নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জোর করে সন্মান আদায় করা সম্ভব হবে না

১৬ ই জুন, ২০২০ রাত ২:২৯



সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যর পর তাকে নিয়ে অনলাইনে খারাপ মন্তব্য করা হয়েছে, এর জের ধরে ২/১টা গ্রেফতারও হয়েছে। এগুলো কোন সুস্হ জাতির লক্ষণ নয়; এবং এই ঘটনা প্রথমবার ঘটছে না, জেনারেল জিয়ার মৃত্যর পরও ঘটেছিলো। নাসিমের বেলায় বিরোধী পক্ষই ইহা বেশী করেছে, কিন্তু বিরোধী পক্ষ ব্যতিত অনেক সাধারণ লোকজন, যারা স্বাস্হ্য সেবা থেকে বন্চিত হয়েছে, তারাও খারাপ কথা বলেছে। এই ধরণের খারাপ মন্তব্য ইত্যাদি কোন শিক্ষিত জাতির বেলায় ঘটার কথা নয়; আবার, ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে, জাতিকে শিক্ষা থেকেও বন্চিত করা হয়েছে।

মনে হয়, সরকার ও প্রশাসনের লোকজনও করোনার কাছে নিজেদের অসহায়তা বুঝার শুরু করেছে। সরকারের কিছু ব্যুরোক্রেট, ডাক্তার, প্রশাসনের অফিসার, পুলিশের লোকজনও সঠিক চিকিৎসা পায়নি, পাচ্ছে না; দেশ এভাবে চলতে পারে না। চিকিৎসা ব্যবস্হা কাজ করছে না, ইহা সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। সরকারী দলের লোকেরাও সঠিক চিকিৎসা পাবার সম্ভাবনা কমে আসছে।

সাধারণ মানুষ ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে; এভাবে দেশ চলবে কিনা সন্দেহ আছে। সরকার যদি মানুষের জন্য কিছু করার চেষ্টা না করে, মানুষ সরকারকে অমান্য করার সম্ভাবনা সব সময় আছে। হাসপাতালগুলো, ফার্মেসীগুলো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, মানুষের প্রাণ নিয়ে খেলছে। দেশের গরীব জনসংখ্যা হাসপাতালে প্রবেশ করতে পারছে না বললেই চলে। ইহা দেশে অরাজকতাকে চরমে নিয়ে যাচ্ছে।

এই মহামারীতে, জীবন রক্ষাকারী ঔষধ, অক্সিজেন ইত্যাদি সরকারের নিয়ন্ত্রণে থাকার দরকার ছিলো, এবং প্রতিটি নাগরিকের প্রয়োজনে ইহা সরবরাহ করার দরকার ছিলো। এখনো সময় আছে, সরকারকে অক্সিজেনের উৎপাদন, সরবরাহের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে।

স্বাস্হ্য সেবা যেভাবে ভেংগে পড়েছে, উহাকে যদি দ্রুত ম্যানেজ না করা হয়, সরকার ও প্রশাসন সম্পর্কে মানুষের কোন সন্মান হয়তো অবশিষ্ট থাকবে না; মোহাম্মদ নাসিম, বা জেনারেল জিয়াকে নিয়ে যেসব খারাপ মন্তব্য করতে শোনা গেছে, ইহা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে; গ্রেফতার ইত্যাদি করে, আরো বদনাম হবে, জোর করে সন্মান আদায় করা যায় না।

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জোর করে সন্মান আদায় করা যায় না।
.............................................................
এটাই বাস্তবতা, পাশাপাশি জাফরুল্লাহ অসুস্হ হয়ে ছিলেন তার
বিষয়টি লক্ষ্য করুন,

১৬ ই জুন, ২০২০ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


ডা: জাফর উল্লারাও খারাপ মন্তব্যের ভাগী হবে।

২| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: না উনার জন্য দোয়া প্রার্থী বেশী ছিলো,
এই বিষয় নিয়ে আমার পারিবারিক ও বন্ধু মহলে
প্রচুর আলোচনা, সমালোচনা চলছে ।

.....................................................................
ডা: জাফর উল্লারা অসুস্হ অবস্হায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের
জানাজায় অংশগ্রহন করেছিল তাও আলোচনায় আসছে ।
কারন উনারা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ।

