নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে অনেকের বন্ধুবান্ধব বাড়ছে, আমার বেলায় কি হচ্ছে?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:৩১



সামু আমাকে একবার বেশ লম্বা সময়ের জন্য জেনারেল করে রেখেছিলো (নিক, "খেলাঘর"), লেখা সামনের পাতায় যাচ্ছে না; আমি নিজের এলাকায় লিখতাম, সামান্য কয়েকজন পড়তেন; আমার এই অবস্হা দেখে, একজন ব্লগার আমার ই-মেইল চাইলেন, এবং আমাকে ইমেইল করে জানালেন যে, উনার আরেকটা নিক আছে, যা থেকে লেখা সামনের পাতায় যায়, এবং তিনি সেই নিকে লিখেন না; তিনি গোপনে এই একাউন্টটা আমাকে দিতে চান, আমি উহার পাসওয়ার্ড বদলায়ে নিজের করে নিতে পারবো; তিনি আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করতেন ও আমাকে "ভাই" সম্বোধন করতেন। আমি ধন্যবাদ দিয়ে, না করে দিলাম; আমি ঐধরণের কিছু করার পক্ষে ছিলাম না, উনি বিস্মিত হলেন।

এর ৩/৪ মাস পরেই তিনি আমাকে কমেন্ট ব্যান করে দেন; তারপরও তিনি আমার পোষ্টে মাঝে মাঝে কমেন্ট করতেন; এখন ব্লগে উনাকে দেখছি না। উনি যখন নিজের একাউন্ট আমাকে দিয়ে দিতে চেয়েছিলেন, তখন আমি এও জানতাম যে, সামনে এমন সময় আসতে পারে, আমাদের এই সম্পর্ক হয়তো থাকবে না।

আমি কোন ব্লগারকে ভাই, আপা, বা কোন ধরণের সম্বোধন করি না; আমার কাছে ব্লগার মানে ব্লগার, একজন আধুনিক মানের শিক্ষিত মানুষ, সহ-ব্লগার; আমি ব্লগিং ভালোবাসি, এবং ব্লগারদের শ্রদ্ধার চোখে দেখি; কিন্তু আমি কোনভাবে সম্বোধন করাকে পছন্দ করি না; কারণ, আমি জানি, আমি একদিন এমনভাবে কোন একটা কমেন্ট করে বসতে পারি, যা সম্বোধনের মান রক্ষায় বিফল হবে।

আজকে সকালের ঘটনা: এক ব্লগারের নতুনপোষ্ট এসেছে, উনার লেখা আমি খুব পছন্দ করি, পড়লাম; উনি দরকারী বিষয়ে লিখেন সব সময়; কিন্তু অনেক বিষয়ে উনার ধারণা পরিস্কার নয়; কিংবা হতে পারে, আমার ধারণায় সমস্যা আছে। সেই অনুসারে আমি ১ম কমেন্ট করে দেখলাম; এই ধরণের পোষ্টে একাধিক কমেন্ট করতে হয় প্রয়োজনে। উনি আমার কমেন্ট মুছে দিলেন। ২য় কমেন্ট করলাম, সেটাও উনি খেয়ে ফেললেন। ভাবলাম, কাঁটাযুক্ত একটা কেমন্ট করি, দেখলে যেন ভয় পেয়ে যান, খেলেও যেন হজম না হয়; কিন্তু এডমিনের কথা ভেবে থেমে গেলাম। আমার দিক থেকে সম্পর্ক এখনো আছে, উনার লেখা এলে এখনো আমি পড়ে দেখবো; কিন্তু তিনি কি আমার পোষ্ট আসবেন? সম্ভাবনা কম।

মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ২:০৫

শায়মা বলেছেন: হা হা না আসলে কি হবে??
ভাইয়া একটা কথা মনে রাখবা। ছোট হলেও অতি সত্য উপদেশবাণী।

আজকের বন্ধু আগামী দিনের শত্রু হবেনা এমন কোনো নিশ্চয়তা নেই। কাজেই নো দুঃখ।

আর শত্রু বানাবার জন্য তো তুমি একাই ১০০০।

০৫ ই জুলাই, ২০২০ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


শেষ বাক্যটা লেখার কি দরকার ছিলো?

