নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মৃত ব্লগারদের দোষ খুঁজে বেড়ানো, উদ্দেশ্যটা কি?

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৮



বাংলাদেশে ১৮ জনের বেশী ব্লগারকে হত্যা করা হয়েছে, ৮/১০ জন ব্লগার আহত হয়েছেন, কোন প্রকারে প্রাণে বেঁচে গেছেন; যাঁরা প্রানে বেঁচে গেছেন, তাঁরা সমাজ থেকে পালিয়েেছেন, পরিচয় গোপন করে আছেন। একজন ব্লগার পোষ্ট লিখে কত বড় অপরাধ করতে পারে যে, অন্য একজন ব্লগার তার হত্যার সমর্থন করতে পারে?

আমার মনে হয়, ব্লগে এমন কিছু কেহ লিখতে পারেন না, যা পড়ে কোন কোন ব্লগার, লেখক ব্লগারের মৃত্যু কামনা করতে, হত্যায় সাহায্য করতে পারে, হত্যা সমর্থন করতে পারে, হত্যার পক্ষে যুক্তি দেখাতে পারে, মৃত ব্লগারের দোষ খুঁজে বেড়ায়; এরা ব্লগার নয়, এরা খারাপ লোকজন।

ব্লগে লেখার কারণে, কয়েকটি দেশে ব্লগারদের প্রাণ হারাতে হয়েছে; অন্য জাতির তুলনায়, বাংলাদেশে ব্লগিং নেই বললেই চলে, এবং ব্লগিং এখনো বেশ প্রাথমিক স্তরে আছে; কিন্তু ব্লগার হত্যায় বাংলাদেশ সবার চেয়ে এগিয়ে আছে; এই জাতির মাঝে অনেক হত্যাকারী আছে, যারা সুযোগ পেলে হত্যাকান্ড চালায়, ব্লগে এদের বিচরণ ছিলো।

ব্লগার হত্যায় কিছু ব্লগারের ভুমিকা ছিলো: এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্লগারদের ব্যাপারে তথ্য দিয়ে থাকতে পারে, সমর্থন দেখায়েছে, হত্যার পক্ষে লিখেছে, কিংবা এমনভাবে মন্তব্য করেছে, যা ব্লগার হত্যাকারীদের পক্ষে গেছে।

ব্লগার হত্যাকান্ডের পর, বাংলাদেশে ব্লগিং অনেকটা থেমে গেছে; ব্লগিং নিয়ে মানুষের মাঝে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। ব্লগে এখনো প্রচুর ব্লগার আছে, যারা ব্লগার হত্যাকে সমর্থন করে, এরা কোনভাবেই ব্লগার নন, ব্লগে এদের বিচরণ ভয়ংকর ব্যাপার।

বাংলাদেশের ৩ পরিচিত মুখ প্রত্যক্ষভাবে ব্লগিং এর বিপক্ষে মতামত সৃষ্টি করেছে, হত্যাকান্ডকে উৎসাহিত করেছে; এরা হচ্ছে, বেগম জিয়া, তথাকথিত সাংবাদিক মাহমুদুর রহমান ও মোল্লা শফি। শেখ হাসিনা বেগম জিয়া ও মাহমুদুর রহমানকে কিছুটা শাস্তি দিয়েছে; মোল্লা শফি শাস্তি পায়নি, বরং পুরস্কৃত হয়েছে; ব্লগে বেগম জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফির সমর্থকের অভাব ছিলো না, এখনো আছে!

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ব্লগিং সম্পর্কে জনসাধারনের ধারণা খুব কম।ব্লগিং কে এমনভাবে সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠিত করা হয়েছে যে কেউ নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিলেই তাকে নাস্তিক হিসেবে ধরে নেয় মানুষ।কয়েকদিন আগে একজনকে শুধু বলেছিলাম ব্লগিং করব।উত্তর পেলাম সাবধানে থাকিস। আর ব্রেইনকে কাজে না লাগিয়ে অন্যের কাছে বর্গা দিয়ে রাখলেই কেবল মানুষ আরেকজনকে হত্যার সমর্থনে ব্লগিং করে। এরা খুবই বিপদজনক। শফির প্রতি দেশের এক বিরাট সংখ্যক মানুষের দুর্বলতা কাজ করে।হয়ত এত বিশাল সংখ্যক মানুষকে ঘাটাতে চাচ্ছেন না শেখ হাসিনা।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কিছু পদক্ষেপ মোটামুটি, কিন্তু সঠিক ও সফলভাবে করা নয়। উনি নিজেই এখন ব্লগিং'এর বিপক্ষে।

২| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: বিশেষ দ্রষ্টব্যঃ চাঁদগাজীর অপব্যাখ্যা তথা মিথ্যাচার থেকে সতর্ক থাকুন।

আমার লেখাটিতে সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে -

গালাগালি ও চরিত্রহননের কারণে হত্যা কোনভাবেই সঙ্গত নয়, ফলে নিশ্চিতভাবেই থাবা বাবার হত্যাকারীরা নিন্দার্হ ও সর্বোচ্চ শাস্তির যোগ্য।

একইভাবে মৌলবাদের বিপক্ষেও সুস্পষ্টভাবে বলা হয়েছে

কিন্তু চাঁদগাজী নামের একজন ঘাড় ত্যাড়া ব্লগার তিলকে তাল করে অপব্যাখ্যা করার চেষ্টা করছেন যে - ব্লগার হত্যার পক্ষে নাকি পোস্ট করা হয়েছে।

নেভার এভার। হত্যার শাস্তি সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ড। ফলে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের নিশ্চিতভাবেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং আদালত ২ জন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি বলব ৫জনকেই মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল।

কিন্তু চাঁদগাজী নামের একজন ঘাড় ত্যাড়া ব্লগার যিনি আমার ব্লগে ঘাউড়া টাইপের মন্তব্য করার কারণে ব্যান হয়েছেন, তিনি সেই ব্যান হওয়ার প্রতিশোধ নিতে অপব্যাখ্যা তথা মিথ্যাচার করে বেড়াচ্ছেন যে - ব্লগার হত্যার সপক্ষে নাকি পোস্ট করা হয়েছে।

চাঁদগাজীর মতো অসৎ, অনৈতিক ও ভণ্ড ধরনের ব্লগারদের শাস্তি হওয়া উচিত।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "চাঁদগাজীর মতো অসৎ, অনৈতিক ও ভণ্ড ধরনের ব্লগারদের শাস্তি হওয়া উচিত। "

-ব্লগার হত্যা-লিষ্ট আরেকটু বড় করার পক্ষের মানুষ?

৩| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পোস্টটি পড়েই। আমার মনে হয়েছে পোস্টটি ডিলিট করে দেওয়া দরকার।

হিংসা নয় পারস্পরিক সহমর্মিতা থাকাই বেশী দরকার।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


"এই" পোষ্ট, নাকি অন্য কোন পোষ্ট?

৪| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আপনার পোস্ট ডিলিট করার কথা বলিনি ।

সেই পোস্টের কথা বলেছি যে পোস্ট এখন ব্লগে হিংসা ছড়াচ্ছে । সেই পোস্টটা ডিলিট করে দেওয়ার দাবি জানিয়ে আমি সেখানে মন্তব্য ও করে এসেছি।

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি ফ্রান্সভাষা শিখতে গিয়ে বাংলার উপর দক্ষতা হারিয়ে ফেলছেন নাতো?

৫| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি বাংলা ভাষায় কখনোই দক্ষ ছিলাম না ।
সব সময় পরীক্ষায় টেনেটুনে পাশ করতাম ।

ফরাসি ভাষা একটি অভিজাত ও সুন্দর ভাষা।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


অভিজাত? আমি আজকেই শেখা শুরু করবো!
-বোঁ সোয়া, কোমো তা'লে ভু?

৬| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নিম্নস্তরের ব্লগাররা ‘ব্লগার-হত্যা’য় উল্লসিত হয়েছে, ব্লগারদের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। এরা, আর মোল্লা শফিরা মিলেমিশে ভিন্নমতের সব ব্লগারকে ঢালাওভাবে নাস্তিক আখ্যা দিয়েছে।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফি অবশ্যই একজন অসম্পর্ণ বিদ্যার মানুষ, উনি অনেক মানুষকে অপসম্পুর্ণ জ্ঞানের বিদ্যা দিয়েছেন। এরা আমাদের জাতিকে পেছেন ফেলে দিতে সরাসরি ভুমিকা রেখেছে।

৭| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

জাহিদ হাসান বলেছেন: অন্যায়ভাবে বিচার ছাড়াই কাউকে হত্যার আমি ঘোর বিরোধী। সেই সাথে যারা এইসব হত্যাকে সমর্থন করবে তাদেরও আমি বিরোধী। সে যেই হোক।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


যেসব ব্লগার ঘাতকদের হাতে প্রাণ হারায়েছেন, অন্য ব্লগাররা তাঁদের দোষ বের করার চেষ্টা করেন কি কারণে?

