![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এক সময় চীনারা কলকাতার রাস্তায় বসে দাঁত ফেলতো, বাড়ী বাড়ী ফিয়ে কাপড়, হাতের চুড়ি, পায়ের আলতা বিক্রয় করতো; এখন তারা বোয়িং'এর সকল উড়োজাহাজের পাখা ও সকল পার্টস তৈরি করছে; আমেরিকান "তেসলা" গাড়ী তৈরি করে দিচ্ছে; আমেরিাকয় যারা বোয়িং'এর পাখা বানাতো, তারা এখ ওয়ালমার্টে ক্যাশিয়ার, ম্যাকডোনাল্ড'এ হ্যামবার্গার বানাচ্ছে; আমেরিকা ধরা খেয়ে বসে আছে।
এবারের করোনায়, আমেরিকার ৬কোটী মানুষের চাকুরী চলে গেছে; গত সপ্তাহে ১৫ লাখ মানুষ তাদের আগের চাকুরীতে ফেরত যেতে পেরেছে; আমেরিকান সরকার ইহাকে বলছে, "সরকার ১৫ লাখ নতুন চাকুরী সৃষ্টি করেছে"; বাজাও ঢোল ট্রাম্প মিয়া, ঢোল বাজাও; চীনে করোনায় কারো চাকুরী যায়নি, ঢোল বাজানোর জন্য কেহ সময় পাচ্ছে না।
এখন চীন থেকে বেশী লাভবান হচ্ছে বার্মা, বাংলাদেশ, শ্রীলংকা, মরিসাস ও আফ্রিকার অনেক দেশ; এরা মনে হয় ধরা খেতে যাচ্ছে। চীনারা নিজের মানুষকে চাকুরী দিচ্ছে ৩য় বিশ্বের বড় বড় প্রজেক্টে; আসলে, এসব ৩য় বিশ্ব ও আমেরিকার মতো ১ম বিশ্বের মানুষ হয় "বেকর" হয়ে যাচ্ছে, কিংবা নিজ দেশে কমবেতনে ছোট চাকুরী করছে।
পদ্মাসেতু নির্মাণ ও আমাদর চীন থেকে লাভ করা নিয়ে, আমার ১ পোষ্টে একজন ব্লগার অনেকটা বিদ্রুপ করে একজন ব্লগার কমেন্ট করেছেন যে, বাংলাদেশের কাছে টাকা আছে, সেইজন্য চীনাদের দ্বারা কাজ করায়ে নিচ্ছে! সময় আসবে টাকা থাকবে না, সেতুর মেরামত করানো কঠিন হয়ে যাবে।
বার্মার লোকেরা এখন নিজের জমিতে চীনা এগ্রিকালচারেল কোম্পানীর চাকুরী করছে; চীনারা ও বার্মার মানুষ খুশী; রোহিংগা নিয়ে বার্মার আভ্যন্তরীণ ব্যাপারে চীনারা হস্তক্ষেপ করছে না; আবার, চীনারা আমাদের পদ্মাসেতু ও অন্য ইনফ্রাষ্ট্রাকচার তৈরি করে দিচ্ছে; সেজন্য রোহিংা নিয়ে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে না; এতে সবার লাভ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগ, মিডিয়া, ইউনিভার্সিটিগুলো, মেডিক্যাল কলেজগুলো দেখেন, তরুণরা কোন ডিকে যাচ্ছে?
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১
এ.এস বাশার বলেছেন: বিশ্ব ডিজিটালাইজড হয়েছে.....এজন্য টেকনিক্যাল পারফর্মেন্স তুঙ্গে......
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশীদেরটা তুংগে, নাকি বংগে?
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬
আমি সাজিদ বলেছেন: ব্রিটিশরাও তো ডুবছে মনে হচ্ছে। চায়না পুরো পৃথিবী গ্রাস করে ফেলেছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
অশুভ সময়, চীনা মানুষদের কোন ব্যক্তিত্ব নেই।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
সাজিদ উল হক আবির বলেছেন: দিন দুই আগে দেখলাম খালেদা জিয়ার ১৫ অগাস্টের "ভুয়া জন্মদিন" এ "ভুল করে" শুভেচ্ছা জানানোর জন্যে চীনা দূতাবাস দুঃখ প্রকাশ করেছে , কিন্তু ১৫ অগাস্ট যে জাতীয় শোকদিবস, এর কোন উল্লেখ বিবৃতিতে ছিল না যদ্দুর জানি। চীন কি বাঙ্গালীদের বন্ধু, না বাংলাদেশীদের বন্ধু? আপনার কি অভিমত?
