নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেশন লাভ করলে আপনার চাকুরী আছে, লাভ না করলে চাকুরী শেষ!

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭



*** করোনার ঔষধ, রেমিডেসিভির'এর ৩য় ফেইজ ট্রায়ালের রেজাল্ট ভালো, ইহা এফডিএ'র অনুমতি পেতে পারে ***

কর্পোরেশন লাভ করলে, আপনার চাকুরী আছে, লাভ না করলে চাকুরী শেষ; ইহা কোন সিষ্টেমের অর্থনীতি? কর্পোরেশনটি যদি পাবলিক হয়, এবং আপনি যদি ইহার মালিক হয়ে থাকেন, ইহা যদি কোন ১ কোয়ার্টারে, বা কয়েক কোয়ার্টারে লাভ না করলে কর্মচারীদের চাকুরী রাখার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি?

দেড় মাসের করোনায় আমেরিকায় ২ কোটী ৫০ লাখের চাকুরী চলে গেছে; এদের চাকুরী রাখার জন্য সরকার ইতিমধ্যেই ৬ ট্রিলিয়ন ডলারের রেসকিউ প্যাকেজ ঘোষণা করেছে; গতকাল ট্রাম্প বললো, ইহা ৮ ট্রিলিয়নে গিয়ে ঠেকতে পারে। তারপরও ২ কোটী ৫০ লাখের চাকুরী নেই, সমস্যা কোথায়? যদি ৬ ট্রিলিয়নই খরচ হয়, ইহা কি কখনো সরকারের হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিরে আসবে?

২০০৮ সালে, আমেরিকায় ২৩ মিলিয়ন মানুষ চাকুরী হারায়েছিলো, প্রেসিডেন্ট ওবামা মাত্র ১ ট্রিলিয়নের রেসকিউ প্যাকেজ দিয়ে সেই রিসেশনকে থামায়ে ২০১২ সালের দিকে দেশকে একটি ভালো পজিশনে আনতে সমর্থ হয়েছিলেন; এবার কেন ৬ ট্রিলিয়ন লাগছে?

যাক, আমেরিকা হচ্ছে আমেরিকা, ইহাদের সম্পদ আছে, ইহারা কাজ করে, সম্পদ সৃষ্টি করতে জানে; সরকারের বেশীরভাগ সংস্হাই নিজের আয়ে নিজেরা চলতে পারে।

বাংলাদেশের কথাই বলি, সরকারের কোন সংস্হা, কোন কর্পোরেশন নিজের আয়ে নিজে চলতে পারে না; ইহার প্রধান কারণ হলো, সরকারের কোন কর্মচারী ৮ ঘন্টা সঠিভাবে কাজ করে না; এরা দক্ষ নন, এরা সৃজনশীল নন; এরা পদবলে প্রতিপদে যেই পরিমাণ ঘুষ সংগ্রহ করে, ইহা যদি সরকারকে দিতো, বাংলাদেশ ষরকার বিশ্বের ধনী সরকারগুলোর মাঝে একটি হতো। কিন্তু ঘুষ অসম উন্নয়ন ও সুসম অধপতনের মুল কারণ ও সরকারী আয়ের মুল শত্রু।

এরপরও বাংলাদেশ সরকার ভুল রেসকিউ প্যাকেজ দিয়ে অনেক পাবলিক ও প্রাইভেট কর্পোরেশনকে খুশী রাখার চেষ্টা করছে আপনার চাকুরটা রাখার জন্য; ইহা পুরোপুরি ভুল অর্থনৈতিক নিয়মে চলছে; যে গাভী বাচ্চা দেয় না, উহাকে বেশী করে ঘাস খাওয়ালে উহা কোনভাবেই বেশী দুধ দেবে না; এসব কর্পরেশন ভুল অর্থনৈতিক নিয়মকে অনুসরণ করছে, লাভ হলে এরা চাকুরী রাখবে, লাভ না হলে চাকুরী রাখবে না।

