নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পুর বাচ্চা, যাও মিলিটারী নামাও

০৩ রা জুন, ২০২০ রাত ১২:৩৮



নিউইয়র্কে আজকের মিছিল শুরু হয়েছে;এই মহুর্তে, ইহা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মিছিল; ম্যানহাটনের প্রায় ১৫ ব্লক জুড়ে মানুষ হেঁটে যাচ্ছে। গতকাল বিকেল সাড়ে ৬টায়, ট্রাম্প হোয়াইট হাউজে নিউজ কনফারেন্সে বলেছিলো যে, সে মিলিটারী নামাবে; এবং সে আসলে মিলিটারী পুলিশ লাগিয়ে ১০ মিনিটে হোয়াইট হাউজের এক এলাকার মিছিলকারীদের তাড়িয়ে গীর্জায় গিয়েছিলো। গীর্জা ছিলো বন্ধ, আগেরদিন মানুষ সেই গীর্জায় আগুন দিয়েছিলো; সে বাহিরে দাঁড়িয়ে বাইবেল হাতে ছবি তুলে ফিরে গেছে হোয়াইট হাউজে; সে কিন্তু ধর্মে বিশ্বাস করে না।

মনে হচ্ছে, গতকাল মিলিটারী পুলিশ ডাকা ও মিছিলের লোকদের উপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করার কারণে আজকে নিউইয়র্কের মিছিলে মানুষ বেড়েছে। সে যদি মিলিটারী নামায়, এবং তখন যদি প্রতিবাদ আরো বাড়ে; তখন সে বিপদে পড়বে; হয়তো, তখন নিজের থেকে হোয়াইট হাউজ ছেড়ে নিজের ঘরে ফিরে যাবে।

হোয়াইট হাউজের লাফাইয়েত পার্ক এলাকায়, যেখান থেকে গতকাল মিছিলকারীদের অকারণে কাঁদুনে গ্যাস দিয়ে সরায়ে, ট্রাম্প গীর্জায় গিয়েছিল, আজ সেখানে অনেক উঁচু লোহার বেড়া দিয়েছে। আজকে মানুষ কালকের যায়গায় ফেরত এসেছে। আজকেও সেখানে মিলিটারী পুলিশ মোতায়েন করেছে। মানুষ চীৎকার দিচ্ছে, যাতে হোয়াইট হাউজ অবধি পৌঁছে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:৪২

ডার্ক ম্যান বলেছেন: দেখা যাক , জল কতদূর গড়ায়

০৩ রা জুন, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প একগুঁয়েমী করে আসছে এতদিন; মনে হচ্ছে, সোজা হয়ে যাবে শীঘ্রই

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: ট্রাম্প নির্বোধ। জনগন তো নির্বোধ না।

০৩ রা জুন, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



সে দুষ্ট, একগুঁয়েমী করে আমেরিকার ১২টা বাজিয়ে দিয়েছে; এখন আবার রেসিজমের গোড়ায় পানি ঢালছে

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৪৭

নতুন বলেছেন: কিছু মূখ দোকান লুট করে বিষয়টা খারাপ বানাচ্ছে।

এখন এই আন্দলন শেষ করে ঘরে ফিরে যাওয়া দরকার।

০৩ রা জুন, ২০২০ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


লুট করে বিক্ষোভকে অনেকটা ফেল করায়ে দিয়েছিলো; কিন্তু ট্রাম্প গতকাল হোয়াইট হাউজের পাশের থেকে মানুষকে কাঁদুনে গ্যাস দিয়ে সরায়ে গীর্জায় যাওয়ায় আজকে মানুষজন বেড়ে গেছে।

৪| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৫৩

নতুন বলেছেন: ট্রাম্প যেইভাবে বলেছে মেলিটারি নামাবে তাতে মানুষ খেপার কথাই।

০৩ রা জুন, ২০২০ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:



সেটাই ঘটেছে, আজকে অনেক বেশী মানুষ নেমেছে।

৫| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: করোসার মধ্যে ট্রাম্পের চিন্তা করার সময় নেই,
আপনার পোস্ট তৃষ্ণা মিটালো আমার, আপনাকে খুঁজে পাওয়ার তৃষ্ণা।

শুভকামনা জানবেন সবসময় শ্রদ্ধেয় প্রিয়

০৩ রা জুন, ২০২০ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেকদিন নেই! সবকিছু ভালো, চাকুরী ঠিক আছে?

