নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অতি-ধর্মীয়দের বুদ্ধিমত্তা কম, এরা করোনা সংক্রমণ বাড়িয়ে দিয়েছে

১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০



যাদের প্রয়োজনীয় বুদ্ধিমতার অভাব আছে, তারা কোন কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারে না, সবকিছুতে পেছনে পড়ে থাকে, কাজের থেকে অকাজই বেশী করে। যারা অতি-ধর্মীয় তারা বুদ্ধিমত্তার অভাবেই অতি-ধর্মীয় হয়ে যায়, ধর্ম বিশ্বাসের কোন লজিক নেই, লজিকবিহীন ভাবনা হলো সহজ ও বেশীরভাগ অপ্রয়োজনীয়; এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ভুল কাজ করে, সমাজের ক্ষতি করে।

শুধু মুসলমানরা যে অতি-ধর্মীয় তা'নয়, এমন কি ইহুদীদের একটা সেক্ট "হেসিডিক ইহুদীরা", খৃষ্টানদের মাঝে 'সাউদার্ণ বাপটিষ্ট" ও আলাদাভাবে আফ্রিকান আমেরিকান অনেক চার্চের লোকেরা অতি-ধর্মীয়; এরা এবার করোণা সংক্রমণ অনেক বাড়িয়ে দিয়েছে নিউইয়র্কে। নিউইয়র্কের ইন্দোনেশিয়ান হিন্দু মন্দিরের পুরোহিতকে পুলিশ ধরে নিয়ে যেতে বাধ্য হয়েছে, সরকারী লকডাউনের মাঝেও সে প্রার্থনার জন্য নিজের মন্দিরে মানুষের সমাগম করেছে। বাংলাদেশে আপনারা নিশ্চয় জামাতে নামাজ, তাবলীগদের জমায়েত ইত্যাদি নিয়ে সমস্যা নিজেরা দেখছেন; আমি শুধু নিউইয়র্ক শহরের কথা বলছি।

মার্চের মাঝামাঝি সময়ে রুকলীনের একটি সিনাগগের ১১৩ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে একদিনেই; এই সিনাগগের লোকেরা ২ সপ্তাহ আগেই পুলিশের অনুরোধে এক বিল্ডিং'এর সিনাগগ বন্ধ করে; কিন্তু গোপনে ওদের একটি চাইল্ড কেয়ার সেন্টারে একত্রিত হওয়ার শুরু করে, ফলাফল ১১৩ জন করোনা পজেটিভ। পুলিশ বলছে, হেসিডিকরা এখনো গোপন যায়গায় সার্ভিস চালিয়ে যাচ্ছে।

মার্চের প্রথমদিকে ব্রুকলীনের একটি মসজিদে জুমা নিয়ে ষ্টেইট পুলিশের সাথে মুসল্লীদের তর্কবিতর্ক হয়; কিন্তু মুসল্লীরা জুমার নামাজ পড়েই ছেড়েছে। মার্চের ৩য় সপ্তাহে সেই মসজিদের ৭ জন আক্রান্ত হয়েছে। জামাইকাতে কয়েকটি মসজিদে পুলিশের মানার পরও মানুষ জামাতে নামাজ পড়েছেন।

ব্রনক্সে এক আফ্রিকান আমেরিকান রেভারেন্ড সরকারী লকডাউন পুরোপুরি উপেক্ষা করে জন সামগম ঘটাচ্ছিল; এমন কি সে করোনা উপলক্ষ্যে সাপ্তাহিক সার্ভিসের সংখ্যা বাড়িয়ে দেয়; সে পুলিশকে চ্যালেন্জ করে যে, প্রার্থনাই মানুষকে করোনামুক্ত রাখবে; আফ্রিকান আমেরিকান নেতাদের কথা অমান্য করেও সে সার্ভিস চালায়ে যাচ্ছিল; অবশেষে, পুলিশ রাভারেন্ডকে আইসোলেশনে নিতে বাধ্য হয়েছে।

অতি-ধর্মীয়দের সাধারণ জ্ঞান কম হওয়ায়, এরা করোনা সংক্রমনে সহায়তা করেছে, এদের ধারণা, প্রার্থনা মানুষকে করোনামুক্ত রাখবে।

মন্তব্য ৯৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

বংগল কক বলেছেন: কিছু কিছু মেডিকেল বিশেষজ্ঞ আবার লকডাউন তুলে দিয়ে কিছু মানুষ মেরে ফেলে হলেও হার্ড ইমিউনিটি অর্জনের পক্ষে কথা কইতেছে। উনাদের মতে যে কোন মূল্যে ইকোনোমি বাঁচাইতে হবে। নাইলে নাকি না খেয়ে আরও বেশি মানুষ মারা যাবে। - এই বিষয়ে আপনার মতামত কি? সম্ভব হইলে বিস্তারিত বলেন।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


একমাত্র চীন, ভিয়েতনাম, তাইওয়ান, কোরিয়া ব্যতিত সবাই দেরীতে লকডাউন করেছে, এরা ক্রাইম করেছে; যারা পুরোদেশ একসাথে এবসোলিউট লকডাউনকরেনি, ও এখন লকডাউনের অবসান চাচ্ছে তারা বেকুব ও ক্রিমিনাল।

ভোটে ট্রাম্প পরাজিত হলে, সে বিচারের সন্মুখীন হবে।

২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: জাতির জন্য কে বেশি জরুরি! একজন ডাক্তার না একজন ঘাটের মড়া হুজুর?
এই জাতি মরবে অকৃতজ্ঞতার দায়ভার শোধ করতে করতে।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



জাতি গঠনে শুধুমাত্র সুশিক্ষিত মানুষ দরকার; প্রশ্নফাঁস জেনারেশন, প্রাইভেট ইউনিভার্সিটির ডাক্তার ও অতি-ধর্মীয়রা জাতির জন্য ক্ষতিকর বোঝা।

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

বংগল কক বলেছেন: বোল্ড কমেন্ট, এরকম কিছুই শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। তবে এখানে আরেকটা প্রশ্ন আছে, লকডাউনের কারণে না খেয়ে বা বিনা চিকিৎসায় মারা যাওয়ার মত ঘটনা ঘটবে বলে কি আপনার মনে হয়?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



