নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্র রাজনীতি আসল রাজনীতিকে হত্যা করেছে

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২১



মুক্তিযোদ্ধা কোটা-বিরোধীদের সংগঠিত করে শিবিরের নুরু ডাকসুতে এসেছিলো, এখন রাজনৈতিক দল খুলছে; কিন্তু ড: ইউনুসকে দল খুলতে দেয়নি বিএনপি-জামাত ও আওয়ামী লীগ; অবশ্য বিএনপি-জামাত ও আওয়ামী লীগ ড: ইউনুসকে প্রকাশ্যে ভয় দেখায়নি, তিনি নিজেই ভয় পেয়েছিলেন; তিনি কয়েকজন ছাত্র রাজনীতিবিদকে দল গঠনের ব্যাপারে এডভাইজার হিসেবে নিয়েছিলেন, ওরাই ড: ইউনুসকে বিএনপি-জামাত ও আওয়ামী লীগের ভয়টা পাইয়ে দিয়েছিলো। ড: ইউনুস সবচেয়ে জ্ঞানী বাংগালী হয়ে মধুর ক্যান্টিনের কয়েকজন রাখাল বালককে এডভাইজার বানায়েছিলেন।

নুরু নাকি নুর, উহার আসল নামটাই আমি জানি না, অবশ্যই মুক্তিযুদ্ধ ও মুক্তযোদ্ধাদের বিরোধী, এটাই তার রাজনৈতিক মুলধন ছিলো শুরুতে; এখন, রেজিষ্ট্রিহীন জামাত-শিবির ও রাজনীতিহীন বিএনপি তার পছনে টাকা ও সমর্থন ঢালছে। তার সাথে যেসব ছাত্ররা আসছে, এরা রাজনীতি বুঝার কথা নয়, কিন্তু এদের মাঝে লুকায়িত তালেবান, হিজবুল্লাহ, হেজাজতি, ছাত্রদল ও শিবির থাকবে; কিছুদিন এরা বাড়ার সুযোগ পাবে; কারণ, আওয়ামী বিরোধীদের জন্য কোন প্লাটফরম দেশে নেই; কিন্তু শেষদিকে ওরা জামাতের নতুন সংস্করণ হবে, আসল চেহারা নিয়ে বেরিয়ে আসবে।

এখন আওয়ামী লীগে গুরত্বপুর্ণ কোন পদ পেতে হলে, কোন কালে ছাত্রলীগের কেহ ছিলো বলে প্রমাণ দেখাতে হবে, সে সত্য হোক, বা মিথ্যা হোক। শেখ হাসিনা ছাত্রলীগের বাহিরের কাউকে ইউনিভার্সিটিতেও বড় পদে আসতে দেন না; আবার তিনি জানেন যে, যারা ছাত্রলীগ করেছে, তারা কোনদিন পড়ালেখা করেনি, তাদের আসল জ্ঞান বলতে কিছু নেই।

বিএনপি-জামাতে ছাত্রদল, ইসলামী ছাত্র সংঘ ও শিবির ব্যতিত কেহ ঢুকতে পারেনি; ছাত্রদল ও ছাত্রলীগের মাঝে চারিত্রক অনেক মিল ছিলো; ছাত্রদলের অনেকের পরিবার স্বাধীনতার সময়ে পাকীদের দলে ছিলো; ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের বিপক্ষে যু্দ্ধ করেছে আল-বদর ও রাজাকার মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়ে; ওদেরই উত্তরসুরীরা নাম বদলায়ে শিবির নাম নিয়ে নিজেদের অতীতকে ঢাকার চেষ্টা করেছে, কিন্তু তাদের ট্রেডমার্ক সব সময়ই ছিলো "রগকাটা"।

বাংলাদেশের প্রফেশানেলরা কোনভাবে আওয়ামী লীগে স্হান পায়নি; কিন্তু বিএনপি ও জামাতে কিছু প্রফেশানেল স্হান পেয়েছে; আবার, যারা প্রফেশানেল হয়েও বিএনপি কিংবা আওয়ামী লীগে স্হান খুঁজেছে, এরা প্রফেশানেল হিসেবে ভালো ছিলো না কোন সময়, এরা ধর্মীয় মর্মীয় ধরণের লোকজন, আধুনিক রাজনীতি বুঝার মতো লোকজন নয় এরা।

