![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল আমেরিকান বিক্ষোভের ৬ষ্ঠ দিন শেষ হলো; মনে হচ্ছিল, শনিবারের পর, মানুষের ক্ষোভ কমে আসবে, রবিবার মানুষ তেমন নামবে না রাস্তায়; আসলে, উল্টোটা ঘটেছে, রবিবারে বেশী মানুষ নেমেছে ও অবস্হা খারাপের দিকে চলে গিয়েছে।
ট্রাম্প যেভাবে করোনা হ্যান্ডলিং করেছে, উহার শাস্তি হওয়ার দরকার; যাক, মানুষ জানে যে, আমেরিকান প্রেসিডেন্টদের শাস্তি হয় না; মানুষের মনে ভয়ংকর ক্ষোভ জমেছে; ট্রাম্প দেশের ভবিষ্যতকে ভয়ংকর রিস্কের মাঝে ঠেলে দিয়ে টাকা ছড়াচ্ছে নিজের অপরাধ ঢাকার জন্য ও আগামী ভোটের আশায়। যাক, গত ৬ দিনের বিক্ষোভ প্রমাণ করছে যে, মানুষ টাকা নিয়ে সন্তষ্ট নয়, তারা তাদের ও আমেরিকার ভবিষ্যত নিয়ে হতাশ ও শংকিত; জর্জ ফ্লয়েডের মৃত্যু মানুষের বিক্ষুব্ধ মনে আগুন জ্বালিয়ে দিয়েছে।
ট্রাম্প এই বিক্ষোভ না থামিয়ে, উল্টো মানুষকে ক্ষেপিয়ে দিয়েছে; কিছু মানুষ গত শুক্রবারে হোয়াইট হাউজের দেয়াল ডিংগিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলো; এটাকে কেন্দ্র করে সে বলেছে, "দেয়াল টপকায়ে ভেতরে ঢুকলে, ওরা ভয়ংকর কুকুর ও জাহান্নামের গুলির মাঝে পড়বে"। এটা কোন আমেরিকান প্রেসিডেন্টের কথা হতে পারে না; সে বুঝে, বা না বুঝে ভয়ংকর উস্কানী দিয়েছে; ফলাফল, হোয়াইট হাউজের ২০০ গজের মাঝে, আমেরিকান প্রেসিডেন্টদের ধর্মীয় মিলনস্হান, ঐতিহাসিক গীর্জা পোড়ায়ে দিয়েছে মানুষ।
বিক্ষোভের গতি বেড়েছে, কিন্তু মান হারিয়ে গেছে; কিছু দরিদ্র আফ্রিকান আমেরিকান, দরিদ্র সাদা ও দরিদ্র স্পেনিশ দোকানপাট লুট করে চলেছে; ইহা ট্রাম্পকে অস্ত্র দিচ্ছে, সে ন্যাশনাল গার্ড নামিয়ে বিক্ষোভ বন্ধ করিয়ে দিতে পারে; আবার, ন্যাশনাল গার্ড যদি বিক্ষোভ থামাতে না পারে, তখন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মনে হচ্ছে, সে ন্যাশনাল গার্ড নামানোর জন্য অপেক্ষা করছে।
বিক্ষোভকারীরা এখনো ট্রাম্পের পদত্যাগ চাচ্ছে না; মানুষ আসলে তেমন কোন দাবী দিচ্ছে না, মানুষ মনের ক্ষোভ উড়াচ্ছে। ট্রাম্প হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে যে, সে আগামী ভোটে জিতবে না, তখন সে তার পক্ষের লোকদের রাস্তায় নামার জন্য বলবে; ওর পক্ষের লোকেরা রাস্তায় নামলে, সাথে অস্ত্র নিয়ে আসতে পারে; সেটা ভয়ংকর হতে পারে; তবে, সেটা হবে ভয়ংকর ভুল, পুলিশ, কিংবা ন্যাশনাল গার্ড অস্ত্র হাতে কাউকে সহ্য করবে না।
মনে হচ্ছে, ট্রাম্প অপেক্ষা করছে মানুষের ক্ষোভ স্বাভাবিকভাবে কমে আসুক, অথবা সে ন্যাশনাল গার্ড নামানোর জন্য ষড়যন্ত্র করছে; তবে, ন্যাশনাল গার্ড ফেল করলে, ট্রাম্পকে বিদায় নিতে হবে, তার পদত্যাগ চাওয়ার দরকার হবে না।
