নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকার ও মানুষের মাঝে কোন ধরণের বন্ধন নেই, দেশে এনার্খী চরমে

২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৩



মানুষ করোনায় সরকারের কোন নির্দেশ শোনেনি, মানেনি; তারা বরং সরকারের নির্দেশ অমান্য করেছে; কারণ, সরকারের প্রতি মানুষের কোন আস্হা নেই; সরকারের নির্দেশ না মানার ভেতরে লুকায়িত প্রতিবাদ আছে। আবার, শেখ হাসিনা মনে করেন যে, উনি মানুষের জন্য অনেক অনেক কিছু করছেন, মানুষের কৃতজ্ঞতা নেই। উনার ক্ষোভ, মানুষ সুযোগ পেলে বিএনপি-জামাতকে ভোট দেবে।

সরকার যদি পপুলার ভোটে নির্বাচিত না হয়, মানুষের সাথে সরকারের কোন বন্ধন থাকে না; সংসদ সদস্যরা নিজের এলাকার মানুষ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, মানুষের আয়ের উৎস, বেকারত্ব, ইত্যাদি জানার কথা। কিন্তু এমপি'রা পপুলার ভোটে নির্বাচিত না হওয়ায়, মানুষের সাথে তাদের কোন সংযোগ নেই, মানুষের প্রতি তাদের কোন দায়িত্ব নেই; ফলে, তারা এলাকার মানুষ নিয়ে চিন্তিত নয়; মানুষ নিজের চেষ্টায় যেভাবে পারে চলছে।

আমাদের এলাকার এমপি মানুষ নিয়ে মোটেও ভাবেন না; উনার দলীয় সংগঠন আছে, এলাকায় গেলে দলীয় লোকেরা সমবেত হয়, অপ্রয়োজনীয় কিছু একটা করে সময় কাটায়, মানুষ দর্শক, দলীয় লোকদের সামনে মানুষ কিছু বলে না, নিজেদের মাঝে এমপি'র চৌদ্ধগোষ্টী উদ্ধার করে। আমি এমপি'র সাথে এই ব্যাপারে কথা বলেছিলাম; উনার ধারণা, বাংগালীরা কখনো কোনভাবেই সন্তুষ্ট হয় না।

পুরো পার্লামেন্টে, ড: আবদুর রাজ্জাক ব্যতিত আর একজন লোকও যোগ্য নন, এরা পার্লামেন্ট কেন তাও বুঝে না; এদের ১ জনও গত ৪৯ বছরে প্রয়োজনীয় একটি বিলও আনতে পারেনি। ওরা ওখানে কোন সমস্যার উপর বক্তৃতা দেয়াকেই তাদের দায়িত্ব মনে করে। কোন এমপি নিজের এলাকার জন্য বাজেট পেশ করার মতো দক্ষ নন। বাজেট হয় ফাইনান্স মিনিষ্টারের অফিস থেকে, এতে এমপিদের ফিডব্যাক নেই।

জাতির এনার্খী মনোভাবে পেছনে কাজ করছে সরকারের সাথে বন্ধনহীনতা; দেশে এনার্খী থাকলে, মানুষ শুধুমাত্র নিজ ও নিজ পরিবার, কিংবা ঘনিষ্টদের জন্য কিছু করে, বাকীদের জন্য কিছু করে না, বরং বাকীদের বন্চিত করে।

আমাদের এলকার মানুষ বেশ অশিক্ষিত, এদের বড় অংশ আরবদেশে চাকুরী করে; দীর্ঘদিন বিদেশে থাকার ফলে, স্হানীয় প্রশাসন ইত্যাদির সাথে এদের কোন যোগাযোগ নেই। এরা প্রয়োজনীয় কোন কাজ নিয়ে প্রশাসনে গেলে, প্রশাসন এদের থেকে অন্যায়ভাবে টাকা আদায় করে নেয়; ফলে, এরা স্হানীয় প্রশাসন, দলীয় কর্মী ইত্যাদি থেকে দুরে থাকার চেষ্টা করে; গ্রাম বা স্হানীয় পর্যায়েও প্রশাসনের সাথে মানুষের বন্ধন নেই।

