নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামরিক শাসনের পক্ষের ভোলা ভুতু হাবারা

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২



এই সামুতে, গত ১৫ বছরে, সামরিক শাসনের পক্ষে, জেনারেল জিয়ার পক্ষে, পল্লীবন্ধুর পক্ষে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি ২ হাজার পোষ্টও এসে থাকে, কমপক্ষে ১ লাখ মন্তব্য পড়েছে, ৫ লাখ বারের বেশী দেখা হয়েছে। আজকেও পল্লীবন্ধুর দল ক্ষমতায় আছে, জেনারেল জিয়ার দল কেন্টনমেন্টের দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আশায় আছে।

আমেরিকার চলমান বিক্ষোভেকে থামানোর জন্য ট্রাম্প মিলিটারী ব্যবহারের কথা বললে, আমেরিকা ফেটে পড়ে। বিক্ষোভের শুরু হয়েছিলো একজন আফ্রিকান আমেরিকান নাগরিকের পুলিশের হাতে মৃত্যুকে কেন্দ্র করে; এবাবের বিক্ষোভে শুধু এই হত্যাকান্ড ছিলো না, করোনার হতাশাও যুক্ত হয়েছে; তাই সীমিত আকারে সর্বস্তরের মানুষ উহাতে যোগ দিচ্ছিল। কিন্তু ট্রাম্প মিলিটারী মোতায়েনের কথা বলাতে ও হোয়াইট হাউসের চারিপাশে মিলিটারী পুলিশ মোতায়েন করাতে, গত ২দিন পুরো আমেরিকা রাস্তায় নেমে আসে।

গত ২ দিন আমেরিকার রাস্তায় একই সময়ে, মানব ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে; বিক্ষোভের মুল বক্তব্য, "No Justice, No Peace" কার্যকরী করা হয়েছে।

ব্লগারেরা আমেরিকার মানুষের গণতান্ত্রিক আচরণ ও ধারণা সম্পর্কে ধারণা পেয়েছেন; বাংলাদেশের ভোলা ভুতু হাবারা হয়তো কোনদিন সামরিক শাসনের ফলে নিজেদের হারানো জীবন সম্পর্ক ধারণা করতে সমর্থ হবে না; কিন্তু ব্লগারেরা সেইসব ভোল ভুতু হাবাদের একজন হওয়া সঠিক হবে না।

আমেরিকার সরকার, তাদের দুষ্ট প্রতিষ্ঠান সিআইএ গত শতকে বিশ্বের বহুদেশে সামরিক ক্যু ঘটায়ে, মানুষের বেকুবীকে কাজে লাগায়ে সামরিক সরকার গঠন করে অনেক জাতিকে পেছনে ফেলে দিয়েছে। এতে আমরা, বাংগালীরা সরাসরি সীমাহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি; বার্মা, লিবিয়া, পাকিস্তান মিশর, চিলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক ক্যু'র ফলে যে সব জাতি ক্ষতিরস্ত হয়েছে, এখনো তারা সেটার জের গুণছে; সেসব জাতির মাঝে এখনো সামরিক জীবানুরা জীবিত আছে; বুঝে, কিংবা না বুঝে সামরিক শাসনের স্তুতি গাইছে; তা গাইতে থাকুক; তাদের পক্ষে এই বিশাল আমেরিকান বিক্ষোভ বুঝা সম্ভব হবে না, হয়তো; কিন্তু ব্লগারের যেন ভোলা ভুতু হাবা হাবা'তে পরিণত না হয়।

কবিতা: কাজের ছেলে
কবি: .যোগিন্দ্রনাথ সরকার

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।

বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন:

আন্দোলনের এই সুযোগে মেকাপটা সেরে নেয়া যাক ।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


প্রত্যেক জাতির নিজস্ব স্বকীয়তা আছে।

২| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আমি সাজিদ বলেছেন: মানুষ রাজনীতিবিদদের উপর কতটা আস্থাহীনতায় ভুগলে সামরিক শাসনে আর্মির ডান্ডায় লাল হতে চায়? পলিটিকাল রিফর্মের জন্য কেউ সামনে এসে মনজয় করতে না পারায় উনুন থেকে কড়াইয়ে পড়তেই মানুষের আবদার আরকি।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানীরা মানুষকে শিক্ষা থেকে বন্চিত করেছে; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব পাকীদের অনুসরণ করে, বাংগালী জাতির এই অবস্হা করেছে; দেশে ভরে গেছে ভোলা ভুতু হাবা'তে

৩| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামরিক শাসন জাতির জন্য অভিশাপ।
সামরিক শাসন ও সামরিক শাসক উভয়কেই ঘৃণা করি।
উহারা নিপাত যাক।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



দেখেন, ব্লগারদের উহা বুঝাতে পারেন কিনা

৪| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

আমি সাজিদ বলেছেন: আপনি কি মনে করেন তাজউদ্দিন আহমেদও দোষী একই দোষে? মানে উনাকে কতোটুকু সুযোগ দেওয়া হয়েছিল স্বাধীনতার পর?

