| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
খবর নিচ্ছেন, বাংলাদেশের মাসতুতো ভাইবোনেরা কি ভেজাল-করোনা পেলো, নাকি খাঁটি কোয়ালিটির করোনা পেয়েছে ! 
বাংলাদেশে চীনারা যেসব কাজ করছে, এইসব কাজগুলো বাংগালীরা নিজেই করার কথা, নিজেরাই পারার কথা। বাংলাদেশের প্রশাসন এগুলো চীনাদের দ্বারা করাচ্ছে ওভার-ইনভোয়েসিং করার জন্য; প্রশাসন জাতির সাথে সাব-কন্ট্রাকটারী  করছে। চীনা প্রেসিডেন্ট ভয় পাচ্ছে যে, করোনার কারণে বাংলাদেশের প্রশাসন কোন কারণে মত বদলায় কিনা, কিংবা টাকা পয়সার টানাটানিতে পড়ে, নিজেরা আবার কাজকর্মে হাত লাগায় কিনা; বাংলাদেশের মানুষ বেঁকে বসে কিনা, সেই ভয়ে বাংলাদেশে ফোন করছে।
ট্রাম্প প্রতিদিন বলে, চীনের প্রেসিডেন্ট উনার ঘনিষ্ট বন্ধু; কিন্তু গত-সপ্তাহে চীনা-প্রেসিডেন্টের ফোন ধরেনি। এরপর চীনা প্রেসিডেন্ট কাকে ফোন করবেন? এখন লিষ্টে আছে বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, উত্তর কোরিয়া, শ্রীলংকা ও আফ্রিকা। 
আমেরিকা ১ম পদক্ষেপ নিচ্ছে, আমেরিকান ষ্টক-মার্কেট থেকে চীনা পাবলিক কোম্পানীগুলোর ষ্টকগুলোকে বাদ দেয়া হবে: আমেরিকান ষ্টক-মার্কেটে চীনের কয়েক'শ কোম্পানীর শেয়ার লিষ্টেড আছে, এবং সেগুলো সব সময় ভালো করছে; কিন্তু পাবলিক কোম্পানী হিসেবে ঐ কোম্পানীগুলোর বোর্ড-অব-ডাইরেক্টর নির্বাচন ও নিয়োগ ইত্যাদিতে চীনা-ঘাপলা আছে; এবং হিসেবপত্রে আরো বেশী ঘাপলা আছে; এগুলোকে আমেরিকান ষ্টক-মার্কেট থেকে বাদ দেয়ার জন্য বিল এসে গেছে সিনেটে। 
আমেরিকা ও ইউরোপ চীন থেকে জানতে চায়, উহান ও হুবেই প্রদেশ থেকে যখন বেইজিং-গামী ফ্লাইট বন্ধ করা হয়েছিলো, তখন কি কারণে আমেরিকা, ইউরোপ ও অন্যদেশ মুখী ফ্লাইট বন্ধ করা হয়নি? ভাইরাসের উৎপত্তিস্হল নিয়ে বিতর্ক থাকলেও, চীনা ফ্লাইট নিয়ে কোন বিতর্ক নেই।
বাংলাদেশে শুধু ফোন নয়, দরকার হলে, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করতে চলেও আসতে পারে। শুধু বাংলাদেশ যে ফোন পেয়েছে তা নয়, আফ্রিকার সবাই ফোন ও করোনা-কালীন সাহায্যও পাবে।  ইউরোপ চীনাদের সততা নিয়ে সব সময় সান্দিহান ছিলো; আমেরিকানরাও তাই; কিন্তু আমেরিকার লোভী রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা আমেরিকান মানুষের স্বার্থের বিপক্ষে কাজ করে আসছিলো বরাবরই , সেই কারণে, চীনারা আমেরিকান গাড়ী বানায়, আর আমেরিকনরা উহা বিক্রয় করে।
 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:১২
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশে চীনারা ফাও ব্যবসা করে যাচ্ছে ১৫/২০ বিলিয়ন ডলারের, এটা একটা কারণ; আরেকটা কারণ, আমেরিকা ও ইউরোপ চীনা-বিরোধী কিছু পদক্ষেপ নেবে; সেইক্ষেত্রে, সে ছোটদের সমর্থন ধরে রাখার চেষ্টা করবে।
