নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার টিকা প্রস্তুত(?), অনুমতি পেয়েছে!

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১



এখনি মিডিয়ায় দেখাচ্ছে, পুটিন বলছে যে, রাশিয়ার টিকা প্রস্তুত, স্বাস্হ্য বিভাগ ব্যবহারের অনুমতি দিয়েছে, পুটিনের মেয়ে টিকা নিয়েছে; সংবাদের ফলে আমেরিকান স্টক-মার্কেট ইনডেক্স প্রায় ৩০০ পয়েন্ট উপরে উঠেছে লাফায়ে। কিন্তু আমেরিকান সংবাদ পাঠকই বলছে যে, এই টিকা সম্পর্কে বিশ্ব স্বাস্হ্য সংস্হা ও পশ্চিমের কোন ইউনিভার্সিটি, রিসার্চ সংস্হা কোন ডাটা পায়নি।

ব্লগে এই টিকার কথা লিখেছিলেন ব্লগার শাহ আজিজ; এটাই করোনা ভাইরাসের প্রথম অনুমোদিত টিকা। কিন্তু টিকাটি পরীক্ষার কোন ফেইজের ডাটা বিশ্বের কাছে প্রকাশ করা হয়নি। আমেরিকার সিডিসি'র প্রাক্তন এক কমিশনার ডাক্তার স্কট গটলিব বলছেন, স্বয়ং পুটিনের ঘোষণার কারণে এই ভেকসিনটা তিনি নিতে ইচ্ছুক নন।

রাশিয়া ভেকসিন ক্যান্ডিডেট ঘোষণা করার ২ মাসের ভেতরেই ভেকসিনটা অনুমতি পেলো; এই অল্প সময়ে তারা ২০/২০ হাজার মানুষের উপর ৩য় ফেইজ কর‌তে পারার কথা নয়। ভেকসিনটি শরীরে প্রয়োজনীয় পরিমাণ "এন্টবডি তৈরি করে কিনা, এবং কত সময় এই এন্টিবডি শরীরে থাকে" এটা একটি দরকার পরিমাপ; আরো দরকারী পরীক্ষা হলো, ইহা মানব শরীরের ক্ষতি করবে কিনা! এসব বিষয় সম্পর্কে রাশিয়ান টিকার কোন ডাটা বিশ্ব সংস্হাকে দেয়া হয়নি।

পুটিনের রাশিয়ার ক্ষমতায় আসা ও ক্ষমতায় থেকে যাওয়া, তার রাজনীতি ও রাশিয়ার অনেক রাজনীতিবিদকে হত্যা, রাশিয়ার তেল ও হীরক খনির মালিকানা দখল ইত্যাদি পুটিনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারক ও ধনীতে পরিণত করেছে। পশ্চিমের কেহ তাকে বিশ্বাস করে না। ফলে, ভেকসিনটা সন্দেহের উদ্রেক করেছে। তবে, রাশিয়ানরা মগজের দিক থেকে পশ্চিমীদের দলে, কিংবা তার চেয়ে ভালো মগজের জাতি; কিন্তু পুটিনের রাজনীতি তাদেরকে বিশ্বের সবচেয়ে বড় মাফিয়া জাতিতে পরিণত করেছে; রাশিয়ার ৯০ ভাগ সম্পদ এখন প্রতারকদের দখলে। এই টিকা নিয়ে সন্দেহ থেকে যাবে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭

শাহ আজিজ বলেছেন: ইয়াহু , আমি লাইনে ------------- আমি কিন্তু পুতিনকে বিশ্বাস করি হোক না মাফিয়া , ট্রাম্পের থিক্যা ভাল । গুলির শব্দ শুনলে দৌড়ায় না ।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে, সে জারের আমলের টেকনোলোজী, বিষ প্রয়োগ করে রাশিয়ান অনেক রাজনীতিবিদকে হত্যা করেছে; সোভিয়েট ইউনিয়নের আমলের সব তেলের ও হীরকের খনির মালিক পুটিন; ওর কাছে হিন্দু দেবী, লক্ষীর চেয়ে বেশী ধন আছে।

২| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমিও পুতিন সাহেবকে পছন্দ করি, কিন্তু পুতিন সাহেব একজন মাসল ম্যান! তিনি শক্তি দিয়ে সব কিছু জয় করতে চান - যা কখনো সম্ভব না। আমি আপাতত আদা পুদিনা পাতা লেবু গরম পানিতে আস্থা রাখছি। উপায় নাই গোলাম হোসেন।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



পুটিন একটি বিজ্ঞ জাতিকে "মাফিয়ায়" পরিণত করেছে; আপনি জানেন যে, যে মাসলম্যান, তারপরও পছন্দ করেন?

