নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় ৬ লাখ বাংগালী বসবাস করেন

০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৩৮



বাংলাদেশের ১ কোটী মানুষ আজকে বিদেশ আছেন; তার মাঝে ৬ লাখ আমেরিকায়; বাংলাদেশীরা যখন কারণে অকারণে আমেরিকা-বিরোধী কথা বলেন, শুধু মনে রাখবেন যে, আমেরিকায় ৬ লাখ বাংগালী মান সন্মানের সাথে, বাকী আমেরিকানদের মতো কাজকর্ম করে খুবই মানবিক জীবন যাপন করেন।

৬ লাখ বাংগালী যাঁরা আমেরিকায় বাস করেন, তাঁরা নিশ্চয় আমেরিকাকে দেশের ১৯ কোটী থেকে হাজার গুণে বেশী বুঝেন, আমি আমেরিকায় দীর্ঘদিন চাকুরী করেছি, ইউরোপে কাজ করেছি, বাংলাদেশে কাজ করেছি; আমেরিকা সম্পকে দরকারী বিষয়গুলো মোটামুটি বুঝি।

বাংলাদেশীরা সম্পুর্ন বিনা কারনে আমেরিকার ব্যাপারে ঝাপিয়ে পড়েন; কি কারণে বাংলাদেশীরা আমেরিকা-বিরোধী সেটা আমার কাছে কখনো পরিস্কার হয়নি। আমেরিকা-বিরোধী হতে হলে, আমেরিকা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমেরিকান সমাজ ব্যবস্হা, রাষ্ট্র ব্যবস্হা কিন্তু বেশ কমপ্লেক্স; প্রতি লাখে কত জন বাংলাদেশী আমেরিকা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন বলা বেশ কঠি হবে।

আমেরিকান গলাকাটা ক্যাপিটেলিজমের কারণে, ও সরকারের বেঠিক সিদ্ধান্তে আমেরিকা এবার সবছে বেশী ভুগছে, এরা অকারণে ভয়ংকর মুল্য দিচ্ছেন। তবে, এরাই সবচেয়ে পরিস্কারভাবে সবার আগে পায়ে দাঁড়িয়ে যাবেন; কারণ, এরা সততার সাথে নিজের কাজটুকু করেন, এবং দৈনিক ৮ ঘন্টা করে করেন। বিশ্বের কোন জাতি কাজের বোলয় আমেরিকানদের চেয়ে সৎ ও দায়িত্ববান নন। বাংগালীদের কাজের যেই ইতিহাস, ইহা ভয়ংকর। শুধু কাজের কারণে বাংগালী যেভাবে পেছনে পড়েছেন, বুদ্ধি দিয়ে সামনে আসতে অনেক সময় লেগে যাবে। দায়িত্বের সাথে দৈনিক ৮ ঘন্টা কাজ না করলে, বুদ্ধি কোনভাবে সাহায্য করে না।

মন্তব্য ৯৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মার্কিনিরা অনেক উদার জাতি | তারা উদার বলেই ট্রাম্পের শাসনামলেও বাঙালিরা সেদেশে অন্যান্যদের মতোই জীবনযাপন করছে | তাদের অবস্থা আর যাহোক ভারতের চাণক্য মোদী ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে ত্রাহি ত্রাহি অবস্থা হয় নি |

০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আমেরিকান-বিরোধীতা দেখে আপনার কেমন লাগে, ব্লগারদের শতকরা কতভাগ আমেরিকাকে জানেন?

২| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উত্তর আমেরিকাতে একজন ভারতীয় বা চীনা বস বা সুপারভাইজারের অধীনে কাজ করার চাইতে একজন শেতাঙ্গের অধীনে কাজ করা অনেক অনেক স্বাচ্ছন্দ্যকর - যদি আপনি কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী হন | দায়িত্ববান ও কর্তব্যপরায়ণ হলে এরা অধস্তনদের অনেক পছন্দ করে | আমার উত্তর আমেরিকার দুটি দেশে ছাত্রাবস্থায় এবং কর্মজীবনে সবচাইতে মানবিক এবং কম পক্ষপাতিত্বের শিক্ষক, বস এবং সহকর্মী আমি পেয়েছি শেতাঙ্গ, ইহুদি এবং ইরানিয়ানদের মধ্যে থেকে | আর একটা বিষয় না বললেই নয় - আমি প্রচুর ইরানিয়ান এবং জুইশ শিক্ষক পেয়েছি যারা অনেক পরিশ্রমী এবং মেধাবী |

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার বাহিরে জন্ম নেয়া চীনা ও ভারতীয়রা ব্যতিত বাকী সবাই ভালো মানুষ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫১

রাবেয়া রাহীম বলেছেন: বাংলাদেশে অবস্খানকারী বাংগালিরা আমেরিকার দোষ খুটিয়ে খুটিয়ে ধরবে ঠিকই আবার নিচুস্বরে আমেরিকা আসার উপায় জানতে চায়। কিছু কিছু বাংগালির মানসিকতা বোঝা দুরহ কাজ।

৪| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪০

এলিয়ানা সিম্পসন বলেছেন: এই সময়ে এসব কনফিউজিং পোষ্ট লিখে টাইম পাস করার কোন মানে নাই। ভাল পোষ্ট লেখেন।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা খারাপ সময়ের মাঝ দিয়ে যাচ্ছে, সাথে সাথে আমেরিকার বাংগালীরাও; প্রচুর ব্লগার আমেরিকার বিপক্ষে ঝাপিয়ে পড়েন; কিন্তু এসব ব্লগার আমেরিকাকে বুঝেন কিনা সন্দেহ আছে।

৫| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: Dr. Ferdous is trying to help Bangladesh. Have you seen it? He is a great person. Very inspiring and exemplary.

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



তাই? স্যরি, আমি মিস করেছি, কোথায় উনার প্রেসেনটেশান?

