নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খারাপ প্রেসিডেন্ট, ট্রাম্প অবশেষে করোনায় আক্রান্ত!

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬



*** আপডেইটেড: ট্রাম্পের লোকেরা ষড়যন্ত্র করে, আরেকটা টেষ্ট করায়ে বলতে পারে যে, আগের টেষ্ট সঠিক ছিলো না। ***

ট্রাম্প করোনা-পজেটিভ, এটার খুবই দরকার ছিলো; পিগমীটা আমেরিকাকে ডুবায়ে দিয়েছে ও একই সাথে বিশ্বে করোনা নিয়ে সবচেয়ে বেশী ভুল তথ্য দিয়ে আসছিলো। দু:খের বিষয়, উহার স্ত্রীও উহা থেকে (যথাসম্ভব) করোনা-পজিটিভ হয়েছে। বিশ্বের জন্য এর থেকে ভালো খবর আর আছে বলে মনে হয় না।

*** * ব্যালেট থেকে এই লিলিপুটিয়ানের নাম সরানোর দরকার। **** হোয়াইট হাউজের অনেকেই নিশ্চয় পজেটিভ হবে।

আমেরিকায় ২ লাখ ৮ হাজার মানুষ প্রাণ হারায়েছেন; জানুয়ারীর মাঝে, আরো ২ লাখ প্রাণ হারানোর সম্ভাবনা আছে; আমেরিকার যেই সম্পদ, প্রশাসন ও স্বাস্হ্য ব্যবস্হাপনা আছে, ২ শত মানুষ করোনার মরার কথা নয়; ইডিয়ট ট্রাম্প করোনা সম্পর্কে ভুল ধারণা দেয়ায়, ভুল পদক্ষেপ নেয়ায় এত বেশ বেশী মানুষ প্রাণ হারালো ও অর্থনৈতিকভাবে দেশটি ১০ বছরের জন্য সমস্যায় পড়েছে।

একা ট্রাম্পের কারণে, হয়তো, আমেরিকার ৬০ ভাগ মানুষ টিকা নেয়া থেকে বিরত থাকতে পারে বেশ কিছু সময়। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে; তবে, সে করোনা পজিটিভ হওয়ায় ওর বেকুব অনুসারীরা চিন্তা করার সুযোগ পাবে।

কেহ অসুস্হ হলে খুশী হওয়াটা অপরাধীর কাজ, কিন্তু ট্রাম্পের করোনা-পজিটিভ হওয়া আমেরিকা ও বিশ্যবের জন্য সুখবর; ইহা প্রমাণ করবে যে, ট্রাম্প আসলে আমেরিকার ইটিহাসে সবচেয়ে বড় ইডিয়ট প্রেসিডেন্ট ছিলো।

মন্তব্য ৭১ টি রেটিং +১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০

জাহিদ হাসান বলেছেন: সে নিজে ডুবেছে,আমেরিকানদেরও ডুবিয়েছে। তার ভুল নেতৃত্বের কারণে ২ লাখ আমেরিকান করোনায় প্রাণ হারিয়েছে।

তার কারণে প্রচুর বর্ণবাদী সহিংসতা ও দাঙ্গার ঘটনা ঘটেছে। আমেরিকা বিশ্ব নেতৃত্ব হারিয়ে ফেলেছে।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:



সে আমেরিকাকে "ক্রীতদাস ব্যবসায়ের যুগে ফেরত নিয়েছে", ওর পজেটিভ হওয়ায় ওর বেকুব অনুসারীরা চিন্তা করার সুযোগ পাবে।

২| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইয়েস, হি ইজ এ্যান ইডিয়ট প্রেসিডেন্ট, নো ডাউট।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার ১০ ভাগ মানুষ পরিবারের জন্য "ফ্রি খাবার" খুঁজছে; আমেরিকা ১০ বছরের অর্থনৈতিক সমস্যায় জড়ায়েছে।

৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এই সেরা ইডিয়ট নাকি পরবর্তী নির্বাচনেও আবার জিতে আসবে???

