নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অনেক ব্লগারই সমবায়ে আগ্রহ প্রকাশ করেছেন

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯



ব্লগে সমবায় নিয়ে আলাপ হওয়ার পর, বেশ কিছু পরিমাণ ব্লগার সমবায়ে ইনটারেষ্ট প্রকাশ করেছেন, পরিমাণটা আসলে বলতে হবে আশার চেয়ে বেশী; করার সময়, এঁরা সবাই থাকবেন না; আবার, নতুন করে অনেকেই যোগদান করবেন। যদি ইহাকে গঠন করা যায়, ও প্রাথমিকভাবে কাজ শুরু করে, তখন অনেক অনেক নতুন সদস্য পাওয়া যাবে।

সমবায় হচ্ছে, মানব ইতিহাসের সবচয়ে পুরাতন "পাবলিক কর্পোরেশনের আইডিয়া", যেখানে সম্পদহীনরা সমবেত প্রচেষ্টায় সম্পদ সৃষ্টি করে আসছেন। ব্লগারদের নিয়ে সমবায় করার কথা আমি কি ব্লগে ১ম বলেছি, নাকি আমার আগে অন্য ব্লগারেরা বলেছেন? আমার ধারণা, নিশ্চয় আমার আগেও অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে; অবশ্য, গত সাড়ে ৫ বছরে এই নিয়ে আলোচনা হয়নি, অন্তত, আমার চোখে পড়েনি; এবারও করোনা ভাইরাস না এলে, আমিও কথাটা তুলতাম না; করোনা ভাইরাস, আগামী ১০ বছরের যাবত বিশ্বের অর্থনীতিতে প্রভাব রাখবে, কমপক্ষে; আগামী ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি আজকের থেকে আরো বেশী সমস্যার মাঝে প্রবেশ করবে; আগের সরকারগুলোর সৃষ্ট সমস্যার সাথে বর্তমান সরকারের সৃষ্ট সমস্যগুলো যোগ হবে।

এবারের করোনা কি ধরণের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করছে, সাধারণ মফিজেরা বুঝবে না; সরকার মানুষকে জানাবে না; কিন্তু মানুষ সময়ের সাথে অনুভব করবে। এই ৬ মাসের করোনায়, কমপক্ষে ৩ জন ব্লগার খুবই কষ্টে পড়েছেন; একজন ব্লগার শহর থেকে বাড়ী যেতে পারছিলেন না, খালি হাতে বাড়ী যাওয়া উনার জন্য কষ্টকর অবস্হা ছিলো; উনার বাড়ীতে যারা ছিলেন, তারাই কষ্টে ছিলেন, সেটার মাঝে যেতে উনার খুবই কষ্ট হচ্ছিল, অথচ বাড়ী ফেরত যাওয়া ছাড়া উনার উপায় ছিলো না, শহরে উনার কোন চাকুরী ছিলো না, কোন ধরণের আয় ছিলো না।

এই ধরণের সমস্যা থেকে বের হওয়ার একটা উপায় হলো সমবায়; সেজন্য আমি কথাটা তুলেছি; ব্লগার "স্বপ্নের শঙ্খচিল" বাংলাদেশ সরকারের বর্তমান "সমবায় আইনকানুনগুলো" লিপিবদ্ধ করেছেন, যাতে সবাই পুরো প্রসেসটার আইনগত দিকটা বুঝতে পারেন।

ব্লগারদের সংখ্যার কথা ভাবলে, ঢাকা থেকে ইহার শুরু হওয়ার দরকার। আমি দুরে থাকায়, এই মহুর্তে আমি নিজে শুরু করতে পারছি না; দেখেন, আপনাদের মাঝে কয়েকজন মিলে শুরুটা করতে পারেন কিনা! পারলে ভালো, না পারলে অসুবিধা নেই, করোনা ভাইরাসের অবস্হা বুঝে, আমি এসে নিজেই শুরু করবো; আমি যখন আসবো, ব্লগারদের সংখ্যা নিয়ে আমি চিন্তিত হবো না, যেই কয়জন আগ্রহী, আমি তাঁদের নিয়ে শুরু করতে পারবো।

