নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন জিতবে, আই,ই,এম (IEM ) প্রেডিকশান মার্কেট ডাটা

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:১১



উপরের গ্রাফটি (X-axis: তারিখ , Y-Axis: ষ্টকের মুল্য ) আমেরিকার আইওয়া রাজ্যের, আইওয়া ইউনিভার্সিটির ষ্টক-মার্কেটে (ফিউচার প্রেডিকশান মার্কেট) আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের শেয়ারের মুল্য দেখাচ্ছে: নীল লাইনটি , আমেরিকান মুদ্রা সেন্টে প্রার্থী জো বাইডেন এবং লাল লাইনটি হচ্ছে ট্রাম্পের শেয়ারের মুল্য।

গ্রাফে দেখাচ্ছে, অক্টোবরের ১ তারিখে জো বাইডেনের শেয়ারের মুল্য ছিলো ৭৪ সেন্ট, এবং ট্রাম্পের শেয়ারের মুল্য ছিলো ২৬ সেন্টের মতো; জো বাইডেনের শেয়ারের মুল্য ৭০ সেন্টের বেশী থাকলে, জো বাইডেন ভোটে জয়ী হবে। আইওয়া ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকরা সর্বাধিক মাথাপিছু ৫০০ ডলারের শেয়ার কিনতে পারেন; ভোটে যদি বাইডেন জিতে, বাইডেনের শেয়ারের মালিক প্রতি শেয়ারের জন্য ১ ডলার পাবেন, ট্রাম্পের শেয়ারের মালিক কিছু পাবে না; আজকে যদি কেহ ট্রাম্পের শেয়ার বিক্রয় করে দিতে চায়, প্রতি শেয়ারের মুল্য পাবে ২৬ সেন্ট। প্রাইযমারীতে বাইডেন জয়ী হওয়ার পর (২০২০), ২ জনের শেয়ার ৫০ সেন্টের কাছাকাছি ছিলো; ক্রমেই উহা আজকের মুল্যে বিক্রয় হচ্ছে; ভোটের কাছাকাছি সময়ে, ইহার মুল্য আরো বদলাবে; যার শেয়ারের মুল্য ৭০ সেন্টের উপরে থাকবে, সেইজন ভোটে জয়ী হবে; ইহা প্রেডিশান থিওরীর একটা প্র‌েকটিক্যাল এপ্লিকেশন।

আপনারা যাঁরা অর্থনীতি, ষ্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং পড়েছেন, তাঁরা হয়তো প্রেডিকশন থিওরী পড়েছেন; এগুলো অংক, লজিক ও অলগারিদম, ইহা বুলগেরিয়ার "অন্ধবাবা" কিংবা কোন দরবেশের ভবিষ্যত বাণী নয়, সামান্য লজিক্যাল ভাবনা ও অংক। যাঁরা ইহা পড়েননি, উইকি'তে পড়তে পারেন।

এটি আসল মুদ্রায়, আসল ষ্টক-মার্কেট, কিন্তু একাডেমিকদের জন্য মাত্র। ২০০৭ সালে ইহা চালু করা হয়েছে; থিওরীর দিক থেকে ইহা আসলে "ফিউচার মার্কেট"; একজন শেয়ার হোল্ডার এখানে ইলেক্ট্রোনিক্যালী নিজের শেয়ার বেচাকেনা করতে পারে; মুল উদ্দেশ্য ব্যবসা নয়, ভবিষ্যত বাণী; যেজন মনে করে যে, ট্রাম্প জয়ী হবে, সে ট্রাম্পের শেয়ার কিনবে, যে মনে করে যে, বাইডেন জয়ী হবে, সে বাইডেনের শেয়ার কিনবে; কেহ আজকে মনে করলে, ট্রাম্প পরাজিত হবে, সব টাকাটা না হারিয়ে কিছু টাকা রক্ষা রক্ষা করার জন্য ২৬ সেন্টে বিক্রয় করে দিতে পারে। আমি বেশী সহজ ও ছোট আকারে লিখেছি, আপনারা উইকিতে পড়লে, পুরো থিওরী ও সফটওয়ার সম্পর্কে পুরো ধারণা পাবেন।

**** এটা একটা প্রেডিকশান সিষ্টেম। ট্রাম্পের কারণে, আমেরিকার কিছু মানুষ অসৎ হয়ে গেছে, এরা এই সিষ্টেমটাকে ম্যানিপুলেট করতে পারে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কি নিশ্চিত যে বাইডেনই জিতবে।করোনার জন্য যদি সহানুভূতি পেয়ে যান তবে ট্রাম্পেরও জয়ের সম্ভাবন আছে।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প করোনার জন্য সহানুভুতি পাবে, ভোট পাবে না।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্প যদি করোনামুক্ত হতে না পারেন, তাহলে কী তার প্রার্থিতা বহাল থাকবে? আমেরিকান সংবিধান কি বলে?

