নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর বিপদের সময় জাতিরা ঐক্যবদ্ধ হয়

২৩ শে মে, ২০২০ সকাল ১১:৩৮



১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকীদের আক্রমণ বাংগালী জাতির মাঝে অটুট এক ঐক্যের সৃষ্টি করেছিলো। ২য় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের প্রতিটি জাতি নিজেদের স্বাধীনতার ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলো; সব জাতির জন্য ত্রাস জার্মানরা ঐক্যব্ধ ছিলো বলেই তারা সারা বিশ্বের বিপক্ষে যুদ্ধে যেতে পেরেছিলো। সোভিয়েতের জাতীয় ঐক্যাই হিটলারকে থামিয়ে দেয়। পার্ল-হার্বার আক্রমনের পর, আমেরিকান জাতির মাঝে দৃঢ় ঐক্যের সৃষ্টি হয়েছিলো; জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এটমবোমা ফেলার পর, জাপানীদের মাঝে যেই ঐক্যার সৃষ্টি হয়েছিলো উহা আজো আছে।

জাতীয় ঐক্যের জন্য কারণ, উদ্দেশ্য ও নেতৃত্ব থাকতে হয়; এবারের কারণ করোনা, উদ্দেশ্য হলো ইহা থেকে জাতিকে মুক্ত করা, নেতৃত্বে থাকার কথা সরকার ও কিছু সংস্হা থেকে এককভাবে কেহ একজন, কিংবা সমষ্টিগতভাবে কিছু মানুষ। আমেরিকার ক্ষেত্রে, দেশের প্রেসিডেন্ট ট্রাম্প নেতৃত্ব দিতে পারেনি; কিন্তু আমেরিকার স্বাস্হ্য সংস্হা থেকে এন্হোনি ফাউসি মানুষের সন্মান অর্জন করেছে, আমেরিকনরা ট্রাম্পের কথায় কান না দিয়ে, ফাউসির কথায় আস্হা রাখছে।

আমেরিকানরা ঠিক ২য় বিশ্বযুদ্ধের ন্যায় ঐক্যবদ্ধ হয়নি, তবে করোনাকে পরাজিত করার জন্য যতটুকু ঐক্যের দরকার ততটুকু ঐক্যবদ্ধ হয়েছে; তারা টিকা বের করবে, তাদের ভুলগুলো নিয়ে বসবে। আমেরিকার আর্থ-সামাজিক অবস্হা ঠিক ২য় বিশ্বযুদ্ধের সময়ের মতো নাগরিকের অনুকুলে না হওয়ায়, এবারের ঐক্যটা ঠিক ততটুকু জোরালো নয়।

করোনার কারণে, বাংগালী জাতি ঠিক যেই ধরণের বিপদের মাঝে আছে, ইহা বড় ধরণের ঐক্যের কারণ হয়েছিলো, উদ্দেশ্যও পরিস্কার ছিলো, জাতিকে রক্ষা করা, কিন্তু নেতৃত্ব নেই; বরং, পরিস্হিতি মানুষকে নেতৃত্বের বিপক্ষে নিয়ে গেছে। বাংলাদেশের বর্তমান অবস্হায়, সরকারের বাহিরে নেতৃত্ব যাবার মতো অবস্হা নেই। সরকারের গঠন এমন ধরণের যে, এবং সরকার প্রধান শেখ হাসিনার প্রভাব এমন যে, উনি ব্যতিত সরকারের মাঝে কোন ব্যক্তির কোন ভুমিকা চোখে পড়ার মতো নয়; এবং সেই রকম কেহ নেই। করোনায় শেখ হাসিনার কোন নেতৃত্ব নেই, উনি সরকার প্রধান হিসেবে জোড়াতালি দিয়ে সরকারী দায়িত্ব পালনের অভিনয় করছেন মাত্র, ইহা নেতৃত্ব নয়।

জাতীয় বিপদের সময়, জাতি ঐক্যবদ্ধ হলে, বিপদ কাটিয়ে উঠা খুবই সহজ হয়; ঐক্যবদ্ধ না হলে কিন্তু সমস্যাও আছে, জাতির আর্থ-সমাজিক অবস্হার উপর নির্ভর করে, ঐক্যের অভাবে অনেক সময় জাতি এনার্খিতে ভোগে, যাহা ভয়ংকর সমস্যার সৃষ্টি করতে পারে, জাতীয় বিপদ দীর্ঘায়িত হয়, জাতি ক্ষতিগ্রস্ত হয়; বাংলাদেশের বেলায় তা এখন ঘটছে, জাতি অরাজকতায় ভুগছে।



মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




এটা ঠিক যে, ভয়ংকর বিপদের সময় জাতির ঐক্যবদ্ধ হতে হয়। কিন্তু সেই একাত্তুরের পরে এই জাতি একবারও ঐক্যবদ্ধ হতে পেরেছে কি ?