মন্তব্য ৮১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

রোকনুজ্জামান খান বলেছেন: সমবায় নিয়ে ভালো একটি উদ্দেগ । সবাই সম্মিলিত হয়ে বসে এর কার্য পরিচালনা করাটা জরুরী।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


করোনা ভাইরাস সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে বেশী আক্রমণ করেছে।

২| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এটা তো খুবই ভালো কথা।
সবাই যদি এগিয়ে আসেন তাহলে অবশ্যই ভাল কিছু একটা হতে পারে।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



সমবায় পরীক্ষিত উপায়, সাধারণ মানুষ বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিমকো,সামিট পাওয়ারের মতো ডাকাতী করতে পারবেন না, এটা মাতৃভুমি; তাঁদেরকে সঠিক অর্থনৈতিক নিয়মে চলতে হবে।

৩| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। সমবায়ের মাধ্যমে দশ জনের মনের সুরকে একটি সুরে পরিণত করে অসাধ্যকে সাধন করা যায়।
স্বাগত।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



নাগরিকদের সমস্যা নাগরিকদেরই সমাধান করতে হবে।

৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১১

রোকনুজ্জামান খান বলেছেন: দুঃখ জনক হলেও সত্য এই পোষ্টে ব্লাগারদের আগ্রহ তেমন একটা লক্ষ্যনীয় নয়।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


অসুবিধা নেই, এই ধরণের ব্যাপারে অনেক অনিশ্চয়তা থাকে, অনেকের জন্য এসব ব্যাপার এসব সম্পুর্ণভাবে নতুন আইডিয়া; ফলে, এগুলো অনেকটা শ্লো হবে; শুরুতে, কিছু সমস্যা থাকবে।

৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমবায় একটা সামাজিক আন্দোলন।সমাজের লোকদেরই এটা গড়ে তোলতে হবে।বিচ্ছিন্ন লোকদের নিয়ে এটি গড়ে তোলা যায় না।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আমরাই সমাজের লোক।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো উদ্ধেগ ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


ইহা প্রমাণিত তত্ব, হাজার বছর কাজ করছে।

৭| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: একটা মিটিং ডাকুন। সবাই একসাথে হই। সামনা সামনা আলোচনা করি।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


হয়তো, ভার্চুয়েলী করতে হবে।

৮| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

মিরোরডডল বলেছেন:



অন্য কোনও ব্লগার আগে বলেছে কিনা সেটা বিষয় না , আপনি যেন স্টেপ ব্যাক করবেন না ।
টাইপো আছে একটা ‘স্বপ্নের শঙ্খচিল’ হবে ।
অনেক কথা হয়েছে সো ফার , এবার যেনো কাজটা হয় ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



দেখি, এখন কেহ পারে কিনা; না'হয়, সময় করে আমাকে ওখানে যেতে হবে; কোন ষ্টেপবেক নেই।

৯| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: কি কি বিষয় নিয়ে সমবায় এগুবে ? বাংলাদেশে এম এল এম চালু হয়েছিল নিছক টাকাপয়সা হাতানোর জন্য । প্রডাক্টিভ কোন বিষয় নিয়ে নয় । এটা একধরনের সুদ ব্যাবস্থা যা খুব সহজেই অন্য মানুষকে সহজে আকৃষ্ট করে । আমাকে একদল যুবক ২০০৬ সালে এমন প্রস্তাব করলে আমি জানতে চাই কি হবে এই টাকা নিয়ে বা দিয়ে । তারা জানালো একসঙ্গে এই টাকা আপনার উপকারে লাগাবেন । আমি না করলাম । গ্রুপ ভেঙ্গে গেল । ২০০৮ সালে আমার ভাড়াটিয়া যুবক একই সমস্যা সৃষ্টি করে এক বছর আমার ভাড়া বন্ধ রেখেছিল । কমুনিটি পুলিস ঐ সময় খুব অ্যাক্টিভ ছিল । ওরাই আমায় এ সমস্যা সমাধান করে ভাড়াটিয়া উচ্ছেদ করেছিল । আপনাদের নির্দিষ্ট প্রকল্প থাকতে হবে যা দিয়ে সমবায় ব্যাবস্থার অধিনে সদস্যরা তাদের সুফল পাবেন এবং ক্রমশ এটিকে বাড়াবেন । যার বাস্তুই নেই তাকে কি উপায়ে আপনি বিশ্বাস করবেন । আলাপ চলবে ।