২| 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
চায়নারা বিনা লাভে কিছু করেনা। 
 তারা ব্যবসাদার মানুষ। 
 ব্যবসা ভালো বুঝে।
 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:২৩
চাঁদগাজী বলেছেন: 
চীনারা অসৎ ব্যবসায়ী; তারা বাংলাদেশ, পাকিস্তান, বার্মা ও আফ্রিকার দুষ্ট প্রশাসনগুলোকে  ভয়ংকর চোর-ডাকাতে পরিণত করেছে।
৩| 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৩৩
নয়ন বিন বাহার বলেছেন: বাংলাদেশ চীনাদের বিপক্ষে যাবে সে মুরোদ নেই। অন্তত মানসিকভাবে।
 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৭
চাঁদগাজী বলেছেন: 
চীনাদের সাহায্য নিয়ে বাংলাদেশ প্রশাসন জাতির সাথে সাব-কন্ট্রাকটিং করছে।
৪| 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৩৭
জুন বলেছেন: এই শি জিন পিং এর ফোন নিয়ে আজ আমার ছেলের সাথে আলাপ করছিলাম।  করোনা ভাইরাস শেষ হলে চীন আমেরিকা আর ইউরোপের অনেক দেশেই তাদের চাইনীজ মালের বাজার হারাবে,  ব্যবসা হারাবে।  আপনি যা লিখেছেন আমেরিকা তাদের শেয়ার বাজার থেকেও চীনকে উচ্ছেদের পরিকল্পনা করছে যার মাঝে লাকিন কফির শেয়ারও আছে। তাদের শেষ ভরষা আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশ।  পাকিস্তানে সাহায্য করবে ইন্ডিয়াকে ভয় দেখানোর জন্য। একই কাজ করবে নেপালেও। 
মায়ানমারের রাখাইনে পোর্ট করে সারা দুনিয়ায় তাদের মালপত্র রফতানির পরিকল্পনা যার জন্য রোহিঙ্গা উচ্ছেদ। এই রোহিঙ্গাদের ব্যাপারে টু শব্দ করে না।  আবার ফোন করে কি বলতে চায় মিঃ শি?  করোনায় সাহায্য ?  আমাদের দেশের এই সাহায্য প্রত্যখান করা উচিত।  কত মানুষের জীবন নষ্ট করে দিল এই দেশ।  এর আগেও তারা বিভিন্ন ভাইরাস ছড়িয়েছে । অদ্ভুত এক জাতি।
 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৯
চাঁদগাজী বলেছেন: 
চীনারা বাংলাদেশের ইনফ্রাষ্ট্রাকচারে যেসব করছে, সেগুলো বাংগালী ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানরা করতে পারতো; মানুষের চাকুরী হতো, জাতির টাকা জাতির কাছে থাকতো।
৫| 
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
চীনারা আজীবন বাংলাদেশে দুইনম্বর মাল খালাস করে।
পশ্চিমাদেশে যেমন আমেরিকা, ইতালী, জার্মানীতে দেয়
একনম্বর মাল। করোনার ব্যাপারেও তাই হইছে। চীন
আমাদের বন্ধু মানুষ, চায়না ব্রিজ, পদ্মা ব্রিজ তাদেরই
অবদান। সুতরাং এবারেও তারা দুইনম্বর করোনা সাপ্লা্ই
দিয়ে প্রমাণ করলো তারা আমাদের কতো ভালো পায়।
 