এখন প্রতিটি জাতি ও প্রতিটি সরকারের কাছে ২/১ বছরের খাবার, ক্যাশ আছে ও সম্পদ আছে; কোন জাতিতে একজন মানুষও খাবারের জন্য কষ্ট পাবার কথা নয়; আমেরিকা ও কানাডার কাছে ৪/৫ বছরের খাবার আছে।

মোদী বা শেখ হাসিনারা সম্পদের সঠিক ডিষ্ট্রিভিউশন করতে পারবে না, তাদের কাছে দক্ষ, দায়িত্বশীল, কর্মঠ ও সৎ মানুষ নেই; যেমন, আওয়ামী লীগের ড: হাছান, হানিফ, দীপুমনি মানুষের ডেফিনেশনের মাঝেও পড়ে না, এদের কারণে বাংলাদেশের মানুষ নিজের পাওনাটুকু পায় না।

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২

বংগল কক বলেছেন: জাতি গঠনে শুধুমাত্র সুশিক্ষিত মানুষ দরকার; প্রশ্নফাঁস জেনারেশন, প্রাইভেট ইউনিভার্সিটির ডাক্তার ও অতি-ধর্মীয়রা জাতির জন্য ক্ষতিকর বোঝা।

প্রাইভেট ভার্সিটির শুধু ডাক্তার? নাকি অন্যান্য পেশাজীবিরাও এর অন্তর্ভুক্ত?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি সার্টিফিকেট বিক্রয় করছে; ওদের সব গ্রেজুয়েটই পংগু; তবে, ওদের ডাক্তারদের হাতে মানুষের জীবন বিপদের মাঝে পড়ার কথা।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

বংগল কক বলেছেন: ৩ নম্বর কমেন্টের উত্তরের সাথে কঠিন ভাবে একমত।

কিন্তু সরকার যদি সম্পদের সঠিক ডিস্ট্রিবিউশন না করতে পারে, সেই ক্ষেত্রে কোন বিকল্প সমাধান আছে কি?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


আসলে, যেসব সরকার নিজেরা সঠিকভাবে কাজ করে না, সেখানে তারা সাধারণ মানুষের মানবিক প্রচেষ্টাকে বাধা দেয়, তারা মনে করে, সরকারের বাহিরের লোকেরা জনপ্রিয়তা অর্জন করতে পারে, ইহা বড় সমস্যা।

এরপরও মানুষ মানুষকে সাহায্য করবে, বিশ্বের অন্য দেশগুলো সাহায্য করবে কিছুটা।

৬| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

বিষাদ সময় বলেছেন: অতি ধার্মিকরা মোটেও বুদ্ধিহীন (সবার কথা বলছি না) নন। অতি ধর্ম আসলে এক ধরনের আসক্তি। একই ভাবে অতি ভোজন, অতি কম্পিউটিং, অতি ব্লগিংও এক ধরনের আসক্তি।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, বেকুবেরা আসক্তির শিকার হয়।

৭| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯

ঢাবিয়ান বলেছেন: অতি ধার্মিক আসলেই একটা আসক্তি। এরা যে ধরনের আচরন করে তা আসলে ধর্মেও নাই।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



ধর্মে লজিক নেই, ইহা নিজেই পংগু

৮| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২০

ইফতি সৌরভ বলেছেন: প্রতিষেধক আবিষ্কার হবার সাথে সাথেই অতি ধার্মিকগণ তাদের নিজ নিজ ধর্মগ্রন্থে পূর্ব থেকেই যে এ 'ফর্মুলা' দেওয়া আছে- এ নিয়ে যখন বক্তব্য দিবে - সে বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


হযরত মুসা (আ; ) ধর্মীয় বই লিখেছিলেন ততকালীন সময়ের ইহুদীদের সাহায্য করার জন্য, উহা কাজ করেছে; বাকীদেরগুলো কাজের থেকে সমস্যা করেছে অনেক বেশী।

৯| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

সুপারডুপার বলেছেন:

ধর্মীয় গোঁড়ামিতে ভোগা অতি-ধর্মীয়রা ভেবেছিলো মিরাকল ঘটে প্রকৃতি কাফেরদের উপর একভাবে, ধার্মিকদের উপর অন্যভাবে কাজ করবে। মরিচা প্রতিরোধী ব্যবস্থা না নিলে লোহা যেখানেই থাকুক মরিচা পড়বে। হাজার হাজার প্রার্থনাও লোহাকে মরিচা প্রতিরোধী করতে পারে না। প্রকৃতির নীতি সব জায়গায় সমান ভাবেই কাজ করে এরা কলেজ ভার্সিটিতে জেনে আসলেও ভ্রান্ত বিশ্বাস ছাড়তে পারে নি। ভেবেছিলো 'ভ্রান্ত বিশ্বাস' ভ্যাকসিন হিসেবে কাজ করবে, কিন্তু বাস্তবতায় 'ভ্রান্ত বিশ্বাস' এন্টি-ভ্যাকসিন হিসেবে কাজ করছে।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


শিবির ও অন্যান্য অপদার্থরা মিলে চট্টগ্রাম মেডিক্যাল, চট্টগ্রাম ও রাজশাহী ইউনিভার্সিটিকে মাদ্রাসা বানায়ে ফেলেছে; বুয়েটের অবস্হাও অনেকটা সেই রকম; এরপর আছে প্রশ্নফাঁস জেনারেশন, এরা পড়ালেখা করেনি; সহজ জিনিষ পেয়েছে ধর্ম; ওরা যা বলে, সেটাই ধর্মের সাথে মিলে যায়।

১০| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: অতি-ধর্মীয়দের বুদ্ধিমত্তা কম হয় কেন?

