নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে পাওয়া আইডিয়া, ধারণা, তথ্য, অভিজ্ঞতা ইত্যাদিকে কাজে লাগানো সম্ভব।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৭



আমার জানা মতে, একজন ব্লগার ব্লগের থেকে পাওয়া আইডিয়া, ধারণা ও অভিজ্ঞতার আলোকে নিজের জীবনের রোডম্যাপ বদলানোর পদক্ষেপ নিয়েছেন: তিনি গ্রামের ছেলে, চাকুরীর আশায় বেশ কিছু সময় শহরে কাটিয়েছিলেন; সফলতার মুখ ডেখেননি; উনার ধারণা ছিলো, শহর ব্যতিত দেশের অন্যত্র তেমন সুযোগ নেই; সম্প্রতি, উনি গ্রামে কিছু একটাতে হাত দিয়েছেন; সফলতা এলে হয়তো উনি নিজেই জানাবেন। আমার মতে, উনি সফল হবেন; খুবই সহজ, সাদাসিদা কাজ; শুধু দরকার গ্রামের মানুষকে বুঝে চলা।

ব্লগিং অনেককে নতুন আইডিয়া দিচ্ছে, নতুন ধারণা দিচ্ছে, নতুন তথ্য দিচ্ছে; কিংবা, ব্লগারের ধারণাকে রিফাইন করছে, যা অন্যত্র থেকে সঠিকভাবে পাওয়া অনেক সময় সম্ভব নয়; এই অভিজ্ঞতা ব্লগারদের সাহায্য করার কথা।

বাংলাদেশে করোনা শুরু হওয়ার আগের থেকেই ব্লগে খুবই মুল্যবান পোষ্ট/তথ্য এসেছে। যদিও শুরুতে ব্লগের বেশ কিছু ব্লগার ইহাকে গজব/মজব বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন, পরে সায়েন্টিফিক ও মেডিক্যাল তথ্য সম্বলিত পোষ্ট আসার শুরু করলে, উনারা চুপ হয়ে গেছেন। করোনা নিয়ে যেই পরিমাণ দরকারী তথ্য এসেছিলো ও আসছে, এতে ব্লগারেরা পুরো বিষয়ে সঠিক জ্ঞান পেয়েছেন। আমার ধারণা, বেশীরভাগ ব্লগার ইহাকে সঠিকভাবে বুঝায়, ব্লগারদের মাঝে সংক্রমণ খুবই কম হয়েছে।

ব্লগে আপনারা অনেক লিখেন, আপনাদের আইডিয়া/ধারণা ও অভিজ্ঞতাকে কাজে লাগায়ে দেখতে পারেন; অনেক কিছু প্রয়োগ করে দেখা সম্ভব।

ব্লগারেরা মানুষকে কাপড়ের ফ্রি মাস্ক দিতে পারেন, নিজের পকেটের টাকা খরচ হবে না তেমন; ব্যবহৃত শাড়ী, শার্ট, গেন্জি থেকে ৬/৭ লেয়ারের (স্তরের ) মাস্ক স্হানীয় দর্জিদের সাহায্যে বানায়ে নিতে পারেন; দর্জিকে সন্মানস্বরূপ সামান্য টাকা দিলে করে দেবেন; এই সামান্য টাকাগুলো নিজেদের পরিচিতদের থেকে নিতে পারেন; যারা সামান্য টাকা দেবেন, ব্যবহৃত কাপড় দেবেন, তাদের নিয়ে মাস্ক বিতরণ করতে পারেন।

আপনারা যদি শুরু করেন, দেখবেন অন্যেরাও করছেন, এবং অনেক দর্জি দোকান ফ্রি মাস্ক সেলাই করে দিবে; আপনারা কিছু করলে, অনেকে আপনাদের যোগ দেবেন। আপনারা ছুটির দিনে ৪/৫ জন মিলে ৪/৫টা প্লাকার্ড হাতে ৫ মাইল হেঁটে মানুষকে উৎসাহিত করতে পারেন। জাতি ৩ মাস মাস্ক পরলে দামী টিকা কেনা লাগবে না; সর্বোপরি, ভালো টিকা আসতে আসতে ২০২২ সাল হয়ে যাবে।

