![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এসিম্পটোমিক করোনা রোগীর বেলায় ডিহাইড্রেশান হলে, কিডনী ফেল করতে পারে, ব্লাড-ক্লটিং হয়ে রোগী ষ্ট্রোক করতে পারে।
এসিম্পটোমিক করোনা রোগী হচ্ছেন, যারা করোনা-পজেটিভ, করোনায় ভুগছেন, কিন্তু তেমন কোন সিম্পটমস (উপসর্গ ) নেই; এদের সংখ্যা অনেক। আপনারা সংবাদে দেখছেন যে, আমেরিকায় মোটামুটি ১০ লাখের কাছাকাছি মানুষের করোনা ধরা পড়েছে; আসলে, কমপক্ষে ১ কোটীর মতো আমেরিকানের করোনা হয়ে গেছে; এদের স্বাস্হ্য অনেক ভালো বলে, বেশীর ভাগই ছিলো এসিম্পটোমিক; কোন ইউনিভার্সিটি যদি আসল ডাটা নিয়ে আসে, আপনারা দেখতে পাবেন যে, ধরা পড়া করোনা থেকে ৭/৮ গুণ বেশী মানুষের করোনা হয়েছিলো সব দেশেই।
বাংগালীদের স্বাস্হ্য নিয়ে বেশ বড় ধরণের সমস্যা আছে; গরমের দেশ হওয়ায় ও বিশুদ্ধ পানির অভাব থাকায় বিপুল পরিমাণ মানুষের কিডনী সমস্যা আছে, শতকরা ১৫ জনেরও বেশী মানুষের সমস্যা আছে; এরপর আছে সিগারেট ও পলুশানের জন্য ফুসফুসের সমস্যা। যারা এসিম্পটোমিক, তাদের জীবনের ঝুঁকি খুবই কম; কিন্তু রোজার ফলে যদি ডিহাইড্রেশন হয়, ইহা হঠাৎ করে কিডনীর কাজ বন্ধ করে দিতে পারে। ডিহাইড্রেশান "ব্লাড ক্লটিং" ঘটায়ে, ষ্ট্রোক ঘটাতে পারে।
এই করোনার সময়ে রোজা না রাখলেও অসুবিধা হওয়ার কথা নয়, রোজা পরেও রাখা যায়; যারা শরীরে কোন রকম অসুবিধা অনুভব করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে, শরীরে ডিহাইড্রেশন যেন দেখা না দেয়।
সামুর ব্লগারেরা ইতিমধ্যে হয়তো করোনা স্পেশালিষ্ট হয়ে গেছেন; নুরু সাহেব সেই জানুয়ারী মাস থেকেই পোষ্ট দিয়ে আসছেন; ইতিমধ্যেই অনেক ঔষধের নাম ও টিকা নিয়ে পোষ্ট এসেছে, ভালো। এখন রোজা নিয়ে আগামী ১ মাস অবধি পোষ্ট আসতে থাকবে; এই মাসের পোষ্ট পড়ে অনেক ব্লগার সওয়াব কামাই করবেন, অনেক যাযা পাবেন; কিন্তু এই করোনার সময়ে ডিহাইড্রেশন সম্পর্কে সামান্য খেয়াল রাখবেন; না হয়, ইহা আপনাকে যাযা থেকে বেশী কিছু অগ্রিম দিয়ে দিতে পারে, সোাজাসুজি বেহেশতে সীট দিয়ে দিতে পারে।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, নিউইয়র্ক করোনার রাজধানী, এখানে নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কি যানেন গত শবে্ বরাত রাতে মানুষের ভাগ্য ১ বছরের জন্য নির্ধারিত
হয়ে গেছে। ওই রাতে লেখা হয়ে গেছে কে মারা যাবে আর কে জন্মগ্রহণ করবে।
সুতরাং পালাবে কোথায়? পালাবার পথ নাই যদি ওই লিষ্টে কারো নাম লেখা থাকে।
‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে
পাকড়াও করবে। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।’
[সুরা আন নিসা : আয়াত- ৭৮]
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব, এগুলো ভুল ধারণা; মানুষের মৃত্যু কারো হাতে নেই, কারো নিয়ন্ত্রণে নেই; শুধু মৃত্যুদন্ড প্রাপ্তদের মৃত্যুটা রা্ষ্ট্রের হাতে।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
মৃতয়ু যদি আল্লাহ কন্ট্রোল করতেন, তা'হলে মানুষের হাতে মানুষ খুন হতো না।
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: নুরু সাহেব, এগুলো ভুল ধারণা; মানুষের মৃত্যু কারো হাতে নেই, কারো নিয়ন্ত্রণে নেই।
পবিত্র গ্রন্থ কোরআনের উপর যাদের আস্থা নাই তারাই নাস্তিক।
নাস্তিকেরা সৃ্ষ্টিকর্তাকে অস্খীকার করে তার সৃষ্টের
প্রতি বেশী গুরুত্ব আরোপ করে।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
সৃষ্টিকর্তা ঠিক আছেন, উনি আপনাকে যদি বলে থাকেন যে, মৃত্যু আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন, তা'হলে সব ঠিক আছে; আমাকে ও অনেক ব্লগারকে সৃষ্টিকর্তা এই ব্যাপারটি জাাননি।
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কলকারাখা যথেষ্ঠ নিরাপত্তা নিয়ে স্বপ্ল আকারে খুলে দেওয়া উচিত।
ফারমারদের সব রকম সহযোগিতা করা উচিত।
নুরু সাহেব কাজের ব্লগার নন। উনি কুসংস্কার বিশ্বাসী মানূষ। অবশ্য দেশে এ রকম লোকের সংখ্যাই বেশি।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব কিছুটা মডারেট, বাংলাদেশে অনেক বেদুইনও বাস করে।
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৯
সোনালি কাবিন বলেছেন: নুরু ষাহেব পেছনে টানা মানুষ
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