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


"সমবায়" শব্দটা বহুদেশে রিজার্ভ শব্দ, "সমবায়" গঠন করলে সেই দেশের সমবায় আইনে চলতে হবে; বাংলাদেশে ব্যবসার নামে, ডাকাতী করেছে ক্ষমতাশীল লোকেরা; কেহ ব্যাংক ডাকাতী ( ঋণ) করেছে, কেহ ইনভেভেষ্টমেন্ট'এর (সুদে টাকা লাগানো,মহাজনী) নামে মানুষের টাকা ডাকাতী করেছে।

সমবায় (আদি যুগের আইপিও) সহজ পুরাতন নিয়ম, সদস্যদের টাকায়, সদস্যদের পক্ষে ব্যবসা পরিচালনা (ঋণ প্রদান নয়)। আমরা করলে বাংলাদেশের সমবায়ের নিয়মে, কোন সমবায় ব্যাংক (কিংবা ব্যাংকের সমবায় আইনের অধীনে) কৃষি কিংবা সাধারণ ম্যানুফেকচারিং'এর (দেশের মানুষের দরকারী কিছু) চেষ্টা করবো; বাজার বুঝতে হবে।

১০| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: প্রাথমিক কিছু আইডিয়া তো আছেই যে কি ম্যানুফাকচার করবেন ? অবশ্যই তার ইঙ্গিত দিয়ে আলাপ চলতে থাকুক । আপনি পারলে ঠেঙ্গামারা মহিলা সমিতির টি এম এস এস বিশদ জানবেন । আর এফ এল ভালই শুরু করেছিল কিন্তু নাটোরের জেনারেল সাহেব পুরো কোম্পানিকে হাতিয়ে নিয়ে এখন ফাকিবাজি ব্যাবসা করছে । এমন ছোট পরিসরে প্রোডাকশন দেয়া যায় সেই আইটেম নাম বলুন ।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


ম্যানুফেকচারিং'এর জন্য গার্মেন্টস একসেসরিস জাতীয়, ফুটওয়ার, কসমেটিকস, চা, ইত্যাদি।

কৃষিজাত: জুস, চীজ, দই, রোগীর পথ্য, শিশুর খাদ্য

১১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি আছি যদি আপনি থাকেন।
অনেক কথা বলা হয়ে গেছে
এবার কাজে নামার পালা।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি চাচ্ছি যে, ঢাকার ব্লগারেরা এগিয়ে এসে শুরু করুক; না'হয়, করোনা ফরোনার জন্য অপেক্ষা করতে হবে।

১২| ২৩ শে আগস্ট, ২০২০ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন:



সমবায়ে আমিউ একান্তভাবে আগ্রহী ।
কি ভাবে উপকারে লাগতে পারি জানাবেন।
সমবায়ের মূলনীতি একতা, সাম্য, সহযোগিতা,
সততা, বিশ্বাস, গণতন্ত্র ও সেবা । তাই একটি
সফল সমবায়ের জন্য উপরের নীতিমালার
আলোকে আমাদের ব্লগারদের ঐকান্তিক ইচ্ছা,
ও মন মানসিকতা গঠন এখন জরুরী ।
আপনার মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ ।

২৩ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
কয়েকজন আগ্রহ করে শুরু করে কিনা; না'হয় আমি সময় নিয়ে শুরু করবো।

সমবায়ের জন্য সমমনা মানুষ দরকার; সমান অধিকার ও সহযোগিয়া দরকারী গুণাবলী।

১৩| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমবায় গঠণ এর উদ্দেশ্য, উপকারীতা, গুরুত্ব, ব্লগার ছাড়া অন্য কেউ সদস্য হতে পারবে কিনা? চাঁদার প্ররিমাণ কত, সুদ আসবে কিনা? ইনভেস্টমেন্ট করা হবে কিনা?লোন নিতে পারবে কিনা, লোন পরিশোধ পদ্ধতি ইত্যাদিসহ সব বিষয়ে ক্লিয়ার হতে হবে তারপর সবাই যার যার মতামত দিবে, এবং অংশগ্রহণ বাড়বে।

