নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

উত্তর কোরিয়ার কিম জং নাকি \'ভীষণ অসুস্হ\'

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২১



দক্ষিণ কোরিয়ার মিডিয়া অনুসারে, উত্তর কোরিয়ার কিম জং'এর হার্টে অপারেশন করা হয়েছে; ইহার কম্প্লিকেশনে কিম নাকি 'ভীষণ অসুস্হ'; কিমের অসুস্হতা আমেরিকা, চীন, দ: কোরিয়া, জাপান ও রাশিয়ার সরকারগুলোকে চিন্তিত করে তুলেছে। সবার থেকে বেশী চিন্তিত দ: কোরিয়ার সাধারণ মানুষ ও জাপানের সাধারণ মানুষ। যদিও কিমের মতে, আমেরিকাকে হিট করার মতো মিসাইল তার আছে, আমেরিকা উহাতে ভয়ংকরভাবে চিন্তিত নয়, কিন্তু দ: কোরিয়া ও জাপান কিমের ছুরির নীচে আছে।

৩৬ বছর বয়স্ক কিমের ওজন বেশী, উহা ৩০০ পাউন্ড (১৩০ কিলো), উচ্চতায় কিম আমাদের ব্লগার নুরু সাহেবের সমান ৫ ফুট ৭ ইন্চি ( ১৭০ সে: মি: ); কিম বিড়ি সিগারেট খায়, হুইস্কি খায়; ক্ষমতা নিয়ে সে দিনরাত ভয়ে থাকে; সেই ভয় থেকে সৎভাই ও চাচাকে হত্যা করেছে। এগুলোর কারণে তার হার্ট সমস্যা হওয়া স্বাভাবিক।

কিমের অসুস্হতা নিয়ে যারা চিন্তিত আছেন, তাদের সবার কারণ কিন্তু এক নয়; তারপরও, তাদের সবার মাঝে এক ব্যাপারে মিল আছে, সেটা হচ্ছে, উত্তর কোরিয়া নিয়ে অনিশ্চয়তা: কিমের কিছু হলে, ক্ষমতায় কে আসবে, কি হবে? আসলে যদি কিছু ঘটে, কিমের বোন, কিম ইও জং'এর ক্ষমতায় আসার কথা; কিন্তু দেশের মিলিটারী সেটা হতে দেবে কিনা?

সোভিয়েট ইউনিয়নের ষ্টালিন 'হার্ট এ্যটাকে' প্রাণ হারায়; ক্রেমলিনে পলিটব্যুরোর কয়েকজন সদস্যের সাথে মিটিং করার সময়, ষ্টালিনের হার্ট এ্যাটাক হয়; সদস্যরা ষ্টালিনকে তার বিছানায় নিয়ে যায় ধরাধরি করে; কিন্তু ডাক্তার ডাকা থেকে বিরত থাকে; পরে মৃত্যু নিশ্চিত হলে তারা ডাক্তার ডাকে।

কিম মানুষকে হতবাক করে সংবাদের নায়ক হওয়ার ইতিহাস আছে; ফলে, আসলে কি হচ্ছে এখনো পরিস্কার নয়। তার কি আসলে হার্ট অপারেশন হয়েছে, নাকি সেটাও ওদের সরকারী গুজব, সেটাও ঠিক জানা যাবে না। এমন কি, কিমের মৃত্যু হলে, বিশ্ব সাথে সাথে জানবে না।

বিশ্ব এখন যেই অবস্হায় আছে, ২ কোরিয়া যেভাবে ঝুলে আছে, কিমের জন্য সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ হবে, দ: কোরিয়ার সাথে ভালো শর্তে এক দেশ হয়ে যাওয়া; না হয়, মিলিটারীর হাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এদিকে, সে যদি ২ কোরিয়াকে এক করে, সে কোরিয়ান ইতিহাসে বিশাল ব্যক্তিত্বের সুনাম অর্জন করবে। আমেরিকা, চীন, রাশিয়া ও জাপান চাহে না যে, ২ কোরিয়া এক হয়ে যাক।





মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬

রানা আমান বলেছেন: দীর্ঘদিন জনসমক্ষে হাজির না হওয়ায় এর আগেও কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব সামনে এসেছিল। কিন্তু তাঁর ঠাকুরদা কিম ইল সাঙ এবং বাবা কিম জং ইল দু’জনেরই মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। তাই কিমের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে ।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



