নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আম্রপালী মহাকাব্যের কবি ড: এম এ আলী

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:১০



** ব্লগার ড: এম এ আলী সামান্য কয়দিন ব্লগে ছিলেন না, মনে হচ্ছিল যে, তিনি অনেকদিন নেই।

লকডাউনে আটক হবার পর, আমি পড়ার জন্য কিছু একটা খুঁজছিলাম, এটা সেটা পড়ার পর, শেষে এসে থামলাম ড: এম এ আলীর আম্রপালী'তে; আমি কয়েকবার পড়ার পর, ভাবছিলাম যে, লকডাউনে অন্যেরাও আম্রপালী পড়ুক, মনে প্রশান্তি পেতে পারে। আমি কয়েক লাইনের একটা পোষ্ট লিখলাম, আরো ২/৪ যোগ করার দরকার ছিলো; তখন কোরনা নিয়ে ব্লগে ওয়াজ চলছিলো: করোনা হচ্ছে গজব, করোনা হচ্ছে পরীক্ষা, করোনা হচ্ছে নেয়ামত; মনে হলো, ওয়াজের এই সময়ে, আম্রপালী পড়লে আবার অজু চলে যায় কিনা; থাক, আম্রপালী; আমি বরং করোনা যে, মেডিক্যাল সমস্যা সেটা নিয়ে কিছু বলি, আমি উহা নিয়ে লেগে গেলাম। আমি কিছু একটা নিয়ে লাগলে লেগে যাই, কেহ একজন আমাকে থামাতে হয়।

আমি নেপোলিয়নের মতো মালটি-টাস্কিং মানুষ নই, আম্রপালী পড়ার পোষ্টের কথা ভুলে গিয়েছিলাম; সাথে আরেকটা ঘটনা ঘটেছিলো, এক ম্যাঁওপ্যাঁও পোষ্টের উত্তর দিতে গিয়ে আমি হামাসের মতো রকেট ছুড়ছিলাম, এসব রকেটের কারণে আমাকে কমেন্টে ব্যানে নেয়া হয়, আম্রপালী পড়ার পোষ্ট আর দেয়া হয়নি।

মে মাসের কোন এক সময়ে আমার মনে হলো, ব্লগার ড:এম এ আলীকে ব্লগে দেখা যাচ্ছে না; কোন অসুবিধা টসুবিধায় পড়লো কিনা, বরিস জনসন কাপুত হয়ে গেছে, উহার দেশের নাগরিকদের কি অবস্হা? 'ড: এম এ আলী খোঁজ খবর নেয়ার দরকার' শিরোনামে একটা পোষ্ট শুরু করলাম; সামান্য লেখার পর, মনে হলো যে, সেই সপ্তাহে নিউইয়র্কের ব্লগার 'রাবেয়া রাহিম;কে নিয়ে পোষ্ট দিয়েছিলাম, এখন ড: এম এ আলীকে নিয়ে পোষ্ট দেয়া; থাক, কিছুদিন দেখি, উনি ফিরে আসেন কিনা। এরপর ভুলে গেছি কিছু সময়; এবং এই সময় আবার 'জেনারেল' হয়ে যাই সামান্য সময়ের জন্য।

ব্লগার ড: এম এ আলীকে নিয়ে আর পোষ্ট দেয়া হয়নি। গতকাল আবার আম্রপালী পড়তে গিয়ে দেখি ড: এম এ আলী ব্লগে ফিরেছেন, খুবই ভালো লাগলো, আম্রপালী পোষ্টে একটা ছোট কমেন্ট করে, আম্রপালী পড়ে চলে এলাম। উনাকে ব্লগে দেখে খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে।