৩| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০

শাহ আজিজ বলেছেন: পুতিন পেশাদার রাষ্ট্রনায়ক । কে জি বির সাবেক প্রধান , কলা কৌশল সব তার জানা । এসব সিক্রেট রাষ্ট্রে ওসব হবেই এই খুন , গুম ইত্যাদি । তবে এদের পরিনতি হয় যেভাবে আয় করেছিল সেভাবেই চলে যাবে । আমেরিকা ভ্যাক্সিন ক্রেডিট নিতে চেয়েছিল , পারল না । চায়নার কি হইল ঠিক বুঝতে পারলাম না , তারা হংকং অ্যারেস্ট নিয়া ব্যাস্ত।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, আপনারা কোথা থেকে এসব আইডিয়া পান যে, আমেরিকা ক্রডিট নিতে চেয়েছলো? আমেরিকা ও পশ্চিম মিলে ১৭৩টা ভেকসিন ক্যান্ডিডেটের উপর কাজ করছে; সেখান থেকে ২/৩ টা বেচে নিতে হবে; এটা ভয়ংকর সময়সাধ্য ব্যাপার। সর্বোপরি, আমেরিকার সরকারের হাতে কিছু নেই; তারপরও, ট্রাম্প ইহাকে এগিয়ে আনতে চাচ্ছে ভোটের কারণে, তারপরও ইহা ভোটের আগে আসার সম্ভাবনা নেই।

৪| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুটিন বলছে যে, রাশিয়ার টিকা প্রস্তুত, স্বাস্হ্য বিভাগ ব্যবহারের অনুমতি দিয়েছে,
এই টিকা সম্পর্কে বিশ্ব স্বাস্হ্য সংস্হা ও পশ্চিমের কোন ইউনিভার্সিটি, রিসার্চ সংস্হা কোন ডাটা পায়নি।

........................................................................................................................................
বিশ্বব্যাপী টিকার হৈ চৈ এর মধ্যে একটা বিষয় খুব স্পষ্ট, কে কার আগে টিকা বের করে বাহাদুরী নেবে
আর অর্থনৈতিক লাভবান হবে । যে কোন প্রক্রিয়ার সময় ও পর্যা্লোচনা প্রয়োজন, না হলে ত্রুটি থাকার
সম্ভাবনা অনেক ।
রাশার এই দাবী মেনে নেয়া কষ্টকর, তারপরও আমরা অপেক্ষা করতে পারি ,ভেকসিন প্রয়োগ শুরু হলে
এর কার্যকারতা প্রমান হতে সময় লাগবেনা ।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



এর কোন পাশ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে কোন ডাটা বিশ্ব জানে না, ভয়ের ব্যাপার।

৫| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশেও কারা যেনো তৈরি করতেছিলো!! তাদের আরো কোনো খবর নাই কেন!!

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



ইডিয়ট সরকার ঐ লোকটাকে ফাইন্যান্স করেনি

৬| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টিকা না এলেও আগামীতে করোনা ভাইরাস মানুষের শরীরে সহনীয় অবস্থায় থাকবে ।
এটা তেমন কোন ক্ষতি করবে না।
সামান্য সর্দি কাশির মতো হবে আর কি।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



এটা ফ্লুর মতো হয়ে গেলে, ভয়ংকর কিছু ঘটবে; কারণ, ইহা মানুষের অনেক অংগকে দুর্বল করে দিয়ে মানুষের শরীরের ক্ষতি করবে।

৭| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




পুতিন সাহেব থাকাতে সিরিয়া ইরান এখনো টিকে আছে নয়তো আমেরিকা ও তার লট বহর মিলে এই দেশ ধ্বংস করে দিতো। পুতিন সাহেব ইরাক লিবিয়ার পাশে দাড়ালে আজকের ইরাক লিবিয়া হয় না। আমেরিকা ও তার লট বহরের কারণে মারা গেছে নিরপরাধ লক্ষ কোটি মানুষ। - বাদ দিন, অন্য কোনো সময়ে সে সব কথা বলা যাবে।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


সিরিয়া, ইরান, ইরাক, ইয়েম্যানের সমস্যা আমেরিকা নয়, ওদের সমস্যা হলো শিয়া, সুন্নী, আহমেদিয়া, দ্রুজ সমস্যা; ওদের সমস্যা হলো হেজবুল্লাহ, হামাস সমস্যা। বাংলাদেশেও ওদের মতো লোকজন আছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিকে হত্যা করতে চেয়েছিলো।