২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ২:১৫

অনল চৌধুরী বলেছেন: প্রবীণ ব্লগার শায়মা যাহা সত্য ,যাহাই লিখিয়াছেন।
ব্যাক্তিগত বিষয় নিয়ে গবেষণা না করে জ্ঞান-চর্চা করলে সমস্যা কম হতে পা

০৫ ই জুলাই, ২০২০ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


শায়মা সহজে লোকজনকে বুঝেন।
আমি ২/১টা কল পাচ্ছি, যারা আমার উপর খুশী নন বলে জানালেন। আমি মনে করছি, আমি ঠিক আছি; সেখানেই সমস্যা, আমি ঠিক আছি কিনা!

৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ২:১৭

শায়মা বলেছেন: এটা দরকার ছিলো এ জন্যই তোমাকে সব সময় চিন্তায় রাখতে হবে কেউ যেন তোমার কথায় হার্ট হয়ে শত্রু না হয়ে যায়।

০৫ ই জুলাই, ২০২০ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে!

৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৩৫

আমি সাজিদ বলেছেন: ওহ, আপনার আগের নিক খেলাঘর ছিল?

০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



শুরুতে ছিলো "ফারমার", মাঝে আরো ছিলো। সামু নিক দেয়, সামু নিক নিয়ে নেয়। এবারেরটার প্রাণ বিড়ালের মতো

৫| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:০২

সত্যপীরবাবা বলেছেন: আপনার কথায় কেউ আঘাত পেল কি পেল না, এই ভেবে লিখবেন কেন? পতু পতু ব্লগারে ভর্তি এই ব্লগ। কিন্ডারগার্টনের কচি কাঁচার আসর যেন, কারো মনে আঘাত দেয়া যাবে না, কারো বিশ্বাসে আঘাত দেয়া যাবে না, কারো রাজনৈতিক/সামজিক হিরোর ভাবমূর্তিতে আঘাত করা যাবে না। আঘাত পেয়ে ভ্যা করে কেঁদে দিলে আরেক গ্রুপ এসে "আহারে সোনা, ব্যাথা পেয়েছ? চাঁদগাজীকে বকে দেব, মডুকে দিয়ে ব্যান করাব" মার্কা মন্তব্যে ভাসায় ফেলে। এই ব্লগ একসময় জামাত-শিবিরের অভয়ারন্য ছিল। অমি পিয়াল, আইজুদ্দিন -- ব্যক্তিগত ভাবে নেগেটিভ চরিত্রের হলেও ---এরাই কথার চাবুকে চাবকে সেই সব জামাত-শিবিরের ছানা গুলিকে ব্লগ ছাড়া করেছিল। "কারো মনে আঘাত দিয়ো না" গ্রুপ তখনো ছিল, মিন মিন করা ছাড়া কিছুই করে নাই। এক দিকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে " আমরা আপনাদের সাথে থাকব যদি ভাষা সংযত করেন" জাতীয় ব্ক্তব্য দিয়ে ঠিকই আবার তিরিভূজ বা ওয়ালীর পো্ষ্টে যেয়ে হাজিরা দিয়ে আসত। এরাই এখন কিবোর্ড ফাটানো বিপ্লবী হয়ে আপনাকে নরম সুরে কথা বলতে বলে। নরম সুরে কথা বলে তারা কোন কোন জামাতি ছাগুকে সাইজ করেছে জিজ্ঞেস করবেন। এই ব্লগের নীল আকাশে অনেক ছুপা জামাতিই বাংলাদেশের হরেক রকমের আইডল সাইনবোর্ড নিয়েই ঘোরা ফেরা করে। আপনি মুক্তিযোদ্ধা, একসময় অস্ত্র হাতে এদের বাপদের তাড়া করেছিলেন, এখন কথার চাবুক নিয়ে তাড়া করছেন। আর এটাই আপনাকে মানায়, মিন মিন করা মানায় না।