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


না, নির্বাচনে জিতবে না।

৪| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ট্রাম্পের কপ্পালে শনি শুরু।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে পংগু করে দিয়েছে এই মুরগীর মগজ; তবে, এখন থেকে অপেক্ষাকৃতভাবে কম আমেরিকান মারা যাবে

৫| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪০

আমি সাজিদ বলেছেন: আপনার ভাইয়ের মেয়ে তো ভালো আছে। সততা আর জাতিসংঘের কি করা উচিত কি করা উচিত না এসব নিয়ে লেকচার দিয়ে বেড়াচ্ছে। ট্রাম্পের পরে বিশ্বনেতাদের আসন আপনার ভাইয়ের মেয়েই দখল করবে। নাহয় ডাকাতি করে বা হাতুড়ি দিয়ে ভেঙ্গে নিয়ে আসবে।


প্রসঙ্গক্রমে বলি, ট্রাম্পু এই করোনা দিয়েই ভোটে জিতবে।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে ভয়ংকর এক পরিস্হিতির মাঝে, কি হবে কেহ জানে না; তবে, আমেরিকা সমাধান বের করবে।

৬| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোন মানুষের অমঙ্গল কামনা করা ঠিক নয়।
বিশেষ করে সে যখন বিপদের মধ্যে পড়ে।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:




আমি অমংগল কামনা করছি না, ওর করোনা হওয়াতে ২/৩ লাখ আমেরিকানের প্রাণ রক্ষা হবে।

৭| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:২১

নতুন নকিব বলেছেন:



আপনার প্রিয় ব্যক্তি।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি সঠিকভাবে আপনার কমেন্টের উত্তর দিলে, আজকে আবার "ব্যান" খেয়ে বসবো; আমার নিজের ব্যান রোধের জন্য বলছি, "আপনি বাংগালীদের মাঝে জ্ঞানী ব্যক্তি"।

৮| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক বলেছেন।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



সে আমেরিকাকে যেভাবে ভাগ করেছে, আমেরিকা "দাস ব্যবসার যুগে" ফেরত গেছে।

৯| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ট্রাম্প সুস্থ না হলে করোনা পৃথিবীতে একটি বড় ইতিহাস সৃষ্টি করবে, আর ট্রাম্প সুস্থ হলে আমেরিকায় করোনা আরো ভয়ংকর রুপ ধারণ করবেন। করোনাকে ট্রাম্প আর পাত্তা দিবেন না, তাতে বহু সাধারনের মৃত্যু হতে পারে।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



বরিস জনসনের ভালো হয়ে গেছে, ট্রাম্পও ভালো থাকবে; তবে, তার অনুসারীদের ভুল ভাংগবে।

সে আসলে, করোনার ভয়ে তাবিজও হয়তো নিয়েছে; সে ক্লোরোকুইনের মতো বিষাক্ত ঐষধ খেয়েছে।

১০| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩২

নতুন নকিব বলেছেন:



যাক, বুঝা গেল, ব্যান তাহলে কাজের।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্যান কাজ করে, আপনার উপর মোল্লা শফির দোয়া আছে, আপনি ব্যান খাবেন না।

১১| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৭

ঢাবিয়ান বলেছেন: আমাগো সুখবরটা কবে পামু ?

