নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১৮ কোটী বাংগালীর ২৭ কোটী ভিন্ন মতামত

৩০ শে জুন, ২০২০ রাত ৮:১৭



বাংগালীরা জীবনে একটি মাত্র ইমারজেন্সী ফান্ড দেখেছিলেন ১৯৬৫ সালে, ইহা গঠন করা হয়েছিলো পাকিস্তান-ভারত যুদ্ধের সময়; ততকালীন সামরিক প্রেসিডেন্ট আইয়ুব খান এই "ভুয়া" ফান্ডটি করেছিলো। তখন পাকিস্তানের নাগরিকেরা ছিলো গরীব, তারপরও পরিবারের মেয়েদের কানের দুল, হাতের সোনার দু'খান চুড়ি দিয়েছিলো। ফান্ডের টাকা যুদ্ধে খরচ করা লাগেনি, চীন ও আমেরিকা ফ্রি অস্ত্র দিয়েছিলো; এবং পুরো যুদ্ধটা ছিলো ষড়যন্ত্র, আইয়ুব খান ভোটে জয়ী হওয়ার জন্য সেই যুদ্ধ করেছিলো। এই ফান্ডের টাকা কি করেছিলো, তা পরে জানা যায়নি। সমস্যা, উহা 'জাতীয় ফান্ড" ছিলো না, ছিলো প্রেসিডেন্ট ফান্ড।

বাংগালীরা অনেক ইমারজন্সীতে "দান" হিসেবে টাকা-পয়সা, খাবার, কাপড়-চোপড় দিয়েছেন; কিন্তু কোন জাতীয় ফান্ড না থাকায়, তাঁরা এই ধরণের কিছুতে অভ্যস্ত নন। এশিয়ায় সফল জাতীয় ফান্ড করেছিলেন সিংগাপুরের প্রাক্তন প্রেসিডেন্ট লি কুয়ান; সেই ফান্ডটা এখনো আছে; মালয়েশিয়ায় ফান্ড করেছেন মাহাথির; কোরিয়া ১৯৯৮ সালে আইএমএফ'এর টাকা ফেরত দিতে পারছিলো না, তখন একটা ইমারজেন্সী ফান্ডের অধীনে স্বর্ণ সংগ্রহ করা হয়েছিলো, মানুষ ২২৭ টন স্বর্ণ "দান" করেছিলেন।

এশিয়ায় যাদের ফান্ড ছিলো, বা আছে, তারা ভালো করেছে, ভালো আছে! বাংগালীদের জাতীয় ফান্ড থাকলে, এখন করোনায় ইহা ব্যবহার করে ছিন্নমুল মানুষদের পুণর্বাসন করা যেতো। এখন প্রাইম মিনিষ্টারের একটা ফান্ড আছে, উহা জাতীয় ফান্ড নয়, এবং ইহাতে টাকার পরিমাণ নিতান্ত নগন্য হওয়ার কথা।

বাংগালীদের আর্থ সামাজিক অবস্হা অনুসারে একটা জাতীয় ফান্ড করলে, উহা "দান" ব্যতিত করা সম্ভব; ফান্ডের শুরুতে মানুষ ৫ বছরের জন্য টাকাটা ফান্ডকে বিনা লাভে "ঋণ" দেবেন; ৫ বছরের পর, ঋণদাতা টাকাটা ফেরত নিতে পারেন, কিংবা দেশের সরকারী বন্ডের সমান লভ্যাংশ পেতে পারেন; তখন টাকাটা ১/৫/১০ বছরের জন্য বন্ডে বিনিয়োগের মতো থাকবে।

আমি এই পোষ্ট দেয়ার পর, কোন ফান্ড হয়ে যাচ্ছে না, এবং আপনাকে ইহাতে টাকা দিয়ে অংশ নিতে হবে না; এই ধরণের উতোপিয়া ভাবনার ফান্ডের ব্যাপারে ১৮ কোটী বাংগালীর ২৭ কোটী মতামত থাকবে; আপনারও কমপক্ষে ২টা মতামত থাকার কথা।

মন্তব্য ৮৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৩০

ডার্ক ম্যান বলেছেন: ৫ বছর পর ফান্ডের কোন হদিস পাওয়া যাবে না

৩০ শে জুন, ২০২০ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব খানের পর, কোন বাংগালাদেশী প্রেসিডেন্ট, বা প্রাইম মিনিষ্টারের আত্মবিশ্বাস ছিলো না বলেই, এই ধরণের ফান্ড হয়নি।

২| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২৭কোটী ভিন্ন মতামত দিয়ে আপনি ফান্ড চালাবেন কি করে।প্রথান কাজ হলো জাতীকে ঐক্য বদ্ধ করা।একটা ঐক্যবদ্ধ জাতি দিয়ে অনেক কিছু করা যায়।

৩০ শে জুন, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের পদক্ষেপগুলো জাতিকে ঐক্যবদ্ধ করে; ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ বলে চীৎকার দিলে মানুষ ঐক্যবদ্ধ হয় না।

৩| ৩০ শে জুন, ২০২০ রাত ৮:৪৪

মুজিব রহমান বলেছেন: পদ্মা ব্রীজের জন্য ফাণ্ড চেয়েছিল সরকার। সারাদেশের সকল শাখায় হিসাব খোলা হয়েছিল। কিন্তু অধিকাংশ শাখাতেই কোন টাকা জমা পড়েনি। সারা দেশে খুবই নগণ্য পরিমাণ টাকা জমা পড়েছিল।