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


উনি সব সুযোগ পেয়েছিলেন, উনি ১৯৭২ সালের ১লা জানুয়ারীতে ঘোষণা করতে পারতেন যে, ৫ থেকে ১৫ বছরের প্রতিটি বাচ্চাকে স্কুলে নিতে হবে, সরকার ব্যয়ভার বহন করবে; স্হানীয় প্রশাসন ও এমপি'রা উহার কার্যকরী করার জন্য ব্যবস্হা নিতে হবে।

উনার কোন দক্ষতাই ছিলো না; মনে হয়, আওয়ামী লীগ করলে মানুষের জ্ঞানের বিলোপ ঘটে।

৫| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯

গুরুভাঈ বলেছেন: এই করোনায় বাংলা সমাজ ২বার আর্মি চেয়েছে।

১। যখন করোনার কথা কানে না তুলেও আড্ডা মেরে বেড়াচ্ছিলো হাটে মাঠে ঘাটে
২। যখন ত্রাণ/উপহার বিতরণ শুরু হলো।

বাংলাদেশের মাঠে এখনো আর্মি আছে, কিন্তু সীমিত আকারে।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



মানুষের জ্ঞান না থাকলেও, তাদের মতামত থাকে

৬| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সুপারডুপার বলেছেন: সামরিক শাসকের সমর্থকরা, দাসী যুদ্ধ বন্দিনির সাথে জিং জিং করা ও যেকোন হত্যাকান্ড সমর্থনকারী শাসকের সমর্থকরা ভিন্ন সুরে গীত গেয়ে ভিন্ন প্রজাতির হলেও প্রাক্টিক্যালি তারা একই গণের অন্তর্ভুক্ত।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্ব বেকুব ও দুষ্টে ভরা থাকে, এই সুযোগ নিয়েছে সিআইএ ও ৩য় বিশ্বের মিলিটারী।

কোথাকার এক বার্মা, সেই দেশের মিলিটারীর অত্যাচারে বাংগালী জাতির ঘুম নেই।

৭| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

শূন্য সারমর্ম বলেছেন: সামরিক শাসনে সাধারন জনগন রাতের বাকা চাঁদটাও ভালোমত দেখতে পারে না।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


সামরিক শাসকদের বীর বানায়ে জাতিকে যারা মাটিতে মিশায়ে দিয়েছে, তারা এখনো বড় গলায়, তাদের বীরের কাহিনী বলছে আমাদের সামনে।

৮| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টিক মার্ক দিয়ে পরীক্ষা দিতে দিতে আমাদের জ্ঞান বুদ্ধি শূন্যের কোঠায় নেমে গেছে।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


প্রশ্নফাঁস করার পরও গড়ে শতকরা ১৫ জন পাশ করতে পারেনি। ইউনিভার্সিটির ছেলেমেয়রা টেকষ্ট বইয়ের বদলে সেলফোন কিনেছে

৯| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১২

মীর আবুল আল হাসিব বলেছেন: সামরিক শাসন কেউই চায়না। (যারা চায় তাদের সংখ্যা বেশি না। )

০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও জাপা মিলে কত বছর ক্ষমতায় ছিলো?

১০| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:২৪

মীর আবুল আল হাসিব বলেছেন: কেন বিএনপি কি সামরিক শাসক ছিল??? :-* :-*
=====================================================

লেখক বলেছেন:


প্রশ্নফাঁস করার পরও গড়ে শতকরা ১৫ জন পাশ করতে পারেনি। ইউনিভার্সিটির ছেলেমেয়রা টেকষ্ট বইয়ের বদলে সেলফোন কিনেছে


=================================================================

আপনি কি মনে করেন এই জেনারেশনের সবাই নির্বোধ/গাধা/?
আমাদের কারও কি কোন রকম মেধা নেই?
প্রশ্নফাঁস ও তার সুবিধা ভোগকারী মানুষ এর সংখ্যা খুবই কম কিন্তু আপনি মনে করেন সবাই কোন না কোন ভাবে প্রশ্নপত্র ফাাঁস এর সাথে জড়িত।

০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



সবাই কখনো নির্বোধ ও গাধা হয় না; তবে, এসব ঘটনায় জড়িতরা বেশীট ভাগই অসৎ হয়, ও সুনাগরিক হয় না।

১১| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: মাথায় কিছু ধরছে না!

