নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন দেশে শেখ কামালের ভুমিকা কি ছিলো?

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৯



আওয়ামী লীগ 'সরকারী দল', এটা সঠিক; কিন্তু উহার বর্তমান কার্যকলাপে উহাকে একটি রাজনৈতক দল বলা কঠিন ব্যাপার; দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ দেশ শাসন নিয়ে ব্যস্ত হয়ে যায়, রাজনীতির কথা ভুলে গেছে।

আজকে শেখ কামালের জন্মদিন; মৃত্যুর সময়ে, শেখ কামাল ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিলো কিনা আমার মনে নেই; তবে, শেখ কামালের সঠিক কোন পেশা ছিলো না, কোন চাকুরী ছিলো না, কোন ব্যবসা ছিলো না; সে ঢাকার শিক্ষা অংগনগুলোতে ছাত্রলীগের কর্মকান্ড নিয়েই ব্যস্ত ছিলো; তখন জাসদ ছাত্রলীগের সাথে প্রতিযোগীতা করে, মুজিববাদী ছাত্রলীগকে টিকিয়ে রাখার কাজে শেখ কামাল সময় দিচ্ছিলো। এছাড়া ফুটবল মুটবল, গানবাজনা, দুনিয়ার হাউকাউ নিয়ে ব্যস্ত ছিলো।

তবে, শেখ কামাল অপরাধী মনের ছেলে ছিলো না। এখন ছাত্রলীগে দুনিয়ার ক্রিমিনালরা এসে জড়ো হয়েছে। স্বাধীনতার পর, কোন অবস্হায় দেশে ছাত্র রাজনীতির দরকার ছিলো না; দেশে ছাত্র রাজনীতি তখন বন্ধ করা হলে, জল্লাদ শিবির ও আরেক মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রদল জন্ম নিতে পারতো না।

শেখ পরিবার আদৌ কোন রাজনীতি করতো কিনা সেটা ভেবে দেখার দরকার, নাকি তাঁরা ছাত্রলীগ ব্যবসা করে গেছেন আজীবন! শেখ সাহেবের শেখ সাহেব হওয়া, বংগবন্ধু হওয়া সবটা ছিলো ছাত্রলীগের মই। বৃটিশ থেকে দেশ স্বাধীন হওয়ার পর, এই ধরণের ছাত্র সংগঠন করা ছিলো অপরাধের সামিল; এবং বাংলাদেশে স্বাধীন হওয়ার পর, ছাত্রলীগকে বিলুপ্ত না করা ছিলো আরেকটা অপরাধ। আজকে আওয়ামী লীগে আধুনিক রাজনীতির অভাবের মুলেই ছাত্রলীগ; এরা না ছাত্র, না রাজনীতিবিদ।

শেখ কামালের সময়, আসলে মুজিববাদী ছাত্র লীগের চেয়ে জাসদ ছাত্রলীগ ছিলো আরও ভয়ংকর; এদের অনেকেই মুক্তিযুদ্ধে ট্রেনিং পেয়েছিলো, সেই ট্রেনিংকে কাজে লাগিয়ে তারা নতুন স্বাধীন দেশে গণবাহিনী নামে এক ভয়ংকর সন্ত্রাসী মিলিশিয়া গঠন করে তারা হত্যাকান্ড চালায়।

জাসদের গণবাহিনী, কলেজ বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগ, নক্সালপন্হী ছাত্র ইউনিয়ন ইত্যাদির সমস্যা দেখলে যেকোন রাজনীতিবিদ ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিলো। শেখ কামাল মাঠে ছিলো; কিন্তু সে বুঝতে পারেনি যে, এই অজগর সংগঠনগুলো জাতির কাজে লাগছে না, এরা আমাদের শিক্ষা ব্যবস্হাকে পংগু করে ইনু, পিনু, মান্না, পান্নার জন্ম দিচ্ছে!

