| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
   
পরিচিত পরিবারে দাওয়াত ছিলো; উনাদের ছোটভাই দেশ থেকে বেড়াতে এসেছেন; দেশে রাজনীতি করেন; পরিচিত বেশ কয়েকজন এসেছিলেন, অনেক গল্প হলো: রাজনী্তি, মাদক, বাজেট, ভোট! রাত ১২টর দিকে বাসার দিকে রওয়ানা দিলাম; উনারা গাড়ীতে নামিয়ে দিতে চেয়েছিলেন, আমি হাঁটতে ভালোবাসি, সামান্য পথ, ১ কিলোমিটার থেকে সামান্য বেশী।
পথের মাঝামাঝি ২টি বেশ বড় এপার্টমেন্ট বিল্ডিং পড়ে,  রাস্তাটা এগুলোর সামনে  দিয়ে গেছে; সেই রাস্তায় অনেক লোকজন, দোকান, গাড়ীঘোড়া; বিল্ডিংগুলোর পেছন হয়ে খুবই নিরিবিলি একটা রাস্তা আছে, সামান্য ঘুরে যেতে হয়; আমি সেই পথটা নিলাম। প্রথম বিল্ডিং পার হওয়ার সময়, দুর থেকে দেখছি, একজন মহিলা দ্বিত্বীয় বিল্ডিং'এর পেছনে ফুটপাথে দাঁড়িয়ে, বেশ আলোর মাঝে টর্চের আলো ফেলে বিল্ডিং'এর পেছনের ঝোপে কিছু দেখার চেষ্টা করছে। আমি কাছাকাছি  আসতে, সে টর্চের আলো নিভিয়ে চুপ করে দাঁড়ি্যে রলো; মনে হয়, এত রাতে এদিক থেকে কাউকে সে আশা করেনি।
আমি মহিলাটির পাশ দিতে  যাবার সময় বললাম,
-হ্যালো কেমন আছো? তোমার বিড়াল হারিয়ে গেছে?
-ভালো আছি, তুমি কি করে জানো আমার বিড়াল হারিয়ে গেছে?
মহিলাটি সম্ভবত: থাইল্যান্ড কিংবা ফিলিপাইনের হবে, আনুমানিক বয়স ৩২'এর কাছাকাছি। আমি বললাম, 
-তোমার সিয়ামিজ বিড়াল, গলায় সোনালী রং'এর নম্বর ট্যাগ?
-হ্যাঁ, সিয়ামিজ, সোনালী ট্যাগ, কেএন-১০২০১ নম্বর।
-তুমি এলাকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েছ?
-না, এখনো দিইনি; গতকাল আমার স্বামী এপার্টমেন্টের দরজা খোলার সময় বিড়ালটি বেরিয়ে যায়; আর ফেরেনি।
-তোমার বিড়াল পুরুষ লিংগের;  গলায় ও পায়ে অনেক লম্বা লম্বা কেশ?
- সঠিক, তোমার বর্ণনা সঠিক, তুমি আমার বিড়াল কোথায় দেখেছ?
-আমি তোমার বিড়াল দেখিনি,  অনুমান করছি। তুমি কিছু পুরস্কার ঘোষনা করে এলাকায়  বিজ্ঞপ্তি  লাগিয়ে দাও; তখন মানুষ উৎসাহিত হয়ে তোমার বিড়াল ফেরত দেবে। সিয়ামিজ দামী বিড়াল তো, অনেকে রেখে দেয়ার কথাও ভাবতে পারে।
-তুমি কি কখনো পুরস্কার নিয়ে বিড়াল ফেরত দিয়েছ?
-না, আমি বিড়াল নিয়ে তেমন উৎসাহী নই। 
আমি আমার পথে চলে যাচ্ছিলাম, মহিলা বললো,
-শোন, আমার সন্দেহ হচ্ছে, তুমি আমার বিড়াল সম্পর্কে জানো; তুমি কোথায় থাক? 
-আমি আমার রাস্তার নাম বললাম। সে বলে,
-তুমি এত রাতে এই নির্জন পথ দিয়ে কেন যাচ্ছ? তোমার রাস্তায় যাওয়ার পথ তো এইদিক দিয়ে নয়; এদিক দিয়ে কেহ যাওয়া আসা করে না, বিশেষ করে রাতে কেহ এদিক দিয়ে হাঁটে না। 
-সেটা আমার ব্যাপার, তা নিয়ে তুমি চিন্তিত হচ্ছ কেন?
-তুমি আমার বিড়ালের যেই বর্ণনা দিয়েছ, তাতে আমার মনে হচ্ছে যে, তুমি জানো আমার বিড়াল কোথায়!
মনে মনে ভাবলাম, এই পাগলী মহিলার সাথে হিউমার করতে যাওয়াই বেকুবী হয়েছে; যাক, এই অপ্রয়োজনীয় বিষয়ের সমাধান দরকার। ভাবছি কি করা দরকার; দেখলাম বিল্ডিং'এর এক পাশে অনেকগুলো বড় বড় গাছ; আমি বললাম,
-তোমার বিড়াল পাখী শিকার করে?
-হ্যাঁ, মাস তিনেক আগে ঘর থেকে বেরিয়ে গিয়ে সে ছোট একটা পাখী ধরে, মুখে করে ঘরে ফিরেছিলো; আমি শাস্তি দিয়েছিলাম বিড়ালকে। 
-তোমার বিড়াল এখন কোথায় আছে, আনুমানিক আমি জানি; শতকরা ৯৫ ভাগ সম্ভাবনা, তোমার বিড়াল বিল্ডিং'এর পাশের কোন একটা বড় গাছে পাখী ধরতে উঠেছিল;  সে গাছে আটকা পড়ে গেছে, নামতে পারছে না। সে গাছের ডালেই আছে; এখানে, ঝোপের মাঝে থাকলে তোমাকে দেখে বেরিয়ে আসতো। 
-তা ঠিক, ঝোপের মাঝে থাকলে, আমার ডাক শুনে সে বেরিয়ে আসতো। আমার মনে হয়, তোমার অনুমান ঠিক, সে আগে একবার গাছে উঠে আটকা পড়েছিলো, আমার স্বামী গাছে উঠে নামিয়ে এনেছিল।
সে অনেকটা তাড়াহুড়ো করে গাছগুলোর দিকে চলে গেলো। আমি বললাম,
-গুড লাক।
 
