নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বৃটিশ প্রাইম মিনিষ্টার ও প্রিন্স ভালো হয়ে গেছেন, ভালো! এখন প্রশ্ন

০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৫৮



বৃটিশ প্রিন্স চার্লস (৭১ বছর) ও প্রাইম মিনিষ্টার বরিস জনসন (৫৫ বছর) কোরনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন; এখন ভালো হয়ে গেছেন, ভালো; ২ জনেই ভালো হওয়াতে বৃটিশ জনগণ হাঁফ ছেঁড়ে বেঁচেছেন। কিন্তু এঁদের ২ জনের চিকিৎসার পদ্ধতি ঠিক অন্য সাধারণ বৃটিশ করোনা রোগীদের মতো ছিলো না; এদের বেলায় চিকিৎসার পদক্ষেপ অন্যদের চেয়ে আলাদা ছিলো, এতে মানুষের মনে প্রশ্নের সন্চার হয়েছে, সবার জন্য চিকিৎসা সমান কিনা?

বৃটেনে প্রায় ২৯০০০ মানুষের মৃত্যু হয়েছে; এখন দৈনিক মৃত্যুর হার কমে আসছে, এবং দেশটি পুনরায় খুলে দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু মানুষ প্রশ্ন তুলেছেন যে, ব্যক্তি বিশেষে চিকিৎসার পদ্ধতি আলাদা হওয়া সঠিক নয়; এই নিয়ে লন্ডনে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করেছিলো গতকাল রাতে। কিন্তু 'সোস্যাল ডিসটেন্স'এর নিয়ম ভংগ করার কারণে পুলিশ তাদেরকে এই মহুর্তে প্রতিবাদ থেকে বিরত থাকতে বললে, তারা চলে যায়।

ক্যাপিটেলিষ্ট দেশসমুহে "প্রাইভেট হাসপাতালের" সংখ্যাই এখন বেশী; এবং এই কারণেই আমেরিকা, স্পেন ও ইতালীতে মৃতের সংখ্যা চীন, মীন সবাইকে ছাড়িয়ে গেছে। কিন্তু বৃটেনের স্বাস্হ্য ব্যবস্হা ইটালী মিতালী থেকে অনেক উন্নত ও নাগরিকদের সেবায় বেশী নিয়োজিত।

বৃটিশ স্বাস্হ্য বিভাগ জানিয়েছিলো যে, তাদের হাসপাতালে রোগীর সংখ্যা কখনো সীটের সংখ্যা অতিক্রম করেনি, এবং ডাক্তার, নার্সের অভাব ছিলো না। তা'হলে, যেই পদ্ধতিতে প্রিন্স ও প্রাইম মিনিষ্টারকে চিকিৎসা করা হলো, উহা সাধারণ নাগরিকদের বেলায় কেন প্রয়োগ করা হলো না? কমপক্ষে, যেই পদ্ধতিতে প্রিন্স ও প্রাইম মিনিষ্টারকে চিকিৎসা করা হয়েছিলো, উহা প্রকাশ করার দরকার ছিলো।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:০৫

মীর আবুল আল হাসিব বলেছেন: আমাদের মন্ত্রী/এমপিদের কিছু হোক দেখবেন প্রিন্স আর প্রাইম মিনিস্টার এর থেকেও বেশি সুযোগ সুবিধা পাবে। B:-) B:-) :-B :-B

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


গলাকাটা ক্যাপিটেলিজম সাধারণ মানুষের অবস্হানকে সামন্ত যুগের দাসের পর্যায়ে নিয়ে গেছে।

২| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই সুস্থ্য হয়ে উঠুক এই করোনার করাল গ্রাস থেকে।
পৃথিবী আবার হাসতে শুরু করুক। আমরা সকলের মঙ্গল
চাই। সৃষ্টিকর্তা আমাদের প্রতি সদয় হোন। আমিন

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনারা বলেছেন "সৃষ্টিকর্তার গজব" এইটি; এখন বলছেন, উনি সদয় হোক।

আসলে ইহা মেডিক্যাল সমস্যা, মানুষকেই ইহার প্রতিষেধক বের করতে হবে; মানুষ তাই করবেন।