০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


সবচেয়ে বড় কথা, ঘাঁড়ের উপর মাথা আছে।
ট্রাম্প মিলিটারীর কথা বলাতে বিশ্বের বড় বিক্ষোভ হয়েছে ২ দিন, আজকেও হয়তো হতে পারে।

১২| ০৫ ই জুন, ২০২০ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: আমার লেখা প্রথম পাতায় আসছে না।
আমাকে জেনারেল করা হয়েছে।
নুরু সাহেবকে নিয়ে পোষ্ট দেবার ফল।
পোড়া কপাল আমার।

০৫ ই জুন, ২০২০ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:



উনি আপনার সুনাম করেছেন, আপনি না বুঝে লিখেছেন। যাক, অসুবিধা হবে না, ইমেইল করেন, আপনাকে আটকায়ে রাখবে না।

১৩| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০৯

সোহানাজোহা বলেছেন: আপনি মনে হয় কোথাও ভুল টুল করছেন। এই পোস্টে আপানর ভুল ধরানোর কেউ নেই আফসোস! এখন তাহলে সবাই আপনার পোস্টে জ্বী জ্বী করে চলে যাবেন। আপনার ভুল ধরার চেষ্টা করবো নাকি? আর আপনি যদি ব্লগিংয়ে জ্বী জ্বী পছন্দ করেন তাহলে আমিও বলবো “জ্বী আপনিই সঠিক, আপনি জিপিএ ফাইভ পাশ”

০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের ভুল ধরার জন্য পারমিশন নিতে হয় না, প্রশ্নফাঁসের সীল খেয়ে বসে আছেন!

১৪| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ইমেল করতে হবে না।
আমার ধারনা ২৪ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ভালো

১৫| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৪

সোহানাজোহা বলেছেন: *চাঁদগাজী সাহেব আপনার আমলে প্রশ্নফাস সবচেয়ে বেশী হয়েছে। অতীতে প্রশ্নফাস হয়েছে ভবিষ্যতেও হবে তবে প্রশ্নফাস পড়ালেখা করে এমপি মন্ত্রি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সহ সরকারি অফিসের চাপরাশি পিয়ন হওয়া সম্ভব প্রবাসে স্কলারশিপ পাওয়া সম্ভব না। এক সেমিস্টারে ইমিগ্রেশনে ভিসা ক্যানসেল করে দেশে পাঠিয়ে দেবে।

সামরিক শাসন কেউ চায় না। সবাই চায় গণতন্ত্র। আপনি নিজে গণতন্ত্র সম্পর্কে কি জনেন - আমেরিকার গণতন্ত্র? বিএনপি জাতীয় পার্টি ক্যান্টনমেন্ট প্রজন্ম। তাহলে আওমী লীগ কার প্রজন্ম?

আমার মন্তব্যে কখনো মনে করবেন না আমি জামাত বিএনপি আওয়ামী লীগ সমর্থন করি। শিবির জামাত বিএনপি সমর্থন করে আওয়ামী লীগ। এরা আওয়ামী লীগের জাত ভাই।

<<< আপনার কাছে প্রশ্ন: সামরিক শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকান্ড কয়টি হয়েছে আর আওয়ামী লীগ (মুক্তিযোদ্ধার পক্ষের) সরকার আমলে কয়টি? সংখ্যা কার বেশী?

০৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



ইয়াহিয়ার সময়ে লুংগি খুলে নুনু দেখতো, মানুষ কিভাবে অপরাধ করবে? অপরাধ না করেও, আপনার ভালোবাসার মিলিটারীর হাতে ৩০ লাখ প্রাণ হারায়েছে।


আইয়ুবের মিলিটারীর সময়ে, মিলিটারীর ভয়ে, বাংগালীরা লুংগীতে পেসাব করতো, আপনার বাবার থেকে জেনে নিতে পারবেন।

জেনারেল জিয়ার সময়, বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়নি, মানুষ মিলিটারীর ভয়ে অপরাধ করতো না। জিয়া ২ জন বাংগালীকে 'সংবিধাান মেনে' হত্যা করেছে: তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবকে; এদের ২ জনকে হত্যা করার পর, পুরো বাংগালী জাতি ভয়ে দীর্ঘ সময় স্ত্রীর সাথে জিং জিংও করেনি; আপনার বাবার থেকে জেনে নিতে পারেন।

