নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নোটীশ আসতেই থেকে

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২



নীচের নোটিশটি পেয়েছি ২/১ দিন আগে, নোটিশে কিছু শব্দের কথা বলা হয়েছে, যা আমি ব্যবহার করে আসছি বলে বলা হচ্ছে ; কিন্তু শব্গুলো না দেয়ায় আমি একটুখানি বিভ্রান্ত! ব্লগের "আপনার সমস্যা জানান" মেন্যু থেকে সমস্যাটি সাবমিট করা যাচ্ছে না; তাই সাময়িক পোষ্ট হিসেবে দিলাম।

প্রাপ্ত নোটিশ:

"প্রিয় ব্লগার, এই ধরনের অযাচিত শব্দ আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন এবং আমরা আপনাকে বার বার সর্তকবার্তা দিয়ে আসছি। আপনাকে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, আমাদের নীতিমালা অনুসারে এই ধরনের শব্দ বা ভাষা গ্রহন করার কোন সুযোগ নেই। পরবর্তী সময়ে আপনি যদি এই ধরনের অযাচিত ব্যক্তি আক্রমন মুলক শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার এই ব্লগ আইডিটু চুড়ান্তভাবে বন্ধ হবার সম্ভবনা থাকবে। বিনীত, সামহোয়্যারইন ব্লগ টিম। "

বলা হয়েছে, "এই ধরণের অযাচিত শব্দ"; কয়েকটি (সম্ভব হলে সবগুলো) শব্দ উল্লেখ করুন, যাতে আমি সেগুলোর ব্যবহার বন্ধ রাখতে পারি; ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নোটিশ টি স্পষ্ট নয় ।
শব্দ গুলো সঠিক ভাবে উল্লেখ করা দরকার ছিল।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



কোন শব্দগুলো সমস্যার সৃষ্টি করছে, সেগুলো আমি জানলে ভালো হবে; কারণ, আইডি হারানোর সম্ভাবনা দেখা দিচ্ছে।

২| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

আল ইফরান বলেছেন: খুব সম্ভবত ম্যাওপ্যাও, পিগমি, ডোডো পাখি, প্রশ্নপত্র ফাস জেনারেশন

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



এগুলো ফানি শব্দ, এগুলো দিয়ে আক্রমণ করা কঠিন ব্যাপার।

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: মডারেশন টিম গোপনীয়তা মেনটেইন করেন।যে মেইল করে আপনাকে সতর্ক করেছেন,আপনিও ওনাদের কাছে বিষয়টি পরিষ্কার করতে আরেকটি মেইল করতেই পারতেন। তাইবলে প্রকাশ্যে মেইলের বিষয় নিয়ে পোস্ট দিয়ে গোপনীয়তা ভঙ্গ করাটা যুক্তিযুক্ত বলে মনে হলো না। এমনকি আপনি এখনও পোস্টটি তুলে নিয়ে বরং মডারেশন টিমকে মেইল করে বিষয়টি ক্লিয়ার করতে পারেন।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগের "আপনার সমস্যা জানান" থেকে কিছু সবামিট করা যাচ্ছে না।

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া এখন থেকে আমার মত ভাইয়ামনি আর আপুনি ছাড়া খবরদার ম্যাও প্যাও ডোডো পিগমী তোমার নিজস্ব ভোকাবুলারী ইউজ করো না। এই আইডিটা হারালে আমরা কেমন করে চাঁদগাজী ভাইয়াকে পাবো? :(

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



সামু অনেকগুলো আইডি ব্যান করেছে, বর্তমান আইডিটা রক্ষা করা দরকার।

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

সাগর শরীফ বলেছেন: আত্মপক্ষ সমর্থন করে আপনিও বলুন "আমার বিরুদ্ধে অভিযোগ নেহায়েতই বিশেষ কোন ব্যক্তি/গোষ্ঠীর চংক্রান্ত"।
আপনার কি ধারণা?

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



আমার কোন সঠিক ধারণা নেই।

৬| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: আপনার কোনো শব্দ আমার কাছে খারাপ লাগে না।
ম্যাওপ্যাও, পিগমি, ডোডো পাখি, প্রশ্নপত্র ফাস জেনারেশন ইত্যাদি শব্দ গুলোতে খারাপ কিছু আছে বলে মনে করি না।

তবে আমার ধারনা আপনি যে কঠিন মন্তব্য করেন- প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন ইত্যাদিকে ব্যাক্তিবর্গকে ছেড়ে কথা বলেন না- প্রচন্ড সাহসীকতার পরিচয় দেন সম্ভবত সেগুলোর কথা বলেছেন এডমিন। তবে আপনার সাহসী মন্তব্য গুলো আমাকে সাহসী হতে আগ্রহী করে তুলে।

আমি এডমিকে অনুরোধ করবো, আমাদের কিছুটা ছাড় দেন। প্লীজ।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি কিছুটা বিভ্রান্ত

৭| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮

নতুন নকিব বলেছেন:



আল ইফরান বলেছেন: খুব সম্ভবত ম্যাওপ্যাও, পিগমি, ডোডো পাখি, প্রশ্নপত্র ফাস জেনারেশন

-গুহামানব, জিংজিং? আরও কি কি শব্দ যেন ছিল! দুঃখিত, মনে পড়ছে না এখন।

পদাতিক চৌধুরি বলেছেন: মডারেশন টিম গোপনীয়তা মেনটেইন করেন।যে মেইল করে আপনাকে সতর্ক করেছেন,আপনিও ওনাদের কাছে বিষয়টি পরিষ্কার করতে আরেকটি মেইল করতেই পারতেন। তাইবলে প্রকাশ্যে মেইলের বিষয় নিয়ে পোস্ট দিয়ে গোপনীয়তা ভঙ্গ করাটা যুক্তিযুক্ত বলে মনে হলো না। এমনকি আপনি এখনও পোস্টটি তুলে নিয়ে বরং মডারেশন টিমকে মেইল করে বিষয়টি ক্লিয়ার করতে পারেন।

-পদাতিক ভাইকে অসংখ্য ধন্যবাদ, সুপরামর্শের জন্য।

@চাঁদগাজী ভাই, আমিও পদাতিক ভাইয়ের সাথে সহমত পোষন করছি, এই পোস্টটি এখনও আপনি সরিয়ে নিবেন কি না, ভেবে দেখতে পারেন। এর পরিবর্তে বরং সরাসরি মেইল করে সম্মানিত ব্লগ টিমকে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো জানাতে পারেন। তাতে ব্লগ টিমের গোপনীয়তা রক্ষা হবে বলে মনে করি।

ভালো থাকবেন।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



আরেকটা শব্দ হচ্ছে, লিলিপুটিয়ান; এগুলো ফানি শব্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.