৩| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৩

আলোকরশ্মি22 বলেছেন: আশা করি আমাদের দেশি নেতারা আক্রান্ত হবেনা কারণ তারা করোনার থেকে বেশি শক্তি শালি :D

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বাংলাদেশের পরিবেশে ভাইরাসটির "মোলেকুলার ষ্ট্রাকচার" বদলে, কিছুটা দুর্বল হয়েছে; সংক্রমণ রেইট করেছে; ইহা সুখবর। আমাদের সরকার ও প্রশাসন পুরোপুরি বিশৃংখল অবস্হায় আছে।

৪| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও প্রতিদিন অনেক লোক ভালো হচ্ছেন। তবে আক্রান্তের সংখ্যা বেশি।
এদিকে ঈদেরেনাকাটা করার জন্য শপিংমল খোলা হবে শুনছি।

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, দেশের মানুষের সৌভাগ্য, গরমে এই ভাইরাস থেকে নিমোনিয়া কম হবে।

৫| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৬

রিদওয়ান হাসান বলেছেন: চিকিৎসা হলো মানুষকে সারিয়ে তোলার একটি সাময়িক পদ্ধতি। সাময়িক হয়ত এজন্য যে, এটি সবাই সময়মতো পায় না। সময়মতো পেলে অনেকে সুস্থ হয়ে উঠত।

প্রিন্স ও প্রাইম মিনিস্টারের ইমিউনিটি বেশ পোক্ত। তারা দ্রুত সেরে উঠেছেন।

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:




প্রিন্স ও প্রাইম মিনিস্টারের বেলায় চিকিৎসা পদ্ধতিতে "কিছু আলাদা পদক্ষেপ" ছিলো বলে আলাপ আলোচনা হচ্ছে।

৬| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:৫৫

আমি সাজিদ বলেছেন: আমাদের উজিরে আযম কালকে থেকে স্বাস্থ্যবিধি অনুযায়ী শপিং মলে যেতে বললেন। শুনে আমার আর আমেরিকা ইউকের খবর ভালো লাগতেসে না। রাগে চোখে ঘুম আসতেসে।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজের পরিবারও চালাতে জানতেন না; রাইফেল জিয়া শেখ সাহেবকে হত্যা করে এই মহিলার জন্য পথ রচনা করেছিলেন।

৭| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:১৭

আমি সাজিদ বলেছেন: আমাদের মমতাময়ী ঘুমিয়ে থাকেন৷ উনার আশেপাশে সব চোর লম্পট আর ডাকু। এতো বিপদের মধ্য থেকে কে বা কারা উনাকে উদ্ধার করবেন? প্রতিবার চোরেরা চুরি করে আর কেন চুরি করেছো জিজ্ঞেস করলে বলে, মমতাময়ীর নিষ্পাপ। শপিং মল খুলে দিবে, আমার ঘুম পাচ্ছে, কেন? কারন - মমতাময়ী নিষ্পাপ। স্কুলের বোর্ডে লিখে দেওয়া হোক - পরীক্ষার সব প্রশ্নের উত্তর হবে -মমতাময়ী নিষ্পাপ।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


দেখেছেন, যারা চাকুরী করে চলতেন, দেড় মাসে তারা কিভাবে পথের ভিখেরীর মতো হয়ে গেছেন?

৮| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৩৪

রাবেয়া রাহীম বলেছেন: বড়লোক আর গরীবের সাথে ব্যবধান যে সার্বজনীন সেটা তো সব সময় দেখে এসেছে পৃথিবী ।

এন্ডারসন কুপার আর তার বউ নিজেদের বাড়ীর বেজমেন্টে থেকে ভালো হয়ে গেছে। অথচ তখন দিনে দুই থেকে তিন হাজার

লোক হাসপাতালে মারা যাচ্ছে।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


সিনেটর ক্লোবুচারের স্বামীকেও আলাদাভাবে চিকিৎসা দেয়া হয়েছে শুনলাম; ভয়ানক অন্যায় চলছে ক্যাপিটেলিজমে