উনি আধুনিক বিশ্বকে অনুধাবন করতে পারছেন না পুরোপুরিভাবে; উনি জানেন না, কেন ৪৬টি মুসলিম দেশ পেছনে পড়ে আছে।
৬| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নুরু সাহেব কিছুটা মডারেট, বাংলাদেশে অনেক বেদুইনও বাস করে।
দীর্ঘদিন ব্লগে থেকেও উনার কোনো পজেটিভ পরিবর্তন হলো না।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
মুসলমানরা আধুনিক শিক্ষা, আধুনিক রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে কম বুঝেন; সেজন্য ৪৬ টি জাতি পেছনে পড়ে গেছে, উনাদের গল্প খলীফা ওমর (রা: ), ও খলীফা হারুনর রশীদকে নিয়ে।
৭| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
সৃষ্টিকর্তা ঠিক আছেন, উনি আপনাকে যদি বলে থাকেন যে, মৃত্যু আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন, তা'হলে সব ঠিক আছে; আমাকে ও অনেক ব্লগারকে সৃষ্টিকর্তা এই ব্যাপারটি জাাননি।
যাদের চোখ থাকতেও অন্ধ এবং কর্ণ থাকতেও বধির
তারা কখনোই শু্নতে পাবেনা।
শবেবরাতের গুরুত্ব সম্পর্কে হাদিসে বিশদ আলোচনা করা হয়েছে
শবে বরাতে সৃষ্টিকুলের প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় যেমনঃ
জন্ম, মৃত্যু, রিজিক-দৌলত, উত্থান-পতন, সুখ-দুঃখ,
ভালো-মন্দ, রোগ-ব্যাধি ইত্যাদি পরবর্তী
একটি বছরের জন্য লিপিবদ্ধ হয়ে থাকে।
সুতরাং যারা মুসলমান হয়েও তা বিশ্বাস করেনা
তারাই নাস্তিক। আল্লাহ তাদের হেদােেযেত দা্ন করুন। আমিন
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪
চাঁদগাজী বলেছেন:
হযরত মোহাম্মদ (স: ) নিজে লিখতে জানতেন না; উনার আশেপাশে যারা ছিলো, তাদের অনেকেই লেখা পড়া জানতেন না; ফলে, আজকে যাহা হাদিস বলা হচ্ছে, সেগুলো কার কথা বলা মুশকিল। ব্লগেও নতুন নতুন হাদিস জন্ম দিচ্ছেন অনেক ব্লগার।
৮| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭
ইলি বলেছেন: মরন আল্লাহর হাতে খন কারে ইয়াদ ফরমাইবেন তিনি ভালো জানেন। তয় পরিস্তিতি ভালোনা লিস্টি রেডি অহন খালি যার যার নাম আইতেই থাকবো খাড়ান একটু। যারা মুমিন তারা রোজা রাকবই এতে সন্দেহ নাই এইখানে ডিহাইড্রেসন বা অন্যকোন ব্যরাম কোন ব্যপার না। আমি রোজা রাকছি রাখুম কারন মরলে শহিদ বাচলে গাজী। ধন্যবাদ।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
করোনা মেডিক্যাল সমস্যা, ইহার ব্যাখ্যাও মেডিক্যাল সায়েন্সের ব্যাপার; তৃতীয় কোন ভাবনা হবে ভুল ভাবনা ও ভুল ধারণা।
৯| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ হযরত মোহাম্মদ (স: ) নিজে লিখতে জানতেন না;
হাদিস হলো মূলত ইসলামের শেষ বাণীবাহকের বাণী ও জীবনাচরণ।
সাহাবীগণ ইসলামের সর্বশেষ নবীর কথা ও কাজের বিবরণ অত্যন্ত আগ্রহ
সহকারে স্মরণ রাখতেন। আবার কেউ কেউ তার অনুমতি সাপেক্ষে কিছু
কিছু হাদীস লিখে রাখতেন। এভাবে তার জীবদ্দশায় স্মৃতিপটে মুখস্ত করে
রাখার সাথে সাথে কিছু হাদীস লিখিত আকারে লিপিবদ্ধ ছিল। হযরত আলী,
হযরত আবদুল্লাহ ইবনে ওমর, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস
ইবনে মালিক প্রমুখ সাহাবীগণ কিছু কিছু হাদীস লিপিবদ্ধ করে রাখতেন।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন যে, যারা লিখতে পারতেন তারা কিছু কিছু লিখে রেখেছেন; আপনার ধারণা আছে, ততকালীন সময়ে আরবে কাগজ ছিলো না; নবী ুরোজীবন গেছে যুদ্ধ বিগ্রহে? আর উনি যা বলছেন তা ছিল সমসাময়িক আরবদের সমস্যা সম্পর্কিত, উহা আজকে কি কাজে লাগার কথা?
১০| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতোদিন পর জানলাম,খোদা শুধু একবছরের জন্য মানুষেরভাগ্য নির্ধারণ করে।এতোদিন শুনতাম অনন্তকাল পর্যন্ত যাকিছু হবে সব তার জানা।কতকিছু যে ভুল জানি!
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০২
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ খোদা সম্পর্কে মানুষের বক্তব্য সব সময় বিবিধ হবে; কারণ, এসব বক্তব্যের পেছনে লজিক নেই; সময়, মানুষ, এলাকা বুঝে এগুলো সম্পুর্ণভাবে আলাদা ভাবনা
১১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইসলা০৬০৪ ভাই আপনাকে ধন্যবাদ
আপনি এই লেখাটি পড়ে দেখতে পারেন
প্রিয়নবী (সা.) আম্মাজান আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করলেন, হে আয়েশা! শাবান মাসের
মধ্য রাতের মর্যাদা ও ফজিলত সম্পর্কে তুমি কী জান? তিনি আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ (সা.)
