নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশের গুরুত্ব বিশাল

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬



বাংলাদেশের লেখকদের লেখায় যতবার পড়েছি, "ভু-রাজনৈতিক কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপুর্ণ অবস্হানে আছেন", আমার মাথায় বাংলাদেশ আসেনি, এসেছে লেখকের অবস্হান, ইহা কি প্রাইভেট ইউনিভার্সিটির খাসা মাল, নাকি প্রশ্নফাঁস যুগের মহাপন্ডিত! বাংলাদেশের অবস্হান খুবই ভালো, দক্ষিণ পুর্ব দিকে নাফ নদী, পরনের কাপড় বুকে তুলে রোনিংগারা নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে যেতে পারে। উত্তর ও পশ্চিম দিক থেকে বর্ষাকালে মমতাদি বেশী করে পেশাব করলে বাংলাদেশে বন্যা হয়ে যায়; গরমকালে পানি বন্ধ করলে পদ্মায় গরু গাড়ী চলে; সুন্দর অবস্হান!

আমেরিকা, চীন, ভারত, রাশিয়া বাংলাদেশের রোবোট কন্ট্রোল ম্যানুফেকচারিং'এর উপর ১০০ ভাগ নির্ভরশীল; এসব দেশের যুদ্ধবিমানের সব মডলের যন্ত্রাংশ বাংলাদেশ তৈরি করছে, যদি বাংলাদেশ কারো উপর নাখোশ হয়ে ম্যানুফেকচারিং বন্ধ রাখে সেই দেশ কাপুত হয়ে যাবে।

বাংলাদেশের মাটির নীচে ইউরেনিয়াম, স্বর্ণ ও তেলের ডিপো, যা বাংলাদেশ জানে না, জানে শুধু চীন ও ভারত; সেটা নিয়ে ঐ ২ দেশ প্রতিযোগীতায় নেমেছে, কে আমাদের সরকারের মন খুশী রাখতে পারে। এদিকে আমাদের এটোমিক কমিশন ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে, আমাদের হাতে কয়েক ডজন হাইড্রোজেন বোমা তৈরির জন্য দরকারী পরিমাণ নেসেন্ট ইউরেনিয়াম ও টেকনোলোজী আছে, ফকার ফ্রেন্ডশীপ বিমান আছে!

আমাদেরকে শুধু সন্মান করে না মালয়েশিয়া, ওরা বলে যে, ট্রলারে করে আসা লোক ঠেকাও, গ্রীকও একই অপবাদ দিয়ে চলেছে, বাংগালীরা ভালো সাতারু, লিবিয়া থেকে বাংগালীরা সাতার দিয়ে গ্রীক পৌঁছে যাচ্ছে, দেশ কত লাখ ব্রজেন দাস পাঠাচ্ছে লিবিয়া? দ: আফ্রিকাও অসন্তুষ্ট, হাজার হাজার ইবনে বতুতা পায়ে হেঁটে ওদের দেশে ঢুকছে, এসব ইবনে বতুতারা তাদের দেশের তথ্য চুরি করতে পারে।

বাংলাদেশের রাজনৈতিক মডেল আমেরিকা চুরি করার তালে আছে; ট্রাম্প বলছে, করোনার মাঝে ডাকযোগে ভোট হলে, সে ফলাফল মানবে না, ইহাতে সুক্ষ্ম কারচুপি হবে শতকরা ১০০ ভাগ।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভৌগোলিকভাবে বাংলাদেশ ভালো কৃষি ভুমি, ইহাতে যান্ত্রিক কৃষি খামার গড়ে তোলার দরকার ছিলো, সেটা ঘটেনি, সার দিয়ে জমি নষ্ট করছে, ঘর তুলে জমি শেষ করছে; মানুষ ছিলো শান্তিপ্রিয়, তাদের থেকে চোর ডাকাত বানায়েছে সরকার; এখন আরবেরা ও অন্যেরা বাংগালীদের দাস হিসেবে ব্যবহার করেছে; তরুণদের মগজ নেই, তারা প্রশ্নফাঁস করার পর, বইতে উত্তর খুঁজে পায় না।

২| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

সত্যপীরবাবা বলেছেন: আর কোনো দিক দিয়ে নিজেদের উচ্চমূল্য নির্ধারন করতে না পেরে ভূ-রাজনীতিই আমাদের শেষ ভরসা।
তবে আমরা সব সময়ই নিজেদের উচ্চমূল্য খুঁজে পাই:
প্রয়াত জন ম্যাককেইন যেবার রাষ্ট্রপতি পদে প্রতিযোগীতা করলেন, তখন সংবাদ পাওয়া গেল তিনি এবং তাঁর স্ত্রী একটি বাংলাদেশি বংশোদ্ভুত মেয়েকে দত্তক নিয়েছিলেন। যা আমাদের জন্য লজ্জাজনক হওয়ার কথা, সেটা না হয়ে আমরা গর্বিত হয়ে গেলাম যে এইবার white house প্রথমবারের মত বাংলাদেশি কেউ বাসিন্দা হবে --- আর এই সুযোগে আমরা white house এর বারান্দায় বসে চা খেতে খেতে ভূ-রাজনীতি নিয়ে বিশ্বের তাবড় রাস্ট্রনায়কদের সংগে গুরুত্বপূর্ণ আলোচনা করব।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