২১ শে মে, ২০২০  রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন: 
করোনা বাংলাদেশেই মিউটেসান করেছে, ইহার সংক্রমণ কম, কিংবা ক্ষতির শক্তি কম।
বাংলাদেশের প্রশাসন চীনাদের কারনে আরো বেশী চুরি-ডাকাতী করার সুযোগ পেয়েছে।
৬| 
২১ শে মে, ২০২০  রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: ভারত যেমন আমাদের বন্ধু চীনও আমাদের বন্ধু।  চীন সেই বঙ্গবন্ধুর আমল থেকেই আমাদের সাথে সুসম্পর্ক। 
চীন করোনা মোকাবেলায় আমাদের সহযোগিতা করতে চায়। 
 
২১ শে মে, ২০২০  রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন: 
চীন ও ভারত আমাদের  বন্ধু থাকবে, আমাদের মাষ্টার্স পাশেরা বেকার থাকবে ও টিউশানী করবে।
৭| 
২১ শে মে, ২০২০  রাত ৮:৫২
বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশের সাথে চীনাদের অধিক পিরিতির কারণগুলোর আর একটি হল 'বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কোণঠাসা করা'।ভারতও আমার শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে অ্যামেরিকার সাথে ব্যবসা জোরদার করছে।সুতরাং বাংলাদেশের চীনা ফাঁদে পা না দিয়ে গা বাঁচিয়ে চলা এবং যদি পারে জাতির নিজস্ব শক্তির মূল্যায়ন করা উচিত-আমার মনে হয়।
 
২১ শে মে, ২০২০  রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশে, ভুটান, নেপাল, পাকিস্তানকে ব্যব হার করে কিভাবে ভারতকে কোণঠাঁসা করবে? 
হাতী দিয়ে হাতী ধরে, গাধায় চড়ে যকেহ হাতী ধরতে যায় না।
৮| 
২১ শে মে, ২০২০  রাত ৮:৫৯
ডার্ক  ম্যান বলেছেন: কর্ণফুলী টানেল ,   রোহিঙ্গা ,  ওয়ান  বেল্ট ,  সেন্ট মার্টিন  প্রভৃতি কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ।   বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর ভারতের জন্য ভীষণ বিপদজনক ।   চায়না এই বন্দর পুরোপরি নিজেদের ইচ্ছেমত চালাতে চায় ।   
চায়নাকে বন্দর করতে দিলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে ।   চায়না বিশেষ অঞ্চল করে রোহিঙ্গাদের নিয়ে যাবে ।  শেখ হাসিনা সেই পথে যাচ্ছেন ।   ভারত এই কারণে নাখোশ ।   মোসাদ সিআইএ এবং ভারতীয় গোয়েন্দারা একযোগে কাজ শুরু করেছে বাংলাদেশে চীনকে ঠেকাতে ।   ২০২১ সালের মধ্যে হয়তো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবে ।
 
২১ শে মে, ২০২০  রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন: 
চীনাকে বাংলাদেশ দিলেো বার্মা রোহিংগাদের নেবে না। এটাই যদি আপার ভাবনা হয়ে থাকে, তবে ধরে নিতে হবে যে, আপা উনার  নিজের থেকেও বড় লিলিপুটিয়ান। 
চীনকে কাজ দিয়ে ব্যুরোক্রেটরা ও সরকারের লোকেরা বাংলাদেশে জাতির সাথে ব্যবসা করছে।
৯| 
২১ শে মে, ২০২০  রাত ৯:১৭
ডার্ক  ম্যান বলেছেন: আপা তার পিতার মতই ভুল করে ফেলেছেন।  সবাইকে আস্থায়  নিতে গিয়ে আস্তে আস্তে সবার আস্থা হারিয়ে ফেলছেন ।   
বাঙালি দু পুয়সা পেলে নিজের কাপড় খুলতে দ্বিধা করে না ।  এটা চীন ভাল মতই বুঝেছে
 