শাবান মাসের মধ্য রাতের মর্যাদা কী? আল্লাহর হাবিব (সা.) উত্তরে বললেন,
আগামী এক বছরে কতজন আদম সন্তান ভূমিষ্ঠ হবে এবং কতজন আদম
সন্তান মৃত্যুবরণ করবে তা এ রাতে লিপিবদ্ধ করা হয়। আর এ রাতে তাদের
আমল মহান আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় এবং তাদের রিজিক অবতীর্ণ
কিংবা নির্ধারণ করা হয়। (ফাজায়েলুল আওকাত, হাদিস নম্বর ২৬)।
১২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২১
নূর আলম হিরণ বলেছেন: নুরু ভাই, শবেবরাতকে বেশিরভাগ মোল্লারা বিদআত বলতেছে ইদানিং এগুলোর সমাধান মোল্লারা আসতে পারছেনা কেনো? উনাদের সাহায্য করেন এ ব্যাপারে।
#আজ দেখলাম আমেরিকার বিজ্ঞানীরা(ট্রাম্পের ব্রিফিং এর সময়) বলছেন করোনা ভাইরাস নাকি প্রখর রোধে ২মিনিটে মারা যায়। সে হিসেবে তাপমাত্রার ব্যাপারটা কিছুটা প্রবাবক হিসেবে কাজ করবে।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
রোদ ও তাপে করোণার সংকক্রমণ হার কমছে; বাংলাদেশের জন্য সুখবর; গরম এলাকায় নিমোনিয়াও কম হয়, ইহাও বাংলাদেশকে সাহায্য করছে।
১৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৫
আহা রুবন বলেছেন: করোনার ডামাডোলে নানা ধরণের কথা শুনি। একবার শুনলাম ভিটিমিন ডি করোনা প্রতিরোধে কার্যকর; রোদে করোনা বাঁচে না--কথাটায় মিল খুঁজে পেলাম। এ-কারণে কম তাপমাত্রার দেশে হয়ত করোনা একটু শক্তভাবে থাবা বসিয়েছে।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
যদিও এখনো পুরো প্রমাণিত হয়নি, তবুও মনে হচ্ছে যে, রোদ ও গরমের দেশে সংক্রমণের হার কম; অর্থাৎ ভাইরাস রোদ ও গরমে ধ্ংস হচ্ছে।
অন্য ব্যাপারটা সঠিক যে, গরমের দেশে নিমোনিয়ার হার অনেক কম; মানে, মৃত্যুর হার কম হবে।
১৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বৃদ্ধ আর অসুস্থ দের রোজার কাফফারা দিলেও চলবে।
আপনাকে নিয়ে আশংকা বেশি
। কারণ আমেরিকা আবার ব্যবসা শুরু করছে বোধহয়।
আপনারা প্রবাসী বাংলাদেশী একজন ও বাঁচবেন কি না সন্দেহ হচ্ছে। ডঃ খালেকুজ্জামান স্যারের পোস্ট পড়ে এটা নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশীদের করোনায় মৃত্যু আর আক্রান্তের রেট বেশি। আজকে আবার স্যার চাইনিজ দের উপর সন্দেহের তীর ছুড়ে মেরেছেন। তার প্রশ্ন চীনের কীর্তি কলাপ নিয়ে। এও নাকি সন্দেহ করা হয়েছে কোভিড নাইনটিন প্রকৃতি গত রোগ নয়। চাইনিজ ল্যাব এর উৎপত্তি স্থল।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
নিউইয়র্ক শহরের জনসংখ্যার বাংগালীরা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন; যদিও পুরো ব্যাপারের জন্য নিউইয়র্কের গভর্ণর ও হাসপাতাল দায়ী, সেখানে আরো কিছু কারণ আছে।
নিউইয়র্ক এখনো বিশাল সমস্যায় আছে; আমেরিকনরা মগজ হারায়েছে। আমি ড: খালেকুজ্জমানকে চিনি না; তবে, বেশীর ভাগ বাংগাীির ভাবনা ভুলে ভরা। এই ভাইরাসটি 'সিনথেসাইজড' কিনা সেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে।
১৫| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: যদিও এখনো পুরো প্রমাণিত হয়নি, তবুও মনে হচ্ছে যে, রোদ ও গরমের দেশে সংক্রমণের হার কম; অর্থাৎ ভাইরাস রোদ ও গরমে ধ্ংস হচ্ছে।
অনেকের ধারনা তাপমাত্রা বৃদ্ধি পেলে করোনাভাইরাসের বিস্তার কমে যাবে।
মৌসুমি রোগের প্রাদুর্ভাবে এমনটা হলেও, মহামারির ক্ষেত্রে অনেক সময় সেটি দেখা যায় না।
এ পর্যন্ত প্রায় সব গবেষণা ও বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে, তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে
'করোনা ভাইরাস টিকতে পারে না।। তবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসটি কাঁচ, কাপড়,
ধাতু, প্লাস্টিক ও কাগজের ওপর দুই থেকে তিন দিন টিকে থাকতে পারে। অন্যান্য তাপমাত্রায়
কভিড-১৯ ঠিক কতক্ষণ টিকে থাকতে পারে এবং কী ধরনের আচরণ করে, তা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে।
তবে উচ্চ তাপমাত্রা ও আদ্রতার কারণেও অন্যান্য করোনাভাইরাসের দ্রুত মৃত্যু হতে পারে। দেখা গেছে সার্সের জন্যে দায়ী করোনাভাইরাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার সিডিসি'তে স্পেশালিষ্টের যায়গায় "পলিটিসিয়ান স্পেশালিষ্ট" ঢুকয়াে দিয়ে উহাকে ইডিয়টদের আড্ডাখানা বানয়েছে, এরা কোন কিছুই পরিস্কার করে বলতে পারছে না; তবে, বেশী তাপমাত্রায় ভাইরাস "এরোসোল" অবস্হায় থাকার কথা নয়; ইহা "এরোসোল" (নিশ্বাসের সাথে) অবস্হায় বেশী সংক্রামিত হচ্ছে বেশী।
১৬| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৮
কাছের-মানুষ বলেছেন: রুগিদের ক্ষেত্রে রোজা পরে করলেও চলে! যার শরির খারাপ লাগবে সে রোজা পরে রাখতে পারবে সেটা সমস্যা না। তবে আমার মনে হয় আমেরিকা এবং ইউরোপ থেকে আমাদের দক্ষিন এশিয়াতে এসে ভাইরাস কিছুটা দূর্বল হয়েছে, তাপমাত্রার একটি ফেবার পাচ্ছে আমাদের দেশগুলো হয়ত! নয়ত আমেরিকার ইউরোপের মত একই মাত্রায় করোনা হলে আমাদের দেশে কয়েক লক্ষ লোক ইতেমধ্যে পটল তুলে ফেলতে, ধামা চাপা দিয়ে রাখা যেত না হয়তবা!!! তবে তাপমাত্রার সাথে এর সম্পর্কর ব্যাপারটা সরাসরি বৈজ্ঞানিক ভিত্তি এখনো বের হয়নি, তবে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখে এটা বলা যায় তাপমাত্রার হয়তবা একটা এনিফিট আছে আমাদের দেশের!
