![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিল গেইটস (১০০+ বিলিয়ন ডলারের মালিক) করোনা কন্ট্রোলে চীনাদের অনেক সুনাম করলেন; ইতালী ও স্পেনের ভয়ানক দুরাবস্হা দেখে, তাদের জন্য দু:খ প্রকাশ করলেন। আমেরিকার বর্তমান অবস্হার কথা কিছু বললেন না, শুধুমাত্র প্রাণহানীর কারনে নিজের কষ্টকর অনুভুতির কথা বললেন, ও আমেরিকা দেরীতে 'লকডাউন' করেছে বললন। আমেরিকার কেন এই অবস্হা, সেটা তিনি ব্যাখ্যা করলেন না; এখানে এসে বিল গেইটস ভাষা হারিয়ে ফেললেন, ব্যাখ্যা থেমে গেলো। ওয়ারেণ বাফে (৭৬+ বিলিয়ন ডলার) আমেরিকা আবার খুলে দেয়া নিয়ে সামান্য মতামত দিয়েছেন; তবে, তিনি বলেছেন, এখন আমেরিকা খুলে দেয়ার মতো অবস্হা হয়নি; কিন্তু কি করে এত কম সময়ে ৩০ হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারালো, আরো ৩০ হাজারকে কেন প্রাণ হারাতে হবে, সেটা নিয়ে মুখ খুললেন না।
আমেরিকার এই অবস্হা কেন হলো, সেটা নিয়ে কেন উনারা কথা বললেন না; সরকার ও গভর্ণরদের দেরীতে লকডাউনের সমালোচনা করলেন না; জানতে চাইলেন না কেন ডিসেম্বর থেকে সাময় পেয়েও কেন টেষ্ট-কিটের অর্ডার দিতে পারেনি, কেন হাসপাতালগুলোকে শুরু থেকেই দরকারী পরিমাণ মাস্ক ও অন্যান্য পিপিই সরবরাহ করেনি সরকার?
বিল গেইটস বিশ্বের জীবিত অতি-বুদ্ধিমানদের একজন; তিনি শুধুমাত্র ব্যবসায়িক বুদ্ধি থেকে বিশ্বের সেরা ধনীতে পরিণত হননি, উনি টেকনোলোজীতে বুদ্ধিমান হওয়ার পর, উনার ব্যবসায়িক বুদ্ধির অভাব হয়নি কোন সময়। গত ৩ দিনে বিল গেইটের ৩টি ইটারভিউ দেখেছি, ওয়ারেণ বাফের ২টি ইন্টারভিউ দেখেছি, উনারা হাসপাতালগুলো চিকিৎসা, মৃতদের সামাজিক শ্রেনী নিয়ে মুখ খোলেননি। উনি সরকারকে প্রশ্ন করেনি, মাত্র ৩ সপ্তাহে কি করে ২ কোটী ৩০ লাখ মানুষের চাকুরী চলে গেলো, কেন নিউইয়র্ক এভাবে ডুবে ডেলো?
গেইটস সাহেব কয়েক বিলিয়ন দিয়ে ফাউন্ডেশন করেছেন নিজের ও স্ত্রীর নামে; সেই ফাউন্ডেশন থেকে মানবতার সেবায় টাকা যাচ্ছে সারাবিশ্বে। করোনার টিকা ও ঔষধের জন্য তিনি শত মিলিয়ন দিয়েছেন; উনার অনুদান প্রাপ্তরা কিছু ভালো সংবাদ দিয়েছে যে, তারা মানুষের টিকা পরীক্ষা শুরু করেছে; এরপরও, উহাকে মানুষের জন্য ব্যবহার উপযোগী করতে ১২ মাস বা তার বেশী সময় লাগতে পারে। সরকার ও প্রাইভেট ফার্মাগুলো চেষ্টা করছে টিকা ও ঔষধ বের করার জন্য; মনে হচ্ছে, চীন তার আগেই টিকা নিয়ে আসতে পারবে মার্কেটে; ইহার কারণ বিল গেইটস, কিংবা ওয়ারেণ বাফে ব্যাখ্যা করেননি।
বিল গেইটস উনার ফাউন্ডেরশনের পক্ষে প্রাইভেটদের সাথে কাজ করছেন টিকার জন্য; উনার সাথে যাদের চুক্তি আছে, তাদের টিকা বিশ্বের গরীবদেশগুলোকে দেয়ার কথা বললেন উনি; ওয়ারেন বাফে কোন টাকা দিয়েছেন কিনা উল্লেখ করেননি।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
এরা তো রাজনীতিতে নেই, বিরোধীদলের মতো হবে কেন?
