নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টিকা তোমারা বানাও, ডিষ্ট্রিভিউশনে শেখ হাসিনার উপদেশ মনে রাখিও!

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৪



*** এডমিনকে ধন্যবাদ, কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি; এখন ব্লগার নুরু সাহেব কাঁপতে থাকবেন।

এবারের জাতিসংজ্ঞের সাধারণ কাউন্সিলের সন্মেলন হচ্ছে 'ভার্চুয়েলী', দেশ-প্রধানদের রেকর্ডকরা বক্তব্য বাজিয়ে শোনানো হচ্ছে! ট্রাম্প বক্তব্য রাখেনি, সে বুঝতে পেরেছে কেহই শুনবে না; সে সামনাসামনি থাকলে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সবাই মিথ্যা ব্যস্ততা দেখাতো, কিন্তু তার রেকর্ডকরা বক্তৃতা কেহ শোনার কথা নয়।

আমাদের প্রধানমন্ত্রী উনার বক্তব্য রেখেছেন; ভ্যাকসিন নিয়ে মাতব্বরী বক্তব্য রেখেছেন অবশ্যই; তৈরি করবে পশ্চিম, ডিষ্ট্রিভিউশন হবে উনার মত-অনুযায়ী: উনি বলেছেন, "আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মত এবং একইসঙ্গে পায়, তা নিশ্চিত করতে হবে।"

উনার দাবী, সকল দেশ যেন একই সাথে পায়! ট্রাম্প টিকা উন্নয়নে ১০ বিলিয়নের মতো ব্যয় করে ফেলেছে, টিকা যেন উহার ভোটের আগে অনুমোদন পায়; এবং ইহা নিয়ে কেলেংকারী চলছে; ভোটের আগে যদি টিকা আসে, আমেরিকানরা ধরে নিচ্ছে যে, উহা লাথি মেরে কাঁঠাল পাকানো হবে ভোটের জন্য, ট্রাম্পের মেয়েও সেই টিকা নিবে না নিশ্চয়ই; তবে, ওরা গোষ্ঠীশুদ্ধ ভাঁওতাবাজ, গ্লুকোজ ইনজেকশান নিয়ে বসে থাকবে টিকার নামে, হয়তো।

আগামী বছরের শুরুর দিকে যদি টিকা বের হয়, আমেরিকা ও ইউরোপের সাধারণ মানুষ টিকা পাবার সম্ভাবনা বছরের মাঝামাঝি; সেইদিক থেকে হিসেবে করলে, বাংলাদেশ, আফগানিস্তান, সিরিয়া পাবে ২০২২ সালে।

উনার বক্তব্যে উনার বাবার ঐতিহাসিক বক্তব্যের কথা সব যায়গায় থাকে; শেখ সাহেব ১৯৭৪ সালে, জাতিসংজ্ঞের সাধারণ কাউন্সিলে বাংলায় বক্তব্য রেখেছিলেন, ততকালীন সময়ের জন্য ইহা বাংগালীদের কাছে ইমোশানেল'এর ব্যাপার ছিলো, হয়তো; এখন ইহা কোন ব্যাপার বলে বলে হয় না; কিন্তু উনি এই রেকর্ড বাজাতেই থাকেন, সময় ও স্হানের কথা উনার মনে থাকে বলে মনে হয় না।

এসব বক্তৃতার কোন মানে আছে বলে মনে হয় না; বাংলাদেশের কে কি বলছে, সেটা শোনার জন্য কেহ বসে নেই; বরং ইসরায়েল কি বলছে, সেটা অনেকই শোনেন।





মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাঙালি জাতি নস্টালজিয়ায় বেশি ভোগে | আর এর নেতারা পুরানা কাসুন্দি ঘেটে অনবরত চর্বন করেন |

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার বর্তমান অবস্হা বেগম জিয়ার মতো হয়ে গেছে; প্রশাসন উহা টের পেয়ে দেশকে কলোনীর মতো চালাচ্ছে, আর বলে বেড়াচ্ছে, "আপা সব জানে"।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২২

চাঁদগাজী বলেছেন:


@ব্লগার জাদিদ,

ধর্ষণ নিয়ে আপনার পোষ্টে সঠিক কথা বলেছেন, এই ভয়ংকর সমস্যায় ব্লগারদের ভুমিকা থাকার দরকার।
আমার কমেন্ট ক্ষমতা নেই, আপনার পোষ্টে কমেন্ট করতে পারিনি, আপনার পোষ্ট নিয়ে নিজের পোষ্টে কমেন্ট করলাম।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

হাসান রাজু বলেছেন: আব্বাকে তৈলাক্ত করিলে আমি গদগদ হই। আমি গদগদ হইলে তৈলবাজের উন্নয়ন হয়। গদগদ হইতে হইতে বেমালুম ভুলিয়া গিয়াছি ওইখানে আব্বাকে তৈলাক্ত করিলে কেহই গদগদ হইবে না। আসলে বারো ভূতের সাথে বসবাস করতে করতে এই অবস্থা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