৩০ শে জুন, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


সরকার তো সঠিক ফাইন্যান্সের নিয়মে খোলেনি; লোকজন চাঁদার মতো কিছু টাকা উঠানোর চেষ্টা করেছিলো। পদ্মার বেলায় হওয়ার দরকার ছিলো "বন্ড"। সেটা আজকেও করা যায়, মানুষ কিনবে।

৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বঙ্গবন্ধু নিজে এসে যদি আবার এক হবার ডাক দেন বাংলাদেশের মানুষ আর কখনো এক হবে না।
হবে না। হবে না।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


না, নার ডাকে আর এক হবে না; মানুষ মনে অনেক কষ্ট পেয়েছেন।

৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে দিয়েই বিচার করুন
কারো মতে কি আপনি সায় দিয়েছেন?
আপনি একারই হাজার মত!!
সে হেসেবে আরো ১৮ কোটির
২৭ কোটি নয় কয়েক লক্ষ কোটি
মত থাকার কথা!!

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি অনেকের ধারণার পক্ষে মত দিয়ে থাকি; অবশ্য আমি সব সময় বাজিয়ে দেখি। ২ বাংগালী ১ হয়, ৩ জন হলে সমস্যা শুরু হয়।

৬| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৩৫

কল্পদ্রুম বলেছেন: করোনাতে আইসিইউর সংখ্যা প্রায় অর্ধেক ফাঁকা আছে বলেছিলো।বাস্তবে আইসিইউর সিট পাওয়া যাচ্ছে না।ফান্ডে টাকার যে সঠিক হিসাব থাকবে সাধারণ মানুষ নিশ্চিন্ত হবে কিভাবে?

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


ফাইন্যান্সিয়াল ফান্ডগুলো বিশাল ব্যাপার; সেখানে বোর্ড অব ডাইরেক্টরস থাকে, নির্বাহী কমিটি থাকে; সরকারের লোকজন থাকে, ৩য় পক্ষের ডাইরেক্টর থাকে, মানুষের লেনদেন থাকে, ফান্ডের কার্যক্রম থাকে; বিখ্যাত কোন ব্যাংকের মাধ্যমে উহা বিনিয়োগ করে; কমপ্লেক্স ব্যাপার।

মালয়েশিয়ার গত প্রাইমমিনিষ্টার জেল খেটেছে 'মালয়েশিয়ার জাতীয় ফান্ড" হাত দিয়ে।

৭| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে আপনার প্রস্তাবটি ভালো। এই ধরনের ফান্ড গঠন করা হলে আমি নিজে ১০ হাজার টাকা দেব।
আমি এক জন দরিদ্র শ্রমিক। প্রবাসে কাজ করে/কামলা দিয়ে খাই। তবু আমি দেব।

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


প্রবাসী শ্রমিকদের জন্য সবার আগে ফান্ড থাকার কথা; কারণ, উনাদের পেনশন নেই, সরকারী কোন প্রকার বেনেফিট উনারা পায় না।

৮| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪৫

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: আপনি নাকি মুক্তিযোদ্ধা ?

৩০ শে জুন, ২০২০ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা।

৯| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৫৪

কল্পদ্রুম বলেছেন: যদি সত্যিই সবকিছু নিয়ম মত চলে তাহলে তো ঠিক আছে।অনেকেই টাকা দেবে।আমি অন্তত দেবো।যতটুকু পারি।কিন্তু এত কিছু আয়োজন করতে কত সময় লাগবে?

৩০ শে জুন, ২০২০ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



এটাতে কমপক্ষে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টার, বা পার্লামেন্টারী কমিটি থাকতে হয়। এগুলো প্রাইভেট, বা পাবলিক হয় না; যদিও পাবলিকের মত চরিত্র।

১০| ৩০ শে জুন, ২০২০ রাত ১০:৫৮

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: ্কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন?

৩০ শে জুন, ২০২০ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


১ নং সেক্টরে।

১১| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:১৫

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: আপনি যে আসলেই ১ নং সেক্টরে মুক্তিযুদ্ধ করছেন এর প্রমাণ কি?
সার্টিফিকেট আছে আপনার ?

৩০ শে জুন, ২০২০ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


প্রমাণ আছে, সার্টিফিকেটও আছে!
আপনি কি আমার সার্টিফিকেট যাচাই করার কেহ হন? নাকি আমি আপনার কাছে চাকুরী চাইছি মুক্তিযোদ্ধার কোটায়?

১২| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন: এদেশে ফান্ড হবে মুখোরোচক খাবারের মত।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


কেন তা ভাবছেন?

জাতিকে একদিন সঠিক পদক্ষেপ নিতে হবে, কতদিন এভাবে বেকুবের মতো চলবে জাতি?

১৩| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:২৩

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: অনলাইনে এরকম প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা ঘুরাফেরা করে।প্লাস আপনি এনোনিমাস আইডেন্টিটি। আপনাকে আগে প্রমাণ করতে হবে
আপনি ভুয়া মুক্তিযোদ্ধা নাকি আসল।
আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য তা জানা জরুরী।
আপনি যে ফ্রড না তার প্রমাণ কি?

