নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাক্তন অষ্ট্রেলিয়ান প্রাইম মিনিষ্টারকে এডভাইজারের চাকুরী দিয়েছে বৃটিশ

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪২



বর্তমান বৃটিশ প্রাইম মিনিষ্টার বরিস জনসন প্রাক্তন অষ্ট্রেলিয়ান প্রাইম মিনিষ্টার টনি এবোটকে(২০১৩ থেকে ২০১৫) ট্রেইড এডভাইজারের চাকুরী দিয়েছে; এইটি একটি সাধারণ সংবাদ; কিন্তু ইহার গুরুত্ব অনেক। বৃটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে(২০১৬ ভোট) গেছে, ইহা বৃটেনের জন্য ভালো বলেছে বেশীরভাগ বৃটিশ নাগরিক; ঠিক আছে, ইহা ভালো; কিন্তু বৃটেনের ব্যবসা বাণিজ্য চলতে থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে; আগামী কয়েক বছর এসব ট্রেইড নিয়ম কানুন লিখতে হবে, ইহা বড় ধরণের কাজ; এই কাজ করার জন্য বরিস জনসন দেশীয় অর্থনীতিবিদদের সাথে এক মহাদেশের প্রাক্তন প্রাইম মিনিষ্টারকে চাকুরী দিয়েছে।

বর্তমান উন্নত বিশ্বের সব কিছু ঘুরে রাজনীতি, অর্থনীতি, ফাইন্যান্স, টেকনোলোজী, সায়েন্সকে কেন্দ্র করে। আপনারা আমার অনেক পোষ্টে হয়তো পড়েছেন যে, আমি সব সময় ভেবেছি যে, বাংলাদেশ সরকার বিদেশী প্রাক্তন অর্থমন্ত্রী, টেকনোলোজী মন্ত্রী, রাজনীতিবিদদের চাকুরী দিতে পারে বাংলাদেশে; এতে বাংলাদেশ এক লাফে অনেকটুকু এগিয়ে যাবে।

বাংলাদেশের ৫০ বছর জীবনে, যারা ফাইন্যান্স ও প্ল্যানিং মিনিষ্টার ছিলেন, এরা সবাই ছিলেন লিলিপুটিয়ান; আধুনিক অর্থনীতি, ফাইন্যান্স, বাজেট ও উন্নয়ন সম্পর্কে এদের এক পয়সা ধারণাও ছিলো না।

বাংলাদেশের জন্ম থেকে আজ অবধি যারা ইউনিভার্সিটির ভিসি পদে ছিলেন, এরা আধুনিক যুগের পিগমীদের মতো জ্ঞানী ছিলেন; এরা আমাদের ইউনিভার্সিটিগুলোকে গরুঘর ও মাদ্রাসায় পরিণত করে গেছেন।

আমাদের ২টি বড় প্রকল্প: পদ্মাসেতু, মেট্রোরেল যেভাবে করছে, ইহা গ্রামের রাস্তা বাঁধার মতো গতিতে ও পদ্ধতিতে চলছে; প্রথমত: এই ২টি প্রজেক্ট করার আগে দরকার ছিলো এই দেশের পড়ালেখা ফ্রি করে দেয়া।

যদি টনি এবোটের মতো মানুষকে বাংলাদেশ নিয়ে আসতো, আগামী ২/৩ বছরে বাংলাদেশের অনেক কিছু বদলে যেতো। বৃটেনে অনেক অর্থনীতিবিদ নোবেল পেয়েছেন অর্থনীতিতে; এরপরও বরিস জনসন কেন একজন বিদেশী প্রাইম মিনিষ্টারকে চাকুরী দিয়ে নিয়ে আসছেন? কারণ, বরিস জানেন যে, টনি শুধুমাত্র অর্থনীতি ও ফাইন্যান্সে ভালো, ট্রেইড নেগোসিয়েশনে ভালো তা নয়, টনি একটি দেশ চালায়েছেন, ইহা বিরাট অভিজ্ঞতা।






মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ ব্যাপার তো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


হঠাৎ করে বৃটিশ ইউরোপ থেকে আলাদা হয়েছে, কিন্তু ইউরোপের সাথে বাস করতে হবে; এরদেগানের মতো তো পাগলামী করে জাতিকে রাস্তায় বসালে হবে না।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২২

জগতারন বলেছেন:
এই ব্লগ লেখক জ্বনাব চাঁদগাজী-এর সাথে এই ছোট্ট প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আমার সহমত জানাতেই হয়।