১৬ ই জুন, ২০২০ রাত ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


এরা সবাই নিজের অবদান থেকে বেশী দখল করেছে, মানুষের জন্য কিছু নেই।

৩| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:১৫

আমি সাজিদ বলেছেন: বাঙ্গালি দেশের বাইরে গেলেও, যতো উঁচু লেভেলেই যাক, ফ্যাক্ট আর অতীত ভুলে লুজ কথা বলবেই, সাধুকে চোর বানাতে বাঙ্গালী ওস্তাদ, উল্টাটাও হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটবাজী আর নতুন নতুন বেসরকারি মেডিকেল কলেজ ও প্রত্যন্ত এলাকায় সরকারী মেডিকেল কলেজ খুলে হাজার কোটির কারবার বুঝার মতো ইচ্ছা আপনার নেই।

আওয়ামীলীগের খারাপ সময়ে নাসিম সাহেবের অবদান অনেক। বলিষ্ট কন্ঠ ছিলেন ১৪ দলের। ভালো সংঘঠক ছিলেন। উনার মৃত্যুতে ব্যাথিত৷ কিন্তু কিছু অপ্রিয় সত্য থাকেই।

১৬ ই জুন, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মতো গরীব দেশে বেসরকারী হাসপাতাল ও মেডিক্যাল খোলার অনুমতি দেয়া বড় ধরণের অপরাধ।

৪| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:১৯

আমি সাজিদ বলেছেন: খারাপ লাগলে আমার কমেন্টটা ডিলেট করে দিয়েন৷ আরেকটা হিন্ট দেই - আমি কিন্তু সাধারন মানুষ ও পেশাজীবির ভূমিকা থেকে বলেছি। কোন দলের নই।

১৬ ই জুন, ২০২০ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগারদের কমেন্ট মোটামুটি মুছি না।

৫| ১৬ ই জুন, ২০২০ ভোর ৫:২০

কানিজ রিনা বলেছেন: আপনি যেমন জিয়ার বিরোধী হয়ে প্রতি পোষ্টে
কিছু না কিছু অশালিন বিদ্রুপ করেন। অথচ
জিয়ার মৃত্যু হয়েছে কয়েক যুগ। তাহলে আপনিও
অশিক্ষিতদের দলে। সব রাজনীতিকই কিছু ভাল
কাজ করে থাকেন মৃত্যুর পর সেকথা বলাই
উচিৎ। আমাদের দেশের শিক্ষিতরা পুথিগতবিদ্যার
কারনে তারা সমালচক বেশী। তার ভিতরে আপনি
একজন।
তবে রাজনীতিবিদদের সমালচনা হবে এটাই
সাভাবিক। করোনায় ভালমন্দ সব মানুষই
আক্রান্ত হচ্ছে মারাও যাচ্ছে। দেশে অনেক
হুজুর মৌলানাও মারা গেছে। হুজুরদেরও
বিরোধীদল আছে তারা সমালচনা করেছে।
হাজার হাজার লোক করোনা উপেক্ষা করে
জানাজায় শরিক হয়েছে।
যেমন আমেরিকায় একজনের মৃত্যুকে কেন্দ্র
করে লক্ষ লক্ষ লোক করোনা উপেক্ষা করে
রাস্তায় নেমেছে। লুটতরাজ অগ্নিসংজোগ হয়েছে
যা সভ্য আমেরিকানদের মাথা নীচু হয়েছে।
সমালচনাও হয়েছে। মানুষের আবেগ বিবেক
সমালচনা করবেই।
গোটা পৃথিবীজুড়ে করোনায় হাসপাতালগুল
দিশাহারা আমাদের দেশও তাই।

১৬ ই জুন, ২০২০ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় করোনায় মানুষ মরেছে; কিন্তু প্রতিটি মানুষ চিকিৎসা পেয়েছে।

জিয়া আপনাদের ( ২/৩ লাখের জন্য) জন্য ভালো কিছু করেছে, শতকরা ৯০ জনকে পথে বসায়ে দিয়ে গেছে, এটা আপনি বুঝতে কষ্ট হবে।

১৬ ই জুন, ২০২০ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় ১ জনকে পুলিশ মেরেছে, ১০ কোটী মানুষ রাস্তায় নেমেছে; জিয়া ৩০০ জন মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসি দিয়েছে, আপনি সেই জিয়ার জন্য কাঁদছেন।

৬| ১৬ ই জুন, ২০২০ সকাল ৭:২৭

কানিজ রিনা বলেছেন: আপনি জাতীর পিতা নিয়েও বিদ্রুপ করে কথা
বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসীনা গৃহবধু থেকে
প্রধানমন্ত্রী হওয়ার কথা না। জিয়া খালেদা তো
আপনার প্রতিটি নিঃশ্বাসের কার্বডাই অক্সাইড।
সমালচনা করা ভাল বিদ্রুপ করা ভালনা।

