| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
*** আমেরিকান প্রেসিডেন্সিয়াল ভোটের অফিসিয়েল ফাইন্যাল দিন হচ্ছে, নভেম্বর  মাসের ৩ তারিখ, মংগলবার। কিন্তু অনেক রাজ্যে প্রায় ২ মাস আগের থেকেই ভোট দেয়া যায়; ইহা হতে পারে সশরীরে, কিংবা ডাক যোগে; আজকে(১৯শে সেপ্টেম্বর)  ৬ রাজ্যে মানুষ সশরীরে ভোট দেয়া শুরু করেছেন। ভোটের মাঝেই সুপ্রীমকোর্টের ১ জাজের মৃত্যু হয়েছে; নতুন জাজ বানানো নিয়ে বেশ সমস্যা হবে ২ দলের মাঝে। ***
ট্রাম্পের পরাজয়ের সম্ভাবনা এখন শতকরা ৫৪ ভাগের মতো; ২টি সুইং রাজ্য:  উইসকনসিন ও ফ্লোরিডায় ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়েছে;  করোনা টিকা নিয়ে ট্রাম্পের কথাবার্তায় মনে হচ্ছে যে, টিকা নিয়ে সে খেলছে, সে টিকা আগে আনার জন্য অসৎভাবে চাপ দিচ্ছে; মানুষ এটা পছন্দ করার কথা নয়।
গতকাল, আমেরিকান সংবাদ মিডিয়া, এবিসি'এর ব্যবস্হাপনায় ট্রাম্প এক টাউনহল মিটিং'এ মানুষের সাথে কথা বলেছে; সাংবাদিক'এর মধ্যস্হতায় ট্রাম্প নাগরিকদের প্রশ্নের জবাবে যেসব কথা বলেছে, এগুলো ছিলো ট্রাম্পের আসল স্বরূপ; তার উত্তরগুলো,  তার প্রেসিডেন্সিয়েল কর্মকান্ড, ভাবনা ও মনোভাব প্রকাশ করেছে সঠিকভাবে, এবং তার এই মনোভাব তাকে আগামী ভোটে অবশ্যই পরাজিত করার জন্য যথেষ্ঠ।  
করোনার সময় বিশ্বে ৪ টি দেশে সরকারের বিশৃংখলায় জাতিগুলো পুরোপুরি বিশৃংখলায় নিমজ্জিত হয়েছে, এই দেশগুলো হচ্ছে: আমেরিকা, ব্রাজিল,  বাংলাদেশ ও ভারত। আমেরিকায় প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে, ট্রাম্প ক্ষমতায় থাকলে আরো ২ লাখের বেশী মানুষের মৃত্যু হবে সহজেই।
আমেরিকার সম্পদ, শিক্ষার লেভেল, স্বাস্হ্যসেবার সুযোগের কারণে, এই দেশে সঠিক পদক্ষেপ নিলে, ২ শ'তের বেশী মানুষের মৃত্যু হওয়ার কথা নয়; সেখানে জাতি করোনা নিয়ে এনার্খীর মাঝে আছে এখনো। ট্রাম্পের ভুল রেসকিউ প্যাকজের কারণে, বড় ও মাঝারি কর্পরেশনগুলো ২ ট্রিলয়ন ডলার অকারণে পেয়ে গেছে, ৬ কোটি মানুষের চাকুরী চলে গেছে। 
গত মাসে, ১ মিলিয়ন কারখানার শ্রমিক কাজে ফেরত গেছে; ট্রাম্প বলেছে যে, সে "নতুন ১ মিলিয়ন চাকুরী" সৃষ্টি করেছে; ইহা ভয়ংকর অসততা। আমেরিকানরা কিছু কারণে তাকে রেখে দেয়ার কথা ভাবছিলো: (১) দেশের ক্যাপিটেলিষ্ট সিষ্টেম ম্যানুফেকচারিং কাজ নিয়ে গেছে চীনে (২) সফটওয়ার ও অনেক ডাটা-নির্ভর কাজ চলে গেছে ভারত ও বিভিন্ন দেশে (৩) এইচ-১ ভিসার কারণে আমেরিকান নতুন গ্রেজুয়েটদের চেয়ে বিদেশীরা বেশী চাকুরী পাচ্ছিলো; সর্বোপরি, ডেমোক্রেটদের শক্ত প্রার্থী নেই। 
জর্জ ফ্লয়েড নামে একজন কালো আমেরিকানকে পুলিশ নির্মমভাবে হত্যা করার পর, সারা আমেরিকা প্রতিবাদে ফেটে পড়ে; এতে বড় শক্তি ছিলো সাদা আমেরিকা; ট্রাম্প, তার রেসিষ্ট মনোভাবের কারণে এই প্রতিবাদের বিপক্ষে চলে যায়। প্রতিবাদ চলে ২ মাস; এখনো ছোট আকারে চলছে; প্রতিবাদকে দুর্বল করে দেয় কালো কিছু নাগরিকের লুটপাট ও অগ্নি সংযোগ; ট্রাম্প লুটপাট ও অগ্নি সংযোগকে  পুঁজি করে আগাচ্ছে; ইহা সমস্যা, তবে ইহা তাকে জয়ী করার জন্য যথেষ্ট নয়। 
বেশীরভাগ আমেরিকান বুঝতে পেরেছে যে, ট্রাম্প আমেরিকাকে ডুবায়ে দিয়েছে; যদিও ডেমোদের প্রার্থী শক্ত নয়, তবুও ট্রাম্প আমেরিকা ও বিশ্বের জন্য বিষাক্ত একজন ব্যক্তি, আমেরিকানরা ইহা বুঝার শুরু করেছে।
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
চাঁদগাজী বলেছেন: 
সে পরাজিত হলে আমেরিকা ও বিশ্বের জন্য ভালো হবে; ট্রাম্প, পুটিন, শি জিন পিং, আয়াতোল্লা, মোদী, এরদেগান, বাশার ইত্যাদি বিশ্বের জন্য বিপদজক মানুষ।
২| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৩৩
আমি সাজিদ বলেছেন: সর্দারজী ট্রাম্পকে আগাম পরাজয়ের জন্য অভিনন্দন। এরপর আর পর্নস্টারের সাথে আমেরিকান প্রেসিডেন্টের ডেটিঙের খবর হাজার হাজার ডলার দিয়ে লুকাতে হবে না। 
ইসরায়েল ও আরবদের নিয়ে ট্রাম্প ও আমেরিকান চালটা কিভাবে দেখছেন?  
 