৬| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৯৯০ সাল থেকে অনেক বার ডিভি লটারি ছেড়েছি শুধু মাত্র আমেরিকায় যাবার একটা ভিসা পাবার জন্য। আমেরিকানরা সব দিক দিয়ে বিবেচনায় পৃথিবীর সেরা রাষ্ট্রের নাগরিক।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ ব্লগার নিজেদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিকভাবে জানেন না, এরা আমেরিকা নিয়ে ঝাপিয়ে পড়েন, এবং ভুল কথা বলেন।

৭| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমেরিকানরা জাতি হিসেবে অনেক ভাল এবং উন্নত। তবে আমেরিকার শাসকদের ভূল পররাষ্ট্র নীতির কারণে পৃথিবীর মানুষ পুরো আমেরিকার বিরোদ্ধে অবস্থান নেন। রিগ্যান, জজ বুশ, জুনিয়র বুশ, ক্লিনটনদের অন্যায় গুলো পৃথিবীর মানুষের মনে দাগ কেটেছে। যতটুকু জানি রিগ্যান ছিল আমেরিকার সবচেয়ে সফল প্রেসিডেন্ট। তার শাসনামলের স্নায়ূ যুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে দূর্বল করে রাশিয়ায় পরিণত করেন।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


রিগ্যান ও সোভিয়েত ইউনিয়ন ভাংগার সম্পর্কে আপনার ধারণা সম্পুর্ণরূপে ভুল। সোভিয়েত ইউনিয়ন ভেংগেছে সোভিয়েত কম্যুনিষ্ট পার্টির কিছু লোকজন ও রাশিয়ার ( রিপাবলিক) কম্যুনিষ্ট পার্টি; রিগ্যান ফিগানকে সোভিয়েত গণনা করেনি কোনদিন।

৮| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২১

রাফা বলেছেন: আপনি এত তুচ্ছ বিষয় নিয়ে রিএ্যাক্ট করেন কেনো !!

আমেরিকার বিরোধীতা অনেকে করে তার নীতির জন্য ।অনেকে কিছু না বুঝেই করে ,কিছু রাজনীতিবিদদের উস্কানিতে।
সরকারের বিরোধীতা করার অর্থ এই নয় যে আমেরিকার সকল মানুষের বিরোধীতা। ৭১ সালে আমেরিকার সরকার আমাদের বিরুদ্ধে ছিলো।আবার এখানকার কিছু মানুষই বিরোধীতা করেছে তাদের সরকারের।এর অর্থ কি ঐ মানুষগুলো আমেরিকার ভালো চায়নি ?

অনেকে রিপাবলিকান নীতির বিরোধীতা করলেও ড্যামোক্রেটদের নীতিকে সমর্থন করে।বাংলাদেশ'তো ফিলিস্তিন নীতিতে আমেরিকার বিপক্ষে দাড়ায় সব সময়।তার অর্থ কি আমেরিকাকে শত্রু মনে করে বাংলাদেশ ?

এক কোটির বেশি বাংলাদেশি সারা পৃথিবিতে ছড়িয়ে থাকলেও আমেরিকা তে যারা থাকে তারা বাংলাদেশের অর্থনীতিতে তেমন ভুমিকা রাখেনা।কারন আমেরিকাতে বেশিরভাগ মানুষ সেটেল্ড করতে চায় ।তাই তাদের সম্পদও এখানেই থাকে।কিন্তু মিডল ইষ্ট সম্পূর্ণ বিপরীত।হ্যা আমেরিকার সাথে আমাদের ব্যাবসায়িক দিক দিয়ে অনেক লাভ আছে।কিন্তু তার অর্থ এই নয় তাদের কাছে আমাদের নত হয়ে থাকতে হবে। কারন আমরা ব্যাবসা করেি নিজের যোগ্যতায়। আমাদের প্রোডাক্ট ভালো না হইলে কেউ ফিরেও তাকাবেনা।
আশা করি বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করে অন্ধ ভালোবাসা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার সাধারণ মানুষের খারাপ সময়ের মাঝ দিয়ে যাচ্ছেন, কিছু ব্লগার আবো তাবোল বলে ঝাপিয়ে পড়ে; আমেরিকা কমপ্লেক্স দেশ।

১৯৭১ সালে, বিশ্বের অবস্হা কি ছিলো আপনি বুঝতেন কিনা আমার সন্দেহ আছে।

৯| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৫

সুপারডুপার বলেছেন: ইউরোপে কি কাজ করেছেন ? কোথায় করেছেন ?

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি আমেরিকায় যেই কোম্পানীর কাজ করেছি ১৬ বছর, সেই কাজের অংশ হিসেবে জার্মানীতে কাজ করেছি, বার্লিনে।

১০| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০২

বিভ্রান্ত পাঠক বলেছেন: গাজী দা, ভার্চুয়াল জগতে গালিগালাজ করলেও আমাদের দেশে বসবাসরত আমেরিকানদের কেও আমরা প্রচন্ডভাবে শ্রদ্ধা সম্মান করি। কখনো কি শুনেছেন কোন আমেরিকান বাংলাদেশে বর্ণবাদের শিকার? বরং আমেরিকানদেরকে বাংলাদেশের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেয়।। আর ট্রাম্প সাহেব ও একদা বলেছিলেন, বাংলাদেশ নামের কোন দেশ আছে কিনা তিনি জানেন না।। রোহিঙ্গা ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলতে গেলে উনি এটি এরিয়ে যান। আমরা গরীব হতে পারি কিন্তু আত্নসম্মানবোধ সম্পন্ন জাতি।

আমেরিকায় বসে বাঙালীর সমালোচনা করে যে প্রভূত আনন্দ আপনি লাভ করেন, তেমনি বাংলাদেশে বসে আমেরিকার সমালোচনা করলেও আমাদের মজা লাগে।।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



কিছু ব্লগার এমন কইছু বলেন, যা উনারা বুঝেন না; এখন খারাপ সময়, এবং বর্তমান আমেরিকায় বাংগালীরা বসবাস কেন।