১৬ ই জুন, ২০২০ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আরামে আছেন তো, সেজন্য বাকীদের কথা ভাবেন না; আপনার ১ মেয়ে পিএইচডি পর্যন্ত যেতে "কত পরিমাণ মেয়েকে চাকরাণী" হয়ে জীবন বিসরর্জন দিতে হয়েছে তা তো আপনার লিলিপুটিয়ান মগজে ঢুকবে না।

৭| ১৬ ই জুন, ২০২০ সকাল ৭:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু লোক দেশের বাইরে থেকে একটা মিশন ব্যস্তবায়নের জন্য যেসব প্রোপাগান্ডা চালাচ্ছে,দেশের ভিতর থেকে কিছু লোক সেই কথাগুলোই বিভিন্ন মাধ্যমে প্রচার করছে।এটা দেশের জন্য শুভ না।আবার অনেক লোক বোঝে নাবোঝে এটাকে সমর্থন করে।যে কোন বিষয়৫১% ভালো হলে সেটা ভালো বলে গন্য হবে।৪৯%হলে খারাপ।এরপর যেদিকেই সংখ্যাটা বাড়বে সেটা হবে পরিমাণগত ভালো বা খারাপ।





১৬ ই জুন, ২০২০ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো শক্তি সন্চয় করছে দেশের ভেতরে ও বাহিরে

৮| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:০৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: মানুষ তার কর্ম ফল পাবেই। মানুষ মরছে চিকিৎসার অভাবে চারিদিকে। হাসপাতাল গুলোতে ভর্তি নিচ্ছে না, ডাক্তারেরা ভয়ে চিকিৎসা দিচ্ছে না, অক্সিজেন সংকট, আইসিইউ সংকট, ডাক্তার সংকট, পিপিই সংকট বিবিধ কারণ। সুদিনে যারা ৮০০ /১০০০ টাকা ভিজিট নিয়ে রোগী দেখতো তাদের চেম্বার বন্ধ করোনা দেশে আসার পর হতে। আর সবচেয়ে অবহেলিত হলো চট্টগ্রাম। চট্টগ্রামের প্রতি সুনজর কোন দিন, কোন আমলে, কোন সরকারের ছিল না। মন্ত্রী টন্ত্রী, নেতা মেতা, ধনী ব্যবসায়ী এরা কি কামের, যখন এ দূর্যোগে কোন কাজে না আসে। করোনার শুরুতে অল্প কিছু মানুষ জনদের ৫ কেজি মোটা চাল আর ২ কেজি আলু দিয়ে কি দয়িত্ব শেষ ? তাও শতকরা ১০ জনে মনে হয় পেয়েছে। লিস্ট করা হয়েছিল, কিন্তু সরকারের দেওয়া ৫ কেজি মোটা চাল ও মানুষ পায়নি। চোরেরা খেয়ে ফেলেছেন।

১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেদিন ক্ষমতায় থাকবে না, ওবায়দুল কাদেরেরাও উনার নামে বদনাম করবে।

৯| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:১৬

রাশিয়া বলেছেন: এমন জীবন নাসিম করিল গঠন, মরনে কাদিল সে, মজা নিল জনগণ।

মুজিব বর্ষে পিতার সাথে দেখা করার এই বিরল সুযোগ সবার ভাগ্যে জোটেনা।

১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনারা সুযোগ পেলে জনসংখ্যাই কমিয়ে দিতেন, যেভাবে আপনাদের বড় ভাইয়েরা ১৯৭১ সালে পাকিদের সাথে মিলে বাংগালী কমায়েছিলো।

১০| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: জোর করে সম্মান আদায় করা যায় না। আবার অনেক সম্মান করতে জানেও না। তবুও জনসেবা করতে হয়।

দেশের অর্থনীতি সেবা চিকিৎসা ব্যবস্থা কলুষিত। ফলে করোনা একটা ব্যবসা। এটাই মুখ্য। আর করোনায় ডাক্তারের মৃত্যু আমার কাছে অজ্ঞতা অসতর্কতা ব্যর্থতা।

ইতালির প্রেসিডেন্টের অসহায় অবস্থা দেখে শিক্ষা নেয়ার ছিল । নিলে দেশের এই অবস্থা হতো না।

সব জায়গায় দুই নম্বরি করতে করতে এই ভঙ্গুর দশা দৈন্যতা সবখানে।

বুদ্ধি আর বিবেক বান মানুষের অবস্থা হলো আমি কার কাছে যাবো? কোথায় পরিত্রাণ। আর অর্থের আর ক্ষমতার লোভে অন্ধ মানুষ এখনও ব্যস্ত তৈলমর্দন চাটুকারিতা আর দুই নম্বরি নিয়ে।