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২০

ডার্ক ম্যান বলেছেন: আল্লাহ্‌র গজব তো থামেই না।

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



টিকা না আসা অবধি কিছু বলা যাবে না।

২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগার ডঃ এম এ আলী ভাই সহ ব্লগের প্রতিটি নবীন প্রবীন ব্লগার সবাই ভালো থাকুন।
ভালো থাকুন নাম না জানা অসংখ্য ব্লগার যারা সময়ের স্রোতে জীবন জীবিকার প্রয়োজনে ব্লগ থেকে হারিয়ে গেছেন। ব্লগার কুহুক মাহমুদ ভাইয়ের মতো যেনো কোনো ব্লগার না বলে না কয়ে হারিয়ে না যান। শক্ত মজবুত বাঁধনে আটকা থাকুক সকল ব্লগার।


২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


সকল ব্লগাদের জন্য শুভ কামনা রলো।

৩| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৩১

সুপারডুপার বলেছেন: আমার আগের মন্তব্যে সংশোধনঃ 'করোনার গজব' এর পরিবর্তে ' আল্লাহর গজব ' হবে।

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব বাজার থেকে মাংস কিনেছেন, উহা গরুর মাংস কিনা, সেটা নিয়ে ব্যস্ত

৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরু হুজুর গরুর ভাগা কিনতে বাজারে গেছেন।

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনি টাই টুই পরে যাননি, সমস্যা হবে।

৫| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:২৬

বঙ্গদুলাল বলেছেন: আপনাকে ধন্যবাদ উনাকে নিয়ে লিখার জন্য।ব্লগে নতুন এসে যে ক'জন মানুষের লেখা আমাকে অভিভূত করেছে তন্মধ্যে উনি অন্যতম শ্রেষ্ঠ।এই বয়সে উনি এত বেশি লিখেন আমি রীতিমতো অবাক না হয়ে পারি না।আপনার লেখা আমাকে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি,পাশাপাশি উনাদের মতো গুণী মানুষের জ্ঞানগর্ভ লেখনী ব্লগকে সমৃদ্ধ করেছে।জানার দিক দিয়ে উনি অনেক উঁচু মানের মানুষ।উনার দ্রুত সুস্থতা কামনা করছি।পৃথিবীতে এমন মানুষের দীর্ঘজীবন খুবই প্রয়োজন।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


আমার মতে, ব্লগের শ্রেষ্ট সৃষ্টিগুলোর একটি হচ্ছে আম্রপালী।

আমি কিছুই লিখি না, চলমান ঘটনাগুলোতে এটাসেটা যোগ করে, মানুষের মতামত চাই, এটুকুই

৬| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যা উনি ফিরেছেন। আমার একটি পোষ্টে মন্তব্য করেছেন।

আমি সত্য কথা বলি- দীর্ঘদিন ধরে ব্লগে আছি। হুটহাট করে অনেক ব্লগার চলে যান। তারা কই যান? কেন যান? আমি ভেবে পাই না। তাদের কথা আমি ভাবি। খুব ভাবি। তাদের মিস করি। এরকম ৫০ জন ব্লগারের নাম আমি এখন বলতে পারবো।
যাই হোক সবাই ফিরে আসুক। এটাই চাই।

ব্যাক্তিগত ভাবে আমি কোনো ব্লগারকে চিনি না। কারো নাম্বারও আমার কাছে নেই। এমন কি মেইল এড্রেসও নাই।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার আসেন, ব্লগার চলে যান; আসার পরিমানের চেয়ে চলে যাওয়াদের পরিমাণ বেশী হলে সমস্যা।

সম্প্রতিক সময়ে, কেহ ব্লগ থেকে চলে যাবার কথা বললে, আপনি আমার চলমান পোষ্টে ঘনঘন কমেন্ট করে আমাকে জানাবেন; আমি ঐ ব্লগারকে টাকা পয়সা দিয়ে হলেও উনার যাওয়া ঠেকাবো; কেহ চলে গেলে, দোষটা পড়ে আমার উপর; ব্লগারদের ব্লগে রাখা এখন আমার নাগরিক দায়িত্ব হয়ে গেছে।