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



কোন কিছু সঠিকভাবে শেখার সামর্থ যাদের নেই, তাদের ধারণাগুলো লজিকবিহীন, এটাই বুদ্ধিমত্তার কোয়ালিটি কমায়ে দেয়; ধর্মে শেখার মতো কিছু নেই।

১১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫

ঊণকৌটী বলেছেন: পৃথিবীতে মানুষ যদি না থাকে তবে পৃথিবীর কোনো মন্দির- মসজিদ -সিনাগগ গুরুদ্ওয়্যর এর অস্তিত্বই থাকবেনা। প্রতিটি ধর্রমীয় সংঘটনের মানুষের দানের লক্ষ্য কোটি টাকা কার কাজে আসছে? ভারতে এর মধ্যেই দাবি উঠেছে মন্দির গুলির কিলো কিলো সোনা অর্থ সমাজের কি কাজে লাগছে।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



ধর্মকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে শুধু ইহুদী জাতি; এখন ধর্মের কারণে বাকী সব জাতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০

সোনালি কাবিন বলেছেন: যৌক্তিক কথা বোল্ডভাবে বলার জন্য অনেক ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


সব শিক্ষিত মানুষকে এগুলো বুঝতে হবে।

১৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক শুন্যতার সুযোগে শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদেরা দেশ চালায়েছে; এদের বেকুবীর কারণে ক্রিমিনালরা বাংলাদেশ দখল করে নিয়েছে

১৪| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪১

রিদওয়ান হাসান বলেছেন: একটা মানুষ যখন প্রার্থনা করছেন, তখন করোনা থেকে বেঁচে থাকার যাবতীয় পথও অবলম্বন করছেন। কারণ, একটা মানুষ ধরে নিন দৈনিক বিশবার করোনা থেকে রক্ষার প্রার্থনা করছে। তখন তার মনে চেতন কিংবা অবচেতনেই করোনা ভয়াবহতা উপলব্ধি হয়েছে, আর মনে যেহেতু করোনার বিষয়টি উপস্থিত, বাহ্যিক কাজেও করোনা থেকে বাঁচার উপায় অবলম্বন করছে, এটাই স্বাভাবিক।

প্রার্থনাতেই শুধু করোনা থেকে রক্ষা করে, এটি আপনার নিজের বানানো অপবাদ।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্ট টোষ্ট দেখে মনে হয়, আপনি প্রশ্নফাঁস জেনারেশনের লোক, আপনি সমাজের জন্য বোঝা

১৫| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

ইমরান নিলয় বলেছেন: অতি ধর্মীয়রা বিরক্তিকর হয়ে উঠছে। করোনা আমাগোরে এনলাইটমেন্ট এনে দিতেও পারে।

তবে বাঙালির স্বভাব ভালা না। শিক্ষা বাড়াইতে হবে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কি চান যে, আপনার প্রতিবেশীর ছেলেমেয়েরা আপনাদের পরিবারের ছেলেমেয়েদের চেয়ে পড়ালেখায় ভালো করুক?

১৬| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজিব নূর বলেছেন: নাস্তিক হতে কলিজা লাগে। ধার্মিক হতে নির্বোধ হতে হয়।
নাস্তিক হতে অনেক পড়াশোনা করতে হয়। ধার্মিক হতে কুসংসার বিশ্বাসী হতে হয়।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


একজন ধর্মীয় শিক্ষক সব সময় ১ জন সায়েন্স শিক্ষক থেকে কম জানেন।

১৭| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক সময়ে সঠিক বৈজ্ঞানিক পদক্ষেপ না নিলে কেবল মাত্র প্রার্থনা করে কোনো কাজই হবে না ।
এই ব্যাপারটাই নির্বোধেরা বুঝতে চায় না।

তারা আবার বৈজ্ঞানিক আবিষ্কার কে বলে বেড়ায় যে এটা তাদের গ্রন্থে কয়েক হাজার বছর আগেই লিপিবদ্ধ করা ছিল।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিজ্ঞান হলো আধুনিক মানুষের লব্ধ জ্ঞান, ধর্ম হলো আদি মানুষের কল্পনা।

১৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০১

আলাপচারী প্রহর বলেছেন: চমৎকার সম সাময়িক লেখার জন্য অভিনন্দন।
আমার বর্তমান বিনোদন শুধু ওয়াজ শুনা। বড়ই বিনোদন।
অর্মত্য সেন গবেষণায় দেখিয়েছেন, খাদ্য দ্রব্যের অভাবে নয়, বন্টনের দূর্বলতায় / দূনীর্তির কারনে দূর্ভিক্ষ হয়।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


সব জাতির হাতে প্রয়োজনের বেশী সম্পদ আছে।
যারা ওয়াজ ইতয়াদি করে, ওরা বেকুব।

১৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

খাঁজা বাবা বলেছেন: ক্ষুধার্তদের ও বুদ্ধি কম থাকে।
যেমনঃ ১/ বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী ২/ ডোনাল্ট ট্রাম্প

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনার কথায় লজিক নেই: গার্মেন্টস কর্মীকে জাতি পড়ার সুযোগ দেয়নি, ডোনাল্ড আমেরিকান গ্রেজুয়েট

২০| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব বিষয়ে ধর্মকে টেনে এনে ধর্মকে কটাক্ষ ও হেয় প্রতিপন্ন
করার নাম আধুনিকতা নয়। ধর্ম কখনোই বলেনা রোগ থেকে
সাবধান হবেনা বা রোগ হলে চিকিৎসা করাবে না। ধর্ম বলে
ওষুধ ডাক্তার নিয়ামক মাত্র একমাত্র আল্লাহ ই সকল মুসকিল
আসানের মালিক। তিনিই রোগ মাহামারী দেন আবার তিনিই
রোগ সারান। ওষুধ ডাক্তার কিকিৎসা বিজ্ঞান সব ওসিলা মাত্র।
তাই যদি না হতো তা হলো একজন ডাক্তারও মারা যেতনা কারণ
তিনি সঠিক করণীয় সম্পর্কে ওয়াকিবহাল। তার পরেও কি ডাক্তার
রেহাই পেয়েছেন? অথচ অনেকে স্বাস্থ্য বিধি না মেনেও দিব্যি আছেন।
দাওয়া ও দোয়ার উপদেশ একমাত্র পবিত্র কোরআনেই আছে। যদি
বুঝতে পারো।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:




