর জানি জনাব আনিসুর রহমানকে নিয়ে এরকম কোন বদনাম নেই।
ভাই আনিসুল হক আর আনিসুর রহমা কিন্তু এক জিনিস না!!
করে কি বলবেন তা মাথা ঠাণ্ডা করে বলেন। উত্তেজিত হলে
খেই হারিয়ে ফেলবেন। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাইবেন না।
এক জাহলমের কথাতো জানেন,. বিনা দোষে কি সাজাটাইনা ভোগ করলেন!!
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৫
চাঁদগাজী বলেছেন: 
আমি পরলোকগত মেয়রের কথা বলছি
১৭| 
০৬ ই এপ্রিল, ২০২০  দুপুর ১২:৩৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: শেখের বেটিই যদি সব করবে তাহলে এত এতউপদেষ্টা,মন্ত্রী ,উপমন্ত্রী ,প্রতিমন্ত্রী ,সচিব,জেলা প্রশাসক,নেতা ,পাতিনেতা,কাউয়া মন্ত্রী,তোতা মন্ত্রী উনাদের কাম কি?
রাষ্ট্র তাদের কেন পুষতেছে?
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০৬
চাঁদগাজী বলেছেন: 
উনি তো সবপদেই প্ল্যান করেই বেকুবদের নিযুক্ত করেছেন; যেন গণেশ উলটায়ে না দেয়।
১৮| 
০৬ ই এপ্রিল, ২০২০  দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: একটা ধর্মীয় কথা বলি ইজ্জতের মালিক তিনি, যিনি এ বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমীন সৃষ্টি করেছেন। তিনি যাকে সম্মানিত করেন, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না।
 
০৬ ই এপ্রিল, ২০২০  সন্ধ্যা  ৬:০০
চাঁদগাজী বলেছেন: 
ধর্মীয় বইগুলো আইনষ্টাইন লিখলে নির্ভয়ে অনুসরণ করা যেতো ও বিশ্বব্যপি কমপলসারী সাবজেক্টে পরিণত হতো।
১৯| 
০৬ ই এপ্রিল, ২০২০  বিকাল ৪:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়। Trial and Error basis এ কাজ করার সময় এটা না। প্রবাসীদের দেশে আসা থেকে শুরু করে বার বার ভুল করে আবার তা সংশোধনের চেষ্টা করা হচ্ছে। দাবার চালে বার বার ভুল করলে শেষ রক্ষা করা কঠিন হয়ে পরে।
 
০৬ ই এপ্রিল, ২০২০  বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন: 
দেশ চালানোর জন্য পরিমিত জ্ঞান ও দক্ষতা না থাকলে যা ঘটে, তাই ঘটছে
২০| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৮:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখক বলেছেন: আমি পরলোকগত মেয়রের কথা বলছি
আমি আপনাকে নয় মোহাম্মদ বাসারকে বলছি।
 তিনি আনিসুল হক ও আনিসুর রহমানকে গুলিয়ে ফেলছেন!!
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
ওকে, নুরু সাহেব
২১| 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: আজ সরকার ঘোষনা দিয়েছে মসজিদ বন্ধ। 
নামাজ পড়তে হবে ঘরে। মসজিদ থেকেঈ মাইক দিয়ে ঘোষনা করা হয়েছে বাসায় নামাজ পড়তে।
 
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন: 
দেরী হলেও দরকারী বিষয়
২২| 
০৭ ই এপ্রিল, ২০২০  রাত ২:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনাকে উৎসর্গ করা আমার পোস্টে আপনার উপস্থিতি না পেয়ে যারপরনাই মন খারাপ
২৩| 
০৭ ই এপ্রিল, ২০২০  রাত ২:৫৯
অনল চৌধুরী বলেছেন: মোহাম্মদ বাসার -নামের সাথে আইনজীবি পদবী যখন লাগানো ,তখন জানা উচিত,সিনিয়রদের সন্মান না করাটা চরম বেয়াদবী।
এদেশে বৃটিশরা আসার অনেক আগে থেকে চৌধুরী পদবী প্রচলিত আছে।
পড়াশোনা থাকলে এটা জানা থাকতো।
কতোটা জানা আছে আনিসুলের সম্পর্কে?
ব্যবসায়ীদের নেতা থাকার সময় ২০০৮ সালে রোজার মাসে প্রথমে জিনিসপত্রের দাম বাড়বে না বলে পরে বাড়ার পর এব্যাপারে তার কিছু করার নাই -বলে সে যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছিলো,সেটা এখনো মনে আছে।
চাটুকারিতা নিজে করা ভালো ,কিন্ত একজন গবেষকের উপর এসব চাপানো অপরাধ।
দুদক আসুক তার হঠাৎ বিরাট ধনী হওয়ার রহস্য তদন্ত করতে।
২৪| 
০৭ ই এপ্রিল, ২০২০  রাত ৩:০৫
অনল চৌধুরী বলেছেন: জনাব নূর মোহাম্মদ নূরু এই মোহাম্মদ বাসার মনে হয় গহ্ঞ্জিকাসেবী।
তাই হকের চাটুকারিতা করতে গিয়ে হাত ফসবে রহমান লিখে ফেলে।কারণ সেও জানে রহমান সাধু আর হক কি জিনিস।
সে অনল নামের মানে জানে না।
এই জ্ঞান নিয়ে এসেছে ব্লগে লিখতে !!!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২০  রাত ১২:০৬
নতুন বলেছেন:
  খুবই খাটি কথা বলেছন। 
দেশের জনগনের জন্য চিন্তা কেউই করেনা। রাজনিতি ব্যবসা আর ক্ষমতার জায়গা।