০১ লা জুলাই, ২০২০ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:



নিশ্চয় কারণ, সময় ও স্হান আছে, যেখানে মুক্তিযোদ্ধাকে প্রয়োজনে প্রমাণ করতে হয় যে, উনি মুক্তিযোদ্ধা; আপনি কোন দরকারী পিগমী যে, আপনার কাছে আমাকে তা প্রমাণ করতে হবে?
আপনি একজন ব্লগার; নাকি এনএসআই'এর কেহ, যিনি আমাকে যাচাই করার ভার পেয়েছেন সরকার বা কোন সরকারী সংস্হা থেকে?

১৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৩১

ঊণকৌটী বলেছেন: আপনি সেই সময়ের কিছু স্মৃতি সবার কাছে শেয়ার করুন না। আমার বাবা সেই সময় ত্রিপুরা ডম্বুর রে
পোস্টিং ছিলেন , আমি ক্লাস 3 তে ছিলাম কিন্ত অনেক কিছুই স্মৃতিতে ধরা আছে । মনে আছে এখনও 70 এর দুর্গা পূজার ছুটির সময় আগরতলা তে এসেছিলাম। প্রতিটি বাড়িতে trance ছিলো সারা রাত বাড়ির সামনে দিয়ে
ঘড় ঘড় করে tank এর আওয়াজ আখাউরা বর্ডার এর দিগে যাছে, ভয়ে মা কে জরিয়ে শুয়ে খো কখন যে ঘুমিয়ে পড়েছি তা টের পাইনি। শেষ এর সময় টা ভুলবো না ডুম্বর বর্ডার ছিলাম, পাকিস্তানি আর্মি দের কাড়াগার ছিল ঐ এলাকাটা,পাহাড়ি এলাকা জলের খুব অভাব ওদের দিয়ে নিচু এলাকা থেকে জল কাঁধে করে টানাতো আমরা ছোট রা দাড়িয়ে দেকতাম।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি যুদ্ধ নিয়ে কখনো লিখিনি; হয়্তো লিখব।

আগরতলা ছিলো ২ নং সেক্টরের হেডকোয়ার্টার; ওখানে ছিলেন মেজর খালেদ মোশারফ, ক্যা: হারুণ প্রমুখ। আমরা ছিলাম ফেনী থেকে দক্ষিণের পুরো এলাকার জন্য।

১৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৩৬

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: সরকারী সংস্থা দ্বারা আপনাকে যাচাই করবে। আপনার ডিটেইলস জানান।
প্রমাণ দিতে না পারলে আপনাকে ভুয়া মুক্তি্যোদ্ধা হিসেবে ট্রিট করা হবে।
সম্ভবত আপনার হাতে কোন প্রমাণ নেই তাই ব্যক্তিগত আক্রমণ করে মোটিভ অন্যদিকে ঘুরাবার চেষ্টা করছেন।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি বুদ্ধিমান ব্লগার নন; একজন মুক্তিযোদ্ধা কি ১৮ কোটীর সামনে সার্টিফিকেট নিয়ে প্রমাণ করে বেড়াবে? এটা কি দরকারী বিষয়?

১৬| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৪৪

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: কথা ঘুরাবেন না। সার্টিফিকেট শো করতে বলিনি। যাচাই করার নানা অপশন আছে। এনোনিমাস আইডি থেকে কেউ যদি বলে আমি
আমেরিকার প্রেসিডেন্ট সে কি তা হয়ে যাবে?
আপনার হাতে এমন কোন ক্লু নেই যার ফলে আপনি বলতে পারবেন আপনি একজন মুক্তিযোদ্ধা।
আপনাকে সরকারী সংস্থা দ্বারা যাচাই করা হবে।
ভুয়ারাই কথা ঘুরায়।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


সরকারী সংস্হাকে যাচাই করতে বলেন।

আমি তো নিজের থেকে আপনাকে বলিনি যে, আমি মুক্তিযোদ্ধা; আপনি জিজ্ঞাসা করায় বলেছি; আমি আপনার কাছে গিয়ে নিজকে মুক্তিযোদ্ধা দাবী করলে, আপনি প্রমাণ চাইতে পারতেন।

১৭| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: প্রশ্নঃ যত মত তত পথ---কার উক্তি?
উত্তর :-শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


পাতি হংসের জ্বালায় অস্হির, আপনি আবার কোথাকার পরম হংসের কথা বলছেন!

১৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:০১

শূন্য সারমর্ম বলেছেন: ভাবছি বলতে ভেবে ফেলেছি...
হ্যা, সঠিক পদক্ষেপ অবশ্যই নিতে হবে। কিন্তু তা কবে? কীভাবে? প্রজন্মান্তরের কোনো এক সময়?