চাঁদগাজী সাহেবের এই সমস্ত চিন্তা-ভাবনা প্রশংসা না করে পারা যায় না।
প্রবাসে বা যেকোন জায়গায় বা পূর্ব অভিজ্ঞতায় যা কিছুই দেখেন, বা
মনে করেন যা প্রশংসিত, ভালো উদ্দোগ তা নিয়ে বাংলাদেশের জন্য
সুন্দর ও কল্যাণকরের অঙ্গীকার ও আশ্বাসবাক্য, আশাস্থল, বা ভবিষ্যতে উন্নতির আশাকরা যায়
সেরকম কোনকিছু পেলেই বা দেখলেই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে ছোট্ট ছোট্ট প্রবন্ধ লিখে অভিমত দেন।
এই সমস্ত চিন্তা-ভাবনা দেশপ্রেমিকেরই লক্ষন ও চিন্তা।
ইহা আমার খুবই ভালো লাগে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার ও প্রশাসনের লোকজন জাতির জন্য দরকারী কোন কাজই করছেন না, জাতিকে পেছনে টেনে ধরে রেখেছেন মাত্র।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা প্রয়োগ করে দেখা গেছে উপকারের চেয়ে অপকার হয় বেশি।বাংলাদেশ ব্যাংকে একজন উপদেষ্টা আনাহল ৫০ জনের সমান বেতন দিয়ে।তার স্ত্রী কে দেয়া হল বিশ লক্ষ টাকার চাকরি।
এক বছর পর পত্রিকায় লেখা লেখি শুরু হল ব্যাংকের অবস্থা যেই লাউ সেই কদু।মাঝখান থেকে কোটি কোটি টাকা গচ্ছা।
দেশের লোক কেই উপযুক্ত করে গড়ে তোলতে হবে।


০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



দেশের লোককে গড়বেন কে? শিখতে হবে এক্সপার্টের কাছে! ভারতের সাথে পানি বন্টনের নেগোসিয়েশন করার মতো লোক নেই; সরকারী ৪ টি ব্যাংক ৫০ বছর টাকা হারাচ্ছে, ঢাকা শহরে পানি জমে যাচ্ছে; এগুলো করবেন কে, ব্লগার নেও্য়াজ আলী?

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৫

শাহ আজিজ বলেছেন: শুধু উপদেষ্টা এনে কাজ হবেনা । তারা আসতে চাইবেনা একারনে যে তাদের মাথার ওপরে যে পেশাদারহীন প্রজন্ম বসে আদেশ নির্দেশ দেবে তাদের শিক্ষার বড়ই অভাব । এই উপদেষ্টা মিথ্যাচারিতা করতে পারবেনা । আপনি চেষ্টা করুন কারো সাথে কথা বলে , একই উত্তর পাবেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ডজন খানেক উপদেষ্টা আছেন, আমি ২ জনকে জানি, ২ জনই ইডিয়ট।

উনার উচিত, ষ্টক মার্কেটের জন্য ২/৩ জন, গার্মেন্টেস'এর জন্য ১০জন, ব্যাংকের ১০, শিক্ষার জন্য ১০ জন, পুলিশের জন্য ৫/৬ জন বিদেশী এডভাইজার এনে, নিজের অধীনে রেখে ওদের এডভাইস মতো কাজ করা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

আমি সাজিদ বলেছেন: আপনার এখানে কমেন্ট করতেও ভয় হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ভয়ের কিছু নেই, কথা বলতে ভেবে বলার দরকার; বেশীরভাগ বাংগালী কি বলছেন, সেটা নিজেও বুঝে না।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

আমি সাজিদ বলেছেন: টনি এবোটের যোগ্যতা আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব থেকে কম। এই করোনার মধ্যেও একনেকে নানা প্রকল্প পাস হচ্ছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝতেছেন না, ১৯ কোটী মানুষ এভাবে অশিক্ষিত ও নীচু মানের শিক্ষিত হয়ে, কমসম্পদের দেশে চলতে পারার কথা নয়।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের সরকার ও প্রশাসনের লোকজন জাতির জন্য দরকারী কোন কাজই করছেন না, জাতিকে পেছনে টেনে ধরে রেখেছেন মাত্র।

১০০% সহমত।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



সরকারের লোকেরা দেশের মানুষকে বন্চিত করে, চাকুরী না দিয়ে, জাতিকে পেছনে টানছে।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: মেধার কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের জন্য ড্রাইভিং সীটে বসা লোকদের মেধাবী হওয়া অপরিহার্য, সেটা স্বদেশে না পাওয়া গেলে বিদেশ থেকেও আমদানী করা যেতে পারে। তবে সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে যোগ্য লোক নির্বাচন করতে হবে, নইলে ৩ নং মন্তব্যে উল্লেখিত ঘটনার মত আরো অনেক ঘটনা ঘটবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



১৯ কোটী মানুষের দেশ, সরকার ও প্রশাসন কিছুই সঠিকভাবে চলছে না; শেখ হাসিনা বুঝতেছেন না যে, একটা দেশ এভাবে চলার কথা নয়।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

জাতির বোঝা বলেছেন: Good Job. খুবই ভালো লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে আধুনিক জ্ঞানে দক্ষ মানুষ নেই বড় কিছু চালানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.