১৬ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন: 
ইরানের শিয়া মিলিয়া, হামাস ও হেজবুল্লার ভয়ে আরবেরা দরকার হলে ফিলিস্তিন বাদ দেবে; আপাতত, ওরা ফিলিস্তিন দাবী বাদ দেয়নি; আরবেরা হামাস ও পিএলও'র পাগলামী আর সহ্য করতে পারছে না; ট্রাম্প ও নাতানিয়াহু সেই সুযোগ নিচ্ছে।
৩| 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১:২৭
অনল চৌধুরী বলেছেন: উহার মাথায় বোরখার পরিবর্তে পাগড়ি কেনো?
 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ২:০৯
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকান কাবুলীওয়ালা
৪| 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  ভোর ৪:০২
অনল চৌধুরী বলেছেন: কাবুলীওয়ালারা তো সুদে টাকা দিতো, এ্যামেরিকানদের মতো গণহত্যা লুটপাট বা দেশ দখল করতো না।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  ভোর ৫:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আপনি হয়তো জীবনে ছাত্র ইউনিয়ন করতেন: কোন বিষয়েই সঠিক ধারণা নেই।
৫| 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: 
নাসার বিজ্ঞানীরা বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের সূর্যের ২৫তম সোলার সাইকেল শুরু হয়ে গিয়েছে। এর অর্থ হল সূর্যে এখন শক্তিশালী সৌর ঝড় হতে পারে। এর গতিবিধি বেড়ে যেতে পারে।মনে করা হচ্ছে, নিকট ভবিষ্যতে সূর্যে উথাল-পাথাল হতে পারে। গত ৯ হাজার বছর ধরে এটি ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে। এর উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে। , গত ৯ হাজার বছরে এর উজ্জ্বলতা পাঁচ গুণ কমেছে।বিজ্ঞানীরা জানাচ্ছেন, হ্রাস পাচ্ছে সূর্যের ঔজ্জ্বল্য।
 