৯| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৪৩

আমি সাজিদ বলেছেন: হ্যা, ঠিক বলেছেন। তবে এর জন্য দায় কার বা কাদের? এইযে সাধারণ মানুষ লক ডাউন মানতেসে না, এই কথাটা যারা এখন বলে ব্লেমগেম খেলে শাহেজাদীকে পবিত্র দাবী করতেসে , তারা তো তিনমাস সময় পেয়েও আতশবাজি নিয়ে মেতে ছিলো আর আমলা ধরে ধরে কমিটি করা নিয়ে বিজি ছিলো। যারা বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষকে করোনা স্ক্যান্ডালে নোংরা করলো, তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবী করেও রাজাকারের খাতায় নাম লেখালো। তাদের মন থেকে অভিশাপ দিচ্ছি।

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


সরকার হাতে সময় পেয়েও কাজে লাগাতে পারেনি; কারণ, সরকারে বুদ্ধিমান লোকজন নেই।

শেখ সাহেবের জন্মদিন পালন সরকারের দায়িত্ব নয়, উহা দলের ইচ্ছা বা দায়িত্ব ছিলো; বা কোন নাগরিক চাইলে পালন করলে হয়।

সরকর বিশৃংখল, মানুষের আস্হা নেই সরকারের উপর।

১০| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৪৯

আমি সাজিদ বলেছেন: আমাদের এখানেও গলাকাটা ফাইভ স্টার প্রাইভেট হাসপাতালগুলোকে ভিভিআইপি লোকের জন্য বরাদ্দ এই কথাটা আমলা আর মন্ত্রী বলেছিল, এরপর প্রতিবাদ আর সমালোচনা হওয়াতে কথাটা ঘুরিয়ে উইথড্র করা হয়।

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে খাদ্যে কেমিক্যাল, ভেজাল মিশিয়ে, পুরো জাতিকে রোগী বানায়েছে; তারাই হাসপাতাল খুলে ব্যবসা করছে। কোরোনার রোগী শুনলে ডাক্তার ও নার্সরা পালিয়ে যায়।

১১| ০৫ ই মে, ২০২০ রাত ১২:০৩

বিড়ি বলেছেন: এমন কোন ইজম আছে কি আছে যেখানে সবার চিকিৎসাসহ সকল সুবিধা সমান।

০৫ ই মে, ২০২০ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



সেটা সোসয়ালিজম

১২| ০৫ ই মে, ২০২০ রাত ১২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনারা বলেছেন "সৃষ্টিকর্তার গজব" এইটি; এখন বলছেন, উনি সদয় হোক।

আপনার কোন সন্তান অবাধ্য হলে কি তাকে শাসন করেন না? সে যদি ভুল বুঝে আপনার কাছে ক্ষমা চায়
তকে কি আপনি ক্ষমা করবেন না? আল্লাহ অতি যত্ন করে তার বান্দাকে সৃষ্টি করেছেন এবং বিধি বিধান
দিয়েছেন কি করে চলতে হবে কি হবে তার আচার আচরণ ও কাজ! মানুষ যদি তার নির্দেশ ভুলে তার
অবাধ্যতা হলে তিনি কি শাস্তি দিতে পারেন না? শাস্তি প্রদান হলে কি আর ক্ষমা করেন না?
দুনিয়াাতে যদি রাষ্ট্রপতি মৃত্যুদন্ড আসামীকে খালাস দিতে পারে তা হলে সমগ্র জগতের বাদশা কি
ক্ষমা করতে পারেন না? তার কাছে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা অবশ্যই পাওয়া যাবে। কারণ তিনি
ক্ষমা করতে ভালোবাসেন। তাই তার নাম রহমানুর রাহীম।

০৫ ই মে, ২০২০ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ সমাজের কাছে দোষ করেন, অপরাধ করেন; উহার শাস্তি হয়। করোনা মেডিক্যাল সমস্যা; আগেরদিনের মানুষ ইহার সমাধান জানতেন না; এখন মানুষ ইহার সমাধান খুঁজছেন, এবং কৃতকার্য হবেন।

১৩| ০৫ ই মে, ২০২০ রাত ১:৩১

আমি সাজিদ বলেছেন: একটা ভুল কথা বললেন, একটা হাস্যকর কথা বললেন( আমাকে প্রতিউত্তর করা লাস্টের মন্তব্যে)। এতোটা একপেশে কথা আপনার কাছ থেকে আশা করি নাই।

