নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর রাত সামনে, আমেরিকা জ্বালিয়ে দেবে আজ?

৩১ শে মে, ২০২০ রাত ৩:৩৩



*** ৭:৫৫, লজএন্জেলস'এ কারফিউ দেয়া হয়েছে; পুলিশের গাড়ী পুড়ছে। ****
*** ৮:০৫, শিকাগোতে পুলিশের সাথে সংঘর্ষ চলছে ***
*** ৮:০৫ ম্যানহাটনের ১৪ ষ্ট্রিটে রাস্তার উপর আগুন জ্বলছে , পুলিশ সাইকেলে করে ঘুরছে ***
*** ছোট ১টা গ্রুপ ম্যানহাটনের রাস্তায় আগুন জ্বালাচ্ছে; এরা প্রতবাদের ক্ষতি করছে ***
*** ৮:২৫, সল্টলেইক সিটিতে গাড়ীতে আগুন দিয়েছে; লসএন্জেলসে মানুষ বাড়ছে, কয়েক হাজার সমবেত হয়েছে ***
*** ৮:৩০, ব্রুকলীনে শুরতেই সংঘর্ষ শুরু হয়েছে ***
*** কিছু কালো নেতা বক্তব্য দিচ্ছে, কেহ শুনছে না ***
*** কালোরা পুলিশের দিকে বোতল ইত্যাদি মারছে, ইহাতে সাদারা প্রতিবাদ থেকে সরে যাবে ****
*** লসএন্জেলেস এ ৫০ টির বেশী পুলিশর গাড়ীর চাকা কেটে দিয়েছে ****
****৯:১৪, ব্রুকলীনে পুলিশের গাড়ী পোড়ায়ে দিয়েছে ****

*** রাত, ২:২৫, শিকাগোতে কার্ফিউ মানছে না মানুষ, মানউষ এখনো রাস্তায় ****
*** দরিদ্র কালোরা লুট করার ফলে প্রতিবাদ থেকে সাদারা সরে যাচ্ছে ****
*** ১৫০০ এরেষ্ট ****
*** ৩:০৭, মায়ামীতে কারফিউ, কিন্তু এখনো পুলিশের সাথে সংঘর্ষ চলছে ****


এখন নিউইয়র্ক সময় বিকেল ৫'টা; এখন দেখা যাছে আমেরিকার সব শহরে বিপুল পরিমাণে মানুষ জমা হয়েছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে; শিকাগোতে একটু আগে ৪/৫টা পুলিশ গাড়ী ভেংগে দিয়েছে মানুষ। মানুষ ইতিমধ্যেই হোয়াইট হাউজের চারিদিকে মানুষ জমা হয়ে গেছে। লস-এন্জেলেস শহরে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে।

মিনোসেটা রাজ্যের কয়েক শহরে বিপুল পরিমাণ মানুষ জমা হয়েছে; রাজ্য সেখানে আধা-মিলিটারী নিয়ে এসেছে; সন্ধ্যা ৮'টা থেকে মিনিয়াপোলিস ও সেইন্ট পল শহরে কারফিউ; পুলিশ, গভর্ণর ও সিনেটর মানুষকে সন্ধ্যা ৮'টার পর ঘরে ফেরার জন্য বলেছে; কিন্তু বলা কঠিন কি হবে।

করোনা কন্ট্রোলে সরকারের অসফলতা মানুষের মাঝে ভয়ংকর ক্ষোভের সন্চার করেছে; ঠিক সেই সময়, পুলিশের হাতে আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যু মানুষকে ভয়ংকরভাবে নাড়া দিয়েছে। মানুষ যেভাবে জড়ো হচ্ছেন, এতে করোনা বাড়বে; কিন্তু এটার দরকার আছে!