পাকিস্তান হওয়ার পর, আওয়ামী লীগের শুরু হয়েছিলো ততকালীন কিছু বৃটিশ বিরোধী রাজনীতিবিদদের নিয়ে; সেখানে একটা ভুল ছিলো, তাঁরা আধা ছাত্র শেখ মুজিবর রহমানকে একটা গুরুত্বপুর্ণ পোষ্ট দেন; পরে শেখ সাহেব, উনার নিজের সৃষ্ট ছাত্র রাজনীতির দল, ছাত্রলীগকে উহার সাথে যোগ করে, আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করে দেন, ছাত্রদের লেভেলে নিয়ে আসেন; আজো সেটাই চলছে।


মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯

লরুজন বলেছেন: @ নুর মোঃ নুর
নারী নিয়া নিয়মের শেষ নাই,,, !!!
আইচ্চা,,, !!!
আদর্শ ফুরুস মাইনসের কতিপয় বৈশিষ্ট্য বা গুণাবলী যা সকল ফুসালোকের জন্য অনুকরণীয় কিতা?

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


নুরু সাহেবের পোষ্ট পড়ে, আমার পোষ্টে মন্তব্য করছেন? সব ঠিক আছে তো?

২| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২২

লরুজন বলেছেন: লাশ গণনাকারী নুরুবাই আমারে ব্লক মারছে,,, !!!
হেতে ব্লগ কারে ক জানে নি????


২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব তো কাউকে সহজে ব্লক করেন না; আপনি কি সঠিকভাবে কমেন্ট করছেন?

৩| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নুরু সাহেব এক জন আধা হুজুর মানুষ। বেহেশতের আশায় পোস্ট দিচ্ছেন।
উনার কথা ধরতে নেই।
আর ভিপি নুর তো দিবা স্বপ্ন দেখে আর মার খায়।

২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



এখন মার খাচ্ছে, শেখ হাসিনা যখন থাকবে না, তখন তালেবানী যুদ্ধ শুরু করে দেবে।

৪| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নতুন বলেছেন: আগে জমিদারের লাঠিয়াল বাহিনি ছিলো।

এখন শেখ হাসিনার ছাত্রলীগ আর খালেদার ছাত্রদল আছে।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



ছাত্রদল শিবিরে যোগদান করেছে বড় অংশ। শেখ হাসিনা বাবার মতো আওয়ামী লীগ রেখে যাবেন, কোথায় পালাবে কেহ খুঁজে পাবে না।

৫| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার ছাত্র রাজনীতির চরিত্র বা কর্মপন্থা কি হওয়া উচিত?

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবে ছাত্র রাজনীতির বীজ বুনে উহার বিষফল খেয়েছিলেন; ইহার মুল উৎপাটন করার দরকার; ছাত্র মানে ছাত্র, পড়া লেখা কর, প্রশ্নফাঁস কর; কিন্তু দেশে মাফিয়াগিরি করে, জাতিকে কাবুলীওয়ালাতে পরিণত করো না।

৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

একাল-সেকাল বলেছেন:
এরশাদ কাকু ছাত্রদের লেবেল মুক্ত করতে যেয়ে নিজের ক্ষতি করে ফেলেন।
শেখ সাহেবের প্রদত্ত লেবেল এখন অনেক পরিপক্ষ। শেখ কন্যা চাইলে পারেন, কিন্ত করবেন না।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



এরশাদ ছাত্রদের অভাবে শেষ হয়নি, মিলিটারীতে সাপোর্ট যথেষ্ট ছিলো না; মিলিটারীর বিএনপি'র অংশ শক্তিশালী হয়ে গিয়েছিলো।

৭| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের কোনো রাজনৈতীক সরকার কি সাহস করে কখনো এই বিষবৃক্ষ তুলে ফেলার চেষ্টা নিবে? মনে হয় না।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নেবে না, ইহা উনার বাবার স্মৃতি, জাতি জাহান্মামে যাক; জামাত এটাকে কিন্ডার গার্টেনে নিয়ে গেছে, মায়ের পেটেও নিয়ে যাবে।