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের দিয়ে শুরু করলেও, এক সময় বাইরের পরিচিতদের নেয়া হবে। এখানে "চাঁদা" পদ্ধতি থাকবে না, শেয়ার থাকবে, হয়তো মিনিয়াম "১ হাজার"; একজন সর্বাধিক কত শেয়ার কিনতে পারবেন, তার সীমা থাকবে। কোন "সুদ" ইত্যাদি থাকবে না, ব্যাংক ঋণ নেয়ার সম্ভাবনা থাকবে।

মুলধন শুধু ব্যবসার জন্য, ইহা সুদে ইনভেষ্ট করা যাবে না।

১৪| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: কেন জানি আপনার নোটিফিকেশন দেখাচ্ছে না ।

গার্মেন্টস এক্সেসরিজে কিছু আইটেম আছে যা আমদানি নির্ভর , এটা ডেভলপ করা যায় ।

রাঙ্গামাটি , খাগড়াছড়ি ছোট আনারসের জন্য বিখ্যাত । এর জুস প্লান্ট বসানো যায় কম মুল্যের । ব্যাবসা বাড়লে মেশিন বাড়ানো যাবে । কাঁঠাল ডি হাইড্রেট করলে বছর মেয়াদি যে শুকনা বিস্কিট হয় তা এতই স্বাদের যে না খেলে বোঝা যাবে না । শুকনা নারিকেল । বিবিধ ফলের শুকনা ফর্ম বা মোরাব্বা ।

বাংলাদেশে তৈরি পোশাকের একটা বিস্তৃত বাজার আছে যা অশিক্ষিত দর্জিদের হাতে ঘুরপাক খাচ্ছে । এটা ভীষণ সম্ভাবনাময় খাত ।

আরও কিছু শর্ট কাট বিষয় আছে যা সীমিত পুজি দিয়ে শুরু করা যায় ।

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনার আইডিয়াগুলো ভালো লেগেছে।

১৫| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: সাধুবাদ জানাই আপনার প্রস্তাবকে। কিন্তু এই মুহূর্তে দরকার বাস্তবের একজন কান্ডারী। আমি আছি সাথে।
শ্রদ্ধা নিয়েন মান্যবরেষু।

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ। ঢাকার লোকজন কছু বলছেন না এখনো।

১৬| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪

শেরজা তপন বলেছেন: ব্লগ এবং ব্লগারদের ভাল হয় এমন যে কোন ব্যাপারে আমি আছি

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি কি দেশে?

১৭| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪

নয়ন বিন বাহার বলেছেন: চমৎকার!
আমি আছি। ঠিক এরকম কিছু একটার ইঙ্গিত দিয়েছিলেন আমার একটি পোস্টে।
দারুন।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।
আপনি দেশের কোন এলাকায় থাকেন?

১৮| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

শেরজা তপন বলেছেন: আমি দেশেই থাকি- কেউ চাইলে ফেসবুকে ইনবক্স বা আমাকে মেইল করতে পারেন। আমি আছি

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, ধন্যবাদ

১৯| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০

আকন বিডি বলেছেন: চারকোল তৈরির ব্যবসা। যেহেতু দেশে পাট উৎপাদিত হয় প্রচুর। সেই পাটের পাটখরি খুব ভালো ও সস্তা উপকরণ চারকোলের জন্য।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



চারকোলের ব্যবহার কিসে কিসে হয় দেশে, চাহিদা কেমন? মনে হয়, চারকোল করতে হয় শক্ত কাঠ থেকে; অবশ্য এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই।

২০| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

আকন বিডি বলেছেন: এটা রপ্তানির জন্য ভালো একটি পণ্য। দেশে আস্তে আস্তে ব্যবহার বাড়ছে। রেস্টুরেন্ট এ। view this link

