![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা পরাজিত হলে, ২ কোটী বাংগালীর ঘরে জেনারেল ইয়াহিয়ার ছবি ঝুলতো সেদিন; কিছু বাংগালী আছে, মুরগীর মতো, চিলে বাচ্চা নিলে টের পায় না। নাকি আসলে মুসরগী টের পায়, কাউকে দু:খের কথা বলতে পারে না? ৩০ লাখ বাংগালী মারলো জেনারেল ইয়াহিয়া; তারপরও অনেকে সামরিক শাসন মিস করছে।
১৯৫৮ সাল থেকে শুরু করে, পুরো আইয়ুবের আমলে, ঢাকার মিরপুর ও মোহাম্মদপুরে, এবং চট্টগ্রামের হালীশহরে বিহারীরের জন্য বিল্ডিং তুলে ফ্রি থাকতে দিয়েছে: রেলওয়ে ও পোর্টের সব চাকুরীতে বিহারীরা, বাংগালীরা নিজদেশে বেকার। বিহারীরা কথায় কথায় বাংগালীদের পেটে চুরি ঢুকায়ে দিতো, গালি দিতো; সেই আইয়ুব খানের ছবি আজও পুরান ঢাকাবাসীদের ঘরে আছে, জামতীদের ঘরে আছে।
রোহিংগা সমস্যায় বাংলাদেশ ডুবছে; কিন্তু মুরগীগুলো বুঝতে পারে না, বার্মার নাগরিকদের কারা উৎখাত করেছে, কারা তাদের উপর গণহত্যা চালিয়েছে?
জেনারেল জিয়া এমনভাবে ক্যু করেছে যে, মুরগীদের মাথায় কোনদিন ঢুকবে না যে, সে, সিআইএ ও পাকী মিলিটারী মিলে বাংলাদেশকে থামিয়ে দেয়ার জন্য ক্যু করেছে। ৫৫ হাজার রাজাকার ও জামাতের জন্য সেটা ছিলো প্রতিশোধ ও ঈদ, কিন্তু বাকী মুরগীরা কেন লাফায়?
১৯৬৯ সালের বাংগালীরা, ১৯৭১ সালের যুদ্ধ-করা বাংগালীরা কি আরেকটি ইয়াহিয়া খান, আরেকটি আইয়ুব খান চেয়েছিলো? স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজনীতি বুঝে না, পড়ালেখা করেনি, স্বজাতিকে চেনে না।
আজকের ভারত কোথায়, পাকিস্তানী মিলিটারী পাকিস্তানকে কোথায় নিয়ে গেছে? আফ্রিকার নেতা, আফ্রিকার আলো, আফ্রিকার শক্তি, মিশর আজকে আমেরিকার কাছে ভিক্ষা করে ৩ বিলিয়ন ডলার আনে, সেটা দিয়ে মানুষকে আটা ও জয়তুনের তেল দেয়, পড়তে দেয় না, কাজ করতে দেয় না, ভিক্ষুক করে রেখেছে মিলিটারী; মিলিাটারীর নিজস্ব শহর আছে, কলকারখানা আছে, ইউনিভার্সিটি আছে। আমাদের দেশের মুরগীরা জেনারেল জিয়া ও এরশাদকে খুব মিস করে আজো।
৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতির শতকরা ৩০ ভাগ স্বাধীনতা বিরোধী।
২| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
মীর আবুল আল হাসিব বলেছেন: আপনি আজ ২-৩ জনের পোস্টে বলেছেন যে, জিয়াউর রহমান ৩০০ জন মুক্তিযোদ্ধা সৈনিক ফাঁসি দিয়েছে।
এ বিষয়ক কোন বই সাজেস্ট করুন প্লিজ।
কোন প্রতিবেদন বা আর্টিকেল এর লিঙ্ক হলে আরও ভালো হয়।
৩০ শে মে, ২০২০ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
হয়তো হাজার হাজর বইয়ে লেখা হয়েছে; এগুলো সরকারের দলিল। আমি বই ইত্যাদির নাম জানি না। আপনি ৬০ বছর বয়স্ক শিক্ষিত মানুষ থেকে জানতে পারবেন।
৩| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
বিজয় নিশান ৯০ বলেছেন: সিআইএ আর পাকিদের দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যায় কিন্তু নিজেদের দোষ কি ঢাকা যায় । মুসলিম দেশগুলোতে মিলিটারি শাসন অভিশাপ স্বরূপ ।
রাজনৈতিক ব্যর্থতা সামরিক শাসনের পথ সুগম করে। সামরিক শাসকদের পদ লেহন করে এক শ্রেণীর রাজনীতিবিদ ।
৩০ শে মে, ২০২০ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
রাজনৈতিক ব্যর্থতার আপনি কি বুঝেন? কংগ্রেসের রাজনৈতিক ব্যর্থতার জন্য ভারতে সামরিক ক্যু হয়নি।
৪| ৩০ শে মে, ২০২০ রাত ৮:০২
আমি সাজিদ বলেছেন: আমাদের মিলিটারির বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কি?