১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


ইতালীর মানুষেরা কাজ করেন, বাংগালীরা কাজ করে না; তাই, মেট্রোরেল বানাচ্ছে ইতালীসহ অন্যেরা। শেখ হাসিনা ও উনার সরকার ঠিক জানে না কি করতে হবে, সাথে সাথে প্রশাসনেও সব পিগমী।

১১| ১৬ ই জুন, ২০২০ সকাল ৯:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা দল গায়ের জোরে ১২ বছর ধরে ক্ষমতায় আছে। বিরোধী মতকে তুচ্ছ, তাচ্ছিল্য, দমিত করে রেখেছে। বেশীরভাগ মন্ত্রী, এমপিদের কথাবার্তায় অহংকারের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। এহেন অবস্থায়, সেই শক্তিশালী দলের নেতাদের মৃত্যু হলে অসহায় জনগণ প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত তো প্রকাশ করবেই...

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষের জন্য দরকারী পদক্ষেপ নিচ্ছেন না; উনি সরে গেলে উনার কি বদনাম হবে, ভাবতে কষ্ট লাগছে।

শেখ হাসিনা নিশ্চয় জেনারেল জিয়ার মত রাইফেল ধরে, মানুষ মেরে ক্ষমতা দখল করেননি।

১২| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩৪

অদ্বিত বলেছেন: জোর করে নিজের জন্য সম্মান আদায় করা না গেলেও জোর করে অন্যের জন্য ঠিকই সম্মান আদায় করা যায়। কমসে কম অসম্মান করা তো জোর করে বন্ধ করা যায়। নাকি ? এই গ্রেফতার সম্মান আদায় করার চেষ্টা নয়, মূর্খ। এটা অসম্মান বন্ধ করার চেষ্টা। গঠনমূলক সমালোচনা যে কারোর বিরুদ্ধে করা যায় কিন্তু অবমাননা তো হিটলারকেও করা যায় না। কিন্তু আমি এখন নিজের যুক্তি না মেনে আপনাকে অপমান করব। আপনার নাম চাঁদাগাজী না হয়ে পাদগাজী হওয়া দরকার ছিল। আপনার মাথা দিয়ে শুধু যত রাজ্যের কুযুক্তি বের হয়। যুক্তি বের হয় না। এখন যদি বলেন আমি আপনাকে অপমান করছি। তখন আপনার কুযুক্তিই আপনাকে ফিরিয়ে দেব - জোর করে সম্মান আদায় করা যায় না, খুশি ? যত্তোসব।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার কথা আপনি ঠিকই বলে যাচ্ছেন, শুনতেও ভালো লাগছে; ব্লগে কি করছেন ৬ বছর, আপনার পোষ্ট তো গাধারাও পড়ে দেখেনি!

১৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ডিগ্রী পাস দিলেই শিক্ষিত হয় না। এরা বেশির ভাগই মিডল ইস্টের কর্মি, টয়লেট পরিষ্কারক শ্রেনির।
মুক্তিযুদ্ধ) ঘনিষ্ঠ কেউ অসুস্থ হলে,কেউ মারা গেলে অনলাইনে-অফলাইনে হাসাহাসির বুনো উল্লাস শুরু হয়।
কিন্তু বিএনপি ঘনিষ্ঠ কেউ অসুস্থ হলে, মারা গেলে অদ্ভুত ভাবে তেমনটা হয় না।

আচ্ছা এর রহস্য কী? মুক্তিযুদ্ধ সমর্থক কর্মী-সাপোর্টার আর বিএনপি-জামাট সাপোর্টারদের মাঝে এতো তফাত কেনো! ওরা তো একই দেশের মানুষ, একই খাবার খায়, একই ভাষায় কথা বলে।