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


৫০ বছর কেহ সঠিক পদক্ষেপ নেয়নি, কারণ, তারা এগুলো হয়তো জানে না।

১৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:০৫

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: কমিউনিটি প্ল্যাটফর্মে কোন তথ্য দিলে সে তথ্যের সত্যতা গ্রহণযোগ্যতা নিয়ে যে কেউ প্রশ্ন করতে পারে।
মুক্তিযুদ্ধ খুব স্পর্শকাতর ইস্যু।আপনিও এটাকে আপনার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করছেন বলে ধারণা করছি।
আপনি প্রকৃতই মুক্তিযুদ্ধ করে থাকলে ক্লু বলতে পারতেন এবং এনোনিমাস থাকতেন না ।
আপনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত থাকবেন যতক্ষণ না এর স্বপক্ষে কোন প্রমাণ আপনি দিতে না পারবেন।

০১ লা জুলাই, ২০২০ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি কি আপনাকে বলেছিলাম যে, আমি মুক্তিযোদ্ধা; নাকি আপনি আমকে প্রশ্ন করেছিলেন (মন্তব্য নং ৮)?

আমি নিজের থেকে যা বলিনি, সেটা কেন আমাকে প্রমাণ করতে হবে?

২০| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:১৭

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন:
আমি যা বলিনি, সেটা কেন আমাকে প্রমাণ করতে হবে? -আপনি কি বলেন নি ?

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আমি নিজের থেকে বলিনি যে, আমি একজন মুক্তিযোদ্ধা; দেখেন এবার আপনার মাথায় ঢোকে কিনা?

আপনি রাস্তায় একজন লোককে দেখলেন, প্রশ্ন করলেন, আপনি কি সরকারী চাকুরী করেন? লোকটি উ্ত্তর দিলেন , " হ্যাঁ"। এবার আপনি তাঁকে বললেন, "প্রমাণ করেন"।

২১| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:১৮

শূন্য সারমর্ম বলেছেন: ৫০ বছরের ব্যর্থতা আরও বইতে হতে পারে।পদক্ষেপ জানা লোকের জন্য অপেক্ষা করতে হবে যা অনেকেটা ইহুদীদের নবী আগমনের মত।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


অস্হা দেখে সেটাই মনে হচ্ছে।

২২| ০১ লা জুলাই, ২০২০ রাত ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব বি কুল!!
সবে মাত্র নিরাময় লাভ করেছেন
উত্তেজিত হবেন না। ধৈর্য্যধারণ করুন।
সব স্তিমিত হবে একসময়। আপনার আমার
সম্পর্কের মতো। তবে একজন বীর মুক্তিযোদ্বাকে
সম্মান না করুন ক্ষতি নাই তাই বলে অসম্মান করা
ঠিক নয়।

০১ লা জুলাই, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং শক্ত জিনিষ।

২৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আমি মাহমুদ রহমান (মাহমুদ) সাহেবের মন্তব্যকে পুর্ন সমর্থন করলাম।

সত্যিকারের মুক্তিযোদ্ধার জন্য আমার বুকে কেবল সীমাহীন শ্রদ্ধা।

তবে, ব্লগের ১০ বছরে, এককালে একটা কাহিনি হত । যখনই ছাগুনিক ধরা খেত ছাগুগিরি করতে গিয়ে, তখন ব্লগের ছাগুরা কেঁদেকেটে দাবি করত ওদের বাবা-দাদা-চাচারা মুক্তিযোদ্ধা ছিল। এই কারনে, ব্লগে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করলে তার সন্দেহ অমুলক নয়।

ব্লগার চাদ্গাজি সাহেব , কথা ঘুরিয়ে বলে পিছলানোর চেস্টা করবেন না। সেই আমারব্লগ এর আমল থেকে "মুক্তিযোদ্ধা" এর সিল বাগিয়ে নেবার প্রচুর চেস্টা করেছেন (এবং সেই প্রসংগ আপনি নিজেই তুলেছেন সেসময়)। সামুর এখনকার ব্লগারদের জানার কথা না, আপনাকে "শিবিরপ্রেমী" হিসেবে ট্যাগ করেই ব্লগছাড়া করা হয়েছিল।
যদিও ঠান্ডা মাথায় আপনাকে "শিবিরপ্রেমী" হিসাবে মনে করব না কারণ আপনার ব্যাপারে আমি জানি অনেক কিছুই, তবে ২০১০-১১ সালের সেই কাহিনির পর আপনি যখন এখনকার সামুতে এসে পালটা ডিফেন্স হিসেবে প্রথমেই নিজেকে "মুক্তিযোদ্ধা" সিল মারার চেস্টা করেন ইনডেমনিটি বা গেট আউট অব জেল ফ্রি কার্ড হিসাবে, তা সন্দেহজনক। এবং নিজেকে ""মুক্তিযোদ্ধা" সিল মেরেই ক্ষান্ত হন নাই, সেই পরিচয়কে ব্যাবহার করে ব্যাক্তিগত ক্যাচালে ব্যাক্তি আক্রমনে ফায়দা উঠানর চেস্টা করেন অবিরাম।

এই কারনে, ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে ব্লগের কারো কর্কশ কমেন্টে হতাশ হবেন না, বাস্তবতা বোঝার চেস্টা করুন । আপনাকে বেনিফিট অব ডাউট দেয়া যাচ্ছে না।