৩০ শে মে, ২০২০ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা উহাদের মিশরের সেনা বাহিনীর মতো পালন করে নিজের পক্ষে রাখেছে; আবার এমনভাবে রেখেছে যে, যাতে সহজে হাতে অস্ত্র না পায়।
৫| ৩০ শে মে, ২০২০ রাত ৮:০২
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন:
বাংগালী জাতির শতকরা ৩০ ভাগ স্বাধীনতা বিরোধী।
এরকম টা হওয়ার কি কারন বলে আপনার মনে হয়। ????
আমার মনে হয়, যেসব লেখক স্বাধীনতার পক্ষে কথা বলে তাদের নাস্তিক ট্যাগ দিয়ে দিছে কাঠ মোল্লারা। এজন্য অনেক লেখক থেমে গেছে। কিন্তু একজন থামেনি - মুহাম্মদ জাফর ইকবাল। উনাকে হৃদয়ে ধারন করি।
৩০ শে মে, ২০২০ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সালে, মুরগীগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে বৃহত্তর পাকিস্তানের পক্ষে ছিলো, তাদের সাহায্য করেছে, সমর্থন করেছে, তাদের হয়ে যুদ্ধ করে পরাজিত হয়েছে; ওদের ছানাপোনা মিলে এখন শতকরা ৩০ ভাগ হয়েছে
৬| ৩০ শে মে, ২০২০ রাত ৮:১৩
বিজয় নিশান ৯০ বলেছেন: ভারতে শুরু থেকে নানা আঞ্চলিক দল সক্রিয় ছিল । রাজ্যশাসিত সরকার ব্যবস্থা আছে। ঐখানে ক্যু করে সুবিধা হবে না ।
দেশে যখন একটি মাত্র দল ভয়ানক শক্তিশালী হয়ে সরকার চালায় এবং নানা ধরনের ভুল করে থাকে , কেউ প্রতিবাদ করে না তখন রাজনৈতিক শুন্যতা তৈরি হয় ।
৩০ শে মে, ২০২০ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেহসে ১৯৭৫ সালে রাজননৈতিক শুন্যতার সৃষ্টি হয়নি; রাজনীতিতে ছিলেন শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব ও মওলানা ভাসানী ছিলেন; মিলিটারী সবাইযকে হত্যা করে কেক জিয়া ও শেখ হাসিনার মতো বুদ্ধিহীনদের বাংলাদেশের মাথার উপর বসায়েছে।
৭| ৩০ শে মে, ২০২০ রাত ৮:২৪
আল ইফরান বলেছেন: আপনি ব্যক্তি জিয়া সম্পর্কে নিদারুণ বিদ্বেষ পোষণ করেন।
আপনার এই পোস্টে তাই বিরুদ্ধ মন্তব্য থেকে বিরত থাকলাম, আপনি ভেবে বইসেন না যে আমি সামরিক শাসনের ভক্ত।
আইনের শাসন যখন বিপন্ন হয়, তখন লিগ্যাল থিওরিতে দিয়েই সামরিক শাসনকে বৈধতা (সংবিধান এব্রোগেট করাও হতে পারে) দেয়া যায়। এইটা নিয়ে কিছু লিখলে ব্লগ কেয়ামত সে কেয়ামত হইয়া যাবে (আমি এমনিতেই ক্যাচাল পছন্দ করি না)
যাই হোক মুরব্বী (শের শায়েরি ভাইয়ের এই নামটা আমার পছন্দ হইছে, নামটার মধ্যে আপনার প্রতি আমাদের একটা ভালোবাসা অনুভব করা যায়), আপনি আমারে আবার লিলিপুট/পিগমি বইলেন না আমার ডিসেন্টিং অপিনিয়নের জন্য।
আমি এমনিতেই প্রশ্নপত্র ফাঁস জেনারেশনের পার্ট
দ্রস্টব্যঃ আপনি দেশে আসলে আপনার সাথে আমি একটু সরাসরি কথা বলতে চাই (যেহেতু আপনি ফ্রন্টলাইনে জিয়ার আন্ডারে যুদ্ধ করেছেন)। আমার বাবা ক্যাপ্টেন হায়দারের কথা খুব বলেন, কিন্তু আমার কাছেও পরিষ্কার না ঠিক কি কারনে উনি জিয়ার প্রতিকুলে চলে গিয়েছিলেন ৭১' পরবর্তী সময়ে। এইখানে অনেকগুলা মিসিং লিংক আছে।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
ব্যক্তি জিয়া বাংগালীর স্বাধীনতাকে মুছে দিয়ে ২য় পাকিস্তান বানায়েছে।
দেশে এলে আপনাকে জানাবো। ক্যাপ্টেন হায়দার সাহেব আপনার বাবা? উনি কি জীবিত আছেন? আপনাদের পরিবারের জন্য অনেক অনেক সন্মান রলো।