০২ রা জুন, ২০২০  সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন: 
করোনায় ক্লান্ত, গণবিক্ষোভে উৎসাহিত, গুডলাক।
২| 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:০৪
শূন্য সারমর্ম বলেছেন: হিউমার প্রবলেমে ফেলেও বাচিয়ে দিলো আপনাকে।
 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:০৮
চাঁদগাজী বলেছেন: 
না বুঝে কিছুতে জড়িয়ে গেলে সমস্যা
৩| 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টটা আগেও পড়েছি।
 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:২০
চাঁদগাজী বলেছেন: 
আফ্রিকান আমেরিকানদের কাণ্ড দেখে হতাশ। বসে বসে নিজের পোষ্ট পড়ছিলাম; মনে হলো, নতুন ব্লগারেরা এটা দেখুক।
৪| 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:১৮
মীর আবুল আল হাসিব বলেছেন: 
রাজীব নূর ভাই নূরু সাহেবকে খোঁচা দিয়ে পোস্ট দিল।
 তারপর নূরু সাহেব ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কাউন্টার দিয়ে পোস্ট দিল (সে পোস্টে আপনাকেও একটু নাড়িয়েছিল)
এই পোস্ট পড়ার সময় ভাবছিলাম শিষ্যের হয়ে আপনি নূরু সাহেবকে পাল্টা দিবেন।
কিন্তু তা দেখি আর হলো না।  
 