দেশের প্রকৃত অবস্হা বুঝতে পারছেন না অনেক শিক্ষিত লোকজন; আমাদের নিজের মানুষকে অশিক্ষিত করে রেখে সরকার আরবে দাস হিসেবে বিক্রয় করছে, মেয়েদের চাকরাণী, ঝি ও দর্জি বানায়ে দেশে মিলওনিয়ার সৃষ্টি করেছে; পুরো দেশ চীন ও ভারতের নিম্নমানের বাজারে পরিণত হয়েছে।

৩| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ভারতের মুসলমানরা, এমনকি আলেম সমাজও, সেকুলারিজম চায়। আর বাংলাদেশের মুসলমানরা চায় রাষ্ট্রধর্ম ইসলাম!

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



বাংগালী মুসলমানেরা ভারতে "ধর্ম নিরপেক্ষতা" চায়।

৪| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫১

Rajibrpsoft বলেছেন: আপনার লেখাটি পড়ে হাসব না কাদব বুঝতে পারছিনা ...বাংলাদেশ এগুচ্ছে না পিছাচ্ছে এটাও এখন ঠিক করে বাইরের দেশ এটাই দু:খ

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজ দেশ নিজে চালানোর মতো বুদ্ধিমান নন; বিএনপি-জামাতকে সাহায্য করেছে পাকিস্তান ও আরব, শেখ হাসিনাকে দেশে আসতে সাহায্য করেছিলো ভারত।

৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৭

আমি সাজিদ বলেছেন: বেশ তীব্রভাষা

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের চামড়া পুরু।

৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল বলেছেন, সঠিক বলেছেন, আমার ভাল লেগেছে। অনেকদিন পরে পুরনো রুপে আপনার পোস্ট পেলাম।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করেছি যে, ব্লগারের এসব ভৌগলিক, মৌগলিক ব্যাপার স্যাপার এ্তদিনে বুঝে গেছেন; আসলে, না উনারা এখনো "ইনশাল্লাহ"র বলার সওয়াবের হাদিস নিয়ে ব্যস্ত।

৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৮

এলে বেলে বলেছেন: হা হা হা..... আজকে আপনি দেখছি দারুন খোশমেজাজে আছেন। আছি আপনার সাথে, খড়গ পড়ুক প্লাটিনাম মোল্লাদের উপরে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:


নিজের জন্মভুমিকে বড় চোখে দেখতে হয়, সাথে সাথে উহার পজিশনও বুঝতে হয়; দেশের দাম বাড়ে তার অধিবাসীর জীবনযাত্রার মানের উক্সপর।

৮| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশের লোকের ক্রয় ক্ষমতা কম, তাই তারা সস্তা জিনিস খোঁজে এটাই বাস্তবতা।

আরো একটা বিষয় আছে ,দাম দ্বিগুন হলেই জিনিসটা দ্বিগুন সময় ব্যবহার করা যায় না এটা পরীক্ষিত।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


গড়ে ১২ ঘন্টা দর্জির কাজ করে; গড়ে সারাদিন উট চরায়ে মানুষ আর কত আয় করবেন? ১ কোটী বাংগালী যেই পরিমাণ রেমিট্যান্ষ পাঠান, ১১ লাখ ভারতীয় (আইটি, ইন্জিনিয়ারিং, ডাক্তারী ) তার চেয়ে বেশী রেমিটেন্স পাঠায়।

৯| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভু- রাজনৈতিক কারনে একমাত্র চীন ও ভারত ছাড়া পৃথীবি করোকাছেই তেমন একটা গুরত্ব নেই।এক সময় আমেরিকার প্রয়োজন ছিন যখন ভারত আমেরিকান বলয়ে ছিল না। এখন সেই অবস্থা নেই,তাই বাংলাদেশের আর প্রয়োজন নেই।আমাদের কৌশল চীন আর ভারত নিয়ে।কার থেকে বেশি পাওয়া যায়।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



সোভিয়েত ও আমেরিকার (ন্যাটো) কোল্ডওয়ারের সময় প্যালেষ্টাইন ও ইয়েমেনেরও দাম ছিলো; এখন সুইডেন নিয়েও আমেরিকা মাথা ঘামায় না।

১০| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৫

সোহানাজোহা বলেছেন: বাংলাদেশ ভার্সেস করোনা রেসলিং নিয়ে কিছু বললেন না?