মন্তব্য ৫১ টি রেটিং +২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:০২

নিমো বলেছেন: Hobbesian war শুরু। খেয়োখেয়ি পর্ব শেষ হলে যারা অবশিষ্ট থাকবেন তারা তখন নিজেদের বাঁচার স্বার্থে সীমিত পরিসরে কিছু Symbiosis ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে।

৩১ শে মে, ২০২০ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজমের সমস্যাগুলো মানউষের জীবনের উপর প্রভাব ফেলে চলছে; ধনীদের কাছে সাধারণ মানুষের মুল্য নেই, মানুষ নিজকে তুলে ধরার চেষ্টা করছে; এটাই সভ্যতার এই সময়ের বিবর্তন।

২| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:০২

ডঃ এম এ আলী বলেছেন:



টিভি নিউজে দেখা যাচ্ছে অনেক ভবন ও গাড়ী দাও দাও করে জ্বলছে্ । সত্যিই সেএক ভয়ংকর অবস্থা।
খবরে দেখলাম বিক্ষোভ কারিদেরকে কঠোর হস্তে দমন করা হবে। বিষয়টি সার্বিকভাবে সকলের জন্যই
খুবই উদ্বেগের বিষয় ।

৩১ শে মে, ২০২০ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ও তার লোকজন কোন এক ধরণের ষড়যন্ত্র করছে কিনা, কি জানি! সে মানুষকে শান্ত হওয়ার জন্য আহ্বান না জানিয়ে উস্কানী দিয়েছে; সে বলেছে, হোয়াইট হাউজে ঢুকলে ভয়ংকর অস্ত্র ও কুকুরের সামনে পড়বে মানুষ।

৩| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:১৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন:
এই সন্ত্রাসী রাষ্ট্রের চূড়ান্ত ধ্বংস না হওয়া পর্যন্ত বিশ্বের দেশে দেশে আগ্রাসন,গণহত্যা,লুটপাটের মতো বর্ণবাদী আক্রমণও কোনোদিন বন্ধ হবে না।

৩১ শে মে, ২০২০ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


এই দেশের যদি পতন হয়, বিশ্বে কারা টিকে থাকবে?

৩১ শে মে, ২০২০ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



এই দেশের যদি পতন হয়, বাংগালীদের টিকে থাকার সম্ভাবনা কতটুকু, কোন আইডিয়া?

৪| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পৃথীবির কোন দেশ আমেরিকা থেকে সরাসরি কোন উপকার নেয় না।সরাসরি কিছু উপকার করেছে তালেবান ও আইএস কে।তার বর্নবাদী চেহারা আজ প্রকাশ হয়েগেছে।এখন দেখার বিষয় কিভাবে সামাল দেয়।

৩১ শে মে, ২০২০ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



আইএস সম্পর্কে বাংগালীদের ধারণা সঠিক নয়; আমেরিকা উহা তৈরি করেনি; আমেরিকার ইরাক দখলের ফলে উহার উদ্ভবের সুচনা হয়েছিলো; কিন্তু আইএস'এর মুল নিহিত শিয়া-সুন্নীর মাজে

৩১ শে মে, ২০২০ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার সরাসরি সাহায্যে পায়ে দাঁড়ায়েছে জার্মানী, কোরিয়া, ইসরায়েল ও ভিয়েতনাম।

৫| ৩১ শে মে, ২০২০ ভোর ৪:৫১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: all ideas goes to u nd trump, rest of country n peoples r ostrich's .

৩১ শে মে, ২০২০ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


না, সেটা সঠিক নয়; চলমান সভ্যতার সাথে তাল মিলিয়ে মানুষের মিনিমাম ধারণা ও জ্ঞান থাকতে হবে।

৬| ৩১ শে মে, ২০২০ ভোর ৫:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: ট্রাম্পের শাসনামলে এরকম কিছু দরকার ছিলো। এখন আরো যেটা দরকার সেটা হলো ট্রাম্পের কিছু পাগলাটে ডিসিশন। এমন ডিসিশন যেটা একটা ইতিহাস হয়ে যায়। সম্ভাবনা একটা ছিলো যে ট্রাম্পকে ইম্পিচম্যান্টে যেহেতু কিছু করা যায়নি আসন্ন নির্বাচনে জিতে যেতে পারে। কিন্তু এখন এমন একটা বড় ভুলের দরকার যেটা ট্রাম্পের শাসনামল একটা ইতিহাস হয়ে থাকবে ওয়াটারগেটের মতো।