সরকারের সাথে, প্রশাসনের সাথে বন্ধন না থাকলে, মানুষ দেশের জন্য, অন্য নাগরিকদের জন্য কিছু করতে উৎসাহী হয় না; এরা প্রশাসন ও সরকারের ভয়ে থাকে, সুযোগ পেলে আইন অমান্য করে নীরবে প্রতিবাদ জানায়।

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:২৯

ডার্ক ম্যান বলেছেন: আপনি কোন এলাকার ।
সরকারের সাথে প্রশাসনের সম্পর্ক অত্যন্ত চমৎকার । আইন অমান্য করে পার পাওয়া যায় । অনেক প্রবাসী সামনে দেশে ফেরত আসবে ।

২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


এলাকা জানাতে চাচ্ছি না, চট্টগ্রামের।
প্রশাসন এবার শেখ হাসিনার সরকারকে তৈরি করে দিয়েছে, মানুষের দরকার নেই।

২| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: সরকার যা ইচ্ছা তাই করেন। জনগনের ইচ্ছা অনিচ্ছার দাম দেন না।
দেশের সমস্ত এমপিরা মনে করে অনেক করে ফেলেছি। অথচ তারা কিছু না করেই ভাবছে অনেক করে ফেলেছি। তাদের আগে পিছে বহু মানূষ ঘুরে- এটাতে তারা আনন্দ পায়।

শেখ হাসিনাকে বুদ্ধি দেবার কেউ নাই। কারন সব চাটুকারের দল।
একটা প্রতিষ্ঠানের যখন উন্নতি হবে না, তখন ধরে নিবেন প্রতিষ্ঠানের লোকজন মন দিয়ে কাজ করছে না। কেউ না কেউ ফাকি দিচ্ছে।
ঠিক সেভাবে দেশের যখন উন্নতি হবে না- তখন ধরে নিবেন দেশে যোগ্য লোক নেই। কেউ যোগ্য না না মন্ত্রী, এমপি না সচিব।

২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের মাঝে বুদ্ধিমান হচ্ছেন একমাত্র শেখ হাসিনা; উনি নিজেই আবার সামন্তযুগের বুদ্ধিমানদের মতো।

৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৪

ডার্ক ম্যান বলেছেন: শহরের বাইরের এলাকা মনে হয় ।
আমাদের এমপি অনেকদিন ধরে অসুস্থ । তিনি হয়তো পুরো মেয়াদ পার করতে পারবেন না। তবে তিনি আমদের পরিবারের জন্য যথেষ্ট করেছেন। এলাকার মানুষকে হেল্প করার মানসিকতা উনার আছে।

২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের এমপি আপনাদের পরিবারের জন্য যথেষ্ট করেছেন, ভালো; আমাদের এমপি উনার ৫ শত ক্যাডারদের পরিবারের জন্য অনেক করেন।

এমপি কোন পরিবারের ভালো করার জন্য এমপি হয় না; এরা সারা দেশের ১৯ কোটীর ভালোর জন্য আইন প্রনয়ন করার কথা; পিগমীরা সেটা জানে না।

৪| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৫

ডার্ক ম্যান বলেছেন: প্রধানমন্ত্রী যে আইন চান, দেশে সে আইন হয় । বাংলাদেশের কোন এমপি আইন প্রণয়ন করতে ইচ্ছুক নয় । জনগণ ভোটের মানে বুঝে না ।
সাধারণ মানুষ অনেক সময় আকাম কুকাম করে রাজনৈতিক ক্যাডারদের কাছে ধর্না দেয় । সেইজন্য এমপি ক্যাডার পোষেন

২৯ শে মে, ২০২০ সকাল ১১:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি যেসব ব্যাখ্যা দিচ্ছেন, সেই সব কারণে বাংলাদেশে, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন পেছনে পড়ে গেছে। মানুষ অবশ্যই ভোটের মানে বুঝে, রাজনৈতিক দলে রাজনীতিবিদ থাকতে হয়, ড: হাছান, হানিফ, শাহজাহান এরা রাজনীতিবদ নন, মানুষ এদের কি কারণে ভোট দেবে?

