![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমেরিকার পুলিশ বৃটিশ বা কানাডার পুলিশের মতো ভালো রেকর্ডের অধিকারী নয়; পুলিশ বাহিনীতে বরাবরই সাদারা বেশী ছিলো, এখনো আছে; আফ্রিকান আমেরিকান, স্পেনিশদের সংখ্যা বাড়ছে, সামান্য পরিমাণ বাংগালীও পুলিশে চাকুরী করছেন। আমেরিকার পুলিশের একটা দিক হচ্ছে, বেশ কয়েক দশক ধরে, ইহা পারিবারিক পেশায় পরিণত হয়েছে: বাবা পুলিশে চাকুরী করলে, ছেলেমেয়েরা পুলিশ যাচ্ছে!
আগে নাকি ছোট বাচ্চারা বলতো, বড় হলে পুলিশ হবে, নভোচারী হবে, ফায়ার ফাইটার হবে; এখন নাকি বাচ্চারা কোন কারণে পুলিশ হওয়ার ইচ্ছা খুব একটা প্রকাশ করছে না।
আমেরিকার পুলিশ অপরাধ দমনে সাদা ও আফ্রিকান আমেরিকানদের বেলায় বেশ আলাদা নীতি অনুসরণ করে আসছে, এবং ইহা গ্রহযোগ্যতা পেয়ে এসেছে; অবশ্য ইহার পেছনে উল্লেখযোগ্য কারণও আছে। কিন্তু বর্তমানে, পুলিশ বাহিনী একটা সমস্যার সন্মুখীন হচ্ছে, তারা ঠিক যোগ্য লোকজন কম পচ্ছে; চাকুরীতে সুযোগ সুবিধা ও খুবই ভালো বেনেফিট থাকা স্বত্তেও মানুষ এই পেশায় কম যাচ্ছে; ফলে, তারা তাদের কোয়ালিটি বজায় রাখতে পারছে না; ইহার ফলাফল কিন্তু ভয়ংকর।
আফ্রিকান আমেরিকানরা বরাবরই সিষ্টেমিক রেসিজমের শিকার ছিলো; তবে, এটা সঠিক যে, পশ্চিমা বিশ্বে, আমেরিকান সাদারা বিশ্বে সবচেয়ে কম রেসিষ্ট; এমন কি আমেরিকায় বসবাসকারী বাংগালীদের চেয়েও তারা কম রেসিষ্ট।
আফ্রিকান আমেরিকানরা কয়েকটি বড় সমস্যার মাঝে আছে: তাদের পরিবার প্রথা ভেংগে পড়েছে, অনেক শিশু তাদের পিতার নাম জানে না, ডোমেষ্টিক ভায়োলেন্স তাদর জীবনের সাথী হয়ে গেছে; তারা মাদক ব্যবহারে ও ব্যবসায় মাথাপিছু হারে বেশ এগিয়ে আছে, জেলে ওদের পরিমাণ শতকরা হারে অনেক অনেক বেশী; পড়ালেখায় অনেক সুযোগ থাকায়ও সুযোগ নিতে পারছে না; প্রতি ৪ জন ১ জনের নাম পুলিশের খাতায় আছে; তাদের নেতা নেই, তারা প্রায়ই ভোট দেয় না।
জর্জ ফ্লয়েডের সাথে যা ঘটেছে, এই রকম ঘটনা (সব ক্ষেত্রে হয়তো মৃত্যু হয় না) ঘটেই চলেছে; এগুলো সাদা আমেরিকা জানে, দেখে আসছে; সাদা আমেরিকা এগুলোর পক্ষে নয়, তারা সীমিতভাবে নিয়মিতই প্রতিবাদ জানিয়ে আসছিলো। এবার সাদা আমেরিকা তা প্রকাশ করেছে; চলমান প্রতিবাদে সাদা আমেরিকানরাই মুলশক্তি, তাদের কারণে প্রতিবাদ টিকে গেছে, আজো চলছে। এবারের এই প্রতিবাদ বিশ্বের সবচেয়ে বড় প্রতিবাদ।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের প্রশাসন এত অপরাধ করে বেড়াচ্ছে, যা আসলে আফ্রিকাতেও নেই; ওরা নাগরিকের কাছে 'চাকুরী বিক্রয়' করছে।
২| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জর্জ ফ্লয়েডের ও বিতর্কিত পুলিশ অফিসার নাকি একসময়ে কলিগ ছিল???