২১ শে মে, ২০২০  রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন: 
চীনাদের মাথা আছে, উহারা আমাদের সেক্রেটারীদের দেখলে, উহাদের মাথায় যে মুরগীর মগজ আছে, তা বুঝে যায়। উনার বাবার হত্যার বিচার করার জন্য উনাকে দরকার ছিলো, কিন্তু এখন উনি নিজেই টেবলেট হয়ে গেছেন, এখন গলায় আটকিয়ে গেছেন।
১০| 
২১ শে মে, ২০২০  রাত ৯:৩২
ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশের ভবিষ্যৎ কি ? আমরা কি চীনের পুতুল হয়ে যাব ???
 
২২ শে মে, ২০২০  রাত ১:০১
চাঁদগাজী বলেছেন: 
আমাদের চোরেরা চীনে 'ওভার ইনভয়েসের খনি' পেয়েছে; চাইনীজ শিখেন।
১১| 
২১ শে মে, ২০২০  রাত ৯:৫৪
বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশ, মালদ্বীপের মতো দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলার সুযোগ পেয়ে নৌমহড়া চালানো ভারতের জন্য হুমকি তো! ২০১৬ সালে মালদ্বীপ Feydhoo Finolho দ্বীপটি চীনের কাছে ৫০ বছরের জন্য ইজারা দিলে ভারত বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করে।ভারতীয় মহাসাগরে আধিপত্য,খবরদারি,নৌমহড়া ভারত হুমকি হিসেবে নেবে তো।
 
২২ শে মে, ২০২০  রাত ১:০৮
চাঁদগাজী বলেছেন: 
আপনারা কি সবাই মিলিটারী এনালিষ্ট নাকি? চীন আমেরিকার সাথে যুদ্ধ করবে না, ভারতের সাথে শীঘ্রই ওদের সমস্যা কমে আসবে; চীন এখন গলাকাটা ক্যাপিটেলিষ্ট।
১২| 
২১ শে মে, ২০২০  রাত ১০:০০
বঙ্গদুলাল বলেছেন: ওয়ান বেল্ট ওয়ান রুটকে ভারত একেবারে ভালো চোখে দেখছে না তো!এক্ষেত্রে ছোট/দুর্বল দেশগুলোকে চীন ব্যবহার করছে এবং ভারত শুরু থেকেই নিউ সিল্ক রুটের বিরোধিতা করে আসছে।
 
২২ শে মে, ২০২০  রাত ১:১১
চাঁদগাজী বলেছেন: 
"ওয়ান বেল্ট ওয়ান রুট" আমি জীবনে ১মবার শুনছি, একটু খুলে বলুন।
১৩| 
২১ শে মে, ২০২০  রাত ১০:০৭
অনল চৌধুরী বলেছেন: আপনার মহান এ্যামেরিকা পদ্মা সেতু বানিয়ে দিলে তো আর চীনের কাছে যেতে হোতো না !!!!
 
২২ শে মে, ২০২০  রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন: 
পদ্মাসেতু বুয়েটের তাবলীগ-ওয়ালাদের বানানোর কথা।
১৪| 
২১ শে মে, ২০২০  রাত ১০:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীনাদের সাথে আমার কিছু ছোটখাট ব্যবসা ছিল।আমিও নিম্ন মানের মাল আনতাম কিন্ত সেই মালটা ভাল মানের এই সার্টিফিকেট দিত পশ্চিমা কোন বড় কোম্পানি।
বাংলাদেশেকে নিয়ে চীনের একটাই ভাবনা,পুরাপুরি না ভারতের দিকে চলে যায়।এক সময় বাংলাদেশকে খুব প্রয়োজন ছিল চীনের।সেই প্রয়োজন এখন শেষ।মিয়ানমার,পাকিস্তান ,শ্রীলংকা ও মালদ্বীপ সেই প্রয়োজন শেষ করে দিছে।
মনে পরেছে,ইসরাইলে সম্পুর্ণ একটা নতুন রেল লাইন তৈরী করছে চীন। যেটা রোড এন্ড কানেক্টিভিটির সাথে যুক্ত হবে।সমস্ত খরচই দিচ্ছে চীন।
আমেরিকা যেমন চীনের দুই দিকে ঘাঁটি নির্মান করে রেখেছে,চীন চেষ্টা করছে আমেরিকা যেন সেই ঘাঁটিতেই আসতে না পারে।
 