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশী আমলারা আল্লাহ্‌র কসম খেয়ে ঘুষ খায়। সেই ঘুষের ৫ ভাগ দিয়ে মসজিদ বানায়ে বেহেশতে থাকবার চায়, ।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



এরাই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, এরাই বুয়েট ও ঢাকা মেডিক্যালের ছাত্র।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মীর আবুল আল হাসিব বলেছেন: এরা পদাবলে যেই পরিমান ঘুষ সংগ্রহ করে, ইহা যদি সরকারকে দিত, বাংলাদেশ সরকার বিশ্বের ধনী সরকারগুলোর মাঝে একটি হতো।


ঘুষখোর সরকারী কর্মকর্তাগনের কঙ্কাল এই একটি লাইনে বের করে এনেছেন।
দারুন লাগলো, ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


একদিন এসব কর্মচারীদের থেকে এসব টাকা বুঝে নেয়ার দরকার হবে; তখন ঢাকা শহরের অর্ধেক বাড়ীঘর সরকারের হয়ে যাবে।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো কমপক্ষে জেলা শহর ভিত্তিক হওয়া প্রয়োজন । গার্মেন্টসগুলো ঢাকা ভিত্তিক হওয়াতে শ্রমিকরা অসহায়। তাদের আয়ের সিংহ ভাগ চলে যায় বাসা ভাড়ায়। তাদের ন্যূনতম জীবন যাপনের মত টাকা থাকে না। জেলা শহরে হলে কমপক্ষে তারা ডাল ভাত খেয়ে অবস্থা থাকতে পারতো।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


এইটি একটি বড় সমস্যা, ইহার সমাধান দরকার; কাজ করে টাকা আয় করে, পেটেভাতে।

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রাম , রাজশাহী বুয়েট এককালে প্রচুর ছাগু পাওয়া যেত । এরা ধর্মের লেবাশ ধরে চলাফেরা করে। এরা আসলে রাজাকারের বংশধর । এই ব্লগেও দুএকজন তেলাপকার মত এখনো উড়তে চায়

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


এরা বিশ্বের ৪৬ টি জাতিকে পেছনে টেনে রেখেছে।

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

জাতির বোঝা বলেছেন: বাংলাদেশের এক মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদেরকে বলেছিল, সহনীয় মাত্রায় ঘুষ খেতে । কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা তাঁর অনুরোধ শুনে নাই। তারা অসহনীয় মাত্রায় ঘুষ খেয়ে যাচ্ছে । মন্ত্রী মহোদয় কে ধন্যবাদ সুন্দর একটি অনুরোধ করার জন্য । কেননা তিনি নিজেও ভাগ পেতেন।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


নাহিদ সাহেব অদক্ষ লোক ছিলেন; কাজের মাঝে একটা কাজ করেছিলেন, ছাত্রদের ১টা ডাটাবেইজ করেছিলেন; কিন্তু তিনি নিজেও উহার ব্যবহার জানতেন না।

৬| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মীর আবুল আল হাসিব বলেছেন: আমার মনে হয়, "ইনকাম ট্যাক্স" অফিস এ ঘুষ এর কারবার বেশি চলে। কত সুন্দর করে বলে "এক হাজার দেন, নাইলে প্রাপ্তি স্বীকার পত্র পাবেননা"।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



দেশে, একমাত্র শেখ হাসিনার অফিসে শেখ হাসিনা ঘুষ নেন না; দেশে সরকারী সব অফিসে ঘুষ নেয়া হয়।

৭| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নূর আলম হিরণ বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বড়বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো থেকে পাশ করে বের হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি হতে পারে। এত বড় বড় সার্টিফিকেট এদের যারা দেয় তাদেরও দেশ, অর্থনীতি নিয়ে আধুনিক ধারণা নেই।

২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


টাবলীগ ফাবলীগ, শিবির মিবির সবই শিক্ষকতায় ঢুকে গেছে

৮| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০১

জাতির বোঝা বলেছেন: ট্যাক্স অফিসে ঘুষ দিতে না হলে বাংলাদেশ সরকারের আরো কয়েক শত কোটি টাকা বেশি ইনকাম হতে পারতো।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি যখন জানেন, আমি যখন জানি, শেখ হাসিনাও জানার কথা; উনি এর থেকে ভালো চালাতে পারছেন না, পিরিয়ড!