শেখ হাসিনার পুরো সময়ে, মোট কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়েছে আমি ঠিক জানি না; বছরে, গড়ে ৩০০ ধরলে (২০০৯ - ২০১৯), ৩৫০০ মানুষ প্রাণ হারায়েছে, এটা শেখ হাসিনার সরকারের অপরাধ; তবে, এরা অপরাধী ছিলো, বিচার পাবার অধিকার এদের ছিলো।

১৬| ০৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সোহানাজোহা বলেছেন: বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি এদেশে যখন যে সরকার এসেছে শুধুমাত্র দেশের স্বার্থ দেখলেও তারা প্রজন্মের পর প্রজন্ম জমিদারি ভাবে চলতে পারতো। কিন্তু তা না করে সবাই লুট করেছে। এখন সে বিএনপি হোক আর আওয়ামী লীগ।

জামাত আর আওয়ামী লীগ হচ্ছে সেই কালসাপ! আজকেও যদি জামাত আওয়ামী লীগের সাথে হাত মেলায় তাহলে জামাত সাংবিধানিকভাবে দেশপ্রেমিক দল হবে - আপনি কি এই তথ্য স্বীকার? - এটি আমার আব্বার কথা।

পুলিশ মিলিটারি অর্ডারটেকার। - এই বিষয়টি আপনি জানার কথা। প্রশ্ন হচ্ছে হুকুমের আসামী কে? অস্ত্রের দোষ নাকি অস্ত্রচালকের? পুলিশ আর্মি অস্ত্র মাত্র। রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশ আর্মি হত্যা হয়েছেন সবচেয়ে বেশী। পরিবারে পুলিশ আর্মি আছেন তাই সবসময় আতঙ্কে থাকি।

যাইহোক আপনি নতুন পোস্ট দিয়েছেন, এই পোস্টে সম্ভবত আর আলোচনা চলে না।

বাই দ্য ওয়ে “আপনি কেমন আছেন? সম্ভব হলে ইয়োগা করুন।
সাবধানে চলুন। শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়”।

০৫ ই জুন, ২০২০ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার কারণে আমাদের ৩০ লাখ প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাতাসে মিশে গেছে, আমরা এখন ২য় পাকিস্তান।

বেগম জিয়া ও শেখ হাসিনার ক্ষমতায় আসর পথ রচনা করেছে জেনারেল জিয়া; কমপক্ষে তাজুদ্দিন সাহেবকে হত্যা না করলে, বেগম জিয়া ও শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারতো না।

১৭| ০৫ ই জুন, ২০২০ রাত ১১:১৪

নগর মানব বলেছেন: কারো চাওয়াতে সামরিক শাসন আসে না ।

০৬ ই জুন, ২০২০ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


গত শতকে, সিআইএ ও ৩য় বিশ্বের ধনীক শ্রেনীর চাওয়াতে অনেক দেশে সামরিক শাসন এষেছে।

১৮| ০৭ ই জুন, ২০২০ ভোর ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের এলাকার অনেক বয়স্ক এক মুরুব্বী এক বার এক চায়ের আলোচনায় বলেছিলেন,
আইয়ুব খানের শাসন।
ইয়াহিয়ার শোষন।
শেখ মুজিবের ভাষণ।

০৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ভাষণ দিতেন, যা নিজেও বুঝতেন না। উনি কোন কাজ জানতেন না, বকবক ছিলেন।

১৯| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:১০

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: ৩য় বিশ্ব বেকুব ও দুষ্টে ভরা থাকে, এই সুযোগ নিয়েছে সিআইএ ও ৩য় বিশ্বের মিলিটারী।

- শুধু সিআইএ ও ৩য় বিশ্বের মিলিটারী না, কেজিবি ও ইসলামের ভ্রান্ত বিশ্বাসও যুক্ত। একচুয়াল ঘটনা নিয়ে নিচে আলজাজিরা টিভির ২ টা ডকুমেন্টারি (Rated R: ১৭ বছরের কম বয়সীদের জন্য পিতামাতা বা প্রাপ্তবয়স্ক অভিভাবক সহকারীর প্রয়োজন ) তাই বলে ।



০৭ ই জুন, ২০২০ সকাল ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



বাগলাদেশ ও পাকিস্তানের অবস্হা দেখলে বুঝা যায় যে, এসব দেশ চালাচ্ছে রাজনৈতিক মাফিয়ারা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.