১১| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশে ১৮ কোটি বাংলাদেশী থাকেন
আমরা বাংলাদেশে থেকেও বাংলাদেশের সরকারের সমালোচনা করি।
আপনারা ৬ লাখ বাংলাদেশী আমেরিকায় থেকে আমেরিকান সরকারের সমালোচনা হয়ত করতে লজ্জা বোধ করেন।
মানে বাংলাদেশীরা আমেরিকানদের থেকেও অনেক উদার।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদেরকে তো দেখে আসছি, কি নিয়ে কি বলছেন, সেটাই সমস্যা

১২| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমেরেকায় বসবাসরত সকল বাঙ্গালীর
সুসা্স্থ্ ও সার্বাাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
আল্লাহ তাদের হেফা্জত করুন। আমিন

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

আমেরিকার বাংগারীরা খুবই খারাপ সময় পার করছেন।
গতকাল কিছু বাংগালী ফোন করেছিলেন, তাঁরা অনেক পরিবারকে কেনাকাটায় সাহায্য করছেন।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকার মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু তাদের নেতারা বড়ই ভয়ংকর।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



সেটা আপেক্সিক; এবং এই ব্যাপারে ব্লগারদের পরিস্কার ধারণা আছে বলে আমি বিশ্বাস করি না।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

কালো যাদুকর বলেছেন: প্রশ্ন, যারা এত আমেরিকার সমালোচনা করেন তাদের কাছে, আমেরিকাতে যদি করোনার ঔষধ তৈরি হয়, ব্যবহার করবেন?

এখানে অনেক বাংলাদেশী ডাক্তার আছেন, যারা করোনার ভয়ে বাসায় বসে নেই, হাসপাতালে কাজ করছেন। আমার এক ভাবী নিউইর্য়কের হাসপাতালে কাজ করছেন, নিজের জীবনের ঝুকি নিয়ে। শুনেছি বাংলাদেশে ডাক্তাররা তেমন সাহায্য করছেন না। উদাহারন, এম্বুলেন্সে রোগীর মৃত্যু।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা কমপ্লেক্সদেশ, এরা বিপদ থেকে বেরিয়ে যাবেন ঠিকই; কারণ, এরা সৎ মনোভাব নিয়ে নিজের ৮ ঘন্টা কাজ করেন।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: যেসমস্ত বাঙ্গালীরা আমেরিকা নিয়ে আকথা কুকথা বলেন তাদের সমস্যা আছে। তারা সব কিছুতেই সমস্যা দেখেন। এরা দুষ্ট শ্রেনীর লোক। এরা মানুষ ভালো না। তবে আপনাকে মেনে নিতেই হবেই- সব দেশেই কিছু দুষ্ট লোক আছে। তারা ত্যানা প্যাচা।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কি বলেন, তাতে খুব একটা আসে যায় না, আমি পোষ্টে ব্লগারদের নাম নিতে চাই নি, ব্লগারেরা সময় না বুঝে কথা বলেন, এবং তাঁদের দৈন্যতা প্রকাশ পায়।

১৬| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১০

ডার্ক ম্যান বলেছেন: আপনি এখন কোথায় আছেন, কেমন আছেন

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ব্রুকলীনে (নিউইয়র্ক)।

১৭| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

অনল চৌধুরী বলেছেন: আপনি যেমন আপনার বুদ্ধিও তেমন।
এ্যামেরিকায় বাংলাদেশের সবচেয়ে নষ্ট ও নিকৃষ্টরা থাকে,যারা টাকার লোভে তাদের সব নীতিহীন অপরাধে সমর্থন দেয় আর দেশে দেশে সন্ত্রাস, গণহত্যা,বিমান হামলা,অঅল লুটপাট চালানো জন্য কর দিয়ে নিজেদেরও এসব অপরাধের অংশীদার করে।

১৯৯২ সালে টোফেল-এ অনেক স্কোর থাকার পরও আমি ঘৃণাবোধ করে ওই সন্ত্রাসীদের দেশে পড়তে যাইনি।
৬ লাখ বাংগালী যাঁরা আমেরিকায় বাস করেন, তাঁরা নিশ্চয় আমেরিকাকে দেশের ১৯ কোটী থেকে হাজার গুণে বেশী বুঝেন-আপনার জানা উচিত, এদের মধ্যে ৯৫%ই ট্যাক্সি চালক,বয়,বেয়ারা শ্রেণীর,যারা নিজেদের তিনবেলা খাবার ছাড়া অন্য কিছু বোঝেনা।
আর এদের নীতির লেভেলটাও অপনারই মতো,যেখানে নিজের স্বার্থ ছাড়া নৈতিকতা বা মানবতা বলে কিছু নাই।
দেখে মনে হচ্ছে ,সিঅআইএ এ্যামেরিকার গণহত্যা,লুপটাটের পক্ষে গলাবাজি করার জন্য আপনাকে বেতন দিয়ে রেখেছে।

কেোনদিনও এ্যামেরিকার কোনো সন্ত্রাসে সমর্থ দেয়া ছাড়া বিেোধিতা করতে দেখিনি,যেটা নেপাল-গাম্বিয়ার লোকজনও করে।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি গোবেষক মানুষ; আপনার জীবনটাই আলোকিত পিগমীর মতো।

১৮| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের জন্য অন্য অনেক ইউরোপীয় দেশগুলোর তুলনায় শ্রেয়তর বলেই জানি।
ধর্ম বৈষম্য ও অন্যান্য অনেক দেশের তুলনায় কম।