৮| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৯

আকন বিডি বলেছেন: কেজিবির সাবেক গোয়েন্দা, স্বাভাবিক ভাবেই সব কিছু গোপনে করবে। মেকানিজম প্রকাশ করতে চায় না বোধয়। শুধু ফাইনাল প্রোডাক্ট নিয়া ডিল করবে।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


টিকার বেলায় ফাইন্যাল প্রোডাক্ট কেহ চাহে না, মানুষ জানতে চাহে; শতকরা ৩০ জন টিকা না নিলে, টিকা আবিস্কারটা কোন কাজে লাগবে না।

৯| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পুতিন নিজের দেশের লোকদের মারে,আমেরিকা সারা পৃথীবির লোকদের মারে।
আপনার কি মনে হয় আমেরিকা টিকা বানালে সেটা রাশিয়া বা চীন ব্যবহার করবে।আমাদের মত দেশ যেটা সস্তা সেটাই নিবে।মাগনা পেলে আলকাতরাও নিবে।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা কাউকে মারে না; বিশ্বের অনেক দেশ ও অনেক দেশের মানুষ আমেরিকাকে তাদের সমস্যায় জড়ায়; এবং আমেরিকা নিজের স্বার্থে জড়ায়; আমেরিকা নিজের গরজে কোথায়ওযায় না। আমেরিকার টিকা আমেরিকার সরকারের সম্পত্তি নয়: ইউরোপ, জাপান, কানাডা ও অষ্ট্রেলিয়া ও অনেক আরব দেশ আমেরিকান টিকা নেবে।

১০| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার আজকের পোস্টের শেষের অনুচ্ছেদটি সত্যিকার অর্থেই অসাধারণ হয়েছে।

এটার প্রশংসা না করে অবশ্যই পারা যাবে না।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



পড়ে দেখলাম, খারাপ হয়নি; ধন্যবাদ

১১| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

মিরোরডডল বলেছেন:



টিকাটা এখন এতোটাই প্রয়োজন , মনে হয়না এটা নিয়ে কোনও রাজনীতি হবে । প্রপার টেস্ট না করে কনফারমেশন না নিয়ে মার্কেটে আসবে না কিন্তু যখন আসবে যারাই এফোর্ড করতে পারবে ঠিকই নিবে । আমেরিকা না রাশিয়া ঐটা কোনো ম্যাটার করবে না ।

১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


বহুদেশের ঔষধ আমদানী নীতি রাশিয়ান টিকা সেসব দেশে যেতে দেবে না।

১২| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৭

মিরোরডডল বলেছেন:



সিচুয়েশনে অনেক কিছুতো চেঞ্জ হলো । দেখা যাক এসব নীতিমালার কোনও পরিবর্তন হই কিনা , কতটুকু ফ্লেক্সিবল হয় । মানুষের জীবন, হেলথ এগুলোর চেয়ে অন্য কোনকিছু প্রায়োরিটি হতে পারেনা । এটাকে প্রথম কনসিডার করা উচিত ।

অভয় দিলে অন্য একটা বিষয় বলতে চাই যেটা আপনার ভালো লাগবে না । বলবো ?


১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলতে চান বলুন, ব্লগে খোলা যায়গা, এখানে কিছু বলতে দ্বিধা করা উচিত নয়।

রাশিয়ার টিকার ডাটা দিতে হবে, না হয়, ভয়েই কেহ নিতে চাইবে না।

১৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমাদের মনে হয় টিকার দরকার হবে না। আমাদের দেশের মানুষ করোনা ভয়কে দূর করে দিয়েছে।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


টিকা না দিলে, এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, ও মানুষ বিদেশ যেতে পারবে না।

১৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

মিরোরডডল বলেছেন:



কথাটা হচ্ছে , আমাদের খেলাঘরের সাথে পুটিনের একটা মিল আছে । এদের দুজনকে কেউ কখনও হাসতে দেখেনি :)

রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
"হাসব না–না, না–না !"