মন্তব্য ৬৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

ডার্ক ম্যান বলেছেন: শেখ কামালের অনেক কর্মে বঙ্গবন্ধু অসন্তুষ্ট ছিলেন। তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব অসন্তষ্ট ছিলেন অনেক কিছুতেই, কিন্তু কোনটার সমাধান করেননি।

২| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: পড়লাম। লেখাটি অসম্পন্ন মনে হচ্ছে।

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ কামালকে নিয়ে অনেক কিছু লেখা সম্ভব; স্বাধীনতার পর, একজন প্রেসিডেন্টের ছেলে কিসব অপ্রয়োজনীয় কাজে সময় বিনিয়োগ করেছিলো, সেটা বুঝানোর চেষ্টা করেছি মাত্র।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বাধীনতার পর শেখ কামালের ভাবমূর্তি ভালো ছিল না।

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


জাসদ, ছাত্র ইউনিয়ন শেখ কামালকে ভয়ানক ছেলে হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছিলো তখন; কিন্তু ওরা নিজেরাই ভুল পথে থেকে জাতির স্বার্থবিরোধী কাজ করে যাচ্চিলো।

এটা ঠিক যে, নতুন দেশে প্রেসিডেন্টের ছেলে হিসেবে তার গঠনমুলক কোন ভুমিকা ছিলো না।

৪| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

আমি সাজিদ বলেছেন: আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোৎস্নাটা আরো সুন্দর,
সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে গানে,
আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসে অললন স্নিগ্ধ বিকেল,
ভালোবাসা নিয়ে নিজে তুমি,
ভালোবাসো সব সৃষ্টিকে। (২)
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার।।

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ,
আলোকিত হয়ে নিজে তুমি,
আলোকিত করো পৃথিবীকে। (২)
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার।।
আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোৎস্নাটা আরো সুন্দর,
সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে গানে,
আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ,
শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার।।

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা?

৫| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

আকন বিডি বলেছেন: কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছু দিতে পারতো: শেখ হাসিনা

কাকে বিশ্বাস করবো? তাকে না আপনাকে?

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমাকে বিশ্বাস করবেন, আমি ব্লগার; শেখ হাসিনা ব্লগার নন; উনি ব্লগিং করলে, উনার ভুল ধারণাগুলো আমরা দেখতে পেতাম।

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



শক্তিশালী ছাত্রলীগের বড় অংশ, জাসদ ছাত্রলীগ শেখ কামালের শত্রুতে পরিণত হয়েছিলো কেন, সেটা শেখ হাসিনা ব্যাখ্যা করতে পারবেন?

৬| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

আকন বিডি বলেছেন: উনি হল ধরে আছেন বলেই না পথ হারাবে না বাংলাদেশ। লীগারদের ডায়ালগ।

০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



এটা কি বাংলাদেশ, নাকি পাকিস্তান, নাকি আফগানিস্তান, বলা মুশকিল।

৭| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

আকন বিডি বলেছেন: সরি হাল হবে।

রাষ্ট্রীয় ভাবে ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার ছিল।এখনও করলে ভালো হয়। এসব ছাত্রনেতাদের কারণে স্যারদের অসহায় অবস্খা দেখেছি। হেন কোন অপকর্ম নাই যে ছাত্রনেতারা করে না। চাঁদাবাজি, দখল বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বাকি খাওয়া, ছাত্রি তুলে নিয়ে থার্টি ফার্স্ট নাইট করা, হল দখল, হলে গ্যাং স্টাইল চালানো, মাদকের ব্যবসা করা, কি করে না তারা।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশে চাঁদাবাজি ঢুকেছিলো, বাংলাদেশের ১০ ভাগের বেশী মানুষ চাঁদাবাজি করে বাড়ী, গাড়ী, সম্পত্তির মালিক; ইহা দেশ নয়, চাঁদাবাজির স্বর্গ।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

আমি সাজিদ বলেছেন: এটা আমার লেখা নয়। জনপ্রিয় ব্যান্ড মাইলসের খুবই জনপ্রিয় একটি গান। গানটির নাম ' আজ জন্মদিন তোমার'

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি ওদের গান পছন্দ করি না।

৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ কামালের কর্মকান্ড বিতর্কিত ছিল।বিয়ের ঘটনাটা ছিল আর বেশি বিতর্কিত।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



বিয়েটা নাকি সুলতানার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিলো বলে শুনেছি; বাকী কি জন্য বিতর্কিত ছিলো?