৮| ৩০ শে মে, ২০২০ রাত ৮:২৯
বিজয় নিশান ৯০ বলেছেন: একা মিলিটারির কাঁধে দোষ চাপাচ্ছেন । মিলিটারির সাথে অনেকেই হাত মিলিয়েছেন । কেউ কেউ মিলিটারিকে সাপোর্ট না করার জন্য খুন হয়েছিলেন । ভুল সময়ে বাকশাল ঘঠন করেছিলেন বঙ্গবন্ধু ।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
বাকশালের দরকার ছিলো, কিন্তু উনি মানুষের সাথে সেটা নিয়ে আলাপ করেননি, মানুষকে বুঝাননি; উনার মগজটা ছিল আসলে ছাত্রলীগের।
৯| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৩১
গুরুভাঈ বলেছেন: আজকের ভারত কোথায়??? অর্থনৈতিক এবং সাম্প্রদায়িকভাবে খুব একটা উন্নত বা শুধু উন্নতও তো বলা যায় না।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
সাম্প্রদায়িকতা এসেছে মোদীর সময়, উহা আবার চলে যাবে; ভারত এখন বিশ্বে পরিচিত, আমরা অপরিচিত।
১০| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৩৪
গুরুভাঈ বলেছেন: উনার বাবা ক্যাপ্টেন হায়দারের কথা বলেন, উনার বাবা ক্যাপ্টেন হায়দার না।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
স্যরি। তারপরও, উনার বাবা ক্যাপ্টেন হায়দার সাহেবকে জানতেন, উনার বাবা মুক্তিযুদ্ধ করেছেন। আপনাকে ধন্যবাদ।
১১| ৩০ শে মে, ২০২০ রাত ৮:৪৬
গুরুভাঈ বলেছেন: ভারত বিশ্বে পরিচিত ২টা কারনে,
এক। তাদের শিক্ষত একটা অংশ বিশ্বের নানান কর্পোরেটে আছে।
দুই। বিশাল জনসংখ্যার কারনে বিশাল একটা কনজিউমার মার্কেট।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
সঠিক।
ইসরায়েলের লোক সংখ্যা ৭০ লাখ, এবং ওরা কারো কনজিউমার মার্কেট নয়; ওরা বিশ্বে পরিচিত।
আমাদের পরিচয় নেই, কারণ আমরা অশিক্ষিত ও আমাদের সরকার অসৎ ও অদক্ষ
আমেরিকায় জালিয়াৎ হিসেবে বাংগালীরা ৩ নম্বরে আছে।
১২| ৩০ শে মে, ২০২০ রাত ৯:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি সামরিক শাসন ও সামরিক শাসকদের পছন্দ করিনা। উহারা রাষ্ট্রের রাক্ষস।
৩০ শে মে, ২০২০ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতি কমপক্ষে মালয়েশিয়া, তাইওয়ানের কাছাকাছি যেতো যদি সামরিক ক্যু না হতো
১৩| ৩০ শে মে, ২০২০ রাত ৯:১২
গুরুভাঈ বলেছেন: ইসরায়েল বিশ্বে পরিচিত ২ কারনে-
এক। তাড়া ভুগতভাবে গোদের উপর বিষফোড়া অবস্থানে দখলদারি হিসেবে রেগুলার ঘটনার কারনে।
দুই। বড়ো বড়ো জাদরেল আমেরিকান ব্যাবসায়ী ইহুদি, ট্রম্পের প্রভাবশালী মেয়ে জামাইও ইহুদি। আমাদের জুকারবার্গও ধর্মগতভাবে ইহুদি।
৩০ শে মে, ২০২০ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা শিক্ষিত, ধনী ব্যবসায়ী, আবিস্কারক।
১৪| ৩০ শে মে, ২০২০ রাত ৯:২১
আল ইফরান বলেছেন: ব্যক্তিগত তথ্যের জন্য দুঃখিত।
আমার বাবা মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন হায়দারের পার্সোনাল রিক্রুট ছিলেন।
যেহেতু উনি ঐসময় গ্র্যাজুয়েট ক্লাসের ছাত্র ছিলেন, যুদ্ধ পরবর্তীতে ক্যাপ্টেন হায়দার আমার আব্বাকে মিলিটারিতে জয়েন করার বন্দোবস্ত করে দিয়েছিলেন (কেন জয়েন করেন নাই সেইটা আরেক ইতিহাস)।
যোগদান করলে হায়দার সাহেবের মতোই পরিণতি হয়তো বরণ করতে হত, কে জানে !
