| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
বিভিন্ন সময়ে কিছু কিছু  ব্লগার আমার নামে অভিযোগ করেছেন যে, আমি কমেন্টে গালি দিই; এই অভিযোগগুলোকে আমি কখনো গায়ে মাখিনি; কারণ, আমার ধারণা, গালি বলতে যা বুঝায়, তা আমি কোন ব্লগারকে দিইনি। গত সপ্তাহে, নতুন করে আবার একজন ব্লগার বললেন যে, আসলে, আমি ব্লগারদের গালি দেই বলেই, বেশ কিছু ব্লগার আমার সাথে আছেন সব সময়, এবং কমেন্ট করে আমার  ব্লগিং চালু রেখেছেন; আমি গালি না দিয়ে, ভদ্রভাবে ব্লগিং করলে, আমার ব্লগিং নাকি নিজের থেকেই ফুরিয়ে যাবে, ফিনিতো, কাপুত হয়ে যাবে।  উনি শিক্ষক মানুষ, উনার অভিযোগ সিরিয়াসলী নেয়ার দরকার; তাই, এই ধরণের পোষ্ট।
বাংগালীরা অভিযোগ করেন, ইহা বাংগালিত্বের চিহ্ন; হয়তো, তাই করেছেন; তবে, ইহা আমার বিশ্বাস হয় না; কারণ, আমি কোনকালে কোন ব্লগারকে গালি দিইনি; আমি নিজের মতো করে কিছু শব্দ ব্যবহার করে, সময় সময় উদ্ভুত পরিস্হিতে কোন কোন ব্লগারকে  সামান্য ভৎসনা করেছি; এবং এই শব্দগুলো আসলে ভদ্র সমাজে ব্যবহার করার মতো: ম্যাঁওপ্যাঁও, লিলিপুটিয়ান, পিগমী, মুরগীর মগজ,  গুহামানব, ডোডো পাখী, ইত্যাদি; এগুলো কি বাংলা ভাষার গালীর মতো কিছু? 
আমার বিপক্ষে যেতে পারে এমন একটা বিষয় হচ্ছে, কেন আমার ৬টা নিক এডমিনরা ব্যান করেছেন বিবিধ সময়ে, এবং কেন আমাকে কিছুদিন পরপরই জেনারেল করা হয়! ইহার ব্যাখ্যা খুবই সহজ, সেইসব নিক থেকে আমি এমন কিছু মন্তব্য করেছি যেগুলো ব্লগের  রীতিনীতি ভংগ করেছে ও এখনো মাঝে মাঝে করে, এসব কমেন্টে গাল ছিলো না; গালের জন্য আমার কোন নিক ব্যান খায়নি। ২ দিন আগে আমার ১ টা কমেনট মুছে দিয়েছেন এডমিন, আমি নোটীশ পেয়েছি; কমেন্টে ছিলো, "উনার মাথায় বুদ্ধির চেয়ে উকুন বেশী আছে, মনে হয়"; আমি কোনদিন কোন নারী ব্লগারকে মনোকষ্ট দিইনি, উনারা আমার উপর রেগে গেলে, আমি চুপ হয়ে গেছি সব সময়, ব্লগার শায়মা হয়তো এই ব্যাপারে বলতে পারবেন। 
একই ব্লগার আরো একটা অভিযোগ করেছেন , উনি ধরেই নিয়েছেন যে, আমি "মালটি নিক" ব্যবহার করে নিজের পোষ্টে কমেন্ট করি; আপনাদের কারো মনে এই এই ভাবনা এসেছে কোন কালে? এর আগেও এই অভিযোগটি আসতো মাঝে মাঝে; ব্লগে কার মালটি নিক আছে, এডমিনরা জানার কথা। ফলে, এই ধরণের অভিযোগ করার আগে ব্লগিং ও ব্লগারদের সম্পর্কে একটি পরিস্কার ধারণা থাকার দরকার আছে; আমার বিপক্ষে এই ধরণের ভুল অভিযোগ আসলে উনার অনেক দুর্বলতাকে আমার সামনে নিয়ে এসেছে।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন: 
 শিশু পার্কে যাওয়া হয় না।
২| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:০৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ব্লগের এখন পাঠক খুবই কমে গেছে । 
হাতেগোনা কয়েকজন মাত্র এখন ব্লগ পাঠ করেন। 
আফসোস!