আজ বাংলাদেশের মানব জমিনে বেরিয়েছে কিম নাকি অক্কা পেয়েছে! চিন নিশ্চিন্ত হতে ডাক্তার পাঠিয়েছে!! আমি আপনার এক পোষ্টে কিছুদিন আগে অনুমান করেছিলাম ব্যাপারটা!! সত্যি ঘটনাটা দু একদিন পর বেরিয়ে আসবে!!
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
উত্তর কোরিয়া যেভাবে চুপ করে আছে, আপনার ধারণাই ( আগের এক পোষ্টে আপনি বলেছিলেন যে, কিম হয়তো আগেই পরলোক গমন করে থাকতে পারে) সঠিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বাংলাদেশে বেশীরভাগ করোনা রোগী "এসিম্পটোমিক" হওয়ার সম্ভাবনা, আরও ভালো ব্যাপার, নিমোনিয়ার হার হবে খুবই কম; কিন্তু "ব্লাড ক্লটিং" ও কিডনী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এসিম্পটোমিকদেরও।
১৭| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৪১
সোনালি কাবিন বলেছেন: Mysterious mystery সহি মুমিনের আসল পরিচয় দিয়ালাইছে। মাশাল্লাহ!
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
Mysterious mystery শিবিরের জংগি হবে নিশ্চয়
১৮| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৪
সোনালি কাবিন বলেছেন: mysterious mystery, আন্নে জ্ঞানী মানুষ। তাও এক্টা কথা জিগাইবার চাই। গালাগালি যে করতাসেন, ওইডা কি দেশি আইপি দিয়া? তাইলে কিন্তু traceable
২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২১
চাঁদগাজী বলেছেন:
বানরের নিকটা সুন্দর আছে: Mysterious Mystery
১৯| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২৭
সোনালি কাবিন বলেছেন: কি mysterious mystery, রোজা রেখে গালাগালি করে সংযম পালন??
২০| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৩
রাসেল বলেছেন: Thanks for your today's subject but you criticize Islam here again. How don't you say fasting of non muslim people. Is it that because they are non muslim. However, be fine.
২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে ৪৬টি মুসলিম দেশ খুবই পেছনে পড়ে গেছে, আপনার মতে ইহার কারণ কি?
২১| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৯
রাসেল বলেছেন: You didn't response. However, thanks. Muslims are not forwarding because most of us are not following Islam and you know the fact much mire than me. Once again like Islam is right.
২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
যদি মুসলমানেরা ইসলাম অনুসরণ না করে থাকেন, তা;হলে ইসলাম কে অনুসরণ করছেন? আপনি ইসলাম অনুসরণ করছেন; করলে কিভাবে অনুসরণ করেন?
২২| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০১
রাসেল বলেছেন: You didn't response. However, thanks. Muslims are not forwarding because most of us are not following Islam fully. And you know the fact much more than me. Once again like to say Islam is right but not dishounring the belief of others.
২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার বা কারো বিশ্বাসের বিপক্ষে কিছু বলছি না।
২৩| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯
রাসেল বলেছেন: Thanks Sir. If I am not wrong, you response to the point rare. Today that rare thing happened. A pure muslim will follow Quaran and Sunnah fully. We should research Quaran and Sunnah more and more. I think you know the matter also.
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি গবেষক মানুষ, কোরান নিয়ে গবেষণা করতে থাকুন। সুরাহ ফাতেহা'য় হয়তো উড়োজাহাজ বানানোর ডিজাইন আছে।
২৪| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩
সুপারডুপার বলেছেন:
আমি দেখেছি যে লোক গুলো যুবক বয়সে খারাপ কাজ করে তারা বৃদ্ধ বয়সে হঠাৎ করে ধর্মের প্রতি অতি আগ্রহী হয়ে ওঠে, কথায় কথায় হলি বুকসের আয়াত আনে, চিন্তা ভাবনায় মানুষ অপেক্ষা ধর্মকেই অনেক বেশি প্রাধান্য দেয়, অন্যকে নাস্তিক বলে গালি দেয়, ফ্যানাটিক হয়ে ওঠে, অতিপ্রাকৃত ঘটনা যেমনঃ জ্বীন ভুত আত্না শয়তানের প্রচন্ড ভয়ে থাকে, তাদের খারাপ কাজ গুলোকে ঢাকার সর্বোচ্চ চেষ্টা করে, পাপ মুক্তির জন্য ধর্মের যত কুসংস্কার বলা আছে সব গুলোই তারা ট্রাই করে, মসজিদ মন্দির মাজার গির্জায় টাকা দিয়ে পাপ মুক্ত হতে চায়। এতো কিছুর পরেও তাদের পুরান স্বভাব মাঝে মধ্যেই জেগে ওঠে। এটা শুধু ইসলাম ধর্মে না অন্য যেকোন ধর্মে চোখে পড়তে পারে।
আর ব্লগার নূর মোহাম্মদ নূরু এই পথেরই পথিক। কথায় কথায় কোরআন - হাদীস টেনে আনলেও মগজে অন্ডকোষে তিন টোকার মত চিন্তা ছাড়া আর কিছু নাই।
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের স্কুল কলেজগুলোতে পড়ালেখার মান খুবই নীচু।
২৫| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
কালো যাদুকর বলেছেন: ডিহাড্রেশন যে ব্লাড ক্লগ করতে পারে , সেটার কি কোনো রেফারেন্স আছে? এখানে তো ডা্ক্তার ব্লগার আছেন, ওনারাও সেটার ব্যাখা দিতে পারবেন।