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ভিডিওটি দেখেছি।

২১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

আকন বিডি বলেছেন: পাটখড়ি থেকে চারকোল তৈরী ব্যবসার আইডিয়া!
ওয়েবসাইটটা আশা করি কিছু উপকারে আসবে।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, দেখেছি; সাইটটা ভালো।

২২| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১২

অনল চৌধুরী বলেছেন: এলিয়ানার খবর কিছু জানেন? অনেকদিন মন্তব্য করে না।

২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:




না, খবর জানি ন; মনে হয়, ব্যস্ত, উনি মেডিক্যালের ছাত্রী।

২৩| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২৪

অনল চৌধুরী বলেছেন: একটু খবর নিয়েন ।সে সবসময় আমার সাথে ঝগড়া করতো।
উহার কথা মনে পড়ে......................

২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, খবর নেবো।

২৪| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল উদ্যোগ।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:



এই উদ্যোগ নেয়া এখন খুবই দরকারী।

২৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:০০

অনল চৌধুরী বলেছেন: সমবায় সমাজতন্ত্রে ছোটোভাই।
আপনি দিনে দিনে চীনা হচ্ছেন।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাস করি।

২৬| ২৫ শে আগস্ট, ২০২০ ভোর ৪:০২

অনল চৌধুরী বলেছেন: তাহলে সন্ত্রাসী এ্যামেরিকায় কি করেন?
উহারা একথা জানতে পাররে গ্রেফতার করবে,সেটা জানেন?Communist Control Act of 1954
দ্রুত নৌকাযোগে কিউবা পলায়ন করেন।

২৫ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় বাংলাদেশ ও ভারতের থেকে বেশী সোস্যালিষ্ট বসবাস করেন। আপনি বার্ণি সেন্ডার্স'এর নাম শুনেছেন? আপনার সাধারণ জ্ঞান ৫ম শ্রেণীর বাচ্ছা থাকেও কম।

২৭| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১২

অনল চৌধুরী বলেছেন: এজন্যই সন্ত্রাসী এ্যামেরিকা যখন সোভিয়েত ইউনিয়ন,চীন,কোরিয়া,কিউবা, ভিয়েতনাম, বাংলাদেশে সমাজতন্ত্রের বিরুদ্ধে সরাসরি লড়াই করছিলো, তখন ওরা কোখায় ঝছিলো?
আপনার মতো ইদুরের গর্তে !!!!
এ্যামেরিকায় এতো সমাজতন্ত্রী থাকলে তারা ক্ষমতায় আসেন কেনো? এখন এ্ই সন্ত্রাসী দেশের চূড়ান্ত ধ্বংস দেখে নিজের পিঠ বাচাতে ডিগবাজি দিতে চাচ্ছেন?
আপনার সাধারণ জ্ঞান ৫ম শ্রেণীর বাচ্ছা থাকেও কম। - আপনি আপনি মহাজ্ঞানী!!! আপনার বিরুদ্ধে আবার মামলা কার হচ্ছে।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি ঢাকার বুদ্ধজীবি, কিংবা বুদ্ধিহীন জীব।

২৮| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

অনল চৌধুরী বলেছেন: আপনি একটা মহামূর্খ।স্যান্ডার্স কি রাষ্ট্রপতি হয়েছিলো? সমাজতন্ত্রী আর সামাজিক সমাজতন্ত্রীর মধ্যে পার্থক্য আগে জানেন।? ই্উরোপের দেশে দেশে সামাজিক সমাজতন্ত্রী দল দেশ শাসন করছে। কিন্ত তারা সন্ত্রাসী এ্যামেরিকার পা চাটা দেশ দখল,গণহত্যা আর সম্পদ লুটকারী।বৃটিশ লেবার পার্টি আর ফ্রান্সের বর্তমান ক্ষমতাসীন ম্যাক্রোর দল সবাই এই মার্কা সমাজতন্ত্রী !!! তাদের তন্ত্র -মন্ত্র শুধু অন্য দেশ লুট করে নিজের দেশের জনগণের সুবিধা বাড়ানোর জন্য।https://en.wikipedia.org/wiki/Bernie_Sanders
৫০ বছর পড়াশোনা করে তারপর আমার সাথে তর্ক করতে আসবেন।
Party of European Socialists

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


৫০ তো দুরের ১৫০ বছর পড়ালেখা করার পরও আপনার সাথে তর্ক করে পারবো না; আপনার জগৎটাই আলাদা, আপনি হলেন দার্শনিক।

২৯| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৫

অনল চৌধুরী বলেছেন: পরাজয় স্বীকার করছেন তাহলে........................
এলিয়ানার খবর বলেন।
উহা করোনায় আক্রান্ত হলো নাকি যে মন্তব্য করে না?

