নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গেলিয়াড সায়েন্সের এন্টিভাইরাল ড্রাগ \'রেমিডেসিভির\' ৩য় ফেইজে কার্যকর হয়েছে

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩



সামুতে ২ জন ব্লগার, 'মোহাম্মদ আলী আখন্দ' ও 'হাসুমামা' এই ড্রাগ (রেমিডেসিভির) নিয়ে পোষ্ট দিয়েছিলেন; আপনারা যাঁরা পড়েছিলেন, তাঁরা মোটামুটি ধারণা ইতিমধ্যেই পেয়েছেন। গত সপ্তাহে আমেরিকার ভেতরে ৩য় ফেইজের পরীক্ষায় প্রত্যাশিত আশার কাছাকাছি কাজ করছে ড্রাগটি: করোনার ফলে সৃষ্ট নিমোনিয়া রোগীর উপর(যথাসম্ভব, সর্বমোট ১৩০ জন রোগীর উপর প্রয়োগ করা হয়েছে) পরীক্ষার সময় ইহা ১ দিনের পরেই রোগীর অবস্হা কিছুটা ভালোর দিকে নিয়ে গেছে। রোগীদের মাঝে কিছু ছিল করোনার সাধারণ নিমোনিয়ার রোগী, বেশীরভাগই ছিলো বেশ ক্রিটিক্যাল; এদের মাঝে মাত্র ২ জন রোগী আরোগ্য লাভ করেনি।

এই এন্টিভাইরালটা নতুন কিছু নয়, ইহা ইবোলার জন্য তৈরি করা হয়েছিলো; কিন্তু ইহার কার্যকারিতা কম হওয়ায় ইহা ইউএস এফডিএ থেকে ব্যবহারের অনুমতি পায়নি সেই সময়ে; এরপরও ড্রাগটিকে অন্যান্য রেসফিরেটরী ভাইরাল রোগে বিবিধ সময় পরীক্ষা করা হয়েছে; সেই সময়ও কিছুটা কার্যকর হয়েছে।

গত সপ্তাহে, এই এন্টিভাইরাল নিয়ে আমেরিকার মেডিক্যাল জার্নাল, নিউ ইংল্যান্ড জার্নালে অব মেডিসিনে আর্টিক্যাল এসেছে, সেখানে আশা প্রকাশ করা হয়েছে যে, ড্রাগটিকে রেনডমভাবে পরী্ক্ষা করার দরকার, এবং মনে হয়, ড্রাগটি আশানুরুপ কাজ করবে।

এই ড্রাগটি ব্যতিতও, এ্যাবোট ল্যাবের একটি ড্রাগ, 'এ্যাবভি' (মেডিক্যাল নাম) প্রাথমিক পরীক্ষায় করোনার উপর উৎসাহজনক ফলাফল দেখায়েছে।

বাংলাদেশের উচিত, ড্রাগটির পরীক্ষায় অংশ নেয়া; তাতে ড্রাগটি উৎপাদনের অনুমতি পেতে বাংলাদেশকে সাহায্য করবে।


মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: সুখবর।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে পাঠালে পারতো!!!

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে সুখবর।

দেশের ভালো, বা খারাপ যাই হোক, সরকারই করবে; দেশের অন্যদের কোন ভুমিকা দেখা যাচ্ছে না।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: এ পর্যন্ত মারা গেছেন ৭৫ জন আর সুস্থ হয়েছেন ৫৮ জন। আশার কথা হলো ইতালী ও স্পেনে আক্রান্তের হার কমে এসেছে।-স্বাস্থ্যমন্ত্রী

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


স্বাস্হ্যমন্ত্রীও আপনাদের মতো, অন্যদের মতো বাংগালী; খুবই সামান্য পরিমাণ বাংগালী দায়িত্বের সাথে কথা বলতে পারেন, ও কাজ করতে পারেন মাত্র; ব্লগেই উহার শতশত উদাহরণ আছে।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৮

নতুন বলেছেন: ভালো খবর। আশা করি কোন না কোন ওষুধ কাজ করবে ।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


যেসব এন্টিভাইরাল আছে, সেগুলো, কিংবা তাদের থেকে প্রস্তুত কোন একটা এন্টিভাইরাল কাজ করবে; কিন্তু কোন ড্রাঈ সরকারের কন্ট্রোলে না থাকায়, প্রয়োজনের চেয়ে বেশী সময় লেগে যাচ্ছে।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩০

সুপারডুপার বলেছেন:


ড্রাগটি পরীক্ষামূলক হলে বাংলাদেশ না চাইলেও পাবে। উন্নত দেশগুলো এখনো উন্নয়নশীল ও গরীব দেশের মানুষদের গিনিপিগ ভাবে। অনুদান পাওয়ার পর দেশের ডক্টরদের অনেক সার্ভে রিপোর্ট জমা দিতে হয়। তারা নিজেরাও জানে না এটা দিয়ে উন্নত দেশগুলো কি কাজে লাগায়। দেশের অনেক ডাক্তারের সাথে কথা বলে জেনেছি, উন্নত দেশ দেশগুলো থেকে বাংলাদেশে অনুদানের মাধ্যমে আসা ড্র্যাগগুলোর পরীক্ষামূলক কায্যক্রম সবসময় গোপন রাখা হয়।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের লোকেরা চাকুরী পাবার পর ক্রনিমিনালে পরিণত হয়; স্বাস্হ্য বিভাগে যেসব ডাক্তার ও শিক্ষা বিভাগে যেসব ব্যুরোক্রেট ও পিএইচডি চাকুরী করে, এরা সবাই ক্রিমিনাল।

৩য় বিশ্ব এসব ড্রাগ ফ্রি পাবে, বিশ্ব স্বাস্হ্য সংস্হা সাহায্য করবে।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬

নতুন নকিব বলেছেন:



আমেরিকায় আপনার স্টেট এ করোনার পরিস্থিতি কেমন?