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
চীনারা বন্ধুকে খেয়ে ধন্যবাদ দেয় হাড্ডিকে
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০
অনল চৌধুরী বলেছেন: এক সময় চীনারা কলকাতার রাস্তায় বসে দাঁত ফেলতো, বাড়ী বাড়ী ফিয়ে কাপড়, হাতের চুড়ি, পায়ের আলতা বিক্রয় করতো;[/sb তত্যের উৎস কি?
চীনারা সারা পৃথিবীতে গিয়ে কাজ করতো। বৃটিশ-এ্যামেরিকানদের মতো আদীবাসী হত্যা করে দেশ দখল করতো না।
কলকাতাসহ সারা পৃথিবীতেই চীনা শহর আছে।
ছোটোবেলায় ঢাকাতেই অনেকে চীনাকে দেখেছি চীনা খাবারের দোকান চালাতে আর লীফা নামে ড্রাই ক্লিনার্সের ব্যবসা করতে। এখনো বায়তুল মোকারারম- এ সেটা আছে , তবে চীনারা নাই।
কলকাতার চীনারা তাদের বসবাসের মূল জায়গা ট্যাংরায় খাবার আর জুতা বানানোর ব্যবসা করে। অনেকের বিউটি পার্লারও আছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ওরা সব ধরণের কাজ করতো, এখনো করে; এবং সব কিছু খায়, মানুষও খায়।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০
আখেনাটেন বলেছেন: চীনারা খুবই পরিকল্পিতভাবে এগুচ্ছে.......আগে যেখানে কপি-পেস্টের আঁতুরঘর ছিল, সেখানে এখন উদ্ভাবনী প্রযুক্তির ছড়াছড়ি....অনেক ক্ষেত্রে ইউএসকেও টেক্কা দিচ্ছে। নব্বইয়ের দশক থেকে ব্যাপক হারে রিসার্চ ও ডেভালভমেন্টে বিনিয়োগের ফসল এখন ঘরে তুলছে.....কয়বছর আগে তা মাথাপিছু না হলেও টাকার অংকে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে...দুই দেশই শতকরা হিসেবে (২ শতাংশের উপর) প্রায় একই পরিমান অর্থ ব্যয় করছে...হুয়াই, টেনসেন্ট, বাইদু, আলিবাবা, বাইটড্যান্স ই্ত্যাদি টেক কোম্পানীর উদ্ভাবনী চিন্তা ও প্যাটেন্ট পশ্চিমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে.....
টাইমসের ইউনি র্যাংকিং এ এবারই প্রথম কোনো চীনা বিশ্ববিদ্যালয় টপ ২০ তে প্রবেশ করেছে.....। এগুলো চীনাদের বিস্ময়কর উত্থানকে নির্দেশ করে.....যদিও তা ভবিষ্যত পৃথিবীর জন্য আশির্বাদ নাকি অভিশাপ হবে সময়ই বলে দিবে........আমাদের পিএমও সেটা টের পাচ্ছে বলেই ভারতের পাশাপাশি ব্যলেন্স করার জন্য চীনকেও পাশে রাখতে বাধ্য হচ্ছে.........ভারতের নাখোশ হওয়া সত্বেও।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
চীনাদের ম্যানুফেকচারিং টেকনোলোজী স্বয়ং বিধাতার চোখে ধাঁ ধাঁ লাগাতে পারে; তবে, ওদের ব্যক্তিত্ব ও মানবতা নেই, মানব সমাজ ওদের হাতে ধ্বংস হবে।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭
আমি সাজিদ বলেছেন: গোটা পৃথিবীকে চায়না ভালো টেকনোলজি দিয়েছে? নাকি সস্তা নকল পন্য দিয়েছে?
