নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কঠিন সমস্যা সৃষ্টি করছে জাতি, নিজেরা সমাধান করতে পারবে না

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪



১৯৭২ সাল থেকেই সরকারের হাতে সব সময়ই টাকা ছিলো, মানুষ ছিলো, বিশ্বে সরন্জাম ছিলো ছিলো, যা কেনা যায় বা ভাড়া করে আনা যায়; বহু দেশে সেতু তৈরির স্পেশালিষ্ট ও ইন্জিনিয়ারিং ফার্ম ছিলো; এরপরও পদ্মাসেতু ও মেট্রোরেল এই যুগে এসে বাংগালীরা নিজেরা তৈরি করতে পারেনি।

পদ্মাসেতু ও মেট্রোরেল জাতির সৃষ্ট কোন সমস্যা নয়, এগুলো দরকারী নতুন স্হাপনা; এগুলো যদি নিজেরা তৈরি করতে না পারে, ঢাকা শহরের পানিবদ্ধতা, উজানের পানির বন্যা, নদীর নাব্যতা, ঢাকার আবাসিক সমস্যা, বেকারত্বের সমস্যা, চিকিৎসা সমস্যা, ঢাকার ট্রাফিক সমস্যা, মাথাপিছু আয় বাড়ানোর সমস্যা, ঋণ খেলাপী সমস্যা, বস্তি সমস্যা, ভু-অভ্যন্তরে পানির স্তর সমস্যা, নাগরিক অধিকারের সমস্যা, পড়ালেখার নীচু মানের সমস্যা, পরিবারের আয়ের তুলনায় শিক্ষার বেশী ব্যয়ের সমস্যা, নীচু মানের শিক্ষা সমস্যা, সরকারী চাকুরীতে ঘুষ সমস্যা, চাষের জমি সংকোচন সমস্যা, আয়ের তুলনায় জীবনযাত্রার বেশী ব্যয় সমস্যা, বিচার সমস্যা, নাগরিক অধিকারের সমস্যা, ইত্যাদি, যাহা বাংগালীরা ক্রমাগতভাবে ৫০ বছর সৃষ্টি করে চলেছে, তাহা কি বাংগালী স্পেশালিষ্টরা নিজেদের দক্ষতা দিয়ে সমাধান করতে পারবে? কখনো পারবে না।

সময়ের সাথে আমাদের সমস্যা কি নতুন করে যোগ হচ্ছে, নাকি ক্রমেই কমে আসছে? আসলে, কিছু কিছু সমস্যার সমাধান ও ভুল সমাধান হচ্ছে ধীর গতিতে, কিন্তু নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে দ্রুত গতিতে; অনেক সমস্যা সমাধানের জন্য যুগের পর যুগ চেষ্টা করেও সুফল পাওয়া যাচ্ছে না, যেমন চাকুরী, শিক্ষা, বন্যা, ঘুষ, নাগরিক অধিকার ইত্যাদি; আগামীতে এগুলোর সমাধানের কোন রশ্মি দেখা যাচ্ছে? সামনে মোটেই কিছু দেখা যাচ্ছে না।

২০০১ সালের কথা, শেখ হাসিনার সরকারের (১৯৯৬-২০০১) শেষ সময়ে, আমি শেখ হাসিনার সায়েন্স ও টেকনোলোজী মন্ত্রী জেনারেল নুরুদ্দীন (নামটা কি ভুল হচ্ছে?) সাহবের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময়, উনার অফিসে সাথে চা খাচ্ছি; এমন সময়, উনার অফিসের পেছনের দরজা দিয়ে এক লম্বা, চওড়া লোক ভেতরে এসে, হাইমাউ করে কাঁদতে শুরু করলেন; উনার মেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চান্স পায়নি। নুরুদ্দীন সাহেব মেয়ের নাম, রোল নম্বর ও মেডিক্যালের প্রিন্সিপালের টেলিফোন নিলেন, এবং বললেন যে, ধরে নিতে পারেন যে, মেয়ে ভর্তি হয়ে গেছে! লোকটা ৫ বারের মতো সালাম করে চলে গেলো , এই লোক অন্য মিনিষ্ট্রিতে সেক্রেটারী ছিলেন। আমি জানি জেনারেল নুরুদ্দীন সাহেব ভয়ংকর এক সমস্যার সৃষ্টি করেছেন; তিনি নিজে বুঝতে পারেননি কত বড় সমস্যা উনি সৃষ্টি করছেন, এবং এই ধরণের সমস্যার সমাধান তিনি করতে পারবেন না।