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:০৫
চাঁদগাজী বলেছেন: 
ব্লগে অনেকের ভাবনাচিন্তা বেশ বোরিং, আধুনিক নয়; আধুনিক মনের পাঠকও কম।
৩| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০২
আমি সাজিদ বলেছেন: এককাজ করুন, ব্লগিং বন্ধ করে দিন। আমিও আর আসবো না ভাবছি।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমার শরীর ভালো নয়, আমি ব্লগ ছাড়া অন্য কিছু পড়ি না; ফলে ছাড়া কঠিন হবে। সামুতে আমার প্রথমদিন থেকেই ইহার শুরু ছিলো, অবস্হা তখন অনেক খারাপ ছিলো; আমার অসুবিধা হয়নি।
ব্লগ ছাড়িয়েন না।
৪| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫২
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সমালোচনা নেয়ার মানসিকতা সবার নেই। আর সবার মতামত আমলে নেয়ারও কোনো মানে নেই।নিজে নিজের কাছে পরিস্কার থাকলেই চলবে।মন খারাপ করবেন না।আপনার জন্য শুভকামনা রইলো।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ।
উনি একজন শিক্ষক; তাই, বাকীদের মতামত নেয়ার কথা ভাবলাম।
৫| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫৬
জাহিদ  হাসান বলেছেন: আপনি তো ভালোই লিখেন সব সময়। কাউকে ছোট করেছেন বলে মনে হয় না। 
তবে ধর্মান্ধ ও কুসংস্কারগ্রস্থ মানুষ দেখলে হেয় করেন, তবে এটার দরকার আছে। নাহলে এরা নিজেদের শোধরাবে না।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশ সরকার ও প্রশাসনের অদক্ষ মানুষেরা জাতিকে পেছনে নিয়ে; সমাজে থাকা অদক্ষরা পুরো সমাজকে ভেঁড়া বানাচ্ছে।
৬| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০৩
জাহিদ হাসান বলেছেন: নুরুল ইসলাম নিকটি কি আপনার?
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন: 
এক সাথে, সামুতে বা অন্য কোন ব্লগে আমার একাধিক নিক ছিলো না; এডমিনরা তা জানতেন। আমার অনেক নিক ব্যান খেয়েছে, একটা ব্যান খেলে অন্যটা করেছি।
৭| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০৭
জাহিদ  হাসান বলেছেন: 
  
এটা দেখার পরে আমার মধ্যে কনফিউশন জেগেছে। ওই নুরুল ইসলাম নিকটি আপনারই কিনা। 
আপনি হয়তো চাঁদগাজী নিকে কমেন্ট করতে গিয়ে ওই নিকে লগইন করে ভুলে কমেন্ট করে ফেলেছেন।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন: 
না, এক সাথে, আমার কোনদিন ২ টি নিক ছিলো না।
৮| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
একটি  মাত্র নিক আছে সেটাই ব্যবহার করার সময় পাই  না।
 মানুষ এত সময় কোথায় পায় যে একাধিক নাম ব্যবহার করে পোস্ট করবে পোস্ট রচনা করা হতো একেবারে সহজ কাজ নয়।
 ্যে্য্যে্্যে্য্যে্যে্যে্য্য্যে্য্যে্্যে্য্যে্যে্যে্য
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন: 
ব্লগিং'এর শুরুতে অনেক গোলমাল হয়েছিলো, এসব ওদের আবিস্কার ছিলো।