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমি নিউইয়র্ক শহরে, সবচেয়ে বেশী প্রানহানী ঘটেছে এই শহরে। নিউইয়র্ক রাজ্যের গভর্ণরের বিচার হওয়ার দরকার আছে।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের জয় হবেই।
বিজ্ঞানের জয় হবেই।
হতেই হবে।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


সেটাই মানব সভ্যতার ইতিহাস।

৭| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে
নেবার অন্তহীন প্রচেষ্টায় জয়ী হয়েছে বার বার।
এবারও হবে নতুন সূর্যদেযের খুব একটা দেরী নাই।
আশায় বাধি বুক।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



এবার গলাকাটা ক্যাপিটেলিজমের অর্থনীতির কারণে পশ্চিমের হেলথ কেয়ার সরকারের হাতে না থাকায়, তারা বেঘোরে প্রাণ দিয়েছে; তারপরও করোনাকে দেরীতে হলেও পরাজিত করবে তারা।

৮| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৭

জুন বলেছেন: দেখলাম পেপারে। হলে তো বিশ্ববাসীর জন্য এর চেয়ে সুখবর আর হতে পারে না।
আরেকটা সংবাদে চোখ গেল তা হলো মিসেস মেলিন্ডা গেটস বলেছেন এমন একটি ভাইরাসের আশংকায় তারা দু বছর আগে থেকেই বেইসমেন্টে খাবার মজুদ করছেন! আর কেউ এমন আশংকা করলো না শুধু তারাই। অত্যন্ত দুরদর্শী বলতেই হয়।

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



বিল ও মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন আর্টিফিসিয়েল ইনটেলিজন্স টিমের সাহায্য নিয়ে অনেক কিছু নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছেন; দু:খের বিষয় যে, বিশ্ব উনাদের থেকে দেরীতে ইহা জেনেছেন।

৯| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

বিজন রয় বলেছেন: এভাবে চলতে থাকলে আমেরিকায় এবার ভোট হবে?
ট্রাম্প কি এবার পাশ করবে।

১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প পাশ করার জন্য সবার সাথে, ধনীদেরও ১২০০ ডলার করে করোনা চেক দিয়েছে, এতে শতকরা ৪০ জন বিনা দরকারে টাকা পেয়েছে; আবারো দিতে পারে; এখনো তার জন সমর্থন ভালো, কারণ ইডিয়ট ডেমোক্রেটরাও ভালো করেনি করোনার সময়ে।

সামনে আরো সময় আছে, ভোট হয়তো ঠিক সময়ে হবে; পরাজিত হলেই ট্রাম্পের বিচার হবে।

১০| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

আহা রুবন বলেছেন: হতাশার ভেতরে কিছুটা আশার আলো। আপনি কেমন আছেন?

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ভালো আছি; সাবধানে থাকবেন।

১১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: এই বিপদের সময়ে সামান্য একটু আশারবানী পেলে ভালো লাগে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:


এটা কাজ করার কথা

১২| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪১

রাফা বলেছেন: cnn এটা নিয়ে রিভিউ প্রকাশ করেছে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমি আজকাল সিএনএন দেখি না, আমি সিএনবিসি'তে দেখেছি।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
এই সব এন্টিভাইরাল ড্রাগ বিভিন্ন ধরনের আগেও ছিল।
ইবলা এইডস ইত্যাদিতে ইউজ হয়েছিল।
আসলে এসব কাজের কিছু না। মৃত্যুপথযাত্রিকে কিছুটা উপসম, সান্তনা দেয়া। বেচে গেলে বলে কাজ হয়েছে।
বরং রিকভার্ড করোনা রোগীদের এন্ডিবডি সমৃদ্ধ প্লাজমা নিয়ে গবেষনা চলছে। চমকপ্রদ ফলাফল পাওয়া গেছে।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার মত "ছাত্রলীগ বিজ্ঞানী" আমেরিকা আগে কখনো দেখেনি; আমেরিকানরা এখনো ইডিয়টে পরিণত হয়নি।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন:
ব্রান্মনবাড়িয়া,আশুগঞ্জের লোকজন সব বেহেস্তের প্লট বুকিং দিয়া ফালাইসে

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্রাম্ননবাড়িয়া ছিলো রাজাকারদের জন্মভুমি

১৫| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৪

নতুন বলেছেন: লেখক বলেছেন:
আমি আজকাল সিএনএন দেখি না, আমি সিএনবিসি'তে দেখেছি।


ট্রাম্প ও সিএনএন পছন্দ করেনা।

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


সিএনএন ক্রমাগতভাবে মৃতদের সংখ্যা ঝুলায়ে রাখছে, ইহা আমার পছন্দ নয়; ট্রাম্পের কারণ অন্য: ওখানে জার্নালিষ্ট কুমো, জেইক ও লেমন গত ৪ বছর ট্রাম্পের বিপক্ষে একই কথা বলে যাচ্ছে, উহা ট্রাম্পের জন্যও বোরিং হয়ে গেছে।

১৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

মিরোরডডল বলেছেন: গুড নিউজ । জেনে ভালো লাগলো ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ইহা কাজ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.