মুক্তিযুদ্ধ পক্ষের কেউ মারা যাওয়ার পর এদের আসল রুপটা আবার বের হয়ে আসে।
নাসিম মৃত্যুর পর কত গালাগালি..
অধ্যাপক মুনতাসীর মামুন যখন করোনা আক্রান্ত হলেন, এদেশের পাকি প্রেতাত্মাগণ ‘উল্লাস’ প্রকাশ করলো। রাজাকার শাবকদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মুক্ত পাতায় প্রকাশ্যে তাঁর মৃত্যুর আকাঙ্খা প্রকাশ করলো।
অধ্যাপক আনিসুজ্জামান যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তাঁর মতো একজন অজাতশত্রু নিষ্পাপ একজন মানুষের মৃত্যু নিয়েও ‘উল্লাস’ প্রকাশ করলো রাজাকার ছানাগুলো।
রাজাকার শাবকগুলো সার্বক্ষনিক মুহাম্মদ জাফর ইকবালেরও মৃত্যু কামোনা করে। এরাই তাঁকে শারীরিকভাবে আক্রমনও করেছিল হত্যার উদ্দেশ্যে। আক্রান্ত হয়ে মুহাম্মদ জাফর ইকবাল যখন হাসপাতালে তখন রাজাকার শাবকগুলো প্রতিনিয়ত তার মৃত্যু কামনা করেছে। জাফর ইকবালের দোষ, ওনার একটি প্রবন্ধ - "তোমরা যারা শিবির কর"
সৈয়দ আশরাফের মতো সজ্জন রাজনীতিবিদের মৃত্যুতেও তাদের ‘উল্লাস’ দেখেছি!

আসলে আসলেই কি এদের জন্য গণতন্ত্র দরকার? মোটেই না এরা গণতন্ত্রের যোগ্য নয়।
এরা কোনভাবে ক্ষমতায় আসলে বুঝা যাবে গণতন্ত্র না ঘণতন্ত্র না চাপাতি তন্ত্র।
এরা পশুর চাইতেও খারাপ এরা। হিংস্র পশুর মতো ক্ষমতা পেলে মানুষের মাংস ভক্ষন করবে। ৭১ এ এরা থাকলে চাপাতি হাতে নেমে পড়তো শিক্ষক বুদ্ধিজীবি নিধনে।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


নাসিম, ড: হাছান, হানিফ, ইনু ইত্যাদিরা যেভাবে দেশ চালায়েছে, মুক্তিযোদ্ধাদের মুখ রক্ষা হয়েছে?

১৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইতিহাস সকলের পাওনা বুঝিয়ে দিবে, আমরা চাই বা না চাই।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


বড় পদে থেকে নিজের দায়িত্ব পালন না করলে, সবাই দেখতে পায়। তবে, রাজাকারদের বংশধরেরা শেখের বিপক্ষেও বলে, সেটাই সমস্যা

১৫| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

মানতাশা বলেছেন: ইহা ভাবিবার সময় নাই।মন্ত্রনালয়ে মন্ত্রনালয়ে ছড়াইয়া যাইতেছে । তাহাদের বাঁচাইতে হইবে।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রনালয়গুলো যেভাবে কাজ করছে,তারাও ধরা খাচ্ছে।

১৬| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:২৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।-আল কুরআন।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি গুণি মানুষ, ছাগল পন্ডিত

১৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

নিয়াজ সুমন বলেছেন: জোর করে কোন কিছুই প্রতিষ্ঠা পায় না। এরপও কিছু মানুষ জোর করে সবকিছু করার অপচেষ্টায় লিপ্ত আছে। ইতিহাস একদিন ‍হয়তো ওদের সাগর জলে নিক্ষিপ্ত করবে।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি এগুলো থেকে কিছু শেখেন

১৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ভালো মহৎ কাজ দিয়ে মানূষের সম্মান ভালোবাসা আদায় করে নেওয়া যায়।
সেই ভালো কাজটাই তোঁ কেউ করছে না। ক্ষমতায় গিয়েই নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। সেকেন্ড হোম বানানোর জন্য অস্থির হয়ে পড়ে।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


জাতির সম্পদ চুরি ও ভালো কাজ ২টা কোন অবস্হায় একত্রে করা যায় না, মেননও পারেনি।

১৯| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: যার ইচ্ছা সেই সম্মান করুক যার ইচ্ছা না করুক।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, যারা সন্মান করছে না, তাদের সংখ্যা বেড়ে গেছে, এবং ইহা জাতির জন্য ভয়ংকর সমস্যার সৃষ্টি করছে।

২০| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬

কানিজ রিনা বলেছেন: চাকুরীর অপর নাম চাকর, উচ্চস্তর মধ্যমস্তর
নিম্নস্তরের চাকর। আমেরিকায়ও মানুষের বাসায়
কাজ করা চাকর আছে যাদের ওরা সার্ভেন্ট
বলে অর্থাৎ চাকর।
আপনিও আমেরিকায় কোনও না কোনও ভাবে
চাকর। অতএব আমার বাসার চাকরেরা আমার
বাসায় চাকুরী করে তারা বেতন ভোগী। আর
আমি তাদের উপর নির্ভরশীল।
লিলি পুটিয়ান মগজ আপনার নিজের,
আমার লিলি পুটিয়ান মগজ হলে আমার
দুইটা ছেলে এতদুর শিক্ষাগত যোগ্যতা অর্জন
করতো না। তথাপি বাবা ছারা ছেলে মেয়ে।
আপনার নিজের সম্মান নাই তাই অপরকে
সম্মান দিতে জানেন না।

