নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র সংস্পর্শে গিয়ে যাঁরা নিজেদের ওজন হারালেন

১৭ ই জুন, ২০২০ রাত ১:৫৪



ডা: জাফর উল্লাহ এই করোনার সময়ে, জাতির পাশে দাঁড়াতে পারতেন; স্বাধীনতা যুদ্ধে উনার বেশ বড় অবদান ছিল, এখন প্রয়োজনীয় সম্পদ, স্বাস্হ্যখাতে সুনাম ও হাসপাতালের মালিকানা সবই ছিলো উনার। উনার মেডিক্যাল ব্যাকগ্রান্ড, ঔষধ নীতিতে অংশ গ্রহন, দরকারী সব অভিজ্ঞতা থাকা সত্বেও উনি এখন কেহ নন। উনার সব সম্পদ, সব সুনামের পেছনে বাংলাদেশে সরকারের বড় অবদান আছে, এবং তিনি সব সময় সরকারগুলোর সাথে ভাঁজ দিয়ে চলে আসছিলেন। উহা শুধু শেখ হাসিনার সাথে কাজ করেনি; জেনারেল জিয়ার সময়ের উনার কাজকর্ম উনি জিয়ার উপর কিছুটা চালিয়ে দিয়েছিলেন, এই বলে যে, উনি বাধ্য হয়েছিলেন। উনার এরশাদের সময়ের ভুমিকা নিয়েও শেখ হাসিনা তেমন কথা তোলেনি। কিন্তু উনি ভুল করেছেন গত ভোটের সময়, বেগম জিয়ার মুক্তি চেয়ে; এখন বেগম জিয়া অনেকটা মুক্ত, কিন্তু উনার কথায় ইহা ঘটেনি; উনি কথাটা মুখে উচ্চারণ করেই নিজকে অপাংক্তেয় করলেন।

করোনার এই বিশৃংখল অবস্হায় জাতির পাশে দাঁড়ানোর মতো আরেকজন লোক ছিলেন ড: কামাল হোসেন। ড: কামাল হোসেন আজো আওয়ামী লীগে আছেন, ভাবলে খুব বড় ভুল হবে না; কোন পদে নেই; তবে, আওয়ামী লীগ, তথা শেখ হাসিনা উাকে বের করে দেননি। আজকের আন্তর্জাতিক আইনবিদ, গনফোরামের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ চালানোর ম্যানুয়েলের লেখক, সবই আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকার থেকে প্রাপ্ত। বিএনপি থেকে উনি কিছু পাননি; বরং হুমকিতে ছিলেন, যে কোন সময়ে জামাত-শিবির, বাংলাভাইয়েরা উনাকে কোপাতে পারতো। যাক, শেখ হাসিনার ভয়ে কেহ উনার গায়ে হাত তোলেনি; বিএনপি-বিরোধী বিক্ষোভে লাথি উষ্ঠা খেয়েছেন। গত ভোটে, উনার মাথা খারাপ হয়ে গেলো, ভোট করবেন! কিন্তু বিএনপি'র সাথে হাত মিলালে উনি কি ভোট পাবার সম্ভাবনা ছিলো? যেকোন সাধারণ মানুষই বলতে পারতেন যে, ইহা অসম্ভব। কিন্তু উনি ছেলে মানুষী করে বিএনপি'র মাহুত হলে, মরা হাতী নিয়ে যুদ্ধে রওয়ানা দিলেন; আবার ঘোষণা দিলেন, ইলেকশানের পরেরদিন বেগম জিয়া মুক্ত হবেন। বেগম জিয়া সামান্য যা মুক্তি পেলেন, তা উনার বদৌলতে নয়।

এই করোনার সময়, আমি ব্লগার নুরু সাহেবের নাম অনেকবার পড়েছি ব্লগে; কিন্তু ড: ইউনুস সাহেবের নাম একবারও পড়তে হয়নি। উনি কেন আজকে জাতিকে সাহায্য করছে না, উনি তো এনজিও'র লোক। এই করোনায়, বাংলাদেশ সরকারও যদি আমেরিকার কোন সাহায্য না পেয়ে থাকে, ড: ইউনুস সাহবে পেতে পারতেন। ব্লগে, ড: ইউনুস সাহবের অনুসারী এখনো অনেক আছেন, এবং সব বাংগালী উনাকে চেনেন; ফলে, আমাকে উনার সম্পর্কে নতুন করে কিছু বলতে হচ্ছে না। শুধু কেহ যদি ২০১৪ সালের ভোটের আগের একটা ঘটনা ভুলে গিয়ে থাকেন, সেটা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হলো উনি, সেই সময় বিএনপি'র সাথে একটা মিটিং করেছিলেন।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ রাত ২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: বর্তমান মন্ত্রীসভায় যোগ দিলে নিঃসন্দেহে উনাদের ওজন অনেক বেড়ে যেতো।