আর সাধারন, স্বাভাবিক ব্লগার (ছুপা জামাতিগুলা জারজ -- তাই অস্বাভাবিক জন্ম) যারা আপনার sarcastic মন্তব্যে আঘাত পান, তাঁদের বলব, grow up। অনেক অনেক আগে আমাদের ছোটবেলায় স্কুলের ইংরেজী পাঠ্যবইয়ে growing up physically, growing up mentally আর growing up emotionally বলে তিনটি অধ্যায় ছিল। physically কতখানি grow করেছেন জানি না (বাংলাদেশে ছোট থেকে একলাফে বুড়ো হয়, তরুন/যুবক হতে দেখি না, তারুন্যের শক্তি তো দেখিই না) কিন্তু mentally আর emotionally এখনো কিন্ডারগার্টেনেই আছেন। sarcasm এর জবাব কিভাবে পাল্টা sarcasm দিয়ে দিতে হ্য় ভ্যা ভ্যা করে না কেঁদে, এর জন্য মডু (কাল্পনিক ভালবাসা, ব্লগার জাদিদ না) এর ব্লগারদের বিভিন্ন খোঁচানো প্রশ্নের উত্তর অথবা ব্লগার শের শায়রীর চাঁদগাজীকে দেয়া প্রতিমন্তব্যগুলো দেখতে পারেন।

আর চাঁদগাজী আপনি এই রকমই থেকেন, প্লিজ।

০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



ইন্টারেষ্টিং কথা বলেছেন; আসল কথা হলো, এটা ব্লগ, সুতরাং grow up।

৬| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:৪৫

অনল চৌধুরী বলেছেন: জ্ঞান চর্চা ,যুক্তি ও তথ্য-প্রমাণ নির্ভর বিতর্ক আর নোংরাভাবে ব্যাক্তিগত আক্রমণ করার অসভ্যতা এক জিনিস না।
এটা যারা বোঝে না,তাদের ব্লগকে নষ্ট না করে গ্রামে গিয়ে নোংরা রাজনীতি আর দলাদলি করা উচিত।
কতোজন নাকি আফনার ব্লগেও গিয়ে নোংরা ছবি দিতো।
এটাকেও কি সমর্থন করতে হবে???

০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং ঠিক মিলাদ শরীফ কিংবা স্কুলের বিতর্ক সভা নয়; ইহা হলো, বিষয়ের উপর আলোচনা, তর্ক-বিতর্ক, লজিক্যাল সমালোচনা।

৭| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন:

না হয় হলোই বন্ধু তাহলেও
ব্লগে নতুনের আলো ছড়াক ।

০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


আধুনিক মনোভাবের মানুষদের মিলনমেলা।

৮| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার হয়তো সুসময়ের বন্দু নেই কিন্ত বিপদের সময়ের বন্ধু অনেক।আপনার লিখা যখন প্রথম পাতায় আসছিল না তখন আপনার পক্ষে অনেকে লিখেছে।এতেই প্রমান হয় আপনার অনেক বন্ধু।

০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আমরা একে অন্যকে শ্রদ্ধা করি: ভালো সাময়ে, খারাপ সময়ে আমরা পরস্পরের কাছেই থাকবো।

৯| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

০৫ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষ খালি সুন্দর কমেন্ট পেতে চান।

১০| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৭:২৮

তারেক_মাহমুদ বলেছেন: যেকোনো সময় বন্ধু শত্রু হওয়া অসম্ভব নয় আর আপনার ক্ষেত্রে এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা সঠিক

১১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:০৫

নজসু বলেছেন:



বন্ধু অনেক সময় বন্দুকের গুলির চেয়েও ভয়ংকর হয়।
আপনার মন্তব্য যেহেতু মুছে দিচ্ছে তার মানে আপনাকে একটু হলেও অপছন্দ করছে।
আবারও এও হতে পারে যে আপনার মন্তব্যটা অপছন্দ করছে শুধু। আপনার প্রতি শ্রদ্ধাবোধ ঠিকই আছে।
দেখুন আজকের পোষ্টে উনি কমেন্ট করেন কিনা।
শুভকামনা।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



দেখি, উনি কমেন্ট করেন কিনা

১২| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে আমি মনে করি কারো মন্তব্য মুছে দেওয়া একটা চূড়ান্ত রকমের অভদ্রতা। এই সব ও ভদ্রলোকের ব্লগিং করা সাজে না। অন্যের মতামতকে যারা শ্রদ্ধা করতে পারে না, অন্যের মতামতের যে সুন্দরভাবে জবাব দিতে পারে না সে আর যাই হোক আধুনিক মনের ব্লগার নয়। তাদের উচিত সংশোধিত হয়ে আসা অথবা তাদেরকে ব্লগ ছেড়ে চলে যাওয়া উচিত।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



একটা ভালো খবর হলো, বাংগালীরা ক্রমেই লিখতে শিখছেন।

১৩| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩২

কূপমণ্ডূক বলেছেন: সত্যপীরবাবা বলেছেন: "অমি পিয়াল, আইজুদ্দিন -- ব্যক্তিগত ভাবে নেগেটিভ চরিত্রের হলেও ---এরাই কথার চাবুকে চাবকে সেই সব জামাত-শিবিরের ছানা গুলিকে ব্লগ ছাড়া করেছিল"।

জামাত-শিবিরের ছানাগুলো কখনো ব্লগ ছাড়েনি, ছাড়বেও না। তেলাপোকা হাজার বছর টিকে থাকবে।

সত্যপীরবাবা বলেছেন: "এই ব্লগের নীল আকাশে অনেক ছুপা জামাতিই বাংলাদেশের হরেক রকমের আইডল সাইনবোর্ড নিয়েই ঘোরা ফেরা করে"। হাহাপগে। ছুপা জামাতি দিয়ে সামু এখনো সয়লাব।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


আধুনিক মনের ব্লগারদের সংখ্যা বাড়ছে না ব্লগে

১৪| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:১৪

সত্যপীরবাবা বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন:অন্যের মতামতকে যারা শ্রদ্ধা করতে পারে না, অন্যের মতামতের যে সুন্দরভাবে জবাব দিতে পারে না সে আর যাই হোক আধুনিক মনের ব্লগার নয়।
এরাই আবার সরকারে বাকস্বাধিনতা দমনের বিরুদ্ধে বড় বড় কথা বলে। নিজের 'কথা বলার অধিকার চাই' বলে গলা ফাটাবে, অন্য দিকে মডুর কাছে যেয়ে অমুকের ব্যান চাই তমুকের ব্যান চাই বলে নাকি কান্না কাঁদবে। শব্দটা ব্যান্‌ড (banned) তাও ঠিকমত লিখতে পারে না। এইগুলা নাকি 'শিক্ষিত' ব্লগার।

১৫| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:২৮

সত্যপীরবাবা বলেছেন: @কূপমণ্ডূক,
ছুপা জামাতি দিয়ে সামু এখনো সয়লাব।

খুবই মজা পাই যখন দেখি এই ছুপা জামাতিদের সাথে এখনকার কিছু ছেলেব্রিটি ব্লগাররা পরস্পরের পিঠচুলকায় এসে চাঁদগাজীকে শ্রদ্ধা জানায় 'মুক্তিযোদ্ধা' হিসেবে।

১৬| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ছুপা জামাত-শিবির বলে কিছু নেই।
ব্লগে বা সোশাল মিডিয়ায় জামাত-শিবির অলওয়েজ ছুপা।
আজপর্যন্ত এমন কোনো জাশি বা জাশি সমর্থক গর্বভরে বলতে পারেনি আমি একজন গর্বিত জাশি সদস্য বা সমর্থক।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগে দলগত বিভক্তি শুরু থেকেই ছিলো, উহা শেষ তে সময় লাগবে।