৯| 
১০ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি মনে করি আপনার একটা নিজস্ব স্টাইল আছে ব্লগিং করার ক্ষেত্রে যারা এটা বুঝতে অক্ষম তারাই গালি মনে করে এবং আপনাকে অবজ্ঞা করে। আপনার এই স্বাতন্ত্র স্টাইলটা আমাকে মুদ্ধ করে বলেই আপনাকে আমার ভালো লাগে।
ভালো থাকবেন নিরন্তর।
 
১০ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:১৪
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ।
বেশীরভাগ শিক্ষিত বাংগালীও অভিযোগ করারআগে ভেবেচিন্তে করেন না।
১০| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১৯
জাহিদ  হাসান বলেছেন: 
এই যে আপনার প্রিয় ডোডো পাখি। ব্লগে এখনো অনেক ডোডো পাখি আছে।
আপনার কাজ চালিয়ে যান।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন: 
আমি শ্লো হয়ে যাচ্ছি, আমার শরীর ভালো নয়।
১১| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০৬
জাহিদ হাসান বলেছেন: আপনি এই ব্লগটাকে জীবিত রেখেছেন। আমি না থাকলে এটি গোরস্থান হয়ে যাবে।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশের বেশীরভাগ ব্লগারেরাও অনেকটা গুহামানবের কাছাকাছি, এদের ধ্যান-ধারণা শিক্ষি্ত বিশ্বের মতো নয়।
১২| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০৮
সাহাদাত উদরাজী বলেছেন: ধুর মিয়া ভাই, কে কি বলল, সেটা নিয়ে আর না ভেবে নিজের মত করে চালিয়ে যান, আপনি আপনার কথা বলুন, আপনি যেখানে যাকে ইচ্ছা বলুন। কে কি মনে করলো তাতে আসলে কারোই কিছু যায় আসে না। হাজার হাজার ছেলে মেয়ে আগে ব্লগিং করতো, এখন অনেকেই আর নাই, কারো কথা শুনে আপনিও নাই হয়ে গেলে চলে না। 
তবে যারা কিছু লিখলেই চ্যাত করে মাইন্ড করে ফেলে তাদের ক্যাটাগরী করে তাদের পোষ্টে যাওয়াই বাদ দেন, এরা মুলত ব্লগার না, আসে লিখে সময় পার করে, এই তো এবং একদিন বিদায় হয়ে যায়। আপনি আপনার মত করেই থাকুন, জবাব দিহীতার কিছু নাই। 
পোষ্টে কে কি কমেন্ট করবে সেটা তার ব্যাপার, আমরা লিখে ফেল্লেই বা প্রকাশ হয়ে গেলেই সেটা উন্মুক্ত সবার জন্য। আপনি কষ্ট করে পড়ে যদি আপনার কিছু বলার থাকে তবে বলে যাবেন এবং সেটা লেখকের ভাল না লাগলে মুছে ফেলবে, ফেলুক। এই সব নিয়ে যারা মাইন্ড খায় তারা মুলত জাতের লেখক বা ব্লগার না! আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। 
অন্য দিকে কিছু আছেই, যাই লিখবেন, যাই ছবি দেবেন, কবিতা গল্প যাই লিখবেন, এরা আপনাকে মন্দ বল্বেই। এটা মুলত অনলাইনে এক শ্রেনীর মানুষের অভ্যাস, যা বয়সকালে আবার ঠিক হয়ে যায় এবং এমন করার কারনে এরা অবশ্য একঘরে হয়ে পড়ে। 
