| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
আমি কুইন্স বরোর সীমানার সাথে লাগানো, লংআইল্যান্ডের একটা এলাকায়  বেশ কিছু সময় চাকুরী করেছিলাম; এক সন্ধ্যায় বাসায় ফেরার পথে এক সাদা রমনীকে সাহায্য করে, ধন্যবাদের বদলে হুশিয়ারী পেয়ে, কিছুটা গন্ডগোল লাগিয়ে দেয়ার চেষ্টা করেছিলাম; কিন্তু তাতেও সুবিধা করতে পারিনি, এটা সেই কাহিনী। 
আমি কাজে যাবার সময়, ২টি সাবওয়ে ট্রেন বদলায়ে, অবশেষে লংআইল্যানডের ট্রেন ধরে কাজে যেতাম; ফেরার সময়ও একই পথে; কাজে দেরী হলে, সন্ধ্যার দিকে ট্রেন ঘন ঘন আসতো না, আসতো ৪৫ মিনিট পর পর; কোনদিন ২/১ মিনিটের জন্য ট্রেন হারালে,  আমি পরের ট্রেনের জন্য বসে থাকতাম না, বাস ষ্টেশনে গিয়ে, এক্সপ্রেস বাস ধরে জামাইকা এসে, সেখান থেকে সাবওয়ে ট্রেন ধরে বাসায় ফিরতাম, এই পথে সময় কিছুটা বেশী লাগতো।
সন্ধ্যায়  জামাইকা থেকে ট্রেনে ফেরার মাঝে একটা আনন্দ ছিলো, পেছনের ৩/৪ বগী সব সময় একেবারে খালি থাকতো, পরবর্তী ৬/৭ ষ্টেশনে পেছনের বগীগুলোতে কেহ উঠতো না, রাতে খালি বগীতে উঠতে মানুষ ভয় পায়। আমি সাবওয়ে ট্রেনে কখনো বসতাম না। অনেকটা পথ একা একা আসতে ভালো লাগতো; আমি বগীর ভেতর হাঁটতাম।
এক শরতের সন্ধ্যায়, আমি পেছনের বগীতে উঠে দরজার কাছে দাঁড়িয়ে আছি, ট্রেন ছাড়ার বেল বাজছে, দরজা বন্ধ হচ্ছে, দেখি এক নারী ২ হাতে বাজারের অনেকগুলো ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে নামছে; সে নামার আগে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমি পা দিয়ে আটকায়ে দিলাম, সে উঠলো। পুরো বগী খালি, সে ব্যাগগুলো রেখে, ভালো করে বসলো; তারপর, আমার দিকে ঠান্ডা চোখে তাকালো। মাঝারি গঠন, বয়স ৩০'এর মতো হবে, ড্রেস প্যান্ট ও কোট পরা, ভালো স্বাস্হ্য, কমনীয় চেহারা।
আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, আশা করছি, সে ধন্যবাদ বলবে, সে ঠান্ডা চোখে আমাকে বললো,
-তুমি দরজা ধরে রেখে আমাকে সাহায্য করেছ; ইহার কোন দরকার ছিলো না, এভাবে ট্রেন আটকায়ে রাখা বেআইনী।
-তুমি যেভাবে নামছিলা, আমি তো মনে করছিলাম, তুমি ফ্লাইট মিস করছো!
-কেহ ফ্লাইট মিস করলেও ট্রেনের সেইফটি রুল ভংগ করে, আর কোনদিন ট্রেন থামাইও না; এভাবে এ্যাকসিডেন্ট হয়।  
-ঠিক আছে, আমি বুঝেছি, আর লেকচারের দরকার নেই।
-আমি তোমার ভালো জন্য বলছি।
-বললাম তো বুঝেছি, এখন লেকচার বন্ধ করে বস; না'হয়, তোমাকে সামনের ষ্টেশনে নামিয়ে দেবো।
সে হো হো করে হেসে উঠলো, 
-তুমি আমাকে নামিয়ে দিবে, কিভাবে?
-সোজা ব্যাপার, টেনে প্লাটফরমে নামিয়ে দেবো; তোমার বাজার টাজার ট্রেনেই থেকে যাবে।
-তুমি আমার সাথে পারবে?
-কি যে বলো, তুমি মেয়ে, নাকি পুরুষ?
-আমি মেয়ে, তুমি আমাকে টেনে সীট থেকেও তুলতে পারবে না।
-তুমি আমাকে হাসাচ্ছ!
-শেষ হাসি কিন্ত আমিই হাসবো।
-শক্তি ব্যতিতও আমার সাথে এটাসেটা আছে! দেখালে, তুমি ভয়ে বাপ ডেকে পালিয়ে যাবে।
-তাই? দেখাও তো, তোমার সাথে কি আছে! আমি তোমার পা থেকে মাথা সব জরীপ করে ফেলেছি, তোমার সাথে কোন অস্ত্র ইত্যাদি নেই। তুমি বরং এখন আমার দিকে তাকাও, দেখ, এটা কি!
সে তার কোট সরায়ে বাম বাহুর নীচে দেখালো, রিভলবার ঝুলছে! আমি বললাম,
- ব্যাপার কি?
-আমি পুলিশের ডিটেকটিভ, জামাইকাতে কাজ করি। তোমাকে এই ট্রেনে অনেকবার দেখেছি।
-তাই?
-বাহাদুরি করে মেয়েদের ভয় লাগাতে গিয়ে শেষে শ্রীঘরে চলে যাইও না; আজকে তুমি পরপর ২টি ভুল করেছ। আমি সামনের ষ্টেশনে নেমে যাবো; সামনের দিনগুলোতে এসব এ্যাডভেন্চার আর করিও না, তোমার বয়স হয়েছে!
-তোমাকে ব্যাগ নামিয়ে দিয়ে সাহায্য করতে হবে?
-ধন্যবাদ, লাগবে না, আমি অভ্যস্ত! ভালো থেকো, দেখা হবে।
-দেখা হবে।
 