১০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে নিয়ে অনেক বেশি অপপ্রচার হয়েছে।
যেটা আমার প্রাপ্য ছিল না ।
তারেক রহমানকে নিয়ে এতটা অপপ্রচার হয়নি।
যেটা উনাকে নিয়ে হয়েছে।
অকালে নিহত না হলে উনি হয়তো অন্য কিছু হতে ও পারতেন।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, কামাল ও শেখ সাহেবকে নিয়ে অপপ্রচার করেছে সিআইএ'র টাকায়; উনারা সেগুলোর দিকে খেয়াল রাখেননি।

উনারা যদি নিজেদের পদ ও গুরুত্ব অনুসারে কাজ করতেন, অপপ্রচার তেমন ক্ষতি করতে পারতো না।

১১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: শেখ কামাল খেলাধূলা নিয়েই ব্যস্ত ছিলেন। গান বাজনাও অনেক পছন্দ করতেন। আবহানী তার হাতে গড়া দল।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



আমি জানি, সে কুটনামীতে ছিলো না। তবে, দরকার ছিলো দেশের অবস্হা বুঝে সামাজিক কোন কাজ করা।

১২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ব্লগার ইসিয়াক আপনার উপর সামান্য রাগ করে ব্লক করেছেন। তবে এই সমস্যা আজ মিটে যাবে। আসলে কবি মানুষ তো আবেগ বেশী। আপনি তো মানুষ চিনেন, বুঝেন। কিছুটা ছাড় দিবেন। কিছুটা মানিয়ে নিবেন। এতটুকু তো আপনার কাছে আশা করতেই পারি।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


ভালো, ঠিক আছে!

১৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: আমেরিকায় নাকি হঠাত করে খুব ঝড় হলো। অনেক বড় বড় গাছ নাকি ভেঙ্গে গাড়ির উপর পড়েছে? কেউ কি মারা গেছেন? হঠাত এই ঝড় কেন?
আমেরিকায় এখন করোণায় প্রকোপ কেমন?
আমাদের দেশে করোনা নিয়ে এখন কারো মধ্যে কোনো ভয় ডর নেই। সবাই বিনদাস চলছে। আমিও।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় করোনা কিছুতেি থামাতে পারছে না; কিছু রাজ্যের মানুষ আসলেই ত্যাড়া, ওরা কিছুই মানে না; অর্থনৈতিক সমস্যা ভয়ংকর হবে আগামী বছর।

বিশৃংখলার মাঝেও, বাংলাদেশে সংক্রমণ বেশ কম; ভালো, জাতির সৌভাগ্য

১৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: শেখ কামাল ভূমিকা কি রাখবে? সে তো আর বাপের উপর মাতুব্বরী করতে পারে না? তখন তো শেখ হাসিনারও কোনো ভূমিকা ছিলো না। এক হিসেবে তখন তারা পুলাপান।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ কামাল হাসিখুশী ছেলে ছিলো, অপরাধী মনের ছেলে ছিলো না।

ছাত্রলীগের পেছনে সময় দিয়ে জাসদের শত্রু হয়েছিলো; দরকার ছিলো মানুষের পোড়াবাড়ীগুলো মেরামতের কাজ করা।

১৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: স্যরি অনেক গুলো মন্তব্য করে ফেলেছি রাগ করবেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই।

১৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: আপনার এই উত্তরটা বেশ ভাল লেগেছে''' আমাকে বিশ্বাস করবেন, আমি ব্লগার; শেখ হাসিনা ব্লগার নন; উনি ব্লগিং করলে, উনার ভুল ধারণাগুলো আমরা দেখতে পেতাম।''
বেশ বেশ আমি সহমত পোষন করছি

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ব্লগিং করলে, উনার ভুলগুলো বুঝতে পারতেন; উনার আশেপাশে সব অন্ধ, কানা ও বোবাদের ভীড়।

১৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: -সাথে তার সব মন্ত্রী আর আমলা/ চামচারা ব্লগিং করলে... ইস্‌ রে মনের সাধে মিটায়ে গালাগালি করতাম !!!! :)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সময় সব দুষ্ট ব্যবসায়ীরা আওয়ামী লীগে ঢুকে পড়েছে, এরা অসৎ ও নীচুমানের মানুষ।

১৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্বাধীনতার আগেই আমার ছাত্র জীবন শেষ হয়ে যায়।আমি কোন দিন ছাত্র লীগ করি নাই আওয়ামী লীগ করি নাই।তাদের থেকে অনেক দুরে থাকতাম।তার সম্পর্কে অনেক বিতর্কিত কথা বাজারে চালু ছিল।সত্য মিথ্যা জানি না।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



আমিও রাজনীতিতে যাবার সময় পাইনি; সময় করে আওয়ামী লীগে যাবার দরকার ছিলো, রাজনীতিতে না যাওয়াটা ভুল ছিলো।

১৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি জানি, সে কুটনামীতে ছিলো না। তবে, দরকার ছিলো দেশের অবস্হা বুঝে সামাজিক কোন কাজ করা।

উনি হয়তো ভেবেছিলেন, যা করার 'বাবা' করবেন। বাবার প্রতি তার বিশ্বাস ছিলো। এবং উনি হয়তো জানতেন তার চেয়ে ভালো করবেন তার বাবা। তাই তিনি সেদিকে নজর দেন নি।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


মুজিববাদী ছাত্রলীগ ও জাসদের বিতন্ডাকে সহজে কাজে লাগায়েছিলো সিআইএ ও যুদ্ধে পরাজিত শক্তি; শেখ কামাল ও শেখ সাহেব এই অপ্রয়োজনীয় বিভাজনটাকে বুঝতে পারেননি।

২০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমেরিকায় করোনা কিছুতেি থামাতে পারছে না; কিছু রাজ্যের মানুষ আসলেই ত্যাড়া, ওরা কিছুই মানে না; অর্থনৈতিক সমস্যা ভয়ংকর হবে আগামী বছর।
বিশৃংখলার মাঝেও, বাংলাদেশে সংক্রমণ বেশ কম; ভালো, জাতির সৌভাগ্য

আমাদের দেশের করোনা পরিস্থিতি দুই মাস আগে যেমন ছিলো। এখনও সেরকম। তবে এখন করোনা নিয়ে মানুষের মধ্যে কোনো ভয়ডর একেবারেই নেই। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে, এবং মরছে মানুষ। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো মনে ভয় ডুকিয়ে দিচ্ছে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



সরকারের উচিত ছিলো কোন একটা দেশের সাথে "টিকার চুক্তি" করে মানুষকে জানানো; এতে মানুষের সাহস বাড়তো।

২১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ২:০৫

কানিজ রিনা বলেছেন: নতুন দেশ স্বাধীন হওয়ার পর আপনার কি ভূমিকা ছিল? আপনার শিরোনাম পড়ে উত্তর দিলাম।

০৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমার ভুমিকা আমি পালন করেছিলেম; এরপর, আমার দায়িত্ব ছিলো দেশ গঠনে কাজ করা; কিন্তু তাজউদ্দিন সাহেব আমাকে রাখেননি।

২২| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় আপনার শ্রেষ্ঠ উক্তি আমাকে বিশ্বাস করবেন, আমি ব্লগার; শেখ হাসিনা ব্লগার নন; উনি ব্লগিং করলে, উনার ভুল ধারণাগুলো আমরা দেখতে পেতাম।

আকন বিডি কথায় বলতে হয় ----
রাষ্ট্রীয় ভাবে ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার ছিল। এখনও করলে ভালো হয়। এসব ছাত্রনেতাদের কারণে স্যারদের অসহায় অবস্থা দেখেছি। হেন কোন অপকর্ম নাই যে ছাত্রনেতারা করে না। চাঁদাবাজি, দখল বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বাকি খাওয়া, ছাত্রি তুলে নিয়ে থার্টি ফার্স্ট নাইট করা, হল দখল, হলে গ্যাং স্টাইল চালানো, মাদকের ব্যবসা করা, কি করে না তারা।