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি করোনামুক্ত আছেন, এটাই সুখবর।
শেখ হাসিনার উচিত, এখনই কাউকে প্রাইম মিনিষ্টার বানিয়ে দেখা, সে দেখুক কিভাবে দেশ চালায়; না'হয়, জাতি ইয়েমেন বা আফগানিস্তানে পরিণত হবে।

১২| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২

আমি সাজিদ বলেছেন: আমাদের বিশ্বের সেরা অর্থমন্ত্রী চিকিৎসার জন্য দুবাই গেছেন। উনার কোভিড হলো কিনা কে জানে। উনার জন্য অন্তর থেকে দোয়া থাকলোআমাদের বিশ্বের সেরা অর্থমন্ত্রী চিকিৎসার জন্য দুবাই গেছেন। উনার কোভিড হলো কিনা কে জানে। উনার জন্য অন্তর থেকে দোয়া থাকলো পৃথিবীর সর্বকালের সেরা অর্থমন্ত্রী অচিরেই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে একনেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রীকে সাহায্য করুন।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



করোনা চিকিৎসার জন্য কুয়েতের ভিসা কেউ পাবে না; উনার ব্যবসা বাণিজ্য থাকতে পারে সেখানে।

১৩| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৪

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। আপনি জ্ঞানী লোক। কিন্তু আহমাদ শফি রহ. তো আপনার এলাকার ভাই। তার দোআ আপনার ক্ষেত্রে কাজ করবে না?

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



দোয়া কাজে লাগলে শিশু মৃত্যু হতো না, শিশুরা টোকাই হতো না।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফি ও হাঠাজারী মাদ্রাসা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলো।

১৪| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৯:০২

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের অফিসে যে লোকটা বলত কিসের করোনা ফরোনা? বিশ্বাস করে সেই লোকটাই আমার পরিচিতের মধ্যে সবার আগে মারা যায়। আমাদের অফিস বন্ধ হয়েছিল ফ্রেবুয়ারী ১৫ তারিখে আর তিনি মারা গিয়েছিলেন মার্চের মাঝামাঝি। সবাই ভয় পেলেও তিনি ভয় পান নাই, সব কাজ করেছেন, বাসা থেকে বের হয়েছেন এবং একাকি করোনাতে মরেছেন। তিনি পুরান ঢাকার লোক ছিলেন। তিনি যে সময়ে মারা যান তখন আমাদের দেশে কোন চিকিতসাই ছিল না বলা চলে। মার আরো কয়েকজন বন্ধু মারা গেছেন।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



মানুষ যখন বিজ্ঞানকে বুঝতে চাহে না, তখন ভয়ংকর কিছু ঘটার সম্ভাবনা

১৫| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ট্রাম্প নির্বাচনে জয়ী হবার জন্য, নিজের করোনা হয়েছে এমনটা বলছে কি?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



সে হেরে যাবে।

১৬| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১২:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইলেকশনের কি হবে।মারা গেলে বন্ধ হবার সম্ভাবনা আছে কি।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


মারা যাবে না, ইলেকশান ঠিক সময়ে হবে; সে পরাজিত হবে।

১৭| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ২:২৫

কলাবাগান১ বলেছেন: Good to see that President Trump is being treated with Regeneron's Antibody cocktail

We talked about that in this post

Vaccine may not be needed

https://www.somewhereinblog.net/blog/kalabagan1/30302977

০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



উনার চিকিৎসার অভাব নেই; সমস্যা হচ্ছে দরিদ্রদের নিয়ে, যাদের ১ বেদরুমে ৫/৬ জন বাস করছে।

১৮| ০৩ রা অক্টোবর, ২০২০ সকাল ১০:১৮

রানার ব্লগ বলেছেন: ট্রাম্প একটি পরিত্যাক্ত প্রানী। কি মনে করে আমেরিকানরা ও কে প্রেসিডেন্ট করেছিলো কে জানে? বিস্ব রাজনিতিকে সে ছেলে খেলা বানিয়ে।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাকে আফ্রিকা বানায়েছে ট্রাম্প

১৯| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৮

খাঁজা বাবা বলেছেন: ট্রাম্পকে পিগমি বলা কি রেসিজম নয়?