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫০
চাঁদগাজী বলেছেন: 
কিছু কথা কি মুখস্হ করে রেখেছেন?
২| 
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহাদুরি করে মেয়েদের ভয় লাগাতে গিয়ে শেষ শ্রীঘরে চলে যাইও না;
....................................................................................................
বাংলাদেশে নারী নির্যাতন আইনে পুরুষরা তটস্হ ,একটু ভূল হলে জেলের ভাত 
খেতে হবে ।
 
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫১
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার শ্রীঘরে নিতে বেশ বেগ পেতে হয়, সেইজন্য অনেকেই নিরুৎসাহিত হয়।
৩| 
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৪১
আল ইফরান বলেছেন: আপনি ভুল সময়ে ভুল মানুষের সাথে লাগতে গিয়েছিলেন, বুঝলাম।
আপনার জীবনের এই ছোট গল্পগুলো পড়তে বেশ ভালো লাগে।
ভালো থাকুন নিরন্তর।
 
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:৫৩
চাঁদগাজী বলেছেন: 
ভুল মানুষের সাথে গন্ডগোল করতে গিয়ে উল্টো লেকচার শুনতে হলো।
৪| 
২৭ শে মে, ২০২০  রাত ৮:০৫
মিরোরডডল  বলেছেন: ইউ আর দা অনলি ওয়ান যে অন পারপাস গণ্ডগোল বাঁধায় । একদম হুমায়ূন আহমেদের হিমু ক্যারেক্টার । ইচ্ছে করেই মানুষকে বিব্রত করে তাঁদের রিয়েকশন এনজয় করা । এ যাত্রায় অবশ্য উল্টোটাই হলো ।  
 
কথোপকথন কিন্তু বেশ জমে উঠেছিল । 
ট্রেনের বগীতে হাঁটার  বিষয়টা ইন্টারেষ্টিং লেগেছে । 
 
২৭ শে মে, ২০২০  রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন: 
আমি ৬ বছর সাবওয়ে ও রেগুলার ট্রেনে ছড়েছি; ৯৯ ভাগ সময়ে বসিনি, কেহ কথা বলতে চাইলে বসতে হয়েছে।
হিমু হিমু অনেক করেন, আমার পড়া হয়নি
৫| 
২৭ শে মে, ২০২০  রাত ৮:২১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কিছু কথা কি মুখস্হ করে রেখেছেন?
এদেশের বাঙালীরা তো মুখস্ত বিদ্যায় পারদর্শী, আঁতে না লাগালেই হয়।
 
২৭ শে মে, ২০২০  রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমি মুখস্তের মাঝে কবিতাই মুখস্হ করেছি।
৬| 
২৭ শে মে, ২০২০  রাত ৮:৪৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমেরিকার মেয়ে। সহজ জিনিস না।
 
২৭ শে মে, ২০২০  রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকার মেয়েরা ভালো, এরা গন্ডগোল করে না।
৭| 
২৭ শে মে, ২০২০  রাত ৯:১০
বিজয় নিশান ৯০ বলেছেন: যার জন্য চুরি করলাম সেই বলে চোর । ঘটনা তেমন হল
 