৭| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো অগোচরে তার দোষ, অপবাদ, দুর্নাম বা কুৎসা রটানোই হলো গিবত।
যদিও তার মাঝে উল্লেখিত দোষগুলো উপস্থিত থাকে। এভাবে দোষ, দুর্নাম ও
অপবাদ রটানোর ফলে মানুষের সামাজিক সম্প্রীতি ও আন্তরিকতা নষ্ট হয়।
শত্রুতা ও হিংসার জন্ম নেয়।
এ কারণেই আল্লাহ তাআলা গিবতকে অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে
লক্ষ্য করে বলেন, ‘মন্দ কথা প্রকাশ করা আল্লাহর পছন্দনীয় নয়। তবে যার ওপর
জুলুম করা হয়েছে, তার কথা স্বতন্ত্র। আর আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন'।
(সুরা নিসা : আয়াত ১৪৮)
যারা অহেতুক কারো নামে কুৎসা রটায় বা গালমন্দ করে
তারা যেন তাদের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষন করে।

২৪ শে মে, ২০২০ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



আব্রাহামিক ধর্মে, আল্লাহ সম্পর্কে ১ম বর্ণনা পাওয়া গেছে নবী মুসা (আ: ) থেকে; উনার কথা মতো, ইহুদীরা আল্লাহের মানুষ বাকীগুলো পাপী, গার্বেজ; তারপর, খৃষ্টান ধর্মে এসে আল্লাহ সম্পর্কে আরো নতুন তথ্য দিয়েছে, উনি দয়ালু, নিজের ছেলেকে দুনিয়ায় পাঠায়েছেন মানুষকে ভালোবাসতে; ইসলামে অনেক বেশী নতুন কিছু যোগ হয়েছে, ইহার বড় ভাগ হলো, উনি বিচারক, উনি কঠিন শাস্তি দেবেন।

সামু ব্লগারদের হাতে পড়ে আল্লাহ ব্লগারে পরিণত হয়েছেন, মনে হয়।

৮| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম আলী এসেছেন দারুন খুশির খবর।

২৪ শে মে, ২০২০ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


উনার লেখা মিস করছেন ব্লগারেরা

৯| ২৪ শে মে, ২০২০ রাত ৯:১০

আখেনাটেন বলেছেন: ড. আলীর লেখা মানেই অন্যকিছু। বিরাট ক্যানভাস। তবে কিছুদিন থেকে উনি একেবারেই লেখা কমে দিয়েছেন। গুণীজনেরা এভাবে লেখা বিমুখ হওয়া ব্লগের জন্য অবশ্যই ভালো লক্ষণ না।

২৪ শে মে, ২০২০ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



উনি দীর্ঘ সময় ধরে কোমরের ব্যথায় ভুগছিলেন; এখন কি অবস্হা হয়তো একটু ভালো।

১০| ২৪ শে মে, ২০২০ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: ডঃ এম আলী ব্লগে ফিরে এসেছেন, এটা যেমন দারুন খুশীর খবর, তেমনি ওনার একটা মন্তব্য থেকে আজই জানতে পারলাম, ওনারা পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এমনকি উনি এবং ওনার স্ত্রী হসপিটালিজড ও হয়েছিলেন। বাকীরা বাড়ীতে থেকেই সুস্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ!
আম্রপালীর মহাকাব্য পোস্ট টা পড়ে আমিও অভিভূত হয়েছিলাম। পরপর তিনটে মন্তব্য সেখানে রেখে এসেছিলাম।

২৫ শে মে, ২০২০ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো কখবর যে, উনি ও উনার পরিবারের সবাই এখন ভালো। আমি ব্যাপারটা সামনে আনতে চাইনি।

১১| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৪২

শায়মা বলেছেন: ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে ভালোভাবে। উনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



উনার কঠিন অভিজ্ঞা হয়তো এক সময় শোয়র করবেন। উনি ভাইরাসকে পরাজিত করেছেন।

১২| ২৫ শে মে, ২০২০ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: ড. আলী বাংলা ব্লগের একজন অসাধারণ প্রাণ পুরুষ ! সামু ব্লগে তার পদচারণা আমাদের সমৃদ্ধ করেছে!