সাবানে ফুসফুস ধুয়ে ট্রাম্পকে করোনা মুক্ত করা হোক।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



এবার শুধু রেসিজমকে পুঁজি করে ভোটে নেমেছে

২০| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে শীতে কি করোনা পরিস্থির খুব খারাপ হবে? আপনার কি ধারনা?

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



শীতে করোনা রোগীদের মাঝে নিমোনিয়ার সংখ্যা বাড়বে।

২১| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ট্রাম্প সাহেব ট্যাক্স ফাকি দিয়েছেন এটা আমার কাছে বেশী খারাপ রেগেছে।
করোনা সেরে যাবে।

কিন্তু ট্যাক্স ফাঁকি দেয়ার ঘটনা ইতিহাসে আলকাতরার হরফে লেখা থাকবে।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


সে ধুর্ত ও অসট বয়বসায়ী, ৭ ট্রিলয়ন ডলারে তার অবদান ৭৫০ ডলার; সে আস্তাকুড়ে যাবে।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৫৩

অনল চৌধুরী বলেছেন: ওর করোনা হওয়াতে ২/৩ লাখ আমেরিকানের প্রাণ রক্ষা হবে -এই আজব তথ্য কোথায় পেয়েছেন?
জিপসীর তাসের ভব্যিৎবাণী করে বলেছে নাকি?????
Gypsy Fortune Teller

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



তথ্যের সৃষ্টিকর্তা হলো মানুষ; ট্রাম্পের করোনা হওয়াতে, সে মাস্ক পরছে, তার আশপাশের লোকেরা মাস্ক পরছে; এখন, যেই ৪২% মাস্কে বিশ্বাস করতো না, তারা ক্রমেই মাস্ক পরবে, এতে আগামী ১ বছরে ২/৩ লাখ মানুষের পরাণ বাঁচবে।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৫৪

রাকু হাসান বলেছেন:

আপনার স্বাস্থ্য এখন কেমন?

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি মোামুটি অসুস্হ; আপনাকে ধন্যবাদ; ভালো হতে সময় লাগবে।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: যার মৃত্যু যখন হওয়ার, তখনই হবে।
কোনো মাস্ক-টাস্ক তাকে বাচাতে পারবে না।
আর সন্ত্রাসী এ্যামেরিকানরা নিজেরা বেচে গিয়ে পৃথিবীর দেশের দেশে কোটি কোটি মানুষ মারুক, এটা চাচ্ছেন কোন যুক্তিতে?
করোনার কারণে কলম্বাস ১৪৯২ সালে এ্যামেরিকায় গণহত্যা শুরু করার পর গত ৪২৮ বছরে এই প্রথম গত ৬ মাসে এ্যামেরিকানদের সন্ত্রাসী হামলায় বিদেশের মাটিতে কোন মানুষ মরেনি।
তবে নিজে দেশের কালোদের এখনো বিভিন্নভাবে মারছে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনার কথাবার্তা মোল্লা ও ইয়েমেনী মানুষের মতোন; আপনি কি সিলেটের কোন পাহাড়ের গুহায় থাকেন?

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ২:৫৬

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকান সন্ত্রাসীদের মৃত্যু কামনা করতে গিয়ে গুহামানব খেতাব পেয়ে আমি অত্যন্ত অঅনন্দিত।
আপনার কথাবার্তা মোল্লা ও ইয়েমেনী মানুষের মতো; আপনি কি সিলেটের কোন পাহাড়ের গুহায় থাকেন? -এসব কথা বলে আপনি সিলেটের সব মানুষকে অপমাণিত করেছেন।
দেশের সবচেয়ে বেশী গুহা চট্রগ্রাম জেলায়, সেটা আপনিও জানেন।
আলুটিলা গুহা,আলীকদম গুহা-ইত্যাদি
নিজের জেলার নাম বলেন না কেনো?
আমার বাড়ি ঢাকায়।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি চিটাগং'এর।
সিলেটের সাইফুর রহামান ও মুহিত নামের ২ গুহামানব অর্থমন্ত্রী হয়ে দেশকে ইয়েমেনের পথ ধরায়ে দিয়েছে; সেইজন্য গুহা বলতে সিলেটি গুহার কথা বলি।

আপনি মনে হয়, কুট্টি মুট্টি ধরণের কেহ হবেন!

