নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার সৌভাগ্য, নুর এখন সরকারের পতন ঘটাবে না!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৪



শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেন, ভিপি নুর শেখ হাসিনার সরকারের পতন এখন ঘটাবে না; কারণ, এক স্বৈরাচারের পতন ঘটালে, আরেক স্বৈরাচার ক্ষমতায় চলে আসতে পারে; বুঝা যাচ্ছে, উহা নিজে ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনার উচিত নুরকে নিজ হাতে ১ বেলা মোরগ পোলাও রান্না করে খাওয়ানো; আর, জেনে নেয়া, ঠিক কখন নুর উনার সরকারের পতন ঘটাবে; উনি যেন কমপক্ষে বর্ডার পার হওয়ার সুযোগ পান!

আমি এসব নুর টুর ধরণের জীবণুগুলোর একটু বিরোধী নাগরিক, আমি জানি উহা ভেঁড়ার চামড়ার ভেতরে লুকানো শিবির। মুক্তিযুদ্ধের জেনারেশন কোনভাবেই জামাত-শিবিরকে রাজনীতিতে দেখতে চাইবেন না; সবচেয় বড় কথা, জামাত-শিবির কোনভাবে, কোনকালে রাজনীতি করতে পারবে না; আধুনিক রাজনীতি হচ্ছে, সবচেয়ে কমপ্লেক্স সায়েন্স; ইহা হচ্ছে আধুনিক দেশ চালনার সায়েন্স; এই সায়েন্স জাপান, কানাডা, চাীন, সোভিয়েত, আমেরিকা, জার্মান, বৃটেনকে শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলেছে, এই সায়েন্সই ইয়েমেন, আফগানিস্তান, সুদান, সিরিয়া, প্যালেষ্টাইন, কংগো, হেইতি, ইরানকে অন্য একটা অবস্হানে এনেছে; রাজনীতি বাংলাদেশকেও একটা প্রোফাইল দিয়েছে।

নুরু একটা ইন্টারভিউ দিয়েছে, সে এমন সাবলীল ভাষায় বলে গেছে যে, সরকারের পতন যেন উহার মর্জির উপর নির্ভর করছে, সে চাচ্ছে না বলেই হচ্ছে না; যেদিন সকালে শেখ হাসিনার উপর মেজাজ খারাপ হয়ে যাবে, সেদিনই সরকারের পতন ঘটায়ে দেবে, এটাকে বলে জামাতী-শিবিরী মগজ!

বাংলাদেশের স্বাধীনতা যাঁরা চেয়েছিলেন, তাদের মাঝে জামাত-শিবির, মোল্লাদের দলগুলো, মুসলিম লীগ ছিলো না, ওরা পাকিস্তানের পক্ষে ছিলো, ও ওদের একাংশ বিশ্বের বড় একটা গণহত্যায় অংশ নিয়েছিলো, এরা পাকিস্তান সেনা বাহিনী থেকে অনেক বেশী বড় জল্লাদ; তদের উত্তরসুরী হচ্ছে এসব নুরু টুরু; শেখ সাহেব ও আওয়ামী লীগের ভুলের জন্য এসব জীবাণু এই দেশে জন্ম নিচ্ছে, এদের পিতামাতাদের পাকিস্তানে থাকার কথা ছিলো।

আধুনিক রাজনীতিতে ধর্মের কোন স্হান নেই; ধর্মের রাজনীতি হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, প্যালেষ্টাইন সিরিয়া, ও এখন ভারতে; বাংলাদেশের মানুষ আধুনিক বিশ্বের অংশ হওয়ার জন্য স্বাধীনতা চেয়েছিলেন, যুদ্ধ করেছিলেন; বাংলাদেশের মিলিটারী ও পেছনেপড়া কিছু মানুষ বাংলাদেশে মিলিটারী ক্যু করে, জামাত-শিবিরকে ক্ষমতায় এনেছিলো, মানুষ সব হারায়েছে; এখন জল্লাদদের এক নেকড়ে ভেঁড়ার চামড়া পরে বলছে, সে চাইলেই সরকারের পতন ঘটায়ে দিতে পারবে; কিন্তু শেখ হাসিনার সৌভাগ্য যে, সে আজকে চাচ্ছে না।

শেখ হাসিনা দেশ ঠিক মতো চালাতে পারছেন না, উনার সেই বিদ্যাবুদ্ধি নেই, বিশ্বে কি হচ্ছে তিনি সেটা বুঝেন না; উনার সরকারের পতন হলে খারাপ হতো না, ভালোই হতো; কারণ, বর্তমানে যা হচ্ছে, ইহার থেকে খারাপ হওয়ার কোন সম্ভাবনা নেই; কিন্তু উনার সরকারের পতন যেন রগকাটাদের হাতে না ঘটে।





মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

ইফতি সৌরভ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন কিন্তু উনার কথা কেউ শুনছে না। শুনলে এভাবে ধর্ষণ হতো না।

নূরকে হিরো সরকার বানাচ্ছে, কোন দরকার ছিলো না হয়তো। পেঁয়াজের রাজনীতি থেকে নজর ঘোরানোর জন্য হতে পারে আট মাস পর ধর্ষণ মামলা! সবই রাজা-মহারাজাদের নীতি, আমরা আম-জনতা।
তবে আমরা চাই, শেখ হাসিনা সরকার থাকুক কারণ সর্বোচ্চ অভিজ্ঞতা এখন উনার আর অনভিজ্ঞ কেউ আসলে পুঁটি মাছগুলো আরো ফাল দিবে। আর নূর শুধু সংবাদ মাধ্যম এবং অন-লাইনে রঞ্জিত, বাস্তবে সমগ্র দেশে সে অস্তিত্বহীন। এমন লোকদের কোলে করে গদিতে বসালেও পিছলে পড়ে যাবে

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমার ধারণা, কি চেষ্টা করতে হবে, সেটা বুঝার মতো বুদ্ধিমত্তাও শেখ হাসিনার নেই; বিশ্বে কি ঘটছে, ১০ম শ্রাণীর বাচ্চাও দেখছে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

আমি সাজিদ বলেছেন: মুরব্বী, শেখ হাসিনার জন্ম একটি ঐতিহাসিক ঘটনা। উনার জন্মদিন উপলক্ষে আপনাদের স্টেটের আওয়ামীলীগ আর আমেরিকা আওয়ামী লীগ কি কি প্রোগ্রাম হাতে নিচ্ছে?

যারা চাষার ছেলেকে বা সাধারণ মানুষকে ক্ষমতায় নিতে চান না তাদের জন্য হয়তোবা গনতন্ত্র নয়। পরিবারতন্ত্র এবং মাঝরাতের ভোটের ইলেকশনের বাইরে তাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না।


এদেশে তৃতীয় পক্ষ মানেই জামাত শিবির বলে অপবাদ দেওয়ার একটা প্রচেষ্টার কারনেই অনেকেই রাজনীতি বিমুখ হচ্ছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেননি, জামাত-শিবির কি ধরণের জল্লাদ সেটা বুঝতে পারেননি; নুর ৩য় পক্ষ নয়, সে শিবির।

শেখ সাহেব উনার মেয়েকে বুঝতেন বলেই, মেয়েকে রাজনীতিতে আনেননি; শেখ হাসিনা রাজনীতিতে এসেছে মিলিটারী ক্যু ও হত্যাকান্ডের ফলে সৃষ্টি হওয়া শুন্যতার পথ ধরে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

আমি সাজিদ বলেছেন: স্কুলের বাচ্চারা ইউনিফর্ম নিয়ে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নামলেও তাদের জামাত শিবির বলে হাতুড়ি পেটা করা হয়। এতো গন্ডগোলের মধ্যে নূর আর কি করবে? এমনেই যা করেছে কম করে নি। ওর প্রতিপক্ষ দলের ছেলেরা তো জায়গায় জায়গায় গ্যাং রেপ করে বেড়াচ্ছে। অন্তত এমন তো কিছু করে নাই। নূর মানুষ হাসাতে হাসাতে বড় দল গঠন করার স্বপ্ন দেখছে, মন্দ কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



স্কুলের বাচ্চারা বাংলাদেশে কিছু বদলানোর মতো শক্তি নয়, তাদেরকে রাস্তায় নামানো সঠিক হয়নি; শেখ হাসিনা স্কুলের বাচ্চা তো দুরের কথা, কোন নবীর কথাও শুনেন না।

বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার, উহা গঠনে বাধা হচ্ছে, মাঠে আগাছা