সূত্র: নাসা, সিএনএন, কলকাতা২৪,বিডি নিউজ
 যেখানে সুর্যের উজ্জলতা ও ক্ষমতা কমছে সেখানে ট্রাম্পের ম্লান হওয়া বিচিত্র কিছু নয় ।
তবে আমিরিকায় গণতন্ত্র থাকলেও সেখানে ঘুরীর মুল নাটাই থাকে করপোরেটদের হাতে।
তারা যাকে চায় ছলে বলে কলে কৌশলে তাকেই  ক্ষমতায় বসায় ।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন: 
ক্যাপিটালিষ্ট আমেরিকা মানুষকে কৌশলে বৃত্তের মাঝে রাখছে।
সুর্যের ব্যাপারটা সৌর জগতকে ক্রমেই বদলিয়ে দেবে; মানব সমাজ সেই সময় অবধি অবশ্য টিকে থাকবে না।
৬| 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আমেরিকাতে একজন স্মার্ট প্রেসিডেন্ট দরকার।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প যেভাবে টাকা দিয়ে দিয়েছে কর্পোরেশনগুলোকে, কেহ ইহা সহজে ঠিক করতে পারবে না।
৭| 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:২৩
আখেনাটেন বলেছেন: ভাব দেখে মনে হচ্ছে ট্রাম মিঞা অক্টোবরের মধ্যে মানে নির্বাচনের আগেই টিকা ম্যাস স্কেলে ছড়িয়ে দেওয়ার ধান্ধা করছে...তবে এগুলো কোনটায় সামনের নির্বাচনে সুফল বয়ে আনবে না বলেই মনে হচ্ছে...যা ক্ষতি হওয়ার তা করোনা শুরুতেই করে দিয়েছে। 
# আপনার পোস্ট কি প্রথম পাতায় যাচ্ছে না?
 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ১:০৮
চাঁদগাজী বলেছেন: 
না, আমার লেখা সামনের পাতায় যাচ্ছে না।
ট্রাম্প আমেরিকাকে পংগু করে দিয়েছে; সে মানুষের সামনে ডাহা মিথ্যা বলে বেড়াচ্ছে; ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে কর্পরেশনগুলো, তারপর ৬ কোটী লোকের চাকুরী খেয়ে ফেলেছে। ট্রাম্পকে জয়ী করানোর জন্য ভেকসিন যদি অক্টোবরে  বের করে, মানুষ তা নেবে না; মানুষ ভেকসিন পেতে পেতে আগামী বছরের মাঝামাঝি, বা তারপরে।
৮| 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০২
অনল চৌধুরী বলেছেন: আপনি হয়তো জীবনে ছাত্র ইউনিয়ন করতেন: কোন বিষয়েই সঠিক ধারণা নেই। [/sb তাহলে ধারণা কাদের আছে?
 লীগ আর দলে না শিবিরের?
আর আপনি যে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী এ্যামেরিকার সব অপরাধ ধামাচাপা দেয়ার হাস্যকর চেষ্টা করছেন, এর কারণটা কি?
আমি রাজনীতি করেছি, কিন্ত সেটা আপনি হয়তো জীবনে ছাত্র ইউনিয়নের না।
 বড় দলের।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন: 
আমেরিকা বা পশ্চিম সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই।
৯| 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ট্রাম্প হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিবিদদের মতোন। যে করেই হোক 'ক্ষমতায়' যেতে হবে। দেশ রসাতলে যাক।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৫
চাঁদগাজী বলেছেন: 
 
সে বাংলাদেশের বা আফ্রিকান রাজনীতির লোকদের মতো আচরণ করছে; কিন্তু সে লাঠির সামনে পড়বে।
১০| 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
অনল চৌধুরী বলেছেন: আপনার খুব আছে !!
এজন্যই তো সন্ত্রাসী এ্যামেরিকানদের সব অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
 করোনায় দুই লাখ ২ হাজার সন্ত্রাসী মরেছে।
সংখ্যাটা কতো হবে, একবার চিন্তা করেছেন?
 ওরা আর কোনোদিন পৃথিবীতে সন্ত্রাস চালাতে পারবে না।
 
১৮ ই সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন: 
তুর্কি আর গ্রীক সমস্যা সমাধানে আপনাকে ডাকতে পারে।
১১| 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১:৪১
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশসহ সপৃথিবীর সব সমস্যা সমাধানেই আমাকে ডাকা উচিত,কারণ আমি সবকিছু নিয়ে গবেষণা করি।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন: 
গবেষণার ডেফিনেশনটা উইকি'তে  দেখে নেবেন।
১২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: আপনার শরীরের অবস্থা কি?
 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:৩৮
চাঁদগাজী বলেছেন: 
আমি একটু বেশী অসুস্হ, ইহা করোনা নয়; আপনারা ভালো থাকুন, কম খাবেন, হাঁটবেন।
১৩| 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০১
জাহিদ হাসান বলেছেন: ট্রাম্প পরাজিত হলে আমি মিষ্টি বিলাবো।
 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন: 
গতকাল থেকে ভোট শুরু হয়েছে ৬  রাজ্যে, ভোটারদের দেখে মনে হচ্ছে, ট্রাম্প পরাজিত হবে।
১৪| 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২১
অনল চৌধুরী বলেছেন: জাহিদ হাসান বলেছেন: ট্রাম্প পরাজিত হলে আমি মিষ্টি বিলাবো[/sb এ্যামেরিকার সব সন্ত্রাসীর চরিত্রই এক।
হিলারী আইএস এর স্রষ্টা।
সে তুলনায় ট্রাম্প খারাপের ভালো। We created Al-Qaeda
 