আই’ম সিউর ইউ ডোন্ট মাইন্ড :)

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


মাউন্ড করার কিছু নেই।

আমি আড্ডা দেয়ার সময়, আমার কথায় অনেকই হাসেন। আগে আমার কিছু পোষ্ট ছিলো, যেগুলো পড়ে ব্লগার শায়মা ও অনেকেই হাসতেন।

১৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একুশ শতকের সব চেয়ে বড় স্বৈরাচারী শাসকের নাম হচ্ছে পুতিন।
এরপর আরো কয়েক জনের নাম এই তালিকায় আসতে পারে।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



পুটিনের কারণে বিশ্বের এক বড় জাতি এখন বিশ্বে মাফিয়া হিসেবে পরিচিতি পেয়েছে।

১৬| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫১

মিরোরডডল বলেছেন:



আপনার সেন্স অভ হিউমার নিয়ে নো ডাউট । অনেক লেখা এবং মন্তব্য, প্রতিমন্তব্য আছে যেগুলো পড়ে আমি অনেক হাসি । আর এটাই ভাবি যে সবাইকে এতো হাসাতে পারে, তাকে কখনও কেউ হাসতে দেখেনি । তারমানে যে দেখবে না তা না । হয়তো আগামীতে কখনও দেখবো ।

আমি যখন সামুতে সাইন ইন করিনি , সেসময় ২০১৫-২০১৬ প্রতিদিন লাঞ্চ টাইম সামুতে এসে খুঁজে খুঁজে আপনার কমেন্ট আর রিপ্লাই পড়তাম, সত্যি কথা যেটা লেখাগুলো পড়িনি তখনও কিন্তু অন্যদের পোষ্টে কমেন্টগুলো পড়তাম । অসম্ভব মজা পেতাম :)

এই ব্লগে আমার এক ফ্রেন্ড ছিল, তার সাথে আর্গুমেন্ট হতো কারণ সে খেলাঘরকে লাইক করতো না । সে এখন আর আসেনা ।


১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আপনি 'খেলাঘর' নিকটা খুব পছন্দ করেছিলেন, ধন্যবাদ; আমারও পছন্দের নিক ছিলো। আগে ব্লগিংটা আরেকটু জমজমাট ছিলো; এখন কিছুটা বোরিং হয়ে গেছে। বাংগালী ইয়ং ছেলেমেয়েগুলো ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে।

১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



আমাকে যারা তেমন পছন্দ করতেন না, তাদের বড় অংশ কোন কারণে ব্লগিং থেকে সরে গেছেন; আমি কিন্তু এদের পছন্দই করতাম।

১৭| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

মিরোরডডল বলেছেন:



হুম খেলাঘর নিকটা আমার অনেক বেশী পছন্দ । আসলে ফ্রেন্ড লাইক করতোনা কথাটা ওভাবে বলা মনে হয় ঠিক হয়নি । তার সাথে খেলাঘরের কখনও কোনও আর্গুমেন্ট হয়নি বা কোনও ইস্যু সেভাবে হয়নি । ফান কমেন্ট বা পোষ্ট নিয়ে একমত হতো আমার সাথে বাট ওভারল লেখা প্রসঙ্গে আমাকে বলতো যে আমি বাইয়াজড , অন্যরা ভালো লেখে বেশী এ টাইপের কনফ্লিক্ট হতো আমাদের । হি অয়াজ গুড । আসলে নানাকারনে একসময় হয়তো ব্লগে সময় দিতে পারেনা অনেকেই । আমার সাথেও কোনও কন্টাক্ট নেই । ভালো থাকবেন ।


১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট নিয়ে যাঁরা সমালোচনা করতেন, আমি তাঁদের কথা মেনে নিতাম; আমার সাথে সব সময় তর্ক হয়েছে আমার কমেন্ট নিয়ে।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, গানটি ভালো লেগেছে।
আপনি গান গান?

১৮| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৬

জুন বলেছেন: আমার সন্দেহ হয় পুতিন কন্যাকে যে টিকা দেয়া হয়েছে ঐটা কি আসলেই করোনা টিকা! নাকি কোন ভিটামিন টিটামিন #:-S

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


পুটিনকে কেহ বিশ্বাস করে না, সে রাশিয়ান জাতির প্রোফাইল নষ্ট করে দিয়েছে।

১৯| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সঠিক পন্থা মেনে তৈরী করলে কোন সমস্যা নেই কিন্তু রিসার্চে কোন ঘোষনা না দিয়ে হঠাৎকরে টিকা আবিস্কার অনেকের মনেই সন্দেহর জন্মদিয়েছে।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



জাতি হিসেবে তারা অন্য ইউরোপিয়ানদের মতো, কিংবা ভালো; কিন্তু পুটিন জাতিকে মাফিয়া হিসেবে উপস্হাপন করেছে বিশ্বে।

২০| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: রাশিয়া ফেইজ ৩ শেষ না করেই আইন সংশোধন করে টিকা বাজারে আনার সিদ্ধান্তটা আমার পছন্দ হয় নি। এই টিকা এখনো পুরোপুরি কার্যকরী কি না এবং সুস্থ মানুষের উপর প্রয়োগের পর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া হয় কি না তা পরীক্ষা না করেই দ্রুত বাজারে আনার চেষ্টা করছে। এটা কতটা বিজ্ঞানসম্মত পন্থা এবং কতটুকু রাজনৈতিক বিষয় তা ভেবে দেখার অবকাশ আছে।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



মনে হয়,বেশীরভাগ রাশিয়ানরা এই টিকা নেবে না।

২১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আমি কিন্তু পুতিনকে খুব পছন্দ করি!
তাকে ওয়েস্টার্ন সিনেমার হিরো মনে হয়!!
আর পুতিনের মেয়ের ছবি দেখে তো প্রেমে পড়ার মত অবস্থা..........!!

