নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের উপর নির্যাতনে মদ ও মাদক কতটুকু কাজ করছে?

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬



রাশিয়ানরা মদ খেলে দিল-দরিয়া হয়ে যায়; রাশিয়ান মেয়েরা মদ খেলে, কোন বিষন্ন পুরুষ দেখলে তাকে খুশী করতে চায়, পুরুষেরা অন্যদের মদ কিনে দেয়, বিভিন্নভাবে সাহায্য করতে চায়, সাহায্যের প্রতিশ্রুতি দেয়! আমেরিকানরা মদ খেলে হাসিখুশী হয়ে গল্প করে বিদায় নিয়ে চলে যায়; কেহ অকারণ ঝামেলা করলে মারমুখী হয়, গোলাগুলিও হতে পারে। ইংরাজরা মদ খেলে গম্ভীর হয়ে যায়; মেক্সিকান স্পেনিশরা মদ খেলে বউ ও ছেলেমেয়েদের স্মরণ করে, তারপর রাস্তার উপর ঘুমিয়ে পড়ে; বাংগালীরা মদ খেলে মেয়ে নিয়ে গল্প করে, অন্যদের গালাগালি করে, মারামারি করতে চায়, মারামারি করে না। মেয়েরা মদ খেলে একা থাকতে চাহে না।

বাংগালীরা গাঁজা গুজা, হিরোইন মিরোইন, পেনসিডিল, ইয়াবা খেলে কি রকম ব্যবহার করে তা আমার জানা নেই; তবে, ইয়াবা নাকি প্রথমে রংগীন স্বপ্নে বিভোর করে?

বাংলাদেশে মেয়েদের উপর যারা নির্যাতন চালাচ্ছে, এদের কতভাগ মাদক ও মদে আসক্ত? বাংগালীরা কম পরিমাণ মদ খেলে হিতাহিত জ্ঞান হারায় না, এবং তারা অন্যদের এড়িয়ে চলে, পরিচিতদের সামনে পড়তে চায় না; কিন্তু কয়েকজন এক সাথে থাকলে কিছুটা এডভেন্চার করতে চায়।

যারা বিবিধ ধরণের মাদক নেয়, তারা সাধারণত: হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মাদকাসক্তরা যখন মাদক নেয়নি, তখনও কিন্তু তাদের মেজাজ খারাপ থাকে, তারা নীচু মানের আচরণ করে। মনে হয়, এদের বেশীরভাগই বাংলাদেশে নারীদের উপর নির্যাতন চালাচ্ছে।

মাদক এখন বাংগালীদের জীবনের অংশ হয়ে গেছে; রোহিংগারা মনে হয় ইয়াবা বানাতেও জানে; ওরা জানলে, অনেক বাংলাদেশীও নিশ্চয় জানে। দেশে তরুণরা ইয়াবা খাচ্ছে প্রচুর পরিমানে; মনে হয়, ইয়াবা সব শ্রেণীর বাংগালীর মাঝে ছড়িয়ে পড়েছে। গ্রামের বেকার তরুণরা এখন রাজনৈতিক দলের ক্যাডার; যারা অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তারা ক্ষমতাশীল দলের সাথে যোগ দেয়।

আপনারা দেখুন তো, মাদক ও নির্যাতন সমানুপাতিক কিনা? ধর্ষণ নিয়ে অনেক ব্লগার কবিতা লিখেছেন, আশাকরি ধর্ষণ কিছুটা কমে আসবে।

মন্তব্য ৬৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

সোহানী বলেছেন: ধর্ষন নিয়ে কবিতা অনেকটা প্রতিবাদের ভাষা। যার যা আছে তাই নিয়েই প্রতিবাদী হয়েছে।

আপনার মতে কবিতা লিখলেই যদি ধর্ষন কমে তাহলেতো খুবই ভালো। দেশের যত আওয়ামী মাস্তান, নেতা, পুলিশ আছে তাদেরকে বাধ্য করা হোক কবিতা লিখতে।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


কবিতা হলো দার্শনিকদের হৃদয়ের বাণী, ইহা অন্যায়কে বাস্পীভুত করে দেবে।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: সাম্প্রতিক সব ঘটনার সাথে যুক্ত ছাত্রলীগ ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



একটা দিক ভালো, ছাত্রদের শুধু একাংশ একাজ করছে; ভাগ্য ভালো যে, ছাত্রদল, নুরুর দল, শিবির ও ইউনিয়ন ইহাতে যোগ দেয়নি; তা'হলে আরো অনেক বেশী কবিতা লিখতে হতো।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫

ঢাবিয়ান বলেছেন: ছাত্রদের একাংশইতো কেবল দল, পুলিশের সাপোর্ট পাচ্ছে। অন্যরা পাইলে তারাও করত

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



পুলিশ বাকীদের অধিকার হরণ করে তো অন্যায় করছে!