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
বিশ্বকে দিচ্ছে খোঁড়া ঘোড়া আর করোনা।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার মনে হয় ,
সময় এসে যাচ্ছে মান্দারিন ভাষা শেখার।
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানরাই শিখছে, ব্যবসা যেভাবে চলচে, মান্দারীণ আমামদের মাতৃ ভাষা হয়েও যেতে পারে।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮
আমি সাজিদ বলেছেন: দুনিয়ায় বড় বড় প্রযুক্তিগত বিপ্লব থেকে শুরু করে অন্যান্য বড় ঘটনায় চীন সভ্যতার অবদান কতটুকু আমার জানা নাই৷ দুনিয়া ব্যালেন্স করার মতো বিষয়টা চীনকে নিয়ে ভাবনায় আসে না৷ চীনের কথা ভাবলেই আমার সস্তা খেলনা, বাজে কোয়ালিটির ইলেকট্রনিক পণ্য, শুয়োরের কথা আর পেনিসের সাইজ বাড়ানোর জন্য গন্ডারের শিঙের গুড়ো চায়ের সাথে মিশিয়ে খাওয়া জাতির কথা মনে হয়৷ গোটা দুনিয়ার উচিত চায়নাকে একঘরে করে রাখা কারন করোনা নিয়ে চায়না নিয়মিত ভুল তথ্য দিয়ে গেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
করোনা ওরা এক্সপোর্ট করেছে; উহান থেকে বেইজিং প্লেইন যেতে দেয়নি; কিন্তু প্লেইন গেছে রোম, মাদ্রিদ, বার্লিন, নিউইয়র্ক, ব্রাজিল।
কোন চীনা আপনাকে সালাম দেবে না, কোন চীনাকে দেখলে আপনিও সালাম করবেন না।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪২
অনল চৌধুরী বলেছেন: ওরা সব ধরণের কাজ করতো, এখনো করে; এবং সব কিছু খায়, মানুষও খায়- চীনারা মানুষ খায়? এরকম মিথ্যা বলার কারণ কি?
প্রতীক অর্থেও যদি বলেন, তাহলেও আগে নাম আসবে সন্ত্রাসী এ্যামেরিকার, যারা দেশে যেশে কোটি কোটি মানুষ হত্যা করেছে তাদের সম্পদ লুট করার জন্য।
সবার আগে এ্যামেরিকা নামে দেশটার ১৫ কোটি মানুষ খেয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
চীনারা আধা মানব।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:২৯
অনল চৌধুরী বলেছেন: চীনারা মানুষও খায়- একথার উত্তর দেন।
এ্যামেরিকানরা কতো চীনা মেরেছে কোরিয়া, ভিয়েতনাম আর ১৯০০ আর ১৯৪৮ সালে দলবল নিয়ে চীনে হামলা করে, সেটা জানেন?https://en.wikipedia.org/wiki/Eight-Nation_Alliance
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
চীনা বিপ্লবের পর, মহা দুর্ভিক্ষে চীনারা অনেক মৃত মানুষ খেয়েছে।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২২
রাশিয়া বলেছেন: এই আমেরিকান বুড়া গাধা আল্লাহ সম্পর্কে অবমাননাকর মন্তব্য দিয়ে যাচ্ছে আর মডুরা কি ঘুমায়? এখন কোন উগ্রবাদী যদি এই ব্লগ পড়ে জিহাদী আবেগে ছুরি কাচি নিয়ে জাদীদ ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তবে দোষ কি অভিযোগকারীর হবে?
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
রগকাটার পেশায় আছেন?
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
রাশিয়া বলেছেন: রগকাটা কোন পেশা নয়। এটি একটা সন্ত্রাসী কর্মকান্ড, আগে শিবির করত, এখন ছাত্রলীগ করে। আমি এর আগে বলেছিলাম সামু ব্লগের মডুরা ইসলামের অবমাননামূলক ব্লগ ও মন্তব্যকে প্রশ্রয় দেয়। কেন, তা-ও ব্যখ্যা করেছিলাম। জবাবে ওনারা আমাকে আইনের ভয় দেখিয়েছিল। আজকে সেটাই আবার তাদেরকে মনে করিয়ে দিলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
আমি ইন্জিনিয়ার, আপনার পেশা কি?
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: মানুষের বর্তমানটাই আসল।
এখন চীনারা খুব ভালো আছে। ভারত, মালোশিয়া, থাইল্যান্ড আর তাইওয়ানে চীনারা বেশ জাকিয়ে বসেছে।
পৃথিবীর যে দেশের যাবেন সব খানে চীনের জিনিসপত্র। চীনকে টাকা দিয়ে যা বানাতে বলবেন তাই বানিয়ে দিবে। চীন চালাক জাতি। পুরো পৃথিবীকে শুয়ে নিচ্ছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
ওরা আমাদের গ্রহের শত্রু।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২০
রাশিয়া বলেছেন: আমি কোন পেশাজীবি নই। পেশা জিজ্ঞেস করলে বলব আমি চাকর। আমার কিছু স্কিল আছে - সেগুলো ব্যবহার করে মালিকপক্ষ কোটি কোটি টাকা কামায়, তার একটা অংশ আমাকে রেমুনারেশন হিসেবে ফিক্সড করে দেয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
রগকাটাও কি আপনার পেশের মাঝে পড়ে?