উনার বাবা উনাকে "গুরু" মনে করার কথা: বাবা ছিলেন আওয়ামী লীগের সভাপতি ১০ বছর, আর প্রাইম মিনিষ্টার সাড়ে ৩ বছর; উনি ৪০ বছর সভাপতি, আর কত বছর প্রাইম মিনিষ্টার ও বিরোধী দলের নেত্রী, উহা হিসেবে করতে কালকুলেটরের দরকার হবে।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪২

শাহ আজিজ বলেছেন: কে শুনবে ওসব যেখানে ন্যুনতম গ্রহনযোগ্যতা নেই নিজ দেশের মিস ম্যানেজমেনটে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



উনি বুঝেন না যে, এখনো অনেকে মনে করে যে, বাংলাদেশ আফ্রিকায় অবস্হিত।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫১

আমি সাজিদ বলেছেন: আমি গুগল সার্চ দিলাম। বাংলাদেশী বাংলা আর বাংলাদেশী ইংরেজী পত্রপত্রিকা ছাড়া কেউই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিছুই বলে নাই। আমি অন্তত খুঁজে পাই নাই। কোভিডে বড় বড় দেশরা যেমন ভ্যাক্সিনের পেছনে ইনভেস্ট করেছে উনার সরকার তো তেমন করে নাই। বরং উনি যেভাবে বাংলাদেশকে করোনা মুক্ত বলতে চাইলেন তাও আন সায়েন্টিফিক৷ উনি যেভাবে নিজেকে বিশ্ব রাজনীতির এক শক্ত চরিত্র মনে করেন বা উনার আশেপাশের মানুষ আর কর্পোরেট মিডিয়া উনার যে ভাবমূর্তি বিশ্বে আছে বলে প্রচার করতে চায়, তার ছিঁটেফোঁটাও উনার স্পিচে পেলাম না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনি আছেন কুপের ভেতরে, উনার চারিপাশে নবরত্ন সভা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৪

আমি সাজিদ বলেছেন: উনি কুপের মধ্যে আছেন, উনার চারপাশে উনার অহংকারের কুপ আছে। আগে সেটা ভাঙ্গতে হবে উনাকে যদি উনি সত্যিকারের নেতা হতে চান। শুনেছি ট্রাম্পু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে আসছে বাংলাদেশে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনার উচিত প্রধানমন্ত্রীর পদে নতুন কাউকে দিয়ে অবস্হা বুঝা, নিজের দল থেকে আগাছা পরিস্কার করা।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা অন্ধকারে আছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে কি হচ্ছে, উনার কোন ধারণাই নেই; উনার প্রশাসন ও দল দেশকে কলোনী বানায়েছে।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাংলাদেশ কি আদৌ টিকা পাবে? পেলে সেটা কবে নাগাদ পেতে পারে??

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



ইউরোপিয়ান কিংবা আমেরিকান টিকা আসবে ২০২২ সালে; চীনা কিংবা রাশিয়ান আসবে ২০২১ সালে।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

শূন্য সারমর্ম বলেছেন: এদেশে টিকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। হট টপিক নিয়ে জাতিসংঘে বলা হয়েছে, এতে অাহামরি কিছু হবে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



কথা বলার সময়, নিজের প্রোফাইলের সাথে মিল রাখতে হয়; দেশ চালাতে জানেন না, বক্তব্য রাখেন বৃটিশ প্রাইম মিনিষ্টারের মতো।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গনতন্ত্র বিকশিত না হলে দেশের অবস্থা আরো খারাপ হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্র আনাের জন্য ব্লগারেরা গনতন্ত্রের ডেফিনেশন শেখা দিয়ে শুরু করতে পারেন; বেশীরভাগ ব্লগার উহা জানেন বলে মনে হয় না।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: *** এডমিনকে ধন্যবাদ, কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি;
এখন ব্লগার নুরু সাহেব কাঁপতে থাকবেন।

....................................................................................
ব্লগারেরা গনতন্ত্রের ভাষা শিখলে কাপাঁকাঁপি থাকবে না ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মাঝে শতকরা ৮০ জন গণতন্ত্রের ডেফিনেশন না দেখে লিখতে পারবেন না।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

আমি সাজিদ বলেছেন:

তথ্যমন্ত্রীর কথা কতটুকু সত্য? বিশ্বনেতাদের রত্ন আমাদের প্রধানমন্ত্রী? আজারবাইজান - আর্মেনিয়ায় কি হচ্ছে? তুরস্কের সমস্যাটা কি?

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



ছবির লোকটি হলো "ঘরের কোনের কোলা ব্যাং, কুপের মাঝের সোনা ব্যাং"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.