১৭ ই জুন, ২০২০ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:



ড: ইউনুস, ড: কামাল হোসেন ও ডা: জাফরুল্লাহ সাহেব ভুল দলকে সাহায্য করতে চেয়েছিলেন।

২| ১৭ ই জুন, ২০২০ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বেশীরভাগ সময়ই দেখা যায় ব্যর্থ হয়।

১৭ ই জুন, ২০২০ ভোর ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


জাতির নামে এরা অনেক পেয়েছেন, কিন্তু দরকারের সময় জাতির পাশে দাঁড়াতে পারেননি

৩| ১৭ ই জুন, ২০২০ ভোর ৬:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজনীতিতে উনারা সবাই ভুল করেছেন।নিজের ওজনের চেয় বেশি ওজনদার মনে করেছেন নিজেদেরকে।জাফর উল্লাহ সাহবের কথা শুনছি ৭১ সাল থেকে।শেখ মুজিব তাকে অনেক কিছু দিয়েছেন,পাওয়ার অধিকার তার ছিল।কিন্ত সবথেকে হাস্যকর লেগেছে উপযাজক হয়ে তারেকের পক্ষে বালক সুলভ কথা বলা।বার বার জামাতের হয়ে ওকালতি করা,কিন্ত জামাত তার কথার এক পয়সাও মুল্য দেয় নাই।জাফর উল্লাহ সাহেব এই কথাটাও জানে না যে,জামাত আল্লাহ ছাড়া কারো কাছেই ক্ষমা চায় না।
নীতিহীন লোক সমাজে গ্রহনযোগ্যতা পায় না।

১৭ ই জুন, ২০২০ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



জামাত "ঠগী"দের একটা কাল্ট, ওদের জগতে আল্লাহ ইত্যাদি নেই, ওরা জল্লাদ, মানুষ হত্যাই ওদের কাজ; ওদের জীবনটাই অপরাধ।

জাফর উল্লাহ ও কামাল সাহবে জাতি থেকে অনেক অনেক বেশী পেয়ে বেদিশা হয়ে গেছে।

৪| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৬

বিজন রয় বলেছেন: স্বাধীনতার ৫০ বছর পরও এই প্রজন্ম বুঝতে পারে না কোনটা ভুল কোনটা সঠিক।
আসলে সঠিক বা ভুল এটা বুঝতে কত দিন লাগে।

ড: কামাল
ড: ইউনুস
ডা: জাফরউল্লাহ

এনাদের মতো লোক এদেশে ৯৮%!
শুধু ভুলে ভরা।

এজন্য বাংলাদেশ অনেক সুযোগ থাকা সত্ত্বেও এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি।

১৭ ই জুন, ২০২০ সকাল ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


জাতির ১ম জেনারেশ শিক্ষার সুযোগ পাননি; নতুন জেনারেশন পড়ালেখার সুযোগ পেয়েছিলো, কিন্ু পড়ালেখা করেনি; এগুলো বড় সমস্যা।

এই ৩ জন ভড্রলোক জাতির সামনে বড় উদাহরণ, যারা মিলিটারীর দলকে সমর্থন করে নিজেদের বেকুবে পরিণত করেছেন।

৫| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৮

বিজন রয় বলেছেন: জাতির এই বিপদের সময় তবুও ডা: জাফরইল্যাহর ছবি দেখা যাচ্ছে, কিন্তু ড. কামাল আর ড. ইউনুসের কোন সাড়া শব্দ নেই।
কোন দিন ছিল?

১৭ ই জুন, ২০২০ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



ড: ইউনুস সাহেব, ড: কামাল সাহেব, উনারা কমপক্ষে টেলিভিশনে আসতে পারতেন; সরকারকে সঝায্যের প্রস্তাব দিতে পারতেন

৬| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৩২

কল্পদ্রুম বলেছেন: একাডেমেশিয়ান হিসেবে ডাঃ জাফরুল্লাহ কে সম্মান করি।মুক্তিযুদ্ধে তার অবদানের কথা পড়েছি।তিনি এবং ওনার প্রতিষ্ঠান র‍্যাপিড ডায়াগনস্টিক কিট নিয়ে কাজ করেছে।কাজটা সঠিক কিংবা ভুল হোক।সরকার অন্তত আন্তরিকতা দেখাতে পারতো।সম্প্রতি ভারতে র‍্যাপিডলি এন্টিজেন ডিটেকশনের কিট অনুমোদন দিয়েছে।হয়তো নিকট ভবিষ্যতে আমরা ঐ কিট আমদানি করতে যাচ্ছি।