০২ রা জুন, ২০২০  সকাল ১১:২২
চাঁদগাজী বলেছেন: 
নুরু সাহেব বিজয়ী হিসেবে থাকে যাক।
৫| 
০২ রা জুন, ২০২০  দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: পোষ্টটা আগে পড়ি নাই। 
আসলে আপনি লজিক দিয়ে চিন্তা করেছেন। মহিলা একটূ ভাবলেই নিজের বেড়াল নিজেই খুজে বের করতে পারতেন।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৩৩
চাঁদগাজী বলেছেন: 
হাজার হাজার পোষ্টের মাঝে, কোন একটা পোষ্টের কথা মনে থাকা ভালো লক্ষন।
৬| 
০২ রা জুন, ২০২০  দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: আমারও মনে হচ্ছিলো, এ পোস্টটা বোধ হয় আগেও পড়েছিলাম। 
আনুমানিক বয়স ৩২ এর কাছাকাছি - আনুমানিকই যখন, অন্য কেউ হলে হয়তো ৩০ কিংবা ৩৫ লিখতো। আপনি অনুমানটাও যতটা সম্ভব নিখুঁতভাবে করেছেন।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন: 
আমার পাঠক আগের থেকে কমেছে, আমি দেখেতে চেয়েছিলাম, আমার নিয়মিত পাঠকেরা আছেন কিনা। ছোটখাট বিশেষত্বও আপনার দৃষ্টি এড়ায় না।
৭| 
০২ রা জুন, ২০২০  দুপুর ১২:৫৮
বঙ্গদুলাল বলেছেন: পড়েছিলাম আগে একবার। সম্ভবত শিরোনাম ছিল "বিড়াল হারিয়ে গেলে মেয়েরা মগজ হারিয়ে ফেলে? "এরকম কিছু একটা।আবারও পড়লাম।আপনার লেখা পড়তে যেয়ে ক্লান্তি আসেনা। মুভি দেখেন?
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৩৫
চাঁদগাজী বলেছেন: 
আমার নিজের কিছু পোষ্ট আমি বারবার পড়ি, পাঠকদের কাছে তা কেমন লাগে তা বুঝার চেষ্টা করলাম।
৮| 
০২ রা জুন, ২০২০  দুপুর ১:০০
নতুন নকিব বলেছেন: 
বেকুবিটা শেষতক স্বীকার করে নিলেন। যাক, ধন্যবাদ।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন: 
আমি আগে এর থেকেও বেকুব ছিলাম, বিশ্বাস করতাম যে, যীশু মৃত মানুষকে জীবিত করতে পারতেন, মুসা নবীর লাঠি সাপ হয়ে যেতো।
৯| 
০২ রা জুন, ২০২০  দুপুর ১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনি আযাচিত ভাবে কাউতে পেলেই উপযাহজক
হয়ে সাহায্যের জন্য কোমর বেধে নেমে পড়েন। বিশেষ
করে বিপরীত লিংগের প্রতি আপনার এই ঝোক বেশী
দেখা যায়।  তার মাসুলও দিতে হয়েছে অনেক। বয়স
হয়েছে সব কিছুতে বেশী আগ্রহ থাকা ভালোনা। সে 
যা হোক আপনার এই গল্পটা আগেও পড়েছি !!
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন: 
পুরুষদের সাথেও দৈনন্দিন জীবনে অনেক ক্যাচাল প্যাচাল হয়; কিন্তু পুরুষ চরিত্রটা মনে রহস্যজনক মনে হয় না।
১০| 
০২ রা জুন, ২০২০  দুপুর ২:৩১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এই লেখাটি সম্ভবত বছর খানেক আগে পড়েছিলাম। 
 মনে হয় আবার পোস্ট দিয়েছেন ।  
যাইহোক লেখা টি অনেক ভালো।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন: 
ব্লগে আমি কিছু রিপোষ্ট করি না, আমি এই পোষ্টটা দিয়ে বুঝতে চেয়েছিলাম, পোষ্টটার আবেদন এখনো আছে কিনা।
১১| 
০২ রা জুন, ২০২০  দুপুর ২:৪০
সত্যপীরবাবা বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিশেষ করে বিপরীত লিংগের প্রতি আপনার এই ঝোক বেশী
@নূর মোহাম্মদ নূরু, এমনিতেই ব্লগে "চাঁদগাজী হেইটার্স ক্লাব" এর সদস্য সংখ্যা কম না,  সমলিঙ্গের প্রতি ঝোক বেশি হলে আর দেখতে হইত না। এমনকি শিষ্য রাজীব নুরও মানে মানে গুরুকে এড়ায় চলতেন।
(দু:খিত, চাঁদগাজী/ রাজীব নুর,  অতি হালকা এই মন্তব্যের জন্য)
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন: 
দু:খিত হওয়ার মতো কিছু নেই; ব্লগে, সময়ের সাথে প্রত্যেক ব্লগারের একটা প্রোফাইল তৈরি হয়।
১২| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৫৪
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সামহোয়্যারইন ব্লগে  মুক্তচিন্তার উদার মনের ব্লগার  যেমন আছেন তেমনি মৌলবাদী হুজুরের সংখ্যাও কিন্তু কম না।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন: 
সামু ব্লগ থেকে বাংলাদেশের শিক্ষিতদের সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাচ্ছে।
১৩| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৩:৫৪
বিজয় নিশান ৯০ বলেছেন: গায়ে পরে অপরের উপকার করাটা বোকামি বলে মনে হয় ।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন: 
আসলে, আপনার মন্তব্যটাতে কিছুটা বোমাকীর স্বাক্ষর আছে।
১৪| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৩৩
হাসান রাজু বলেছেন: পড়েছিলাম এবং সেখানে আমার কোন মন্তব্য ও থাকতে পারে। এই বিড়াল কাহিনীর রেফারেন্স দিয়ে আপনার অন্য পোস্টেও মন্তব্য করেছিলাম।
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন: 
আপনি এই বয়সেও অংক শিখতে পারবেন।
১৫| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৪১
সত্যপীরবাবা বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামহোয়্যারইন ব্লগে মুক্তচিন্তার উদার মনের ব্লগার যেমন আছেন তেমনি মৌলবাদী হুজুরের সংখ্যাও কিন্তু কম না
পাশ্চাত্য প্রবাসী মৌলবাদী হুজুর কেউ কি আছেন ব্লগে?
 