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, আমি পুরো ব্যাপারটা পড়ে দেখিনি; হত্যার পেছনে উহা একটি কারণ হতে পারে।
৩| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮
মীর আবুল আল হাসিব বলেছেন: আমরা পারি শুধু ফোড়ন কাটতে (কাজ করার চেয়ে এটা সহজ তাই)
পূর্বপুরুষ এর কাছ থেকে পাওয়া আমাদের মুখস্ত কিছু বুলিঃ-
১. চীন নকলে ভর্তি।
২. আমেরিকান সাদারা বর্নবাদী। উন্নতির শিখরে পৌছে কি হবে যদি আমি বর্নবাদী হই?
৩. ইউরোপের ওমুক দেশ ধর্ষনে সেরা তমুক দেশে কুকুর বিয়ে করে।
৪. এত তো উন্নত, কোথাও কোন মাদ্রাসা আছে? নেই!!
৫. সব ঈহুদির বাচ্চা, ইসলামকে ধ্বংসের চেষ্টায় লিপ্ত।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বিশ্বের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে বাংগালীদের সঠিক ধারণা নেই। বেশীরভাগ বাংগালীর এনালাইটিক্যাল ক্ষমতা খুবই কম, তাঁরা যা শুনেন, উহাকে সঠিকভাবে ভেবে দেখেন না; বাংগালী মিডিয়া অবান্তর বিষয় ও ভুল ধারণায় ভরপুর।
৪| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১২
মীর আবুল আল হাসিব বলেছেন:
লেখক বলেছেন:
বাংলাদেশের প্রশাসন এত অপরাধ করে বেড়াচ্ছে, যা আসলে আফ্রিকাতেও নেই; ওরা নাগরিকের কাছে 'চাকুরী বিক্রয়' করছে।
========================================================
কোনরকমে ৮ লাখ টাকা জোগাড় করতে পারলেই ইউএনও অফিসে আপনার চাকুরি নিশ্চিত।
প্রাইমারী শিক্ষক নিয়োগে আপনাকে দুই দফায় টাকা দিতে হবে। (ভাইভার আগে ও পরে)
এখন আবার আমলাদের নতুন ফ্যাশন হয়েছেঃ- চাকুরির জন্য আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু চাকুরি হবে এ নিশ্চয়তা দিতে পারবেন।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাকে প্রশাসন বেগম জিয়ার স্তরে নিয়ে, দেশকে মগের মুল্লুক বানায়ে ফেলেছে; শেখ হাসিনা হয় টের পাচ্ছেন না, কিংবা উনার টিকে থাকাএখন প্রশাসন নির্ভরশীল হয়ে পড়েছে।
৫| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬
উদাসী স্বপ্ন বলেছেন: পরিসংখ্যান অনুযায়ী প্রথম ১৪ টা দেশের মধ্যে বাংলাদেশ নাই। এবং প্রথম ১৫ টা দেশ কারা সেটা এখানে আছে
আর জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১১৫ তম ১১৮ টি দেশের মধ্যে রিপোর্ট টি হালনাগাদসুত্র দিয়ে গেলাম। তারপরও অনলের মতো কেউ মিথযাচার করলে বলার কিছু নাই করা হইছে। সেক্ষেত্রে বাংলাদেশ হলো টায়ার থ্রিতে মানে সর্বনিম্ন অবস্থানে। যেখানে সৌদী আরব ও নাই।
যারা বলেন ভারতের থেকে বাংলাদেশ ভালো অবস্থানে তারা ডাহা মিথ্যা বলছেন। বিজিপি সরকার আসার পর মুসলমানদের জঙ্গিবাদ দমনে যে কঠোর মনোভাব পোষন করছে তার জন্য যুক্তরাষ্ট্র এবছর জাতিসংঘের কাছে টায়ার ২ মানে সৌদী আরবআলজেরিয়ার কাতারে টেনে আনার আহবান জানাইছে
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি লিংক না দিয়ে, তথ্য দিলে ভালো হয়; লিংকে গিয়ে তথ্য বের করা সময় সাপেক্ষ ব্যাপার।
৬| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: আরে এইখানে কমেন্ট টা হইছে। এই কমেন্ট টা আমি অনলের পোস্টে দিতে গেছিলাম কিন্তু বলতেছিলো যে আমার কমেন্ট গ্রহন করা যাচ্ছে না পুনরায় পর্যালোচনা করুন। পরে যখন জাতিসংঘের পিডিএফ রিপোর্ট সরালাম তখন কাজ করলো। পিডিএফ রিপোর্ট প্লেইন করি করলেও নেয় না। এটা কি পিডিএফের ক্ষেত্রেই সমস্যা কিনা বুঝতেছি না
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
অনলের পেছনে সময় নষ্ট করা সঠিক হবে না; উনি সমস্যায় আছেন, মনে হচ্ছে! আমার পোষ্টে আসেন, আমি এখন আর উনার কথা শুনতে চাচ্ছি না, পুরোপুরি গার্বেজ
৭| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
মীর আবুল আল হাসিব বলেছেন:
@ উদাসী স্বপ্ন,
আপনি এই কমেন্টটা অনল চৌধুরির আবেগ মোড়ানো সেই পোস্টে করেছেন কি?