৮| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশে কিছু সংখ্যক লোক আইএস,তালেবান ও ইসলামী মৌলবাদকে সমর্থন করে,এবং তারা প্রকাশ্যে করে।এরা সমাজের সর্বত্র বিরাজ করে অতয়েব ব্লগে থাকবে এটা বিচিত্র কিছু না।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



এরা আমাদের সাথে সব যায়গায় আছে।

৯| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন:


অভিজাত? আমি আজকেই শেখা শুরু করবো!
-বোঁ সোয়া, কোমো তা'লে ভু?


Bonsoir.

Comment allez-vous?

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


মেরচি, চাভা বিঁয়াঁ

১০| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ক্যাচাল কাম্য নয়।
ব্লগারদের উপর মানুষের
একটা নেতিবাঁচক ধারনা আছে
সেটাকে উস্কে দেবার সুযোগ দেবেন না
দয়া করে। ধর্ম যার যার, সুতরাং সেই ধর্মের
বিপক্ষে উস্কানীমূলক বক্তব্য কাম্য নয়।

০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট কি বলছে, ধর্ম নেই, ধর্ম মিথ্যা, ধর্ম মানবেন না?

আমি বলছি যে, কেহ যেন মৃত ব্লগারের দোষ খূঁজে, উনার হত্যাকে জায়েজ না করে! আমার পোষ্টের "অর্থ পুস্তক" বের করতে হবে?

১১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মহারাজ সবজান্তা
অর্থ পুস্তক বাংলাদেথে
ব্যান করা হয়েছে। সুতরাং
ও কাজে হাত দিলে ক্ষতির সম্ভাবনা
বেশী।

তা না হলে আপনাকে বুঝাতেও আমি
অর্থ পুস্তক বের করতাম। আমি তার সম্পর্কে
বলেছি যাকে আপনি উদ্দেশ্য করেছেন। তিনি
ধর্ম নিয়ে, সেই ধর্মের মহাপুরুষকে (নবী সঃ) নিয়ে
অযথা ক্যাচাল করেছেন। বুঝা গেলো ব্যাপারটা !!

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


এতক্ষণে বুঝলাম, আগে মাথা গরম ছিলো; ২/৩ ববার পড়ার দরকার ছিলো।

১২| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই বয়সে মাথা গরম করা কি ঠিক ?
আপনার নামেতো বদনাম হয়ে গেছে!!
কেউ একজন বলেছেনঃ
চাঁদগাজী নামের একজন ঘাড় ত্যাড়া ব্লগার তিলকে তাল করে
অপব্যাখ্যা করার চেষ্টা করছেন যে - ব্লগার হত্যার পক্ষে নাকি পোস্ট করা হয়েছে।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



এদের ধারণাতেই ভুল আছে; এরা কি লেখে, পোষ্টের বক্তব্য কি দাঁড়ায়, এরা বুঝেন বলে মনে হয় না, প্রশ্নফাঁস জেনাররেশন।

১৩| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫

লরুজন বলেছেন: থাবা পড়ছে ক ক্লাস?
শিক্ষাগত যোগ্যতা কিতা?

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমি ঠিক জানি না, উনি ব্লগার ছিলেন। মনে হয়, পেশাগতভাবে ইন্জিনিয়ার ছিলেন।

১৪| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

লরুজন বলেছেন: থাবা মরছে মেলা দিন আগে অহন নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ হের চুলকানি উঠছে কেরে
থাবা কিতা নান্দনিক বুদ্ধিপ্রকর্ষরে চুমা দিতাছে নাকিতা চুলকাইতাছে

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ভরে গেছে আগাছায়

১৫| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।

আজ ব্লগে ঢুকে দেখি ব্লগার 'নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ' নামে একজন একটা ফালতু পোষ্ট দিয়েছেন। পোষ্ট দেখে মেজাজ টা খুব খারাপ হয়েছে।
তসলিমা নাসরিন আজ কালের কন্ঠ পত্রিকায় ব্লগারদের নিয়ে লিখেছেন। ভালো লিখেছেন।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



কিছু বেকুব লেখার বিষয় খুঁজে পায় না, এগুলো কাবুলীওয়ালা

১৬| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:

ব্লগার হত্যা সমর্থক এই ব্লগেই অনেক।
শিক্ষিত ভদ্র পোশাক পরিধান করে থাকলেও ভেতরে আস্ত শয়তানের বাচ্চা।
বাংলাদেশ ভরে গেছে আগাছায় ..