১) নরসিংদীর থেকে বানানো মাস্ককে এন ৯৫ দিয়ে চালিয়ে দেওয়া নিয়ে জানলে বুঝতেন প্রোটেকশন নাই।পিপিই নিয়ে নানা তামাশা হইসে।
২) এখনো পর্যন্ত সব চিকিৎসক ( যারা দায়িত্বে আছেন ) টানা রোস্টার ডিউটির পর তারা কোথায় থাকবেন কোয়ারান্টাইনে সেটা নিশ্চিত করা হয় নাই। যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখলেন একটা বড় অংশই উপসর্গবিহীন করোনার ক্যারিয়ার হতে পারে। আর বাংলাদেশে প্রথম মাসে দেড় হাজার টেস্টও করে নাই প্রতিদিন। কাজেই রিস্কের অংশ হিসেবে যে ডাক্তার প্রাইভেট প্র্যাক্টিস করে তার যৌক্তিকতা আছে সামনা সামনি চিকিৎসা না দেওয়ার। এতোকিছুর পরেও যে ডাক্তার সরকারী চাকরি করতেসে সে ডাক্তার ডিউটি করতেসে।

সিস্টেমের দোষ দেন, শ্রেনীর নয়। আপনার এতো বিদ্বেষ ডাক্তারদের প্রতি কেন ?

মেজাজটা খারাপ করে দিলেন মিয়া।

০৫ ই মে, ২০২০ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমার আত্মীয় ঢাকা মেডিক্যালে চাকুরী করেন (এডমিনিষ্ট্রটর ); উনাদের ড্রাইভারের করোনা হয়েছিলো; তাকে সাথে সাথে টেষ্ট করা হয়েছে; সে নিজের থেকেই ভালো হয়ে গেছে; আমার আত্নীয়ের বাসা ৪ জনলোকের এই পর্যন্ত ৩ বার করে টেষ্ট করা করা হয়েছে; কেহ অসুস্হ হয়নি।

চট্টগ্রামের ১ আধা সরকারী হাসপাতালের পরিচিত ডাক্তার, করোনার ১ম দিকেই চাকুরী ফেলে গ্রামে চলে এসেছে; এখনো যায়নি; উনি ভুয়া করোনার কাগজপত্র দাখিল করেছেন।

১৪| ০৫ ই মে, ২০২০ রাত ১:৫৫

আমি সাজিদ বলেছেন: কোরোনার রোগী শুনলে ডাক্তার ও নার্সরা পালিয়ে যায়।[/su

আমার আপত্তি এখানে। আপনিই তো প্রমান করলেন যে সবাই পালায় না। ডিএমসির এডমিনিস্ট্রেটর সাহেব পালান নি। পরের জন পালিয়ে গেছেন । চট্রগ্রামের কোন আধাসরকারী হাসপাতালের আমাকে একটু বলেন।

বরং এইভাবে বলতে পারতেন, কিছু সংখ্যক ডাক্তার দায়িত্ব পালন করছে না।

যাই হোক, হয়তোবা খেয়াল করেন নাই।

০৫ ই মে, ২০২০ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামের পোর্ট হাসপাতালের কথা বলেছি।

আসলে, ডাক্তারদের পরিচিতরাও করোনার চিকিৎসা পায়নি; কারণ, ডাক্তারেরা ও নার্সরা অসৎ হওয়ায়, সাহস করে চিকিৎসা করেনি।

১৫| ০৫ ই মে, ২০২০ রাত ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: করোনাভাইরাস পরীক্ষার জন্য আর নমুনা সংগ্রহ করবে না আইইডিসিআর, সরকারি যে প্রতিষ্ঠানটি এতদিন এই মহামারী মোকাবেলায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছিল। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের কাজটি করবে। আর আইইডিসিআর তাদের কাজ গবেষণায় সীমাবদ্ধ রাখবে। আপনি এই সংবাদটিকে কিভাবে দেখছেন?

পাশাপাশি বেসরকারী পর্যায়ে করোনা টেস্ট করতে দিলে কি সমস্যা হতে পারে?
আপনি কি মনে করেন - বাংলাদেশ কোন কারনে করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে?

আপনাদের ঐ দিকে কি খবর? পরিস্থিতি কেমন?