ফাইজারের টিকা ২ বার দিতে হবে, এবং ইহাকে "মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইটে" ষ্টোর করতে হবে; সম্ভাবনা, বাংলাদেশের প্রেসিডেন্টও হয়তো নষ্ট হয়ে যাওয়া টিকা নিয়ে বসে থাকবেন, উনি কি নিয়েছেন সেটা উনি টের পাবার কথা নয়। দেশে টিকা এলে, খারাপ অথবা ভুল টিকা হলেও, আগে পাবে প্রশাসন ও টাকা পয়সাওয়ালারা; সেটার জন্য বসে না থেকে মাস্ক পরলে, করোনা বিলুপ্ত হয়ে যাবে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


@নুরু সাহেব,
বেশীরভাগ রোহিংগার কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে এখন। ( আমি কমেন্ট ব্যানে আছি, তাই নিজের পোষ্টে কমেন্ট করলাম)।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের মাস্ক আর হাত ধোয়া হচ্ছে ঢাল তলোয়ার - তা নিয়েই আমাদের যুদ্ধ করতে হবে। আর ফাইজার, সেনডোজ, রোচে কোম্পানীর ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা নিরুপায় দরিদ্র দেশের হতদরিদ্র সাধারণ মানুষ এটি আমাদের মনে রাখতে হবে।

আপনার আজকের লেখা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক বিতরণের পরামর্শ আমার ভালো লেগেছে - আমার পক্ষে যতোটুকু সম্ভব আমি কাজ করবো। ধন্যবাদ।

(অ.ট. আপনার শরীর কেমন? জানাবেন প্লিজ)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



@ঠাকুরমাহমুদ,
-আমি একটু বেশী অসুস্হ, ধন্যবাদ। ( ** আমার নিজ পোষ্টেও মন্তব্যের উত্তর দেয়ার ক্ষমতা নেই, তাই এভাবে উত্তর দিলাম।)

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি দীর্ঘসময় ব্লগিং করেছেন আপনাকে পরামর্শ দেওয়ার মতো জ্ঞান আমার নেই। তারপরও বলছি আপনি ভালো জানেন কোন মন্তব্য ব্লগের ব্লগাররা সহ্য করেন না। আপনি সেই মন্তব্য করা থেকে বিরত থাকুন। নিজের লেখাগুলো লিখুন।

আমি খুবই শক্ত হৃদয়ের মানুষ একই সঙ্গে নরম। আপনার অসুস্থতার কথা শুনে মন খারাপ লাগছে, আপনার জন্য দোয়া করছি আল্লাহপাক যেনো আপনাকে দ্রুত সুস্থ করেন। এবং ব্লগ এডমিনের কাছেও অনুরোধ করছি আপনার সাজা যেনো মওকুফ করেন

আপনি আপনার ডাক্তারের দেওয়া পথ্য অনুসরণ করুন। আল্লাহ যদি আপনাকে আমাকে সুস্থ রাখেন - আপনাকে নিয়ে আমি আশুগঞ্জ ফার্টিলাইজার কোয়ার্টারের দিঘীতে মাছ ধরতে যাবো। দেখবো হুইল ছিপে ধরে চার-পাঁচ কিলো ওজনের রুই মাছ আপনি পানি থেকে উঠাতে পারেন কিনা? সাথে ব্লগার রাজীব নুরকে নিয়ে নেওয়া যেতে পারে - কি বলেন?

দ্রুত সুস্থ হয়ে উঠুন।


৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ব্লগারদের অনেক ভালো সম্মিলিত উদ্দ্যোগ আছে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:



@ঠাকুরমাহমুদ,
আপনাকে অনেক ধন্যবাদ, দেখা হবে বাংলাদেশে।

@মনিরা সুলতানা,
ব্লগারেরা এক নতুন শক্তিশালী জেনারেশন, উনারা নিজেদের অবদান রাখবেন, সেটাই আশা।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:


আপনার সুস্থতা কামনা করছি ।
উত্তম ভাবনা প্রকাশ করেছেন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


@ডঃ এম এ আলী,

ধন্যবাদ, দেখা যাক, আশাকরি সেরে উঠবো।
ব্লগে অনেক আধুনিক বিষয় নিয়ে আলাপ হচ্ছে, ব্লগারেরা উপকৃত হওয়ার কথা; অনেক আইডিয়াকে কাজে লাগানো সম্ভব।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি।
দাবি জানাচ্ছি আপনাকে মুক্ত করে দিবার জন্য।
প্রতি উত্তর দেবার প্রয়োজন নেই।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪২