সম্ভব

২| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

নুরহোসেন নুর বলেছেন: ভরসা নেই, হয়তো এই সুযোগে মিলিটারী তাকে পটল গাছে তুলে দিতে পারে।
সম্ভবত তার মিলিটারীরা তাকে পছন্দ করে না।

২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



সে যদি দ: কোরিয়ার সাথে নিজে যোগ না দেয়, মিলিটারী তাকে হত্যা করে, মিলিটারী ২ দেশকে এক করার সম্ভাবনা আছে।

৩| ২১ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিমের সাম্প্রতিক কর্মকাণ্ড আপনার বক্তব্যকে সমর্থন করে।

২১ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


নিজের মিলিটারীর হাতে তার প্রাণ যাবার সম্ভাবনা বেশ বড়; এইবার যদি আসলে কোন সমস্যা হয়ে থাকে অপারেশনে, সেটার উপরও সন্দেহ থাকবে।

৪| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০

আহা রুবন বলেছেন: এই মাথামোটা পৃথিবী থেকে বিদায় হলেই ভাল। দুই কোরিয়া এক হলে উত্তর কোরিয়ার অংশ কি দক্ষিণের সাথে খাপ খাওয়াতে পারবে?

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



২ কোরিয়া ১ হলে, জাপান থেকেও বেশী কর্মঠ এক জাতির সৃষ্ট হবে; এরা খুবই শিক্ষিত জাতি খাপ খাওয়ানো সমস্যা নয়।

৫| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুই কোরিয়া একত্রিত হওয়া হবে সব চেয়ে ভালো কাজ। কিমের মরে যাওয়াই উচিত। বাজে একটা মানুষ।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



সে যদি তাড়াতাড়ি এক না করে, মিলিটারীর হাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে

৬| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: কিম অসুস্থ।
তার বোন আজ খুব কান্না কাটি করলেন। ভিডিও তে দেখলাম।

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



কিছু একটা ঘটছে; তবে, কিছুই পরিস্কার নয়।

৭| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় ব্যাটারে করোনায় ধরছে, চায়নার হাতে পায়ে ধরে ঔষধ নিয়া নিলেই পারে। আইচ্ছা আপ্নে নূরু ভাইয়ের উচ্চতা মাপলেন কখন?

২১ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেবকে আমি সামুর মিলনমেলায় দেখেছি (ছবিতে); সেখান থেকে অনুমান করেছি।

৮| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্তালিনের ক্ষমতাও মিলিটারির হাতে ছিল?

২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


সোভিয়েতে, পার্টি সেক্রেটারী সেনাবাহিনীর প্রধান ছিলো।

৯| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২২

কাছের-মানুষ বলেছেন: উত্তর কোরিয়ার কোন খবর বাহিরে সহজে আসে না বিশেষ করে কিমের অসুস্থতার খবর এখনই আসার কোন কথা ছিল না! অবস্থা গুরুতর নয়ত-বা তিনি অলরেডি পটল তুলে ফেলেছে কিনা সেটা ভেবে দেখা দরকার!!!!

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



সম্ভব।

১০| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি মারা গেলে আরও খারাপ লোক আসবে নাকি?

২২ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



বলা মুশকিল; তবে, কিছু সময়ের জন্য ওর বোন আসার সম্ভাবনা আছে; তারপর ২ কোরিয়া এক হয়ে যাবে।

১১| ২২ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯

বাংলার জামিনদার বলেছেন: কোরিয়া এক হয়ে গেলে ভাল হত কিন্তু তা কি হতে দেবে কেউ??? গোটা কোরিয়াতে কারা ক্ষমতায় আসবে সেটা নিয়ে আবার ঠেলাঠেলি লেগে গেলে অবাক হবার কিছু নাই। তবে জার্মানি এক হয়েছে, ভাল আছে।

২২ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, চীন, জাপান ও রাশিয়া চাহে না যে, ২ কোরিয়া এক হোক।

১২| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৯

মীর আবুল আল হাসিব বলেছেন: উনার কিছু হতেই পারে না, কারন ওনার সিকিউরিটি কয়েক স্তরের। =p~ =p~ =p~ =p~

২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:



যত স্তরের হোক, ওরা কোরিয়ান, ওরা কোরিয়া নিয়ে ভাবছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.