১৯ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন: 
আপনি গবেষণা করেন, আপনার ব্যাপার স্যাপার আলাদা
১৫| 
২০ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৩:১০
নতুন নকিব বলেছেন: 
কি ব্যাপার, আপনি নতুন পোস্ট দিচ্ছেন না যে! শরীর ভালো তো আপনার!
দুআ থাকলো, ভালো থাকুন।
 
২০ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন: 
ধন্যবাদ, শরীর একটু বেশী খারাপ, একই সাথে ষ্ট্যাটাস "জেনারেল"; এবার "সেইফ" হওয়ার জন্য চেষ্টা করছি না।
১৬| 
২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৫৭
আমি সাজিদ বলেছেন: আমেরিকার খবর রেখে আর লাভ কি! আমাদের ভাইয়েরা সৌদিতে যেতে পারছে না, আন্দোলন করছে। অনলাইন পত্রিকায় খবরের শিরোনাম দেখলাম বাংলাদেশ সৌদিকে চিঠি দিয়েছে। পরে ভেতরে পড়ে দেখলাম ' অনুরোধ ' জানিয়ে চিঠি দিয়েছে৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে আরও বাস্তবধর্মী রোডম্যাপ বানাতে অনুরোধ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নামে অনেক স্থাপনা হচ্ছে - যদি কখনও তাঁর সাক্ষাৎ পেতাম তাহলে বলতাম, মাননীয়, আপনার তো পাওয়া কিছু নেই। নতুন সেতু, বিশ্ববিদ্যালয়, সড়ক বিখ্যাত বাংলাদেশীদের নামে করুন দয়া করে, এতে আপনার সম্মান আরও বহুগুনে বাড়বে।
 