কবিতা ক্থ্য বলেছেন: দয়া করে ইমেইল এর উত্তর দিন।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


@নুরুলইসলা০৬০৪, @কবিতা ক্থ্য,

-ধন্যবাদ, আশাকরি, ভালো হয়ে যাবো।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লেগেছে যে একজন ব্লগার পেশাগত জীবনে ব্লগ থেকে রোডম্যাপ পেয়েছেন জেনে। অপেক্ষায় রইলাম তার আগামীর অভিজ্ঞতা জানতে।
আপনার দ্রুত আরোগ্য লাভ কামনা করি।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরি ,

ব্লগিং উনাকে সাহস যোগায়েছে; আশাকরি, উনি সফল হবেন।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে কমেন্ট করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্লগার আমার সমস্যা দেখে অভিমত দিয়েছেন যে, আমার "পারিবারিক শিক্ষায়" সমস্যা আছে, এই জনমে উহা আর ঠিক হবে না; ভাবছি, ভগবান বুদ্ধের উপর আস্হা রাখবো, তা'হলে আবার জন্ম নিতে পারবো; তখন অটোম্যানদের কিংবা হায়দরাবাদের নিজামদের পরিবারে জন্ম নেবো।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

আমি সাজিদ বলেছেন: বেশ। অতি দ্রুত সেফ হয়ে ফিরে আসুন। আপনার কমেন্ট অনেক ব্লগারই মিস করছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৫

চাঁদগাজী বলেছেন:




সেইফ করেছেন এডমিন; ভাবছি, আমার উপর বিরক্ত হয়ে, উনি করোনা শেষে নতুন চাকুরী খোঁজ করেন কিনা!

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: পুরাতন ব্যাবহৃত কাপড়ের আইডিয়া ভাল কিন্তু তা সবাই ব্যাবহার করবে কিনা সন্দেহ আছে । একটা মাস্কের জন্য খুব বেশি কাপড় দরকার হয়না । শুধু দেখতে হবে ডিজাইন ঠিক আছে কিনা কারন মুখে ফিট না করলে অস্বস্তি লাগবে । দুটি স্যাম্পল দিলাম । পুরাতন ব্যাবহৃত কাপড়ের আইডিয়া ভাল কিন্তু তা সবাই ব্যাবহার করবে কিনা সন্দেহ আছে । একটা মাস্কের জন্য খুব বেশি কাপড় দরকার হয়না । শুধু দেখতে হবে ডিজাইন ঠিক আছে কিনা কারন মুখে ফিট না করলে অস্বস্তি লাগবে । দুটি স্যাম্পল দিলাম ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের কারণে আমেরিকানরা মাস্ক না পরায়, এখনো দৈনিক সংক্রমণ ৪০ হাজার; বাংলাদেশে মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করলে, জাতি কিছুটা সুশৃংখল হওয়ার সুযোগ পেতো।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ভাবনাগুলি ভালো, বেশ ভালো।
করোনা কালে প্রথম ক্রাইসিসের সময় দেখেছি সকলেই যারযার স্থান থেকে কিছু কিছু করেছে। পরে নিজেরাই অনেকে টেনশনে পরে গেছে।
আমার একটা প্রশ্ন ছিলো। আপনি আপনার যায়গায় কি কি উদ্যোগ নিতে পেরেছেন? জানালে আপনার পাঠকারও উৎসাহিত হতো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি ২ জন ব্লগারকে সামান্য সাহায্য করতে পেরেছি।

শরীর খারাপ, তাই বেশী করতে পারিনি, শরীর ভালো থাকলে আমি বাংলাদেশে এসে নিজে চেষ্টা করতাম; আমার এলাকার ছেলেরা সমবেতভাবে উত্তর চট্টগ্রামে সাহায্য করেছে, আমি সেখানে আর্থিক সাহায্যে অংশ নিয়েছি।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ব্লগ থেকে অনেক না জানা তথ্য পেয়ে থাকি।আমি মোটেও ভালো লিখতে পারিনা কিন্তু ভাবতে পারি বেশি বেশি।

আপনার লিখা খুব পছন্দের।রাজনিতী নিয়ে অনেক গভীর চিন্তাভাবনায় নিমজ্জ আপনি।আপনার জ্ঞান আমাদের মাঝে আরো চড়িয়ে দিন।

আপনার সুস্থতা কামনা করছি।সর্বদা ভালো থাকুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