এবার আসি, ১ নং সেক্টরে । (মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার)। আপনার ১০ বছরের ব্লগিং ইতিহাসে মুক্তিযুদ্ধ তে আপনার সত্যিকারের অংশগ্রহন, সেনাবাহিনির কমিশন লাভ এবং নিজের সেক্টর কমান্ডার নিয়ে উলটা কুৎসা খুবই সন্দেহজনক , এবং সব সময়েই পরস্পর বিরোধী তথ্য দিয়েছেম। যেসব তথ্য আপনি প্রায়ই লেখায় উল্লেখ করেন, তা দেখে সন্দেহ হবা স্বাভাবিক যে সত্যিকারের ১ নং সেক্টরে যুদ্ধ করা কারো মুখ থেকে এসব কথা এভাবে আসবে কিনা। বরং মনে হয় সত্যিকারের সম্মুখ যুদ্ধে অংশ না নেয়া এমন কেউ , তথ্যসুত্র পরে ফাপড় নেয়া কারো কথা।





০১ লা জুলাই, ২০২০ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "সত্যিকারের মুক্তিযোদ্ধার জন্য আমার বুকে কেবল সীমাহীন শ্রদ্ধা। "

-আমি অনেক মুক্তিযোদ্ধার মুখের উপর আপনার "সীমাহীন শ্রদ্ধার" সীল দেখেছি।

আমি যখন "আমার ব্লগ"এ ছিলাম (ফারমার, ইপিআর, পংবাড়ী, খেলাঘর) , আমাকে ওখানে অনেক চিনতেন; আমি এখানে এসেছি, আমাকে অনেকে জানেন। আমি "আমার ব্লগ"এ যখন ছিলাম, আপনাকে আমি চিনতাম না, এখানেও আপনাকে চেনার মতো আপনার কোন লেখা নেই।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


যাদের কাছে আমার নাগরিক দায়িত্ব আছে, তারা আমাকে জানেন। আপনার মতো লোকের শ্রদ্ধা আমার হজম হবে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমি সামু থেকে কোন বেনেফিট নিই না, এবং আমি কোন ব্লগারকে বলিনি যে, আমি মুক্তিযোদ্ধা; কেহ প্রশ্ন করলে উত্তর দিয়েছি।

২৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৪

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: অনলাইনে অনেক কিছুই অতীতে হয়েছে। এব্লগেও কম হয়নি।হয়ত আপনিও এ ব্যাপারে ওয়াকিবহাল থাকবেন।ও জন্যই আপনাকে এভাবে জিজ্ঞেস করেছি।
আপনার অভিজ্ঞতালব্ধ মুক্তিযুদ্ধবিষয়ক কোন পোষ্ট কখনো চোখে পড়েনি।জানি না কিছু লিখেছেন কিনা।যদি না লিখে থাকেন
একজন মুক্তিযোদ্ধার কাছে কিছু জানার হক কি আমাদের প্রজন্মের নেই?ধারণা করছি আপনার যথেষ্ট বয়স হয়েছে।আপনি নানা বিষয়ে লিখেন।এ বিষয়েও লিখুন না।
মুক্তিযুদ্ধ নিয়ে ব্যক্তিগতভাবে আমার আগ্রহ আছে।কিছু মুক্তিযোদ্ধার বিস্তৃত সাক্ষাতকার ও নেয়া হয়েছে। আশা করি একসময় বই আকারে প্রকাশ করতে পারব।
মন্তব্য মোছা না মোছা আপনার ব্যাপার।আমার দিক থেকে এ ব্যাপারে কোন আপত্তি নেই।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনার পোষ্টে আমার ১টা মন্তব্য নিয়ে আপনার মন খারাপ হয়েছিলো; আরেকটা মন্তব্য আছে সেখানে, আপনি সেটা মুছে দেন।

আমি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখিনি, লিখলে অনেকেই অখুশী হতেন। এখন যুদ্ধের মুল লোকজন নেই বললেই চলে; সময় পেলে হয়তো পরে সামান্য চেষ্টা করে দেখবো।

২৫| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফান্ডের ম্যানেজার নিয়ে সমস্যা হবে। মানুষ সরকারকে এখন বিশ্বাস করে না।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:



অনেক সমস্যা আছে; সেজন্য এই ধরণের কিছু করলে, সেটাকে একটা বোর্ডের অধীনে রাখতে হবে।

২৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংগালীদের জাতীয় ফান্ড থাকলে,
এখন করোনায় ইহা ব্যবহার করে ছিন্নমুল মানুষদের পুণর্বাসন করা যেতো।

..................................................................................................................
এখন এমন কোন পরিবেশ হয় নাই যে , মানুষ গনহারে এই ফান্ডে টাকা দিবে,
উপরন্ত লকডাউনে শহরের ৯০% মানুষ ক্ষতিগ্রস্হ, প্রনোদনার মূলো ঝুলছে,
ভ্যাকসিন খাতে সরকার ৫০০০০ ডলার চাঁদা দিয়েছে, সুতরাং জনসাধারন
আশা করতেই পারে, সরকার যথেষ্ট শক্তিশালী এবং ঈদের কোরবানী
একটি ধর্মীয় কাজ, তা থেকে বিরত করার কোন যুক্তি নাই ।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


ঈদ অবশ্যই ধর্মীয় কাজ।
কোন ফান্ড বাংলাদেশে হচ্ছে না, ইহা একটা আলোচনা মাত্র। তবে, ১৫/২০ লাখ শিশু ঠিক মতো খাবার পাচ্ছে না, ও সামনে আরো সমস্যা আসছে।

২৭| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:৩৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ।