১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় চাকর/চাকরাণী আছে ঠিকই, ওদেরকে 'চাকর', 'চাকরাণী" বলা হয় না; ওদের পদবী আছে, এবং ওদের মাসিক বেতন আমাদের প্রেসিডেন্টের কাছাকাছি হবে; আপনি আমেরিকায় গেলে চাকরাণী রাখতে পারবেন না।

২১| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

আমি সাজিদ বলেছেন: আপনার বাড়িতো সিরাজগঞ্জে না, এমন না যে নাসিম সাহেবের মন্ত্রী থাকা কালীন সময়ে উনার সব কাজ সঠিক ছিলো, সেজন্য সমালোচনা হবেই। আপনি সেটাকে ডিফেন্ড করে এই পোস্টে জোর করে সম্মান নিতে চাইছেন কেন? উপরে বেশ কয়েকজন ব্লগারকে আপনি খুব নাজেহাল করলেন রিপ্লাইয়ে৷ তাদের কেউ কি স্বাধীনতা যুদ্ধ অস্বীকার করেছে? দোষ গুন মিলিয়ে মানুষ, কর্মের সমালোচনা করেছে, এই ব্যস। আপনি কেন এত রেগে যাচ্ছেন? সবাইকে পাকিস্তানের খাতায় ফেলে দিচ্ছেন? আপনি সিনিয়ির ব্লগার, আপনার কড়া মন্তব্য আমি বেশ ইনজয় করি৷ একই জেলার হওয়ায় অন্য চোখেও দেখি। কেন নাসিম সাহেবের কর্মের জন্য অন্যরা রাজাকার হবে? প্রিয় সিনিয়র ব্লগার, যতোদূর জানি আপনি স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত ছিলেন। আপনারা সূর্য সন্তান। আপনারা যখন ছোট হন বা নিরপেক্ষতা বাদ দিয়ে দেন, খুব খারাপ লাগে।

১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



নাসিম তো দুরের কথা আমি শেখ সাহবের কাজও কোনদিন পছন্দ করিনি; নাসিম যা করেছে মানুষ তা জানে, এবং অমানুষেরাও তা জানে; আমি বুঝতে চাচ্ছি যে, সরকারের বাকীদেরও একই অবস্হা হওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে; পোষ্টে কি সেটা আমি ঠিক মতো প্রকাশ করতে ব্যর্থ হয়েছি?

২২| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১

সত্যপীরবাবা বলেছেন: @হাসান কালবৈশাখী
এরা বেশির ভাগই মিডল ইস্টের কর্মি, টয়লেট পরিষ্কারক শ্রেনির।
তাদের জীবিকা কিভাবে এই পোস্টের বক্তব্যের সাথে সম্পর্কযুক্ত?

১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



হাসান কালবৈশাখী হচ্ছেন এই ব্লগের সবচেয়ে কম বুদ্ধিমান ব্লগার; অনেক লম্বা অর্থহীন মন্তব্য করেন।

২৩| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

আমি সাজিদ বলেছেন: কিছু কমেন্ট কন্ট্রাডিক্টরি মনে হয়েছে।

১৬ ই জুন, ২০২০ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


সম্ভব।

২৪| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

মেঘশুভ্রনীল বলেছেন: এখনও সময় আছে এই বিষয়ে আমি আপনার সাথে একমত। প্রধানমন্ত্রী বলুন আর আওয়ামী লীগ বা সরকারী দলের কথা বলুন, মানুষের মন জয় করার একটা মহা সুযোগ তাদের সামনে। প্রতি জেলায় করোনা টেস্ট ও চিকিৎসার ব্যাবস্থা করা তেমন কঠিন কিছু না। সরকারী হাসপাতালের কথা বাদ দিলাম, দলীয় বা সমমনা লোকদের অনেকেরই হাসপাতাল বা ক্লিনিক আছে, নিজেদের কত
ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঔষধ ও স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠান আছে। প্রধানমন্ত্রীর বা দলের সুবিধা নিয়ে তারা ব্যবসা করছেন, দল কেন তাদের কাছে এই বিপদের সময় সাহায্য চাইছে না। ৩৫০ এমপির প্রত্যেকেই দুইটি করে ভেন্টীলেটর দিক। কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান গুলো বিভিন্ন চিকিৎসা সামগ্রি দিক, অক্সিজেনের ব্যবস্থা করুক, দলীয় হাসপাতালগুলো চিকিৎসা দিক। ছাত্রলীগ, যুবলীগ, এটা সেটা লীগ যা আছে ভলান্টিয়ার করুক। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে দিবে না, দলের এমন কারো বুকের পাটা আছে বলে মনে করি না।