১৭ ই জুন, ২০২০ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ভয় পেয়েছে যে, ডা: জাফর উল্লাহ কোনভাবে সামনে এসে গেলে উনার কোন অসুবিধা হয়ে যেতে পারে।

৭| ১৭ ই জুন, ২০২০ সকাল ৯:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ডা: জাফর উল্লাহ একটা চেষ্টা করেছিলেন জাতির কিছু করার জন্য কিন্তু সরকার তাকে অক্টপাসের মতো ধরে রেখেছে যাতে কিছু করতে না পারে।

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনি আগে ভুল করে বসেছিলেন, শেখ হাসিনা উনাকে সামনে আসতে দেয়নি; শেখ হাসিনা ভয় পেয়েছেন সম্ভবত, উনার সাথে বিএনপি-জামাত-শিবির করোনার মতো চলে আসে কিনা

৮| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৪

মোশফেক জামান সফল বলেছেন: মেধাবী ব্যক্তিরা দেশের সম্পদ। তারা কোন দলের নয়, ব্যাপারটা তিনি ভুলে গিয়েছিলেন এবং তিনি আরও ভুলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে।

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪১

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার পক্ষের লোকজন ভুল করে স্বাধীনতা-বিরোধীদের রক্ষক হয়ে, অবশেষে নিজেরা পঁচেছেন।

৯| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: এই করোনা পরিস্থিতিতে যারা দেশের মানুষের পাশে দাঁড়ান নি তাদের বিচার হওয়ার দরকার আছে।

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪২

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ বাংগালী ক্রিমিনাল, এত ক্রিমিনালের বিচার করা অসম্ভব ব্যাপার।

১০| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ব্লগ ইংরেজী শিখার যায়গা নয়, ইহা আলাপ আলোচনার যায়গা।
বৃষ্টি মনে হয় ওনার মাথা ঠান্ডা করার বদলে মাথাগরম করে দিয়েছে!!

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


দুনিয়ার ম্যাঁওপ্যাঁও ফেইসবুক ফেলে, মাঝে মাঝে ব্লগে ঢুকে পড়েন।

১১| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিহিংসার রাজনীতির চর্চা কেবল আমাদের
দেশেই নয়, পৃথিবীর সবদেশেই এর চাষাবাদ
হয়।

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এক বিশাল হত্যাকান্ডকে বুকে নিয়ে বাংলায় ফিরে এসেছিলেন।

১২| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই বলে কেউ বিএনপি'র প্রতি সমর্থন বা সহানুভূতিশীল হতে পারবে না। সবাইকেই কেন আওয়ামী লীগের সাথেই যেতে হবে? ওজন হারানোর কথা যদি আসে তাহলে আওয়ামী লীগের সংস্পর্শে এসেও অনেকে ওজন হারিয়েছেন। যার সবচেয়ে বড় ও সাম্প্রতিক প্রমাণ হলো মাশরাফি...
ড. ইউনুসের ব্যপারটা পুরোপুরি ব্যক্তিগত রেষারেষি হয়ে গিয়েছে। তেনার সাথেও সরকার বিমাতাসুলভ আচরণ করেছে। তিনি আর গ্রামীণ ব্যাংকে নেই। জাফরউল্লাহর কীট নিয়ে যত পানি ঘোলা হল, তার পরে আওয়ামী বিরোধী কেউ আর দেশের জন্য কিছু করতে চাইবে না...

১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বেআইনীভাবে কেন্টনমেন্ট গঠিত হয়েছিলো; ইহার সিভিলিয়ান সাইনবোর্ডে ছিলো স্বাধীনটা-বিরোধীরা। ইহা বিলোপ না করে শেখ হাসিনা বড় ভুল করে যাচ্ছেন।

শেখ হাসিনা পাক-ভারতের ইতিহাসের এক ভয়ানক হত্যাকান্ডকে বুকে নিয়ে রাজনীতিতে নিজের স্হান করে নিয়েছিলেন। শেখ হাসিনার কাছে কীট কুট কিছুই না।