২২ শে মে, ২০২০  রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন: 
একটু মালটি ভিটামিন খান, ভাবনাশক্তি পরিস্কার হোক; মুসা (আ: ) যদি ইসরায়েলকে  বলে, আমেরিকাকে বাদ দিয়ে চীনের সাথে চল, ওরা উনাকে নবীর লিষ্ট থেকে বাদ দেবে। 
হয়তো রেললাইন বসানোর জন্য কাজ দিতে পারে।
১৫| 
২১ শে মে, ২০২০  রাত ১১:৫৩
আমি সাজিদ বলেছেন: ডার্ক ম্যানের কমেন্ট আরও বিশ্লেষণের দাবী রাখে।
চীন থেকে ফোন এসেছে এইটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন ঈদের দিন। দেশের মিডিয়াগুলোও পারে বটে। সব ঊনিশ-বিশ লাইন ধরে জ্বি হজুর প্রোপাগাণ্ডা চালায়।
 
২২ শে মে, ২০২০  রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন: 
শি জিনপিং ব্যবসায়িক সম্পর্ক ঠিক রাখছে।
১৬| 
২২ শে মে, ২০২০  রাত ১:১৪
ডার্ক ম্যান বলেছেন: https://www.bbc.com/bengali/news-46976852
 
২২ শে মে, ২০২০  রাত ১:২২
চাঁদগাজী বলেছেন: 
লিংকের জন্য ধন্যবাদ; পড়েছি।
ইষ্ট ইউরোপে, আফগানিস্তান, উজবেক, তাজিক, বুলগেরিয়া, মুলগেরিয়াকে  ৯৯ সেন্টের ড্রব্য  ও টেকনিক্যাল যন্ত্রপাতি পাঠাতে চীনের রেল যোগযোগ দরকার; সবার সম্মতি পেলে চীন উহা করবে; বাংলাদেশ কি বিক্রয় করবে চীন, ভারত ও মধ্য এশিয়ার কাছে? দাস?
১৭| 
২২ শে মে, ২০২০  রাত ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কথা আছে না ডোন্ট ট্রাস্ট চায়না নকলের কারখানা। চাইনিজ ভাইরাস মোদী ভাইরাস সব ভাইরাস বিপজ্জনক।
প্রতারক অথবা কসাই। সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নাই।
 
২২ শে মে, ২০২০  রাত ২:০৮
চাঁদগাজী বলেছেন: 
চীনারা অসৎ, ভারতীয়রা হিংসুক, বাংগালীরা স্বার্থপর।
১৮| 
২২ শে মে, ২০২০  রাত ৩:৪২
অনল চৌধুরী বলেছেন: আর এ্যামেরিকানরা ড্রাকুলার মতো রক্তপায়ী।
সব বলেন,এটা বাদ দেন কেনো??????
 