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: নুরু কোনো ঘটনা না। শেখ হাসিনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তার নেই।
নুরু বেশি উজাইলে শেখ হাসিনা নাটাই টান দিবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা কোটা বিরোধীকে "ডাকসু"তে ভোটে যেতে দেয়াটা অন্যায় ছিলো, সেটাই শেখ হাসিনা বুঝতে পারেননি, কি ঘোড়ার দিম উনি বুঝেন!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শিরোনাম দেখে তো হাসতে হাসতে কেউ হার্ট ফেইল করতে পারে ভাই!!
ব্যাপক বিনোদন.........!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজের থেকেই সরে যাওয়া উচিত, উনি জাতির ক্ষতি করছেন; তবে, মশামাছি যদি বলে যে, উনাকে এখন সরাবে না, পরে সরাবে, সেটা নিয়ে ভাবার দরকার আছে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ডা: কামাল, কাদের সিদ্দিকি, মাহমুদুল হক মান্না মত নেতারা শেখ হাসিনার ভিত নারাতে পাড়লো না, ভিপি নুর কি করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে ?? নতুন নেতা গ্রহন করার সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠে নী!
হলে ইনু, মেনন, বামপন্থি নেতাদের নির্বাচনে ভোট বাজেয়াপত হত না ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে একটা ভালো রাজনৈতিক দলের জন্য মাঠ তৈরি হয়েছে; কিন্তু শিবির মিবির ইত্যাদি হচ্ছে অপদার্থ, জাতীর জন্য অভিশাপ, এদের জিনের মাঝে আছে জল্লাদ।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: নুরু হয়তো কোন একদিন আওয়ামীলীগ কিংবা বিএনপির যে কোন এক দলের পক্ষের মন্ত্রী হবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



দেশটা ইডিয়টে ও আবর্ঝনায় ভরে গেছে।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্বাধীনতার পর শেখ মুজিবের অনেক কর্ম কান্ডই বিতর্কীত ছিল।তারই ধারাবাহিতা আজকের এই আওয়ামী রাজনীতি।আরেকটা বড় পরিবর্তন ছাড়া জাতী এভাবেই খুড়িয়ে খুড়িয়ে চলবে।
আমার মনে হয় পাকিস্তানীরা যদি শেখ মুজিবকে মেরে ফেলত তবে শেখ মুজিব অমর হয়ে থাকতো আর জাতী বেঁচে যেত।দেশ চালানোর জন্য মুজিবের চেয়ে তাজউদ্দিন বেশি উপযুক্ত ছিল।
নুরু শেখ হাসিনার যোগ্য উত্তরসুরি।বড় দুঃখে এসব কথা বলতে হয় আজ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


মানুষ শেখ সাহেব ও তাজুদ্দিনের পেছনে দৌঁড়েছিলেন; তখন বুঝা যায়নি, ২ জনই ছিলেন প্রতিবাদী নেতা, দেশ ও সরকার চালানোর মতো ২ পয়সারও দক্ষতা ছিলো না; এবং দেশ চালানায় মানুষকে সম্পৃক্ত করেননি।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভিপি নূর (বা নুরু) একজন গোপাল ভাঁড় কিসিমের মানুষ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো মধুর ক্যান্টিনের মাছি।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনারকি মনে হয় যতই জনপ্রিয়তা থাকুক
নূর সরকারের পতন ঘটাতে পারবে ?
আমার তা মনে হয় না। নূর বিচক্ষণ মানুষ
তিনি তা করতেও যাবেন না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



নুর আপনার থেকে বিচক্ষণ হতে পারে, রাজনীতির জন্য মাছি।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২

মুজিব রহমান বলেছেন: নুর যখন ছাত্রলীগ করতো তখন ছিল রাজাকার বিরোধী আর আজ যখন ছাত্রলীগ বিরোধী তখনই শিবির। ভাল মানসিকতা!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


এরা বর্ণচোরা, ওর মগজে শিবির, সুযোগ সন্ধানী; না'হয়, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সুযোগ নিতো না।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে দেশের অবস্থা ভালো না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



যেই দলের উপর মানুষ স্বাধীনতার সময় আস্হা রেখােছিলো, উহাই অপদার্থ; ফলে, জাতি ভীষণ সমস্যার মাঝে পড়েছে।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: নুর আপনার থেকে বিচক্ষণ হতে পারে, রাজনীতির জন্য মাছি।

অথচ আপনি বলেছেনঃ শেখ হাসিনার সৌভাগ্য, নুর এখন সরকারের পতন ঘটাবে না!
মানে সে ইচ্ছা করলে সরকার পতন ঘটাতে পারতো। আপনার মাথায় সমস্যা আছে!!

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


আমার মাথায় সমস্যা থাকা সম্ভব; তবে, শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর কথা আমি বলিনি, বলেছে শিবির নুর, আমি সেটার উপর পোষ্ট লিখেছি।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪১

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে চলে আসেন।
এ্যামেরিকা এখন বিপদজনক।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আসার প্ল্যান ছিলো; আমি কিছুটা অসুস্হ হয়ে গেছি; দেখা যাক।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৪

কল্পদ্রুম বলেছেন: আপনি নূরকে খুব অপছন্দ করেন। এটা কি কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্যেই?