ছাত্রদল থাকবে না, উহা শিবিরে পরিণত হবে।

৮| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: বিশ্ববিদ্যালয় জীবনের শুরুরদিকে ডিপার্টমেন্টের এক রাজনৈতিক বড়ভাইকে গিয়ে ধরেছিলাম ছাত্র রাজনীতিতে সংযুক্ত হবার জন্যে। তখন আর্মি গভর্নমেন্ট শেষে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে মাত্র। উনি আমার রেজাল্ট, ব্যাকগ্রাউন্ড প্রোফাইল দেখে কিছুক্ষণ পর বলেছিলেন - তোরে দিয়া ইংল্যান্ড অ্যামেরিকায় রাজনীতি হবে, বাংলাদেশের ছাত্র রাজনীতি তোর জিনিস না।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


২ পকেটে ২টা চুরি নিয়ে গেলে টিকে যেতেন। আমি কলেজে পড়ার সময়, চট্গ্রাম সিটি কলেজের সামনে এক দোকানে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বসে বসে চা খেতো, ২ পকেটে ২ চাকু রাখতো; পরে চট্টগ্রাম বন্দরের মালিক হয়েছিলো।

৯| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতি বর্তমানে করে সন্ত্রাসীরা। তাদের দরকার টাকা। এখন চারিদিকে টাকা আর ক্ষমতার জন্য রাজনীতি করার লোক।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



এদের হাতে দেশ বন্দী হয়ে গেছে।

১০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুর হ ছাত্র রাজনীতি!

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


ইহাকে পরাজিত করা সহজ হবে না।

১১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৩

অজ্ঞ বালক বলেছেন: ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করন দরকার - এইডা কইলে আবার অনেকের গায়ে খাজলি দেখা দেয়।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



অনেকের সমস্যা আছে, তারা রাজনীতি বুঝে না; প্রশ্বফাঁস করেও বইতে উত্তর খুঁজে পায়না।

১২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোনা পুড়ে খাটি হয়, নুরু মিয়াও মাইর খাইতে খাইতে হাড্ডি শক্ত করছে =p~

নুরুর দলকে সম্ভবত আগামীতে "গৃহপালিত বিরোধী দল' হিসাবে দেখা যাবে। =p~

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



কোন সরকারের বিরোধী দল? এখন আওয়ামী লীগ যেই অবস্হায় আছে, শেখ হাসিনা ১ দিন না থাকলে এদেরকে খুঁজে বের করতে মওলানা ভাসানীকে আবার জন্ম নিতে হবে।

১৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি বলতে চাইছেন যে - ভিপি নূর বিএনপি-কে ভেঙ্গে অন্য একটি দল তৈরী করবে - ঠিক যেমন বঙ্গবন্ধু করেছিলেন!!!

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব কোন দল গঠন করেননি, উনি মাফিয়া চাত্রলীগ গঠন করেছিলেন।

১৪| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ২:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জাতীয় রাজনীতিতে ছাত্রদের না জড়ানো উচিত।এতে জাতীর উপকারের চেয়ে অপকার হয় বেশি।

২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


শিক্ষকেরা তা বলেনি, রাজনীতিবিদরা তা বলছে না; এগুলো ক্রিমিনাল।

১৫| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৪

কল্পদ্রুম বলেছেন: ড: মুহাম্মদ ইউনুস বাংলা ইংরেজি দুই ভাষাতেই খুব সুন্দর করে কথা বলেন।রাজনীতি করলে অভ্যাস খারাপ হতো।সবখানে ভাষণ দেওয়া শুরু করে দিতেন।
নুরুর পুরো নাম নুরুল হক নূর।
নূর একটা প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে।ঐ প্রজন্মকে রিপ্রেজেন্ট করার জন্য তার বিকল্প/প্রতিপক্ষ কি দেখতে পান?
আজ থেকে দশ বছর পর নেতৃত্বে কারা আসবেন?