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮

আমি সাজিদ বলেছেন: মদ ও মাদক নয় অবাধ ইন্টারনেটের ফলে নীল ছবির সহজলভ্যতা অন্যতম প্রধান কারন।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


নীল ছবি একটা ফ্যাক্টর, ইহা দেখতে তো ভয়ের কিছু নেই; কিন্তু কাউকে নির্যাতন করলে অনেক কিছু ঘটতে পারে, সেটার ভয়তো থাকার কথা।

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২২

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের কত পার্সেন্ট লোক মননে ও মগজে ধর্ষক?

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



দেশে হয়তো ৫ লাখ মানুষ আছে, যারা নির্যাতন করতে চেষ্টা করছে, নির্যাতন করছে; শতকরা হারে ০.০২ ভাগ হতে পারে।

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

অধীতি বলেছেন: ধর্ষণ নিয়ন্ত্রণহীন হয়ে গেছে।এটা এখন তরুনদের কাছে দিনদিন মজার ট্রেন্ড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এর মূল কারণ হলো সংবাদ কর্মীদের উপস্থাপনা।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষ এই ধরণের শাসন ব্যবস্হায় বিশ্বাসী; বাংগালীরা নিষ্ঠুর জাতি, ওরা নিজ পরিবারের বাইরে কারো জন্য কিছু করতে চাহে না।

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৩

সত্যপীরবাবা বলেছেন: "মাদকাসক্তরা যখন মাদক নেয়নি, তখনও কিন্তু তাদের মেজাজ খারাপ থাকে, তারা নীচু মানের আচরণ করে।"
আপনার মন-মেজাজ কেমন এখন?

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



বিনা মাদকেও আমার মেজাজ খারাপ থাকে।

৮| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধর্ষণ ও মেয়েদের উপর নির্যাতন
বেড়ে যাবার মূল কারণ আইনের
আওতায় নিয়ে ধর্ষকদের বিচার
না করা্। সঠিক আইন বাস্তবায়ন
হলে ধর্ষণ ও নারী নির্যাতন হ্রাস
পেতো। মদ উপসর্গ বটে।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



কোন বাংগালী কোন সময় কার বিচার করেছে? আপনি কি গতকাল জন্মেছেন, বিচারহীনতা ১ম বারের মতো দেখছেন?

শেখের মৃত্যুর বিচার পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিলো এই দেশে।

৯| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মদ খায় বাংলাদেশের লোকজন। কারন দরিদ্র মানুষেরা ভাত পায় না মদ খাবে কি করে? তবে ধনীরা মদ খায়। কিন্তু গাজা সব শ্রেনীর লোকই খায়। সস্তা। বেশির ভাগ বাঙ্গালীরা ঈদে চান্দে মদ খায়। অথবা কেউ দিলে খায়। নিজ পয়সা দিয়ে খুব কম লোক মদ খায়।

মদ আর মাদকের জন্য মেয়েদের উপর নির্যাতন অতি সামান্য হয়।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


মদ আর মাদক যদি সমস্যা না হয়ে থাকে, সমস্যা কোথায়?

১০| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
কোন বাংগালী কোন সময় কার বিচার করেছে? আপনি কি গতকাল জন্মেছেন, বিচারহীনতা ১ম বারের মতো দেখছেন?
শেখের মৃত্যুর বিচার পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিলো এই দেশে।


অপরাধ করলে তার সাজা মিলবেই
তবে তা দুদিন আগে হোক বা পরে।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


এখন যারা অপরাধ করছে, ২ দিন পরে যদি বিচার হয়, সবাই এত কা কা করছে কেন? অপেক্ষা করুক, বিচার তো হবেই।