ময়নুদ্দীন ফখরুদ্দীনরা ছাত্র রাজনীতি বন্ধের একটা চেষ্টা করেছিল কিন্তু শেখ হাসিনা উপরে ওঠার মই ছাত্র রাজনীতি আবার চালু করেছেন।

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:




শেখ সাহেবের তৈরি মই।

২৩| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

নিয়াজ সুমন বলেছেন: স্বাধীনতা পরবর্তীতে ছাত্র রাজনীতি কোন ‍উপকারে আসেনি।
ববং ধ্বংসলীলায় সব পক্ষ মেতে উঠেছে যে যার ক্ষমতা পাকা পোক্ত করার জন্য। ওদেরকে ব্যবহার করেছে।
সাধারন জনগণ কিংবা দেশের কোন উন্নয়নমুলক কোন কাজ তাদের দ্বারা হয়নি।
নানা রকম অপকর্মে লিপ্ত হয়েছে রাতারাতি ধনী হওয়ার জন্য ক্ষমতার জন্য।

গাজী ভাই, আপনার পোস্টের সাথে সহমত আমিও।

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংগালী অনেক ছাত্র প্রশ্নফাঁস করার পরও ফেইল করে, ওরা কি রাজনীতি করবে?

২৪| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৭

নূর আলম হিরণ বলেছেন: ছাত্রদের অধিকার সংরক্ষন করার জন্য নির্দিষ্ট কলেজ/বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা নামে ছাত্র সংগঠন থাকা যেতে পারে। কিন্তু পুরো জাতিকে রিপ্রেজেন্ট করার মতো ছাত্র সংগঠনের কোন দরকার নেই। একটা কথা সঠিক যে এই ছাত্র রাজনীতিতে থাকার ফলে জামাতের মত রগ কাটা দল সৃষ্টি হয়েছে।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



ছাত্র রাজনীতির লোকজন এখন ১০০ ভাগ দেশের রাজনীতিতে, দেশ সেজন্য ভয়ংকর অবস্হায়।

২৫| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩০

আলাপচারী প্রহর বলেছেন: প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের ছেলেমেয়েরা যেমন ক্ষমতা ভোগী হয়, ভোগে অভস্থ্য হয়ে যায় শেখ কামাল ছিলো তেমনই। সব সময় বসন্তের কোকিল বন্ধূ বান্ধব নিয়ে ঝাঁক বেধেঁ গুড়ে বেরাতো। বসন্তের কোকিলেরা শেখ কামালকে প্রতিদিন দশবার বেচতো।

ডালিমের লেখা বই, “যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি” - পড়ে জানলাম ডালিমের বৌকে হেনস্থা করার, টিজ করার কাহিনী ডালিমের জবানীতে। শেখ কামালের বসন্তের কোকিল বন্ধুরা ঘটিয়েছিল ঐ ঘটনা। ডালিম প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। বঙ্গবন্ধুর কাছে বিচার দিয়েও বিচার পায় নি। ক্ষোভের শুরু ঐখান থেকে।

কামালের ব্যাংক ডাকাতির আসল ঘটনা আরো চমকপ্রদ। ডালিমের জবানীতে। ঐ সময় জাসদের, জাসদ ছা্ত্রলীগের হাইজ্যাক, ডাকাতি, সর্বহারা কর্তৃক হত্যা, রাহাজানি অত্যধিক বেড়ে গিয়েছিল। চরম আইন শৃংখলার অবনতি, দূর্ভিক্ষ আর ত্রাণ লুটপাট (আওয়ামী নেতাদের দ্বারা) মহৎসোভ চলছিল।

এর মধ্যেই আলগা মাতব্বরীর মতো শেখ কামালের খবরদারী শুরু হয়ে গিয়েছিলো। তাকে কেউ বলে নি। কিন্তু রাষ্ট্রের সকল কাজেই অযাচিত হস্তক্ষেপ করতো। প্রতি রাতেই তার বাবার কালো সিডান/টয়োটা আর একটা জীপ গাড়ী বসন্তের কোকিল বন্ধুবান্ধব নিয়ে টহল দিতে / আইন শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বের হইতো। এটা কিন্তু তার দায়িত্ব ছিল না। কিন্তু তার বাপের দেশ, সে যদি পাহাড়াদারী না করে তাইলে কেমনে হয় ?