২২ শে মে, ২০২০  ভোর ৪:২৫
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকানদের  কথা বাদ দেন, বাংগালীদের সম্পর্কে আপনার কি সঠিক, সম্যক  ধারণা আছে?
১৯| 
২২ শে মে, ২০২০  ভোর ৫:৪২
বঙ্গদুলাল বলেছেন: বর্তমানে দেখা যাচ্ছে যেখানে চীনা,পাকিস্তানি স্বার্থ,সুবিধার বিষয় জড়িত সেখানেই ভারতের আপত্তি।সুতরাং বি আর আই (বেল্ট এন্ড রুট ইনিশিয়েটিভ) হোক,অন্য প্রতিবেশী রাষ্ট্রের বন্দর,নৌপথ ব্যবহার,দ্বীপ লিজ নেয়া হোক কোনটিই ভারত ভালভাবে নিচ্ছে না।
'ওয়ান বেল্ট ওয়ান রুট' পরিকল্পনায় বাংলাদেশ নিজে বিনিয়োগ করবে না।চীনা বিনিয়োগে নিজ ইনফ্রাস্টাকচার উন্নত করতে চাচ্ছে হয়তো।আর চীনা স্বার্থ আলাদা। এটি আমার মত;ভুলও হতে পারে (অন্য অনেক কথাও বলা হচ্ছে)।
 
২২ শে মে, ২০২০  সকাল ৮:৩৫
চাঁদগাজী বলেছেন: 
চীন নিজের গার্বেজ বিক্রয় করার জন্য, ও কাঁচামাল আনার জন্য রাস্তার সংযোগ ঘটাবে; উহাতে সংযোগ করতে চাইলে বাংলাদেশও সংযোগ করতে পারবে; কিন্তু বাংলাদেশ কি বিক্রয় করবে, শার্ট, আন্ডারওয়ার ও টি-শার্ট?
২০| 
২২ শে মে, ২০২০  ভোর ৬:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীনের সাথে বাংলাদেশের ব্যবসা ২৩% এবং প্রকল্প বাস্তবায়নের কারনে
উত্তরায় তাদের বিশাল অবস্হান, কখনো সখোন তারা চায়না টাউন বলে ভাবে ।
...........................................................................................................
ইতিপূর্বে আপনার কোন একটা লেখায় বলেছিলাম, চীন- আমেরিকা অর্থনীতির যুদ্ধ
শুরু হতে যাচ্ছে করােনাকে সামনে রেখে, 
এখন তা আরম্ভ হয়ে গেছে ।
............................................................................................................
ট্রাম্পের একরোখা কার্যক্রম সবাই জানে, তাই চীন,ভারত,মালয়শিয়া,রাশিয়া ও জাপানের সহায়তায়
আমাদের অর্থনীতি সচল রাখতে হবে, করোনা বিশ্ব রাজনীতিকে ভিন্ন একটি রুপরেখায়
নিয়ে যাবে ।
 
২২ শে মে, ২০২০  সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি সঠিক আছেন, চীন-আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। করোনার ফলে,  আমরা যাতে যাযাবরে পরিণত না হই, সেই চেষ্টা করতে হবে।
২১| 
২২ শে মে, ২০২০  সকাল ৭:৩৩
সোহানী বলেছেন: বাংলাদেশের জন্য চীনের সাথে সম্পর্ক তৈরী খুব একটা খারাপ হবে না। ভারততো একচেটিয়া বাংলাদেশকে চেটেপুটে খাচ্ছে। চীনকে আসতে দিলে এ আধিপত্ব কিছুটা কমবে বলেই মনে করি।
 
২২ শে মে, ২০২০  সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন: 
ভারত, চীন, আমেরিকার দরকার কেন? বাংগালীরা ১৯ কোটী আছেন, অর্ধেক মোটামুটি বেকার, তারপরও বাইরের লোক কেন দরকার?
২২| 
২২ শে মে, ২০২০  সকাল ১১:৪৪
বঙ্গদুলাল বলেছেন: ২০১৯ সালে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে চীন থেকে।নিউ সিল্ক রুট পরিকল্পনার একটি অংশ হল চীনের কুনমিং-কক্সবাজার-কলকাতা সড়কপথ (যা কে-টু-কে নামে পরিচিত)।এটি নির্মিত হলে বাংলাদেশ সড়কপথে চীনা পণ্য আমদানি করতে পারবে। এতে সময় বাঁচবে ও পণ্যের মূল্য কমে যাবে। দ্বিতীয়ত, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত হতে পারে। এতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এই অর্থনৈতিক করিডোর ব্যবহার করে মধ্য এশিয়া থেকে জ্বালানি (তেল ও গ্যাস) আমদানি করতে পারবে।সুতরাং ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি চীনের স্বার্থে প্রণীত ও বাস্তবায়িত হলেও বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টিকেও একেবারে ফেলে দেয়া যাবে না।
 