সমস্যা এমন যায়গায়, যা এরা উচ্চারণ করতে পারছে না; সমস্যাটা হলো হেলথ কেয়ার প্রাইভেটের হাতে।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮
আহা রুবন বলেছেন: ওনাদের মতো আমিও শুধু পড়ে গেলাম মতামত দিতে পারলাম না।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
যেই সিষ্টেম বিল গেইটসকে বিল গেইটস বানায়েছে, সেই সিষ্টেমই ২ কোটী ৩০ লাখের চাকুরী খেয়ে ফেলেছে, সেই সিষ্টেমের কারণেই কমপক্ষে আরো ৩০ হাজারের প্রাণ যাবে, ক্যাপিটেলিজম।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৩
জুন বলেছেন: এন্ডারসন কুপার তথা সি এন এন প্রেসিডেন্ট প্রতিযোগীতায় জয়লাভের পর সাংবাদিক সন্মেলনে ট্রাম্পের দ্বারা সরাসরি অপমানের কথা মনে হয় এখনো ভুলতে পারে নি । তাদের প্রতিটি নিউজ ও টক শোতে তা পরিস্কার ।
বিল গেটস, ওয়ারেন বাফেট আর ট্রাম্প দিন শেষে সবাই ব্যবসায়ী যতই তারা বিভিন্ন ফাউন্ডেশন বানাক । কয়েক হাজার মৃত্যু তাদের ব্যবসা বানিজ্য থামিয়ে দিবে এটা ভাবা বোকামী । আর বিশেষ করে বেশিরভাগ মৃত্যুর শিকার যখন বৈধ অবৈধ অভিবাসী আর কৃষ্ণাংগ আমেরিকান ।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
সঠিক কথা বলেছেন।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনার কী মনে হয়, ওনাদের কথা আর ব্যাখ্যা কেন থেমে গেল??
আমি আপনার ডিডাকশন টা পড়লাম, ইন্টারেস্টিং কিন্তু নতুন কিছু না, কারণ উত্তরটা প্রথম কমেন্টেই আছে
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
১ম কমেন্টে যা বলা হয়েছে, উহা পুরোপুরি সঠিক নয়।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীন যেভাবে নিয়ন্ত্রন করেছে সে ভাবে করলে নাগরিকদের মধ্য থেকে প্রতিরোধ আসতে পারে। যার হাতেই ফোন ছিল তাকেই তারা নিয়ন্ত্রেনর আওতায় নিয়ে এসেছে।তার শরীরের তাপমাত্রা ,রক্তচাপ এবং সে কোথায় যায়,কার সাথে মেলা মিসা করে ইত্যাদি। যা পশ্চিমা দেশগুলিতে হয়তো সম্ভব নয়।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা চীনের মতো অবস্হায় পড়ার কথা ভাবেনি; তারা আসা করেছিলো, আমেরিকা আরো ভালো করবে; কিন্তু প্রাইভেট হেলথ কেয়ার সবই ডুবিয়ে দিয়েছে,
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভ্যাকসিন এখন খুবই জরুরী!
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
চীনই ১ম ভ্যাকসিন বাজারে আনতে পারে, মনে হচ্ছে; তবে, উহা হয়তো পুরাতন পদ্ধতি অনুসারে হতে পারে।
৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: বিল গেটস কি স্টিফেন হকিং এর চেয়ে বেশি বুদ্ধিমান??
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
না, বিল গেইটস হলো টেকনোলোজীর মানুষ, ব্যবসায়ী; আর হকিংস ছিলেন বিজ্ঞানী ও শিক্ষক; আলাদা পৃথিবী
৮| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ । পুরোপুরি সৎ মানুষ দেশে আছে বলে আমার বিশ্বাস হয় না।
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
এশিয়ার মাঝে জাপান ব্যতিত অন্য দেশে সত্যবাদী মানুষ তেমন নেই; বাংলা ভাষায় সতবাদিতা বলে কোন শব্দ নেই।
৯| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫
আশাবাদী মানব বলেছেন: দিন শেষে তারা ব্যবসাই বোঝে। কিছু সুচবন আর সৃজনশীল সব কাজের ফিরিস্তি দেয়া তাদের মানুষকে আর্কষণ করার মন্ত্র বৈ আর কিছু নয়.।.।।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ও ইউরোপের ভোগান্তির মুলে ক্যাপিটেলিজম।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২
নতুন বলেছেন: এরা বুদ্ধিমান তাই বিরোধী দলের মতন অযাথা সরকারী দলকে বেপাকে ফেলতে ইসু তৌরি করবেনা। এরা সমাধান খুজতে সময় দেবে।
আরেকটা বিষয় ব্যবসায়ীরা সরকারের সাথে সমস্যা বাধাতে চায় না। সরকারী সুবিধা বন্ধ হলে ব্যবসার সমস্য।