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
রাশিয়া বলেছেন: আমি আগেও বলেছি রগকাটা কোন পেশা নয়। তারপরেও মূর্খের মত এক প্রশ্ন বার বার করে যাচ্ছেন। আমি শিবিরও করিনাই, ছাত্রলীগও করিনাই। আমি স্কিল বেচে খাই, ওটাই আমার পেশা। আর কোন পেশার সাথে জড়িত নেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
যাকগে, ব্লগিং আপনাকে সাহায্য করতে পারবে না।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৬
শাহ আজিজ বলেছেন: লেটেসট: শি জিন পিং তার সেনাবাহিনির শীর্ষ পদে যারা আছেন তাদের পরিবর্তন করতে যাচ্ছেন । আরেকটি থিয়ান আন মেন স্কয়ার বিপ্লবের আশংকা করছে চীনা নেতৃত্ব । চীনে আন্তঃ অর্থনীতি ভাল না । জাপানি, কোরিয়ান , তাইওয়ান শিল্প কারখানা সরিয়ে নিচ্ছে অন্য দেশে । আমেরিকা অন্যদের নিয়ে গর্জন করছে দক্ষিন চীন সমুদ্রে । অরুনাচল দাবি করেছে চীন । আসলে চীনে নেতৃত্বে আন্তঃ কোন্দল শুরু হয়েছে করোনার পরেই । ৮৯ সালেও একই ব্যাপার ঘটেছিল , তখন আমি চীনে । দেখা যাক কি দাড়ায় ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮
চাঁদগাজী বলেছেন:
দেশের সাধারণ জনতা আধা সোস্যালিষ্ট, দলের লোকেরা ক্রিমিনাল ক্যাপিটেলিষ্ট, ভয়ংকর অবস্হা।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৭
জাহিদ হাসান বলেছেন: চাকরি নিয়ে আমি ভাবি না। আমি অনার্সে তৃতীয় বর্ষে আছি।
পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাড়ানোর জন্য ছোট ব্যবসা করার ইচ্ছা আছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
একটা সমবায় করেন।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮
জাহিদ হাসান বলেছেন: আমেরিকার এই দুরাবস্থার জন্য একমাত্র দায়ী ওই ট্রাম্প। তবুও আমেরিকানরা আবারও তাকে ভোট দিয়ে জিতাবে। হ
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প রেসিজমকে এমনভাবে উসকানী দিয়েছে যে, আমেরিকার ২০০ বছরের অর্জন হাৈয়ে যাবার পথে।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে কিছু চীনা লোককে গুলশান, গুলিস্তান আর মতিঝিলে দেখি- চায়না মোবাইল বিক্রি করতে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
চীন থেকে ও অন্য দেশ থেকে টাকা এনে আমেরিকা ও কানাডার সব সম্পত্তি কিনে ফেলছে চীন সরকারের লোকেরা।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯
শূন্য সারমর্ম বলেছেন: কুটবুদ্ধিতে ১৯-২০ পার্থক্য চীনাদের সাথে বাঙালীর। তবে চীনাদের কাছে ধরা খেয়ে যাবে স্কিলে, রাজকীয় ভাবসাবে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের অবস্হা অনেকটা বার্মার মতো হয়ে যেতো, যদি আমাদের মানুষ কম হতো।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫
জাহিদ হাসান বলেছেন: রাশিয়া এই নিকের লোকটা হয় আনসারুল ইসলাম না হয় দাওলাতুল ইসলাম (আইএস)
এর সাথে যুক্ত। সে যেই ভাষায় কথা বলেছে তা অরগানাইজড টেরোরিস্টরা অনলাইনে এসে এভাবে বলে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো জাতির জন্য অভিশাপ
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯
নূর আলম হিরণ বলেছেন: রাশিয়া এই লোকটি খুব সচেতন ভাবে অন্যকে খুন করার রসদ যুগিয়ে দেয়। এই মানুষ/জঙ্গি খুব সহজে সামনে পেলে চাঁদগাজিকে চুরি মেরে দিতে কার্পণ্য করবে না।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
দেশে এদের সংখ্যা বাড়ছে।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
জাহিদ হাসান বলেছেন: সে এরপরে আমার পিছনে লাগবে ।
এজন্যই এদের এড়িয়ে চলি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে এদের করার কিছু নেই, নিজের থেকেই হতাশ হয়ে যাবে।
২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪২
অনল চৌধুরী বলেছেন: চীনা বিপ্লবের পর, মহা দুর্ভিক্ষে চীনারা অনেক মৃত মানুষ খেয়েছে- প্রমাণ দেন। একথা আপনি ছাড়া কেউ বলেনি।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮
চাঁদগাজী বলেছেন:
দেখি, যারা খেয়েছে, তাদের কাউকে খুঁঝে পাই কিনা।
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নিকট ভবিষ্যতে চীন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবেই এবং আমেরিকার পরাজয় হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২০
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প আমেরিকান স্পিরিটকে থামিয়ে দিয়েছে, আমেরিকা পেছনে পড়ে থাকবে কিছু সময়।
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৭
অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার দুই সন্ত্রাসী গ্রিন বেরেট সৈন্য ভেনিজুযেলায় সন্ত্রাস করতে গিয়ে ২০ বছরের জেল খাটছে।
আর কাল ধরা পড়েছে আরেকটা ।
করোনায় মরেছে ২ লাখ।
মোট মরবে ১ কোটি ৬০ লাখ।
আপনি ৩ দিন ধরে গায়েব কেনো?