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


না, ১৯৭১ সালের পর জাতি ঐক্যবদ্ধ হয়নি; এখন জাতি বিশৃংখলভাবে বিভক্ত ও এনার্খিতে ভুগছে, এমন কিছু করছে, যা জাতির জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে; যেমন, ঈদযাত্রা।

২| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা সব সময় বিপদে ঐক্যবদ্ধ হয়।
ঝড় তুফান বলেন আর বর্তমান করোনা ভাইরাস বলেন। ৭১ এ যেমন কিছু দুষ্টলোক রাজাকার হয়েছেছিলো। আর এখন করোনা সময়ে কিছু দুষ্টলোক ত্রান চুরী করছে।

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



ত্রাণ চুরি হলো চিচকে চুরি, ইহা কিছুই না; ১লাখ ত্রাণ চোর যা চুরি করবে ১ বছরে, বসুন্ধরা একাই তার হাজার গুণ চুরি করে ১ মাসে।

৩| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাঙালি জাতি সর্বশেষ ঐক্যবদ্ধ হয়েছিল 1971 সালে ।
এখন আর ঐক্যবদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই। সেই ধরনের কোন নেতা ও আর হবে না । ব্যক্তিগত ভাবে কোন মানুষ আর আগের মত স্বপ্ন দেখে না।

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



বৃহত্তর ঐক্যের পরিস্হিতি বিরাজ করছে; নেতৃত্ব দেয়ার জন্য রাজনৈতিক দলে, সরকারে, শিক্ষা প্রতিষ্টানে, বেসরকারী প্রতিষ্টানে কোন উল্লেখযোগ্য ব্যক্তি নেই

৪| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

জুন বলেছেন: কোন দেশের কথা বলছেন চাদগাজী?

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


মুলত: বাংলাদেশের কথা বলছি।

৫| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৫২

আমি সাজিদ বলেছেন: মাননীয় যতটা না করেন তার চেয়ে বেশী প্রোমোশন করেন। অনেকের জন্য মনে হয় আল্লাহ খোদা মাননীয় আর তার পরিবার ( আল্লাহ মাফ করুক) ।


আমরা করোনা থেকেও শক্তিশালী ক্রোভাই বলেছেন। আপনি দেশে চলে আসুন৷ ঈদের আগে প্রাইভেট কার ভাড়া করে বাড়ি যেতে মাননীয় অনুমতি দিয়েছে নাকি৷ ঢাকা এয়ারপোর্টে নেমে চট্রগ্রাম চলে আসুন। দেশের আনাচে কানাচে করোনা ছড়াতে সহায়ক ভূমিকা পালন করুন।

২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



জাতির শিক্ষা, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্হা শক্ত নয়; ফলে, ইহাকে ঐক্যবদ্ধ করার দরকার ছিলো। জাতীর যে প্রোফাইল, ইহা হতাশ হওয়ার মতো। করোনা বা এই জাতীয় বিপদ বুঝার মতো সাধারণ জ্ঞান জাতির নেই, তাদেরকে শিক্ষিত করা হয়নি।

৬| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:০১

মীর আবুল আল হাসিব বলেছেন:



ভয়ংকর বিপদের সময় জাতিরা ঐক্যবদ্ধ হয়


কোথায় বিপদ??