১৩| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:১১

হাসান রাজু বলেছেন: এইটা কোন সুস্থ মানুষের কথা। বিএনপির সাথে রাজনীতি করলে তাকে লাঞ্চিত হতে হবে। আর আপনার মত একজন মানুষ এব্যাপারটাকে অন্ধের মত বাহবা দিবে। তার অবদানের কথা নির্দ্বিধায় স্বীকার করলেন আবার শেখ হাসিনার ছাতার নিচে না আসায় এভাবে তাচ্ছিল্য করতে ছাড়লেন না।
এমনিতেই এদেশে কাজের লোকের বড় অভাব। প্রতিভার মূল্যায়ন প্রশাসন, সরকার কেউ করে না। পারলে গলা ঠিপে ধরে। আমার আপনার মত সাধারণরা যদি সেই গুণীদের দলীয় পাল্লায় পরিমাপ করি তবে এদেশ হাসিনা/খালেদা/এরশাদ দের কবল থেকে মুক্ত হবে কি করে?
আপনার এই অন্ধত্ব বড়ই লজ্জার।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এঁদেরকে কাজে লাগালে জাতি উপকৃত হতেন; কিন্তু উনি ভয়ে, কিংবা অবজ্ঞা করে এঁদেরকে নেননি।

আমি এই অবস্হাকে বাহবা দিচ্ছি না, আমি আমার পর্যবেক্ষণটুকু পোষ্ট করেছি; শেখ হাসিনা আমার মনোভাবকে কার্যকরী করছেন না, উনি নিজের ভাবনাকে কার্যকরী করছেন।

বিএনপি'র জন্ম, বিএনপি-জামাত মিলে দেশকে কক্ষচ্যুত করার পর, এই ৩ জন বড় অবস্হানের মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার সময়ে, আমি এই কথাটা বলেছি মাত্র।

১৪| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৯

নতুন নকিব বলেছেন:



মেধা নয়, দলান্ধতাই মূল্যায়নের মাপকাঠি- এই ভুল ধারণাই তো ফুটে উঠলো পোস্টে। ঘুরিয়ে ফিরিয়ে গণতন্ত্রকে গলা টিপে দেয়ার চেষ্টা আর কি!

১৩ নং (হাসান রাজু ভাইয়ের) কমেন্টে সহমত।

ভালো থাকবেন সেটাই প্রত্যাশা।

১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিশ্চয় বিএনপি-জামাতের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টার জন্য বাংলাদেশে প্রবেশ করেননি; বিএনপি জামাতের মিলিটারী গনতন্ত্র ফিরায়ে আনার কথা জেনারেল জিয়ার।

১৫| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: তার মানে হল,
আপনি এটা বলতে চান যে "যদি কারো দক্ষতা, সততা থাকেও এবং দেশের জন্য নিবেদিতপ্রানও হয় তথাপি শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারী না হলে তার সবকিছু ভাল অর্জন বৃথা"

শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য একজনের সব ভাল অর্জন ,সমস্ত ভাল জিনিস ধ্বংস করা হবে,এটা কি ঠিক?

১৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি তাই বলছি।

১৯৪৮ সালের আওয়ামী লীগ ও শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়; শেখ হাসিনার পরিবারকে হত্যা করার পর, উনি ৫ বছর নির্বাসনে ছিলেন, উনার মনে একটা ভাবনা আছে যে, ১৯৭৫ সালে উনি ঢাকায় থাকলে উনাকেও হত্যা করা হতো; উনি বেশ কষ্টে মিলিটারী থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন; ফলে, উনার ভাবনা আপনার ভাবনার সাথে মিলার সম্ভাবনা কম।

আরেকটা ব্যাপার, উল্লেখিত ৩ জন মানুষ জাতিকে যা দিয়েছেন, তার থেকে বেশী পেয়েছেন।

১৬| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

শাহিন-৯৯ বলেছেন:



ভাগ্য ভাল আপনি বিএনপির সংর্স্পশে যান নি তাহলে ব্লগে একজন পন্ডিত মানুষ কম হতো, বিএনপির সাথে যারা গেছে তারা অন্তত গনতন্ত্রে বিশ্বাসী (যদিও সেখানে পরিবারতন্ত্রের দানব আছে), একদলীয় স্বৈরাতন্ত্রে বিশ্বাসী নয়।

একটি প্রশ্ন, শেখ হাসিনা কার শাসন আমলে দেশে এসেছিলেন? রাজনীতি করার সুযোগ পেয়ে ছিলেন?