৯| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

আলাপচারী প্রহর বলেছেন: আমার দেশে কপোরেট কালচার নেই তবে সুবিধা আছে।
উচুঁ পদের কর্তারা কাজ করে না কিন্তু কর্পারেট ফিগারে বেতন ঠিকই খায়।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


পাবলিক ও প্রাইভেট কর্পোরেশন গুলোতে কপোরেট কালচার না থাকলে, এইগুলো টিকে আছে কিভাবে?
সরকারী উঁচুপদে যারা চাকুরী করছে, সরকারের অর্থনীতি দেখলে, সহজে বুঝা যায় যে, এগুলো অযোগ্য ও অদক্ষ।

১০| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে প্রাইভেট চাকুরীজীবীদের মানসিক অবসাদ বেশী থাকে সরকারী চাকুরীজীবীদের চেয়ে। কারণ চাকরী অনিশ্চিত এবং বেকার থাকলে কোনও সরকারী সহায়তা পাওয়া যায় না। ৪০ বছরের পরে সমস্যা বাড়তে থাকে। ফলে অপেক্ষাকৃত কম বয়সে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদিতে আক্রান্ত হয়।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেটে যারা চাকুরী করছে, তারা গাধার মতো খেটে, মালিকদের ধনী করছে, কিন্তু নিজেদের জন্য "আন এমপ্লমেন্ট ইনস্যুরেন্চ", পেনসন, বা পেনসনের কাছাকাছি ফান্ড সৃষ্টির চেষ্টা করছে না কেন? কারণ, এগুলো গাধা।

১১| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যেন করোনার কারনে বেকার সংখ্যা আর না বাড়ে তাই শেখ হাসিনা কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। ইফতারি বেচা কেনার জন্য খুলে দেওয়া হয়েছে। গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। সামনে আরো খুলে দেওয়া হবে।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


গার্মেন্টস'এর শীপমেন্ট কি হচ্ছে?

ইফতারির কইছু আইটেম" পেঁয়াজু, পাকুড়া, জিলাপী, বেগুনী ইত্যাদি নিষিদ্ধ করার দরকার।

১২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

কানিজ রিনা বলেছেন: বাংলাদেশে বড়লোক হওয়া সবচেয়ে সহজ
যেকোনও ভাবে গার্মেন্স শিল্পে জড়িত হওয়া।
একটা গার্মেন্টস দেখিয়ে ব্যাংকলোন সেই লোন
দিয়ে আর একটা এভাবে চারটা পাঁচটা পনের
বিশটা। তারপর বিদ্যুৎ বিল বাকী খাতায়, পানির
বিল সবই বাকীর খাতায়, বিদ্যুৎ কর্মকর্তা পানীর
কর্ম কর্তারা মাস শেষে মোটা অংকের ঘুস পায়।
কিছু বিল দেয়না এমন না দশ ভাগের একভাগ
জমা পরে আর সব শুভংকরের ফাঁকি।
ব্যাংকের অডিট এলে সবগুল গার্মেন্টস দেখিয়ে
দেবে।
অর্থাৎ ব্যাংক বিদ্যুৎ পানি কর্মকর্তারা জানে
গার্মেন্টস একটা সম্পদ টাকা না দিলে গার্মেন্টস
থাকবে। যেমন জমি দেখিয়ে লোনটা নিলে
বাড়ি জমি দুটোই ব্যাংক ওয়ালাদের।
সেই সাথে গার্মেন্টস কর্মকর্তারা শশুর ও বাপের
নামে জমি বাড়ি আরও কত কিছু।
তারপর ক্লিয়ারিং ফরোয়াডিং অফিস। কাস্টম
অফিস, ইনকাম ট্যাক্স অফিস, ভুমি অফিস,
আরও কতকত অফিস সরকারী বেসরকারী
দুরনীতিবাজ যে আছে। যেমন ধরেন মাননীয়
প্রধানর হাতে বড় লিষ্ট দুর্নীতিবাজদের।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