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:



ইহা আফগানিস্তানে পরিণত হবে; শেখ হাসিনার ভুলের জন্য ইহাকে ঠিক পথে আনা গেলো না, জিয়ার পথেই রয়ে গেলো।

১৭| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৩

কানিজ রিনা বলেছেন: মৃত ব্যক্তিদের নিয়ে ব্লগে কেন নতুন করে ব্লগিং করা, ব্লগার রাজীব হত্যা মামলা হয়েছে বিচার হয়েছে তা নিয়ে নতুন করে আবার কেন পোস্ট?
আর আপনারও খাইয়া দাইয়া কাজ নাই আপনি বিপরীত পোস্ট করেছেন।
আমার তো মনে হয় আপনি যত মৃত ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক সমালোচনা করেন এত অন্য কোন ব্লগার করে না যেমন জিয়া তাজউদ্দীন।
আপনার এমন কোন পোস্ট নাই যেখানে জিয়া শেখ মুজিব
নিয়ে সমালোচনা নাই।
ব্লগার হোক আর যে কেউ হোক মৃতব্যক্তির নিয়ে সমালোচনা করা কখনোই উচিত না।
মানুষ তো মানুষই ভুল মানুষেরই হয় তাই নিয়ে আলোচনা ভালোচনার ঊর্ধ্বে থাকা উচিত।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


আমি জিয়া, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের সমালোচনা করি, সঠিক; এই মানুষগুলো ঐতিহাসিক ভুমিকা আছে, যা আজকেও মানুষের জীবনকে প্রভাবিত করছে।

১৮| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১:২৫

নতুন বলেছেন: উপরে তমাল ভাই ভালো বলেছেন। <<<

ব্রেইনকে কাজে না লাগিয়ে অন্যের কাছে বর্গা দিয়ে রাখলেই কেবল মানুষ আরেকজনকে হত্যার সমর্থনে ব্লগিং করে। এরা খুবই বিপদজনক।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



কিছু বাংগালী জন্ম থেকেই পিগমী

১৯| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৩

chondrobhuk বলেছেন: ফুচক

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


কথা বলা শিখছেন?

২০| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কোন হত্যাই গ্রহণযোগ্য নয়।
আর মানব হত্যা মহাপাপ।সামান্য ব্লগিং এর অপরাধে -তা কোন ভাবেই মানা যায়না।

মত-মনের অমিল থাকতেই পারে ।আর যে কোন অপরাধের বিচারের দায়িত্ব মহান আল্লাহপাকের।
কে ধর্ম অনুসরণ করে আর কে করেনা এ বিচারের দায়িত্ব মহান আল্লাহপাক মানুষ কে দেননি।সঠিক ধর্মীয় শিক্ষার অভাবে কিছু মানুষ এ মহাপাপ সংঘটিত করে।
মহান আল্লাহপাক আমাদের সকলকে যথাযথ ভাবে ধর্মীয় নিয়ম নীতি মেনে চলার তওফিক দান করুন।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ কারো বিচার করেন না, দেশের আইনী ব্যবস্হা বিচার করে।

২১| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ব্লগাররা দেশের সম্পদ। অবশ্য সব ব্লগার নয়।

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



সামুর অনেক ব্লগার এখনো ভালো মন্দ সঠিকভাবে বুঝে না।

২২| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৩:১৭

লরুজন বলেছেন: @নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ এই ব্লগটি ডাঃ মুশফিক ইমতিয়াজ চৌধুরী দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত। বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ এর লংঘন একটি শাস্তিযোগ্য ও দণ্ডনীয় অপরাধ। লেখকের অনুমতি ব্যতীত কোনো আর্টিকেল কোনো গণমাধ্যমে যেমনঃ ম্যাগাজিন, ফেসবুক, ব্যক্তিগত ব্লগ, সামাজিক মাধ্যম, পত্রিকা কিংবা ওয়েবসাইটে প্রকাশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। - কুটি টেহার লেহা

- আফনে অত দামী লেহা লেহুইন
মাত্র ছয়ডা পুষ্ট দিছুইন হেরমদ্য দুইডা পুস্ট বেডি লইয়া
পরিমনি আর অফু বিশ্বাস!

আফনে ডাক্তার? আফনের মুন্ডু ফুরাফুরি আউট অয়া আছে
চাঁদগাজীরে ফাইলে আফনে তারে ছুরি মারতাইনও

আফনারে ডাক্তারের কাছে নিওন লাগব
@নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ আফনে থাবারে মারছুইন?



০৯ ই আগস্ট, ২০২০ ভোর ৪:২০

চাঁদগাজী বলেছেন:



এই লোক মৃত ব্লগারদের দোষ খুঁজে বেড়াচ্ছে, উদ্দেশ্য ভালো নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.