চুরি ডাকাতি রাহাজানী হাইজ্যাক বেড়ে যাওয়ায় রাতে রক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতো।

এমনি একদিন, সম্ভবতঃ বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের প্রাক্কালে (ডালিমের লেখাটির হুবহু মনে নেই আমার) যুবলীগের দিবস উৎযাপন প্রস্ততি দেখতে পোস্তগোলার দিকে কামাল বসন্তের কোকিলদের নিয়ে যাচ্ছিল। দিনের বেলা যাওয়া যেতো। কামাল ফেরেশতা মানুষতো তাই গভীর রাতেই যাওয়া লাগে।

কামাল কালো গাড়ীর পিছনের সীটে বসে ছিলো ইয়ার বন্ধু নিয়ে। পাঠক ধরে দিন তারা জিকির করতে করতে তসবি গুণতে গুণতে যাচ্ছিল। পিছনের জীপের পোলাপাইল কিঞ্চিত সেই জিনিষ খাইছিলো তাই গলা ছেড়ে এতো হৈ হল্লা করছিলো। বাংলাদেশ ব্যাংকের শাপলা চত্তর হতে মধুমিতা হল পর্যন্ত আসতেই মোড়ে দাড়ানো রক্ষীবাহিনী তাদের চ্যালেঞ্জ করে (চিনতে পারেনি।) হ্যাইজ্যাকার ভেবে।

শেখ কামালের গাড়ীকে চ্যালেঞ্জ করা !! এতো বড় সাহস !!! ফট করে এক বসন্তের কোকিল “গুলি ফুটাইয়া দিলো”। রক্ষীবাহিনী সাথে সাথে পাল্টা গুলি ও ধাওয়া। গাড়ীর পিছনে বসা কামালের ঘাড়ে একটা বা দুইটা লাগলো। (পরে গোপনে রাশিয়া গিয়ে, অপারেশন করে গুলি বের করা হয়।) ইত্তেফাক অফিস গেটের উল্টোদিকে বঙ্গভবনের যেই গেটটা, সেখানে ছিলো রক্ষী বাহিনীর অস্থায়ী ক্যাম্প। শেখ কামালের গাড়ীর ড্রাইভার বুদ্ধি করে ঐ ক্যাম্পে গাড়ী ঢুকাইয়া দিলো। ক্যাম্পের অফিসার কামালকে চিনতে পারলো ও রক্ষা করলো।
কিন্তু পাবলিক পারসেপসন হইলো, কামালের গাড়ী বাংলাদেশ ব্যাংকের ঐদিক থেকে আসছিলো। ডাকাতি করতে বাংলাদেশ ব্যাংকে ঢুকছিলো। ব্যর্থ হইয়া পলাইতে গিয়া গুলি ইত্যাদি ইত্যাদি।

শেখ কামাল শিল্পীমনা ছিলো। এটা সত্যি। দারুণ সেতার বাজাতো। খেলাধুলা অনুরক্ত ছিলো এটাও সত্যি। তবে এ্যাথলেট সুলতানা কামালকে ক্ষমতার জোরে সুলতানার অমতে জোর করে বিয়ে করেছিল।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



সে বেকুবীর কারণে বেশ কিছু অপ্রয়োজনীয় বদনাম কুড়ায়েছিলো।

২৬| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি রাজনীতি থেকে অনেক দূরের মানুষ, তবুও আমার মনে হয় দেশের বর্তমান ছাত্ররাজনীতি বন্ধ করে দেয়া উচিত।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ছাত্র রাজনীতির অবসান চায়নি সন্মিলিতভাবে, ইহা বিশাল ভুল।