৫| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:০৭

ডার্ক ম্যান বলেছেন: ভোটের মানে বুঝলে ভোটের আগের দিন ৫০০/১০০০ হাজার টাকা নিত না । বাংলাদেশের ভোটার অশিক্ষিত ।
আমার ব্যাখ্যার কোন অংশ ভুল ।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্যাখ্যায় ভুল নেই, ধারণায় ভুল আছে, "মানুষ ভোটের মানে বুঝে না"।

আওয়ামী লীগ সঠিক কেন্ডিডেট দেয় না বলে, মানুষ সঠিকভাবে ভোট দেয়নি।

দেশের মানুষের আয়ের ব্যবস্হা না করলে, মানুষ ভোট, স্ত্রী ইত্যাদি বিক্রয় করতে পারে, এটা বুঝার দরকার।

৬| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারের সাথে, প্রশাসনের সাথে বন্ধন না থাকলে, মানুষ দেশের জন্য,
অন্য নাগরিকদের জন্য কিছু করতে উৎসাহী হয় না; এরা প্রশাসন ও সরকারের
ভয়ে থাকে, সুযোগ পেলে আইন অমান্য করে নীরবে প্রতিবাদ জানায়।

...................................................................................................
যে নিজের ভালো বুঝে না , সে দেশের কথা ভাববে কেন ?
জীবন ও জীবিকার তাড়না, রাজনীতি থেকে অনেক জরুরী ।
প্রথম লকডাউনে অভাবিত সাড়া মিলেছিল, ঢাকার রাস্তা ও অফিস আদালতের দৃশ্য
ছিল অচিন্তনীয়, যা আগামী একশত বৎসরে কেউ দেখতে পাবেনা ।
পরবর্তীতে কিছু ভূল কথাবার্তায় জনসাধারন বিভ্রান্ত হয়েছে, গার্মেন্ট শ্রমিকরা
সঠিক গাইড না পেয়ে রাস্তায় নেমে এসছে,
কিছু অশিক্ষিত জনগন করোনা নিয়ে তামাশা করছে ।

২৯ শে মে, ২০২০ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ যখন দেখেছে সরকার যা বলছে, তার সাথে কাজের মিল নেই, তখন মানুষ আস্হা হারিয়ে যা ইচ্ছা তাই করেছে।

৭| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:৪১

গুরুভাঈ বলেছেন: শেখ হাসিনা এখন প্রশাসন নির্ভর। এবারের ত্রাণ বা করোনা কার্যক্রমে এমপিদের খোজা করে রাখা হয়েছে। আর যে যে আসনে যাকে যাকে দরকার তাকে নির্বাচিত করে আনবেন প্রশাসনের ম্যাকানিজমে তাই তার ভোট বা নেতার এলাকাভিত্তিক ব্যাপক জনপ্রিয়তার দরকার নাই, বিতর্কিত না হলেই চলবে।

এনার্খী কি জিনিস?

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


এনার্খী হলো, 'অরাজকতা', সরকারের উপস্হিতিকে অগ্রাহ্য করা

৮| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৪৭

কল্পদ্রুম বলেছেন: সরকারের প্রতি অনাস্থা থেকে আইন ভঙ্গ করে।ভালো কথা।কিন্তু আইন ভেঙ্গে শপিং এ গিয়ে কি লাভ!নিজের ভালো তো পাগলেরও বোঝার কথা।এইটা বোঝানোর জন্য কি মন্ত্রী এমপিদের দরকার হয়! আমরা অশিক্ষিত হতে পারি।পাগল তো নই।

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



প্রথমত, এখনো শতকরা ৩৫ জন নাম লিখতে পারে না, যারা নাম লিখতে পারে, তারা সবাই শিক্ষিত নয়; প্রশ্নফাঁস জেনারেশন অশিক্ষিতের চেয়েও অসৎ; যারা সরকারের প্রতি আস্হা রাখে না তারা নিজেরা এক সময় হতাশ হয়ে যা ইচ্ছা তাই করে।