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



নুরু মিয়া বাংলার মোল্লা ওমরের প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে।

১৬| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৫৯

রাজীব নুর বলেছেন: দেশের প্রতিটা অঞ্চলেই ছাত্রলীগ বড় ভয়ঙ্কর।

২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



ষহেখ সাহেব মাফিয়া সৃষ্টি করে গেছেন।

১৭| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৬:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আগে বাঙালিকে মানুষ বানানোর জন্য কোনো পয়গম্বর আসুক, তার হাত ধরে কিছু লোকের মধ্যে ভালো-মন্দের পার্থক্য বোঝার মতো নূন্যতম বুদ্ধিশুদ্ধি হোক। তারপর হয়তোবা বাংলার জনগণ আসল রাজনীতি ও আসল রাজনীতিবিদদের নিয়ে দেশ পরিচালনা করতে পারবে। আপনার প্রিয় ও অপ্রিয় ছাগল গুলো দিয়ে হাল চাষ হয়তো করা যাবে কিন্তু আসল রাজনীতি ? কক্ষনই সম্ভব নয়।

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



জেনারেল জিয়া ও শেখ হাসিনা বাংলার রাজনীতির সমাধি রচনা করেছে।

১৮| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ সাহেব মাফিয়া সৃষ্টি করে গেছেন।

শেখ সাহেব বুঝতে পারেন নি, তারা ভবিষ্যতে এরকম জানোয়ার হবে।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



উনার বুঝার দরকার ছিলো, সেটা উনার দায়িত্ব ছিলো।

১৯| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২২

অক্পটে বলেছেন: একজন ছাত্রের ছাত্রাবস্থায় কতটুকু সম্পদ থাকতে পারে। আর আমাদের দেশের ছাত্ররাজনীতিক রা হাজার হাজার কোটি টাকার মালিক হন। আলাদীনের দৈত্যও হার মেনেছে আ.লীগের কাছে। জীবনে হয়তো ভুলই করলাম।

২২ বছর বিদেশে না থেকে ২বছর আওয়ামীলীগ করলেই হতো।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ৪০ বছর আওয়ামী লীগের সভাপতি থেকে ইহাকে রাজনৈতিক দল থেকে অসৎ মানুষদের দলে পরিণত করেছে, জাতি ইয়েমেনের মতো জাতিতে পরিণত হবে।

২০| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের রাজনীতি থেকে খুব বড় ধরনের পরিবর্তন ব্যতীত দলীয় রাজনীতির লেজুড় হিসেবে ছাত্র রাজনীতি নির্মূল করা কখনোই সম্ভব হবে না। লেজটাকে যতই কেটে ফেলবেন, ততই নতুন লেজ আরো পুষ্ট হয়ে গজাবে।

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



এখনো কেহ চেষ্টা করেনি; শেখ সাহেব এক বিষবৃক্ষ রোপন করে গেছেন।

২১| ৩০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: দেশের অবিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর উচিত ছাত্রলীগের সব কর্মকান্ড অফ করে দেয়া। সত্যি কথা বলতে এখন আর আমাদের ছাত্র রাজনীতির দরকার নেই। ছাত্ররা করবে পড়ালেখা- ওদের রাজনীতি করার প্রয়োজন কী? গত ৫/৭ বছরে তারা দেশের জন্য কি কি কাজ করেছে? বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন। ছাত্রলীগকে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কি ৬৫ বছরের গৌরব ও ঐতিহ্য অনুযায়ী তরুণ প্রজন্মের নেতৃত্ব দেবে, নাকি পেছনে পেছনে হাঁটবে?

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ সিদ্ধান্ত নিয়েই মাফিয়া হয়েছে: পড়ালেখা না করে, পড়ালেখা নিয়ে ব্যবসা শুরু।

২২| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা ছাত্র রাজনীতি করে তারা টেন্ডারবাজি করে। চাঁদাবাজি করে । টাকা কামাই করে।
কিন্তু ছাত্রদের যে আসল কাজ সেই পড়াশোনা সেটাই তারা করে না। কিন্তু তারপরেও তারা পাস করে যায় সার্টিফিকেট পায়।

৩১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখা না করে, সার্টিফিকেট পেয়ে দেশ চালাচ্ছে বানরের স্টাইলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.