যদিও খারাপ কিছু আশা করা একটা নির্মমতা জানোয়ার সুলভ, কিন্তু হোয়াইট সুপ্রেমেসী বা সাদা জঙ্গিবাদ যেকোনো জঙ্গিবাদ বা টেরোরিজমের থেকে ভয়ংকর। এটাকে রুখার বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিজয় মানে পৃথিবীতে সেই সাদা - কালো বর্নবাদ এবং দাসত্বের গ্লোবালাইজেশন শুরু হবে। এক ইসলামী জঙ্গিবাদেই পৃথিবী অতিস্ট নাকাল। কোরোনা পরবর্তী দশকে হোয়াইট সুপ্রেমেসীতে সাধারন আমজনতা, ননককেশিয়ান মানুষের জন্য দুঃসংবাদ বয়ে আনবে।

এই আন্দোলন যেন ট্রাম্পের পতনের সূচনা হয় সেই আশাই করছি

৩১ শে মে, ২০২০ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ইসলামী জংগীবাদ ৪৭টি মুসলিম দেশকে কবরে পাঠিয়ে দিয়েছে।

সাদা সুপ্রেমেসীর ফলে দেশের ক্ষমতা ও সম্পদ সাদাদের হাতে যাচ্ছে, কালো ও অন্যরা কম সুযোগ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে, কিন্তু মুসলমানদের মতো প্রাণ হারায়ে, দেশ হারায়ে রিফিউজি হতে হয় না।

ডেমোক্রেটরা ট্রাম্পকে আধা-ইমপিচ করে, ভয়ংকর সমস্যার সৃষ্টি করেছে; এখন ট্রাম্প নিজের থেকে ক্রমাগতভাবে ভুল না করলে পরাজিত হবে না।

করোনায় সরকারের অসলতা আজকের প্রতিবাদের মুলে আছে।

৭| ৩১ শে মে, ২০২০ ভোর ৫:২০

উদাসী স্বপ্ন বলেছেন: যে পুলিশ ঘাড়ে হাটু চাপা দিছে তার বিরুদ্ধে থার্ড ডিগ্রী মার্ডার চার্জ(মার্ডার সাধারণত দুই ডিগ্রী হয়, কিন্তু মিনেসোটাতে এক ডিগ্রী বেশী) দিবে বলে ঠিক হইছে। যদি এটাতে প্রসিকিউট করা যায় (সম্ভাবনা ৫০-৫০ কারন পুলিশের জন্য আইন আছে ধৃত ব্যাক্তি যদি সহযোগিতা না করেন তাহলে তাকে নিউট্রালাইজ করার জন্য ঘাড়ে হাটু ধরে যতক্ষন ইচ্ছা ততক্ষন রাখতে পারেন যাতে করে পরে সম্বিত ফিরে না পেয়ে তার ওপর আক্রমণ করতে না পারে) তাহলে ৪০০০০ ডলার অনাদায়ে ২৫ বছর জেল বা দুটোই হতে পারে। যদি সে জেলে যায় সে একদিনও টিকতে পারবে না। কারন পুলিশ যদি জেলে যায় তাকে ওখানেই সাইজ করার জন্য উঠে পড়ে লাগে সবাই তার ওপর ঘটনা যেভাবে আলোড়ন সৃস্টি করছে সে জেলখানায় গেলে কঘন্টা বাচে সেটাই দেখার বিষয়। এ্যাপসটিনের মতো কেউকেটাই বাচলো না, সুইসাইড দেখাইয়া পুরা কেস শেষ। এইটা তো একটা ঠোলা!

৩১ শে মে, ২০২০ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


সাদাদের ও পুলিশদের অরগেনাইজেশন আছে, ওগুলো এখন কাজ করছে। দেখা যাক, সাদারাও এই ধরণের হত্যাকান্ডের পক্ষে নয়। সাদারা নিরীহ আফ্রিকান আমেরিকানদের প্রতি সহানুভুতিশীল।

এই পুলিশের খবর আছে; তার স্ত্রী ডিভোর্সের জন্য আবেদন করেছে।

৮| ৩১ শে মে, ২০২০ ভোর ৫:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যুক্তরাষ্ট্রে ব্যাপক সামাজিক সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। এতো সমৃদ্ধ একটি দেশে সামাজিক বৈষম্য এতো প্রকট হতে পারে তা সেখানকার আফ্রিকান আমেরিকানদের না দেখলে বিশ্বাস করতে কষ্ট হতো।

সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পর যুক্তরাষ্ট্র ও তার তাবেদার রাষ্ট্রগুলো একধরণের মনোপলি বা একচ্ছত্র আধিপত্য পেয়ে গেয়েছিল বিশ্বকে শাসন করার এবং তাদের মতবাদ প্রচারের। সেই সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি সহ বিশ্বের অনেক দেশের মাথামোটা শাসকদের উৎখাত করে পাপেট সরকার প্রতিষ্ঠায়ও সফলতা লাভ করেছিল। কিন্তু সব বাড়াবাড়িরই একটা সীমা আছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ থাকা সত্বেও মানুষের প্রতি বিন্দুমাত্র সহানুভুতিবিহীন একটি উন্মাদকে দেশের কর্ণধার হিসাবে নির্বাচিত করার মতো এতবড়ো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েই ডুবতে বসেছে ।

৩১ শে মে, ২০২০ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার সরকার, প্রশাসন ও ধনীরা ভুলে গেছে যে, এই দেশে মানুষ আছে; তারা মানুষকে বাংলাদেশের নাগরিকের স্তরে নিয়ে গেছে। কালো, গরীব সাদারা বাংগালীদের মতো কষ্ট করছে; এর বিহিত হওয়ার দরকার আছে।

৩১ শে মে, ২০২০ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাইডেন মানুষের সাথে নেই, ডামী ঘরে বসে আছে!

৯| ৩১ শে মে, ২০২০ সকাল ৮:৩৩

আমি সাজিদ বলেছেন: ২০২০ অদ্ভুত

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:


এই সাল মানব ইতিহাসে অনেক কারণে বিখ্যাত হয়ে থাকবে।

১০| ৩১ শে মে, ২০২০ সকাল ৯:৩১

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশে যদি কোন দল সরকারের করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য রাস্তায় নামতো তবে কি বলতেন?
নিশ্চয়ই বলতেন না দরকার আছে। :)

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



আমার বলায় কি কোন কিছু বদলাতো; আমি চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ থেকে সরে যাক, উনি কি সরবেন?

১১| ৩১ শে মে, ২০২০ সকাল ১০:১৬

হাসান রাজু বলেছেন: ভয়ংকর রাত সামনে, আমেরিকা জ্বালিয়ে দেবে আজ?  কিসসুই হবে না। আপনার এমন আতংক জাগানিয়া শিরোনাম এর আগেও অনেক পড়েছি। চ্যালেঞ্জ করেছি। খামাখা তিলকে তাল দেখানোর খায়েশ আপনার ।  

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


আজকে রাতে যা ঘটবে, এতে আমেরিকায় অনেক পরিবর্তন আসবে। পারলে সিএনএন দেখেন।

১২| ৩১ শে মে, ২০২০ সকাল ১০:১৮

বঙ্গদুলাল বলেছেন: আমেরিকার এলিট সম্প্রদায়/ যাদের মূল ভুমিকায় ট্রাম্প ক্ষমতায় তাদের কত শতাংশ বর্তমান সময়ে আবারও ট্রাম্পকে ক্ষমতায় আনার পক্ষে বলে আপনার মনে হচ্ছে?

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:




ওরা আবারো ট্রাম্পকে চায়; কারণ, বাইডেন সম্পর্কে ডেমোক্রেটরাও বিশালভাবে উৎসাহী নয়।

১৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৩৯

ঢাবিয়ান বলেছেন: কিছু প্রবাসী বাংলাদেশী নিজ দেশে গুম, খুন, পুলিশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় সম্পুর্ন অগনতান্ত্রিক উপায়ে টিকে থাকা সরকারের জোড়ালো সমর্থক। কিন্ত এরাই আবার মাইগ্রেট করে যাওয়া দেশে এই ধরনের সরকারের ঘোরতর বিরোধি!!!!!!!!!