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
ডোডোগাজি যদি বাংলাদেশে আসে, আপনাকে পালিয়ে স্বদেশে ( আফগানিস্তান ) চলে যেতে হবে, ভেবে দেখেন পোষাবে কিনা।
২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩৪
ঢাবিয়ান বলেছেন: আহ ট্রাম্প মামার দারুন একখান ছবি দিয়েছেন। সেতো শুনলাম হোয়াইট হাউসের নিচে থাকা বাঙ্কারে লুকায়ে আছে।
০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টকে ওর ইডিয়ট সিকিউরিটিরা নাকি বাংকারে নিয়ে গেছে! সে হোয়াইট হাউজের সামনে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে পারতো; মানুষ আমেরিকান প্রেসিডেন্টের গায়ে হাত তুলতো না, হয়তো মাথা গরম করে কয়েকটা কথা বলতো, এতে ক্ষোভ কমে যেতো।
৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমেরিকানরা সম্ভবত বাংলাদেশের মতো আন্দোলন করে না ।
বাংলাদেশে তো আন্দোলন হলে আগুন ধরিয়ে দেয় আর পদত্যাগ দাবি করে।
০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
গত ২ দিনে বাংলাদেশ থেকে অনেক বেশী আগুন দিয়েছে; তবে, উহার পদত্যাগ চাহেনি এখনো।
৪| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২০
খাঁজা বাবা বলেছেন: আপনার স্ট্যান্ড কি?
আপনি কি ট্রাম্পের পদত্যাগ চান?
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
না, এখন দেশের যেই অবস্হা, প্রেসিডেন্ট পদ নিয়ে টানাটানি হলে আমেরিকা আরো ডুবে যাবে! ট্রাম্প সরে গেলে, ধনীরা ভয়ে কাককর্ম কমিয়ে দেবে।
৫| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকানরা মাথামোটা ট্রাম্পমামাকে ডরায়।
সেও নাকি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মতো
কথায় কথায় গুলি চালায়। তাই তার সামনে
তার পদত্যগ চায়না সাহস করে। তবে কালক্রমে
সে ধরাশায়ী হবে । রাহুমুক্ত তবে মেরিকা। সেই
দিনের অপেক্ষায় রইলাম।
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
ভোটের আগে প্রেসিডেন্টের পদত্যাগ চাওয়া মানে বড় ধরণের সমস্যার সৃষ্টি করা; গত ৩ মাসে সে শধু ভুলের পর ভুল করে আসছে; শেষ ভুল হবে যদি মিলিটারী নামায়; মিলিটারী যদি ফেল করে, তখন তাকে পদত্যাগ করতে হবে।
৬| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্পের পদত্যাগ চাইবে কেন? ট্রাম্পের তো দোষ নেই।
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
এবারের বিক্ষোভ শুধু জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য নয়, এর পেছনে করোনায় আমেরিকার অসফলতা, চাকুরী হারানো ও ধনীদেরকে ২ ট্রিলিয়ন ডলার দেয়ার ক্ষোভ আছে।
৭| ০১ লা জুন, ২০২০ রাত ৮:০৬
কল্পদ্রুম বলেছেন: আপনি কি জো বাইডেনকে পছন্দ করেন?ট্রাম্প কি আসলে প্লানিং করে কিছু করে না কি তার কাছে পুরাটাই একটা জোক?