১৬ ই জুন, ২০২০ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি করোনা ফান্ড করতেন, ও দেশের ব্যসায়ী নামে ডাকাতদের ওখনে টাকা দিতে বলতেন; ওদের কালো টাকার সামান্য অংশ দিলে, করোনার সব খরচ ওখান থেকে আসবে।

তদুপরি, দলের লোকেরা দিলে, ভেসে যাবে; সমস্যা হলো, উনি আধুনিক রাষ্ট্র ও মানুষের অধিকার বুঝেন না।

২৫| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জোর করে মানুষের কাছ থেকে ভয় আদায় করা যায়,
ভালবাসা বা সন্মান নয়।

১৬ ই জুন, ২০২০ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


করোনার পর, সরকারের ও প্রশাসনের লোকদের প্রতি মানুষের সন্মান থাকবে না।

২৬| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৪

বিজন রয় বলেছেন: যাদের জ্ঞান কম বা যারা অক্ষম তারা জোর করে সন্মান আদায় করতে চায়।

১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


করোনার পর, সরকারকে সন্মান করার লোক খুঁজে পাওয়া মুশকিল হবে।

২৭| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৩

ঢাবিয়ান বলেছেন: এ দেশের রাজনীতিবিদ নামধারী ডাকাতের দল শ্রদ্ধা সম্মান চাইবে কোণ দুঃখে ? তারা চায় জনগন সর্বদা জানের ভয়ে তাদের ভয় করে চলুক।

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



জিয়া প্রাণ হারানোর সময় আমি গ্রামে ছিলাম, লোকজন ভয়ংকর খারাপ কথা বলেছে

২৮| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৪১

সোহানাজোহা বলেছেন: জোর করে সন্মান আদায় করা সম্ভব হবে না - চিরন্তন সত্য।
দেশ চলছে গাদ্দাফী সাদ্দাম স্টাইলে।

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


জিায় ও এরশাদের পর গাদাফির মতো, ইহা জিয়ার প্রতি সন্মান।

২৯| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: কথা পরিষ্কার! কোন ভেজাল নাই!

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসনের লোকজন খারাপ সন্মানের জন্য অপেক্ষা করছেন

৩০| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৯

আল ইফরান বলেছেন: জোর করে সম্মান আদায় করার অস্ত্র (আই মিন ডিজিটাল নিরাপত্তা আইন) এই ব্লগারদের মধ্যেই কেউ সরকারকে তুলে দিয়েছে।
অন্যের জন্য কুয়া খুড়ে এখন সেই কুয়াতে নিজেরাই পড়ে গিয়েছে।
আর জোর করে আদায় করা সম্মান এমনিতেও টিকে না।

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


করোনার পর, সরকার ও প্রশাসনের লোকজনকে নিয়ে সবাই হাসাহাসি করবে।

৩১| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিতর্ক তো দেখি জমে উঠেছে। খুবই ভালো লাগলো।

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ তাকেই সন্মান করেন, যিনি মানউষকে ভালোবাসেন; ভাসানীকে মানউষ সন্মান করেছেন।

৩২| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জাতির সম্পদ চুরি ও ভালো কাজ ২টা কোন অবস্হায় একত্রে করা যায় না, মেননও পারেনি।

মানূষের লোভ খুব বেশি। লোভকে সংবরন করতে পারে না কেউ।
আমি রাজনীতি করলে শুধু ভালো ভালো কাজ করতাম। আমার লোভ লালসা নাই।

১৬ ই জুন, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



অনেক চোর এত বেশী চুরি করেছে যে, হজ্ব করেও সুনাম পাচ্ছে না।

৩৩| ১৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মওলানা ভাসানী অনেক বড় নেতা ছিলেন।
তার মতো হুজুর বাংলাদেশের আর হবে না।
এখনকার হুজুররা ধান্ধাবাজ হয়।
মওলানা ভাসানী ধান্ধাবাজ ছিলেন না।