চাঁদ গাজী আমাদের দেশের মানুষ ও পরিশ্রমী। শুধু তাদের দেশের বাইরে পাঠালে তবেই তারা পরিশ্রমী হয়ে ওঠে। দেশের ভেতরে তারা নবাবজাদা অলস। আমরা ও ঘুরে দাঁড়াবো করোনা অনেক অমানুষ কে মানুষ করে দেবে বলেই আমার বিশ্বাস।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সাধারণ মানুষকে সরকার ও প্রশাসন কৌশলে শিক্ষা থেকে দুরে রেখে দাসে পরিণত করেছে; আমি বাংলাদেশে কাজ করেছি, কেহ নিজ থেকে ৮ ঘন্টা কাজ করে না।

১৯| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলেই মারাত্মক বাস্তবিক মানুষ। সমস্যা হলো আপনাদের মত জ্ঞানী গুণীকে মূল্যায়ন না করে 'ভুশণ্ডি" (বয়োবৃদ্ধ বহুদর্শী ও বহু অভিজ্ঞাতাসম্পন্ন ব্যক্তি)।

এখন যা করতে হবে তা হলো, করনা কা'কে আক্রমণ করে তা দেখতে হবে।

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


বড় ভুল করেছে পশ্চিমা দেশগুলো; এরা নিজেদের সিষ্টেমের জন্য ভুগছে।

২০| ০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: ব্লগাররা কি কিছু জানে নাকি? অনল চৌধুরী একটা সাইকোপ্যাথ, উনার পোস্টে আমার কমেন্টের রিপ্লাই দেখে আসেন।

Dr. Ferdous has been educating the Bangladeshi community through his very informative videos everyday. He has helped several families connect with their coronavirus infected family members at the hospital. I have also seen he is helping Bangladeshi students in the USA, who have been affected by the current situation. He sent PPEs to the doctors in Bangladesh. Yesterday, I saw a few Bangladeshi tv channels called him to provide information to the Bangladeshi people regarding the virus.

view this link

০৮ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



লিংকের জন্য ধন্যবাদ; আপনি প্রফেশাল মানুষ, কিছু লেখেন।

অশিক্ষা, কুশিক্ষাই অনল চৌধুরীদের জীবনের অংশ

২১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৩

বিষাদ সময় বলেছেন: কেউ মিথ্যা বললে সে কাথাটা তাকে অনেক ভাবেই বলা যায়-
ক) আ্যই মিয়া চাপা মারেন ক্যান।
খ) আপনি মিথ্যে বলছেন।
গ) আপনার কথা সত্যি নয়।
ঘ) আপনার কথাটা সঠিক বলে মনে করিনা।
এখন আপনি কথাটা কিভাবে বলবেন তা আপনার বয়স, শিক্ষা এবং মর্যাদা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত বলে আমার মনে হয়।
ভাল থাকার এবং সবাই কে মানসিক ভাবে ভাল রাখার কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


আমি (খ ) অনুসরণ করি

২২| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৭

ঈশান মাহমুদ বলেছেন: আম্রিকার প্রতি আমার আলাদা কোন 'প্রেম' কিংবা 'বিরাগ' নেই। আপনি যেহেতু আম্রিকায় থাকেন, সেই জন্য সেই দেশের প্রতি আপনার প্রেম, ভালোবাসা কিংবা দুর্বলতা থাকতেই পারে। আম্রিকানরা সৎ,পরিশ্রমি এটাও না হয় মেনে নিলাম। হইতে পারে, এই 'সততা' শুধু নিজেদের ক্ষেত্রে। ভিন দেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে আমরা তাদের সততা, উদারতার কোন প্রমাণ পাই না। কিন্তু আপনি ইতিহাসের দিকে তাকান। পৃথিবীরব্যাপী বড়ো বড়ো অপকর্ম গুলো কিন্তু তারাই করেছে। আম্রিকানদের চেয়ে নিষ্ঠুর, নির্মম, খুনী জাতি আর দ্বিতীয়টি নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ, জাপান-জার্মানী অক্ষশক্তি যখন পরাজয় স্বীকারের পথে। ঠিক তখন জাপানের দুটি শহরে বোমা মারছিলো কারা? ব্যাপক বিধ্বংসী মারনাস্ত্রের মিথ্যা অজুহাতে ইরাকে হামলা চালিয়ে দেশটিতে ধ্বংস আর মৃত্যুর বিভীষিকা রচনা করেছিলো কারা? ইরান, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান সহ পৃথিবীর নানা প্রান্তে অশান্তি রচনা করেছে কারা? আজ চেঙ্গিসখান, হালাকু খান, তৈমুরলঙ, কিংবা হিটলার বেঁচে নেই। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো ফিরে ফিরে আসে আম্রিকার শাসকদের ওপর ভর করে।
আপনি আম্রিকার ভিতরে থেকে আম্রিকাকে যতো সহজে ভালোবাসতে পারছেন, আমরা বাইরে থেকে ততো সহজে পারছি না, কারণ আমাদের কাছে বিশ্বব্যাপি আম্রিকার অপকর্ম গুলোই বেশী চোখে পড়ে। আপনার প্রতি শুভ কামনা।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:


ইতিহাস কঠিন বিষয়, উহা এনালাইসিস করে বুঝা কঠিন; জাপানে কেন আমেরিকা বোমা মেরেছিলো, সেটা যেহেতু আপনি বুঝতে পারেননি, আপনার উচিত হবে ইতিহাস কম পড়া।

পার্ল-হারবার আক্রমণ করে, ২৫০০ আমেরিকানকে হত্যা করার জন্য শিক্ষা দিয়েছিলো জাপানকে। ২য় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিলো আপনি জানেন? আর জাপান কখন শেষ করেছে?

আপনার জন্য ইতিহাস বেশী কঠিন বিষয়।

২৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: কয়েকজন ব্লগার অযথাই আপানাকে আক্রমন করে। শেষমেশ আপনার সাথে না পেরে এখন আমেরিকা খারাপ এই স্লোগান দিচ্ছে। হাস্যকর তাদের কাজ কারবার।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:



এটা অনেক ব্লগারের ব্লগিং'এর অংশ

২৪| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা যেতে পারেনা তাদের‌ই বেশিরভাগ না বুঝেই আমেরিকার বিরোধীতা করে। অনেক আগে আমার মোবাইলে ট্রাম্প এর ছবি দেখে অনেকে প্রশ্ন তুলেছিল, অথচ ট্রাম্প তাদের কোন ক্ষতি করেনি...