২৭| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৫

পুলক ঢালী বলেছেন: এতকিছু আমি জানিনা । তবে আমি দেখেছি জাসদ ছাত্রলীগে অনেক ট্যালেন্টেড ছাত্র ছিল কিন্তু পরে তাদের অবস্থা দেখে মনে হয়েছে মিস গাইডেড ট্যালেন্ট।
শেখ কামালের অনেক দুর্নাম শুনেছি আজ জানলাম এগুলো ষড়যন্ত্র ছিল। এটাও ঠিক বঙ্গবন্ধুর পুত্র হিসেবে তার ভুমিকা ম্যাচিং করেনা। বার বার মনে হয় জাসদ কেন ছাত্রলীগকে ভাগ করে গঠিত হয়েছিল এমনটি না ঘটলে কি হত ? নতুন একটা রাষ্ট গঠনের সময় যেখানে সম্মিলীত উদ্যোগের প্রয়োজন ছিল তখন বঙ্গবন্ধুকে এগুলো সামাল দেওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকতে হতো।
আরো বুঝিনা দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু গনতান্ত্রিক পন্থায় ভোটের দাবীতে আন্দোলন করে ভোটের ফলাফলেই পাকিস্তানের নেতৃত্বের দাবীদার ছিলেন তাহলে দেশ স্বাধীন হওয়ার পর গনতান্ত্রিক পদ্ধতিতেই দেশ চলবে এটা নিশ্চিত তাহলে কেন এই দেশে চীন পন্থী অথবা রাশিয়া পন্থী কম্যুনিজম আনতে হবে এবং দেশে অরাজকতা তৈরী করতে হবে ????
মাওলানা ভাসানী কেন সন্দেহজনক আচরন করেছিলেন ? যখন পাকীরা বঙ্গবন্ধুর আন্দোলনের প্রবল চাপে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছিলেন তখন ভাসানী কেন ভোটের আন্দোলনের পিঠে ছুরি মেরে আওয়াজ তুললেন ভোট নয় ভোটের আগে ভাত চাই।
আমি এগুলো বুঝতে পারিনা।
এসব ভাবনা ভাবলে আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে সে জন্যই আমি রাজনীতি পছন্দ করতে পারিনা।

০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:



ভোটের আগে ভয়ংকর ঝড় হয়েছিলো, সেজন্য মওলানা ভাতের কথা বলেছিলেন।

আপনি রাজনীতি না করাতে চোর ডাকাতেরা আপনার স্হান দখল করছে।

২৮| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ কামালের বন্ধু মুজাহিদুল ইসলাম সেলিম , যিনি এখন সিপিবি নেতা তিনি বলেছিলেন ১৫ আগস্ট এর রাতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থেকে যেতে। তিনি সেই নিষেধ শুনেন নাই। শুনলে হয়তো তিনি নিহত নাও হতে পারতেন।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



দেশের মিলিটারীর কিছু লোকজন, আওয়ামী কিছু লোকজন, পাকিস্তানী হাই কমিশন ও আমেরিকান দুতাবাসের খোঁজ খবর রাখতে পারতো কামাল; দরকারী কিছু করেনি।

২৯| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একজন রাষ্ট্র্রপ্রধানের ছেলে হিসেবে
যা করা দরকার তাই তি্নি করেছেন।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না।