যাই হোক, আমি সামুতে অনেক দিন ধরে নিয়মিত, অনেক কিছু দেখি, পড়ি আবার বলি না, বলি। এমনি আছি। তবে আপনার ব্যাপারে আমি মনে করি, আপনি এখনো এই বাংলা ব্লগের একটা নিয়মিত প্রান (প্রান অনেক তবে আপনি একটা)। আমি নিজেই কিছু লিখে আপনি কি কমেন্ট করলেন তা দেখতে আবার বার বার আসি। আপনার কমেন্ট না পেলে মনে হয়, এই লেখা আর কেহ পড়ে নাই! আমি আপনার এই চেষ্টাকে সন্মান করি। 
আপনি কমেন্ট করতে গিয়ে যে সময় দেন তাতে আপনি আরো কিছু লিখে ফেলতেই পারেন, তবুও কমেন্ট করেন। আমি যারা কমেন্ট করে তাদের এই জন্যি সন্মান করি যে, তারা উদার এবং নরম মনের। কমেন্ট করা মহৎ কাজ বটেই, হয়ত আমরা ভুলে যাই কিন্তু দিন শেষে এরাই হিরো, আপনি সেই হিরোই। 
আপনার সুস্বাস্থ্য কামনা করি, অন্যদের কথায় কান না দিয়ে আপনি আপনার মত করেই বাঁচুন।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন: 
আমাকে বুঝার জন্য ধন্যবাদ।
আমি আছি; এখন শরীর একটু খারাপ; ভালো থাকুন।
১৩| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমার নিজের কাছে মনে হয়েছে ভদ্রতার কোন বিকল্প নেই। 
 বিনয়ের কোন বিকল্প হয় না। আমাদেরকে আরও ভদ্র বিনয়ী হতে হবে। আমরা আরো সভ্য হতে চাই।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন: 
সঠিক।
১৪| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৮
আমি সাজিদ বলেছেন: নতুন পোস্ট কই? আপনার পোস্টে দুই একটা কমেন্ট না করলে ইদানীং অনলাইন টাইমটা ভালো কাটছে না।
 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন: 
আমার পোষ্ট সাময়ের পাতায় যাচ্ছে না; বাংলাদেশের (গ্লোব? ) টিকা নিয়ে আপনার পোষ্ট সরালেন কেন?
১৫| 
১১ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৫৭
আমি সাজিদ বলেছেন: সাময়িক পোস্ট ছিল ওটা।
 
১২ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন: 
আচ্ছা; লোকজন গ্লোবের বিপক্ষে কথা বলেছে; কিন্তু মাইক্রোবাইওলোজিষ্ট যে, টিকার প্রসেস শুরু করেছিলো, সেটার খুব একটা দাম দিতে চাহেনি।
১৬| 
১২ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৪৬
আমি সাজিদ বলেছেন: তারা যদি আসলেই বাজারে আনতে পারে তাহলে সারা দেশ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, কিন্তু আছে বৈকি
 
১২ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন: 
বাজারে হয়তো আনা হবে না, কিন্ত জাতির ফার্মার লোকেরা একটা সুযোগ পেতো।
১৭| 
১২ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:২৯
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল থাকুন, শরীরের যত্ন নিন। দেশে আসলে যদি আপনি আমাকে একটু অবহিত করেন তো আমি আপনার সাথে দেখা করতে ইচ্ছুক। আমি চট্টগ্রামের লোক।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১:০০
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ, দেশে এলে আপনার সাথে দেখা হবে, অবশ্যই; আপনি কি এখন চট্টগ্রামে আছেন, নাকি অন্যত্ত্র?