১১| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০২

নূর আলম হিরণ বলেছেন: আপনার ধারণা সঠিক নয়। এই দেশে আরো বেশি মানুষ ধর্ষক মানসিকতা পোষন করে চলে। শুধু বিবস্ত্র করে, জোর করে সঙ্গম করা ধর্ষণ নয়। এছাড়াও বহুভাবে, বহু, কায়দায় ধর্ষিত হয় অনেক মেয়ে।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



আমি অনুমান করার চেষ্টা করেছি, সঠিক নাও হতে পারে।

১২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

নতুন বলেছেন: দেশে ধর্ষনের ৯৫% খবর সামনে আসেনা।

যদি কোন নারী শারীরিক ভাবে আহত না হয়, হলেও যদি নিজে লুকিয়ে সুস্থ হতে পারে তবে সে কাউকে বলেনা।

যখন ডাক্তারের কাছে যেতে হয়, অসুস্থ হয় তখন বিষয়টা পরিবার জানে এবং তার কিছু পরিবার থেকে চেপে যায়। বাকি গুলি থানায় মামলা হয়।

দেশের মানুষ দূনিতি বাজ, তাই তারা যদি টাকা,প্রলোভন এবং জোর করে কোন নারীকে ভোগ করতে পারে তবে অনেক বড় একটা সংখ্যার পুরুষেরা এই কাজটা করছে।

বড় ধর্ষনের জন্য সরকারের জিরো টলারেন্স নীতি দরকার। ধর্ষক যদি জানে যে সে দল বা নেতা বা টাকা পয়সা দিয়ে বাচতে পারবেনা তবে ধর্ষনের সংখ্যা ৯০% কমে আসবে।

১০% অপরাধ মানুষ হিট অফটা মোমেন্টে করে ফেলে তাই সেটা কেউই নিয়ন্ত্রন করতে পারবেনা।

আর গোপনে যেই ধর্ষন গুলি হয় সেটার জন্য সমাজে বড় একটা পরিবর্তন দরকার। সেটা আসতে আরো ২০ বছর গালতে পারে।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:



সমাজ ব্যবস্হা ও প্রশাসন ভেংগে পড়েছে, এত মানুষকে চালানোর মতো বুদ্ধি শেখ হাসিনার থাকার কথা নয়।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪০

তেলাপোকা রোমেন বলেছেন: বাঙালী মদ খায় ভেজাল টা। প্রচুর খাইলেও নেশা হয় না। তখন মাতলামীর ভান ধইরা পয়সা উসুল করে।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



জেনেটিক্যালী বাংগালীর পেটে মদ হজম হওয়ার কথা নয়।

১৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: ইউরোপীয়রা মদ খেয়ে উত্তর ও দক্ষিণ এ্যামেরিকায় গণহত্যা চালিয়ে সব দেশ দখল করেছে।

যখন বাংলাদেশে এতো মদ মাদক ছিলো না, তখনও ঘরে ঘরে নারী নির্যাতন ছিলো।
সুযোগ পেলে নারীরাও দূর্বলের উপর একই কাজ করে।
অত্যাচারী হওয়ার জন্য নেশাখোর হতে হয়না।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি অন্য কোন গ্রহে থাকেন?

১৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মদ আর মাদক যদি সমস্যা না হয়ে থাকে, সমস্যা কোথায়?

সমস্যা সমাজের, সমস্যা রাষ্ট্রের। সমস্যা পরিবারের। সমস্যা শিক্ষায়। সমস্যা রুচিতে, মেধাতে আর মানসিকতায়।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


এসব সমস্যা সন্মিলিতভাবে জাতিকে এখানে এনেছে, একা নারী নির্যাতন আনেনি; আমাদের ব্যুরোক্রেটরা এগুলোকে পালন করছে, সরকারকেও সেই পথে নিয়ে গেছে।

১৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নেশা করে হাজার হাজার পুরুষ নপুংসক হয়ে গেছে।পারিবারিক অশান্তি বেড়ে গেছে।বেশির ভাগ নেশাই ভেজাল।সেটা মদই হোক বা অন্য কিছু।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:১১

চাঁদগাজী বলেছেন:



মদ ও মাদক মানুষকে নিস্ক্রিয় করে দেয় এক সময়ে।

১৭| ০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১। অন্যায় করলে শাস্তি হয় না।
২। রাজনৈতিক ক্ষমতা।

এরা ধরাকে সরা জ্ঞান করে।
অন্যায়কে মনে করে অধিকার।

০৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



অন্যায় করার আগে, ইহা থামানোর জন্য কোন পদক্ষেপ নেয়া সম্ভব কিনা?