বাংলাদেশের যেই সমস্যাগুলো আছে, ও প্রতিদিন যেই সমস্যাগুলো নতুন করে যোগ হচ্ছে, এগুলোর সঠিক সমাধান দেয়ার মতো দক্ষ মানুষ বাংগালীর ভেতরে নেই; বাহির থেকে দক্ষ লোক না আনলে, আমাদের সমস্যা বাড়তে থাকবে।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



আপনি সারা দিনেও এসব সমস্যার লিস্ট করে শেষ করতে পারবেন না। হাজার হাজার সমস্যা আপনার লিস্ট শুধু বড় থেকে বড়ই করে তুলবে। আসল কথা তো বলেন না। জানি, সেটা আপনাদের থেকে হয়তো আশা করাও দুরূহ।

এগুলোর মূলে হচ্ছে চারিত্রিক সমস্যা। চরিত্র ঠিক করার জন্য ঈমান দরকার আগে। এরপর দরকার রাষ্ট্রীয় কঠোর আইনের সঠিক প্রয়োগ। এর কোনোটি কি আপনি সাজেস্ট করেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি সাজেষ্ট করি হেজাজত, ইসলামী শাসনতন্ত্র, জামাত-শিবির, তালেবানরা খেলাফত চালু করতে হবে। আপনার মতো খাদ্য ও অক্সিজেন বিনাশকারীদের এই দেশ থেকে মদীনা কিংবা আফগানিস্তানে হিজরতের ব্যবস্হা করতে হবে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: যে-সমস্যার সৃষ্টি আমরা করেছি তার সমাধান আমাদেরই করতে হবে।
আমরা প্রতিদিন নতুন নতুন সমস্যার সৃষ্টি করি কিন্তু সমাধান করি না। তাই সমস্যার স্তূপ পড়ে যাচ্ছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে প্রতিটি সরকার যেসব সমস্যার সৃষ্টি করেছে, তাদের কাছে এসব সমস্যা সমাধানের মতো দক্ষ লোক ছিলো না, এখনো নেই।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২

সাজিদ উল হক আবির বলেছেন: এই বিষয়ে আপনার সঙ্গে একমত যে, সমস্যার তালিকায় নিত্যনতুন সংযোজন যুক্ত হচ্ছে , একই সঙ্গে বিশ্বের সঙ্গে তাল রেখে কিছু সমস্যার সমাধানও হয়ে যাচ্ছে। কিন্তু "স্পেশালিষ্টরা" নিজেদের দক্ষতা দিয়ে এই সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন কিনা, এর সমপরিমাণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে, তারা আদৌ নিজ নিজ ক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করতে চান কিনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সরকার ও প্রশাসনের যারা কমপ্লেক্স সমস্যার সৃষ্টি করছে, ওরা এসব সমস্যার লেজ মাথা নিজেও বুঝে না, সমাধান করার প্রশ্নই উঠে না।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সঠিক ভাবনা।
কঠিন উত্তর।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



সরকার ও প্রশাসনের লোকেরা ভয়হানক কমপ্লেক্স সমস্যা সৃষ্টি করছে প্রতি পদক্ষেপেই।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

নতুন নকিব বলেছেন:



আমরা যদি 'গুহামানব' হই তাহলে আপনিই বলুন, আপনাকে কোন জাতের মানব ডাকলে খুশি হবেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



আমাকে ব্লগার ডাকবেন।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

সাগর শরীফ বলেছেন: স্পেশালিস্ট হিসেবে কাদেরকে দেখতে চাইছেন স্যার? আর তাদের আনবেই বা কারা? স্পেশালিষ্ট হিসেবে তাদের নিয়োগকর্তা তো জেনারেল নুরুদ্দীনের(নামটা আমারও সঠিক মনে পড়ছে না) মত লোকেরাই। সমাধান আমরা কিভাবে আশা করি!