৬| ০৩ রা জুন, ২০২০ রাত ২:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মিছিলে নেতৃত্ব দিচ্ছে কারা, নাকি সতস্ফুর্ত

০৩ রা জুন, ২০২০ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



এগুলো মোটামুটি স্বতস্কুর্ত; তবে, বিভিন্ন সংগঠনগুলো নিজেদের মাঝে যোগাযোগ রাখে।

৭| ০৩ রা জুন, ২০২০ রাত ৩:২৩

কল্পদ্রুম বলেছেন: তাহলে বিক্ষোভ প্রকাশে গরীব বাঙ্গালিরা গরীব আমেরিকানদের থেকে বেশি সভ্য?

০৩ রা জুন, ২০২০ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না; তবে, সব জাতির নিজস্ব প্রোফাইল আছে, নিজস্ব পন্হা আছে।
বাংগালীরা নিজেদের প্রয়োজনীয় বিষয়: নিজেদের অধিকার, দায়িত্ব, সরকার, সমাজ ইত্যাদি সঠিকভাবে বুঝে না।

৮| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: জটিল অবস্থা। আমাদের দেশের মানুষ এমন নয়। তারা এখন খেলার পুতুল। আমেরিকা শান্ত হোক।

০৩ রা জুন, ২০২০ ভোর ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষকে রাজনীতি হতে দুরে কে সরায়ে দিয়েছে:
শেখ সাহেব, মিলিটারী, বেগম জিয়া (পেছনে মিলিটারী), শেখ হাসিনা (পেছনে ক্যাডার)?

৯| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:১৪

অনল চৌধুরী বলেছেন: ট্রাম্পও গদি রক্ষার জন্য ইয়াহিয়া-মোদীর মতো ধর্মকে ব্যবহার করছে।
বাইবেল হাতে গির্জায় গিয়ে ছবি তুলেছে।
এখন থেকে এ্যামেরিকার নাম জঙ্গী খৃষ্টান রাষ্ট্র!!!!-

০৩ রা জুন, ২০২০ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:



আপনি ম্যাপে আমেরিকা খুঁজে বের করতে পারবেন?

১০| ০৩ রা জুন, ২০২০ ভোর ৪:৪০

কানিজ রিনা বলেছেন: করোনায় মানুষের সজন হাড়ানো,চাকুরী হাড়ানো
তারপর খাবারের দাম। সহজে কি এত মানুষ
রাস্তায় নেমেছে? অথচ ট্রাম্প চীন ও ইরানের
হোমকি ধমকিতে কয়দিন আগেও ব্যাস্ত ছিল।
ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে ট্রাম্প তাই
বাইবেল নিয়ে গীর্জায় রওনা দিয়েছিল।
আমি আগেই বলেছি ট্রাম্পের ব্যাক্তিত্ব থাকলে
এতক্ষন পদত্যাগ করত।
মনে হচ্ছে আন্দোলনে যোগ দেওয়া এত মানুষ
সবই করোনায় আক্রান্ত হবে। ভেবে চোখে পানি
আসছে। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০২০ ভোর ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


সঠিক বলেছেন, এইমাত্র লকডাউন থেকে বের হওয়ার জন রেডি হচ্ছিল; এখন লাখ লাখ মানুষের করোনা হবে।

১১| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্যাটা ট্রাম্প চতুর ব্যবসায়ী এবং ব্যবসায় সফলও হয়েছে চতুরতার মাধ্যমে কিন্তু সে রাজনীতিতে একেবারে রামছাগল।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