২৭ শে মে, ২০২০  রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন: 
আমার মনে হয়, আমার জন্য বাংলাদেশ ভালো, ইচ্ছা হলো, গন্ডোগোল টোল করলাম; আমেরিকায় মেয়েদের সাথে পেরেও উঠাও মুশকিল।
৮| 
২৭ শে মে, ২০২০  রাত ৯:১১
ডঃ এম এ আলী বলেছেন: 
শেষ ভালো তো সব ভাল
ভালো থেকো দেখা হবে ।
 
২৭ শে মে, ২০২০  রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন: 
সুবিধে হয়নি, ভুল লোকের হাতে পড়েছিলাম।
৯| 
২৭ শে মে, ২০২০  রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: মেয়েটা বাঙ্গালী না। তাই এরকম করেছে। বাঙ্গালী হলে অবশ্যই ধন্যবাদ দিত।
 
২৭ শে মে, ২০২০  রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন: 
বাংগালী মেয়ে পুলিশের হাতে টাতে পড়েছিলেন?
১০| 
২৭ শে মে, ২০২০  রাত ১১:৫৯
গুরুভাঈ বলেছেন: ২০১২ সালে কুইন্সে গেসিলাম। আমি যার বাসায় উঠছিলাম, তারা ব্যাচেলর থাকতো। পরের দিন সকালে বাংগালি রেস্টুরেন্টে গেলাম নাস্তা করতে। সে আমার সাথে কথায় কথায় প্লেটে হাত ধুয়ে ফেলছে। ঐখানে একজনের অর্ডারের তরকারি ২জন খাওয়ার মতো পরিমানে দেয়।
 
২৮ শে মে, ২০২০  রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান কিছু খাননি?
১১| 
২৮ শে মে, ২০২০  রাত ১২:২২
ভ্রমরের ডানা বলেছেন: সভ্যতা এগিয়ে এসে সামনের স্টেসনে নেমে গেল...
 
২৮ শে মে, ২০২০  রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন: 
গন্ডগোল ইত্যাদি ছেড়ে দিতে হচ্ছে, মেয়েদের হাতে অস্ত্রসস্ত্র
১২| 
২৮ শে মে, ২০২০  রাত ১:০৫
ওমেরা বলেছেন: আমাদের এখানেও এটা করে ইয়ং ছেলে পেলেরা।
আমি একবার বাসে যাচ্ছিলাম, এক বৃদ্ধ মহিলা বাসে আসলে আমি দাড়িয়ে তাকে বসতে বল্লে, সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলে, নো থ্যাকংস , তুমি কি আমাকে বুড়ী মনে করেছে!! 
 
২৮ শে মে, ২০২০  রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন: 
মহিলারা নিজের দুর্বতা (বয়সের দিক থেকে)  প্রকাশ করতে চান না; সেটা ভালো।
১৩| 
২৮ শে মে, ২০২০  রাত ১:১৪
কাছের-মানুষ বলেছেন: আমাদের দেশে এলাকায় এক সময় দেখতাম প্রায় সব যুবক ছেলেরা হকিস্টিক এবং চাইনিজ দা কুড়াল রাখত বাসায়, সেটা স্বাভাবিক ছিল তখন। তেমনি আমেরিকানদের কাছেও তেমনি অস্ত্র থাকা স্বাভাবিক ব্যাপার!! 
 মার্চ মাসে আমরা কয়েকজন বাঙালি মিলে খামারে গিয়েছিলাম সবাই মিলে আস্ত গরু কিনে সেখানেই জবাই করে মাংস আনতে। আমেরিকান সেই ফার্মের মালিক গরু এনে মাথায় গুলি করে মারল। মানুষের কাছে পিস্তল থাকাটা মনে হয় এখানে ডালভাত! তবে এর জন্য সম্ভবত অনেককে হেইট ক্রাইমের স্বীকার হতে হয় অস্ত্রের এই সহজলভ্যতার কারনে!
 
২৮ শে মে, ২০২০  রাত ১:৩২
চাঁদগাজী বলেছেন: 
হেটক্রাইম যারা করে, তাদের কাছে অটোমেটিক রাইফেল ইত্যাদি থাকে। নিউইয়র্ক সেইদিক থেকে  মোটামুটি সেইফ।
১৪| 
২৮ শে মে, ২০২০  রাত ২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সবখানে  মেয়েদের সাথে বাহাদূরী চলেনা।
ইদুর ধরার মন্ত্র নিয়ে সাপ ধরাতে যাওয়ার
বিপদ টের পেলেন? এবার সামলে চলেন
বযস হয়েছে বুঝতে হবে !!
প্রার্থনা করি আর যেন তার সাথে দেখা না 
হয়। আবার দেখা হলে খবর আছে !!
 