বিশ্বের শতকরা ৭৫ ভাগ মানুষ ধর্মের সাথে কোন না কোনভাবে জড়িত। মাদ্রসার শিক্ষক ও কলেজের শিক্ষকের মাঝে পার্থক্য আপনি বুঝেন, এবং কে কম জানে। এবার ধর্মীয়দের কারণে নিউইয়র্কে অকারণে কিছু পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছিলেন।

২১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনাকে যখন অনেকেই অপছন্দ করত, তখন আমি আপনার পক্ষে কমেন্ট করতাম। তখন দেখতাম সোহানী, শায়মাসহ আরো অনেকে আপনাকে অপছন্দ করত।

এমনকি যদিও আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, আপনার লেখা দেখেই আমি বুঝে ফেলেছিলাম আপনি কে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি একজন ব্লগার।

আপনি যেভাবে নিজকে গড়ছেন, কয়েক কোটী বাংগালী মেয়েকে সেই সুযোগ থেকে বন্ছিত করেছে সরকার ও জাতি। আজকে আমাদের যেসব মেয়ে গার্মেন্টস'এর যাঁতাকলে পড়ে জীবনটাকে হারাচ্ছেন, তাঁদের সমকক্ষ ভারতীয় মেয়েরা আমেরিকা আইটি চালাচ্ছে।

শায়মা বাংলাদেশের সমাজের একজন।

২২| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের এক হুজুর এর কাছে করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে। তিনি আবার ইউটিউবে ওয়াজ করে সেটা প্রচার ও করেছেন

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


ওদেরও জীবন বলতে কইছু নেই, জাতি ওদেরকে সঠিক সুযোগ দেয়নি

২৩| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধর্মই দেশটারে খাইলো।
কাজেই এখন দেশ বাচাতে হলে দেশকে ধর্ম থেকে দূরে রাখতে হবে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয়রা বাংলাদেশ চাহেনী, উনারা বৃত্তর পাকিস্তান চেয়েছিলেন।

২৪| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধর্ম কিন্তু অনেক জ্ঞান দান করেছে নির্বুধেরা জ্ঞানের প্রয়োগে ব্যর্থ হয়েছে। ধর্ম কিন্তু বলেছে আজাব আসলে ভালো মন্দ কেউ রেহাই পাবে না। লকডাউন কিন্তু ইসলাম সমর্থন করে। অথচ দেখুন লোভ আসলে ধ্বংসের মূল কারণ। নারায়ণগঞ্জে এক গার্মেন্টসের মালিক পাটগ্রাম উপজেলা লালমনিরহাটের সঙ্গত কারণেই তার চল্লিশ জন কর্মচারী পাটগ্রাম উপজেলার। লকডাউন ভেঙে তারা পাটগ্রামে পৌঁছে গেছে। তারা সঙ্গে করোনা ভাইরাস নিয়ে গেছে ফলে থ্রেট এ পড়লো লালমনিরহাট জেলা মানুষ। আবার যারা ত্রাণ বিতরণের নামে শোডাউনে ব্যস্ত তারাও রোগের বিস্তার করছে। ত্রাণ বিতরণ করতে গিয়ে সিনিয়র সিটিজেনদের অসম্মান ও নির্যাতন করে রক্তাক্ত করছেন।
এই ভাবে সমাজের উচ্চ মহল আক্রান্ত হচ্ছেন নির্বুদ্ধিতার কারণে। নির্বুদ্ধিতার ধর্ম অধর্ম নেই। নির্বুদ্ধিতার পরিণাম খুব খারাপ হওয়া স্বাভাবিক। এখন এটা ই প্রমাণ হবে পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা সবচেয়ে বেশি জ্ঞানী লোকের। ধন জন এসব ই এখন এখন তুচ্ছ যদি জ্ঞান না থাকে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


ধর্ম ইহুদীদের জ্ঞান দিয়েছে; আরবদের দিয়েছিলো সাম্রাজ্য ও হিংস্রতা

২৫| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

সোনালি কাবিন বলেছেন: @ এলিয়ানা, বাংলা ব্লগের বেশিরভাগ শিক্ষিতদের ডাবল স্ট্যান্ডার্ড, যুক্তির অভাব আর কুযুক্তির প্রাচুর্য দেখে এদের থেকে বেশি কিছু আশা করবার নেই আসলে।
উদা ভাইয়ের যুক্তিগুলো যখন খুব নগ্ন হয়ে যাচ্ছিল, তখন ব্লগের কিছু পপুলার ভাইবোন ইনায় বিনায় উদা ভাইরে বলতে লাগ্লেন, ধর্ম নিয়া বিতর্ক তাদের পছন্দ না, ধর্মিয় পোস্ট তারা এড়ায় চলেন। তাই যদি হয়, তাইলে ধর্মের স্বপক্ষে পোস্টে গিয়া তারা কেন মারহাবা মারহাবা করেন?
এথেইজমের অন্যতম খামতি হচ্ছে এতে কোন রিওয়ার্ড নাই। রাজীব নুর যেমন আজকে বল্লেন, এথেইস্ট হইতে কলিজা লাগে।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা ধর্ম ও জ্ঞানের সমন্ময় ঘটাতে সক্ষম হয়েছে, আরবেরা, আফ্রিকান ও এশিয়ানরা ধর্মের নামে অজ্ঞতার মাঝে ডুবে গেছে।

২৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১১

সুপারডুপার বলেছেন:

নূর মোহাম্মদ নূরু হুজুর কিছু একটা বলে কোরআন ও হাদীসের কথা টেনে এনে অন্যকে এইসব গ্রন্থের মুখামুখি দাঁড় করে দিতে চায়। এতে করে দ্বিমত প্রকাশ করলেই বা গ্রন্থ গুলোর ভুল আঙ্গুল দিয়ে ধরে দিলেই তাকে যেন খুব সহজে নাস্তিক কাফের মুনাফিক ইত্যাদি ট্যাগ দেওয়া যায়। পরে এসব ট্যাগ দিয়ে তাকে কালার করে জেতার অনুভূতি নিয়ে এই টাইপের লোকেরা মনে মনে বড়ই আনন্দিত হয়। খুবই নীচু মানের কৌশল বা ফাঁদ এটা । আপনি কলা বিভাগের ছাত্র, মাদ্রাসার ছাত্র না। কথায় কথায় কোরআন- হাদীস টেনে না এনে মাথা খাটিয়ে লজিকেল কথা বলুন।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