ওবামা আমেরিকার অরথনীতিকে সুদৃঢ় অবস্হায় দিয়ে গিয়েছিলো, ট্রাম্প সেটাকে হাইপে পরিণত করেছিলো কিছু জাতীয়তাবাদী শ্লোগান দিয়ে; সেটাকে কাজ করায় সে তুগলক শাহে পরিণত হয়েছে

১২| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৩৪

ডি মুন বলেছেন: বৈষম্যের বিরুদ্ধে মানুষের জোরালো প্রতিবাদ দেখে ভালো লাগছে।
মানুষের জয় হোক।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা গলাকাটা ক্যাপিটেলিজমের শিকার, ৪৮% মানুষ এখানে অর্থনীতির দাস

১৩| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:




দাঙ্গা, লুটপাট, ভাংচুর, সহিংসতা ও সম্পদ ধ্বংস ঠেকাতে হাজার হাজার ভারি অস্ত্র সজ্জিত সেনা, সামরিক কর্মকর্তা এবং আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন রাজ্যে এবং শহরের রাস্তায় রাস্তায় পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ মিলিটারি ফোর্স ‘ন্যাশনাল গার্ড’ সেনা নামাচ্ছি বলে ট্রাম্পের ঘোষনার পর আগুন আরো জ্বলছে। কথা হচ্চে জালাইলে যে 'জ্বলবে আগুন নিভাইবে তার কোন বাবায়' বাংলা গানের কথাটি ক্রমেই প্রকট হচ্ছে ।এই বিদ্রোহের আগুন এখন ইউরোপীয় দেশসহ বিশ্বের অনেক দেশেও ছড়িয়ে পরেছে। ট্রাম্পের ভুলের কারণে বিক্ষোভটি স্তিমীত হয়ে পড়ার চেয়ে বরং এখন আরো বেগমান হচ্ছে বলেই দেখা যাচ্ছে ।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের জীবনে গতকাল গেছে শব্দহীন, সে গত প্রথমবার বুঝতে পেরেছে যে, সে একা আমেরিকান নয়।
দরিদ্র ও বেকুব আফ্রিকান আমেরিকানরা লুট করে পুরো প্রতিবাদটাকে ম্লান করে দিয়েছে, এরা মানুষ হলো না।

১৪| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৫৫

হাসান রাজু বলেছেন: ট্রাম্পুর বাচ্চা, যাও মিলিটারী নামাও ।

তাতে কি ? মিলিটারি নামালেও বাংলার প্রবাসী মুরব্বি ব্লগার তো সেখানে যাবে না। তার টিকি টি ও ছুঁতে পারবে না ট্রাম্পুর মিলিটারি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি সব প্রতিবাদে ছিলাম; বয়সের ও করোনার কারণে এবার রাস্তায় নেমে অংশ নেয়া সম্ভব হয়নি; গাড়ীতে করে দেখে এসেছি।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



এগুলো বাংলাদেশী বা পাকিস্তানী মিলিটারী নয়, এরা আমেরিকানদের ছেলেমেয়ে

১৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একি কথা শুনি আজি মন্থরার মুখে !!
গাজীসাব ট্রাম্প বিরোধী হলেন কবে
থেকে? এতদিনতো তার প্রসংশায়
পঞ্চমুখ ছিেলেন। আজ তার করুন
অবস্থা দেখে ভোল পাল্টালেন নাকি?
মাথামোটা কিন্তু বহুত খতারনাক।
নাম বললে চাকরী থাকবেনা । =p~

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আমি ট্রাম্পের পক্ষে ছিলাম না; আমি গত ইলেকশানের সময়ে বলেছিলাম যে, ট্রাম্পের সাথে হিলারী পেরে উঠবে না, এবং কারণগুলো বলে আসছিলাম। এবারও ডেমোক্রেটিক দলের দুর্বলতা নিয়ে কথা বলেছিলাম, যা ট্রাম্পের পক্ষে চলে গেছে।

১৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৫১

খাঁজা বাবা বলেছেন: ট্রাম্পের নতুন নামটা ভাল লেগেছে :)

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা এক্সপেরিমেন্ট করেছিলো, কাজ হয়নি

১৭| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানবতা বিজয়ী হোক।
সাধারণ মানুষ জয়লাভ করুক।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান ক্যাপিটেলিজম এমন যায়হায় গিয়েছে যে সাধারণ মানুষ আর কোনভাবে জয়ী হতে পারবে না; তবে, সাময়িকভাবে ট্রাম্প ইত্যাদির মতো তুগলগকে থামাতে পারছে।

১৮| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

আমি সাজিদ বলেছেন: ট্রাম্পের পড়ার সম্ভাবনা আছে?

ইদানীং ব্লগে ফেসবুকে প্রচুর বাংলাদেশীকে দেখছি খুব আমেরিকার বিচার ব্যবস্থা ও গনতন্ত্রের খবর নিচ্ছে। আমাদের দেশে এতো গুলো গুম আর ক্রসফায়ারে ( যেই মারা যাক) নিহতদের জন্য কারো খুব বেশী দরদ তো চোখে পড়ে নাই!

০৩ রা জুন, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগের লেখা ব্লগারেরা পড়েন, ইহা কোথায়ও যায় না; আমেরিকা, কানাডা, জাপান, চীন ও ইউরোপকে বুঝার দরকার আছে; না হয়, বাংলাদেশকে সঠিকভাবে বুঝ সম্ভব নয়।

১৯| ০৩ রা জুন, ২০২০ রাত ৮:২৫

অনল চৌধুরী বলেছেন: আপনি ম্যাপে আমেরিকা খুজে বের করতে পারবেন? -আপনি ম্যাপে চট্রগ্রাম খুজে বের করতে পারবেন?

০৩ রা জুন, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি ম্যাপে আমেরিকা খুঁজে পাবো না, হয়তো; তবে, চট্রগ্রাম খুঁবে বের করতে পারব।

২০| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:০৭

অনল চৌধুরী বলেছেন: আমি ৫ শ্রেণীতে পড়া থেকে পৃথিবী যেকোন দেশ খুজে বের করে অভ্যস্ত ।

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ৫ম শ্রেণী শেষ করেছেন?

২১| ০৩ রা জুন, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কত দিন হয়ে গেল!

০৩ রা জুন, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা লকডাউন খুলতে গিয়ে হোঁচট খেলো; কি পরিমাণ করোনা রোগী বাড়বে কে জানে? ডামী ট্রাম্প লিলিপুটিয়ান

২২| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকাতে জরুরী অবস্থা জারী করার বিধান আছে? এই সমস্যার সমাধান কিভাবে হবে বুঝছি না।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


শাসনতান্ত্রিক জরুরী অবস্হার নিয়ম মোটামুটি নেই। এই সমস্যার সমাধান হবে, জড়িত পুলিশদের বিচারের নিশ্চয়তার উপর, ও সময়ের সাথে মানুষ নিজের থেকে শান্ত হবে।

মানুষ যদি ট্রাম্পের পদত্যাগ চায়, এটা ভয়ংকর রূপ নেবে

২৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৫৯

হয়ত তোমারই জন্য বলেছেন: ট্রাম্প মনেহয় এ্যামেরিকার ইতিহাসে একমাএ জোকার প্রেসিডেন্ট,হাত পা অঙ্গ ভঙ্গি যেন কেমন ৷ করোনা এবং এখন কার আন্দলন ওনার জনপ্রিয়তা অনেক কমেগেছে ৷বিবিসির নিউজের কমেন্ট গুলিতে দেখলে বোঝাঝায় উনি অনেক চাপে আছেন ৷

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


মানুষ ওর উপর বিরক্ত, ট্রাম্প মানসন্মান হারায়েছে।

২৪| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন:

এখন তারা চাচ্ছেটা কি ? গ্রেফতার হয়েছে ..বিচার কাজ চলছে ? ওরা ট্রাম্পের পদত্যাগের দাবি তুলা শুরু করছে?