গার্মেন্টসগুলো মুলত সরকারী (মানুষের) পয়সাকে ক্যাপিটেল করে, মেয়েদের দাসী বানায়ে ধনী হয়েছে। গার্মেন্টসকে কো-অপারেটিভ হিসেবে শ্রমিক মালিকানায় আনার দরকার।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

আহা রুবন বলেছেন: আমাদের আমলারা সবচেয়ে সুবিধাবাদী শ্রেণির। আমলা হয় ভাল ছাত্ররা। আর এই তথাকথিত ভাল ছাত্ররা ছাত্রাবস্থা থেকেই নাক উঁচা স্বভাবের হয়ে গড়ে ওঠে। আমাদের অভিভাবকেরা তার সন্তানদের মধ্যে যেটি পড়াশোনায় ভাল তাকে বাড়ির কোন কাজ করতে দেয় না, কোনও দায়িত্ব দেয় না। আমলা হয়েও এই বৈশিষ্ট্য তার চরিত্রে থেকে যায়।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


ঐ ডাকাত শ্রেণী সৃষ্টি করে গেছে বৃটিশ; ১৯৭২ সালে তাজুদ্দিন সাহবে ও শেখ সাহেব উহাকে আবার চালু করে গেছে।



১৪| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবার টেলিযোগাযোগ মন্ত্রী বলেছিলেন
যদি কর্মকর্তারা ঘুষ না খেত তবে তামার তার
নয় সোনার তার দিয়ে টেলিফোন সংযোগ দেওয়া
যেত। আফসোন টেলিফোনের সেই সোনালী যুগ
আর নাই।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



মন্ত্রী যদি জানতো যে, কমর্চারীরা ঘুষের বাণিজ্য করছে, সেই ইডিয়ট উহার অবসান ঘটায়নি কেন?

১৫| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেলে সরকারী আমলাদের লুটপাট প্রায় বন্ধ হয়ে যাবে। বিশ্ব বাংলাদেশকে যতটুকু চিনেন উহা গার্মেন্টস শিল্প ও প্রবাসীদের কারনে চিনেন। ক্যাশ পাচ্ছেন, লুট করছেন, ইনকাম বন্ধ হলে লুটপাট বন্ধ্ হয়ে যাবে। দেশে যেখানে গার্মেন্টস আছে, সেখানকার আশে পাশের পুরো এলাকায় গাড়ি চলে, ভাড়া বাড়ি চলে, ব্যবসা চলে পুরো এলাকা সমাজ জেলা তথা দেশ সচল। অন্যথায় হাহাকার-----।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



এজন্যই জাতিকে পড়ালেখা থেকে বন্চিত করে দাসে পরিণত করেছে; এখন দেশে গার্মেন্টস করেছে, বিদেশে দাস হিসেবে বিক্রয় করছে।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



@শাহীন৯৯,

আমাকে কমেন্ট ব্যান করেছে সামু; আপনার পোষ্টে কমেন্ট করতে পারছি না; কমেন্ট করতে পারলে, নীচের কমেন্ট টা করতাম:

" শেখ হাসিনার উচিত ছিলো, চাষীদের সাহায্য করার জন্য গ্রামের ছাত্রদের অনুরোধ করা; গ্রামের ছাত্ররা ধান কাটা, ধান ছড়ানো, রবি শস্য উত্তোলন, জমিতে পানি দেয়া, ট্রাক্টর চালনা ইতয়াদি করে দিতে পারতো; এতে চাাষীর অনেক টাকা বেঁচে যেতো।

আওয়ামী নেতা, কাদির থেকে গ্রামের ম্যাঁওপ্যাঁও, সবই অসৎ, ওরা চাষীদের সাহায্য করার মত মানুষ নয়; বরং চাষীরা ওদের ভয়ে থাকে।"

১৭| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মন্ত্রী যদি জানতো যে, কমর্চারীরা ঘুষের বাণিজ্য করছে, সেই ইডিয়ট উহার অবসান ঘটায়নি কেন?