৮| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: করছি কিন্তু লিংক দিতে পারি নাই।
@চাদগাজি, লিংক দেই যাতে কেউ বলতে না পারে মিথ্যা বলছি। কারন ব্লগে @খাজাবাবা @রাহাত খান @সাজিদের মতো কিছু ব্লগার আছে, যারা সামনা সামনি বলবে না, কিন্তু অন্য পোস্টে গিয়ে বলবে আমরা নাকি তথ্য থেকে কাহিনী টুইস্ট করি। মানুষের এসব চোকলামী চুগলখোরী ও মিথ্যা কথা বলা বন্ধ করার জন্য প্রমান রেখে যাই।
বইয়ের নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলেও এরা কি সুন্দর এড়িয়ে উদ্ভট কথা বলে। এদের মিথযাচার যাতে মানুষ দেখে, এবং এদের মিথযাচারকে কারা নগ্নভাবে সাপোর্ট করে সেটার জন্যই লিংক দেই।
বাংলাদেশ হলো দুনিয়ার নিকৃস্টতম সাম্প্রদায়িক দেশ সেটা রিপোর্টেই এসেছে। অথচ মানুষ কি সুন্দর মিথযাচার করে মুখের ওপর। হাস্য কর
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী ব্লগারেরা প্রায়ই রেফারেন্সের জন্য চাপ দিয়ে থাকেন; তাঁরা হাদিসের রেফারেন্সের জন্য খুবই সিরিয়াস। আমি কমনসেন্স থেকে পোষ্ট দিই, আমার পোষ্টে কারো বক্তব্য, কোন লেখার অংশ মোটামুটি কখনো থাকে না; ফলে, আমি ওগুলো নিয়ে মাথা ঘামাই না।
৯| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: কবি বলেছেন, "কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারি সমান রাঙা"
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
সব মানুষই সমান; তবে, সব সভ্যতা, সব কালচার, সব জাতি এখন সমস্তরের নেই।
১০| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশেও শুনেছি এক সময় বাবা-মা কেউ প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করলে তিনি অবসরে গেলে ছেলে বা মেয়েরা অগ্রাধিকার পেতেন চাকরি পেতে। এখনো নিয়মটা বহাল আছে কিনা আমার জানা নেই।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে এখন সরকারী ও আধা-সরকারী চাকুরী বিক্রয় হয়ে থাকে; ফলে, কোন কিছুই কাজ করছে না; সরকারী ও আধা-সরকারী চাকুরী আসলে এক ধরণের বিনিয়োগ
১১| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে পুলিশকে লোকজন আড়ালে-আবডালে ঠোলা বলে ডাকে।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানী আমলে 'পুলিশ' শব্দটা হারিয়ে গিয়েছিলো, 'ঠোলা'ই ছিলো ওদের পরিচয়।
১২| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৬
আমি সাজিদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, বাংলাদেশ রেলওয়েতেও এখনো সত্তর ভাগ পোষ্য কোঠা। বাবা চাকরি করতো বলে ছেলে মেয়ে চাকরি করে।
মুরব্বীর পোস্টে কমেন্ট করা দেখি আমার অভ্যাস হয়ে গেছে !
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমার পোষ্টগুলো মোটামুটি সহজ; আশাকরি, অনেকের ভাবনার সাথে মিলছে!