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


মিলিটারীর পর একটা আশা ছিলো শেখ হাসিনা; উনি গরু, গাধা দিয়ে সরকার গঠন করে নিজে রাখাল হয়েছেন; উনি সরার পর গৃহযুদ্ধ শুরু হতে পারে।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

সাগর শরীফ বলেছেন: সরকার যেমনভাবে গঠন করেছেন মিলিটারীও তো সাজিয়েছেন তেমন পোষ্য কোটার লোকদের অফিসার বানিয়ে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:




আজকে আমাদের বড় অভিজ্ঞতা হচ্ছে, বার্মার মিলিটারী সরকার ও রোহিংগা; আমাদের দেশের জন্য ৩/৪ হাজার অফিসার ও ৩০ হাজার সৈনিকের রেগুলার মিলিটারী দরকার। আমাদের দরকার সব নাগরিককে মিলিটারী ট্রেনিং দেয়া।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

সাগর শরীফ বলেছেন: ৭১ এ আপনাদের দেশপ্রেমটা ছিল তীব্র তাই দা বটি খোন্তা কুড়াল নিয়েও পাক বাাহিনীর বিরুদ্ধে নেমেছেন। দেশ স্বাধীনও করেছেন। আমাদের জেনারেশনের তো দেশপ্রেম নাই। এত বড় দায়িত্ব নিতে শেখাবেও বা কে?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



জাতি এখন এনার্খীতে ভুগছে, এরা কাউকে বিশ্বাস করবে না, নিজে যা ভালো মনে করে সেটাই করবে, কারো উপর আস্হা নেই; দেশ ইয়েমেনের মতো হয়ে গেছে, মানুষের মন যাযাবরের মতো।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

সাগর শরীফ বলেছেন: তাহলে স্যার, এখন সবাইকে লাইনে আনতে কিম জং উনের মত শাসকের প্রয়োজনীয়তা অনুভব করেন? যদিও তার কর্মকান্ডে তাকে পাগল বলে গালমন্দ কম বেশী সবাই করে। তবে আপনি এখন যেই মতটা দিলেন তাতে করে আমার তো মনেই হচ্ছে যে দেশে কিমের মত শাসক বা শাসন ব্যবস্থা দরকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



কিম মানুষ পালন করছে না, রোবট পালন করছে; মানুষকে চিন্তাহীন, ভাবনাহীন রোবটে পরিণত করেছে মিলিটারী দিয়ে।

দলছাড়া কেহ ক্ষমতায় আসতে পারবে না; আওয়ামী লীগে যদি মানুষের লেভেলে কেহ থাকে, উহা এলে মানুষ হয়তো আবার দেশ নিয়ে ভাববে।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

সাগর শরীফ বলেছেন: সেই চিন্তাহীন ভাবনাহীন রোবটকে তো দুনিয়ার শক্তিধর ট্রাম্প সরকারও সমীহ করে চলছে। তাহলে, চিন্তা ভাবনাযুক্ত মস্তিষ্ক নিয়ে আমরা কি করছি। তাহলে এখানে কি চিন্তা আর ভাবনার সাথে অতি আবেগপ্রবণতাকে জুড়ে দিয়ে সেটাকেই দোষারোপ করা যেতে পারে স্যার।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা হেজবুল্লা ও তালেবানদেরও ভয় পায়; এর অর্থ এই নয় যে, হেজবুল্লাহ বা তালেবানরা বিশ্বের কেহ হয়ে থাকেন।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক সমস্যারই সমাধান সরকার করেছে,কিন্তু সমাধান টেকসই হয়নি বলে সেটাই আরেকটা সমস্যার সৃষ্টি করেছে।
আস্তে আস্তে সব সমস্যারই সমাধান একদিন হবে।পরিবর্তন হতে একটা সময় লাগে।কারো কম কারো বেশি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



পরিবর্তন হতে সময় লাগে? চিকিৎসা ব্যবস্হা, শিক্ষা ব্যবস্হা, বন্যা নিয়ন্ত্রণ, চাকুরী সৃষ্টিতে কি পরিমাণ সময় লাগবে?