২৮ শে মে, ২০২০  রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন: 
এখন সমস্যার সমাধান হয়ে গেছে, ঘর থেকে দরকার ব্যতিত বের হওয়া যাচ্ছে না।
১৫| 
২৮ শে মে, ২০২০  রাত ৩:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংগালী মেয়ে পুলিশের হাতে টাতে পড়েছিলেন? 
হুম। রাজারবাগ পুলিশ লাইন তো আমাদের বাসার কাছে। 
বহু মহিলা পুলিশ আমাদের এলাকায় ভাড়া থাকে। কারন রাজারবাগ পুলিশ লাইন খুব কাছে। হেঁটে যাওযা যায়। তাদের রোল কলে সুবিধা। 
একজনকে দেখতাম, স্ক্রুটী চালাতো। তখন আমি এলাকায় আড্ডা দিতাম। মহিলা পুলিশকে রোজ দেখতাম। বেশ সুন্দর দেখতে। এক্দিন সেই মহিলা পুলিশ তার স্ক্রটিতে লিফট দিয়েছিলো।
 
২৮ শে মে, ২০২০  রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান পুলিশ তেমন গন্ডগোল করে না।
১৬| 
২৮ শে মে, ২০২০  সকাল ১০:১৭
পবিত্র হোসাইন বলেছেন: ঘি ঢাললেন নাকি?
 
২৮ শে মে, ২০২০  সকাল ১০:৫২
চাঁদগাজী বলেছেন: 
ট্রাক্টর চালাতে গিয়ে এই অবস্হা
১৭| 
২৮ শে মে, ২০২০  সকাল ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: বোধকরি এই প্রথম কোন রমণী আপনাকে দমাতে (দাবাতে নয়) পারলো! 
পোস্ট পড়ে মনে হলো, কোথায় কথা বাড়ানো যায় আর কোথায় দমে যেতে হয়, এ জ্ঞানটি আপনি ভালই রপ্ত করেছেন। 
 
২৮ শে মে, ২০২০  সকাল ১০:৫৪
চাঁদগাজী বলেছেন: 
গন্ডগোল করলেও, এই বিষয়েও পশ্চিমের নিজস্ব নিয়ম আছে, উহা মেনে চলতে হয়।
১৮| 
২৮ শে মে, ২০২০  দুপুর ১২:২০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মালয়েশিয়াতে বাংলাদেশের কোন পর্যটক এলে এরা প্রথমে বাংলাদেশি খাবারের দোকান খুঁজে। 
 আমি তাদেরকে বলি,  কোন দেশে বেড়াতে গেলে সেই দেশের ট্রেডিশনাল খাবার-দাবার টেস্ট করে দেখাই উচিত। 
 কিন্তু তারা দেখি অযথাই বাংলাদেশি খাবার খুঁজে বেড়ায় । তাহলে বিদেশ ভ্রমণের মজা অনেকটাই অর্জিত হয় না।
 
২৮ শে মে, ২০২০  দুপুর ১২:৪১
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশীরা অন্য দেশের খাবারের দোকানে যেটে স্বাচ্ছন্দ বোধ করে না।
১৯| 
২৮ শে মে, ২০২০  রাত ১০:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: এই গল্পের নায়ক আমি, নিজকে এই জায়গাতে দেখলাম!
 
২৮ শে মে, ২০২০  রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন: 
আপনিও সুযোগ পেলে গন্ডগোল টন্ডগোল করেন?
২০| 
২৮ শে মে, ২০২০  রাত ১০:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এ জীবনে আর গন্ডগোল করা হলো না।কেন জানি গন্ডগোল লাগার আগেই গন্ডগোল মিটিয়ে ফেলি।জনগনের ভিতরকার সমস্যা কি ভাবে সমাধান করবেন,এমন কিছু লিখা পরেছিলাম,সেটা কাজে লাগিয়ে।
ঝগড়া না করে ভালই করেছেন,ঝগড়া কোন সুফল বয়ে আনে না।ভাল থাকবেন
 
২৮ শে মে, ২০২০  রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন: 
আমি বই টই কম পড়ি, সুযোগ পেলে ঝগড়া ইত্যাদি লাগানোর চেষ্টা করি।
২১| 
০৩ রা জুন, ২০২০  দুপুর ১২:৩১
হাসান রাজু বলেছেন: হা হা হা . . . . .  ।  আপনি ধরা খাইয়া গেছেন  
  ।  ভাবতেই ভালো লাগছে।
 
০৩ রা জুন, ২০২০  রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন: 
তাই,  কিভাবে?
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পুরুষের চোখ শকুনের মতো তীক্ষ্!