৩০ শে মে, ২০২০ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
ওকে।
আমাকে যুদ্ধের মাঝে আমার সিনিয়র ছাত্ররা কমিশনে যোগদান করার জন্য চাপ দেন, তারা যোগ দিয়েছিলেন; কমিশনে নিচ্ছিলেন কর্ণেল রব, উনি ছিলেন জেনারেল ওসমানীর এডভাইজার; কর্ণেল রব আমাকে প্রশ্ন করেন যে, আমি ছাত্রলীগ করি কিনা; আমি উত্তরে বলি যে, আমি ছাত্র রাজনীতির বিপক্ষে; উনি আমাকে নেননি।
যুদ্ধের পর, আমার শেষ ক্যাপ্টেন, ক্যাপ্টেন মাহফুজ জানতে চান যে, আমি কমিশনে যেতে ইচ্ছুক কিনা; আমি বললাম, আমি বরং পড়ালেখা করবো।
১৫| ৩০ শে মে, ২০২০ রাত ১০:২৩
সত্যপীরবাবা বলেছেন: বিজয় নিশান ৯০ বলেছেন: মুসলিম দেশগুলোতে মিলিটারি শাসন অভিশাপ স্বরূপ ।
কোন কোন অমুসলিম দেশের জন্য সামরিক শাসন আশীর্বাদ হয়েছে?
৩০ শে মে, ২০২০ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
আমাদের পুরো স্বাধীনতাকে অর্থহীন করে দিয়েছে জেনারেল জিয়া; বার্মাতে আমাদের ছেয়ে মাথাপিছু সম্পদ হাজারগুণে বেশী; তাদের মেয়েগুলো আরব দেশে পাঠায়েছিলো কাজ করতে, আরবেরা মেয়েগুলোকে যৌন দাসী বানাযয়েছে।
১৬| ৩০ শে মে, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: মোহাম্মদপুর জেনিভা ক্যাম্পে বিহারীরা এখন ভালো নেই। গিঞ্চি এলাকা। অল্প জায়গায় অনেক মানুষ। অবশ্য এরা বেশির ভাগই নেশা করে। নেশা দ্রব্য বিক্রিও করে। অন্যদিকে পাকিস্তানে আটকে পড়া ৩০ বাঙ্গালীও ভালো নেই। তারা অনেকে দেশে আসতে চায়। কিন্তু আসতে পারছে না।
৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
একা করাচীতে ৫০ হাজারের বেশী বাংগালী আছে, ১০ হাজার মেয়ে আছে পতিতালয়ে; তাদেরকে আনার মতো বুদ্ধিমত্তা শেখ হাসিনার নেই।
বিহারীদেরকে গোপনে আজকেও করাচী দিয়ে আসা সম্ভব। ওখানে রোহিংগারা স্বাধীনভাবে চলে; বাংলাদেশের মতো ক্যাম্পে থাকে না।
১৭| ৩০ শে মে, ২০২০ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: জিয়াউর রহমান ধোয়া তুলসী পাতা না। এটা সকলেই জানে। সে বিরাট অন্যায় করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে। অন্যদিকে গোলাম আযমকে পাকিস্তান থেকে এনেছে। বড় পদে বসিয়েছে। এমন কি যেসব রাজাকারদের বিচার হয়েছে, সাজা হয়েছে- তাদেরও উনি মুক্ত করে দিয়েছেন।
৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
আজকে যে আপনার চাকুরী নেই, ব্লগার রূপক বিধৌত সাধুর চাকুরী নেই, ২ লাখ ঋণ খেলাপী দেশের সব ক্যাপিটেল ডাকাতী করেছে, সেটার জন্য জিয়া, এরশাদ, কেক জিয়া ও শেখ হাসিনা দায়ী।
১৮| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অশিক্ষা, কুশিক্ষায় নিমজ্জিত, রাজনৈতিক জ্জানহীনরা সামরিক শাসনকে মিস করে।
অনুগ্রহ করে শিরোনামের বানান ঠিক করুন ।
আমি অদ্যকার রাজীব খানের পোস্টে নিম্নের মন্তব্যটি প্রকাশ করেছিলাম।
মেজর জিযা ছিলেন একজন অতি উচ্চাভিলাশী ক্ষমতা লিপ্সু ঘোড়েল টাইপের জেনারেল যা তাকে শৈরাচারে রুপান্তর ঘটায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকাল ১১টায় দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে উপস্থিত মুক্ত জিয়াউর রহমানের ইঙ্গিতেই দুজন অফিসার মেজর আসাদ ও জলিল দশম বেঙ্গল রেজিমেন্টে খালেদ, হুদা ও হায়দারকে হত্যা করেন। শুধু তাই নয়, এরা এই তিন জনের লাশ একটি ট্রাকে উঠিয়ে জিয়াউর রহমানের সামনে নিয়ে আসেন যাতে তিনি স্বচক্ষে তা দেখতে পারেন। কর্নেল তাহেরকেও জিয়া বাঁচিয়ে রাখেননি। গোপন বিচারের প্রহসন করে ফাঁসি দেওয়ার নামে ঠাণ্ডা মাথায় আপন জীবনদাতাকে হত্যা করেছেন।