১৮| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আপনার সম্পর্কে অনেকে অনেক ব্লেইম দিয়েছেন কারণ তারা মিথ্যা বলেছেন আর আপনি সত্য। আপনার মাল্টি ব্যবহারের প্রয়োজন নেই। আমি নিজেও মাল্টি ব্যবহার করি না। তবে মাঝে মাঝে মনে হয়, যারা মাল্টি ব্যবহার করেন তাদের বলে দেই আপনি মাল্টি - আমি বলি না। ব্লগাররা যদি মাল্টি খুলে আরাম পায় - পাক। আমার কি? লেখুক ব্লগে যা ইচ্ছা তা, পড়ার মতো হলে পড়বো না হলে পড়বো না। আগে এক সময় ব্লগে আউল ফাউল কিছু লেখা আসলে প্রতিবাদ করেছি, এখন তাও করি না। নিজের লেখা শেষ করার উপায় খুঁজি - উপায় পাই না। আমার কয়েকজন ফ্রি ল্যান্সার লেখক থাকলে আমি শুধু বলে যেতাম তারা লিখে আমার নিকে পোস্ট দিয়ে দিতো - এমনটা হলে ভালো হতো। 
আপনি আপনার মতো লিখে যান। পাছে লোকে কিছু বলে শোনার প্রয়োজন নেই। বয়ষ হয়েছে আমার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না। ব্লগে অপরিচিত কে কি বলেছেন সেসব ধরে বসে থাকলে চলে না। আপনি ব্লগের তুমুল ঝড় তুফানের সময় ব্লগিং করেছেন। - আজকের এসব নিয়ে ভাবার সময় আছে? টিস্যু পেপারের মতো ফেলে দিন ফালতু সব চিন্তা।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। 
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  ভোর ৪:০৬
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ।
সামুতে যারা ব্লগিং করেন, সবাইকে আমার কাছে ব্লগার মনে হয় না; অনেক আছেন, যাদের চিন্তাভাবনায় অনেক ভুল, এরা এমনিতে  এটা সেটা লিখেন, মোটামুটি অপ্রোজনীয় ও ভুল ধারণার ভিত্তিতে।
১৯| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ৮:০৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আপনি কি বলতে পারেন দেশে বালিকা বিদ্যালয় কেন থাকবে? 
আমেরিকায় কি আছে?
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন: 
বেকুবেরা বেশী আবিস্কার করে থাকে সব সময়।
২০| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:১৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: জ্বী ভাই, আমি চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই থাকি, চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন: 
ভালো, দেখা হবে আপনার সাথে।
২১| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুধু জ্ঞানী হলেই হবে না। আচরণ উন্নত হতে হবে। আপনি কাউকে গালি দেন না এটা ঠিক। তবে অনেক কথা গালির চেয়েও মারাত্মক। আপনি হয়তো তা জীবনেও বুঝবেন না। আপনি বহুবার জেনারেল হয়েছেন তাই আপনার বোঝা উচিত কারণ ছাড়া এরকম হয় নাই। এডমিন অকারণে এরকম করে নি। আত্মসমালোচনা থেকে মানুষ নিজেকে উন্নত করতে পারে। মানুষের মুখ ও হাত সংযত থাকা উচিত। মানুষের দেহের অঙ্গভঙ্গিও মারাত্মক আক্রমণাত্মক হতে পারে। কাজেই গালি দেন না এই জন্য আত্মতৃপ্তি ভোগা উচিত হবে না। আপনার শরীর দ্রুত ভালো হোক এই কামনা করছি।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন: 
আপনি কেন ব্লগে আছেন, সেটা আমার জন্য রহস্য
২২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: সামুতে আপনি নায়ক। সব দিক থেকেই। আপনি সামুর জন্য সম্পদ স্বরুপ। এটা একদিন সামু বুঝবে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন: 
আমি সাধারণ ব্লগার, আপনার ও আমার মাঝে ভাবনায় মিল আছে।
২৩| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: 
  
ছবিতে যারা আছে তাদের দুই একজন কি চিনেন?
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন: 
চিনি বলে মনে হয় না; আমার চোখে যেই অবস্হা!
২৪| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চিনি না।
২৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: যার সমালোচনা নেই তারচে' যার সমালোচনা আছে তাকে আমার ভাল লাগে।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
চাঁদগাজী বলেছেন: 
বেশীরভাগ ব্লগার ছেলেমী করছে ব্লগে, এদের ধারণাশক্তি অন্য জাতিগুলোর তুলনায় বেশ কম।
২৬| 
১৪ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: আপনি ইচ্ছা করলে নিজেই একটা ব্লগ দিয়ে দিতে পারতেন।  
আপনি শরীরের যত্ন নিন। পানি বেশি খাবেন। এবং টানা আট ঘন্টা ঘুমাতে চেষ্টা করবেন। জুস খাবেন। গরম গরম স্যুপ খাবেন। নিয়মিত  ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। টেনশন একেবারেই করবেন না।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ২:৩৬
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ।
আমি বংশানুক্রমে একটি রোগ পেয়েছি, যার চিকিৎসায় আমার সময় কেটে গেছে বিদেশে।
২৭| 
১৪ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১:৫১
সাহাদাত উদরাজী বলেছেন: এই পোষ্টে আবারো আসলাম। মুলত আপনার কোন নুতন লেখা খুঁজতে। যাই হোক, আপনি আগে সুস্থ্য হয়ে উঠুন। পরে পোষ্ট কমেন্ট করবেন। (আমার কেন জানি মনে হয় আপনি সাম্নুতে কমেন্ট করা ছাড়া বাঁচতে পারবেন না! হা হা হা!)