২৩ শে মে, ২০২০ দুপুর ১:০৫

চাঁদগাজী বলেছেন:


করোনা জাতিকে অনেক পেছনে নিয়ে গেছে টেনে; এই মহুর্তে জাতি অসহায়, ভীত, হতাশ ও বিশৃংল

৭| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:১০

ডার্ক ম্যান বলেছেন: আমাদের মাঝে বিভাজন বেশি । সেটা সবক্ষেত্রে । হয়তো সংকর প্রজাতির জাতি বলে

২৩ শে মে, ২০২০ দুপুর ১:১৪

চাঁদগাজী বলেছেন:


আমরা সুসম জাতি, আমরা আসলে শংকর নই, শংকর হচ্ছে আমেরিকান, কানাডিয়ানরা; জাতির অধিকার হরণ করে ইহাকে সামন্তবাদের স্তরে নিয়ে এসেছে, যেখানে মানুষ ক্ষুদ্র শ্রেণীতে বিভক্ত হয় টিকে থাকার চেষ্টা করছে।

৮| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৪

ডার্ক ম্যান বলেছেন: আমরা ফর্সা কালো শ্যামলা । এই হিসেবে সংকর বললাম

২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



আমাদের ভাষা, কৃষ্টি, ট্টেডিশন, সব এক; এই ধরণের জাতিগুলো সুসম

৯| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: ঐক্য ধরে রাখার প্রতিযোগিতায় জাপান জয়ী হলেও বাংলাদেশের মানুষের ঐক্য বুঝার আগে বিপদ শব্দটার মানে বুঝা জরুরী বলে মনে হয়..

২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


জাতিকে অশিক্ষিত করে রাখায়, জাতির কমনসেন্স কম।

১০| ২৩ শে মে, ২০২০ বিকাল ৫:১৫

শূন্য সারমর্ম বলেছেন: অরাজকতা আরও বাড়বে। বাড়তে বাড়তে কখনো কি ঐক্য এনে দিতে পারবে?

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



অরাজকতা ঐক্য আনবে না, ইহাকে ইয়েমেন বা আফগানিষ্তানের পর্যায়ে নিয়ে যাবে।

১১| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০১

নতুন বলেছেন: আমাদের দেশের জনগন কোন বিষয়ে একমত হতে পারেনা।

আমাদের মানুষ দেখতে ভিন্ন।
আমাদের মানুষের গায়ের রং ফসা, শ্যামলা, কালো সব রকমেরই আছে। কোকড়া চুল, সাধারন চুল, চোখের রং ও আলাদা, কালো, বাদামী, নীল সবই দেখতে পাবেন চারিপাশে।

তার অথ` আমারা অনেক জাতীর বৈশিস্ট নিয়ে জটিল প্রজাতির বাঙ্গালী একটা জাতী হয়েছি।

তার উপরে আমাদের দেশে বাংলা, ইংরেজী, আরবী তিন রকমের শিক্ষার প্রভাব আছে।

তাই এই সব ভ্যারিয়েসন মিলালে আমাদের মতামত ভিন্ন হবে এটাই সাভাবিবক।

তাই আমরা কখনোই এক মত হতে পারবো বলে আমার মনে হয় না।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


আমরা দেখতে জাপানী, বা চীনাদের মত সুসম নই; কিন্তু ভাষা ও সংস্কৃতি বলেছে আমরা সুসম।

ধর্ম আমাদের বেশী বিভক্ত করেছে, ২ জন অশিক্ষিত ধর্মীয় মানুষ, একজন অন্যজন সম্পর্কে ভিন্ন মত পোষণ করে। আমাদের ব্যুরোক্রেসী ও সরকার মিলে প্ল্যান করে মানুষকে অশিক্ষিত করে রেখেছে; এবং শিক্ষাকে ৩ ভাগে বিভক্ত করে, শিক্ষিতদের বিভক্ত করেছে।

১২| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঙালীর কাছে ঐক্য আশা করা বোকামী।
এরা ২ জন মিলে ৩ টা দল তৈরি করে।
২ জনে ২ দল, আবার ২ দল মিলে আরেকটা ঐক্যজোট =p~

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


পুরোপুরি ঠিক নয়, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালে মানুষের মাঝে ঐক্য ছিলো; ঐক্যকে ধরে রাখতে পারেনি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব। পরে মিলিটারী উহাকে পুরোপুরি ধ্বংস করেছে। এবার সুযোগ এসেছিলো, কিন্তু শেখ হাসিনা সেই সুযোগ নিতে পারেননি, উনার রাজনৈতিক প্রজ্ঞা নেই।