গাজীসাবের লেখাতেও আমার একই বক্তব্য
৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণা, জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সাহায্য করছে।
১৯| ৩০ শে মে, ২০২০ রাত ১০:৩৬
বিজয় নিশান ৯০ বলেছেন: লে ক মাহফুজ জিয়া হত্যা মামলায় ফাঁসিতে ঝুলেছিলেন ?
আপনি সম্ভবত জিয়া দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ।
৩০ শে মে, ২০২০ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
সেই মাহফুজ সাহেব; শিয়াল এরশাদ ১৩ জন অফিসারকে ঝুলায়ে মিলিটারীকে মুক্তিযোদ্ধামুক্ত করেছিলো।
জিয়া দ্বারা একমাত্র আপনি ব্যতিত পুরো বাংগালী জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে; উহা বুঝতে অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতি বুঝতে হয়।
২০| ৩১ শে মে, ২০২০ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: পাকিস্তানে আটকে বাঙ্গালীরা খুব কষ্টে আসে। তারা দেশে ফিরতে চায়। পাকিস্তান সরকার থেকে তারা কোনো সুযোগ সুবিধা পায় না। খুব মানবেতর জীবন যাপন করছে।
৩১ শে মে, ২০২০ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি দেশে আসতে পারলে, ওদেরকে নিয়ে আসবো।
২১| ৩১ শে মে, ২০২০ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: কানাকে কানা বলতে হয় না। বেকারকে বেকার বলতে হয় না। বেকার তো ইচ্ছে করে বেকার না। চেস্টা তো কম করি নাই। ক্ষমতাবান মামা চাচা আর টাকা নাই বলে বেকার। কত অগা মগা যগা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে।
ঋণ খেলাপিরাই ভালো আছে দেশে। মানুষের কত টাকা এরোপ্লেন ভাড়া করে থাইল্যান্ড আমেরিকা চলে যাচ্ছে!
৩১ শে মে, ২০২০ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা নিজেই জেনারেল জিয়া ও সিআইএ'রক্যাপিটেলিজম অনুসরণ করছে। আপনাকে উদাহরণ দিয়েছি, মন খারাপ করবেন না; শেখ হাসিনা বাংগালীদের বেকার রেখে অপরাধ করছে।
২২| ৩১ শে মে, ২০২০ রাত ১২:৪৯
নিমো বলেছেন: মীর আবুল আল হাসিব বলেছেন: এ বিষয়ক কোন বই সাজেস্ট করুন প্লিজ।
চাঁদগাজী, আপনি কি সরাসরি ওয়েব ব্রাউজার নাকি মাইক্রোসফট ওয়ার্ডে লিখেন ?
৩১ শে মে, ২০২০ রাত ৩:০৮
চাঁদগাজী বলেছেন:
আমি সরাসরি ব্রাউজারে লিখি।
২৩| ৩১ শে মে, ২০২০ রাত ১২:৫৪
সত্যপীরবাবা বলেছেন: আমার পূর্বের মন্তব্য ছিলো ব্লগার বিজয় নিশান ৯০ এর প্রতি। তাঁর মন্তব্যে মনে হয়েছিল অমুসলিম দেশের জন্য সামরিক শাসন আশীর্বাদ হতে পারে। এবং মায়ানমারের কথাই মনে এসেছিল। বিজয় নিশান ৯০ এর ধারনা যে সঠিক না, আপনার মন্তব্যে তা পরিষ্কার, চাঁদগাজী।
৩১ শে মে, ২০২০ রাত ৩:১০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের সকল বেকুবদের মিলনমেলা হচ্ছে বাংলাদেশে
২৪| ৩১ শে মে, ২০২০ রাত ১:২৩
নতুন বলেছেন: দেশের মানুষ এমন কেন বুঝিনা।
একটা জাতীর মানুষের মাঝে যদি এতো ভ্যাজাল থাকে তবে কিভাবে উন্নতি হবে???