০১ লা জুলাই, ২০২০ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনার বিরাট মন্তব্যের ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার ভান্ডার খুঁজে পেয়েছি:

https://www.somewhereinblog.net/blog/dark_knight/30298985

২৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ২:১১

নূর আলম হিরণ বলেছেন: মাহমুদ রহমান পোস্ট সম্পর্কিত মন্তব্য করলেই ভালো হয়। উনি উনাকে মুক্তিযোদ্ধা হিসেবে বলে পোস্ট দিলে সেখানে এই নিয়ে তর্ক হতে পারে। মুক্তিযোদ্ধা হলেই সম্মান দিতে হবে এমন নয়, সব মুক্তিযোদ্ধা পরবর্তীতে মুক্তিযোদ্ধা থাকেনি। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযোদ্ধা নিয়ে আলাপ করতে চায়না। এমন মুক্তিযোদ্ধা আছে যারা সার্টিফিকেট পাওয়ার চেষ্টাও করেনি। উনার পোস্টে বা কমেন্টে যখন উনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিবেন তখন না হয় এমন আলোচনা করা যেতে পারে।

০১ লা জুলাই, ২০২০ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


কেহ কেহ আমার মন্তব্যে পছন্দ না করলে, মুক্তিযুদ্ধ নিয়ে যুদ্ধ শুরু করেন; সমস্যা

২৯| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৮:১৩

মিরোরডডল বলেছেন:



বাংলাদেশে জাতীয় ফান্ড নেই কেনো ?
৫০ বছরে যে কারনে হয়নি, এখন কি করে হবে, কে কিভাবে করবে ?
এই ফান্ড মেইনটেইন করার জন্য যে যোগ্য লোক দরকার, টিম দরকার তাদের কে নমিনেট করবে ?
যে যখন ক্ষমতায় যাচ্ছে দুর্নীতি করছে । এখানে যে হবে না সেই গ্যারান্টি কোথায় ?
ট্রান্সপারেন্সি আর রিলায়াবিলিটি কতখানি যে কারণে মানুষ ইনভল্ভ হবে !

ব্যাক্তিগতভাবে যদি কখনও কোনও প্রজেক্ট করেন, আনপ্রিভিলেজ অথবা সুবিধাবঞ্চিত শিশু ও সিনিয়রদের নিয়ে কিছু করার প্ল্যান থাকে, আইল বি উইথ ইউ । আমি সিউর আপনি ডাকলে অনেককেই পাবেন যারা ইনভল্ভড হবে ।

আরও আগে যদি কিছু করতেন, তাহলে এই সময়ে এটা হেল্প হতো ।

০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



করোনা ও আমার বয়স সমস্যা হয়ে যাচ্ছে, একটা চেষ্টা করার দরকার; লাখ লাখ ছোট বাচ্চারাও সাধারণ ছেলেবেলাটা পাচ্ছে না; মানুষ গ্রাম-শহর-বিদেশ করে বেড়াচ্ছে, কিন্তু প্রাপ্তি বলতে তেমন কইছু নেই।

৩০| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:০৭

ঢাবিয়ান বলেছেন: বাংলাদেশের জন্য আসলে প্রবাস থেকে হাজার চাইলেও কিছু করতে পারবেন না। সম্প্রতি আমেরিকা প্রবাসী ডাক্তার ফেরদোৌস হাসান মহামারীর এই সময়ে ঢাকা ও তার নিজ জেলা শহড়ের জন্য কিছুর করার সদিচ্ছা নিয়ে দেশে এসেছিলেন। চরম বেইজ্জতি ও হেনস্তা হয়ে তাকে আবার আমেরিকা ফিরে যেতে বাধ্য হতে হয়। আপনি জাতীয় ফান্ডের প্রয়োজনীয়তার প্রস্তাব রাখতেই দেখেন কিভাবে আপনাকে আক্রমন করে কিছু ব্লগারের আগমন ঘটেছে। এটাই বর্তমান বাংলাদেশ। হাজার চাইলেও এখানে কল্যানকর কিছু করার সুযোগ নাই।


০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো সরকারের অধীনে স্পেশাল অর্ডারে হয়ে থাকে; সরকারী ও প্রাইভেট সংস্হা মিলে এগুলোকে চালায়। ব্যক্তি বা প্রাইভেট কর্পরেশন এগুলো করতে পারে না।

৩১| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'ফান্ড' আহবানের মত কোন জনপ্রিয় সরকার প্রধান আমাদের আসেনি। তবে আপনার খারাপ লাগলেও আমাকে বলতে হবে, জিয়াউর রহমান কন্টিনিউ করলে তেনার ডাকে অবশ্যই জনতা সাড়া দিত...

০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া যেভাবে ক্ষমতায় এসেছিলেন, উনাকে কিছু মানুষ মেনে নিলেও মিলিটারীর একাংশ মেনে নেয়নি; বেংগল রেজিমেন্টের ও ইপিআর'এর যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাঁরা জেনারেলকে না মেরে ছেড়ে দিতেন না; ফলে, উনিও চাপে থেকে সঠিক কিছু করার কথা ভাবতে পারার কথা নয়; সর্বোপরি, উনি যাদের নিয়ে দল করেছিলেন, ওরা জাতির শুভাকাংখী ছিলেন না।

৩২| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৩০

নিয়াজ সুমন বলেছেন: লাগামহীন দুর্নীতিতে নিমজ্জ্বিত দেশ।
জনগণের কষ্টের টাকায় ফান্ড গঠন করার স্বপ্ন হবে নিমিষেই শেষ !!