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


উনি শীঘ্রই লিখবেন, আশাকরি

১৩| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেহ চলে গেলে, দোষটা পড়ে আমার উপর; ব্লগারদের ব্লগে রাখা এখন আমার নাগরিক দায়িত্ব হয়ে গেছে।

দুইজন দুষ্ট ব্লগার আপনার প্রতি হিংস্রার মনোভাবের কারনে এটা ছড়িয়েছে। বিনা কারনে আপনাকে দোষ দিয়েছে।
অবশ্য একজন ব্লগার ফিরে এসে বলেছে উনি নিজের ইচ্ছায় চলে গিয়ে ছিলেন। এখানে আপনার কোনো ভূমিকা নেই।

অবশ্য আমি সেদিন বলেছিলাম- ব্লগের এডমিনের চোখ আছে। উনার সব দেখেন। বুঝেন। কাজেই আপনা্র কোনো চিন্তা নাই। আপনি বিনদাস থাকুন।

ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি জানি।
কিছু ব্লগার কাজ খুঁজে পান না।

১৪| ২৫ শে মে, ২০২০ রাত ৩:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



"তখন ব্লগে ওয়াজ চলছিল"
এই লাইনটি খুব মনে ধরেছে। এসব সিজনাল ওয়াজে অবশ্য আমি কখনো নিজেকে সপে দেই না, কয়েশো হাত দূরে থাকি। মাঠ এতো গরম থাকে যে, যিনি ওয়াজ ফরমাইছেন তিনির মাথায় অনেক সময় হাই প্রেশার থাকে। কখন কি বলেন হেই ভয়ে কমেন্ট করি না।

ব্লগার ডক্টর এম. এ. আলী একজন গুণী মানুষ। সামহোয়্যারইন ব্লগের অন্যতম আইকন। আমেরিকা প্রবাসী হওয়ায় উনার বিষয়ে সবাই কমি-বেশী উদ্দীঘ্ন ছিলেন। উনি ফিরেছেন, নিয়মিত কমেন্ট করছেন এটা আমাদের জন্য সস্তিদায়ক। আপনি চাইলে একদিন উনার সাথে মিট করতে পারেন।

আপনিও সতর্ক থাকুন, ভালো থাকুন।

২৫ শে মে, ২০২০ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:



করোনার অবস্হা ভালোর দিকে গেলে, আমরা সবাই ক্রমেই দেশের সব ব্লগারদের সাথে দেখা করবো। ড: আলী সাহেব বৃটেনে থাকেন, মনে হয়।

১৫| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:২৯

আমি সাজিদ বলেছেন: দেশ ও দেশের বাইরে সব সামহোয়্যারিয়ান নিরাপদে থাকুক। ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক

১৬| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:


আমাকে সহ সামু পরিবারের সকল গুণী ব্লগারের প্রতি আপনার দরদ দেখে মুগ্ধ।
কামনা করি সামু পরিবারের সকলের প্রতি পারশ্পরিক সহমর্মীতা ও ভালবাসার বন্ধন
আরো দৃঢ় থেকে দৃঢ়তর হোক ।

২৫ শে মে, ২০২০ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



এই ভয়ংকর খারাপ সময়ে, আমরা পরস্পরের খোঁঝ-খবর রাখছি।
ঈদের শুভেচ্ছা নেবেন।

১৭| ২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক

২৫ শে মে, ২০২০ দুপুর ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুচেচ্ছা নেবেন। আপনার পরিবারের সবাই সুখী হোক।

১৮| ২৫ শে মে, ২০২০ দুপুর ২:৩১

জুন বলেছেন: আমিও ডঃ এম এ আলী ভাই এর ব্যাপারে চিন্তিত ছিলাম। আপনি পোস্ট দেয়ার আগেই মনে হয় উনি আমার পোস্টে মন্তব্য করে তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। করোনার ছোবল থেকে স্বস্ত্রীক
সুস্থ হয়ে ফিরে এসেছেন তার জন্য আল্লাহরাব্বুল আলামীনের প্রতি অশেষ কৃতজ্ঞ।