মানুষতো রোজা ছাড়াও অনেক কারনে ডিহাড্রেশনে যেতে পারে।
টেক্সাসে গরমের দিনে লনের ঘাস কাটার সময়, অনেকসময় লোকজন মারা যান। হয়ত একারনেই হবে।
এখনতো পরিস্থিতি ভিন্ন। সবাই ঘড়বন্দি। এমন সময় রোজা রাখলে কোন সমস্যা হয়ার কথা না। অবশ্য , সবাই যার যার ডাক্তারের সাথে পরামর্শ মোতাবেক ঠিক করতে পারেন, রোজা রাখবেন কি না, যদি কোন সমস্যা থাকে। ইসলাম ধর্মে অসুস্থ রোগিদের জন্য রোজা ফরজ না।
বাংলাদেশে অনেক কৃষক আছেন, যারা রোজা রেখে, জমিতে কাজ টাজ করেন, কোন সমস্যা হয় না।
নিউইর্য়কের নতুন সমস্যা খাদ্য সংকট , সেটা কি সত্যি? শুনলাম নিত্য প্রয়োজনীয় জিনিষ পাওয়া যাচ্ছে না, বা মানুষ বাইরে থেকে আনতে পারছে না।
ঢাকার একটা নিউজ দেখলাম, এক গরিব মহিলা আধকেজী চাল আনতে যেয়ে বাস্তায় মাথা ঘুরে পরে আছে, পাশেই চালের পুটলিটা। আহা আনাহারে দুর্বল মহিলা মৃতপ্রায়। আবার হয়ত দুঃবিক্ষ ফিরে আসছে।
আসুন আমরা ভেদাভেদ ভুলে, পরস্পরের প্রতি আরো সহানুভুতিশীল হই। এই বিপদে আমরা সকলেই একসাথে আছি। আমরা কেবল একজন আরেকজনকে সাহায্য করলেই এ মহাবিপদ থেকে মুক্তি পেতে পারি। সে যে মতবাদেরই হোক না কেন।
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
রোজা রাখা অবশ্যই সমস্যা নয়, আপনি রাখেন।
গরমের সময়, প্রতি ঘন্টায় পানি না খেলে, ডিহাইড্রেশন হয়।
২৬| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯
সুপারডুপার বলেছেন:
Mysterious Mystery আপনি ব্লগে আপনার পরিচয় সমন্ধে লিখেছেন : "পৃথিবীতে আসার ২১ দিন পর বাবা মারা যান, মরহুম হবার আগে বাবার লিখে যাওয়া নাম "জীবন" দ্যা ওয়ান এন্ড অনলি ওয়ান।" সেই জীবন" দ্যা ওয়ান এন্ড অনলি ওয়ানের ভাষা দেখে বোঝা যায় তার সমাজ স্বীকৃত বাবায় ছিল না। যে যেরকম সে তো অন্যকেও তার কাতারে ফেলানোর চেষ্টা করবে।
২৭| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইসলা০৬০৪ ভাই জানতে হলে পড়ার বিকল্প নাই। পড়ুন এবং জানুন।
নাস্তিকদের সুযোগ করে দেবেন না ধর্ম নিয়ে মূর্খ আলোচনা করার। নির্বোধ
দের সাথে তর্ক করার মানে নিজেকেও তাদের স্তরে নিয়ে আসা।
২৮| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ডঃ আবু ইউসুফ একজন মাইক্রোবায়োলিজস্ট টেক্সাসে আছেন তার মতে রোজা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। উনি কিন্তু পোস্ট ডক্টরেট করা।
রোজা উপোষ থাকা নয় আল্লাহ তায়ালার হুকুম।
আল্লাহ তায়ালার হুকুম মানার মধ্যে সফলতা।
রোজা ঢাল স্বরূপ। রোগীর জন্য রোজা ফরজ নয়।
ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস। এটা সফলতার চাবিকাঠি। নামাজ সর্বোত্তম ব্যায়াম।
করোনা উত্তর পৃথিবী অনেক বদলে যাবে ।
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ সরকার সেটাই করছে, আল্লাহ করোনা দিয়েছেন, উনি ইমানদারদের রক্ষা করবেন; সরকারের কইছু করার দরকার নেই।
বুয়েটের যত গ্রেজুয়েট ব্লগে আছে, তাদের পোষ্টগুলো কিসের উপর? একটা পোষ্ট ইন্জিনিয়ারিং এর উপর আছে?
ডঃ আবু ইউসুফ ইত্যাদিরা আমেরিকায় ধর্ম প্রচার করে বেড়ায়।
২৯| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: যে সমস্ত নির্বোধ গুলো ব্লগে আজে বাজে কথা বলে, অশালীন কথা বলে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন??
''Mysterious Mystery'' এই বদটা আমার পোষ্টে খুবই বাজে কথা বলেছে। ব্লগ কর্তৃপক্ষ মন্তব্যটা মুছে দেওয়ার দরকার ছিলো। কিন্তু মুছে নাই। আমার চোখে পড়া মাত্র আমি মুছে দিয়েছি।
''Mysterious Mystery' কে তার বাপ মা ওদের কি শিক্ষা দিয়েছে? এরা সমাজের কীট। এদের থাকা উচিত জঙ্গলে। মনুষ্যসমাজে না।
২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
এগুলো জংগি; আমি মুছতেছি না, থাকুক।
৩০| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরু সাহেব এক জন হুজুর মানুষ । হুজুর মানুষের কাজই হলো ওয়াজ নসিহত করা । উনি সেটা ভালোই করেন। উনাকে মোবারকবাদ জানাই।
২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
প্রায় মুসলিম দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, মনে হয়।
৩১| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫
রাসেল বলেছেন: Your response against Serial 23, you once again dishonoured Islam. No Mister, I am not research people. However, I think a gentle, neutral and wise man will not continue with you though you are a knowledgable resource. Bye.
২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
ভালো থাকুন।
৩২| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৪
কানিজ রিনা বলেছেন: একটা প্রশ্নের জবাব দিবেন?এত এত নাস্তিক
তারা বেশীর ভাগ মৃত্যর সময় বাবা মায়ের
ধর্মে ফিরে আসে। আর যারা ফিরেনা তাদের
কবর দেওয়া বা পুড়ানো হয় নাকি? আরজ
আলি তো হাসপাতালে দেহ দান করেছিল।
এত এত নাস্তিকের দেহ সবই হাসপাতালে
দান হবে? আপনার যদি মৃত্যু হয় দেহ দান
করবেন কোথায়?