০২ রা জুন, ২০২০  বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন: 
পশ্চিমা দেশগুলোতে আছেন, সামুতে লিখেন, লেখায় মৌলবাদীতা আছে, এমন কিছু ব্লগার আছেন।
১৬| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৫:০৩
হাসান রাজু বলেছেন: আপনি এই বয়সেও অংক শিখতে পারবেন।[ 
পারব কি মশাই শিখছি রীতিমত ।  এমএস অফিসের এক্সেল এ একটা ভিবি কোড নামক ব্যাপার স্যাপার আছে।  আমি নেটে ঘেঁটে আমার সমস্যার সমাধান হয় এমন কাছাকাছি একটা কোড নামিয়ে কাজ করলাম।  তার আগে বেশ কিছু অংক করে কোড এডিট করে নিলাম।  কাজ হচ্ছে দেখে যারপর নাই শিহরিত।    এটা কোন প্রোগ্রামার বা এক্সপার্টের কাছে ছেলে খেলা ।  কিন্তু আমার কাছে বিরাট কিছু।  অথবা এরচেয়ে বেশি কিছু।
 
০২ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৩০
চাঁদগাজী বলেছেন: 
চ্যালেন্জিং কিছু শিখার মাঝে বিশাল আনন্দ আছে, ইহা আসলে বিশাল ব্যাপার
১৭| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৫:১৬
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। দেশের মানুষেরা ভীতির মাঝে দিন পার করছেন।বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের জন্য কিছু লিখেন দেখবেন বহু পাঠক হুমড়ি খেয়ে পড়বেন আপনার পোস্টে। বর্তমানে দেশ জাতি ও পুরো বিশ্ব যে সময় পার করছেন।
 
০২ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৩০
চাঁদগাজী বলেছেন: 
সঠিক।
১৮| 
০২ রা জুন, ২০২০  বিকাল ৫:২২
মোঃ ইকবাল ২৭ বলেছেন: বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। দেশের মানুষেরা ভীতির মাঝে দিন পার করছেন।বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের জন্য কিছু লিখেন দেখবেন বহু পাঠক হুমড়ি খেয়ে পড়বেন আপনার পোস্টে। বর্তমানে দেশ জাতি ও পুরো বিশ্ব যে সময় পার করছেন, উহার বর্তমান ভবিষ্যত নিয়ে আপনার পোস্ট আশা করি। পরিবহন সেক্টরে অরাজগতা, চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে যাওয়া ইত্যাদি।
 
০২ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৩২
চাঁদগাজী বলেছেন: 
চেষ্টা করবো; আপনি কি কিছু লিখেছেন এসব নিয়ে?
১৯| 
০২ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মালয়েশিয়াতে বিড়ালের খুব কদর। 
এখানে ঈদের বন্ধের সময় মানুষ যখন গ্রামের বাড়িতে যায় তখন শহরে বেড়াল রাখার জন্য হোটেলগুলো খুব লাভ বান হয়।
 
০২ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:৫২
চাঁদগাজী বলেছেন: 
 আপনি এই ধরণের কোন ব্যবসায়ী সুযোগ নিতে পারেন কিনা দেখেন।
২০| 
০২ রা জুন, ২০২০  রাত ৮:২০
আমি সাজিদ বলেছেন: এটা কি কোন রুপক গল্প নাকি?
 