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোটার দরকার ছিলো না, মুক্তিযোদ্ধরা ভলনটিয়ার সৈনিক ছিলেন; যুদ্ধের পর তাঁদেরকে চাকুরীতে রাখলে, ভাতা ভুতা, কোটা মোটার দরকার ছিলো না; শেখ সাহবে ও তাজুদ্দিন সাহেবের মাথায় মগজ কম ছিলো, উনারা সমস্যার সৃষ্টি করে গেছেন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আলাপ করা যেতো, কিন্তু মুক্তিযোদ্ধা কোটাকে কেদ্র করে শিবির ইত্যাদিরা মুক্তিযোদ্ধাদের খারাপ কথা বলেছে।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৩

অনল চৌধুরী বলেছেন: আপনার পরিবার-ছেলেমেয়ে নিয়ে কিছু লেখেন।
তার কি করে, কোথায় থাকে?

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার ৩ ছেলে, এখন এরা সবাই আমেরিকায়; মেঝো ও ছোট ছেলে দীর্ঘ সময় বাংলাদেশে ছিলো।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৭

পুলক ঢালী বলেছেন: আপনার সাথে একমত তবে কোন ভাবেই শেখ হাসিনার সরকারের পতন ঘটাবার কথা চিন্তা করাও উচিৎ নয়। দেশের ভাল মন্দের সব দায়ভার কি শুধু শেখ হাসিনার? তিনি পোড়খেয়ে শিখছেন। ওনার জ্ঞানের বাহিরের বিষয়ে পরামর্শ দেওয়ার মত ভাল মানুষ কই? সবার পিছনেই কোন না কোন লেজ আছে।
তিনি সৎ মানুষ । একজন সৎ মানুষ সারাদেশের খোলনলচে বদলে দিতে পারেন যদি যোগ্যতা থাকে।
আমাদের দুর্ভাগ্য সেরকম যোগ্যতা সম্পন্ন মানুষ না পাওয়া।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নবী মুসার(আ: )'এর উপদেশও শুনবেন বলে মনে হয় না; উনি কাউকে বিশ্বাস করেন না। প্রশাসের কাছে উনার অবস্হা বেগম জিয়ার পর্যায়ে নেমে এসেছে।

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৫

আমি সাজিদ বলেছেন: নেতানিয়াহুর বাড়ির সামনে ইসরায়েলিরা গতকাল বিরাট সমাবেশ করে পদত্যাগ দাবী করলো। সকালে বিবিসিতে দেখলাম। কি তীব্র প্রতিবাদের ভাষা!

আমাদের দেশে এমন নিজের অধিকার আদায় করে দেওয়ার জনগন নেই এই জন্যই কারো কারো রক্ষা। নূরুর দরকার কি, জনগন যদি মিথ্যে ডেটা আর গ্যাং রেপের দলের পেছনে শক্ত ভূমিকা পালন করে, ভূত পালাতে বাধ্য৷ জনগন সয়ে যেতে থাকলে জাতিসংঘের ভাষণ কেন, স্বয়ং খোদার সামনেও মিথ্যা বলবে।



মানুষ বাঁচিয়ে রেখেছে আওয়ামী লীগকে। নূরু নয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সরকার বাংগালী জাতিকে খোজা বানায়ে ফেলেছে।

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নুরু তো ভিপি হওয়ার কোন যোগ্যতাতেই পড়েনা তারপরও ছাত্র/ছাত্রীরা তাকে ভিপি করেছে শুধুমাত্র আওয়ামী গুন্ডাটাকে দমাতে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


নুরু মুক্তিযোদ্ধাদের নিয়ে যা বলেছে, তাকে অনেক আগেই পাকিস্তানে পাঠানোর দরকার ছিলো।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৪

খাঁজা বাবা বলেছেন: নুরের বিরুদ্ধে মামলায় যাদের মাঠে দেখা গিয়েছিল, সোনার ছেলেদের কুকর্মের পরে তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে না।

নুরুকে যে পরিমান মার দেয়া হচ্ছে, নুরু যদি লোভ সামলে মাঠে থাকতে পারে তবে তাকে আপনারা বাংলার ম্যান্ডেলা বানিয়ে ছাড়বেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

চাঁদগাজী বলেছেন:


ম্যান্ডেলার জ্ঞান ছিলো, নুরুর কাছে রগকাটার যন্ত্র থাকবে; নুরুর শুরু হচ্ছে, মুক্তিযোদ্ধাদের বিরোধীতার মাধ্যমে

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

খাঁজা বাবা বলেছেন: নুরু মুক্তি যোদ্ধাদের বিরোধীতা কোথায় করেছে দেখিনি, আপনি দেখছেন কি???

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে সংঘটিত করে ভোট পেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.