১৮| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২২

স্থিতধী বলেছেন: রাজীব নুর বলেছেন: সমস্যা সমাজের, সমস্যা রাষ্ট্রের। সমস্যা পরিবারের। সমস্যা শিক্ষায়। সমস্যা রুচিতে, মেধাতে আর মানসিকতায়।

এতক্ষনে মূল কথাটি পাওয়া গেলো। মদ ও মাদক, নীল ছবি, পুরুষের শরীরের হরমণ তত্ত্ব এগুলো সব মূল সমস্যার বিভিন্ন উপসর্গ, সেগুলো কোনটাই সমস্যার আসল কারন নয়। তথ্য খোজ করলে নির্যাতনের সাথে এগুলোর পজিটিভ কোরিলেশন পাওয়া যাবে ঠিক কিন্তু সেটা শুধুই গাছের ডাল পালা, লতা-পাতার পারস্পরিক সম্পর্ক থাকাটা দেখায়, শেকড় ইঙ্গিত করেনা।

পাশ্চাত্য দেশে মদ কোণ "ট্যাবু" নয়। সেখানে সেটি একটি সামাজিক পানীয়। তবু, অধিক মদ্যপানের সাথে নানারুপ পারিবারিক নির্যাতন ও সামাজিক অপরাধ করার প্রবণতা বাড়ার উদাহারন থাকায় অনেক পাশ্চাত্য দেশে মদ পানের পরিমাণটিকে নির্দিষ্ট করে দেয়া হয়। যদি প্রমাণ পাওয়া যায় যে নির্দিষ্ট পরিমাণের বাইরে কোন বারে বারটেন্ডার মদ পরিবেশন করেছে তাহলে সেই বারটেন্ডার চাকরি হারাতে পারে, বারের লাইসেন্স বাতিল হতে পারে এবং যে মদ গিলেছে তাকে তো উঁচু রকমের ট্যাক্স জরিমানা দিতে হয়ই।

অন্যদিকে আমাদের দেশে মদ এখনো "ট্যাবু"। ফলে ফলে লুকিয়ে লুকিয়ে যারা নিয়মিত এটি নেয় তারা বেশীরভাগ ভাবে যে তারা সাদা চামড়ার অনুকরণ করতেছে সফতার সাথে। বেশিরভাগের মেন্টাল ইমেজ এটাই থাকে যে সাদা চামড়া ওয়ালাদের মদ খাওয়া মানেই হলো সাথে খোলামেলা স্বভাবের মেয়ের সঙ্গ থাকা। যার কারনে যেমনটা আপনি বললেন, এদের মদ খাওয়ার শুরুর সাথে সাথেই শুরু হয় মেয়ে মানুষ নিয়ে নানা যৌন ফ্যান্টাসীর গল্প কিচ্ছা।

মদ, মাদক ও জুয়ার চাহিদা বাংলাদেশে গত এক দশকে অনেক বেড়েছে আগের যেকোন সময়ের তুলনায়, এটা কোন গবেষণা না করেও আন্দাজ করে নেয়া যায়। কিন্তু এই বিপুল চাহিদার যোগানটা হচ্ছে অবৈধ উপায়ে; ফলে সমাজে কালো টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সমাজের বিভিন্ন অংশে সেই টাকার একটি অংশ দিয়ে আরো রাজনৈতিক মাসল ম্যান তৈরি হচ্ছে। সমাজে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অনেকেই এখন সে ক্ষমতা প্রদর্শনের জন্য নারীর উপর সহিংসতাকেই বেছে নিচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:



মদ,মাডক, জুয়া ও ালো টাকা সম্পর্কে আপনার ধারণা সঠিক।

১৯| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: দেশে যারা মদ তৈরি করে, মদ আমদানী করে তাদের নিধন করলেই তো সমাধান। কোটি কোটি মদখোর নেশাখোর কে শাস্তি না দিয়ে কয়েক হাজারকে নিধন করলেই তো সমাধান হয়। সরকার তা করে না কেন ? ধুমপান বন্ধ সতর্কীকরনের দরকার কি ? কারখানা বন্ধ করে দিলেই তো সমাধান। সরকার কি তা পারে না ? যদি পারে তবে করে না কেন ?