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ বাংলাদেশের বিষয়ে সঠিক তথ্য জানেন না।

২৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৬

বিড়ি বলেছেন: আমার ধারনা, অনেকের ধারনা যে, আমেরিকাকে গালি দিলে পূন্য হবে ভাবে, তাদের এই মানসিকতার কারন উপসাগরীয় যুদ্ধ, আফগান যুদ্ধ, ইরাক আর হালের সিরিয়া। টুইন টাওয়ার এর ঘটনার পরে অনেকের মধ্যে এমন আনন্দ উদযাপন দেখে মনে হয়েছিল যে ঈদের চাঁদ উঠেছে।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


কুপে থাকলেও পৃথিবীকে ঘোলাকার মনে হয়।

২৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: ভিয়েতনামে করোনাভাইরাসে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মারা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ (৭ এপ্রিল) তথ্য অনুযায়ী ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৫। দেশটিতে ইতিমধ্যে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১২৩ জন।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


ওরা করোনা সন্দেহ করলে, সেই লোককে আলাদা করে ফেলছে।

২৭| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৭

অনল চৌধুরী বলেছেন: This banned Eliana and Gazi will be taken to the court for defamation after the lock down.
Then those two will stop commenting like assholes forever.
The death of the American pigs make Eliana and Gazi cry ,but those two one eyed culprits don`t see the destruction of Vietnam,Cambodia,Laos,Afghanistan,Iraq,Libya and Syria and other parts of the world by American terrorism,
These tow perverts and maniacs have no sympathy for the millions of unnecessary killing and refugee crises only for looting their oil.
These two assholes are paid agent of America,everyone knows that.

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


গবেষক সাহেবের গবেষণা-পত্র ছাপাটাপা হচ্ছে তো নিয়মিত?

২৮| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯

অনল চৌধুরী বলেছেন: আপনার মতো বেকুব আমার লেখার গুরুত্ব বোঝেনি।
কিন্ত আমার লেখার মাত্র ১২ ঘন্টার মধ্যেই চীনের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।
এখন চিল্লান,কেনো বড় খুনী সন্ত্রাসী এ্যামেরিকার কাছে সাহায্য না চেয়ে একদলীয় সমাজতন্ত্রী চীনের কাছে সাহায্য চাওয়া হলো!!!!!
https://www.ittefaq.com.bd/covid19-update/143378/চীনের-কাছে-কোভিড-১৯-বিশেষজ্ঞ-মেডিকেল-টিম-চেয়েছে-বাংলাদেশ?fbclid=IwAR2WyOZxoFxNZPT_CwSeS7-KYfpzSaeW7g0GK72HJJHOkYSZOM-nUesJK1Y

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখার গুরুত্ব অনেক; তবে, উহাকে টয়লেট পেপারে ছাপালে আপনি নিজে ও পাঠকেরা ঊপকৃত হবেন।

২৯| ০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৩

অনল চৌধুরী বলেছেন: আপনাকে আবার ব্যান করার জন্য বলা হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


কাজের মতো কাজ করেছেন, এখন একটু আরাম করেন, বিশ্রাম নেন। সম্ভব হলে, ইংরেজীতে কমেন্ট করবেন, কমেন্টা মজবুত হবে।

৩০| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৮

গ্রীনলাভার বলেছেন: বাংগালীরা বাংগালীদের সাথে ব্যবসা করতে পারে। ভালো ভাবেই। অন্য দেশতো আরও ভালো ভাবে করে। এই একটা দেশের মানুষকে পার্শবর্তী দেশও ঘৃনা করে। আর এদের করা এনালাইসিস এই দেশের ভেতরেই থাকে। অন্যরা দেখেও না। যে জাতি নিজের উন্নতি নিজে না চায়, তাকে বিধাতাও উন্নতি দেননা।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:




বাংগালীদের উন্নয়নের পথে ১ম বাধা আপনার মতো নীচু ধারণার মানুষরা ; এরপর ব্যুরোক্রেটরা ও প্রশাসন।

৩১| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:২০

এলিয়ানা সিম্পসন বলেছেন: অনল চৌধুরীর কমেন্টগুলো অ্যাকচুয়ালি এন্টারটেইনিং। আই অ্যাম এনজয়িং। কার ডেফেমেশন করেছি আমরা? আমাদের কোন কোর্টে নেয়া হবে?

আর আমি তো ভেবেছিলাম ব্লগে গালি দেয়া নিষেধ। ও আমাদের গালি দিল যে? আমি তো প্রায়ই বিভিন্ন লেখা দেখলে আমার মুখ দিয়ে গালি বের হয়। কিন্তু লিখি না। যেমন, কিছু রেপিস্ট আছে ব্লগে, একটা সাইকোপ্যাথও পাওয়া গেছে।

ঐ অন্য ঘটনাগুলোর প্রতি যে আমাদের এমপ্যাথি নাই ওকে কে বলল? আমি তো পৃথিবীর যেকোন মানুষের মৃত্যু অথবা কষ্টে নিজে কষ্ট পাই। এজন্যই তো ওর মত সাইকোপ্যাথ হতে পারি না।

অ্যাকচুয়ালি ও রাইট। ট্রাম্প প্রতিদিন বিকালে যে প্রেস ব্রিফিং করে, এর পরে আমাকে ও টাকা পাঠায় আমেরিকার পক্ষে কথা বলার জন্য।
আচ্ছা ম্যানিয়াক শব্দের কি ও জানে?

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো জাতির জন্য বোঝা

৩২| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫০

সোনালি কাবিন বলেছেন: অনল এমন পাগলের মত করছে কেন ?