যাক আমরা প্রশ্নফাশ জেনারশনের মুক্ক সুক্ক বাঙ্গালী, আম্রিকার প্রেসিডেন্টরে আমাগো দেশি স্টাইলে দেখতে পাইয়া যারপরনাই আনন্দিত :`>

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



সবাই চান যে, নিজ জাতি খুব ভালো করুক; সাথে সাথে তারা কি চান যে, অন্য জাতি খারাপ থাকুক?

বাংলাদেশের মানুষের বেলায়, শিক্ষিতরা নিজেদের ছেলেমেয়েকে ভালো স্কুলে পড়ায়েছে, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়ালেখায় বাধা দিয়েছে; এতে করে ভয়ংকর এক সমাজ গড়ে উঠেছে, ইহার আকার, প্রকার কিছুই নেই। আমেরিকান ক্যাপিটেলিজম বেশ সমস্যা সৃষ্টি করছে, এবারের প্রতিবাদ একটা সমস্যার সমাধানের জন্য।

আমেরিকার সমস্যা বিশ্বকে প্রভাবিত করে।

১৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: এমনিতেই করোনা। এর মধ্যে গ্যাঞ্জাম করা ঠিক না। আমেরিকার জনগনকে বুঝতে হবে। ট্রাম্প রেগে গেলে একটা মাইরও মাটিতে পড়বে না।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:১৯

চাঁদগাজী বলেছেন:



গত ৫ দিনের প্রতিবাদের ফলে, কয়েক লক্ষ লোকের করোনা হবে; ট্রাম্প মনে হয় কিছুটা হতাশ, সে পয্রতিবাদের পক্ষে না গিয়ে, বিপক্ষে কথা বলছে।

১৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বালিয়ে দিক, পুড়িয়ে দিক!
এমন অসভ্য দেশ একদিন
ধ্বংশ হয়েই যাবে। কালোদের
তারা দেখতে পারেনা অথচ কালোরাই
দেশটাকে এতেদিন সুরক্ষিত রেখেছে।
সাদারা কুত্তার জন্য মানবতা দেখায়
মানুষের জন্য নয়। ওদের ধ্বংশ অনিবার্য।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


এই জ্বালাও পোড়াও আমেরিকার জন্য ভালো, এই জ্বালাও পোড়াও একটা অপশক্তিকে দুর্বল করে, আমেরিকাকে আরো মানবিক করবে।

১৬| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪৯

নীল আকাশ বলেছেন: আমেরিকানরা তো জেনে শুনেই ট্রাম্প'কে এনেছিল। গাছ লাগবে কুমড়োর আর ফল চাবে আম্রপালীর! সেটা তো সম্ভব না।
বর্নবাদ নিয়েই ন্যাটিভ আমেরিয়াকানদের মন জয় করেছিল ট্রাম্প'। সামনে ইলেকশন। ট্রাম্প এই সুযোগটাকে আবার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে।

৩১ শে মে, ২০২০ দুপুর ২:০০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদদের শাস্তি দিতে গিয়ে আমেরিকানরা ভুল করেছিলো, তারা ট্রাম্পকে এনেছিলো, ইহা কাজ করেনি। কিন্তু ট্রাম্প বর্ণবাদকে কাজে লাগিয়ে আবার জেতার চেষ্টা করছে, ইহা এখনো কাজ করছে; দেখা যাক, নভেম্বর অবধি কাজ করে কিনা।

এবারের ক্ষোভটা আসলে করোনায় আমেরিকান সরকারের অসফলতার বিপক্ষে, যদিও এক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে ইহার শুরু।

১৭| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৪৯

নীল আকাশ বলেছেন: সবচেয়ে দুঃখজনক হলো স্টুপিড ডেমোক্রাটদের কোন ভালো ক্যান্ডিডেটই নাই। ফাকা মাঠেই ট্রাম্প গোল দেবে এবার।
এইসব সংখ্যা লঘুদের ভোটে ট্রাম্পের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত শেতাঙ্গরা না ক্ষেপবে, ট্রাম্পের কোন টনক নড়বে না।