০৫ ই মে, ২০২০ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কের অবস্হা ভয়ংকর; এই শহরের আশেপাশে ৬টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং নিউইয়র্ক হলো ব্যবসা কেন্দ্র, প্রতিদিন ১০ হাজার লোক বিদেশে যেতো ও আসতো; এরা করোনা নিয়ে এসেছে অনেক আগে; গভর্ণর অনেক দেরীতে মার্চ মাসের ২০ তারিখে "লক ডাউন " করেছে। ইতিমধ্যে করোনা নিউইয়র্কে শহরে ছড়ায়ে গেছে। তা'ছাড়া এই শহরের ৯০ লাখ মানুষের মাঝে, ৬০ লাখ মানুষ গাদাগাদি করে সাবওয়ে ট্রেন, বাস ও সাধারণ ট্রেন ব্যবহার করে। ফলে, যা হওয়ার তা হয়েছে, মৃতের সংখ্যা ২৫ হাজার; আরো ৩/৪ হাজারের মৃত্যু হবে আগষ্টের মাঝে। আসলে, নিউইয়র্ক শহরে শতকরা ২০জনের করোনা হয়ে গেছে; ভয়ংকর অবস্হা।

০৫ ই মে, ২০২০ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ব্যাপারে যা ভাবছি সবই অনুমান: সরকারে দক্ষ মানুষ না থাকাতে সরকার কোন পদক্ষেপই সঠিভাবে নেয়নি; সেই তুলনায়, মানুষ নিজের থেকে কিছুটা দায়িত্বের পরিচয় দিয়েছেন। সরকার মহামারী টিম না করায়, কোন হাসপাতাল করোনা রোগীর ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়নি; দেশের শিল্প বন্দ্ধ হয়েছে মেডিক্যাল কারণে, কিন্তু কলকারখানার মালিকদের অকারণে "রেসকিউ প্যাকেজ" দিয়েছে সরকার। গার্মেন্টসগুলো থেকে কোন দেশই শীপমেন্ট নিতে পারার কথা নয়, তারপরও গার্মেন্টস'এর লকডাউন সরকার সঠিকভাবে কন্ট্রোল করতে সক্ষম হয়নি।

দেশের কাজ করে খাওয়া নিম্ন-মধ্যবিত্ত দেড় মাসেই দরিদ্র সীমায় প্রবেশ করেছে; অর্থাৎ দেশের অথনীতি ও ফাইন্যান্সের কথা সরকার যা বলছে, উহা ভাঁওতাবাজী।

আমেরিকা, ইউরোপ ও আরবদেশগুলোর অর্থনীতি যদি ১ বছরের মাঝে ভালো না নহয়, বাংলাদেশের মানুষ ভয়ংকরভাবে অভাবে পড়বেন।

১৬| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনারা উভয়ে বেঁচে গেছেন তাই বলা হচ্ছে তাদের জন্য বিশেষ চিকিৎসা দেয়া হয়েছে। মারা গেলে অন্য কথা বলা হত।

১৭| ০৫ ই মে, ২০২০ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: চিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে, মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু ব্যবহারে।

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সমাজে জাতীয় সংকৃতি ভিত্তি দৃঢ় না হওয়াতে মানুষের ব্যবহারের সঠিক কোন ডেফিনেশন নেই।

১৮| ০৫ ই মে, ২০২০ বিকাল ৩:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ক্ষমতায় থাকা ব্যক্তি বা টাকাওয়ালা ব্যক্তিরা এক্টূ বাড়তি সেবা পাবেই! হা হা হা.।। সাধারন মানুষ বাচিয়ে রেখে মুলত লাভ কি, ওরা মরে গেলেই সমাজ কিছুটা মুক্ত হয়!

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ থেকেই সঠিক প্রতিবাদ শুরু হয়।

১৯| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাষ্ট্রপতি মহোদয় এখন যদি হেলথ চেক আপ করতে চান তাহলে কোথায় যাবেন? উনি সাধারণত লন্ডন, সিংগাপুর যেতে অভ্যস্ত। প্রায় দেড় মাসের বেশী হয়ে গেলে উনার হেলথ চেক আপ করা হয় না।

০৫ ই মে, ২০২০ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনার মগজটা চেকআপ করালে অন্য সমস্যা কমে যেতো।

২০| ০৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প এর বেলা‌তেও স্পেশাল ট্রিটম‌্যান্ট হত...

০৭ ই মে, ২০২০ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা বুঝতেছে, কিন্তু তারা এই সিষ্টেমকে ভাংতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.