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



বেঁচে থাকলে, বা মরে গেলেও ভোট হবে ও প্রার্থীতা থাকবে।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৭

মুজিব রহমান বলেছেন: উদারবাদী ডেমোক্রেটদের বিজয় প্রত্যাশা করছি। পার্থক্যটা বেশি দেখতে ভালই লাগছে।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


দুষ্টটা প্রকৃতির হাতে ধরা খেয়েছে।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২৯

রাশিয়া বলেছেন: ট্রাম্পের সময় বেশ শান্তিতেই ছিলাম। আমরা ট্রাম্পকে আবারো ক্ষমতায় দেখতে চাই।
২০০৪ সালে জন কেরি আর ২০১৬ সালে হিলারির হেরে যাবার পর আমরা আমেরিকার এই সস্তা প্রেডিকশনে আর বিশ্বাস করিনা।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনার বিশ্বাসের জন্য আমেরিকানরা অপেক্ষা করছিলো, ওদেরকে জানিয়ে দেবো।

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩

জুন বলেছেন: আমার কাজিন বোন এক সাদাকে বিয়ে করে আমেরিকা আছে কয়েক যুগ। সে ঘোরতর ডেমোক্রেট সাপোর্টার৷ অবৈধ ইমিগ্রেন্টদের দুঃখে তার চোখে পানি আসে। কাটাতারের বেড়া দেয়ায় সে চুড়ান্ত অসন্তুষ্ট। নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখি এই সব পদক্ষেপ নেয়া যদি তাদের রাগের কারণ হয় তবে আজ থেকে কয়েক যুগ পর এই সব বাংলাদেশী বোন ইমিগ্রেন্টরাই মধ্যপ্রাচ্যের আর দক্ষিন আমেরিকা থেকে যাওয়া কোটি কোটি গরীব লোকজনের আমেরিকায় প্রবেশ আর অবৈধ বসবাস নিয়ে ক্ষোভে ফেটে পরবে যেমনটি পরছে এখন সাদারা। ধান্দাবাজ মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। ভবিষ্যৎ চিন্তা করে না। ইউরোপ এখন শরনার্থী নিয়ে এত কঠোর কেন? তারাই তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে তাদের দেশকে বসবাসের অযোগ্য করেছে। এখন তার দায় নিতে চায় না কেন বলুন? আমরা কেন কয়েক লাখ রোহিংগাতেই অসন্তুষ্ট হয়ে উঠেছি? কেন আরো অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি না। আগে নিজেদের দিকে সবার তাকানো উচিত তারপর অন্যের দিকে।
আর আপ্নার জোগাড় করা প্রেডিকশন ভুল। তাই যদি হতো তবে হিলারী হেরে গিয়ে বিছানা নিতো না।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকাতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, কিছু মানুষ অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, যা আমেরিকার সাধারণ মানুষের বিশ্বাসকে ভেংগে দিচ্ছে; যেমন, এই প্রেডিকসান সিষ্টেমকেও মেনিপুলেট করা সম্ভব; ট্রাম্প সাপোর্টারেরা যদি ষড়যন্ত্র করে বাইডেনের শেয়ার কিনে, এই সিষ্টেম ফেল করবে।

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

কূপমণ্ডূক বলেছেন: ড্রাম্প জয়ী হবে।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক।

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুষ্ট প্রকৃতির ট্রাম্পের বিদায় হওয়া উচিৎ।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প গতবার এসেছিলো, প্রেসিডেন্ট হয়ে, নিজের ব্যবসাকে দাঁড় করার জন্য; ইহা সবাই বুঝতেছে না।

৮| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২০

রোকনুজ্জামান খান বলেছেন: মোদী ও বাংলাদেশ সরকার সব সময় ই চাইবে ট্রাম্প জিতুক।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



বিশ্যবের সব দুষ্টরা চাচ্ছে যে, ট্রাম্প জিতুক

৯| ০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি। ট্রাম্প যতই খারাপ হোক বাংলাদেশের রাজনীতিবিদের চেয়ে ভালো।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের রাজনীতিবিদরা রবার্ট ক্লাইভের মানস সন্তান।

১০| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৬

অধীতি বলেছেন: এখন বাইডেন জিতলেই কি জিতে যাবে?
গতবারওতো বিপক্ষ প্রার্থী গণভোটে এগিয়েছিল।

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



এটা একটা প্রেডিকশান সিষ্টেম।
ট্রাম্পের কারণে, আমেরিকার কিছু মানুষ অসৎ হয়ে গেছে, এরা এই সিষ্টেমটাকে ম্যানিপুলেট করতে পারে।

১১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাইডেন জিতুক বা পাগলাটা জিতুক
তাতে আমাদের শীত গ্রীষ্ণের পরিবর্তন
হবেনা। সব শিয়ালের এক রা !!
সবাই গরীবের রক্ত চুষবে !

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



সেটা ঠিক

১২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আজ ট্রাম্প করোনা নিয়ে বাইরে বের হলেন কেন? গাড়ির ভিতর থেকে তার সমর্থকদের দেখে হাত নাড়লেন।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



সে আসলে ইডিয়ট

১৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮

আহা রুবন বলেছেন: মাথা মোটা ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদটিকেই অপমানিত করেছে।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


সে মানুষের ৪ ট্রিলিয়ন ডলার বড় বড় কর্পরেশনদের দিয়ে দিয়েছে "রাসকিউ"এর নামে; মানুষ ১০ বছরের সমস্যায় পড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.