২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


বৃটেনের অবস্হা দেখে আমার মনে হচ্ছিল যে, ওখানকার বাংগালীদের অনেকই অসুস্হ হতে পারেন; ব্লগার আব্দুল হাক করোনার সময় মোটামুটি এ্যাকটিভ ছিলেন, আলী সাহেব ছিলেন না। তাতে আমার সন্দেহ হয়েছিলো; কিন্ত করোনার মাঝে ২ বার ব্যানে পড়ে যাওয়ায়, এই ধরণের পোষ্ট লিখার পরও প্রকাশ করা সম্ভব হয়নি।

১৯| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



আন্তরিক অভিনন্দন আলী ভাইকে স্মরণ করে লেখায়। তার এবং তার পরিবারের সকলের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



আমার সন্দেহ হয়েছিলো যে, বৃটেনের যেই অবস্হা, এতে অনেক বাংগালী অসুস্হ হতে পারেন।

২০| ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: চাদগাজ,
উনি বৃটেন না,আমার ধারণা উনি কানাডা থাকেন । আশাকরি এম এ আলী ভাই সত্যটা জানাবেন।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি কনফিউজড।

২১| ২৫ শে মে, ২০২০ রাত ৮:১২

শের শায়রী বলেছেন: শ্রদ্ধেয় আলী ভাই এবং ভাই করোনায় অসুস্থ্য ছিলেন যা উনার মন্তব্যে জানতে পারলাম।আল্লাহর রহমতে উনারা এখন সুস্থ্য। সহ ব্লগারদের ব্যাপারে আপনার এই খোজ নেবার মানসিকতা আমাকে সব সময় মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক মুরুব্বী।।

২৫ শে মে, ২০২০ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক, ভালো থাকুন।

আমাদের নিজেদের লোকদের খোঁজখবর আমাদেরকেই নিতে হবে; দেশের পরিস্হিতির কারণে অনেক মানুষ অন্যদের খোঁজখবর খুব একটা নিতে পারছেন না।

২২| ২৫ শে মে, ২০২০ রাত ৯:০০

মিরোরডডল বলেছেন: আলী ভাই একজন শ্রদ্ধাশীল , খুবই বুদ্ধিদীপ্ত , আলোকিত, লজিক্যাল মানুষ ।
মাই রেস্পেক্ট টু ইউ টু ফর শোয়িং ইউর কম্প্যাশন টু হিম ।

লুক , শায়রী আপনাকে কি সুন্দর উইশ করেছে ।
এখানে সবাই অনেকি সুইট ।

ভালো থাকবেন ।

২৫ শে মে, ২০২০ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো থাকুন।
আমরা, ব্লগারের যত হাউকাউ করি না কেন, দিনের শেষে আমরা আমরাই

২৩| ২৫ শে মে, ২০২০ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শ্রদ্ধেয় আলী ভাইকে স্বাগতম। করোনাকে পরাস্ত করে
আমাদের মনোবল বাড়িয়ে দেবার জন্য। সবাই সতর্ক
থাকুন সবাই।

২৫ শে মে, ২০২০ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনার কঠিন অভিজ্ঞতা ব্লগারদের জানালে ভালো হবে।

২৪| ২৬ শে মে, ২০২০ রাত ৮:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার ডক্টর এম. এ. আলী একজন গুণী মানুষ।
উনি ফিরেছেন, নিয়মিত কমেন্ট করছেন এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ।

......................................................................................................
আশাকরি এরপর নিয়মিত ব্লগে আসবেন ।

২৬ শে মে, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


উনি খুবই কঠিন অবস্হার মাঝ দিয়ে গিয়েছেন; আমরা উনার লেখা পাবো শীঘ্রই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.