নাহিদ সাহেবও জানতেন তার কর্মচারীরা অপ্রতিরোধ্য তাদের রোখা যাবেনা
তাই তিনি তােদের উপদেশ দিলেন সহনীয় মাত্রায় ঘুষ খেতে !!
ওদের রোখা যায়না ওরা দূর্বার, ঘুষ ঘেতে খেতে সব করে চুরমার।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি মনে করেন, একজন মন্ত্রী যদি ঘুষ বন্ধ করতে চাইতেন, উনি পার‌তেন না? শেখ হাসিনা সব সময় ইডিয়ট ধরণের লোকজনকে মন্ত্রী ও এমপি বানায়েছেন।

১৮| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: পোস্ট এবং মন্তব্য, প্রতিমন্তব্যগুলো পড়ে শুধু হতাশাই বেড়ে গেল! কবে আসবে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন?

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



আসলে আমি চাচ্ছিলাম, পাবলিক কর্পোরেশনগুলো কেন মানুষের চাকুরী কেড়ে নেয়, সেটা বুঝার জন্য; ব্লগারেরা তা বুঝেন কিনা, অন্য কোন বিক্ল্প আছে কিনা, তা বুঝার জন্য; কেহই সেই দিকে যাননি।

১৯| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

সোহানী বলেছেন: এ পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছে তার বেশীর ভাগইতো দেখি উল্টাপাল্টা। আসলে যারা বুদ্ধিদাতা তাদেরই বুদ্ধি নিয়ে আমি চিন্তিত। আর যাদের বুদ্ধি আছে তারা প্রধানমন্ত্রীর আশে পাশে ভিড়তে পারে না চামচাদের যন্ত্রনায়। তবে প্রধানমন্ত্রী অবশ্যই কিছু বুদ্ধিমানকে গুড়ুত্ব দেন কারন বেশ কিছু ভালো ডিসিশানও দেখছি।

ওবামা ব্যবসায়ী ছিলেন না। তাই তাঁর ডিসিশানগুলো ছিল জনগনের ভালোর দকে তাকিয়ে। কিন্তু বিপরিতে ট্রাম্প পুরোদমে ব্যবসায়ী। লাভ ছাড়া কিছু বুঝে না। দেখবেন এ প্রনোদনার পিছনের বেশীর ভাগই পাবে ব্যবসায়ী। যাতে তার নেক্সট ভোট নিশ্চিত হয়।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান ব্যবসায়ীরা মানুষের টাকা লুটপাট করছে ট্রাম্পের সহায়তায়; আমেরিকার অর্থনীতির, বা বাজারের কিছুই হয়নি; শুধুমাত্র কিছু মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই সাময়িক "বড় ছুটি"; এতে বিলিওন, ট্রিলিয়ন ডালারের ব্যবসা কি ডুবে গেছে?

শেখ হাসিনার মগজ জমিদারী আমলের, উনার মাথায় কানাডার ১০ম শ্রেণীর বাচ্ছার সমান বুদ্ধিও নেই।

২০| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫০

নতুন বলেছেন: কপো`রেশন তাদের লাভ দেখে সব সময় তাই লাভ না হলে ছাটাই করে নিজেদের লাভ ঠিক রাখে।

দেশে সবাই চোর না, অনেক দূনিতি আছে ঠিক কিন্তু সবাই চোর না।

অনেক ভালো অফিসার আছে যারা চেস্টা করছে নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কিছু করা।