আমি সামান্য থিওরিটিসিয়ান মাত্র, কথা বলতে ভালোবাসি। ব্লগ কোন কিছুকে সঠিভাবে বুঝতে সাহায্য করে, ব্লগে থাকুন।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আজকের পোষ্টে ব্লগারদের প্রতি আপনার সীমাহীন ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশ পেয়েছে।
আপনি ব্লগিং এবং ব্লগারদের ভালোবাসেন- এই কথা আমি আগেও বলেছি।

ফ্রি মাস্ক দেওয়ার কথা বলছেন? কিন্তু একটা মাস্ক ১০ টাকা। মাত্র দশ টাকা। এই টাকা দিয়ে মাস্ক কেনার ক্ষমতা দেশের মানুষ রাখেন। যেখানে একটা সিগারেটের দাম ১৫ টাকা।

ব্যাক্তিগতভাবে আমি প্রতিদিনই কাউকে না কাউকে মাস্ক কিনে দিচ্ছি। সমস্যা হলো বেশির ভাগ মানুষ মাস্ক পড়তে চাচ্ছেন না। তাদের মাস্ক পড়তে কিভাবে আগ্রহী করা যায় সেটা বলুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প মাস্ক না পরায়, ২০৫০০০ আমেরিকান প্রাণ হারায়েছে, আরো ২ লাখ মারা যেতে পারে আগামী মার্চের মাঝে; বাংলাদেশে শিক্ষিতরা যদি "এক্সামপল হয়", মানুষ পরবেন।

করোনা ফুসফুসে সমস্যা রেখে যাচ্ছে।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

জাহিদ হাসান বলেছেন:

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে ফিরেছি, ভালো লাগছে। করোনা ফরোনা, ব্যান ম্যানে বছরটা কেটে গেলো।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: দ্রুত আরোগ্য লাভ করুন, পুনর্জন্মব্দি লিখে যান।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আশাকরছি, ভালো হয়ে যাবো। আমার লেখার কোন ছিরি নেই, সবকিছুতে কিছু একটা বলতে চাই।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:




*** আমি এখনো কমেন্ট ব্যানে আছি; আপনাদের পোষ্ট পড়ার পর কিছু বলতে পারছি না এখনো। ****

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি নিরাপদ হয়েছেন জেনে ভালো লাগছে। আমাদের ব্লগ এডমিনকে আমি বেশ কিছু কারণে খুবই পছন্দ করি আর তার মধ্য অন্যতম কারণ ভদ্রলোক একজন নিরেট যোদ্ধা। (কোনো এক সময় এ বিষয়ে পোস্ট দিবো) ***আপনার প্রতি আবারও অনুরোধ তির্যক কথা বলা থেকে বিরত থাকুন।

আপনার নিজের লেখাগুলো লিখুন। আপনার মাস্ক পরামর্শ আমি গ্রহণ করেছি। আমি আজ নামাজের আগে দুইজন টেইলর ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা পাঞ্জাবী এক্সপার্ট। তারা এ কাজ করতে আগ্রহী।

এ বিষয়ে আপনি আরও লিখুন। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে। আমরা জয়ী হবো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



এডমিন আমাকে এত বেশী সাহায্য করেছেন যে, উহা আসলে একটা বিষয়ে পরিণত হয়েছে, আমি কৃতজ্ঞ।

আমরা বিশ্ব দেখছি, নিজ জাতিকে দেখছি; আমাদের জাতি আমাদের ভুল রাজনীতি, অর্থনীতি, ভুল প্রশাসনের কারণে পেছনে পড়ে গেছে; এখন শিক্ষিতদের নিজ দায়িত্বে জাতিকে সাহায্য করতে হবে।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: আমি ক'দিন আগে কোন পোস্টে ফ্রি মাস্ক আর সাবানের কথা বলেছি । বলেছি আইনের ফাঁদে একজন রিকশাচালককে কিভাবে বাধবেন যার একদিনের আয় একবেলার খাবার খরচ সে মাস্ক কিনবে কোথা থেকে? আপনি পজিটিভ কথায় ট্রাম্পের তুলনা দিলেন ? আপনি আসলেই অসুস্থ , বিশ্রাম নিন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার সেই পোষ্ট পড়েছিলাম, কমেন্ট করতে পারিনি যথাসম্ভব, আমি কমেন্ট ব্যানে আছি; আপনার আইডিয়া সঠিক।

ট্রাম্পের কথা বলেছি উদাহরণ হিসেবে, কিভাবে ট্রাম্পের ভুল অবস্হানের কারণে (ট্রাম্প মাস্ক না পরায় ) আমেরিকানরা করোনায় ভয়ংকর মুল্য দিয়েছে, ও দিয়ে যাচ্ছে!