শেখ মুজিবুর রহমান, ৪ নেতাকে হত্যা করলো, জিয়াকে হত্যা করলো ।
এরশাদ, খালেদা হাসিনার দলের নেতারা দূনিতি করে দেশটার প্রানশুষে নিচ্ছে।
ছাত্ররা রাজনিতিক দলের লাঠিয়াল বাহিনিতে পরিতন হয়েছে।
আমরা যাবো কোথায়?
৩১ শে মে, ২০২০ রাত ৩:১২
চাঁদগাজী বলেছেন:
আমাদেরকে দোযখে নিয়ে এসেছে জেনারেল জিয়া ও এরশাদ। এরপর বেগম জিয়ার সাইন বোর্ড লাগিয়ে মিলিটারী আমাদেরকে দোযখে রেখেছিলো। মনে হচ্ছিল। শেখের মেয়ে বুদ্ধিমান হবে; কিন্তু উহার মাথায় মগজ নেই।
২৫| ৩১ শে মে, ২০২০ রাত ৩:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩০% স্বাধীনতা বিরোধী,অনেক অনেক দিন আগের কথা।আওয়ামি লীগ মনে করে বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাধীনতা বিরোধী।তাই নিরপেক্ষ নির্বাচন আরনয়।সরকারের যত রকমের কৌশল আছে তা প্রয়োগ করে যতদিন থাকা যায়।পরেরটা পরে।
প্রায় শোনা যায় শেখ হসিনা একা দেশ চালায়।একা না,তার ঘনিষ্ঠ কিছু লোক আছে,যারা নির্বিচিত না আবার মন্ত্রীও না।সবাই মিলে দেশ চালায়,মন্ত্রীরা আছেন সাক্ষী গোপাল।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বুদ্ধিমান নন, তবে কৌশলী; ক্ষমতা থেকে সরলে, একটা মুরগীও উনার পক্ষে থাকবে না, সবচেয়ে কাছের লোকও উনাকে গালি দেবে।
২৬| ৩১ শে মে, ২০২০ রাত ৩:৫৭
নিমো বলেছেন: লেখক বলেছেন: আমি সরাসরি ব্রাউজারে লিখি।
সেক্ষেত্রে পোস্ট করার আগে Avro Spell Checker এ বানানের শুদ্ধতা যাচাই করে নিলে আগামীতে বানান ভুলের সম্ভাবনা কমবে। শিরোনামে বানান ভুলটা দৃষ্টিকটু লাগছে।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
অভ্র দিয়ে কোথায় লেখেন?
২৭| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু লোকআছে যারা জীবনেও বড় কিছু হতে পারবেনা,কিন্ত নিজেকে বিরাট কিছু একটা মনে করে, তারা চায় সামরিক সরকার আসলে আমাদের কিছু হিল্লে হবে।এমন ৫০ জনের নাম আমি বলতে পারি,এবং তারা সমাজে প্রতিষ্ঠিত কিন্ত এই সরকারের কাছে অবহেলিত।
৩১ শে মে, ২০২০ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আইয়ুব শেখ সাহেবের বিচার করবে বলাতে বাংগালীরা ফেটে পড়েছিলো; কিন্তু শেখ সাহেবকে নির্মমভাবে হত্যা করার পর কেহ কিছু বলেনি। ১ লাখ মুক্তিযোদ্ধা যদি খালি হাতে শেখ সাহেব কিংবা তাজউদ্দিন সাহেবের জন্য বের হতো, বাংলাদেশের মিলিটারীর অফিসারেরা কাপড় বদলায়ে পালিয়ে যেতো; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহবে ২জন বাকীদের কোন মুল্যা দেননি; তেমনি শেখ হাসিনা বাবার মতো করে চলছে, মিলিটারী ও প্রশাসনকে হাতে রেখে মানুষকে বাদ দিক্সয়ে দেশ চালাচ্ছে।
২৮| ৩১ শে মে, ২০২০ ভোর ৬:৪৯
নিমো বলেছেন: লেখক বলেছেন:ধন্যবাদ।
অভ্র দিয়ে কোথায় লেখেন?