০২ রা জুন, ২০২০  রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন: 
না, এটা একটি ছোট ঘটনা
২১| 
০২ রা জুন, ২০২০  রাত ৮:২৪
আমি সাজিদ বলেছেন: আমি বুঝলাম না, আপনার কিছু কিছু লেখা নির্বাচিততে যায় না কেন? এমন সাবলীল লেখাগুলোর যাওয়া উচিত। মডু হিসেবে এখন আনবায়াসড সাহসী দ্বায়িত্ববান নতুন কারো হওয়া উচিত।
 
০২ রা জুন, ২০২০  রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন: 
আমি নির্বাচিতগুলো কখনো পড়ি না, হয়তো সেজন্য আমারগুলো ওখানে যায় না।
২২| 
০২ রা জুন, ২০২০  রাত ৯:০৪
মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনি বলেছেন , আমি এসব নিয়ে কিছু লিখেছি কিনা। আমি যদি আপনার মতো লিখতে পারতাম, আপনাকে লিখতে বলতাম না। আর তাছাড়া লিখতে চেষ্টা করলে প্রথম পাতায় আসে না। 
 
০২ রা জুন, ২০২০  রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন: 
আপনার লেখা ১ম পাতায় না এলে, সামুকে [email protected] কিংবা  [email protected]  এ ইমেিল পাঠায় অনুরোধ করেন; আমি নিজেও আপনার জন্য অনুরোধ করবো।
২৩| 
০২ রা জুন, ২০২০  রাত ১০:৫৮
চঞ্চল হরিণী বলেছেন: কেমন আছেন চাঁদগাজী ভাই? কুশলে আছেন আশা করি। এই পোস্ট আগে পড়েছিলাম, সম্ভবত তখনই ভালোলাগা জানিয়েছিলাম। শুভেচ্ছা নেবেন।
 
০৩ রা জুন, ২০২০  রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন: 
আপনি ভালো আছেন তো? অনেকদিন ব্লগে দেখিনি।
আমি রিপোষ্ট করিনা, আমার একটু পরীক্ষা করার দরকার, ব্লগে পরিচিত ব্লগারদের (নামীদামী) মাঝে কারা কারা আমার লেখা আজকাল পড়ছে না।
২৪| 
০৩ রা জুন, ২০২০  ভোর ৬:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার মনে হয় 'কন্যা' রাশি ? আপনার সাথে যত গন্ডগোল হয় মহিলাদের সাথেই - অন্তত আপনার পোস্ট পড়ে তাই মনে হয়।  ![]()
 
০৩ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
চাঁদগাজী বলেছেন: 
আমি নারী জাতিকে বেশী পছন্দ করি।
২৫| 
০৩ রা জুন, ২০২০  সকাল ৭:০১
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মিসির আলি মিসির আলি আবেশ।
 
০৩ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১৪
চাঁদগাজী বলেছেন: 
চোখের কারণে হুমায়ুন আহমেদ না পড়ে বেশ মিস করেছি, মনে হচছে!
২৬| 
০৩ রা জুন, ২০২০  সকাল ১১:২২
সোনালি কাবিন বলেছেন: নতুন নকিব বলেছেন:
বেকুবিটা শেষতক স্বীকার করে নিলেন। যাক, ধন্যবাদ।
০২ রা জুন, ২০২০ বিকাল ৩:৩৭১
লেখক বলেছেন:
আমি আগে এর থেকেও বেকুব ছিলাম, বিশ্বাস করতাম যে, যীশু মৃত মানুষকে জীবিত করতে পারতেন, মুসা নবীর লাঠি সাপ হয়ে যেতো
##   
  
  লেখকের দারুণ হিউমার । +++
 
০৩ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১৬
চাঁদগাজী বলেছেন: 
নকিব সাহেব অপ্রয়োজনীয় জ্ঞানের ভান্ডার
২৭| 
০৩ রা জুন, ২০২০  বিকাল ৪:৪১
মিরোরডডল  বলেছেন: আগেও পড়েছিলাম ।
খুবই মজার  ![]()
এরকম লেখা আরও চাই ।
 
০৩ রা জুন, ২০২০  সন্ধ্যা  ৬:১৯
চাঁদগাজী বলেছেন: 
আমি মোটামুটি রিপোষ্ট করি না; ব্লগের পরিচিত অনেক ব্লগার আজকাল আমার পোষ্ট পড়েন না; আমি আগেরবার ও এবারের পোষ্টের (এই একই পোষ্টের) মাঝে একটু তুলনা করে দেখবো, কারা পড়লেন!
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২০  সকাল ১০:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: গুডলাক গাজী ভাই।