১৭| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৮

জাহিদ হাসান বলেছেন: আপনি সামুর পাকাঁ খেলোয়ার। :D

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


চলমান ঘটনার উপর আলোকপাত করে, নিজের মতামত যোগ করে থাকি, এটুকুই আমার ব্লগিং

১৮| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪১

ফেনা বলেছেন: হা হা হা হা .........
উপস্থাপনটা বেশ লেগেছে। তবে কথা একদম সঠিক।

শুভকামনা।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


কমেন্ট ব্যান যারা করেন, যারা মন্তব্য মুছেন, তাদের পাঠক ক্রমেই কমে যায়।

১৯| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: অল্প দিনে যতটুকু বুঝলাম, অন্যের পোস্ট সঠিক মনে না হলে কমেন্টস না করে এড়িয়ে চললে মনে হয় আপনার শত্রু সংখ্যা কমবে, মিত্র বাড়বে। আর আমার ধারণা আপনার সব পোস্টে অন্যরা কমেন্ট করুক কিংবা না করুক, শত্রু মিত্র সবাই পড়ে।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


সামুর চাপে আমি কমেন্ট অনেক কমিয়ে দিয়েছি; আসলে, পোষ্ট সটিক না লে, সেখানে মন্তব্য করে ভুল ধরিয়ে দেয়ার দরকার; কিন্তু সেটা অনেকেই এখনো বুঝতে পারছেন না।

২০| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৫

বিজন রয় বলেছেন: আপনার বেলায় বাড়তি-কমতি, পক্ষে-বিপক্ষে দুটোই আছে।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



আসলে, ব্লগ হলো আলোচনার স্হান; ফলে, পক্ষে বিপক্ষে থাকবেন; যারা কেমন্ট ব্যান করেন, মন্তব্য মুছেন, তারা নিজেরাই হতাশ হয়ে যাবেন এক সময়।

২১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১০

নতুন নকিব বলেছেন:



আপনার মতে যে পোস্টগুলো দরকারি আরেকজনের মতে তার ভিন্নতা থাকতেই পারে। এটাই তো ব্লগবৈচিত্র্যও।

কিন্তু ভিন্ন মতের কারও পোস্টকে অসম্মান করে 'ম্যাওপ্যাও' আখ্যায়িত করে উল্টোপাল্টা মন্তব্য থেকেই সমস্যাটা শুরু হয়। আপনি না করলেও কেউ কেউ এসব করে বেড়ায়; ফলে ব্লগের পরিবেশ খারাপ হয়।

আপনি তো মা-শাআল্লাহ এই ব্লগের মধ্যমণি! শত্রু-মিত্র সবাই আপনার পোস্টে কিন্তু ঠিকই আসেন। আর যা-ই বলেন, আপনাকে জেনারেল করা হলে আমার কিন্তু কষ্ট লাগে। প্রতিবার কথা বলার চেষ্টা করেছি। আর বলেও যাব ইনশাআল্লাহ, যতদিন এখানে আছি।

আসলে আমরা তো একদিন এখানে থাকবো না। আমাদের এইসব আঁকিবুঁকি হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে। ঝগড়া-ফাসাদ করে জীবনটাকে বিষিয়ে তুলে লাভ কি?