আমি অভ্র দিয়ে লিখিনা। প্রভাত দিয়ে লিখি। তবে অভ্রতেও প্রভাত আছে। সরাসরি ওয়েব ব্রাউজারেই লিখি। তবে পোস্টের আগে Avro Spell Checker (এটা অভ্র কী-বোর্ড ইনস্টল করলে একসাথে ইন্সটল হয়) চালু করে তাতে পেস্ট করে বানানের শুদ্ধতা যাচাই করি। বানান ভুল থাকলে সেটা ঠিক করি। তারপর পোস্ট করি। তাও অনেক সময় টাইপো হয়ে যায়। ভালো থাকুন।
৩১ শে মে, ২০২০ সকাল ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
২৯| ৩১ শে মে, ২০২০ ভোর ৬:৫৩
সুপারডুপার বলেছেন: আপনি কি জিয়া হত্যাকান্ড সাপোর্ট করেন?
৩১ শে মে, ২০২০ সকাল ৭:২১
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই, না হয়, এই হত্যাকারী দৈত্য থেকে মুক্তি পেতে আন্দোলন হলে বহু হাজার মানুষের প্রাণ যেতো; রাজাকর ও জামাতীরা জিয়ার পক্ষে থেকে গণহত্যা চালাতো। সর্বোপরি, যারা বাংলাদেশ চাহেনী তারা কি পরিমাণ মানুষ মারতো; জিয়ার পক্ষে পুরো মিলিটারী ও এরশাদ ছিলো।
৩০| ৩১ শে মে, ২০২০ সকাল ১০:০৫
বঙ্গদুলাল বলেছেন: বঙ্গবন্ধু হত্যার ভুমিকায় সিআইএ, পাকি মিলিটারি ও জেনারেল জিয়া কাকে কত পার্সেন্ট করে দিবেন আপনি?
আমার প্রচুর জানতে ইচ্ছে করে মুক্তিযুদ্ধ নিয়ে। চট্টগ্রাম বিভাগের মধ্যে আমাদের এলাকায় সম্মুখযুদ্ধ হয়নি (দ্বীপ এলাকা, পাহাড় জঙ্গল না থাকায় গেরিলা যোদ্ধারা লুকিয়ে হামলার তেমন সুযোগ ছিল না। পাকিরা রাজাকারদের নিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা আব্বার মুখে শুনেছি।পাশের হিন্দু পাড়ার কিছু লোকজন ভয়ে আমাদের দাদার বাড়ির দিকে এসে লুকিয়ে থাকতো।রাজাকারদের নিয়ে লুটপাট শেষ করে পাকিরা কিছুদিন পর পালিয়ে যায়।
৩১ শে মে, ২০২০ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান পরাজিত হওয়ায়, পাকিস্তানী মিলিটারী প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিলো; শেখ সাহেব সোভিয়েত সাহায্য নেয়াতে ও বাকশাল করতে চেষ্টা করায় সিআইএ ভুল বুঝে, শেখ সাহেব সোভিয়েত ব্লকে চলে গেছে; তারা ও পাকীরা মিলে শেখ সাহবেকে সরানোর সিদ্ধান্ত নেয়; তারা বাংলাদেশ মিলিটারীকে হাতে নেয়ার জন্য জিয়াকে ভাড়া করে।
৩১| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: না মন খারাপ করি নি।
৩১ শে মে, ২০২০ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
৩২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০৮
সুপারডুপার বলেছেন:
সুপারডুপার বলেছেন: আপনি কি জিয়া হত্যাকান্ড সাপোর্ট করেন?