১৩| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাতীয় ঐক্যের জন্য কারণ, উদ্দেশ্য ও নেতৃত্ব থাকতে হয়; এবারের কারণ করোনা,
উদ্দেশ্য হলো ইহা থেকে জাতিকে মুক্ত করা, নেতৃত্বে থাকার কথা সরকার ও কিছু সংস্হা
থেকে এককভাবে কেহ একজন, কিংবা সমষ্টিগতভাবে কিছু মানুষ।

.......................................................................................................................
জাতীয় ঐক্যে চাইলেই আসে না, মহামারী যেমন ১০০ বৎসর পরপর আসে তেমনি ,
জাতীর নাভি মূলে টান পড়লেই কেবল জাতীয় ঐক্যের সুচনা ঘটবে ।
আমাদের মহান মুক্তিযুদ্ধে যেমন কিছু বিচ্যুতি ছিল ( রাজাকার, আল শামস, জামাত )
তেমনি মহৎ কোন কাজে ও সমালোচনা, বিতর্ক থাকতে পারে ।
........................................................................................................................
সরকার প্রধান শেখ হাসিনার প্রভাব এমন যে, উনি ব্যতিত সরকারের মাঝে কোন ব্যক্তির কোন ভুমিকা চোখে পড়ার মতো নয়; এবং সেই রকম কেহ নেই। করোনায় শেখ হাসিনার কোন নেতৃত্ব নেই, উনি সরকার প্রধান হিসেবে জোড়াতালি দিয়ে সরকারী দায়িত্ব পালনের অভিনয় করছেন মাত্র, ইহা নেতৃত্ব নয়।
আপনার বক্তব্যর সাথে একমত হতে পারলাম না, তিনি যা করছেন তা শুধুমাত্র সরকারী দায়িত্ব ছাড়াও আরও
বেশী কিছু না হলে বিশ্বব্যাপী ট্রাম্প সমালোচিত , কিন্ত আমাদের প্রধান মন্ত্রী প্রশংশিত ।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন যে, শেখ হাসিনা তার পদক্ষেপের জন্য প্রশংসিত? সম্ভব, লিলিপুটে সবই সম্ভব। করোনা নিয়ে যেই এনার্খী চলছে, উনার বিচার হওয়া উচিত।

১৪| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সুপারডুপার বলেছেন: সবচেয়ে ভয়ংকর বিপদ হচ্ছে মৃত্যু। যে জাতি একে অপরের মৃত্যু কামনা করে, সে জাতি ভয়ংকর বিপদের সময় কিভাবে ঐক্যবদ্ধ হবে?

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের মানসিকতা বিশ্ব মানের নয়।
শতকরা ১০ ভাগের বেশী মানসিক চাপে দার্শনিকে পরিণত হয়।

১৫| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

শূন্য সারমর্ম বলেছেন: প্রজন্মের পর প্রজন্ম চলে গিয়ে শিক্ষিত প্রজন্ম নিজেদের দেশের স্বার্থে ঐক্য গড়ে তুলবে দেশে অদূর ভবিষ্যৎ।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


যেই প্রশ্নফাঁস জেনারেশন ও প্রাইভেট ইউনিভার্সিটির গ্রেজুয়েটরা বেরিয়ে আসছে, উহারা ইহাকে মগের মুল্লুক বানাবে।

১৬| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ত্রাণ চুরি হলো চিচকে চুরি, ইহা কিছুই না; ১লাখ ত্রাণ চোর যা চুরি করবে ১ বছরে, বসুন্ধরা একাই তার হাজার গুণ চুরি করে ১ মাসে।


বসুন্ধরার এখন চুরী করার দরকার কি? ওদের তো আছে, ওরা নিজেরাই জানে না।
রাছাড়া সামান্য টিস্যু দিয়েই ওরা বাজিমাত করেছে।
এমন কিছু নাই যা ওদের নাই। পত্রিকা, টিভি চ্যানেল, জমি, এলপি গ্যাস, আরো অনেক কিছু। বলে শেষ করা যাবে না।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



বসুন্ধরা কি ডাকাতী করছে, সেটা খুঁজুন। বসুব্ধরার লোকেরা প্রতিটি মন্ত্রীর অফিসে অফিস করে।