১৭ ই জুন, ২০২০ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই ১৯৭৫ সালের হত্যাকান্ড ভোটের মাধ্যমে করা হয়েছে।

১৭| ১৭ ই জুন, ২০২০ রাত ৮:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: এরা পাইতে পাইতে এটাকে অধিকার ধরে নিয়েছে। দেয়ার কথা আর মাথায় নেই।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ক্ষমতাশীল বাংগালীর বেলায় সেটাই ঘটেছে; ওরা ধরে নিয়েছে যে, দেশ শধু ওদের, বাকীরা ওদের সেবক।

১৮| ১৭ ই জুন, ২০২০ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই তিন জন তাদের নিজেদের পেশার ক্ষেত্রে ঠিক ছিলেন বা আছেন। কিন্তু ওনারা আসলে বাংলাদেশে যাকে রাজনীতি বলা হয় এমন রাজনীতির জন্য ফিট না। ওনারা বুঝে বা না বুঝে রাজনীতিতে আগ্রহ দেখিয়েছেন। এই অঞ্চলে (ভারত, বাংলাদেশ) সফল ব্যক্তিদের শেষ লক্ষ্য মনে হয় থাকে রাজনীতিবিদ হওয়া। অনেকে সফল হয় অনেকে কান ধরে চিরতরে বিদায় হয়। পেশাদার রাজনীতিবিদরা এদের নিয়ে খেলে। সামরিক বাহিনীর লোকরা চাকরীরত অবস্থায় ভাবে রাজনীতি কোনও ব্যাপার না। পরে রাজনীতিতে নেমে বোঝে কত ধানে কত চাল।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


এই ৩ জন যদি আসল রাজনীতি করতেন, তাঁরা জাতি থেকে যতটুকু নিয়েছেন, সেটার কিছু প্রতিদান হয়তো জাতি পেতো; উনারা কম দিয়ে বেশী নিয়ে গেছেন।

১৯| ১৮ ই জুন, ২০২০ সকাল ১০:৩৯

আমি সাজিদ বলেছেন: একাত্তরের পর আশি পর্যন্ত নাকি যে চেয়েছে সরকারী চাকরি পেয়েছে, একাত্তরের পরের তিন বছর নাকি এমনে এমনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাশ দিয়ে দিয়েছিল। এই কনটেন্টটা একটু তেমনই আর কি, আগে গুন বিচার করেন দর্শনধারী নাহয় পরে হইয়েন।

১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


১৯৭২, ১৯৭২, ১৯৭৪ সালগুলোতে বাংলাদেশ সবেমাত্র রূপ নিচ্ছিলো; তবে, মোটেই ভালো করেনি, আশানুরূপভাবে কিছু ঘটেনি, শেখ সাহবে কিছু জানতেন বলে মনে হয়নি।

তবে, সেই সময়ের সাধারণ বাংগালীরা আজকের তুলনায় ছিলেন অসাধারণ।

২০| ২০ শে জুন, ২০২০ সকাল ১০:০৬

হাবিব ইমরান বলেছেন:

এটা কি একটা গণতান্ত্রিক খোলসধারী সরকারের জন্য সফলতা বলা যায়? এ বিষয়ে আপনার কি মনে হয়? আপনি সরকারের এ কাজটিকে নৈতিকভাবে সমর্থন করেন? রাষ্ট্রের একজন নাগরিক কি স্বাধীনভাবে রাজনৈতিক দল বাচাই করার অধিকার রাখেন না?

২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা জেনারেল জিয়া ও জেনারেল এরশাদকে সাপোর্টের মুল্য দিচ্ছে।

২১| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

অক্পটে বলেছেন: দেশটা এখন আওয়ামীলীগের। ওজনে ভারী এখন চোর বাটপাররা। চোর বাটপাররাই আ.লীগকে ধন্য ধন্য মনে করে। আ.লীগের কব্জীর জোর ত ওই চোর বাটপার আর সন্ত্রাসীরাই। কুয়েতে এক আওয়ামী বাটপার ধরা পড়েছে ওনি আবার আওয়ামীর সাংসদ। এরাই ভারী লোক। আপনি যাকে অবজ্ঞা ভরে ওজন হারানোর কথা বললেন ওনি একজন সফল মানুষ। এসব নোংড়াদের অবজ্ঞায় এমন মহান ব্যাক্তিদের কিছু যায় আসেনা।

২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


যারা সফল হয়েছেন, তারাও আওয়ামী লীগের সাহায্য নিয়ে সফল হয়েছেন; আওয়ামী লীগের যারা দুষ্ট হয়েছে, তারা ধরা খাবে আওয়ামী লীগের হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.