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


এলিয়ানা ভালো আছেন, সামার কোর্স নিয়েছেন, ব্যস্ত

৩০| ২৬ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৭

অনল চৌধুরী বলেছেন: ২ লাখ প্রায় মরলো, এখনো ক্লাস চলে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


করোনা নিয়ে ট্রাম্প ও তার অনুসারীরা ভুল পথে এগিয়েছে, ইহা আমেরিকাকে ঢুবায়েছে

৩১| ২৬ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৫৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: অনল চৌধুরী কি চাঁদগাজীকেই ব্লগার এলিয়ানা ভাবছেন নাকি? যেভাবে জেরা চলছে!

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



উনার সেই সমস্যা, ইহা আল্লাহ সারাতে পারবেন না।

৩২| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: আপনি তো ,নিজেই নিজেকে নাস্তিক বলেন !!!!
এলিয়ানার আসল নাম কি?

২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি আজগুবি কথা বলেন, আমি নিজের ধর্মীয় ব্যাপারে কোন তথ্য আপনাকে দিইনি।

এলিয়েনার আসল নাম আমি জানি না।

৩৩| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৭

মিরোরডডল বলেছেন:



যে জানেনা বা বোঝেনা তার কথা আলাদা কিন্তু অতি বিদ্বান যখন বোকার মতো প্রশ্ন করে এটা খুবই অবাক করে !
খেলাঘর যদি নাম জানেও , কখনোই কি পাবলিকলি আরেকজনের নাম ডিজক্লোজ করবে না করা উচিৎ ?
অফকোর্স নট, বিকজ ইট ইজ আ ম্যাটার অভ প্রাইভেসি ।

আমি বুঝিনা প্রশ্নকারী, উনি কি আসলে বোকা সরল নাকি অতি চালাক, কোনটা ?


২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লকে কোরো তথ্য অন্য কেহ প্রকাশ করার নিয়ম নেই।

৩৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৫

অনল চৌধুরী বলেছেন: পারিবারিক শিক্ষাহীন কিছু বেয়াদবের কাজ হচ্ছে সবসময় নিজেকে সবার সামনে নিজেদের আসল প্রকাশ করা।
একবার যেটা অশিষ্ট হয়ে বেড়ে উঠে, সেটাকে আর ভদ্র বানানো যায় না। এরা অষ্ট্রেলিয়া বা মঙ্গল গ্রহ যেখানেই যাক না কেনো , কয়লার মতো একই বর্ণের থাকবে।
সেদিন আমার লেখায় এসে উন্মাদের মতো নিজেকে বিরাট মি-টু নেত্রী বানিয়ে অশ্লীল কথা-বার্তা বলা শুরু করেছে। কিন্ত কারো সমর্থন পাওয়া দূরে থাক,উল্টো সবাই ক্ষিপ্ত হয়েছে
কারণ এতোদিনে সবাই জানে, এখানে কে কি রকম।
কারো নাম প্রকাশ মানে তার ছবি বা ঠিকানা প্রকাশ করা না।
যাকে প্রশ্ন করা হয়, উত্তরটা তাকেই দিতে হয়। অন্য কারো অনুপ্রবেশ অভদ্রতা।

২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



এলিয়ানা বিবিধ নিকে ব্লগে দীর্ঘ সময় আছেন, উনার সেন্স অব আন্ডারষ্টেন্ডিং উঁচু মানের।

৩৫| ২৭ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০৮

অনল চৌধুরী বলেছেন: তাহলে তাকে স্থায়ীভাবে ব্লক করা হয়েছে কেনো?
তবে সে যে আপনার একটা লেখায় ব্লগাররা জানে কচু বলে সব ব্লগারকে অপমাণ করেছে, সেটাও কি তার উচু মানের আন্ডারষ্টেন্ডিং- এর পরিচয়????