১৬ ই জুন, ২০২০ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


শেরে বাংলা ও মাওলানা রাজনীতি জানতেন। অন্য বাংগালীরা রাজনীতি বুঝার মতো বুদ্ধিমান ছিলেন না।

৩৪| ১৬ ই জুন, ২০২০ রাত ১১:৫৫

সত্যপীরবাবা বলেছেন: "অনেক চোর এত বেশী চুরি করেছে যে, হজ্ব করেও সুনাম পাচ্ছে না "
:P :P :P
সাধারনত ধারনা করা হয় যে আমেরিকানদের sense of sarcasm খুবই কম, যদিও sense of humour অসাধারন। আপনার দুই sense ই অসাধারন :)

১৭ ই জুন, ২০২০ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের লোকজন কথা বলতে ভালোবাসেন; শহরের লোকজন বক্তৃতা দিতে ভালোবাসেন।

৩৫| ১৭ ই জুন, ২০২০ সকাল ৯:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কথা অনেক সময় অনেকেই ধরতে পারেনা তাই বিরুপ মন্তব্য করে। আপনি যেটা ভালো মনে করেন সেটা বলতে পিছপা হননা এটা আপনার একটা ভালো গুন।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগে যারা এসেছেন, এরা একদিন ব্লগার হয়ে যাবেন; এখনো অনেকে প্রশ্নফাঁসের রেশ কাটিয়ে উঠতে পারেননি।

৩৬| ২২ শে জুন, ২০২০ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: জোর করে যেমন কাউরো জন্য সম্মান আদায় করা যায় না, জোর করে তেমনি কোন মৃত মানুষকে অহেতুক গালিগালাজ করা গেলেও, তার সম্মান ম্লান করা যায় না।
পোস্টে অনেকগুলো সেন্সিবল কথা বলেছেন, যেগুলো সরকার আমলে নিলে দেশের ভাল হতো।

২৩ শে জুন, ২০২০ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমাদের আলাপ আলোচনা ব্লগেই থাকে; সরকারের ২/৩ লোক কিছুদিন ব্লগে ছিলো, ওরা সুবিধে করতে পারেনি।

৩৭| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০২

অক্পটে বলেছেন: হাসান কালবৈশাখী বড় অশোভন কথা বলেন। ওনি তো বিজ্ঞানী। তার জানা উচিত মিডলইস্টে থাকা রেমিট্যান্স যোদ্ধারা চোর নয়। বৈদেশিক মুদ্রার সিংহভাগ মিডলইস্ট ওয়ালারাই পাঠায় আর সেই টাকাই সরকারী দল চুরি করে সুইস ব্যাংক ভরে। ওনার লজ্জা থাকা উচিত। এবং তার বোঝা উচিত যে বাংলাদেশের সকলেই লুটেরা আর আওয়ামীলীগ হলে চলেনা।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, উনি ছাত্র রাজনীতিতে ছিলেন, কোন বিষয়ে সঠিক ধারণা নেই; আওয়ামী লীগকে সমর্থন করেন, কিন্তু নিজে রাজনীতি, অর্থনীতি, সরকার ও প্রশাসনের কার্যক্ষম বুঝেন না।

৩৮| ২৩ শে জুন, ২০২০ দুপুর ১:০৯

অক্পটে বলেছেন: নির্ভেজাল নেতা ছিলেন মাওলানা ভাসানী। তাকেও অসম্মান করা হয়েছে। তবে সুখের কথা হল এই যারা তাকে অসম্মান করেছে তারা মাটিতে মিশে গেছে। তাঁর অসম্মানকারী যারা বেঁচে আছে ওরাও মিশে যাবে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


মওলানার অভিজ্ঞতা ছিলো, তিনি যেসব কথা বলতেন, সেগুলোর রাজনৈতিক ও সামাজিক ব্যপ্তি ছিলো আসল ভাবনা, বড় ও কঠিন; বাংগালীরা সেটাকে কার্যকরী করতে চাহেনি; বাংগালীরা সহজ রাজনীতি অনুসরণ করে বর্তমান অবস্হানে এসেছেন।

৩৯| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৩৭

খাঁজা বাবা বলেছেন: দেশের ৯০% মানুষ এখন বিরোধী পক্ষ
অনলাইন নিউজের নিচে ওনাকে নিয়ে যে কমেন্ট গুলি হয়েছে, সেখানে ৫% ও ভাল কমেন্ট ছিল না।

০২ রা জুলাই, ২০২০ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


উনার পাওনা ছিলো।

তবে, দেশে স্ববিরোধী মানুষও আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.