| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
   
গত শুক্রবারে, হোয়াইট হাউসে যেই পরিমাণ করোনা রোগী ছিলো, একমাত্র হাসপাতাল ছাড়া, বিশ্বের কোন ঘরে একই সাথে এত বেশী করোনা রোগী একই সময় উপস্হিত ছিলো না: প্রেসিডেন্ট, তার বউ, ঘর সামলানোর লোকজন, হোয়াইট হাউসের প্রেসের লোকজন, অফিসের লোকজন, সিনেট, প্রশাসন ও সরকারের লোকজন, প্রেসিডেন্টের এডভাইসার মেডভাইজার মিলে ২০ জনের বেশী করোনা রোগী ছিলো সেখানে; সব ঘটেছে ট্রাম্পের গরিলা-বিবেক ও বুদ্ধিহীনতার কারণে। 
ট্রাম্প গত শনিবার থেকে শুরু করে ৪ রাত বিশ্বের সবচেয়ে দামী হাসপাতালে থেকে গতকাল হোয়াইট হাউসে ফিরেছে, যেখানে তার বউ অসুস্হ, আরো কতজনের শরীর তখন পজিটিভ সেটা পরে জানা যাবে।  ট্রাম্প হেলিকপ্টারে ফিরে, ঘরে বারান্দায় উঠে নিজের মাস্কটা খুলে বলেছে, "করোনাকে ভয় করার মতো কিছু নেই"।
যেই ২ লাখ ১০ হাজার মারা গেছে, তাদের ছেলেমেয়ে ও আপনজনেরা শুনেছে, "করোনাকে ভয় করার মতো কিছু নেই",  যেই ৪ কোটীর চাকুরী নেই তারাও এই অভয় বাণী শুনেছে, ইডিয়ট! হোয়াইট হাউসে গতকাল কুত্তাও ছিলো না, ভয়ে তেমন কেহ কাজে আসেনি; শুধু সিক্রেট সার্ভিসের কিছু লোকজন, ডাক্তার-নার্স, পাহারাদারেরা ব্যতিত তেমন কেহ কাজে আসেনি; মেলোনিয়া হয়তো নিজে রান্না করে খেয়েছে!  ট্রাম্প রাতে হয়তো উপোষ থাকার কথা।
গর্দভ বিশ্বের সবচেয়ে দামী হাসপাতালে থাকার সময়,  ধুর্ত ঔষধ কোম্পানীগুলো দুনিয়ার সব ধরণের নতুন ঔষধগুলো এই বড় বানরের উপর পরীক্ষা করে নিয়েছে: রিজেনেরণ নামে এক কোম্পানী তাদের "এন্টিবডি ককটেইল", গিলিয়ার্ড তাদের নতুন মানের "রেমিডেসিবির", আরেক কোম্পানী তাদের "ষ্টোরয়েড" উহার উপর প্রয়োগ করেছে। ফলাফল, এসব কোম্পানীর ষ্টক লাফ দিয়েছে; রিজেনেরণের ষ্টক ৩০ ডলার বেড়ে গেছে; সবাই খুশী বড় বানরের উপর পরীক্ষার কাজটা সেরে নিতে পেরেছে।
 
০৬ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন: 
ঐ গরিলার সমস্যা না থাকলে, আমেরিকায় ২ শ'তের বেশী মানুষের মৃত্যু হওয়ার কথা ছিলো না; তার বয়স ৭৪ বছর, সে মরেনি; অথচ, ৩৪ বছরের অনেক মানুষের মৃত্যু হয়েছে; তাকে দেখাশোনা করছে ১০০ জনের বেশী বড় স্পেশালিষ্ট। সে এক হাসপাতালে  একা ছিলো, নিউইয়র্কে মানুষ হাসপাতালের করিডোরে ছিলো; বানরের উপর দুনিয়ার সকল ঔষধ পরীক্ষা করা হয়েছে।
২| 
০৬ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:১৮
জাহিদ  হাসান বলেছেন: ![]()
 
০৬ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন: 
হোয়াইট হাউস এখন ভাইরাসের প্রজনন কেন্দ্র
৩| 
০৬ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:৩০
রাবেয়া রাহীম বলেছেন: নিউইয়র্কের কিছু কিছু এলাকা আবার লকডাউন দিয়েছে। এদিকে আমাকে প্রতিদিন  সাবওয়ে তে যাতায়াত করতে হচ্ছে আতঙ্কের সাথে । 
তবে বড় বাঁদরের বাঁদরামি দেখে কিছু সাহহ নেয়াড় চেষ্টা করাই যেতে পারে  ![]()
 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১০
চাঁদগাজী বলেছেন: 
আমাদের পাশের জিপ-কোড (ইহুদী এলাকা) আগামীকাল থেকে লকডাউনে যাবে।
হুশিয়ারে থাকুন, খুব ভোরে  কাজে চলে যাবেন, আগে অথবা দেরীতে ফিরুন, ডবল-মাস্ক ব্যব হার করুণ, প্রতিদিন কাপড় বদলান।
৪| 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:১৭
জুন বলেছেন: ট্রাম্প বাদর হলেও চালাক, তার উপর দিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে দেখেই সে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে । 
আর ঐ দেশে আছেন বলে বাদর টাদর বলেও রেহাই পেলেন, থাকতেন নিজ দেশে বলতেন এই সব কথা চৌদ্দ শিকের ভেতরে জীবন পার করতে হতো এই ব্যাপারে আমি শিওর ।
 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১২
চাঁদগাজী বলেছেন: 
ড: কামাল হোসেন শেখ হাসিনাকে গাধা ডাকুক, কেহ কিছু বলবে না।
৫| 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
শাহ আজিজ বলেছেন: বানর নয় বান্দর !!
 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১৪
চাঁদগাজী বলেছেন: 
সে এসেছিলো নিজের এই ইমেজকে কাজে লাগিয়ে তার ব্যবসাগুলো যেন টাকা আয় করতে পারে, সেটা সে করেছে।
৬| 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
জগতারন বলেছেন: 
গত শুক্রবারে, হোয়াইট হাউসে যেই পরিমাণ করোনা রোগী ছিলো, একমাত্র হাসপাতাল ছাড়া, বিশ্বের কোন ঘরে একই সাথে এত বেশী করোনা রোগী একই সময় উপস্হিত ছিলো না:
ডোনাল্ড ট্রাম্প একটা হাড়ামী লোক, 
ইহা প্রকৃতির অভিশাপগ্রস্ত, প্রতিয়মান। 
 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১৬
চাঁদগাজী বলেছেন: 
কাজের মাঝে একটা বড় কাজ করেছে, সাধারণ আমেরিকানদের জীবন ৩য় বিশ্বের মানুষের মতো হয়ে গেছে।
৭| 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১৩
আমি সাজিদ বলেছেন: কোয়াড সংলাপ নিয়ে কি আগালো?
 
০৬ ই অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:১৫
চাঁদগাজী বলেছেন: 
কোয়াডটা কি?
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২০  বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: টিভিতে ট্রাম্পকে দেখলাম- মাস্ক খুলে তার ভক্তদের দেখালো। লোকটার কিছু সমস্যা আছে।