কিউবায় গেছেন নাকি ছবি তুলতে?ভেনেজুয়েলায় মার্কিন গুপ্তচর আটক
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমার শরীর ভালো নয়; ষ্ট্যাটাসও জেনারেল; ব্লগের বেশহির লেখাও অপ্রয়োজনীয়; তাই, একটু পেছনে পড়ে যাচ্ছি।
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭
অনল চৌধুরী বলেছেন: আপানার দেশী এই মহিলা ভারতের যোগ গুরুদের কাছে থেকে ব্যায়াম শিখেছে।।
তার ভিডিওগুলি দেখে প্রতিদিন সকাল-বিকাল ১৫ মিটি করে যোগ করেন।
তাহলে শরীর ভালো থাকবে।
KinoYoga
১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ
২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: জনসংখ্যার কারণে ৫০ থেকে ১০০ বছর পরে বিশ্ব অর্থনীতি ভারত ও চীনের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। সরকারি নীতি আর আমাদের ব্যবসায়ী শ্রেণীর অসততার কারণে ও মেধার অভাবে অনেক কাজ চীনের কারিগররা করছে যা করার যোগ্যতা আমাদের তরুন প্রজন্মের ছেলে মেয়েদের আছে। তরুণদের সঠিক দিক নির্দেশনা দেয়ার কেউ নাই। তরুণদের আমি বেশী দোষ দেই না তাদের বয়সের কারণে। আমরা কেন এত আমদানি নির্ভর। যে জিনিসগুলি আমদানি করি তার সিংহভাগ এদেশে তৈরি করা সম্ভব। শিল্পায়ন না হলে আমাদের মতো জনবহুল দেশে বেকারত্ব সমস্যা কখনও যাবে না। চীনারা বহু আগেই কুটির শিল্প বাদ দিয়ে ভারী শিল্পে গেছে। অথচ আমারা এখনও ছোট ইঞ্জিনিয়ারিং প্রকল্প নিজেরা করতে পারছি না। উদ্যোক্তারা এদেশে মেধাবী না। এদেশের অনেক বড় উদ্যোক্তা সরকারি পৃষ্ঠপোষকতায় লুটপাটে ব্যস্ত। ব্যবসার চেয়ে এদেশে লুটপাট সহজ প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য। দেশীয় প্রযুক্তির উন্নয়নে আমরা এমন কি ভারতের চেয়েও অনেক পিছিয়ে আছি।
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাচিন্তা অনাধুনিক, বিশ্বে এখন আধুনিক ভাবনার যুগ।
৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
খাঁজা বাবা বলেছেন: পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর সহ অন্যান্য প্রকল্পে চিনারা ড্রাইভার, লেবার সুপারভাইজার পর্যন্ত চীন থেকে নিয়ে এসেছে। ভারতীয় প্রকল্প গুলিতে হাজার হাজার ভারতীয় শ্রমিক কাক করছে। আমাদের দেশে কি লোকের অভাব? আমাদের সরকার এগুলো এলাউ করলো কেন তাই ভাবি।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
আমাদের ব্লগারেরা, সরকার, প্রশাসন ও জনতা এই সোজা ব্যাপারগুলো বুঝে না, এটা লিলিপুটিয়ান জাতি।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জ্ঞান-বিজ্ঞান চর্চার কোন বিকল্প নেই।
টেকনোলজি ই পারে সুন্দর একটি দৃশ্য নির্মাণ করতে