যাঁরা হাদিসের কথা বলেন, তাঁরা যেসব মানুষের রেফারেন্স দেন, তাদের কেহ শিক্ষিত ছিলো বলে মনে হয় না; সেই সময়ে আরবের কারো অক্ষর জ্ঞান থাকার কথা নয়।

২৭| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুপারডুপার সাহেব
আপনার সাথে আমার ব্যক্তিগত কোন শক্রতা নেই।
কোরআন হাদিস জানতে হলে মাদ্রাসায়ইনপড়তে হবে
এই ভ্রান্ত ধরনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কোরআন
হাদিসের প্রতি এত বিদ্বেষ কেন? কোরআন হাদিস কি
ভুল কোন কথা বলে ?

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


ইসলামের নবী (স: ) লিখতে জানতেন না, উনার বক্তব্য কারা, কোথায় লিখে রাখার সম্ভাবনা?

২৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি উদাসীকে বলেছি অনেকবার এসবের পিছনে সময় নষ্ট না করতে। সবার নিজের নিজের ক্যারিয়ার আছে। নিজের যোগ্যতায় নিজের আসে পাশের মানুষকে সাহায্য করেন। নিজের আসে পাশের সমাজকে পরিবর্তন করেন। ব্লগে এসে আপনি ধর্মে বাল্যবিবাহ সম্পর্কে কি লেখা আছে ইত্যাদি নিয়ে লিখলেই কি উনারা বাচ্চাদের বিয়ে করা বন্ধ করবে? এসব অনেক দেখেছি। হোমোফোবিয়া, রেসিজম, অ্যান্টাই সায়েন্স। একজনের বুকের দুধ আরেকজনের বাচ্চাকে খাওয়ালে উনাদের জাত যাবে। মেয়েরা মোটরসাইকেলের দুইপাশে পা দিয়ে বসলে উনাদের জাত যাবে। কন্ট্রাসেপ্টিভ পিলের বিরুদ্ধে পোষ্ট দেখেছি। কন্ট্রাসেপটিভ পিল কি মানুষ শুধু একটা কারণেই ব্যবহার করে? অনেক রোগের চিকিৎসাই কন্ট্রাসেপটিভ পিল।

আমাকে কেউ কিছু বললে আমি ভয়ে যারা যাই না। অনিল চৌধুরীর মত ব্যক্তিরা আমাকে মনে করবে "ছোট মেয়ে," আর আমি ভয়ে মারা যাব। এসপেশালি একজন মেয়ে হিসেবে মানুষের এসব বিভিন্ন কথা বলে থামিয়ে দেয়ার সুযোগ আমি দেই না।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


আমি এই ধরণের বড় বড় বিপদের সময় অতি-ধর্মীয়দের ভুমিকা ক্ষতি ছাড়া ভালো করার সম্ভাবনা নেই; কারণ, এদের পড়ালেখা ও বুদ্ধিমত্তা কম।

২৯| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০১

সুপারডুপার বলেছেন:



নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুপারডুপার সাহেব
আপনার সাথে আমার ব্যক্তিগত কোন শক্রতা নেই।
কোরআন হাদিস জানতে হলে মাদ্রাসায়ইনপড়তে হবে
এই ভ্রান্ত ধরনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কোরআন
হাদিসের প্রতি এত বিদ্বেষ কেন? কোরআন হাদিস কি
ভুল কোন কথা বলে ?
-------------

- আমি মন্তব্য করেছি , ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১১ -এ। ঠিক একই সময়ে আপনি অন্য একটি পোস্টে বলেছেন: ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১১ নূর মোহাম্মদ নূরু বলেছেন: কিছু নাস্তিক বুঝতে পারেনা কোনটা ধার্মিক আর কোনটি বক ধার্মিক।
- নিজেই বুঝুন আমি আপনার কি কৌশল / ফাঁদ বোঝাতে চেয়েছি।

কোরআন-হাদিসের - প্রতি এত বিদ্বেষ থাকবে কেন ! কোরআন-হাদিস বেদ তোরাহ্ বাইবেলে সকল ধর্মীয় গ্রন্থকে শ্রদ্ধার চোখেয় দেখি। গ্রন্থতো কোনো দোষ করে নি। যদি দোষ হয় তাহলে হবে সেই মানুষের যে ভ্রান্ত বিশ্বাস সমাজে প্রয়োগ করতে চায়।

১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


যাঁদের নবী বলা হয়, তাঁদের মাঝে নবী মুসা (স: ) শিক্ষিত ছিলেন; মনে হয় উনি আর্কিটেক্ট ও নগর নির্মানে স্পেশালিষ্ট ছিলেন; উনি আব্রাহামিক ধর্মের মুল বইগুলো লিখে গেছেন, উনার প্রেরণায় ইহুদীরা শিক্ষিত ছিলো সব কালে; তারা মুসা নবীর বই ও নিজেদের লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হয়ে চলেছে; বাকীরা সমাজকে পেছনে টানছে।

৩০| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১০

সোনালি কাবিন বলেছেন: @ সুপারডুপার, আজ অনেকেই নুরু সাহেবের অতীত জানে না। জারনো নামের পুরোনো আইডিতেও সে ধর্ম, মহিলা এসব নিয়ে র‍্যাডিক্যাল ধারণা পোষণ ও প্রচার করত