করোনার বিপক্ষে, মাস্ক ও দুরত্ব হলো সবচেয়ে সহজ ও ভালো উপায়

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, খুব সস্তাদরে যারা মাস্ক তৈরি করতে কাপড় কিনতে চান তাদের জন্য আমি ঠিকানা ব্লগে দিয়ে দিবো। পুরাতন কাপড়ও এতো কম দামে পাওয়া যাবে না বলে আমার ধারণা।

@শাহ আজিজ ভাই, চাঁদগাজী সাহেব আপনাকে খোঁচা দিয়ে মন্তব্য করেন নি, আপনি আরেক বার মন্তব্য উত্তরটি পড়ুন প্লিজ মনোকষ্ট রাখবেন না। আপনার পরমর্শ খুবই প্রয়োজনীয়। আসছে শীতের জন্য আমাদের শক্ত প্রোগ্রাম করতে হবে। শাহ আজিজ ভাই আসুন চেষ্টা করি কিছু শক্ত প্লান করার।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা নিজেদের ভাবনা, চিন্তা, আইডিয়া, ধারণাকে টেষ্ট করে দেখতে পারেন; অনেক কিছু কাজ করবে। আপনাকে ধন্যবাদ।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: নাস্তিক-রাজাকার, ধর্ম-বিজ্ঞান, মাজহাব এর মত বিষয়গুলি নিয়ে ব্লগে অনেক কাঁদা ছোড়াছুঁড়ি হয়েছে। এরপর কয়েকজন ব্লগার খুন হওয়ার পর মানুষ আর ব্লগকে ইতিবাচক মুক্ত চিন্তার-ধারক বাহক হিসেবে নেয় নী। হাতেগোনা অল্প কিছু ব্লগার এখন ব্লগিং করেন। আপনারা যারা এখন ব্লগকে টিকিয়ে রেখেছেন, তাদের হয়তো অনেক পুরানো এবং সমৃদ্ধ একটি প্রোফাইল তাই ব্লগ ছেড়ে যাচ্ছেন না।
ফেসবুক, ইউটিউব, কোরাও বাংলার মত পাল্টফর্ম চলে আশায় তরুনরা আর এখন ব্লগের মত সাইটে আগ্রহী না। আমার মতে সামুর পেজটিতে একটি সংস্কার করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। লেখন উপায়, ইমোট, ছবি সংযুক্তির পদ্ধতি বেশ সেকেলে হয়ে গিয়েছে। একটি সংস্কার করা না গেলে হয়তো তরুন প্রজন্মেকে আর ব্লগিং আগ্রহী করে তোলা যাবে না ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এর শুরুটা ছিলো অনেকটা বিস্ফোরণের মতো, সবাই নিজের কথাগুলোকে ট্রাকলোড হিসেবে ব্লগে নিয়ে এসেছিলেন; ধুলাবালি, ধুয়া, বাস্প আলাদা করার পর, তলানীতে তেমন কিছু নেই।

বাংগালীরা নিজের থালিতে ভাত দেখে না, আমেরিকার বাফেলো দেখে, এটা একটা সমস্যা। ব্লগিং'এর আলাদা ভুমিকা আছে, বাংলাদেশে ব্লগিং শ্লো থাকবে দীর্ঘ সময়।

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি নিয়ে ভাবনা অনেক হয়েছে,
আমলারা উপদেশ কম দয়েনি কিন্ত সঠিক কাজটি
কেউ করেনা ।

..................................................................................
সহমত পোষন করছি, ব্লগারবৃন্দ সম্মিলিত ভাবে কাপড়ের মাস্ক
ব্যবহারের প্রচার ও বিতরন করতে পারেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



করোনাতে ব্লগারেরা নিজেদের পরীক্ষা করে দেখতে পারেন, করোনা নিয়ে ব্লগারদের ধারণা পরিস্কার।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



নিজেদের ভাবনাকে পরীক্ষা করে দেখা সম্ভব।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