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



রাশিয়ায় থাকতে হলে পুটিনকে ভালোবাসতে হয়, আপনি কি রাশিয়ান?

২২| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

মিরোরডডল বলেছেন:



ধন্যবাদ, গানটি ভালো লেগেছে।

ওহ মাই গড ! চেক করতে হবে সূর্য আজ কোনদিক থেকে উঠেছে ।
এটা কি করে সম্ভব ! হা হা হা ... ভালো লেগেছে জেনে ভালো লাগলো :)

আপনি গান গান?

নাহ আমি গান করিনা কিন্তু আমার বাবা খুব গান পাগল ছিলেন । সেই ছোটবেলা থেকে বড় হয়েছি বাবার শোনা গান শুনে শুনে যেগুলো আমিও পছন্দ করি , মান্না দে, হেমন্ত, কিশোর, আর ডি বর্মণ, আরও কতো !! আর আমাদের সময়ের গানতো আছেই । শোনার অভ্যাসটা হয়তো বাবার কাছ থেকেই পাওয়া ।


১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



গত বছর ওমেনস'ডে তে কয়েকজনের অনুরোধে রবীবাবুর "আমর হিয়ার মাঝে লুকিয়েছিলে" গানটি গেলেছিলাম।

২৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেহেতু বিশ্বস্বাস্থ্য সংস্থা এই টিকা নিয়ে কোন তথ্য জানেনা সেহেতু টিকা প্রস্তুত হলেও সন্দেহ থেকে যাচ্ছে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:




সেটাই ঘটেছে

২৪| ১২ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুতিন বা ট্রাম্প কেউই আস্থাভাজন নয়। মানুষ এদের কাউকেই বিশ্বাস করে না।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক

২৫| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

মিরোরডডল বলেছেন:


গত বছর ওমেনস'ডে তে কয়েকজনের অনুরোধে রবীবাবুর "আমর হিয়ার মাঝে লুকিয়েছিলে" গানটি গেলেছিলাম।

Look at you, I knew.
সুপ্ত প্রতিভা লুকায়িত :)
তাও আবার এতো সুন্দর একটা গান !
রবিবাবুর গান চাইলেই যে কেউ গাইতে পারেনা , তারমানে ভালোই পারদর্শী ।
বাইরে থেকে রোবোকপ মনে হলেও ইউ গট আ গুড সোল । থ্যাংকস ফর শেয়ারিং ।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:




আমি গান শুনতে ভালোবাসি, প্রতিদিনই কবিতা পড়ি; কিন্তু আমাদের ব্লগার নীল আকাশেরা যেসব কবিতা লেখেন, সেগুলো আমাকে হতাশ করে।

২৬| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:



তাই ? বাহ বেশতো ! এগুলোই মনের ক্ষুধা । জীবনকে মোটিভেট করে ।
বাকি যা কিছু সেগুলো প্রয়োজন মাত্র । করতে হয় বলে করা ।

সবার সবকিছু ভালো লাগবে তা না । এখানে অনেকেই লেখে, যার টা ভালো লাগবে সেটা পড়বেন ।
আবার ওনারটাও হয়তো অন্য অনেকের কাছে প্রিয় । এটাইতো জীবনে চ্যালেঞ্জ । ভিন্ন মানুষের ভিন্ন টেস্ট থাকবে, চাওয়া পাওয়া থাকবে । যে যেরকম তাকে সেভাবেই গ্রহণ করলে হতাশ হবেন না । আর যদি মনে হয় তার প্রতি এক্সপেক্টেশন ম্যাচ করছে না , then don’t go for it. May be its not your cup of tea.
There’s lots of options, go & find something that you like.

ভালো থাকবেন । সুস্থ থাকবেন ।


১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

যার যেটা ভালো লাগে সেটার জন্য যাঔা উচিত, এটা ঠিক আছে; তবে, ব্লগিং'এর বিষয় ও ধারণা আধুনিক হওয়ার দরকার, পুরাতন ভাবনা বেশ বিরক্তিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.