৩১ শে মে, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



ডেমোক্রাটদের ক্যান্ডিডেটই বাইডেন এই সময়ের জন্য উপযুক্ত নয়; সে মানুষ হিসেবে ট্রাম্প থেকে হাজার গুণ ভালো; কিন্তু আমেরিকার সমস্যাগুলো সম্পর্কে বাইডেন সঠিকভাবে কোন কিছু বলতে পারেনি, সমাধান নিয়ে বলতে পারেনি; তার চেয়ে সমস্যা, বাইডেনের ছেলের অধিক আয় নিয়ে বিশাল স্ক্যাননডাল আছে। এই প্রতিবাদ যদি ট্রাম্পকে দুর্বল করে, সেটাই বাইডেনকে সাহায্য করতে পারে।

১৮| ৩১ শে মে, ২০২০ রাত ৮:১৫

রাকু হাসান বলেছেন:

ভালো পোস্ট এক নজরে সারাদিনের বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। ৮টার ( বাংলাদেশ সময় ) তো বেজে গেল ।আন্দোলনকারীরা কি বাসায় ফিরতে শুরু করছে ?

৩১ শে মে, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


কোন শহরেই কারফিউ মানেনি মানুষ

১৯| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ঘটনা মেটার পরে একটা সামাজিক উদ্যোগ নেয়া উচিত হবে যেন সাদা আর কালদের মধ্যের বিদ্বেষ চিরতরে মিলিয়ে যায়। কিন্তু এরকম উদ্যোগ নেয়ার মত কোনও সামাজিক মহল কি আমেরিকাতে আছে? আমি জানি না। মানবতার জয় হয়ে স্থায়ী সমাধান আসুক এই কামনা করছি। ১০০ বছর আগের আমেরিকা অনেক মানবিক ছিল। আবার সেখানে ফিরে যাওয়া সম্ভব।

৩১ শে মে, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



বর্ণবাদ কমিয়ে আসার জন্য সরাসরি কোন সামাজিক প্রতিষ্ঠান কাজ করছে না।

২০| ৩১ শে মে, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: শুনলাম আমেরিকাতে নাকি বাস ভাড়া ফ্রি করে দিয়েছে?

৩১ শে মে, ২০২০ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



সব যায়গায় নয়, করোনার সময়ে নিউইয়র্ক শহরে

২১| ৩১ শে মে, ২০২০ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: বর্নবাদের জ্বালানী রেখে ট্রাম্প বসে আছে নাকি?

০১ লা জুন, ২০২০ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


করোনা নিয়ে ট্রাম্পের একগুঁয়েমীতে আমেরিকার ভয়ংকর ক্ষতি হয়েছে, এটা নিয়ে ট্রাম্প সম্প্রদায় চিন্তিত; তারা কইছু একটা করার চেষ্টা করতে, এখনো কিছু পরিস্কার নয়।

২২| ০১ লা জুন, ২০২০ ভোর ৪:০১

অনল চৌধুরী বলেছেন: আইএস সম্পর্কে বাংগালীদের ধারণা সঠিক নয়; আমেরিকা উহা তৈরি করেনি- এ্যামেরিকান সিনেটরদের চেয়েও বাংলাদেশী অভিবাসীরা বেশী জানে !!!!!
https://thehill.com/policy/national-security/260162-santorum-obama-hillary-created-isis

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি যেই লিংক দিয়েছেন, উহা আপনার মতো মানুষ, কিংবা আমার মতো মানুষই লিখেছেন, সক্রেটিস লিখেননি।

২৩| ০২ রা জুন, ২০২০ রাত ৩:৪১

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার কোনো সিনেটর প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগ করলে তার পরিণতি কি হয়,সেটা আপনিও জানেন।
এ সংক্রান্ত সব তথ্য-প্রমাণ ও ছবি আমার কাছেই আছে।
তার কাছে আরো বেশী আছে।

০২ রা জুন, ২০২০ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি দার্শনিক, আপনার কথার লেজমাথা কিছুই নেই

২৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:৫২

অনল চৌধুরী বলেছেন: কথা বুঝতে না পারলে তো দুর্বোধ্য হবেই।

০৩ রা জুন, ২০২০ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কি বলেন, উহা নিজে বুঝতে পারলে, আমি শান্তি পাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.