০৬ ই জুন, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পেরন পদত্যাগ কেহ চাহেনি; সামনে ভোট, কেহ জটিলতা চাচ্ছে না।

মানুষ রেসিষ্ট পুলিশদের বিচার চাচ্ছে; জর্জকে যারা হত্যা করেছে, তারা কঠিন বিচারের সামনে যাচ্ছে।

২৫| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ দমনে ইতোমধ্যে সশস্ত্র সেনা ও সামরিক গাড়ি-হেলিকপ্টার নামিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্যাঙ্ক বহর নামানোর মতো আগ্রাসী পদক্ষেপের কথাও ভাবছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
পেন্টাগন কর্মকর্তা বলেছেন, বিক্ষোভকারীদের হঠিয়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশব্যাপী ট্যাঙ্ক, সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিক্ষোভ দমনে আরও আগ্রাসী পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন দিয়েই এটা শুরু করতে পারেন তিনি।
দুটি সামরিক হেলিকপ্টার ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওপরে মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের নির্দেশেই ওয়াশিংটনে বেয়নেট ও ভারি অস্ত্রবাহী সেনা নামানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, দাঙ্গা দমনে সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সেনা বাহিনী। এরই মধ্যে সাতশো সেনা মোতায়েন করা হয়েছে। আরও ১ হাজার চারশো সেনা যেকোনো মুহূর্তে মাঠ নামতে প্রস্তুত।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


একমাত্র ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ব্যতিত অন্য কোথায়ও (কোন রাজ্যে ) সৈন্য মোতায়েনের ক্ষমতা প্রেসিডেন্টের নেই; সেই ক্ষমতা গভর্ণরদের হাতে।

২৬| ০৪ ঠা জুন, ২০২০ রাত ১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



ট্রাম্প গীর্জার সামনে বাইবেল হাতে নিয়ে দাঁড়িয়ে আমেরিকানদের অপমান করেছে। যে ধর্মগ্রন্থ সে নিজেই বিশ্বাস করে না, অনুসরণ করে না তা একজন প্রেসিডেন্টের হাতে মানায় না। এটা নিছক লোক দেখানো ভন্ডামী। এতে অতি বকধার্মিক আফ্রিকান-আমেরিকানরা আরো বিগড়ে যাবে। সিএনবিসি রিপোর্ট করেছে, ট্রাম্প যখন হেঁটে চার্চে যাচ্ছিলেন তখন বাইবেলটি তার মেয়ে ইভাংকার পনেরো'শো ডলার দামের সাদা লেডিস ব্যাগে ছিলো। ট্রাম্প গত কয়দিন সীমাহীন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তার বক্তব্য খুব উগ্র ছিলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে তা মোটেও প্রত্যাশিত নয়। হোয়াইট হাইজ ঘেরাও করে লোকজন এজন্য ক্ষোভ দেখিয়েছে। লুটেরা পাবলিক এই যৌক্তিক আন্দোলনকে কলুষিত করেছে। এতে প্রগতিশীল সাদাদের সমর্থন কমবে।

ভালো থাকুন।

০৪ ঠা জুন, ২০২০ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


সঠিক।
সাদারা ২ কারণে আসছে: ১ জন নাগরিককে এভাবে হত্যা করায় ও ট্রাম্পের একগুঁয়েমির ফলে করোনায় আমেরিকার লন্ডভন্ড অবস্হা। ট্রাম্প গত কয়দিনে উগান্ডার ইদি আমিনের সমান বুদ্ধির পরিচয় দিয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.