১৩| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭
সুপারডুপার বলেছেন:
@ব্লগার চাঁদগাজী সাহেব, মীর আবুল আল হাসিব, উদাসী স্বপ্ন , ডার্ক ম্যান , মিরোরডডল , নতুন ভাই ;
আপনারা তো অনল কে নিয়ে
"
কানামাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছো
"
খেলা শুরু করেছেন।
কেউ কানামাছি শিরোনামে রসিয়ে কসিয়ে সুন্দর একটা মজার পোস্ট দেন !!! ব্লগার নুরু হুজুর এই কানামাছি খেললে নিশ্চিত মজার একটা পোস্ট দিতেন।
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার অনল চৌধুরী আমার পোষ্টে কমেন্ট করেন; কমেন্টের উত্তর দেয়া আমার দায়িত্ব, আমি দিয়ে যাচ্ছি; তবে, উনার ব্লগিং স্পিরিট নেই।
১৪| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে কিন্তু এখন দুইটা অনল আছে। আরেকটা কেডা কন তো?
হিন্টস দিলাম ..... নুকতা
০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
১৫| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকার জনগন ভালো সরকার খারাপ।বাংলাদেশে সরকার জনগন দুটিতেই ভেজাল।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার রাজনীতিবিদরা রাজনীতি থেকে সরে দলবাজ যহয়ে গেছে; ফলে, সরকার সমস্যায় আছে।
১৬| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:০২
সুপারডুপার বলেছেন: @উদাসী স্বপ্ন, কয় নুকতা!!! কোন হরফ!!! ব্লগে কোনো এক কালে কোথাও দশ নুকতা মনে হয় দেখছিলাম । কিন্তু দশ নুকতার কোনো হরফ আমার জানা নাই। তাই আমার পক্ষেও সম্ভব হচ্ছে না।
১৭| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:২০
শূন্য সারমর্ম বলেছেন: সুযোগ সুবিধা বাড়িয়ে কোয়ালিটি হ্রাস করাই উচিত না।হয়তো এটাই ব্যবধান গড়ে দেয়।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমেরিকান পুলিশরা একটা রেসিষ্ট মনোভাবের মডেলে চলছে; সাদারাও তাদের উপর ভয়ানক বিরক্ত। ট্রাম্প ব্যতিত ওদেরকে কেহ ভালো চোখে দেখছে না।
১৮| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা সাম্প্রদায়িক সম্প্র্রতির বড় বড় বুলি কপচায়
মানবতার আড়ালে কালোদের গলা টিপে মারে
তাদের যে কোন বিশেষণে ভূষিত করা হোকনা
কেন তারা যে মা্নুষ নামের কলংক আর নরের
অধম তা প্রমান করতে মানুষ নয় কুকুরই যথেষ্ঠ।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার সাধারণ মানুষ গলাবাজ নন; বিক্ষোভগুলোতে দেখবেন, ওরা কথা কম বলে। বেশী কথা বলে থাকে আফ্রিকান আমেরিকানগুলো, এবং বেশ বকবক।
১৯| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৬
কল্পদ্রুম বলেছেন: বাংলাদেশ পুলিশে এখন পর্যন্ত ছয় হাজারের উপরে করোনা আক্রান্ত হয়েছেন।সতেরো জন মারা গেছেন।তারা এখনো রাস্তা ঘাটে জনস্রোতের ভিতর কাজ করে যাচ্ছেন।প্রথমে লোকজনকে মারটার দিলেও পরে সেটাও আর করেনি।তাদের থাকা খাওয়ার যে পরিবেশ ঢাকার যে কোন ব্যাচেলর মেসের থেকেও খারাপ।কিন্তু এ নিয়ে তারা এখনো কিছু বলেননি।অন্যদিকে মেডিক্যাল টেকনোলজিস্টরা আজ ঢাকায় বিক্ষোভ করেছে।দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ এই দুর্যোগে অনেক বেশি সহনশীল এবং দায়িত্বজ্ঞানের পরিচয় দিচ্ছে।
বাংলাদেশ পুলিশে পারিবারিক প্রথা নেই।তবে জেলা প্রথা আছে।গোপালগঞ্জের মানুষরা সবখানে আলাদা সুবিধা পাচ্ছে দেখতে পাচ্ছি।
বিশ্বের সবচেয়ে বড় প্রতিবাদ কেন?