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



উনি বরাবরই ইডিয়ট ছিলো

৩৩| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪

অভি চৌধুরী বলেছেন: এলিয়ান আপনি কাকে সাপোর্ট করছেন? লেখককে? সে মানুষ হবে কবে আমাকে বলতে পারেন? মরলে? ওনার মত সাইকোপ্যথ কি ব্লগে আরেকটা পাবেন খুজে? ভদ্রতার কি বিন্দু মাত্রা তার মধ্যে বিদ্যমান? আর অনল চৌধুরী বেশি জেনে জ্ঞানপাপি হয়ে বসে আছেন।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



পংগোপালের মতো দেশের খাবার ও অক্সিজেন শেষ করছেন?

৩৪| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: অভি চৌধুরী। আমি মানবতাকে সাপোর্ট করছি। না বুঝে আপনারা কথা বলতে আসেন কেন? আমরা কোন বিষয়ে কথা বলছি সেটাই তো আপনি জানেন না।

আর অনল চৌধুরী কচু জানে =p~

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


সন অভি চৌধুরীকে আফগানিস্তাানে পাঠিয়ে দিলে, দেশে পংগোপাল কমে যেতো, ওরা সেখানে আনন্দে থাকতো।

৩৫| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১১

অভি চৌধুরী বলেছেন: আলিয়ানা জাতি আপনার মুখের দিকে চেয়ে আছে আপনি সব জান্তা এই দুর্যোগে কি উপহার দিবেন সেটার জন্য।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



উনি মানুষের সেবা করবেন, আপনি মানুষের খাবার ও অক্সিজেনে ভাগ বসাচ্ছেন।

৩৬| ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬

ঈশান মাহমুদ বলেছেন: জ্বী ভাই, আম্রিকা আক্রান্ত হৈলে তাগো এটম বোমা মারা (আপনার যুক্তি অনুযায়ী) জায়েজ আছে। আচ্ছা ভিয়েতনাম কি যাইয়া আম্রিকা আক্রমন করছিলো? ইরাকও কি আম্রিকা আক্রমন করছে? আপনি একজন ইতিহাস জানা মানুষ, আপনার কাছে জানতে চাই। :)

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



শোনেন, যখন শিখার সময় ছিলো তখন শিখেননি, এখন দেরী হয়ে গেছে।

৩৭| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৯

সুপারডুপার বলেছেন:



সোনালি কাবিন বলেছেন: অনল এমন পাগলের মত করছে কেন ?
=======================================
১ ) তার মতের সাথে একমত না হওয়াতে ও সমালোচনা মেনে নিতে না পারাতে ।
২) তার প্রোফাইলে লেখা " সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যোদ্ধা "। কিন্তু তার ব্লগ পড়ে বোঝা যায়, অন্যায় দিয়ে আরেকটা অন্যায় বন্ধ করতে চান।
৩) তার প্রোফাইলে লেখা, "লেখক,সাংবাদিক,গবেষক,অনুবাদক,দার্শনিক,তাত্ত্বিক,সমাজ সংস্কারক,শিক্ষক". মানে একের ভিতরে মাল্টি। এই ধরণের লোক মনে করে সে-ই শুধু সঠিক। তখন তাদের সমালোচনা করলে , স্বাভাবিক ভাবেই পাগলের মতন আচরণ করে।
---
১) বিস্তারিত : তার উইঘুরদের উপর নৃশংস নির্যাতনের কারণেই চীনাদের এই শাস্তি। -ব্লগে আমার মন্তব্য - প্রতিমন্তব্য ।

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:




আনল চৌধুরী সাধারণ পিগমী

৩৮| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৯

ঈশান মাহমুদ বলেছেন: দোলনা থেকে কবর পর্যন্ত শেখার বয়স। তবে আপনার কাছ থেকে কিছু শিক্তে চাই নাই। জান্তে চাইছি। বুঝলাম আপনার মতো বাল পাকনা লোকের কাছ থেকে শিখা বা জানার কিছু নাই। আপনি বিশাল পণ্ডিত আপনার জ্ঞান আপনার কাছেই থাকুক।

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


শিখার মতো মগজ আপনার আছে বলে আমার মনে হয় না; আবার প্রাই মারী স্কুলে ভর্তি হয়ে দেখতে পারেন

৩৯| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: @অভি চৌধুরী, আমার উপহার দেয়ার যা আছে সেটা বাংলাদেশের মানুষকে আগেও দিয়েছি, এখনও দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। আপনাদের মত কিছু ইউজলেস জেলাস ব্যক্তি কি বলল তাতে আমার কিছু যায় আসে না।

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



অভি চৌধুরীরা ব্লগে কি করেন, সেটাই একটা ভাবনারে বিষয়; না পারে লিখতে, না পারে বুঝতে!

৪০| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংগালিরা আমরিকাকে চিনে৭১রে,অার চিনে তালেবান ও আইএস এর মাধ্যমে।বাংগালিরা নিজেদের দেশ,সমাজও রাস্ট্র সম্পর্কে কতটুকু জানে যে আমেরিকা সম্পর্কে জানবে?