০১ লা জুন, ২০২০ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, বাইডেন হলো, নাই মামার চেয়ে কানা মামা।
ট্রাম্প কোন কিছুই প্ল্যান করে করছে না; অর্থনীতিতে সে চীন , নাপটা ইত্যাদির বিপক্ষে গিয়ে কিছু হাইপের সৃষ্টি করেছে; অর্থনীতির মুল সৃষ্টি করে গেছে ওবামা।
৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:২৭
সাহাদাত উদরাজী বলেছেন: বিক্ষোভকারীরা মুলত কি চাইছে?
০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
পুলিশের মাঝে কিছু সাদা আছে, যারা কালো দেখলে মগজ হারায়ে ফেলে, এদেরকে ঠিক করা যায় কিনা সেটার দাবী; আসলে, মানুষ বিক্ষুদ্ধ, মানুষ বুঝতে পেরেছে যে, আমেরিকান সরকার করোনা ঠিক সময়ে কন্ট্রোল না করে আমেরিকাকে ঢুবায়েছে, এত লোকের চাকুরী চলে গেছে যে, কোন সরকারই ইহা ঠিক করতে পারবে না ৪/৫ বছরে।
৯| ০২ রা জুন, ২০২০ রাত ১:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: কালোরা আমেরিকার উন্নয়নে কি ভূমিকা রাখছে? দেশটা তো গড়ছে ফ্রিমেশন এর সাদারা? কালোদের এত ভাব আসে কোত্থেকে? পিডাইয়া সবকয়টার চামড়া এমনভাবে তোলা উচিত যাতে আগামী ২০০ বচর কালোরা এর আন্দোলন তো দূরের কথা কোন অনুযোগ করারও সাহস না পায়। ট্রাম্প ভালো লোক
০২ রা জুন, ২০২০ রাত ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি স্বনামে ব্লগিং করাতে আপনাকে বুঝতে সহজ হচ্ছে।
১০| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৮
হাসান রাজু বলেছেন: .....ওর পক্ষের লোকেরা রাস্তায় নামলে, সাথে অস্ত্র নিয়ে আসতে পারে;
কেমন জানি খালেদা/হাসিনার বাংলাদেশের গন্ধ পাচ্ছি । আপনি শিওরতো ? আমেরিকার প্রেসিডেন্ট কে নিয়ে কথা বলছেন! এক পোস্ট গ্যাপেই জাতিগত সাংস্কৃতিক দুরত্ব অনেকটা কমিয়ে এনেছেন দেখছি ।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরা কয়েকটি রাজ্যে নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে চলাফেরা করতে পারে। ফলে, ইহা বাংলাদেশের মতো কিছু নয়। অস্ত্র যদি ব্যবহার করে, সেটার পর বুঝা যাবে, ইহা কি বাংলাদেশ। ট্রাম্পের লোকেরা অস্ত্র নিয়ে বের হলে, ওদেরনিজেদের মাঝে ঐক্য বাড়বে।
১১| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:১৩
হাসান রাজু বলেছেন: আপনার প্রতি উত্তর পড়ে একটা কৌতুক মনে পড়লো ।
বাংলার ঘরে ঘরে বহুল চর্চিত সেই বস্তাপচা কৌতুকটি আর বলছি না।
কথা হল অস্ত্রের ব্যাবহার যদি না ই করা হয়, তবে সেই ভারী অস্ত্রটি না এনে লাইসেন্স আনলেই তো হয়।
০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
অস্ত্র সব সময়েই ভীতির সন্চার করে কিছু মানুষের মনে; আমেরিকার মানুষ কিছুতেই রাজ্যগুলোর এসব আইনকে রহিত করতে পারছে না।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৩২
চেংকু প্যাঁক বলেছেন: সর্বপ্রথম ট্রাম্পের উচিৎ ডোডোগাজিকে আমেরিকা থেকে গলা ধাককা দিয়ে বের করে দেওয়া।