২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন: 
শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারাবে/সরবে স্বয়ং আওয়ামী লীগ উনাকে সব ব্যাপারে দোষী করবে।
১৭| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৩:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রাম্পের পরাজয়ের সম্ভাবনা ৫০%
.......................................................
তার ইঁদুর খেলা আর ইসরায়েল কানেকশন
যে কোন হিসাব উল্টে দিতে পারে ।
তাহলে তার নোবেল প্রাইজ কিহবে ???
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  ভোর ৪:৪৯
চাঁদগাজী বলেছেন: 
তাকে নরওয়ে যাবার ভিসা দেবার সম্ভাবনা কম।
এই সপ্তাহের জরিপে সে ২/১ পয়েন্ট বেশী পেয়েছে। এখনো পরাজিত হওয়ার সভাবনা
১৮| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৩:৫৭
অনল চৌধুরী বলেছেন: উহার পাগড়িওয়ালা ছবি কই?
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  ভোর ৪:৫০
চাঁদগাজী বলেছেন: 
ওটা বদলায়ে দিয়েছি।
১৯| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:১৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: Trump এর কিছু মন্তব্য আর সাধারন জ্ঞান ব্যাতীত কখনো খারাপ প্রেসিডন্ট মনে হয় নী। ব্যক্তি জীবন সফল একজন মানুষ এবং শেষ কয়েক দশকের মধ্য Trump ই একমাএ আমেরিকান প্রেসিডন্ট যে নতুন কোন যুদ্ধে যায় নী। কোরিয়ান উপদ্বীপ এ যে ভীতির স্রষ্টি হয়েছিল, কিম-Trump বৈঠকের পর তা একেবারেই শেষ।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০২
চাঁদগাজী বলেছেন: 
ট্রাম্প সফল ব্যবসায়ী নয়, সে আমেরিকার আইনের দুর্বলতা ও বাবার ক্যাপিটেল ব্যব হার করে, আমেরিকার মানুষের বিপক্ষে ব্যবসা করেছে। উত্তর কোরিয়াকে থামায়নি জাপান ও দ: কোরিয়াকে ভয়ের মাঝে রাখার জন্য।
২০| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পরাজিত হওয়াই ভালো।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৩
চাঁদগাজী বলেছেন: 
বিশ্বের দরকার ট্রাম্প, পুটিন, শিন জিং পি, মোদী ও বাশার থেকে মুক্ত হওয়া।
২১| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার শারীরিক অবস্থা এখন কেমন?
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৪
চাঁদগাজী বলেছেন: 
আমি বেশ অসুস্হ। ধন্যবাদ।
২২| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: আশা করি এক দুই দিনের মধ্যে আপনাকে প্রথম পাতায় পাবো।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০০
চাঁদগাজী বলেছেন: 
আমার শরীর একটু বেশী খারাপ।
২৩| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৫১
অনল চৌধুরী বলেছেন: নিজের জীবন নিয়ে ব্লগ লেখেন।
জন্ম, দেশে পড়াশোনা তারপর বিদেশে যাওয়া।
অনেকে দরকারী তথ্য পেতে পারে।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন: 
আমার জীবনটা কষ্টকর।
২৪| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৪
অনল চৌধুরী বলেছেন: প্রতিটা সফল ব্যাক্তির জীবনই কঠিন ছিলো। লেনিন,চার্লি চ্যাপলিন, এডিসন-পরিশ্রম না করে কে কবে সফল হয়েছেন?
 বিদেশে থাকলে তো আরো কঠিন।একইসাখে পড়াশোনা, চাকরী আর নিজের সব কাজ নিজে করতে হয়।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৩১
চাঁদগাজী বলেছেন: 
ওসব নয়, আমি মুক্তিযুদ্ধের পর দেশ ছেড়ে ভুল করেছি; সেটা মন খারাপ করে।
২৫| 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: ২৩ নং মন্তব্য সুন্দর মন্তব্য। একটা পোস্ট দিয়ে দিন। 
মানুষের শরীর খারাপ হতেই পারে। আপনি মনের জোর হারাবেন না। মনের জোর'ই শরীরকে অনেকখানি সুস্থ করে দেয়।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন: 
আমার জীবনে লেখার মতো কিছু নেই; মুক্তিযুদ্ধের ব্যাপারটা আমি ব্লগে লিখবো না।
আমি চিকিৎসা করাচ্ছি, আপনাকে ধন্যবাদ।
২৬| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ২:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি কেমন আছেন ???
 
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৩:২৮
চাঁদগাজী বলেছেন: 
আমি কিছুটা অসুস্হ। আপনার লেখা পড়েছি, কমেন্ট করতে  পারিনি, ব্যানে পড়ে আছি। আপনি কি কোরিয়ায়, নাকি বাংলাদেশে?
২৭| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  ভোর ৪:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনাকে শুরু থেকে সামুতে নিয়মিত দেখে আসছি। আপনার নিজস্ব একটা জনপ্রিয়তা আছে সামুতে। সামুর এত খারাপ সময়ে আপনি নিয়মিত লিখে সামুর পাশে ছিলেন, কোথায় আপনাকে সামুর ১০% শেয়ার লিখে দিবে তা না, এখন সেই ব্যান ব্যান খেলা। আর আপনার সুস্বাস্হ্য কামনা করছি। আপনি মাঝখানে দুবাই তে ছিলাম। এমিরাইটস এয়ারলাইনসে কাজ করতাম। করোনা তে 
অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে দেয়। এখন কোরিয়াতে ই আছি।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১১:৩৬
চাঁদগাজী বলেছেন: 
কোরিয়াই ভালো, সেখান থেকে সব সময় কিছু করা সম্ভব, ভালো থাকুন। বাংলাদেশ ব্লগিং কঠিন ব্যাপার।
২৮| 
২০ শে অক্টোবর, ২০২০  রাত ৮:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: বিভিন্ন কারনে আমি ডেমোক্র্যাট দলটাকে পছন্দ করি না। ট্রাম্প নিয়েও উচ্চাভিলাষী নই। লোকটা নিরেট ভদ্রলোকও যে নন তাও বুঝতে পারি তবুও বাইডেনে আমার ভরসা নেই।
 
২০ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন: 
বাইডেন বেশ দুর্বল আইডিয়ার  মানুষ; কিন্তু ট্রাম্প আমেরিকান রাজনৈতিক ট্রেডিশান ও ভেলুকে অপমাণিত করেছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক ভাবনা।