০৭ ই জুন, ২০২০ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের বড় প্রতিবাদ এইজন্য যে, একটা সঠিক বিষয়কে তুলে ধরার জন্য, এক সাথে এত মানুষ কোন দেশে, কোন সময়ে রাস্তায় নামেনি।
বাংলাদেশের পুলিশ অফিসারেরা ঘুষের মাঝে ডুবে আছে; ফলে, এরা কখনো সন্মান পায়নি। সিপাহীরা চাকুরী কিনে চাকুরী করে পরিবার চালায়।
২০| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:২৬
মৃন্ময়ী শবনম বলেছেন: বর্ণবাদ সমগ্র বিশ্বে আছে। উদাহরণ: আপনি বলবেন বর্ণবাদ নেই, আরেকদল বলবেন বর্ণবাদ আছে - দরকার কি এটি নিয়ে রশি টানাটানির? আমেরিকা বর্ণবাদ আছে এবং বেশ ভালোভাবেই আছে। এবারে আমেরিকাতে কালোদের সাথে যা হয়েছে তা শুধু বর্ণবাদই না। এটি হচ্ছে একটি হাই ক্লাস প্রি প্ল্যান্ড স্যাবোটাজ।
০৭ ই জুন, ২০২০ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
বর্ণবাদ আছে; তবে, আমেরিকায় ইহা সবচেয়ে কম।
২১| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩১
নগর মানব বলেছেন: ফ্লয়েডের সাথে হয়তো ঝামেলা ছিল। সে পোশাকের ক্ষমতা ইউজ করেছে। আফ্রিকান মানুষ অপরাধীপ্রবন বেশি।
০৭ ই জুন, ২০২০ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
আমি ওর কাজ ইত্যাদি নিয়ে পড়েছি, কাজ নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই; মেয়ে ঘটিত কোন ঘটনা থাকটে পারে; পরে, বুঝা যাবে।
২২| ০৭ ই জুন, ২০২০ রাত ৯:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসা্ব বলেছেনঃ আমেরিকার সাধারণ মানুষ গলাবাজ নন; বিক্ষোভগুলোতে দেখবেন, ওরা কথা কম বলে। বেশী কথা বলে থাকে আফ্রিকান আমেরিকানগুলো, এবং বেশ বকবক।
মরছে তো কালোরা !! সাদাদের গলাবাজী করারতো দরকার নাই।
তাদের আছে বুট আর ব্ন্দুক ! গলাবাজী করে তাদের এ্ই উইপনস।
০৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমি বলেছি সাধারণ মানুষের কথা, ওদের হাতে অস্ত্র নেই।
২৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সব মানুষই সমান; তবে, সব সভ্যতা, সব কালচার, সব জাতি এখন সমস্তরের নেই।
দরিদ্র দেশ গুলোই পিছিয়ে আছে। শিক্ষার আর দূর্নীতির কারনে।
০৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
বুদ্ধিহীন জাতিগুলো দরিদ্র হয়ে আছে আজীবন।
২৪| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: এ প্রতিবাদ আর কতদিন চলতে পারে বলে মনে করেন? সবকিছু থেমে গেলে ভিডিও ফুটেজ দেখে দেখে কি কালোদের উপর আবার নির্যাতন নেমে আসবে?
ফ্লয়েডকে যেভাবে মারা হয়েছে, তা সত্যিই অমানবিক। পুলিশের হাঁটুর নীচে চাপা পড়ে থেকে হাতকড়া পড়া, উপুর করে ফেলানো একটি মানুষের প্রাণ চলে গেল, তার করুণ আর্তনাদ চারজনের কেউ শুনলো না! !
০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৬
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প যদি কোন উসকানি না দেয়, মনে হচ্ছে, আরো ২/৩ দিন। আজকে রবিবার, কাল অনেকে কাজে যাবে। কালিফোর্নিয়া ও নিউইয়র্কে ও ওয়াশিংটনে আগামী শনি/রবিবার মানুষ বের হবে।
লুটের নামে এফবিআই কিছু অর্গেনাইজারকে ধরবে।
২৫| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:০১
সাহাদাত উদরাজী বলেছেন: কোথায় শেষ এবং সাফল্য কি বুঝতে পারছি না!