বেঁচে থাকুন সকলের ভালোবাসায়। দীর্ঘজীবী হোন, প্রার্থনা সবসময়।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের বিষয়বস্তুু লজিক্যালী শুদ্ধ হতে হবে, না'হয়, উহা ব্লগের উপযুক্ত নয়; ব্লগে ভুল ধারণা প্রচার সটিক কাজ নয়।

২২| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়- এই নীতিতে আমরা আজকাল অভ্যস্থ হওয়ার চেষ্টা করছি।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ যদি কুশলাদি বিনিময়ের মাধ্যম হতো, বন্ধুত্ব আরো গাঢ় হতো; কিন্ত পোষ্টের সাথে যুক্ত মতামত ব্লগারদের সম্পর্কের উপর প্রভাব রাখে।

২৩| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ব্লগে কেউ তো সম্পর্ক করতে আসে না। দীর্ঘদিন ব্লগে থাকলে এমনিতেই মায়া পড়ে যায়। মায়ার ক্ষেত্রে একজন আরেকজনকে ভাই, মামা বন্ধু ডাকে।
আপনার মন্তব্য কি আপনার বশে নেই?

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি এখন আগের মতো ফ্রি কমেন্ট করি না; কমেন্ট টাইপ করার পর মাঝে মাঝে বদলাই; ফলে, কমেন্ট কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে।

২৪| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আপনার মন্তব্য'র চেয়ে বেশী চিন্তায় থাকি আপনার 'নিক' নিয়ে। কারণ, মডারেটর বলেছে - এটাই লাস্ট ওয়ার্নিং টু সেভ ইউর নিক...

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



আমিও নিজেও সেটা মনে রেখে মন্তব্য করছি; ফলে, মন্তব্যগুলো সব সময় সঠিক হবে না।

২৫| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: মায়া আহারে মায়া !!! গাজি সাব কি মায়ায় পরে যাচ্ছেন ??

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


না, আমার নিজের নিকের প্রতি মায়া বেড়ে গেছে।

২৬| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাই, আপা বলেও মানুষের সমালোচনা করা যায়। বাস্তব জীবনে আমরা আমাদের বন্ধু, আত্মীয়, পাড়াপড়শিদের কি সমালোচনা করি না। কিন্তু আপনি তো সমালোচনা করেন না। আপনি আঘাত করেন। আর আপনি আপনার মন্তব্যে কি কারণে আপনি ক্ষুব্ধ হয়েছেন এটা লেখেন না। আপনি ভুল ধরিয়ে দেন না সাধারণত। বিষয়ের গভীরেও আলাপ করেন না। যে পোস্ট দেয় সে বুঝতে পারে না কি কারণে আপনি ক্ষুব্ধ। যখন বুঝতে পারে ততক্ষনে আপনি সম্পর্কের বারোটা বাজিয়ে দেন। আপনি যখন আপা, ভাই বা ভাতিজা বলে সম্পর্ক গাড় করবেন তখন আপনার সমালোচনা মানুষ গ্রহণ করবে। দুরের মানুষের উপদেশ কেউ শুনতে চায় না। কিন্তু কাছের মানুষ ভুল ধরিয়ে দিলে মানুষ সেটা মানে কারণ সে বুঝতে পারে যে লোকটা আমার শুভাকাঙ্ক্ষী। সম্পর্ক তিক্ত করে নিলে কেউ উপদেশ গ্রহণ করবে না। মানুষকে জোর করিয়ে যা না করা যায় বুঝিয়ে তার চেয়ে অনেক বেশী করা যায়। এখানের ব্লগারদের আপনি মনে হয় রোবট মনে করেন। একজন কড়া শিক্ষকের চেয়ে একজন মিশুক ও আন্তরিক শিক্ষক ছাত্রের উন্নয়নে বেশী ভুমিকা রাখে। সম্পর্কের একটা দাবী থাকে যার জোরে অনেক কিছু করা যায়। আপনি সম্পর্ক তৈরি করতে আগ্রহী না। তাই সম্পর্কহীন লোকের পরামর্শ কেউ ভালোভাবে নেয় না। এটা শুধু যে আপনার ক্ষেত্রে তা নয়। অনেক অপরিচিত ব্লগার অনেক সময় ভালো কথা বললেও রেগে যায় কারণ তারা মন্তব্যকারী সম্পর্কে কোনও তথ্য রাখে না। অপরিচিত মানুষের সাথে কিছু বাড়তি সৌজন্য করতে হয়। আমার মনে আপনি এটা মানেন না।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা ঠিক আছে।