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৩:২৫

অনল চৌধুরী বলেছেন: কুট্টি বলে ঢাকার স্থানীয়দের অপমাণ করেছেন।
এজন্য আপনার বিরুদ্ধে এই ব্লগের ঢাকাইয়ারা আইনগত ব্যবস্থা নিতে পারে।
আমার পরিবার ৫০ এর দশক থেকে ঢাকায় বসবাস করে, তবে আমরা ঢাকার আদিবাসী না।

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


আসলে আপনারা কোথাকার আদিবাসী?

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৩:৪৩

অনল চৌধুরী বলেছেন: মেসোপটেমিায়ার (ইরাকে) বাগদাদ।

০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর সংবাদ, ভাগ্যের খোঁজে ওরা সমুদ্র পথে পুর্রে ইন্দোনেশিয়া ও পশ্চিমে সাহারা অবধি গিয়েছিলো।

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৪:৩০

অনল চৌধুরী বলেছেন: আপনার প্রভু এ্যামেরিকানদের মতো দেশে দেশে লুটপাট করতে যায়নি।
প্রথমে গিয়েছিলো ব্যবসা করতে, কিন্ত ইংরেজ-ইউরোপীয়দের মতো এই অঞ্চল দখল করেনি।
কারণ তারা প্রকৃত সভ্য ছিলো।
পরে ধর্ম প্রচারের জন্য, যে কারণে দক্ষিণ এশিয়ার জনগণ ভয়ংকর হিন্দু বর্ণবাদ থেকে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আপনি নিজের দেশ ছেড়ে সন্ত্রাসীদের দেশে গেছেন কেনো????

০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে আমরা মনে করেছিলাম, আমরা একটা দেশের মালিক হয়েছি; পরে দেখলাম, আমরা বাংগলা ভাষাভাষী বেকুব পাকিস্তানীদের প্রজা হয়েছি; তখন দেশ বিদেশ সবই সমান ছিলো।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৪:৫০

অনল চৌধুরী বলেছেন: তো এইদেশকে প্রকৃত বাংলাভাষীদের নিয়ন্ত্রনে আনার জন্য কিছু না করে করে কাপুরুষের মতো বিদেশে পালিয়েছিলেন কেনো?
এজন্যই তো দেশটা চোর-জোচ্চোরদের থপ্পড়ে চলে গেছে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


বিদেশে কাজ করাটা ভুল ছিলো।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০২০ ভোর ৬:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা বিষয় ঠিক বুঝতে পারছি না। ট্রাম্প কোরোনার চিকিৎসার জন্য ভারত থেকে মিলিয়ন মিলিয়ন ডোজ হাইড্রোক্সিকলোরোকুইন আনলো মোদিকে অনুরোধ করে। সেটা বাদ দিয়ে রেমেডিসিভির দিয়ে কেন তার চিকিৎসা করা হচ্ছে ?

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



হাইড্রোক্সিকলোরোকুইনে বেশ মানুষ পয্রাণ হারায়েছে।

রেমেডিসিভির শরীরে ভাইরাস কমায়ে আনে।

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন: দোয়া কাজে লাগলে শিশু মৃত্যু হতো না, শিশুরা টোকাই হতো না।

-হায়াত মউত মানুষের হাতে নয়। দেখে শুনে বুঝার পরেও এই বোধ এবং বিশ্বাসকে যারা ধারণ করতে ব্যর্থ হয় তাদেরকে কোন শ্রেণির মানুষ বলা যায়, চিন্তার বিষয়। পারলে আপনি আপনার হায়াতকে নিয়ন্ত্রণ করে দেখান। আপনি না মরে দেখান। আপনি দেড়শো বা দু'শো বছর বেঁচে থেকে দেখান।