৩১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২২

সোনালি কাবিন বলেছেন: এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি উদাসীকে বলেছি অনেকবার এসবের পিছনে সময় নষ্ট না করতে। সবার নিজের নিজের ক্যারিয়ার আছে। নিজের যোগ্যতায় নিজের আসে পাশের মানুষকে সাহায্য করেন। নিজের আসে পাশের সমাজকে পরিবর্তন করেন। ব্লগে এসে আপনি ধর্মে বাল্যবিবাহ সম্পর্কে কি লেখা আছে ইত্যাদি নিয়ে লিখলেই কি উনারা বাচ্চাদের বিয়ে করা বন্ধ করবে৷

## যদি ক্যারিয়ার নস্ট না করে লিখে তাহলে আমি উদাভাইকে লিখতে মানা না করারই পক্ষপাতী। জানিনা, উনি উনার সময় কীভাবে ব্যায় করেন। উনি বিদেশে থাকেন, এটা এক্টা এডভান্টেজ। দেশে থাকলে হুমকি আর জানের ভয় নিয়ে থাক্তে হত।

লিখে কিছুটা লাভ হয়। ইফেক্ট আছে দেখেই নাস্তিক ব্লগারদের ফাসি চাওয়া হয়েছিল মতিঝিলে গণসমাবেশ করে। বিপরীত যুক্তিগুলো যখন মানুষ দেখে, তখন দু চারজনের ভাবনাতে হলেও অনুরনন আসে। হ্যা, রেজাল্ট হয়ত আশানুরূপ না।

৩২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৩৫

নতুন বলেছেন: দেশের এই সব অতি ধামিকদের উপরে মানুষের বিশ্বাস কমতে থাকবে।

মানুষ এখন অবশ্য আগে থেকে একটু সচেতন হয়েছে। ফেসবুকে গুজবের পোস্টে এখন অনেক কমেন্ট দেখি যে তারা বুঝতে পারে গুজব।

মানুষ বত`মানে সাহিত্য, দশ`ন, বিজ্ঞান পড়ে কম। ফেসবুক, ইউটিবের থেকে জ্ঞান অজ`ন করে। তাই সামনের প্রজন্মের মাঝে অন্য রকমের এক ভ্যাজাল দেখা দেবে।

১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা। যারা এখন ফেইসবুকে আছে, এটা হবে ইডিয়ট জেনারেশন।

৩৩| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৭

নগরবালক বলেছেন: চাঁদগাজী সাহেব আপনি কি পাবলিকের কমেন্ট দুই একটা ডিলিট করেন নাকি, অনেক কমেন্টের ধারাবাহিকতা পাই না। যাই হোক, বিএনপি জামাতের আমলে দেশটাকে মোটামুটি ১০০ বছর অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। চিটাগাং কলেজ, মুহসীন কলেজ, মেডিকেল কলেজ এইগুলা ভৌগলিক ভাবে একজায়গাতে হওয়ায় শিবির হিউজ পাওয়ার অর্জন করেছিল। সেই দূর্গ ভাংগতে লীগ সরকারের আমলেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। মেডিকেলে মারামারি লাগলে মুহসীন কলেজ চিটাগাং কলেজ থেকে আসতো। আর চট্টগ্রাম ভার্সিটির শিবিরের প্রধান শক্তি হলো হাটহাজারী মাদ্রাসা। এখনো হয়তোবা এদের বীজ পুরাপুরি দূর হয়নি।ওই দশ বছরে ওরা যে সিস্টেম ক্রিয়েট করে গেছে তার ফসল হলো এই প্রজন্ম। এই শিবিরের কালো ছায়া দূর হতে ৫০ বছর লাগবে।
যার যার ধর্ম সে সে পালন করবে, কারো যদি ইচ্ছা হয় সে পালন করবে না।সবারই ব্যাক্তি স্বাধীনতা রয়েছে। কিন্তু ধর্মের নামে এই সব জোকারী আর ভন্ডামী আর সহ্য হয় না।

১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


'৭১ সালে শিবিরের পুরাতন অর্গেনাইজেশন ইসলামী ছাত্র সংগের হাতে ২/৩ লাখ মানুষ প্রাণ হরায়েছে; জিয়া , এরশাদ ও খালেদার সময়ে শিবির দেশের ইউনিভার্সিটিগুলোকে মাদ্রাসায় পরিণত করেছিলো।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:০৫

রাফা বলেছেন: অতি-ধর্মিয় বলে কোন টার্ম নেই।হবে শতভাগ ধর্ম পালন করা মানুষ।আর সাধারনভাবে ধর্ম পালন করা মানুষ। আর আছে ভন্ড যারা ধর্মের লেবাস ধারন করে থাকে।

শতভাগ ধর্মের অনুশাসন মেনে চলা মানুষ ভালো ছাড়া খারাপ কাজ তাদের দ্বারা কখনই সম্ভব নয়।সাধারনভাবে পালন করা মানুষগুলো বিবেকের তারনা্য অনেক খারাপ কাজ করা থেকে বিরত থেকেও অন্যায় করে থাকে। আর ভন্ডদের কাজ যেহেতু ভন্ডামী।সো তারা ধর্মের দোহাই দিয়ে ঐ ভন্ডামীই করবে।আমরা ঐ ভন্ডদের দেখিয়েই বলি এরাই সত্যিকারের ধার্মিক।কারন তা'হলে ধর্মকে নিয়ে কটাক্ষ করতে আমাদের সুবিধা হয়।

ধন্যবাদ,চাঁদগাজী (শিরোনামের ভিত্তিতে মন্তব্য করা হইলো) যদি পারেন শিরোনাম পরিবর্তন করেন।

১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ কি ভালো কাজ করছে, নাকি খারাপ কাজ করছে, সেটা ধর্মের বিষয় নয়, ইহা দেশের আইনের বিষয়।

৩৫| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:০৩

রাফা বলেছেন: না সবকিছু আইনের বিষয় নয়।একেক দেশের আইন এক এক রকম।আমেরিকাতে পর্ণ দেখা বা সিনেমা হলে দেখানো অপরাধ নয়।কিন্তু বাংলাদেশে এটা অপরাধ। সো এটা আমার কাছে আমেরিকাতেও আমার জন্য খারাপ এবং অন্যায়।

ধন্যবাদ,চাঁদগাজী।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যে পর্ণ দেখে সে কি রাষ্ট্রের কাছে অপরাধী, নাকি মসজিদের কাছে অপরাধী?