১৭| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

ডঃ এম এ আলী বলেছেন:
কিছু ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থ সন্ধানী ব্যতিত দেশের এই ভয়ংকর বিপদের দিনে জনগন যথেষ্ট এক্যবদ্ধ আছে বলে প্রতিয়মান হয় । তবে এই মহা দুর্যোগকালীন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আরো বেশী সচেষ্ট হতে হবে । যেটুকু ঐক্য এখনো অবশিষ্ট আছে তা যেন কেও বিনষ্ট করতে না পারে সে দিকেও সকলকে সচেতন হতে হবে ।

করুনাক্রান্তের কারণে অনেকদিন ব্লগে বিচরন করতে পারিনি বলে আপনার সহ অনেকের পোষ্ট পাঠ করা হয়ে উঠেনি ।
এখন আল্লার রহমতে অনেকটা সুস্থ আছি।

অগ্রীম ঈদ শুভেচ্ছা রইল

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক।
আপনার কঠিন অভিজ্ঞতা ব্লগারদের জানতে দেন।
সুষ্হ থাকুন, সতর্ক থাকুন।

১৮| ২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন: দেশের লোক অশিক্ষিত, বিপদ বুঝে না, স্বপ্ন নেই, অরাজকতা আমলে নেয় না, ঐক্য নেই, রাজনীতি বুঝে না বা বুঝতে চায় না, ধর্মান্ধ, বিভাজনপ্রিয়, পরশ্রীকাতর আর কত কি।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



ইহা হলো ইয়েমেনী সিনড্রোম, অনেকটা মগের মুল্লুক।

১৯| ২৩ শে মে, ২০২০ রাত ৮:০৩

শূন্য সারমর্ম বলেছেন: ইয়েমেন নিশ্চিহ্ন হয়ে গেলে পরবর্তী অরাজকতাপূর্ণ কোনো রাষ্ট্র হয়তো বাংলাদেশী সিনড্রোম ব্যাবহার করবে হরহামেশায়।

২৩ শে মে, ২০২০ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



বিএনপি-জামাত ও আওয়ামী লীগ জাতিকে যাযাবরে পরিণত করেছে।

২০| ২৩ শে মে, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাঙ্গালী বীরের জাতি
তারা বিপদে আপদে
সবসময় ঐক্যবদ্ধ হয়ে
সকল সমস্যা সমাধান
করে।

২৩ শে মে, ২০২০ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



একাত্তরের ঐক্য কাজ না করাতে জাতি হতাশ হয়ে গেছে, এরপর আর কাউকে বিশ্বাস করছে না।

২১| ২৩ শে মে, ২০২০ রাত ৮:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাঙ্গালী বীরের জাতি
তারা বিপদে আপদে
সবসময় ঐক্যবদ্ধ হয়ে
সকল সমস্যা সমাধান
করে।

২২| ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বসুন্ধরা কি ডাকাতী করছে, সেটা খুঁজুন। বসুব্ধরার লোকেরা প্রতিটি মন্ত্রীর অফিসে অফিস করে।
বসুন্ধরার লোকেরা মন্ত্রীর অফিসে অফিসে ঘুরে না।
মন্ত্রীরা বসুন্ধরার অফিসে ঘুরে। অপেক্ষা করে। তারপর পোটলা নিয়ে যায়। এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবেন না পোটলায় কি থাকে?

২৪ শে মে, ২০২০ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



কোন মন্ত্রী কি করছে, ওদের লোকজন খেয়াল রাখে।

২৩| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মোটাদাগে জাতী কয়েভাগে বিভক্ত।ধনী গরিব,হিন্দু মুসলমান,প্রগতিশীল প্রগতিবিরোধী,গনতন্ত্রী গনতন্ত্রবিরোধী,কাদের নেতৃত্বে জাতী ঐক্যবদ্ধ হবে।সংগ্রামের মাধ্যমে এই প্রশ্নের মিমাংসা করতে হবে আগে।এখন আছে পাচমিসালী নেতৃত্ব।

২৪ শে মে, ২০২০ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:


জাতিতে অনেক গ্রুপ থাকলেও, স্বাধীনতার পক্ষের শক্তি, বৃহত্তর পাকিস্তান ও মুসলিম জাতিতে বিশ্বাসী, জামাত-হেফাজত, এই ৩'টিই বড় ধরণের বিভক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.