আমাকে দোয়া ও ভালবাসায় রাখবেন!
 
১৪ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন: 
আপনার জন্য শুভকামনা রলো।
২৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:২৭
মিরোরডডল  বলেছেন: 
কার কি কথার ওপর বেইজ করে এ লেখা জানিনা, তবে খেলাঘরকে কখনও গালি দিতে দেখিনি । 
যে শব্দগুলো বলা হয় ওটাকে বকা বলা যায় কিন্তু গালি না ।
 
পরিবারে মুরুব্বিরাও জুনিয়রদের বকা দেয় বিভিন্ন শব্দ ব্যাবহারে । 
তাই এটা কোনও বিগ ইস্যু মনে হয়নি কখনও । 
কারণ আমরা জানি সেই শাসন করে বকা দেয়, যে স্নেহ করে ।  
 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন: 
এক শিক্ষক ব্লগার ম্যাঁওপ্যাঁও করায়, এই পোষ্ট
২৯| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০৪
শায়মা বলেছেন: ভাইয়া এই পোস্টটা পড়েছিলাম কিন্তু কমেন্ট করা হয়নি ব্যস্ততায়। 
তোমার উপর কে না  খেপেছে বলো???
অনেকেই খেপেছে তোমার বকা খেয়ে কিন্তু কে না ভালোবেসেছে বলো??? 
আমরা সবাই দু একজন ছাড়া  আর সে দু একজন আসলেও বকা খাবার কাজ করেছে বলেি খেয়েছে বলে আমি মনে করি।
তুমি দেবতা না কিন্তু স্ট্টেইট ফরওয়ার্ড। আর আমরা তোমাকে ভালোবাসি!
আমি অনেক ভালোবাসি।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন: 
আপনার উপর আমার আস্হা সব সময় আছে।
৩০| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০৮
শায়মা বলেছেন: তুমি তোমার মালটি দিয়ে যা ইচ্ছা তাই করো শুধু লরু গরু বা বাবুবাজার বা অতীতের এবং ভবিষ্যতের তাদের মত ছাগলামী তো করো না। কাজেই নো চিন্তা। যে যা খুশি তাই বলুক।
আর হ্যাঁ তুমি নারীদের সন্মান করো। মাঝে মাঝে তোমার ভাষায় যা রুঢ় এবং ভৎসনা মনে হয় সেটাও করো। তাতে আমরা রেগে যাই অনেকেই । আর যা খুশি ঝগড়াও হয়ে যায়।  হা হা কিন্তু তুমি সেসব কখনও মনে রাখো না। কারণ এ এটা বলেছিলো কেনো তাই কতা বববো না তোল থাতে এমন টাইপ ইমম্যাচিউরডও তুমি না।
 তুমি ব্লগে অনেক তাই  পপুলার আর আমাদের চাঁদগাজী ভাইয়া হয়েই থাকবে ওরা না।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৫৪
চাঁদগাজী বলেছেন: 
শিক্ষকেরা সব সময় সঠিক ভাবনার মানুষ; একজন শিক্ষকের ভুল আমাকে কষ্ট দিয়েছে, সেখান থেকে এই পোষ্ট।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:২২
শূন্য সারমর্ম বলেছেন: তলোয়ার নিয়ে গিয়ে কমেন্ট না করে, খেলনা পিস্তল দিয়ে কমেন্ট করলেই চলে।