৩০| ০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১১

পুলক ঢালী বলেছেন: ভোটের আগে ভয়ংকর ঝড় হয়েছিলো, সেজন্য মওলানা ভাতের কথা বলেছিলেন।
গাজীভাই কি বলবো অথবা এটাকে কি বলা যায় বুঝতে পারছিনা অথবা জানিনা ?
ঘূর্নীঝড় হয়েছিল ১২ই নভেম্বর ১৯৭০ সালে। নির্বাচনের তারিখ ছিল ৭ই ডিসেম্বর ১৯৭০ সালে।
মাত্র ২৪ দিন পর অর্থাৎ ২৫ দিনের দিন নির্বাচন ছিল।
এই নির্বাচন ছিল দীর্ঘ্য দিনের আন্দোলনের ফসল। সেই নির্বাচন বন্ধ করে ভাত চাইতে হবে ? বরঞ্চ ভোটের সাথে ভাতের আন্দোলন যুক্ত হওয়া উচিৎ ছিল।
ঘূর্নীঝড়ের দুদিন পর জানা গেল ৩ থেকে ৫ লক্ষ মানুষ মারা গেছে। ঝড়টি ছিল ক্যাটাগরী ৩ মাত্রার। এই ঝড়ে এত প্রানহানী হওয়ার কথা নয়। কিন্তু, হয়েছে পাকিস্তান সরকারের গাফিলতীতে।
সারা বিশ্ব জানলেও ভোলাবাসী জানতো না যে কত নম্বর সিগনাল ইস্যু হয়েছে কেমন প্রস্তুতি নেওয়া দরকার অজ্ঞতার ফলে সতর্ক হওয়ার বা আশ্রয় নেওয়ার প্রয়োজন বোধ করেনি।
জলোচ্ছাসের উচ্চতা কত হতে পারে তা তারা কোন মাধ্যম থেকে জানতে পারেনি অথচ থানায় তো ওয়্যারলেস ছিলো।
পূর্ব-পাকিস্তানের প্রতি অবজ্ঞার এই ইস্যু নিয়ে ভাসানী ইয়াহিয়ার বিরুদ্ধে আরো কঠোর আন্দোলনে না গিয়ে শেখ সাহেবের বিরুদ্ধে গেলেন ???
আর কি বলার দরকার আছে ? যে ভাসানী ঘূর্নীঝড়ের ইস্যুকে ইয়াহিয়ার পক্ষে নেওয়ার জন্য ব্যবহার করেছিলেন।

ভাতের আন্দোলন শুধু ভোলাবাসীর জন্য প্রয়োজন ছিলোনা বরঞ্চ ছিলো পুরো পূর্ব-পাকিস্তানের জন্য।
পঃপাকিস্তানের শাসকদের কারনেই পূঃপাকিস্তান বৈষম্যের শিকার ছিল আর এই বৈষম্য দুর করার জন্যই বঙ্গবন্ধুর আন্দোলন ছিল সেক্ষেত্রে এখন আপনিই বলুন ভাতের জন্য ভোট চাই ভাসানী এই স্লোগান দেননি কেন ?

আমি যা এড়াতে চাই তা-ই নিয়ে আপনার পোষ্টে বকবক করি :D

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



ভোটের জন্য আন্দোলনে মওলানাও ছিলেন; তবে, তিনি ইয়াহিয়া, মিয়াহিয়ায় বিশ্বাসী লোক ছিলেন না; উনার দলে অনেক পন্হী লোকেরা ছিলো, ওদের টানাটানিতে উনি অনেক সময় ভুলও করতেন; কিন্তু পরে সেটা ঠিক করে নিতেন।

৩১| ০৮ ই আগস্ট, ২০২০ ভোর ৪:০৭

কল্পদ্রুম বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষক রাজনীতি বন্ধ করা উচিত।অন্তত ক্যাম্পাসের ভিতরে।ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ছাত্র,শিক্ষক সবাই রাজনীতি করুক।ছাত্ররাই যদি রাজনীতি না করবে।তবে রাজনীতি করবে কে!
এরকম একটা বিশ্ববিদ্যালয় ঠিক করা যেতে পারে।যাদের রাজনীতি করার ইচ্ছা।তারা সেখানে ভর্তি হবে।সেখানেই রাজনীতির থিওরি এন্ড প্রাক্টিস সবই শেখানো হবে।বিভিন্ন দেশের শিক্ষকরা,রাজনীতিবিদরা সেখানে ক্লাস নিবেন।যার যার আদর্শ নিয়ে বক্তৃতা দিবেন।সেখানে মারামারির রাজনীতি হবে না।তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হতে পারে।ওটা সমস্যা না।ঐ প্রতিষ্ঠান থেকেই পরবর্তীতে গ্রাজুয়েশনের পর কেন্দ্রীয় দলগুলোতে চলে আসবে এবং যোগ্যতা অনুযায়ী পদ পাবে।বেশি উদ্ভট আইডিয়া মনে হচ্ছে!

০৮ ই আগস্ট, ২০২০ সকাল ৭:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের বিশ্ববিযদ্যালয়ের শিক্ষকগুলো নিজেদের শিক্ষক হিসেবে দাবী করতে পারবে না, এটা পলিটিক্যাল ক্রিমিন্যাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.