২২ শে মে, ২০২০  দুপুর ১২:০৮
চাঁদগাজী বলেছেন: 
চীন কি আমাদের দক্ষিণ পুর্বে নাকি, কক্সবাজার হয়ে আসছে কেন? আমাদেরকে পাকীদের সাথে যোগ করলে, ঢাকর মেয়ারা করাচীতে চাকুরী পাবে।
২৩| 
২২ শে মে, ২০২০  দুপুর ১২:১৪
বঙ্গদুলাল বলেছেন: পূর্ব দিয়ে কীভাবে হবে! ইন্ডিয়া সেই সুযোগ দিবে?তাই চীন-মিয়ানমার-কক্স-কলকাতা হবে আরকি
 
২২ শে মে, ২০২০  বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশকে নিজ পায়ে দাঁড়াতে হবে। দেখেছেন, করোনায় আমেরিকা, ইউরোপ কারো খবরও নেয়নি
২৪| 
২২ শে মে, ২০২০  দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: পুরো বিশ্বটাকেই নিজের দেশ ভেবে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। 
 
২২ শে মে, ২০২০  বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন: 
জাতিগুলোর মাঝে অনেক দুরত্ব তৈরি হয়ে গেছে, সামান্য মানুষ সবাইকে গ্রহন করতে পারেন মাত্র।
২৫| 
২২ শে মে, ২০২০  দুপুর ২:১৭
জুন বলেছেন: আমি চাই ট্রাম্প আগামী টার্মেও জিতুক আর চীনরে সোজা রাখুক। আজ এই মাত্র পড়লাম ট্রাম্প ভারতের পাশে দাড়িয়ে চীনকে হুমকি দিচ্ছে। দুনিয়াটারে শেষ করে দিল ইদুর বাদুর খেয়ে। তবে কোভিড ১৯ গবেষণাগারে বানানো কি না দিন শেষে এটাই জানা যাবে।
 
২২ শে মে, ২০২০  বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন: 
আফ্রিকান আমেরিকানরা ভোট দিলে ট্রাম্প হেরে যাবে। চীন বিশ্বকে দোযখে পরিণত করবে, ওরা প্রতিদেশে খারাপ মানুষ খুঁজে বেড়ায়।
করোনা ভাইরাস সম্পর্কে ইনভেষ্টিগেশন চলছে
২৬| 
২২ শে মে, ২০২০  রাত ১১:৪০
আলাপচারী প্রহর বলেছেন: চীনকে বিশ্বাস, ভরসা বা নির্ভর করার কোনো যুক্তি নেই।
ঐযে বললেন, “ওভার ইনভয়েসিং”  - সেই কারনেই চীনা চোর আর আওয়ামী চোরে মাসতুতো ভাই।
ক্ষমতা থেকে পিছলাইয়া পড়লে ঐ ওভার ইনভয়েসিং দিয়েই জীন্দেগী অনায়াসে বিলাসে পার করে দেয়া যায়।
 
২৩ শে মে, ২০২০  রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন: 
ঢাকা শহরের অর্ধেক বিল্ডিং উঠেছে সরকারী টাকা ডাকাতী করে; চীনারা বড় বড় দানে সাহায্য করছে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:০৭
মীর আবুল আল হাসিব বলেছেন: আমার মনে হয়না যে, বাংলাদেশ নিয়ে চীন এত ভাবছে। কেন ভাববে??? কোন কারনই তো নেই।