২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের( রাষ্ট্রীয় ) নাগরিক অধিকার যে আছে, মানুষ তা জানেন না; তাঁদের স্বাস্হ্য, জীবন রক্ষার দায়িত্ব যে সরকারের, সেটা অনেক প্রফেসরও ভাবেন না; মানুষ জানে সবকিছু খোদার হাতে; সরকার বসুন্ধরা, বেক্সিমকো, খুলনা পাওয়ার, সামিটদের জন্য।

১১| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৯

পুলক ঢালী বলেছেন: হা হা হা আপনার লেখায় একটা কথা বাদ পড়েছে, আমরা সিঙ্গাপুরের সমকক্ষ হওয়ার পর এখন সিঙ্গাপুরকে পিছনে ফেলার কারনে ওরা আমাদের দেশ থেকে বিশেষজ্ঞ ধার নেওয়ার জন্য ধর্না দিচ্ছে। ;) :D =p~


(আপামর সাধারন বাঙ্গালীদের কোন দোষ নেই, তারা বিভিন্ন নেতার ডাকে সাড়া দিয়ে প্রচুর প্রান দিয়েছে, আর, ঐ নেতারা বার বার জনসাধারনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বাঙ্গালীর এখন আর কারো উপর আস্থা নেই। বাঙ্গালীর ভিতর থেকে কেউ যেন নেতৃত্ব দিতে না পারে সে জন্য শিক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। আমরা এখন রোবট, যা-বলা হবে তাই শুনবো,তাই করবো, কিছু করার নেই, রোবটের ব্যাটারী খোলার জন্য যদি কেউ আসে, সেই অপেক্ষায় অনন্তকাল ধরে অপেক্ষা করবো :) )

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



মানুষের কারো উপর আস্হা নেই, দেশে একজন মানুষ নেই যাকে মানুষ সন্মান করতে পারবেন।

শিক্ষা ব্যবস্হা ধ্বংস করার সময় আমাদের শিক্ষিতরা চুপ করে ছিলো।

১২| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১

কবিতা ক্থ্য বলেছেন: বাংলাদেশের মাটি খুবই উব'র। কিন্ত ভালো মানুষ তৈরীর জন্য না।
এই মাটিতে খুব কম ভালো মানুষ তৈরী হইসে।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


ভালো মাটির মালিক হয়ে গেছে দুষ্টরা।

১৩| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

আমি সাজিদ বলেছেন: এখানে একটু দ্বিমত। জাপানকে নিয়ে একটা লেখা পড়েছিলাম। ওদের দেশের বিশাল একটা অংশ বসবাসের অযোগ্য বলেছে সেখানে, খুব একটা সম্পদ যে ওদের মাটির নিচে আছে তাও নয়। তাহলে ওরা এত উন্নতি করলো কেমন করে? একটা বিশ্বযুদ্ধই ওদের সোজা বানিয়ে দিলো? প্রশ্ন হচ্ছে - ভূ- সম্পদ নাকি মানব সম্পদ কোনটা তুলনামূলকভাবে বেশী গুরুত্বপূর্ণ? আমাদের নাকি একশত ইকোনমিক জোন হবে। তা যদি হয়, বিশ ত্রিশ বছর পর দেশের চেহারা পাল্টে যেতে পারে।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



মানুষই সম্পদ, শিক্ষিত মানুষই সম্পদ; দুষ্ট লোকজন জাতির জন্য বোঝা; চেহারা এখনি পাল্টে গেছে খারাপের দিকে।

১৪| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সপ্তম৮৪ বলেছেন: বাংলাদেশের পুটকিতে এগুলি দেন কেন ? আম্রিকাত আছেন সেখানে বসে গণতন্ত্রের চর্চা করেন।
হঠাৎ বাংলাদেশের পেছনে লাগা কেন , নাকি কোন বাঙালি চুদে দিসে সম্প্রতি

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং তো আপনার জন্য নয়; আপনি রাস্তাঘাটের গার্বেজ

১৫| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মেটালক্সাইড বলেছেন: বাংগালীরা নিজ দেশ নিজে চালানোর মতো বুদ্ধিমান নন

জলন্ত সূর্যের ন্যায় আপনার এই কথাটি। এত এনালাইসিসের দরকার কি,
উপরোক্ত কথাটি স্বীকার করে নিলেই সব জলবৎ তরলং।

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশকে কক্ষে আনতে হলে, জার্মান, জাপান, কানাডার স্পেশালিষ্ট লাগবে সরকারে; সিংগাপুরের লি কুয়ান নিজের দক্ষতার কথা ভেবে জার্মানদের নিয়ে এসেছিলেন।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮

খাঁজা বাবা বলেছেন: হেডিং ভূ রাজনৈতিক
ভিতরের লেখা ভূপ্রাকৃতিক দূর্বলতা নিয়ে।
দুটো আলাদা

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ভু-রাজনৈতিক অবস্হান খুবই খারাপ, ভারতের পাশে থাকাটা প্রাকৃতিকভাবে একটা শাস্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.