০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



কিছু একটা করতে হবে, এভাবে বিশৃংখলভাবে জাতি চলতে পারে না।

৩৩| ০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৩২

সোহানাজোহা বলেছেন:




মাহমুদ রহমান (মাহমুদ) ব্যক্তি আক্রমণ কোনোভাবেই কাম্য নয়, আপনি ব্লগে ব্যক্তি আক্রমণ করছেন। ব্লগ নীতিমালায় আপনি ব্যান হতে পারেন। চাঁদগাজী মুক্তিযোদ্ধা কি না তা যাচাই করার আইনী অথরিটি আপনার নেই, আপনি আপনার নিজের পরিচয় দিন? (যদি পরিচয় থেকে থাকে)

পরিবেশবাদী ঈগলপাখি?

০১ লা জুলাই, ২০২০ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঈগল পাখী পরিবেশ রক্ষা করতে গিয়ে আকাশে আর উড়ছে না।

৩৪| ০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:০৪

সোহানাজোহা বলেছেন:





জনাব চাঁদগাজী,
যে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা ফিলিপাইনের মতো দেশে ক্যাসিনো খেলা হয়, সে দেশে পাবলিক টাকা দিয়ে ফান্ড করা কতোটা যুক্তিযুক্ত? এই ফান্ডের টাকা দিয়ে কোথায় ক্যাসিনো খেলা হবে? - আমরা বিলিয়ন টাকার ক্যাসিনো খেলার দর্শক হতে চাই!


- জামাত শিবির ও বিএনপির অন্ধ ভক্তরা এমন ভাবে ব্লগে আছে যে ব্লগে ব্যক্তি আক্রমণের আখড়া হয়ে আছে। জিয়াউর রহমান একজন মার্ডারার ছিলেন। আমার আব্বা - জিয়াউর রহমানের ভালো দিক যেমন জানেন, জিয়াউর রহমানের মন্দ দিকগুলোও জানেন - আব্বার ভাষ্যমতে “জিয়াউর রহমানের যথাযথ সাজা হয়নি। শুধু জেনারেল খালেদ মোশারফ হত্যার দায়ে জিয়াউর রহমানের মৃত্যুদন্ড হওয়ার কথা”

#৩৪ মন্তব্যটি মুছে দেওয়ার জন্য অনুরোধ করছি।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ব্যবহার করে, ঋণের নামে জাতিকে ডাকাতী করা হয়েছে; এতে ব্যাংকের উঁচুপদের লোকজন জড়িত ছিলো, এখনো আছে।

ফান্ডগুলো কাজ করে দেশের সাধারণ মানুষকে সাহায্য করে, পুণর্বাসনে ঋণ দেয়; সাধারণ মানুষ ঋণ খেলাপি হয় না।

জেনারেল জিয়া দেশকে কক্ষচ্যুত করে দিয়েছিলো; স্বাধীনতার পর, দেশে সরকার ও মানুষের মাজে যেই সম্পর্ক গড়ে উঠেছিলো, উনি সেটাকে কেটে দিয়েছিলেন; মানুষ স্বাধীনতার স্বপ্নকে কার্যকর করার কথা বলার সুযোগ পায়নি; শেখ সাহেব, বা তাজুদ্দিন সাহেবকে মানুষের আশা ও স্বপ্নের কথা বলতে পারতেন; জেনারেল জিয়া ক্ষমতায় আসার পর, মানুষ রাজনীতি ও সরকার থেকে দুরে সরে গেছে, সেটা আজকেও চলছে।

জিয়ার অন্যায়ের কারণে উনি নিজে প্রান হারালেন ও বাকীসব মুক্তিযোদ্ধা সৈনিকরা মিলিটারী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন, এসব সৈনিকেরা দেশের অনেক কাজে অংশ গ্রহন করার সম্ভাবনা ছিলো।

আপনার বাবা নিশ্চয় ভয়ংকর এক ইতিহাসের স্বাক্ষী।

৩৫| ০১ লা জুলাই, ২০২০ সকাল ১১:১৭

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: @ নূর আলম হিরণ ও সোহানাজোহা ভাই - ১)যার সাথে কথা বলছি তাকেই সবকিছু বুঝতে দিন।উনার সক্ষমতা আছে।
সোহানাজোহা ভাই -২)এরপরও,বিষয়টি নিয়ে আপনি ব্যক্তিগতভাবে সমস্যা বোধ করলে,চাইলে আপনি অথোরিটি বরাবর আমার নামে অভিযোগ করতে পারেন।
৩)কি করা যাবে কি করা যাবে না এইটা অনেক লম্বা আলাপ।আপনার কথানুসারে আমি ঐ বিষয়ে বলতে না পারলে,আপনার যুক্তি অনুযায়ী আমার বিষয়েও আপনি জিজ্ঞেস করতে পারেন কি?
নিজের নাম ছবি দিয়ে ব্লগিং করছি।বিপরীতে আপনি এনোনিমাস।যা হোক,ব্যক্তিগতভাবে আপনি আমার সাথে পরিচিত হতে চাইলে আমার দিক থেকে কোন সমস্যা নাই।বরং আনন্দিত হব একজন সহব্লগারের সাথে পরিচিত হতে পেরে।
ভাল থাকবেন।