ব্লগে যারা পরিচিত প্রয়োজনীয় বিষয়ে লিখতে গিয়ে, নিজের এজেন্ডা চালিয়ে দিতে চান, সমালোচনার সময় সেখানে পরিবেশ একটু উত্তপ্ত হবেই

২৭| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার শত্রু বাড়ছে।
তবে চিন্তার কারণ নাই
বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান
শত্রুও ভালো। জ্বিহুজুর টাইপ
বন্ধু পরিহার করুন।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



এটাই আসল নীতি

২৮| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: ব্লগে আপনার শুভাকাংগী আছে। এর মধ্যে আমি একজন।
নিশ্চয়ই এ বিষয়ে আপনার কোনো সন্দেহ নাই।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



পোষ্টের অনেক বিষয়ের উপর আমাদের মতের মিল আছে।

২৯| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যে বাড়িতে/ঘরে কুকুর থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না।
কিন্তু যে পৃথিবীতে কুকুর থাকে সেখানে কি আল্লাহর রহমতের ফেরেশতা আসে?

১১ ই জুলাই, ২০২০ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


রূপ কাহিনীর সবকিছু লজিক্যাীি মিলে না

৩০| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৫১

সোনালি কাবিন বলেছেন:

১১ ই জুলাই, ২০২০ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হলো আধুনিক মানুষদের আলোচনার যায়গা।

৩১| ১১ ই জুলাই, ২০২০ ভোর ৬:২৯

সুপারডুপার বলেছেন:



কূপমণ্ডূক ঠিকই বলেছেন, '' জামাত-শিবিরের ছানাগুলো কখনো ব্লগ ছাড়েনি, ছাড়বেও না। তেলাপোকা হাজার বছর টিকে থাকবে।''

শরৎচন্দ্রের ভাষায় ''টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে''। ব্লগের জামায়াতি তেলাপোকাদের সাথে হাত মিলালে দেখবেন আপনার কীটপতঙ্গ তেলাপোকা বন্ধুবান্ধব এক্সপোনেনশিয়ালি বাড়ছে।

সমস্যা হচ্ছে ব্লগের কিছু ধর্মমনা ও স্বার্থলোভী ব্লগার জামায়াতিদের সাথে ব্লগের বাহিরে অর্থনৈতিক স্বার্থে জড়িত থাকতে পারে। যেমনঃ ধরা যাক ইসলামী ব্যাংক থেকে ঋণ পেতে জামায়াত শিবির সাহায্য করতে পারে, মসজিদ নির্মাণ করতে দুম্বাল্যান্ড থেকে সাহায্য এনে দিতে পারে ইত্যাদি ইত্যাদি। এদেরকেও জামায়াতিদের সাথে সুর মেলাতে দেখা যায়।

সত্যপীরবাবা যথার্থ বলেছেন, " এই ব্লগের নীল আকাশে অনেক ছুপা জামাতিই বাংলাদেশের হরেক রকমের আইডল সাইনবোর্ড নিয়েই ঘোরা ফেরা করেআপনি মুক্তিযোদ্ধা, একসময় অস্ত্র হাতে এদের বাপদের তাড়া করেছিলেন, এখন কথার চাবুক নিয়ে তাড়া করছেনআর এটাই আপনাকে মানায়, মিন মিন করা মানায় না।"

জামায়াতিদের দেখছি আপনাকে ব্যান করার ফাঁদ পাততে। এইসব ফাঁদে আপনি না পা দিলেই , আপনার আর কোনো সমস্যা নাই। আপনি চাঁদগাজী সাহেব , চাঁদগাজী'র মতন -ই থাকবেন , অন্য রূপ নিলে পাঠকরা আপনার পোস্ট ও মন্তব্য পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে।

১১ ই জুলাই, ২০২০ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.