আর একটা কথা খেয়াল করেছেন নাস্তিকেরা
যেমন নাদেখে আল্লাহ্,কে বিশ্বাস করেনা।
তেমন কিছু মোল্লারা চোখে না দেখে করোনা
ভাইরাস বিশ্বাস করছে না। কিছু মুসলিম ভয়ে
বেশী বেশী নামাজ রোজা করবেন আল্লাহর
কাছে আশ্রয়ের জন্য বিপদ মুক্ত হতে এটাই
স্বাভাবিক।
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
নাস্তিক বলতে কিছু নেই; যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তারা কি নাস্তিক? তারা যদি নাস্তিক না হয়, আপনি হিন্দুধর্ম অনুসারে প্রার্থনা করবেন? ১ জন হিন্দু কি মুসলমানদের আল্লায় বিশ্বাস করেন? যদি আল্লাহ বিশ্বাস না করেন, হিন্দু কি আস্তিক?
গ্রীক ধর্ম কি সঠিক ছিলো? ওরা গ্রীক ধর্ম ত্যাগ করে খৃষ্টান হয়েছে, খৃষ্টান ধর্ম কি সঠিক?
৩৩| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এগুলো জংগি; আমি মুছতেছি না, থাকুক।
এগুলো ব্লগ থেকে কান ধরে বের করে দেওয়া হচ্ছে না কেন??
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
কারণ, ব্লগে এদের সংখ্যা বেশী।
৩৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪
কানিজ রিনা বলেছেন: নিশ্চয় যার যার ধর্ম অনুসারে মানুষ ধর্ম
পালন করবে। কিন্তু নাস্তিক তারা কোনও
ধর্ম বিশ্বাস করেনা তাদের কথা বলেছি।
যদিও ইসলাম ধর্মের পিছনে এরা বেশী লেগেছে।
আমাদের দেশে একজন নাস্তিক মৃত্যুর পড়ে
তাকে মুসলিম নিয়মে কবর দেওয়া হয়েছে।
পৃথিবীর সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন
থেকে ধর্ম এসেছে আর ধর্মীয় শাসন কত হাজার
বছর চলেছে? এখন বিজ্ঞানের শাসন কত হাজার
বছর চলবে বলে মনে করেন? যেভাবে উন্নত
বিশ্ব এটোমের হমকি ধামকিতে আছে।
বিজ্ঞানের অগ্রযাত্রায় ইন্ডাস্ট্রয়াল বায়ুদুষন বায়ুস্তর
ছিদ্র বিজ্ঞানীরা বিচলিত। এখন অনলাইনের
থাম্বা অনলাইন প্রযুক্তিতে রেডিয়েশন দেখা যায়না।
চোখে দেখেনা বলে ধরুন অশিক্ষিতরা বিশ্বাসও
করেনা শিক্ষিতরা বুঝেও কিছু করার নেই।
কারন আমরা সুবিধা পাচ্ছি টেলিফোন কম্পিউটর
আমাদের সব কিছু সহজ করে দিয়েছে।
অথচ প্রকৃত গত সম্যাসার কথা কেউ বলেনা।
আমাদের এড়িয়ার গাছের ফল ফলাদী কমে
গেছে। একদশকে আমাদের দেশে প্রতিবন্ধি
শিশু অনেক জন্ম নিয়েছে। যা আগে দেখি
নাই, মায়েরা টেলিফোন কম্পিউটার ব্যবহার
করে। তাই বিজ্ঞান প্রযুক্তিতে পৃথিবীর হাল কেমন
হবে। মুসলিম ধর্মের মানুষতো পিছিয়েছে ধর্মের
কারনে। দেখুন করোনা ভাইরাস যদি চীনেরা
বিজ্ঞানের জোড়ে ছড়িয়ে থাকে কারন বিমান
যোগে অতিতারা করে ছড়িয়ে পরেছে এবিষয়ে
কিছু বলুন।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা, হিন্দুরা, খৃষ্টানরা মনে করেন মুসলমান ধর্ম ঠিক নয়; মুসলমানেরা বলেন, হিন্দু ধর্ম, খৃষ্টান ধর্ম, ইহুদী ধর্ম ঠিক নয়; তা'হলে, কোন ধর্ম ঠিক?
৩৫| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩২
কানিজ রিনা বলেছেন: ধর্ম যার যার বাবা মা পুর্ব পুরুষের ধর্ম,
কেউ পরিবর্তন করে যদি অন্য ধর্ম পছন্দ
করে সেটা তার ব্যাক্তিগত অধিকার।
সব ধর্মই স্বর্গ নরকের উল্লেখ্য।
তবে বাবা মায়ের ধর্ম ছেরে অন্য ধর্ম গ্রহন
করা মানুষ গুল বেশীর ভাগ সময় বঞ্চিত
হয়।
তাই বলে হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মের
মানুষ বাবা মায়ের ধর্ম ত্যাগ করে সেই
ধর্মের গীবদ করা কখনই ঠিকনা। অথচ
নাস্তিকরা তাই করে বেড়াচ্ছে।
কেউ কারো ধর্ম পছন্দ করেনা এটা ঠিক
তাই বলে উগ্রতা করতে হবে আস্তিক নাস্তিক
মিলে গীবদে লিপ্ত ভাল কিছু বয়ে আনে না।
উগ্র নাস্তিক উগ্র আস্তিক একই কেউ কাউকে
ছাড়বে না।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
যেই ধর্মটি ঠিক, মানুষকে সেটাই পালন করা উচিত; কোনটি সঠিক?