৩৬| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: কেউ যখন সামুতে ভালো এবং সুন্দর ভাবে ব্লগিং করে তখন কে বা কারা এসে ক্যাচাল লাগাতে চায়।
অতি সাধারন বিষয় নিয়ে ক্যাচাল করে। এটা খুব দুঃখজনক।

শ্রদ্ধ্যেয় চাঁদগাজীকে আমি 'আমার ব্লগ' থেকেই চিনি। উনি বুদ্ধিমান এবং আধুনিক মানুষ। দেশে এবং দেশের মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে।

বহু বছর ধরেই দেখছি, কিছু ফেক আইডি তাকে বারবার আঘাত করতে চেষ্টা করে। তারা চায় তিনি যেন ব্লগিং করতে না পারে। অথচ এ সমস্ত ফেক আইডি দুইদিন পর নাই হয়ে যায়। আবার নতুন কোনো নাম এসে কয়দিন কাউকাউ করে। বারবার তারা ব্যর্থ হয়।

চাঁদগাজী আপনি আপনার মতো ব্লগিং করে যান। সাথেই আছি। জয় বাংলা।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি জানি আপনি ব্লগিং ভালোবাসেন।

"আমার ব্লগ" দেখায়ে সুশান্ত ও কিছু লোক "দোয়েল" নামক কম্প্যুটারের জন্য দেয়া শেখ হাসিনার ৫০ কোটী টাকা লুট করে নিয়ে গেছে।

৩৭| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

করোনার এই মহা দুর্যোেগে সবাই মাথা ঠাণ্ডা রাখুন!
অযথা ব্যক্তি আক্রমনে নিজের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না।
গাজীসাব্ খুব ভালো মানুষ, বাহিরে ঝুনা নারকেল ভিতরে
মিস্টি স্বাদ !! যারা নারিকেল ছিলতে জানেন না বা পারেন
না তাদের কাছে একটু অসহ্যই হবে তার বাহিরের শক্ত
বাকল। চেষ্টা করুন তার কঠিন বাকল ছিলার !!

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং ক্রমেই ভালোর দিকে যাচ্ছে।

৩৮| ০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:৩১

সপ্তম৮৪ বলেছেন: ফান্ড এবং ফ্রড দুইটাই ফাকিং F দিয়ে শুরু

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের ফান্ড করলে, মানুষের সাহস বেড়ে যেতো।

৩৯| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আইডিয়া । এমন একটা ফান্ড করা গেলে অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণের একটা উপায় হতে পারতো।

দূর্নীতির কালোটাকা জব্দ করেও ভালো একটা সঞ্চয় গড়ে তোলা সম্ভব ।

করোনাকালীন ও করোনাপরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এমন ফান্ডে সংগ্রহ ও সদ্ব্যবহার করা গেলে দারুন হতো ।

০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা এই ধরণের ফান্ড করলে, কালো টাকার একটা বড় অংশ এটাতে নিতে পারতেন।

৪০| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:১০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ২৪ নং মন্তব্য ও লেখকের জবাবে আমি খুশি হয়েছি। এরপর গিয়ে ‘‘পংবাড়ী’’ পড়ে আসলাম।

০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:




কোন পংবাড়ী, কি পংবাড়ী পড়লেন? আমি বুঝতে পারছি না!

৪১| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:২২

সোহানাজোহা বলেছেন:




মাহমুদ রহমান (মাহমুদ) ভাই, আমি জুম্মা জুম্মা দুই দিন হয়েছে ব্লগে এসেছি। আপনার সাথে আমার কোনো আক্রোশ বা ব্যক্তিগত দ্বন্দ্ব নেই - “প্রশ্নই আসেনা”। আপনি চাঁদগাজী সাহেবের সাথে দ্বন্দ্ব করার চেষ্টা করছেন! এক জীবন চেষ্টা করে দেখুন না, তার সাথে দেখা করতে পারেন কিনা? পরিচিত হতে পারেন কিনা?

এই ছবি এই নাম আপনার কে বলেছে?
এনআইডি/সার্টিফিকেট আছে?
দ্বন্দ্ব করতে হলে বরাবর হতে হয় - এটি কি জানেন?

লেখক বলেছেন: প্রমাণ আছে, সার্টিফিকেটও আছে! আপনি কি আমার সার্টিফিকেট যাচাই করার কেহ হন? নাকি আমি আপনার কাছে চাকুরী চাইছি মুক্তিযোদ্ধার কোটায়? - পাঁচ তারকা মানের মন্তব্য উত্তর।

৪২| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফান্ড লুটপাট হতে বেশি সময় নিবেনা।

০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি কয়টা ফান্ড দেখেছেন জীবনে?

৪৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: ব্লগে আপনার লেখা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। প্রতিটি লেখায় চিন্তার যোগান দেয়।
ঢাকাবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবছর উদযাপন করছে। এই ব্যাপারে আপনার একটা লেখা প্রত্যাশা করছি।
বিনম্র ধন্যবাদ রইলো।

০১ লা জুলাই, ২০২০ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.