বাংগালীরা চেষ্টা করেছে নিজের পরিবার ব্যতিত অন্যেরা যেন ভালো শিক্ষা/ডিগ্রি না পায়।

৯| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫৭

নতুন বলেছেন: শেখ হাসিনা, রাজনিতিক নেতারা এই সব ভালো করেই জানেন।

জনগন বোঝে না। বুঝলেও কিছু করতে পারেনা। করতে চায় না। কারন জনগনের অনেকেই সরকারের থেকে সুবিধা নিচ্ছে।

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


শতকরা ২০ ভাগ, যারা দেশের সম্পদ ও সুযোগ দখল করেছে, তারা শেখ হাসিনার সরকার ও প্রশাসনের সাথে আছে; প্রশাসন এখন সরকারের হয়ে, মানুষকে ভীতির মাঝে রেখে মানুষকে মুরগীতে পরিণত করেছে।

১০| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৫৬

আমি সাজিদ বলেছেন: ভালো কথা বলেছেন। দেশের ট্রেন কবে চলবে, এইটার ডিসিশনও যদি মাননীয় দেন, সে দেশে সব সিস্টেম যে ভেঙ্গে যায় নাই সে বিষয়ে নিশ্চয়তা কি?

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


দেশে সঠিক কোন নিয়ম নেই, যখন শেখ হাসিনার মাথায় যা আসছে তাই বলছে; তবে, প্রশাসন নিজের মত করে দেশ চালাচ্ছে; প্রশাসন কৌশলে শেখ হাসিনাকে খুশী রেখে নিজেদের ইচ্ছা মতো চালাচ্ছে, প্রশাসনিক অবস্হা বেগম জিয়ার আমলের কাছাকাছি

১১| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১১

সোহানাজোহা বলেছেন: সরকার ও মানুষের মাঝে বন্ধন না থাকার অন্যতম কারণ কি?

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


সরকারের সাথে মানুষের বন্ধনের ১ম ব্রীজ হলো, "নির্বাচিত প্রতিনিধিরা" ও স্হানীয় প্রশাসন। চেয়ারম্যান ও স্হানীয় ওয়ার্ড কমিশনারগুলো ডাকাত, এমপিরা অসৎ ও অদক্ষ, স্হানীয় প্রশাসন এলকার শতকরা ৫ ভাগ লোকের সাথে চলে ও তাদেরকে সরকারী সুযোগগুলো দেয়।

১২| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৬

নিমো বলেছেন: চিন্তার কিছু নেই। Bellum omnium contra omnes

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


সবাই সবার বিপক্ষে চলে গেছে ইতিমধ্যে, সবাই সবার বিপক্ষে সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করছে; এবং ইহাও এনার্খীর একটা দিক

১৩| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৩৫

মুজিব রহমান বলেছেন: নিজেকে বাঁচানোর দায়িত্বতো নিজেরও। তবে অফিস খুলে দিলে চাকরিজীবীদের পথ থাকবে না। চাকরি বাঁচাতে হবে।

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


অফিস এক সময় খুলতে হবে, কিন্তু অফিস খোলার জন্য যেই প্রস্তুতির দরকার, সেটা সরকার প্ল্যান করেনি; অফিসের লোকেরা নিজের থেকে যতদুর করে, সেটাই ভরসা। তবে, বাংলাদেশে, মৃত্যুর হার অনেক দেশের চেয়ে কম দেখা যাচ্ছে।

১৪| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৫০

মীর আবুল আল হাসিব বলেছেন: ব্যাপারটা সরকার আর জনগনের বন্ধন এর না। ব্যাপারটা হলো ঘাড়-ত্যাড়ামি আমাদের রক্তে।
সরকার তো দূরে থাক নিজের বাপ যা বলে সে কথা কয়জন শোনে।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