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আইন আছে, আইনকে কার্যকরী করলেই হয়; প্রশাসন ও পুলিশ এগুলোকে লালনপালন করছে।

২০| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: অবাধ রাজনৈতিক ক্ষমতা হচ্ছে সকল মাদকের গডফাদার ।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



মাদক বন্ধ করার জন্য কেহ কথা বলছে না: ড: কামাল হোসেন, ফখরুল, জামাত শিবির তো কিছু করছে না।

২১| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: সব কিছুতে সরকারের ধীর গতি মনোভাব আমার পছন্দ না।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার পরিবারও ঠিক মতো চলেনি কোনদিন, উনার স্বামী অসুস্হ ছিলেন, কেহ খোঁজখবর রাখতো না।

২২| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ছাত্রলীগকে গুন্ডাবাহিনীতে পরিনত করেছে এমন কোন কাজ নেই যেখানে ছাত্রলীগ জড়িত না। ধর্ষণ, মাদক, চোরাকারবারী, খুন-ডাকাতী, ছিনতাই, জমি দখল, সংখ্যালঘু উচ্ছেদ হেন এমন কাজ নেই যা ওরা করছেনা এবং উহাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগ তথা রাষ্ট্র সাহায্য করছে। যার ফলশ্রুতিতে ওরা কামুক হয়ে উঠছে এবং যত্রতত্র ধর্ষণের লিপ্ত হচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব ইহা গড়েছেন, আমাদেরকে ইহা ভাংগতে হবে।

২৩| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাঙ্গালীরা মদ খেয়ে গালিগালাজ করে।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



মদ বাংগালী সংস্কৃতি ও স্বাস্হ্যের জন্য ভয়ংকর।

২৪| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সমস্ত দেশের স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



তাই, তারা কিছু চাচ্ছে?

২৫| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

শাহ আজিজ বলেছেন: মাদক বা সিনথেটিক ড্রাগস , মদ বা অ্যালকোহলিক পানীয় নয় ।

তো এই মাদক উৎপাদন প্রক্রিয়ায় পৃথিবীর বড় রাষ্ট্রগুলোর এত ভুমিকা থাকে যে সেখানে কামাল হোসেন , ফখরুল , জামাত শিবির একদম ক্ষুদ্র মাল ছাড়া আর কিছুই না । পৃথিবীতে নানা সন্ত্রাসী কাজে মায় কি সি আই এর এজেন্টদের মান্থলি পে এই মাদকের পয়সা দিয়ে দেওয়া হয় । ৯০ সালে নরিয়েগা ধরা পড়লে এই কথা এবং দক্ষিন আমেরিকায় কিভাবে আমেরিকা ড্রাগস পলিসি নিয়ন্ত্রণ করছে টাইমস পত্রিকায় বিস্তারিত লিখেছিল অথচ নরিয়েগা সি আই এর পে রোলে একদা কাজ করত ।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


ড্রাগের পেছনে বড় ও ব্রুটাল শক্তি আছে, বাংলাদেশেও তারা আছে?

২৬| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: তারা বিচার চায়। নতুন আইন চায়।

ধর্ষন বেড়ে যাওয়ার মূল কারন হচ্ছে মাদক এবং ক্ষমতার চরম অপব্যবহার ।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


দেশে এনার্খী, ছেলেরা মাদক খাচ্ছে, টাকা আয় করছে, ভয় টয় নেই।

২৭| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১

শাহ আজিজ বলেছেন: ড্রাগের পেছনে বড় ও ব্রুটাল শক্তি আছে, বাংলাদেশেও তারা আছে?

আছে । ঈশ্বরদী থেকে শ্যামনগর সীমানার বড় কারবারি ছিল জামাত এ ইসলামী । ১৯৯৯ সালে তারা শুধু খেরো খাতায় দিনের কোটি টাকার হিসেব রাখত । রাজশাহী থেকে খুলনা ট্রেনে যাচ্ছিলাম , আমার কেবিনে আর এক তরুন ভদ্র লোক উঠলেন । আলাপে জানা গেল রেলের নতুন ইঞ্জিনিয়ার । একখানে ফাকা জায়গায় ট্রেন অকারনে থেমে গেলে জানলাম এখানে চোরাই চিনি উঠছে , দেখলাম । ফেন্সিডিল তখন নেশার নতুন পন্য । তিনি আমায় অনেক কিছু তথ্য দিলেন এবং জানালেন এর পেছনে জামাত হচ্ছে বড় অংশীদার । আমি হতবাক । জানলাম সব মিলিট্যাঁনট শক্তিই অর্থ আয় করে কুপথে এবং তারা এর জন্য বিব্রত না ।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:



জামাত হলো আগের ভারতের ঠকেরা, এরা মানসিকভাবে জল্লাদ।

২৮| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২০

আকন বিডি বলেছেন: অফিস থেকে আসার পথে শেওড়াপাড়ায় একটা বার পরে। একদিন সন্ধ্যার পর ঐটার সামনে দিয়ে হেটে আসার সময় কানে আসলো এক মাতালের মেয়েদের নিয়ে অজস্র গালির আওয়াজ। আর ঠিক ঐ সময় আমাকে ক্রস করছিল একটা মেয়ে।
মুন্নি সাহার মত আমাকে প্রশ্ন কইরেন না "আমার অনুভুতি কি?"

পাড়ায় বার খোলার লাইসেন্স দিয়েছে সরকার।
কারা গ্রাহক? নাক চাপলে দুধ বের হওয়া পোলাপান।
টাকা কই পায়া? উহা এলাকার মানুষের কাছে থেকে বিভিন্ন দিবস উপলক্ষ্যে উঠানো চাঁদার টাকা বা নেতার দানের টাকা।
অপকর্ম করলে বিচার হয় না। বরং ভিকটিম বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায়। ফলে আরো অপরাধ প্রবন হয়ে উঠে।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে বার খোলার পারমিশন দেয়া অপরাধ।

২৯| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৩

আমি সাজিদ বলেছেন: রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল। আমাদের দেশে চাল বিজ্ঞানী সেজে চাল পরীক্ষা করা হয়।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের চরিত্র নেই, শিক্ষিতদের ব্যক্তিত্ব নেই।

৩০| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৫

পাজী-পোলা বলেছেন: নিজের মাথায় যা ভর করে তাই সমাজে চাপিয়ে দেয়া বোকামী। যারা
ধর্ষণ করছে তারা সব কি মাদকাসক্ত?

ধর্ষণ নিয়ে কবিতা লিখলে তাতে ধর্ষণ কমবে আপনার এই কথা মানছি, যেমন করে নজরুলের বিদ্রহী লেখাতে দেশ স্বাধীনতা পায়নি।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


যারা ধর্ষণে যুক্ত, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তখন হয়তো পরিস্কার হবে।

৩১| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩০

অনল চৌধুরী বলেছেন: আপনি কি অন্য কোন গ্রহে থাকেন?- আপনি বাস্তববাদী লোকদের কথা বোঝেন না।

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাগুলো সমসাময়িক বিশ্বের জন্য উপযুক্ত নয়।

৩২| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: বাংলাদেশে নারী নির্যাতন একটি সিস্টেমিক ভাবে চলে আসা প্র্যাকটিস। বাংলাদেশের বহু পরিবারের ভেতরে ঠাণ্ডা মাথায় নারী নির্যাতন করা হয়। পুরুষরা তো আছেই, কখনো কখনো এক নারীই অপর নারীর নির্যাতনে সহায়তা করে।

গায়ে হাত তোলা, শ্লীলতাহানীর মধ্যেই যেন নারী নির্যাতনকে সীমাবদ্ধ করে না ফেলা হয়। নারীদের উদ্দেশ্যে উচ্চারিত প্রতিটি কটূক্তি, তাঁদের যোগ্যতা নিয়ে তোলা প্রশ্ন, তাঁদের বিকাশের জন্যে পুরুষদের সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাঁধা দেয়া - প্রতিটি বিষয়কেই যেন নারী নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


দেশ ও জাতি সমস্যায় থাকলে, নারীরাই বেশী ভোগেন।

৩৩| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬

পাজী-পোলা বলেছেন: লেখক বলেছেন:

যারা ধর্ষণে যুক্ত, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, তখন হয়তো পরিস্কার হবে।

আপনি মনেহয় তাদের নিয়ে প্রচুর খাটছেন?
আমার মুরগীর বুদ্ধি অতদূর ভাবতেই পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.