৩৬| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হুজুররা ব্লগে না এসে ফেসবুকে বা ইউটিউবে গিয়ে ওয়াজ করলেই পারে। সেখানে তাদের অনেক শ্রোতা আছে।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


সব কয়টা ব্লগ শুরু থেকেই শিবির ইতয়াদিরা দখল করেছিলো

৩৭| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জাতি গঠনে শুধুমাত্র সুশিক্ষিত মানুষ দরকার অশিক্ষা-কুশিক্ষা যেমন : প্রশ্নফাঁস জেনারেশন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ও বক ধার্মিকেরা জাতির জন্য ক্ষতিকর ও বোঝা।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



সঠিক

৩৮| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮

কানিজ রিনা বলেছেন: সব কিছুতে লজিক খুঁজা বোকামী বুদ্ধিহীনতার
প্রকাশ। আমি এখন বলব আপনি কেন নারী
না হয়ে পুরুষ হলেন। সুর্য কেন পুবে না উঠে
পশ্চিমে উঠে। একই আম নানান প্রকার স্বাদ
গন্ধ হয় কেন। মানুষের চেহারা কেন নানান
রকম। মস্তিস্ক সব মানুষের সমান হোল না?
এরকম অসংখ্য প্রশ্নের লজিক খুজে বেড়
করতে গেলে আপনি সৃষ্টি কর্তার উদাহরন
ছাড়া উপায় থাকবে না। তাই লজিক বা যুক্তি
সব কিছুতে খাটে না।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ লজিক্যালী ভেবেই সভ্যতাকে এতটুকু এনেছে। যারা লজিক্যালী ভাবে না, তরা জ্বীন, ভুত, স্বর্গ, নরকের গল্প নিয়ে ব্যস্ত আছে।

৩৯| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৪

নূর আলম হিরণ বলেছেন: @কানিজ রিনা আপনি যে প্রশ্ন গুলো করেছেন, এগুলোর উত্তর পেতে সৃষ্টিকর্তার প্রয়োজন হয়না। এগুলোর সন্তোষজনক বৈজ্ঞানিক উত্তর আছে।

৪০| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

কানিজ রিনা বলেছেন: নূর আলম আপনি কি জানেন? বৈজ্ঞানীকরাও
আল্লাহ্ বা ইশ্বর বিশ্বাস করে?
যেমন নিউটন ছিলেন ইশ্বরে বিশ্বাসী, গল্প নিশ্চয়
জানেন? তার নাস্তিক বন্ধুকে কিভাবে ইশ্বরে
বিশ্বাস দেখিয়ে ছিলেন? এখন আমি যদি বলি
আমের বীজ কখন কোথা থেকে উদ্ধভব হয়েছিল? জানি এখন আপনি বিবর্তনের কথা
বলবেন, এও কি জানেন বেশীর ভাগ বিজ্ঞানী
বির্বতনে শ্বীকৃতী দেন নাই।
আমাদের দেশের বিজ্ঞানী ডাঃ শমসের আলিকে
চিনেন? তার কোরআন ভিত্তিক বিজ্ঞানের বই
পড়েছেন?
উপমহাদেশের শ্রেষ্ট বিজ্ঞানী ডাঃ চৌধুরী মহাম্মদের
বক্তব্য শুনেছেন? পারলে শুনে দেখেন।

৪১| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব বলেছেন: আমেরিকা লকডাউন করেও এখনো এতো মানুষ মারা যাচ্ছে কেন? আপনার কি মতামত?

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



ওরা দেড় মাস পর লকডাউন করেছে, তাও পুর্ন লকডাউন নয়; এবং ক্যাপিটেলিষ্ট সিষ্টেমের হেলথ কেয়ারের ফলে, সরকারের হাতে হাসপাতাল, ক্লিনিক, ঔষধ ইত্যাদির কন্ট্রোল নেই।

৪২| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪

কানিজ রিনা বলেছেন: জাতী গঠনে সব সুশিক্ষিত মানুষ দরকার?
মুক্তি যুদ্ধে অংশ নিয়েছিয়েন সব অশিক্ষিত
খেটে খাওয়া তাঁতী কৃষক দিনমজুর কেন?
এবং কি কারনে?

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তান আমলের রাজনৈতিক পরিবেশে ডিগ্রিধারীরা ছিলো দুষ্ট; চাষীর ছেলে, দিন মুুজুরেরা সেইসব শিক্ষিতদের চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।

৪৩| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: অতি !
অতি সব কিছুতেই সমস্যা ।

৪৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

বিড়ি বলেছেন: কোন ভাইরাস বেশি ভয়ংকর ফুস্ফুসের করোনা নাকি মগজের অন্ধ ধার্মিকতা?
* "বিষাদ সময় বলেছেন: অতি ধার্মিকরা মোটেও বুদ্ধিহীন (সবার কথা বলছি না) নন। অতি ধর্ম আসলে এক ধরনের আসক্তি। একই ভাবে অতি ভোজন, অতি কম্পিউটিং, অতি ব্লগিংও এক ধরনের আসক্তি।" খুব ভালো বলেছেন।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


যারা দরকারী বিষয়গুলো (বিজ্ঞান, অংক, অর্থনীতি, ফাইন্যান্স, রাজনীতি, সমাজনীতি, দর্শন ... ) পড়লে মাথায় ঢুকে না, তারা কমপক্ষে ধর্মের রূপকথাগুলো গল্পের আকারে মনে রাখতে পারে।

৪৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৬

রাফা বলেছেন: সরকারি আইনে নিষিদ্ধ।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:




মানুষকে সরকারী আইন মানতে হবে; ধর্মীয় আইনের কোন সঠিক লজিক নেই, মানুষ রাষ্ট্রের সংবিধানের আলোকে তার চেয়ে সঠিক আইন বের করেছেন, যা সরকারী আইন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

৪৬| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

সুপারডুপার বলেছেন:


@কানিজ রিনা আপা,

পরমাণু বিজ্ঞানী ড: শমসের আলী নিশ্চয় অনেক বেশি জ্ঞানী, না হলে তিনি কেমন করে ইসলামকে একটা বৈজ্ঞানিক ধর্ম বলে ঘোষণা করেন ! এখানে শয়তান ও জ্বিনদের মত অতিপ্রাকৃত বর্ণনা কেমন করে একজন পদার্থ বিজ্ঞানী গ্রহণ করেন ভেবে বিস্মিত হতে হয়!!!