লেখক বলেছেন: অবশ্যই, না হয়, এই হত্যাকারী দৈত্য থেকে মুক্তি পেতে আন্দোলন হলে বহু হাজার মানুষের প্রাণ যেতো; রাজাকর ও জামাতীরা জিয়ার পক্ষে থেকে গণহত্যা চালাতো। সর্বোপরি, যারা বাংলাদেশ চাহেনী তারা কি পরিমাণ মানুষ মারতো; জিয়ার পক্ষে পুরো মিলিটারী ও এরশাদ ছিলো।
-------------------------------------------------------------------------------
আপনি তাহলে হত্যা কান্ডকে সাপোর্ট করেন! ইউরোপ - আমেরিকাতে থেকেও কিছু মানবিক গুন জানলেও আপনি হয়তো তা এখনো মেনে নিতে পারেন নি। রাশিয়া ও বেলারুশ ব্যাতীত ইউরোপে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড নাই। ইউরোপে বাংলাদেশের মত অহরহ খুন খারাপিও নাই। খুনের শাস্তি খুনের কারণে , বাংলাদেশের মতন দেশ গুলোতে এখনো চলে লাশের রাজনীতি।
লজিক্যালি ,
- খুন যদি একটি খারাপ কাজ হয়, খুনের শাস্তি খুন দিয়ে , খুন প্রতিরোধ সম্ভব না। অন্যভাবে বললে একটি খারাপ কাজকে আরেকটি একই খারাপ কাজ করে বন্ধ করা সম্ভব না। বরং খুন দিয়ে খুন বন্ধ করতে গেলে খুনাখুনি চলতেই থাকবে।
- জীবন নেওয়া যদি শাস্তি হয় , জীবন দেওয়া পুরস্কার হওয়া উচিত। কিন্তু মানুষ জীবন নিতে পারলেও , জীবন দিতে পারে না ! যেমন : ভুল আসামির ফাঁসি হয়ে গেলে, পরবর্তীতে প্রমাণিত হলে ; তাকে আর জীবন দেওয়ার সুযোগ থাকে না।
ইউরোপে পড়ালেখা করে ও ইউরোপিয়ানদের সাথে ইন্ট্রিগ্রেট হয়ে অনেক কিছু শেখা যায় । কিন্তু ইউরোপে বাংলাদেশী কমিউনিটির সাথে বেশি ওঠা বসা করে, মনে হয় না বেশি কিছু শেখা যায় । এইসব কমিউনিটি গুলো হয় প্রচন্ড দলকানা। কেউ লীগ , কেউ বিএনপি , কেউ জামাত , কেউ ফ্রন্ট ইউনিয়ন, কেউ গ্রূপে গ্রূপে ক্যাচাল নিয়ে আছে। দল কানাদের কাছে থেকে আসলে সত্য জানার কোনো সুযোগ নাই।
৩১ শে মে, ২০২০ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
যাঁরা যুদ্ধ করে বাংগালী জাতিকে মুক্ত করেছেন, জিয়া তাদেরকে 'ক্যু করার' অভিযোগে ফাঁসী ঝুলাচ্ছিল, এবং মিলিটারী তার হাতে, ওর মৃত্য ব্যতিত মুক্তিযোদ্ধা সৈনিকদের বাঁচার পথ ছিলো না।
৩৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:২৩
চেংকু প্যাঁক বলেছেন: কি খবর ডোডো গাজি? কেমন আছ? ব্লগে তো ভালই বলদামি করতেছ দেখা যায়।
৩১ শে মে, ২০২০ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগ আপনার জন্যও খোলা, চেষ্টা করেন।
৩৪| ৩১ শে মে, ২০২০ রাত ৯:৫৯
আলাপচারী প্রহর বলেছেন: কিছুদিন আগে ১৯৭১ নিয়ে টিক্কা খানের স্মৃতিচারণ মূলক লেখা পড়েছিলাম।
বলেছেন, ১০% লোক সচেতন, তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
১০% পাকিস্তানের পক্ষে সচেতন ভাবে সক্রিয় ছিল।
৮০% নিস্ক্রিয় ছিল, অপেক্ষায় ছিল, যুদ্ধে যারা জিতবে তাদের পক্ষে ভীড়েযাওয়ার জন্য।
৩১ শে মে, ২০২০ রাত ১০:১৬
চাঁদগাজী বলেছেন:
সে যদি সঠিকভাবে এতকিছু বুঝতো, জাতির একাংশকে আক্রমণ করতো না। ১০/১৫ ভাগ পাকিস্তানের পক্ষে সক্রিয় ছিল।
৩৫| ৩১ শে মে, ২০২০ রাত ১০:০৫
আলাপচারী প্রহর বলেছেন: পুরনো ঢাকা সমন্ধে একটি তথ্য আপনার ঠিক আছে।
হিন্দুরা যেমন দেবতাকে পুজা করে, পুরনো ঢাকাইয়ারা এখনো আইয়ূব খাঁনকে হৃদয় দিয়ে পুজা করে। আর এখনো বাজায় “সাইয়া দেকে আনা রে, আনে ফিরনা যানা রে, জম জমা জম”
৩১ শে মে, ২০২০ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
জাতিকে শিক্ষিত করলে এসব সমস্যা থাকতো না; শেখ সাহেব কোন কিছু সঠিকভাবে বুঝতেন না।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২
মীর আবুল আল হাসিব বলেছেন: এটা বলার অপেক্ষা রাখে না যে, সামরিক শাসন জঘন্য একটা জিনিস। ভাবতে খারাপ লাগে এই জঘন্য জিনিসটাকেও মানুষ সাপোর্ট করে (তাহাদের .....রুপি বিচরন একটু পরেই আপনার পোস্টে দেখতে পারবেন)