০৮ ই জুন, ২০২০ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
আজকে আমেরিকার মাঝখানে শেষ হবে বিক্ষোভ, কিন্তু কালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও বষ্টনে আগামী শনি/রবিবার মানুষ বের হবে।
অনেক রাজ্যে পুলিশের উপর নজর রাখা হবে; অনেক দুষ্ট পুলিশ চিহ্নিত হবে, পুলিশের নিয়ম কানুন কইছুটা বদলাবে।
২৬| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:০৩
অনল চৌধুরী বলেছেন: কে কেনো বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্য বেতন দিয়ে পালছে,সব বের করা হবে।
এ্যামেরিকা,ভারত, বৃটেন,ফ্রান্স,ইতালী,জার্মানীর তুলনায় বাংলাদেশকে এক্ষেত্রে স্বর্গ বললেও কম বলা হবে।এটা মিথ্যাবাদীরা নিজেরাও জানে।তাইতো নিজের দেশকে এভাবে ছোটো করার চেষ্টা।
অনলের পেছনে সময় নষ্ট করা সঠিক হবে না; উনি সমস্যায় আছেন, মনে হচ্ছে! আমার পোষ্টে আসেন, আমি এখন আর উনার কথা শুনতে চাচ্ছি না, পুরোপুরি গার্বেজ কয়েকবার নিষিদ্ধ চাদগাজি আবার অগের মতো অশোভন শব্দ ব্যবহার করা শুরু করেছে,কর্তৃপক্ষের একটা স্থায়ী সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।
এই উদাসীর আসল পরিচয় কি?
https://www.nytimes.com/2020/03/12/world/asia/india-police-muslims.html
ভারত বা এ্যামেরিকার মতো ঢাকার রাস্তায় যদি পিটিয়ে মানুষ মারা হতো,তাহলে মনে হয় এরা খুশী হতো!!!
দিনের বেলায় অন্য ধর্মের ধর্মস্থান ভেঙ্গে ফেলা ভারত খুব মহান !!!! https://youtu.be/vpG6KdBpIQs?t=2
মানুষ কতোটা নীচস্তর থেকে আসলে এভাবে নিজেকে বিক্রি করে,সেটা নিয়ে একটা লেখা দিতে হবে।
০৮ ই জুন, ২০২০ সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আমি ভুলে যাই যে, আপনি দার্শনিক মানুষ।
২৭| ০৮ ই জুন, ২০২০ সকাল ১১:৫৬
সোহানাজোহা বলেছেন: আমেরিকা সহ সমগ্র বিশ্বে ঝামেলা আরো বাড়বে। অর্থনৈতিক মন্দার সাথে শুরু হবে সমস্যা, আর মন্দা যতো বাড়বে সমস্যা ততো বাড়বে। মানুষ কথায় কথায় সড়কে মার্কেটে মারপিট লেগে যাবে।
০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক, অনেক সমস্যা হবে। ট্রাম্পের ভুলের কারণে, আমেরিকার প্রশাসন ও মানুষ্বের মাঝে অনৈক্যার সৃষ্টি হয়েছে, ও সরকার অকারণ ২ ট্রিলিয়ন ডলার ধনীদের দিয়ে দিয়েছে।
২৮| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: তাহলে বাংলাদেশি জনগণ আর আমেরিকান জনগণের পার্থক্য কি কি ?
০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার মানুষ ও বাংলাদেশের মানুষের মাঝে বড় পার্থক্য হলো, আমেরিকানরা কাজ থাকলে দৈনিক ৮ ঘন্টা কাজ করে, বাংগালীরা সরকারী চাকুরী পেলে দৈনিক ৬ ঘন্টা অকাজ করে।
২৯| ০৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: বর্ণ বৈষম্য সমর্থন যোগ্য নয়। ঘটনা তালগোল পাকানো হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে। অবশ্য আমাদের দেশে এমন মৃত্যুর প্রতিবাদ হয় না। আমরা সমবেদনা প্রকাশ করি ব্যাস। আসলে উন্নত বিশ্বের নাগরিক অধিকার আছে । আমাদের অতটা নেই।
০৯ ই জুন, ২০২০ রাত ৩:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে ভেঁড়ায় পরিণ্ত করেছে ব্যুরোক্রেটরা ও প্রশাসন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:০২
মীর আবুল আল হাসিব বলেছেন: বাঙালিরা রেসিজম এর জন্য আমেরিকাকে ধুয়ে দিচ্ছে কিন্তু এটা ভাবছে না যে বর্নবাদ এর বিরুদ্ধে আন্দোলন কাদের জন্য বেগবান হচ্ছে।
বাংলাদেশে এসএসসি পাশ ছাত্র ৮-১০ লাখ টাকা ঘুষি দিয়ে পুলিশে ঢুকছে; ঢোকার পর অবস্থা এমনঃ- ছেড়ে দে মা কেঁদে বাচি।