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



সেটাই সত্য, বেশীরভাগ বাংগালী বাংলাদেশের অর্থনীতি, ফাইন্যান্স, ওয়ার্ল্ড প্রোফাইল বুঝেন না।

৪১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫

অভি চৌধুরী বলেছেন: @আপনার মত এলিয়ানদের আমরা বসে বসে দুই হাতে বানাই তারপর খামারে ছেড়ে দেই।দেশের জন্য কিছু দেবার বয়স হয়েছে আপনার?
@আপনাকে আমরা অনেক আগেই কাগজে ভাজ করে ফেলে দিয়েছি।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনার উপস্হিতি জুতার নীচে আটকে থাকা শুকনো বিষ্ঠার মতো

৪২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: @অভি চৌধুরী, আপনারা যে কি করেন আমার জানা আছে। দেশের জন্য কিছু করার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয় না। দরকার হয় ইচ্ছা, স্কিল অ্যান্ড জ্ঞান। যেটার কোনটাই আপনাদের নাই।

৪৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৩

অনল চৌধুরী বলেছেন: এলিয়ানা সিম্পসন [/sb আপনি একটা নির্লজ্জ।তাই ব্যান হওয়ার পরও লজ্জাহীন ভাবে এখানে মন্তব্য করছেন।
আমি কে বা কি জানি সেটা বুঝতে গেলে আপনাকে পৃথিবীতে বহুবার জন্ম নিতে হবে।
আপনি আয়নায় নিজের চেহারা দেখন যে আপনি কি।আপনি একটা সাধারণ ব্লগারও না,শুধু নোংরা চরিত্রহননকারী মন্তব্যকারী।
আপনি এই লেখাতেই বলেছেন, ব্লগাররা জানে কি!!!
এর মাধ্যমে শুধু আমাকে না,এই ব্লগে গত ১০ বছর ধরে লেখা সব ব্লগারকে অপমাণ করা হয়ছে।
অর্থাৎ ব্লগারদের প্রতি আপনার কোন সন্মানবোধ নাই।
যারা কিছু জানে না,তাদের মধ্যে আপনার এতো আগ্রহ কেনো?
আপনি থাকবেন আপনার মতোই মিয়াল পন্ডিতদের সাথে।
আপনি নিজে কোন বিরাট খ্যাতিমান ব্যাক্তিত্ব?
আচরণ আর লেখার মান দেখে তো একটা মশামারা কেরাণী ছাড়া আর কিছুই মনে হয় না।
বড়দের যে সন্মান করে কথা বলতে হয়,আপনার বাবা-মা সেটাও শেখায়নি।
গুগলে আমার নামটা লিখে খোজ করেন।
আমার সম্পর্কে পুরো না হলেও ১% ধারণা পাবেন।

১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি হচ্ছেন দার্শনিক!

৪৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:১৮

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:অনল চৌধুরী সাধারণ পিগমী - অনেকেই বলে, আপনি একটা ভদ্রতাজ্ঞানহীন মানসিক বিকারগ্রস্ত পিগ (PIG)।

পিগ (PIG)।

১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, আপনি একজন দার্শনিক।

৪৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৬

রাফা বলেছেন: ব্লগের সুস্থ পরিবেশ রক্ষার স্বার্থে আপনারা একে অপরকে ব্লক করে রাখছেন- না কেনো ? আপনারা কখনই সাবজেক্টের উপর মন্তব্য বা প্রতি মন্তব্য করেন না।

ব্যাসিক্যালি এতে আপনারা নিজেরা বিকৃত আনন্দের জন্যই এটা করছেন বলে প্রতিয়মান হয়।আপনারা কি ব্যাক্তিগত একে অপরকে চিনেন? আপনাদের কি পূর্ব শত্রুতা রয়েছে ? এই সময়ে আপনাদের এই কাঁদা ছোড়াছুড়ি খুবই দুঃখজনক।

অনুগ্রহ করে ব্লগের স্বার্থে এগুলো থেকে বিরত থাকুন।কঠিন তির্যক মন্তব্য করেও বক্তব্যের জবাব দেওয়া যায়।কিন্তু আপনাদের বক্তব্য অতি নিম্ন পর্যায়ের হয়ে যাচ্ছে।এিতে নিজেরাই নিজেদের ক্ষুদ্র মন মানসিকতার পরিচয় দিচ্ছেন।একজন ব্লগারের পরিচয় হওয়া উচিত শুধুই ব্লগার।যদি অন্য কোন পরিচয়ে লিখতে চান তা'হলে সেই পরিচয় দিয়ে সেভাবেই বিষয় ভিত্তিক ব্লগ লিখুন।

অযাচিত উপদেশ দেওয়ার জন্য দুঃখিত। ভালো ও সুস্থ থাকুন সকলকে নিয়ে ।ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



রাফা, আপনি রিলাক্স করেন।

৪৬| ১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৪

অনল চৌধুরী বলেছেন: আপনি নিরপেক্ষতান নামে অপরাধী আর নির্দোষকে এক করে ফেলেছেন।
এই চাদগাজীর মতো ইতর এই ব্লগে আর নাই।
তার আচরণে সবাই অতিষ্ঠ। সে যুক্তির চেয়ে সবসময় সবাইকে ব্যাক্তিগতভাবে নোংরা ভাষায় আক্রমণ করতেই পছন্দ করে।
তার মন্তব্যগুলি পড়ে দেখেন।
এজন্য একাধিকবার নিষিদ্ধও হয়েছে।তার সহকারী এই এলিয়ানাও নিষিদ্ধ।
সব কিছু জেনে বুঝে মন্তব্য করা উচিত।

১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংগালী জাতির মাঝে একমাত্র দার্শনিক; আপনি শান্ত হোন।

৪৭| ১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:৫০

এলিয়ানা সিম্পসন বলেছেন: @অনল চৌধুরী, বড়দের মানে? আপনি আমার বড় সেটা আপনাকে কে বলল? আর যেই ব্যক্তি আমাকে বিনা কারণে গালি দিয়ে বেড়ায় তাকে আমি সম্মান দেই না।

আপনার মত সাইকোপ্যাথকে গুগল করার আমার কোন ইচ্ছা নাই।

@রাফা, আমি কিছু করিনাই। অনল চৌধুরী এসে আমাদের গালি দেয়া শুরু করেছে। একেকজন বলা শুরু করেছে আমি চাঁদগাজীকে সাপোর্ট করি, ব্লাহ ব্লাহ। যারা মানুষের মৃত্যুতে আনন্দ পায় তাদের প্রতি আমার কোন এমপ্যাথি নাই। আজকে নিউইয়র্কে বাঙ্গালী রোগীদের সেবা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন বাঙ্গালী ডক্টর মারা গেছে। আর এই সাইকোপ্যাথরা এসব নিউজে আনন্দ পায়।