জাতির চরিত্র গঠন হয় একটা সংস্কৃতির অধীনে, ট্রেডিশনের অধীনে, সমাজের অবস্হানের উপর, রাষ্ট্রের চরিত্রের উপর নির্ভর করে; এটাকে 'জাতি গঠন' বলে।

১৫| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন: সত্যি বলতে বিশ্বাসের জায়গাটা একদমই নষ্ট হয়ে গেছে । দেশের সাধারণ মানুষ সরকারের কোনকিছুর ওপরই রিলাই করেনা । কারণ হচ্ছে অলমোস্ট সবাই কোন না কোনভাবে ভিকটিম । বিশ্বাস না থাকলে কোন বন্ধন তৈরি হবেনা এটাই স্বাভাবিক ।

ওখানে রায়টের কি অবস্থা । প্রোটেস্ট করেছে ঠিক আছে কিন্তু এতে কোভিডের অবস্থা আরো খারাপ হবেতো । ম্যাসিভ ক্রাউড ।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



মিনিয়াপোলিসের প্রোটেস্ট ঠিক আছে; জ্বালাও পোড়াও ঠিক আছে, ঐ বাস্টার্ড পুলিশগুলো ও তাদের সাপোর্টাররা আমেরিকার নাগরিকদের ইয়েমেনের মানুষের মতো মনে করে।

১৬| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

মিরোরডডল বলেছেন: সেটাই বললাম প্রোটেস্ট করেছে ঠিক আছে কজ ইটস টু ব্রুটাল ।
আই থট উই উইল গেট আ পোষ্ট ফ্রম ইউ ।

২৯ শে মে, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের ঘটনা বারবার ঘটছে আমেরিকায়; তাই এবার পোষ্ট দিইনি, এই ঘটনাগুলোর প্যাটার্ণ বদলায়নি

১৭| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী তার লেখার শিরোনাম দিয়েছেন
sb]সরকার ও মানুষের মাঝে কোন ধরণের বন্ধন নেই, দেশে এনার্খী চরমে

আমি এনার্খী শব্দের মানে জানিনা। আমি কি প্রশ্নফাস জেনারেশন?

২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


না, আপনি প্রশ্নফাঁস জেনারেশনের আগের মানুষ।

১৮| ২৯ শে মে, ২০২০ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি যদি Anarchy এর উচ্চারণে এটা মিন করেন
তা হলে এর উচ্চারন হবে a-nuh-kee আপনি এত ঝামেলায়
না গিয়ে অরাজবতা বা নৈরাজ্য বলতে পারতেন। বাংলার মাঝে একটা ইংরেজী
শব্দ দিয়ে গোলমাল বাধানোর কি দরকার।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



এনার্খী একটি শক্তিশালী শব্দ, অরাজকতাও চলে।

১৯| ২৯ শে মে, ২০২০ রাত ১০:০৯

আলাপচারী প্রহর বলেছেন: এই সরকার জনতার নয়। এই হাসিনা জনতার নয়। এই প্রশাসন জনতার নয়।
এর্নাকি এর জবাব।

২৯ শে মে, ২০২০ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


সরকার গঠনে গনতান্ত্রিক ব্যবস্হা প্রয়োগ না করাতে দেশে এনার্খী বেড়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব থেকে পালাতে গিয়ে মানউষ আফ্রিকা চলে যাচ্ছে, মারা যাচ্ছে পথে।

২০| ৩০ শে মে, ২০২০ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এনার্খী একটি শক্তিশালী শব্দ, অরাজকতাও চলে।

আপনি Anarchy এর উচ্চারণ ও বাংলা লেখ্য রুপটি দেখে নিন।

৩০ শে মে, ২০২০ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ঠিক আছেন।

২১| ৩০ শে মে, ২০২০ সকাল ৭:৩০

সত্যপীরবাবা বলেছেন: চাঁদগাজী চট্টগ্রাম বিভাগের মানুষ। তাই অনেক শব্দে ক এর যায়গায় খ উচ্চারন করা ওনার জন্য স্বাভাবিক। আর অ্যামেরিকানরা r silent রাখে না, বৃটিশদের মতো।

৩০ শে মে, ২০২০ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:



সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.