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- ৭১ এর পর থেকেই আমাদের দেশ নষ্ট হয়ে যেতে শুরু করেছে। আর এখন তো পচে গলে গেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


এই দেশ আফগানিস্তানের মতো কাবুলীওয়ালাদের দেশে পরিণত হবে।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

জাহিদ হাসান বলেছেন: /:)

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসনের প্রতিটি লোক নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে ও কাজের মাধ্যমে।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বন্যা নিয়ন্ত্রণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের মেগা প্রকল্প (তিস্তা প্রকল্প )হাতে নিয়েছে সরকার ,চীনের সহায়তায়।প্রকল্প শেষ হলে বোঝা যাবে বন্যা কতটুকু দুর হল।

আসলেই কি বন্যা সমস্যার সমাধান হবে,নাকি বন্যার সাথেই বসবাস করার অভ্যাস ঘড়ে তোলতে হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই সবাইকে চীনা ভাষা শিখে, বাংলাদেশে চীনাদের কাজকর্ম করে দিতে হবে।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে প্রায় সবকিছুেই সুপারিশের ভিত্তিতে হয়, যেটা সেই ছাত্রীর ভর্তির ক্ষেত্রে হয়েছে।
সুপারিশের কারণে বড় বড় অপরাধীদেরও শাস্তি হয়না।
সেদিন দেখলাম, এক মহিলা একটা বিভাগের চাকরীতে পদোন্নতি পেয়েছে, যার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছিলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানীরা সৎ-নীতিবান হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ না করে চুরি-দুর্নীতি শুরু করলে তারাও আজ বাংলাদেশের মতোই শোচনীয় অবস্থায় থাকতো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ কাবুলীওয়ালাদের দেশের মতো হয়ে যাবে।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন: টাকা আছে। ব্যাস, কাজ করিয়ে নেব। নিজেরা কেন করবো...

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



এটা করতে গিয়ে আমেরিকান সাধারণ মানুষ চীনের কাছে ধরা খেয়ে বসে আছেন!

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

ঢাবিয়ান বলেছেন: জেনারেল নুরুদ্দিনে মত লোকদেরই সেনাবাহিনীতে পদন্নোতি দেয়া হয়।আর যাদের চাইলেও কেনা যায় না তাঁদের পদোন্নতিও হয় না। কোনমতে কর্নেল হয়ে অবসরগ্রহন করতে হয়। এটাই এই দেশে অলিখিত নিয়ম।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



এটা ঠিক আছে, যারা ক্যু করতে পারে, তাদেরকে উপরে যেতে দেয়া ভয়ংকর ব্যাপার; আরেকটা জিয়া, আরেকটা এরশাদ বানানোর দরকার কেন !

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

আমি সাজিদ বলেছেন: আপনার ইদানীংকার লেখা পড়লে মানুষজন পেসিমিস্ট হতে বাধ্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


দেশের শতকরা কতজন চাকুরীজীবি নিজ বেতনে চলে, ছেলেমেয়েকে পড়ালেখা করাতে সমর্থ, কতজন পরিবারের সাথে বসবাস করতে সমর্থ?

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

কল্পদ্রুম বলেছেন: আপনি লিখেছেন, "...এই ধরণের সমস্যার সমাধান তিনি করতে পারবেন না।"

ঐ মেয়েকে অবৈধভাবে চান্স দেওয়াতে কি উনি বাধ্য ছিলেন? উনি কি চাইলেই না করতে পারতেন না?

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:



না করলেই সঠিক হতো; অন্তত: উনি নিজের জায়গা থেকে নতুন একটা সমস্যা সৃষ্টি করা থেকে নিজকে রক্ষা করতে পারতেন!

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৩

সাবিনার বচন বলেছেন: এই দেশের মন্ত্রীরা গর্ব করে ক্যামনে ? ধুমধাড়াক্কার জীবন যাপন করে ক্যমনে! তাদের নিজ নিজ সেক্টরে এত শত সমস্যা~~~~~~~ :(

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

চাঁদগাজী বলেছেন:




ওরা সমস্যা বুঝার মতো দক্ষ নয়।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বজন প্রীতির সমস্যা সম্ভবত মূলত প্রাচ্যের আবিষ্কৃত সমস্যা। এটা আমাদের সংস্কৃতির সমস্যা সম্ভবত। এটা থেকে মুক্তি পেতে কয়েক শতাব্দি লাগতে পারে। আমাদেরকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মন দিতে হবে। মেধার অভাব নেই। অভাব বুদ্ধির আর সঠিক থিংক ট্যাঙ্কের।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় স্বজনদের রেফারেন্সে চাকুরী হয় বেশী; বাবা চাকুরী করলে, সেখানে ছেলেমেয়ে চাকুরী পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.