*** ৩৪ নং কথাগুলি এলিয়ানাকে না, যে উপযাজক হয়ে উত্তর দিতে এসেছে, তাকে বলেছি।

৩৬| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮

নয়ন বিন বাহার বলেছেন: আমি নোয়াখালী থাকি।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, ব্লগে ঢাকার লোকজন বেশী থাকার সম্ভাবনা, মনে হয়।

৩৭| ৩০ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় একটি সুন্দর সামাজিক সফল ব্যবস্হাপনা ।
.............................................................................
আমাদের মাঝে কিছু অসাধু লোকজন রাজনীতির উথান পতনের
সুযোগ এবং সমাজনীতির দূর্বলতা কাজে লাগায়ে লুটপাট করেছে সত্য
তবে বিদেশে অনেক সাফল্যগাথা আছে ।

...........................................................................................
আমি সময় হলে দেশের মাঝেও সফল সমবায়ীদের প্রতিষ্ঠান দেখাতে
পারব, সেখানে গেলে আমার বুক ভরে নি:শ্বাস নিতে ইচ্ছে করে ।

৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


একমাত্র সমবায় এই দেশের গরীবদের রক্ষা করতে পারবে।

৩৮| ৩১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:০৬

অনল চৌধুরী বলেছেন: পরশ্রীকাতর লোকদের দেশে সমবায় টেকে না।এরা প্রত্যেকেই নিজেদের ভালো চায় কিন্ত অন্যের ভালো দেখলে ক্ষতি করাতে চেষ্টা করে।
সেটা আপনিও জানেন।
বাংলাদেশে মাছ চাষের অন্যতম জায়গা ভালুকায় ২০০৭ সালে আমাদের জমির ক্ষণাবেক্ষণকারীকে ব্যাবসা-পরামর্শ দিয়ে মাটির ঘর থেকে ৩ তলার ভিত্তি দিয়ে পাকা বাড়ি করতে সাহায্য করেছিলাম। কিন্ত ২০১৬ সালে নিজে সেখানে বিল নার্সারী করতে গেলে সে আর তার বখাটে ছেলে মিলে পরিকল্পিতভাবে পুরো পরিকল্পনা ধ্বংস করছে।
এই ৪ বছরে অনন্ত ৪ কোটি টাকা লাভ হতো। নিজে সেখানে উপস্থিত থাকতে না পারার কারণে এইসব ৪২০ দের কারণে ব্যার্থ হতে হয়েছে।
পুরো বাংলাদেশ এসব ভর্তি।এজন্যই দেশের কোনো উন্নয়ন নাই।

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার অভিজ্ঞতা হয়েছে, এখন সঠিকভাবে করার চেষ্টা করুন।

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩

অনল চৌধুরী বলেছেন: নিজে দেখাশোনা করতে না পারলে অনুপস্থিত থেকে কর্মচারী- অংশীদার দিয়ে বাংলাদেশে কোনো ব্যাবসাতেই সফল হওয়া সম্ভব না।
ঢাকার বাইরে থাকাও সম্ভবও না।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় যদি চাকুরী না করেন, ঢাকায় থাকাটা কেন?

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:১৬

অনল চৌধুরী বলেছেন: আমার স্থায়ী ঠিকানা-বাড়ি-ব্যবসা- লেখালেখি-গবেষণা-সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়াি চর্চা আর অপরাধীদের বিরুদ্ধে লড়াই সবকিছই তো ঢাকা থেকে।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


তাই? ঢাকাতে বাংলাদেশের সব অপরাধীরা সমবেত হয়েছে, সেখানে জীবন খুবই কষ্টকর।

৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮

অনল চৌধুরী বলেছেন: বোকার মতো কথা কেনো বলেন, বুঝিনা।
ঢাকা রাজধানী,চট্রগ্রাম না যা সারাদেশ নিয়ন্ত্রণ করে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


ঢাকা রাজনধানী; আপনি যদি চাকুরী করেন, বা ঢাকা স্পেসিপিক ব্যবসা করেন, তা'হলে ঢাকা ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.