৪৭| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনি সুস্থ আছেন দেখে ভাল লাগছে। আপনাকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ। গর্দভ গভর্ণরের কারণে নিউইয়র্কের অবস্হা ভয়ংকর!
আপনি কি দেশে? ভালো থাকুন

৪৮| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

কানিজ রিনা বলেছেন: একদম ঠিক বলেছেন, পাকিস্তান আমলে
অশিক্ষিতরা শিক্ষিতদের থেকে বেশী বুদ্ধি
ছিল।
আমার মনে হয় এখনও অশিক্ষিতরা বেশী
বুদ্ধি রাখে। কারন আমাদের এলাকায় বড়
লোকেরা দিন আনে দিন খাওয়া লোকের
খাবার চাল ডাল দিতে গিয়ে ভিড় সামলাতে
পারছিল না। তাই অশিক্ষিত ভলান্তিয়াররা
বুদ্ধি দিল যার যার ঘরে যাও আমরা খাবার
পৌছে দেব। তাতে দেখা গেল যারা হাত পাততে
লজ্জা পায় তারাও দরজার সামনে চাল ডালের
বস্তা পেল।
আপনি কথায় গার্মেন্স কর্মী বা ঘরের বুয়াদের
কাজকে খুব নিম্ন কাজ মনে করেন। আজকাল
একটা সরকারী নার্স থেকেও ঘরে কাজ করা
মেয়েরা বেশী টাকা পায়। কারন দুই ঘন্টা কাজ
করে তিন হাজার টাকা পায় সাথে খাবার পায়।
একটা বুয়া দুইঘন্টা করে চার বাসায় কাজ
করে।
যদি একটা বুয়া সারাদিন কাজ করে এক বাসায়
তাহলে খাওয়া পড়া ছারাও সাত আট হাজার
টাকা পায়।
আমার বোন আমেরিকার বোষ্টনে থাকে ওরা তো
সার্ভেন্ট বলে সে পায় দুই বাসায় এক লক্ষ কিছু
সার্ভেন্ট আরও বেশী পায়। কানাডায়ও তাই।
এখন কথা হোলও আমাদের দেশের মানুষীকতায়
এখনও কাজের বুয়াকে চাকর মনে করে।
এটাই দুঃখ জনক, গার্মেন্স শ্রমিকের চাকরীর
সিস্টেম এখনও আটটা দশটা বা আটটা/আটটা।

৪৯| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: আমি দেশেই আছি। দেশের গণমানুষের সাথেই আছি। লড়াই চলছে।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকুন, শুভকামনা রলো।

৫০| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: @ কানিজ রিনা আপনার মন্তব্যেই অনেক কিছুই বলা যায়। কিন্তু এসব আর বলতে ইচ্ছে হয়না। এসব প্রশ্নের উত্তর নেট ঘাটলে অনেক পাবেন। ছোট্ট একটা কথা বলি এই যে করোনা ভাইরাস এই ভাইরাসের ভ্যাকসিন কেনো আবিষ্কার করতে এত সময় লাগছে জানেন? কারটা হচ্ছে বিবর্তন। এই অণুজীবের মিউটেশন।

৫১| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৪

কানিজ রিনা বলেছেন: সুপারডুপার ও নূর আলম হীরন,
একজন বিজ্ঞানীর ভাবনা আর আমার
আপনার মত মানুষের ভাবনা সমান নয়।
কারন মস্তিস্ক সবার সমান ভাবে সৃষ্টি না।

৫২| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬

সুপারডুপার বলেছেন:

@কানিজ রিনা,

আপা ঠিকই বলেছেন আপনার উল্লোখিত বিজ্ঞানীর ভাবনা আর বিজ্ঞানের ভাবনা সমান নয়। এই জন্য আপনার উল্লোখিত বিজ্ঞানী শয়তান ও জ্বিনদের মত অতিপ্রাকৃত ঘটনা সম্বলিত ধর্মকে বৈজ্ঞানিক ধর্ম বলে ঘোষণা দিতে পারে, কিন্তু বিজ্ঞান তা স্বীকৃতি দেয় না।

৫৩| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৪

সপ্তম৮৪ বলেছেন: ৪/৫ বচরের খানা কই মজুদ রাকে। খানা দ্রব্য এতদিন মজুদ রাকা যায়?

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


মওজুদ রাখে সাধারণ গুদামে; গম, বিনস, সয়াবিনস, চিনি, প্রসেসড মাংস, ফ্রোজেন মাংস ৪/৫ বছর রাখা যায় সহজেই।

৫৪| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কোন ব্যাপারেই এক্সট্রিমিজম ভাল নয়। মধ্য পন্থাই সর্বোত্তম পন্থা।

২৪ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব বলেছিলেন, মুক্তিযুদ্ধাকালীন সময়ে ৩০ লাখ মানুষ প্রাণ হারায়েছিলেন ; তা'হলে, কি পরিমাণ বাচ্চা এতিম হয়েছিলো? উনি ওদেরকে স্কুলে পড়ায়েছেন? কিছুই করেননি।

গরীবের ছেলেগুলোকে মোল্লা-মৌলভীরা এতিম খানায় পড়ায়, ওরা তেমন কিছু জানে না; ওরা এক্সট্রিম হয়। ইুনিভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করে তারা এক্সট্রিম হয়, যারা তাবলীগ করে, তারা এক্সট্রিম হয়।

৫৫| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: নির্বুদ্ধিতার ধর্ম অধর্ম নেই। নির্বুদ্ধিতার পরিণাম খুব খারাপ হওয়া স্বাভাবিক - সেলিম আনোয়ার এর এ কথার সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.