৩৬| ২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২৩
কানিজ রিনা বলেছেন: আমি মুসলিম আমার কাছে আমার ধর্ম সঠিক।
কারন আমি ছোটকাল থেকে আমাদের বাড়ির
নিয়ম দেখেছি। বাড়ির ছেলেরা সন্ধায় বাড়ির
বাইড়ে থাকলে কঠিন শাস্তি। আজকাল আমাদের
বাড়িতেও সেই শাসন উঠে গিয়ে আধুনিক ধারনা
অনেকে অনেক অন্যায় করে পাড় পেয়ে যাচ্ছে।
আজকাল আমাদের এলাকায় চোর ছেচর ধর্ষক
বেড়েছে যা আমার দাদার শাসন আমলে ছিল
না। দাদা আমাদের থানার এক ওসিকে মেড়ে
ফেলেছিল বুকে দুই লাথ্থি মেড়ে।
দাদার বিচার ছিল চোর ছেচরের হাত পা বেধে
পিঁপড়ার ডিবিতে ছেরে দিওয়া।
আমি সেই দাদার ধর্মে জম্ম নিয়েছি,আর আমি
একজন নারী আমার স্কুল কলেজের স্যার বাদে
আমি কাউকে স্যার ডাকিনা। ডিসি এসপি
শুধু একটুই বল্লাম নিজেকে নিয়ে আমি বেশী
বলা পছন্দ করিনা।
একটা কি জানেন যার ধ্যান নাই সৃষ্টি কর্তার
উদ্দেশ্যে সে কখনও পুর্নাঙ্গ মানুষ না। যার
আত্বার সাথে পরম আত্বার মিল নাই। তার সততা
উঠা নামা করে।
২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইউরোপ, আমেরিকার লোকজন কি আপনার থেকে কম জানেন? তারা তো খৃষ্টান ও ইহুদী ধর্ম পালন করছে; তদুপরি, খৃষ্টানদের সংখ্যা বেশী, তারা বেশী শিক্ষিত, তাদের জীবনযাত্রার মান অনেক উঁচু? তা'হলে আপনি যে সঠিক তা কিভাবে দাবী করছেন?
৩৭| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৭
কানিজ রিনা বলেছেন: আপনাকে তো বুঝানো যাবেনা, আমিতো বল্লাম
যার যা ধর্ম সে যদি সঠিক ভাবে বা বাবা মা
থেকে ভাল কিছু দেখে শিখে তারা অন্য রকম
মানুষ হয়। তারা ভালটা গ্রহন করে মন্দটা বর্জন
করে। সব ধর্মেই ভাল উপদেশ ভাল পথে চলার
অনেক উপমা আছে।
আমি আমার ধর্মে ভাল উপমা শিখে বড় হয়েছি
আমাকে কেউ সহজে খারাপ পথে নিতে পারবে
না।
একটা দেশ শুধু ধর্ম দিয়ে উন্নতি করেনা। যেমন
মালয়েশিয়া মুসলিম দেশ তাদের সরকার দেশ
চালানোর পদ্ধতিতে উন্নত। যখন মানুষ দেশের
সরকারের কাছে অসহায় হয় তখন দেশে ধর্ম
বলেন আর সামাজিকতা বলেন সব কিছুই উলটো আগায়। আপনি বলেছেন করোনায় ট্রাম্পের
পদ্ধতি ছিল ভুল তাই আমেরিকা অসহায়।
ট্রাম্প যদি এবার সরকার গঠন না করতে
পারে তাহলে ট্রাম্প বিচারের আওতায় পড়বে।
আপনি বলেছেন আমি অনেক বুঝি, ধরেন
আপনিও অনেক বুঝেন কিন্তু সেই বুঝার দাম
কই? দাম পেয়েছেন? কারন আমাদের দেশের
সরকার গুল জনগনকে অসহায় করে রেখেছে।
আমি আগেই বলেছি আমাদের দেশের মেধা
উন্নত দেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে তার ব্যাক্ষা
আপনি ভাল বুঝেন।
যেমন সৌদী সরকার এখন ভুল পদ্ধতিতে জড়িয়ে
যাচ্ছে তারা বদনাম কুরাচ্ছে।
অনল চৌধুরির পোষ্ট পড়েছেন হয়ত,আপনি
কিছু কিছু ভাষা ব্যবহার করে গাদ্দারী করেন
সেটা থেকে বিরত থাকেন। ভাল থাকুন।
২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
সব ধর্ম সঠিক হতে পারে না, একটাই যদি সঠিক হয়, সেটা কোনটা?
৩৮| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২
কানিজ রিনা বলেছেন: আপনি ধর্ম বিশ্বাস করতেন তাহলে আপনার
ধর্ম আপনার কাছে সঠিক মনে হত। যার ধর্ম
তার কাছে সঠিক হলে অন্য ধর্ম তার কাছে
সঠিক না এটাই সত্য। আমি সৃষ্টি কর্তা একজনকে
বিশ্বাস করি সে আল্লাহ্। আমি আল্লাহর
আসমানী কিতাব বিশ্বাস করি এবং নবী রাসুল
আল্লাহর প্রেরিত তাও বিশ্বাস করি। এবং অন্য
ধর্মকে ঘৃনা করিনা।
আমার ছেলের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
আমরা মায়েরা সবাই বসে থাকতাম হিন্দু
মুসলিম বৈদ্ধ খৃষ্টান সবাই ধর্ম নিয়ে আলোচনা
করতাম সবাই এক সাথে নাস্তাও খেতাম।
আলচনা প্রাধান্য পেত ভগবান বা ইশ্বর আল্লাহ্
একজনই।
একদিন কথায় কথায় বললাম আমি ছোটকালে
অত্যান্ত দুর্দান্ত ডানপিটা ছিলাম আমার পিছনে
সবসময় লোকজন থাকত কোনও এক্সিডেন্ট
না করি, তারা আমাকে বলত তাতো বুঝাই যায়
আপনার আচার আচরনে।বল্লাম আমি একদিন
অনেক উঁচু আমগাছ থেকে পড়েছি কিন্তু কিছুই
হয় নাই এমন কি ব্যাথাও পাইনাই। মনে হোল
আমি কোনও স্পৃংয়ের উপর পড়লাম। এরকম
প্রায় তিনবার পরেছি যদিও সব সময় গদী মনে
হয় নাই,কেউ হাত পেতে ধরেছে মনে হয়েছে
আবার দেখেছি ডালটা ছিল সুকনো মাটির পাড়ে
তাহলে আমি পানিতে পড়লাম কেমনে। আজও
এপ্রশ্ন মনে আসে এর কোনও বৈজ্ঞানীক ব্যাখ্যা
নাই। স্কুলের মায়েরা নানান রকম উপমা দয়েছিল
যার যা ধর্ম বিশ্বাস অনুযায়ী।
এখন আমার বিশ্বাসের উপর কেউ অবিশ্বাস
করাটা বোকামী।
২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্যা হচ্ছে, কোন ধর্মটা সঠিক সেটাই আপনি জানেন না।
৩৯| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১০
কানিজ রিনা বলেছেন: সঠিক কোনটা আপনি জানেন নাকি?