আমাদের দেশেও ভালো হবে, আলো আসবেই।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি এরশাদের সময় ৪ বছর দেশে চাকুরী করেছিলাম, ১ জন ভালো মানুষ আমি দেখিনি: কেহ ৮ ঘন্টা সৎভাবে কাজ করে না; ১ জনও করে না।

২১| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৪

নতুন বলেছেন: এখন ২০২০ চলছে।

একটু নজর দিন তবে অনেক কেই দেখতে পাবেন।

মানি দূনিতিবাজের সংখ্যা অনেক কিন্তু সবাই যেইভাবে বলছে যে তেমন না।

দূনিতি করার ফাক গুলি বন্ধ করতে হবে। চেস্টা করতে হবে ভালো সেলারী দিতে। দূনিতির টাকা লুকানোর পথ বন্ধ করতে হবে। জবাবদিহিতা বাড়াতে হবে।

নতুন প্রযন্ম অনেকেই ভালো কাজ করবে। অনেকেই ভালো করতে বাধ্য হবে।

আলো আসবেই।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



নতুন প্রজন্মের উপর সবার আশা থাকে; আশা থাকা ভালো, তবে ওদের আচরণ ভালো নয়।

চুরি, ঘুষ, দুর্নীতি বন্ধ করার ক্ষমতা আপনাও নেই, আমার নেই; শেখ হাসিনা পারছেন না, না হয় করছেন না।

২২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: বিশ্বময় ক্রান্তিকালেও যারা মুনাফা লুটতে চায় কিংবা কমিশন খেতে চায়, তারা মানুষ নয়, অমানুষ।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ অমানুষ প্রস্ততির কারখানা

২৩| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: যারা ৮ ঘন্টা মানে না। যাদের কর্ম ময় জীবন যারা গবেষণায় নিমগ্ন থেকে কখন পাঁচটা বেজে যায় কিংবা সূর্য ডোবার আগে বাসায় আসতে পারে না। অনেক কাজের মাঝে কবিতা লেখা যায় পনের মিনিটের বিশ্রাম ।যে উৎকর্ষতার সবোর্চ্চ শিখরে আরোহণ করতে চায় তার বিষয়ে আপনার কি অভিমত?

বিশেষ করে ঘুণে ধরা ঘুষে আর চুরিতে ভরা চাকুরী ব্যবস্থায় একজন ডেডিকেটেড অফিসার কি ডিজারভ করে
আপনার বিবেকে।

৩০ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:



আমি পড়ালেখা শেষ করার পর, প্রথম চাকুরী করেছিলাম বিদেশে; এরপর ৪ বছর চাকুরী করেছি বাংলাদেশে; আমার শুধু কষ্ট লাগে, কিভাবে মানুষ সেই দেশে কাজ করে! কাজের কোন পরিবেশ নেই, খুবই অমানুষিক পরিবেশ; অফিসারেরা কাজ করে না।

২৪| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর চিন্তা ভাবনা উন্নত এবং আধুনিক।
উনি সম্পূর্ন একজন কুসংস্কার মুক্ত মানূষ।

১০০% সহমত।

৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ব্লগারদের থেকেই শিখছি।

২৫| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের কোনো শ্রেনী পেশার মানূষ ভালো নেই।
অথচ দেশ নাকি উন্নয়নের মহাসড়কে। যারা এরকম কথা বলে তারা তেলবাজ।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


শিল্প ঋণের নামে যারা মানুষের টাকা ডাকাতী করেছে সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংক থেকে তারা ভালো আছে; আর ভালো আছে আওয়ামী লীগের বেকার কর্মীরা।

২৬| ০২ রা মে, ২০২০ বিকাল ৫:৩৬

রানা আমান বলেছেন: আমাদের সরকার প্রনোদনার প্রয়োগ ভূল ভাবে করতে যাচ্ছেন বলে মনে হচ্ছে ।

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


মেডিক্যাল কারণে বিদেশীরা গার্মেন্টস'এর শীপমেন্ট বন্ধ করেছে; ইহার জন্য কেন 'রেসকিউ প্যাকেজ'? ইডিওটিক কাজ করছে সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.