১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



এলিয়ানা সিম্পসন, অনলকে বকবক করতে দেন; আমিও ইহাকে নিয়ে ক্লান্ত।

৪৮| ১০ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৩৪

রাফা বলেছেন: ধন্যবাদ, সবাইকে @ চাঁদগাজী @এ.সিম্পসন@ অ.চৌধুরি। আমার বিশ্বাস আপনারা সবাই এডাল্ট।এবং আপনাদের দায়িত্ব আপনাদের নিজেদের নেওয়ার সক্ষমতাও আছে।
পৃথিবির যে কোন দেশের মধ্যে এখন পর্যন্ত সবচাইতে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে আমেরিকা'তে।তার মাঝে নিউ ইয়র্কে ২জন ডাক্তার সহ সবচাইতে বেশি সংখ্যক।এটাতে সবাই একরকম রিএ্যাকশন নাও দেখাতে পারে । মানসিকতার ভিন্নতাই মতামতের মধ্যে প্রতিফলিত হয়।
কেউ কাউকে সমর্থন করতেই পারে।এতে কোন দোষের কিছু আমি দেখিনা।সেটা অন্ধভাবে হলেও আমার কিছু যায় আসেনা ব্যাক্তিগতভাবে।কিন্তু সামাজিক মাধ্যম যা সবার জন্য উন্মোচিত সেখানে আমাদের দায়বদ্ধতা নিশ্চই অস্বিকার করতে পারন না আপনারা।
আর আমি কোথাও কখনই বলিনি আমি নিরপেক্ষ।আমি সব সময় পক্ষ নিয়ে থাকি।যেমন ন্যায় ,অন্যায়ের মধ্যে আমার একটা পক্ষ থাকে।সুন্দর ,অসুন্দরের মধ্যে একটা পক্ষ থাকে।সত্য ,মিথ্যার মধ্যেও একটা পক্ষ অবশ্যই আমার থাকে।একমাত্র নির্বোধদের কোন পক্ষ থাকেনা।
কেউ যদি মনে করে যে কোন একটা বিশেষ কারনে সবাই তাকে শ্রদ্ধা বা সন্মান করবে সেটাকে আমি আহাম্মকি মনে করতেই পারি।
যদিও এটা প্রসঙ্গের বিষয় না তবুও বলি।বঙ্গবন্ধু'কে কি সবাই সন্মান করেন বাংলাদেশের যত নাগরিক আছে ।নিশ্চই না। ঠিক তেমনি বাংলাদেশেই গো.আজমকে সন্মান করার মানুষও আছে।কাজেই এটুকু বুঝতে হবে সবাইকে।

আমি এই ব্লগে আছি তের বছরের ও বেশি।কি জন্যে আছি ,এখান থেকে কি আমি টাকা,পয়সা কিংবা অন্য কোনভাবে লাভবান হই ব্যাক্তিগতভাবে । অবশ্যই না, এটা আমার কাছে আমার দেশের সাথে একটা সংযোগ।দেশের কিছু মানুষের সাথে আমার ব্যাক্তিগত সংযোগ। এটুকুও আমার কাছে অনেক কিছুর চাইতে বড়।শুধু সেটুকুর জন্যই আমি সচেতনভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করি।এতে কেউ মনক্ষুন্ন হোলে হোতেও পারেন।আশা করি আমি আমার অবস্থান পরিস্কার করতে পেরেছি সবার কাছে। দিন শেষে আপনার কৃতকর্মের দ্বায় আপনার।আমারটুকুই শুধু আমার। ধন্যবাদ, সবাই সুস্থ মানসিকতার পরিচয় দিয়ে অন্য'কে সুস্থ থাকতে সহায়তা করুন।

১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

৪৯| ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩২

মিরোরডডল বলেছেন: স্যালিউট টু রাফা । অনেক সুন্দর করে গুছিয়ে আমাদের অনেকের মনের কথাটা বলতে পেরেছেন ।
সেটাই । সামু আমাদের একটা ছোট কমিউনিটি যেখানে আমরা সবাই সবার কাছ থেকে একটা ভালো সময় এক্সপেক্ট করি । এতো ক্ষুদ্র পরিসরেই যদি সবাই অন্যর প্রতি রেস্পেক্ট রেখে একসাথে থাকতে এতো প্রবলেম , তাহলে এই যে আমাদের দেশ নিয়ে বিশ্ব নিয়ে এতো লেখালিখি এগুলো একেবারেই অর্থহীন ।

কারো কোনকিছু ভালো না লাগলে তাকে ইগনোর করাটা বেটার রাদার কিপ কনস্টেন্টলি কাউন্টার ব্যাক ।

মানুষের মৃত্যু কখনোই কাম্য না সেটা শত্রু হলেও না । সবাই একসাথে এই গ্লোবাল ক্রাইসিস হ্যান্ডেল করতে হবে । ডেফিনিটলি উইথ রেসপেক্ট ।

প্রত্যেকে যে যেখানে আছেন সেইফ থাকুন ভালো থাকুন পাশের মানুষদেরকেও ভালো রাখুন ।

৫০| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৮

গ্রীনলাভার বলেছেন: হিউরোপ আর আমেরিকা প্রবাসী বাংগালীরা ৩০/৩৫ বছর বিলেতী চাকোরী করে হঠাৎ করে অনুধাবন করার চেষ্টা করেন, নিজ দেশের জন্য অনেএএএক কি্ছু করা যেত হয়তো। তত দিনে তাদের মরার সময় হয়ে্ছে। ৩০ / ৩৫ বছর বিলেতী সরকারকে ট্যাক্স দিয়েছেন না? মরে যাওয়ার আগে তাদের সার্ভিসটাতো নিন।

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনাকে দেখতে হয়তো মানুষের মত দেখায়, আসলে মানুষ হিসেবে বুদ্ধিমত্তা আপনি পাননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.