জুন বলেছেন: আপনি মুক্ত হয়েছেন দেখে অনেক ভালোলাগলো কিন্ত আপনার অসুস্থতার কথা জেনে ভীষন খারাপ লাগছে । আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।
আপনি মাস্কের কথা বলছেন , আমি জানুয়ারীর শেষ থেকে থাইল্যান্ডে মাস্ক পরা দেখছি ৮০% মানুষকে । কখনো ভুলে যদি মাস্ক ছাড়া বের হয়েছি আবার ঘরে ফিরে এসেছি মাস্কের জন্য । বিভিন্ন শপিং মলের ভেতরে বড় বড় দোকানগুলো ফ্রি মাস্ক দিতো প্রায়শই । শুধু মাত্র মাস্ক হাত ধোয়া আর ডিস্ট্যান্স মেইন্টেন করায় লাওস, ক্যাম্বোডিয়াতে একটি মানুষেরও করোনায় মৃত্যু হয়নি, জনগনের সচেতনতার সাথে সাথে অবশ্য তাদের সরকার যথেষ্ট সচেতন ছিল প্রথম থেকেই । আর একই কারনে থাইল্যান্ডেও মাত্র ৫৭ জন মারা গেছে আজ থেকে তিন মাস আগে । ভিয়েতনামে বোধ হয় মাসখানেক আগে একজন মারা গেছেন ।
মাস্ক পরা মাস্ট ভ্যাকসিন আসলেও এটাই হোক আমাদের স্লোগান চাঁদগাজী ।
ভালো থাকুন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



মাস্ক পরে পুর্ব এশিয়া বেঁচে গেছে; মাস্ক না পরে আমেরিকা ও ব্রাজিল হেরে গেছে; বাংলাদেশের মানুষের জন্য মাস্খই রক্ষক; প্রেসিডেন্ট প্রচারণা চালালে ভালো হতো।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

জাহিদ হাসান বলেছেন: ইউটিউবে কুর্দি মেয়েদের নাচন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে।

এখন কিভাবে স্বাভাবিক হবো?

হে খোদা আমাকে দুইটা কুর্দি মাইয়া গিফট দাও :D :D

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


'ক' দিয়ে করোনা, 'ক' দিয়ে কুর্দি; কুর্দিরা দয়ামায়াহীন ঘাতক জাতি।

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




অসুস্থ্যতা নিয়েও ব্লগ ও ব্লগারদের সম্পর্কে পজিটিভ এই লেখাটি ব্লগের প্রতি আপনার নিবেদন-ই প্রকাশ করে।
একটি প্রতিমন্তব্যে এ কথাটি যথার্থই সুন্দর বলেছেন - ব্লগ কোন কিছুকে সঠিভাবে বুঝতে সাহায্য করে.....

আর একটি প্রতিমন্তব্যে লেখা - আমরা বিশ্ব দেখছি, নিজ জাতিকে দেখছি; আমাদের জাতি আমাদের ভুল রাজনীতি, অর্থনীতি, ভুল প্রশাসনের কারণে পেছনে পড়ে গেছে; এখন শিক্ষিতদের নিজ দায়িত্বে জাতিকে সাহায্য করতে হবে। বাস্তব সত্যটি রয়েছে এখানে -"ভুল রাজনীতি" ; "ভুল প্রশাসন" ।

সুস্থ্যতা কামনায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ; আশাকরি, সুস্হ হয়ে যাবো।

৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

জাহিদ হাসান বলেছেন: কুর্দি মেয়েরা দেখতে হুর-পরী । B-) B-)

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


পরীর আছরে পড়ে অনেকেই বদ্ধ-পাগল হয়ে গেছে; আপনি ভেবে দেখুন, মাটিতে পা রাখেন।

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ যথাস্থানে মাস্ক পরে না।
তারা এটাকে থুনতিতে ঝুলিয়ে রাখতে বেশী স্বাচ্ছন্দবোধ করে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


এই লোকগুলোর মগজ কাজ করে না।

৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: দেশের মানুষের মাস্কের প্রতি এত অনীহার কারন কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



নীচু বুদ্ধিমত্তা

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৪

সেনসেই বলেছেন: স্যার আপনার পোস্ট টা ফাটাফাটি হইসে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে অনেক নতুন আইডিয়া, ধারণা, তথ্য আসে; এগুলোর উপর আলোচনা হয়; এগুলোকে কাজে লাগানোর দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.