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
আমি জানি, সবটাতে একটা মিথ্যা আছে যে, ধর্ম আল্লাহ থেকে এসেছে! আল্লাহের সাাথে আপনার যদি কথা হয়ে থাকে, তা'হলে নবী মুসা (স: )'এর সাথেও দেখা হয়েছে; আর, আপনার সাথে আল্লাহের দেখা না হলে, কারো সাথে দেখা হয়নি।
৪০| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২
মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনি কোন ধর্মকে সঠিক মনে করছেন ? আমি জানতে চাইবো না আপনি কোন ধর্মের অনুসারী। যেই ধর্মকে আপনি সঠিক মনে করবেন আমি ধরে নিব আপনি সে ধর্মের অনুসারী।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
আজকের জন্য কোন ধর্মই সঠিক নয়; কোন দেশের সংবিধানে ধর্মের স্হান নেই। ধর্মের ভুমিকা ছিলো সামন্তবাদের ও রাজতন্ত্রের সময়।
৪১| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক দিন দেখিনা
শরীর সুস্থ্য আছে তো?
সব কুশল তো?
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, শরীর ভালো; ব্যানে আছি।
৪২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সামুতে মনে হয় আর কেউ আপনার মতো এতবা্র ব্যান হয় নাই।
ওকে আমার প্রতিবাদ চালু হলো। পোষ্ট দেওয়া বন্ধ করলাম।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
কখনো এই ধরণের ভুল করবেন না; পোষ্ট লিখুন, নিয়মিতভাবে ব্লগিং করুন; সামুতে ভুল ধারণার উপর লেখা পোষ্ট অনেক, আপনি পোষ্ট না দিলে, ব্লগারেরা ভুলগুলোই পড়বে।
সামুতে আমার ব্যানের সময় চলে গেলে, আমি বেরিয়ে আসবো, কোন অসুবিধা নেই।
৪৩| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত । আমি জানতামনা।
ব্লগে বেশ কয়েকটা ভাইরাস
আছে তাদের কিছু হচ্ছেনা
অথচ আপনাকে বারে বারে
ব্যান করছে!! রাজীনুরের
ঈশ্বরের খোঁজে পোস্টে
কয়েক জনকে পাবেন।
রাজীব খান তাদেরকে
অপসারণ করুন আপনার
পোস্ট থেকে।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
আমি দু:খিত যে, না জেনে অনেক সময় ব্লগের নিয়ম ভেংগে বসি; আমি জানি যে, ব্লগের প্রতি আমার দায়িত্ব আছে, আমাকে নিয়মের ভেতরে থাকতে হবে।
৪৪| ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকালে পিসি খুলে আপনার লেখাটি দেখে যারপরনাই আনন্দিত হয়ে ছিলাম।
একটা মন্তব্য করে প্রকাশ করতে গিয়ে জানলাম আপনি লেখাটি সরিেয়ে ফেলেছেন!!
হেতু বুঝলাম না। আপনাকে একটা পরামর্শ দেই বনের খেয়ে বনের মোষ তাড়াতে
যাবেন না। বাঘকে শিকল বন্দি হতে দেখলে, তার অসায়ত্ব দেখলে কষ্ট পাই। বাঘ
গর্তে পড়লেস চামচিকাও লাথি মারার দুঃসাহস দেখায়!!
আপনি দয়া করে ইসলাম বিদ্বেসী কোন কিছু লিখব্নে না বা মন্তব্য করবেন নাঅ
কারণ আমেরিকার মতো নাস্তি দেশের বড় বড় শহরে এখন ইসলামের বানী সম্বলিত বিল বোর্ড দেখা যাচ্ছে। তারাও আল্লার রহমতের আশা করে।
আপনি কেন ধর্মের বিরুদ্ধাচারণ করে বিরাগভাজন হবেন !!
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে।
সমস্যা হচ্ছে, অনেক ব্লগার ব্লগে নিজের ব্যক্তিগত ইসলাম প্রচার করতে গিয়ে অপধারণা প্রচার করছে।
৪৫| ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯
সুপারডুপার বলেছেন:
চাঁদগাজী সাহেব কত সুন্দর ভাবে বলেছেন : "আমি দু:খিত যে, না জেনে অনেক সময় ব্লগের নিয়ম ভেংগে বসি; আমি জানি যে, ব্লগের প্রতি আমার দায়িত্ব আছে, আমাকে নিয়মের ভেতরে থাকতে হবে।" এইরকম একজন ব্লগারের উপর মানুষের শ্রদ্ধা সব সময়ই থাকবে।
আর ব্লগার নূর মোহাম্মদ নূরু এসেছেন ধর্মের বাণী বিতরণের জন্য। ব্লগের নিয়মে কোথায় লেখা আছে , ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের সমালোচনা করা যাবে না। চাঁদগাজী সাহেবের ধর্ম নিয়ে সঠিক সমালোচনা কে ইসলাম বিদ্বেষীর দিকে নিয়ে গিয়ে কালার করার চেষ্টা এক প্রকার কূটকৌশল। আর এই কূটকৌশল যারা করেন তারা ধর্মের অনুভূতির কথা বলে ফেনা তোলেন কিন্তু তারা প্রকৃত ধার্মিক নন।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ ব্লগার ইউনিভার্সিটি শেষ করেছে না'পড়ে; আর যারা সরকারী চাকুরী করে, তারা ৮ ঘন্টা কাজও করে না; এদের পক্ষে ভুল ধর্ম প্রচার ছাড়া ব্লগে করার কিছুই নেই।
৪৬| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২০
অপর্ণা মম্ময় বলেছেন: আপনি ভালো আছেন ?
২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ, আমি ভালো আছি। আপনার জন্য শুভকামনা রলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: যাক, আপনিও ফলমূল খাবেন বেশি করে।
আপনার করোনা হলে ব্লগে মিলাদ পড়ানো হবে, উহাতে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করি।