পারবেন? যদি পারেন, তাহলে আপনার হাতে বায়আত হব।

জানি, কোনো দিন পারবেন না। আর যদি না পারেন, তাহলে বুঝা গেল, হায়াত মউত আপনার নিয়ন্ত্রণে নয়। অন্য কেউ একজন আড়াল থেকে নিয়ন্ত্রণ করেন। সেই 'কেউ একজন' আসলে কে? জানতে ইচ্ছে করে না? এই ইচ্ছেটা থাকা উচিত।

লেখক বলেছেন: মোল্লা শফি ও হাঠাজারী মাদ্রাসা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিলো।

-দাবী করা হয়ে থাকে, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। প্রশ্ন হচ্ছে, আহমদ শফি রহ. ও হাঠহাজারী মাদ্রাসা সত্যিকারার্থে স্বাধীনতার বিপক্ষে থাকলে আওয়ামী লীগ তাদের সাথে আন্তরিকতা রাখে কিভাবে? এমনকি মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তাদের প্রতি সহানুভূতিশীল। এর কারণ কি?

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা জানেন যে, উনার বাবা একাই বাংলাদেশ স্বাধীন করে ফেলেছেন পাকিস্তানের জেলে বসে। বর্তামান আওয়ামী লীগের কতজন জানে যে, সাধারণ মানুষ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন? সেই কারণে মোল্লা শফি তাদের জন্য সমস্যা ছিলো না।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



আপনার স্বাস্থ্য কেমন? লিখছেন না কেন? ব্লগে আপনাকে না পেয়ে চিন্তিত।

সুযোগ থাকলে মন্তব্যের উত্তরে আসুন প্লিজ!

মহান আল্লাহ তাআ'লার নিকট বিনীত অন্তরে একান্তভাবে প্রার্থনা করছি, তিনি আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ, আমার শরীর ভালো নয়; তবে, ব্লগে আসছি প্রায়ই।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ট্রাম্প আমেরিকার ভাবমূর্তি তলানীতে নিয়ে গেছে।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


সে আমেরিকাকে ১০ বছরের জন্য অর্থনৈতিক খাদে ফেলেছে

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, আমার শরীর ভালো নয়; তবে, ব্লগে আসছি প্রায়ই।

-ধন্যবাদ আপনাকেও।

০৫ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:২০

চাঁদগাজী বলেছেন:



ভালো থাকুন।

৩৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: মেসোপটেমিয়া থেকে এদেশে মানুষ আসার কথা শুনে বলেন-ভয়ংকর সংবাদ, ভাগ্যের খোঁজে ওরা সমুদ্র পথে পুর্রে ইন্দোনেশিয়া ও পশ্চিমে সাহারা অবধি গিয়েছিলো/sb]!!
নিশ্চিত জেনে রাখেন, আপনার পূর্ব পূরষ সৌদি আরব থেকে চট্রগ্রাম গিয়েছিলো।
কারণ প্রাচীনকাল থেকেই বাংলা ছিলো ফসল ও অন্যান্য সম্পদে সমৃদ্ধশালী।
তাই দলে দলে লোক জীবিকার সন্ধানে এখানে এসেছিলো। আর এদের মধ্যে সবচেয়ে বেশী লোকজন চট্রগ্রাম বন্দর দিয়ে এবং তাদের বেশীরভাগই সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলো।
একারণেই চট্রগ্রামের ভাষা বাংলাভাষীদের কাছেও এতো দুর্বোধ্য।
কারণ পৃথিবীর এমন কোনো প্রধান ভাষা নাই, যে ভাষার শব্দ চট্রগ্রামের ভাষায় ঢোকেনি।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামে বাংগালী, মগ ও আরব সংমিশ্রণ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.